Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ অক্টোবর ২০১৫

তথ্যবিবরণী ০৭/১০/১৫

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৯০৮
তথ্যমন্ত্রীর সাথে দেশ ও মানুষকে ভালোবাসার শপথ নিলো শিশুরা

ঢাকা, ২২ আশ্বিন (৭ অক্টোবর) :
    তথ্যমন্ত্রীর সাথে দেশ ও মানুষকে ভালোবাসার শপথ নিয়েছে শতাধিক শিশু। আজ ঢাকায় জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রিক্যাডেট এসোসিয়েশন আয়োজিত ২০১৪ সালে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত প্রায় দুইশত শিশু প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র কন্ঠে কন্ঠ মিলিয়ে এ শপথ নেয়। 
    তথ্যমন্ত্রী এসময় শিশুদের দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে শিক্ষাদানের জন্য মাতাপিতা ও শিক্ষকদের প্রতি উদাত্ত আহ্বান জানান। শিশুদেরকে ১৮ বছরের আগ পর্যন্ত দেশের ‘হবু মালিক’ বলে সম্বোধন করে জনাব ইনু বলেন, তাদের শপথ হবে, লেখাপড়া করে ভাল পথে রোজগার, মাথা উঁচু করে হাঁটা এবং দেশকে ভালোবাসার। 
    একইসাথে পরিবেশ ও প্রকৃতির জন্য মমতাবোধকে বিশেষ গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, গাছপালা ও পশুপাখিকে ভালোবাসতে হবে। মন্ত্রীর সাথে শিশুরা বলে ‘একদিন দেশের মালিক হবো, মানুষের মতো মানুষ হবো, দেশকে আরো সুন্দর করবো’। জাতির পিতা ও বীরমুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানের শুরুতে তথ্যমন্ত্রীর নেতৃত্বে তারা বলে, ‘শহীদানগো, সালাম সালাম। বঙ্গবন্ধুগো, সালাম সালাম। মুক্তিযোদ্ধাগো, সালাম সালাম।’ 
    কিন্ডারগার্টেন এন্ড প্রিক্যাডেট এসোসিয়েশনের সভাপতি জেব-উন-নেসা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার এবং সংসদ সদস্য নাজমুল হক প্রধান। এসোসিয়েশনের মহাসচিব মঞ্জুর আহমেদ স্বাগত বক্তব্য দেন। শিশুশিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের হাতে সনদ তুলে দেন তথ্যমন্ত্রী। 
#
আকরাম/আফরাজ/মিজান/মোশাররফ/জয়নুল/২০১৫/২২৫০ঘণ্টা

Handout                                                                                                          Number : 2907

 

Mexican Ambassador calls on FM and SFM

 

Dhaka, October 7 :

 

Non-resident Ambassador of the United Mexican States to Bangladesh Melba Pria paid a courtesy call on Foreign Minister Abul Hassan Mahmood Ali at his official residence  today. Foreign Secretary Md. Shahidul Haque was present during the meeting.

 

Foreign Minister received the Ambassador cordially and congratulated on her appointment as the non-resident Ambassador of Mexico to Bangladesh based in Delhi. Ambassador Pria shared the experiences of Mexico’s development journey through the past few decades and expressed keen interests to work with Bangladesh on areas of common interests. She commended Bangladesh’s achievements in socio-economic development particularly in attaining MDG goals and Food autarky. Applauding Bangladesh’s invaluable contribution to promote global peace and security, the Ambassador said that Mexico would like to benefit from Bangladesh’s Peace- Keeping experiences through exchange programs.

 

Foreign Minister assured the Ambassador of necessary assistance in this regard. He mentioned that BIPSOT, which has earned international accolade as a center of excellence in training peace keepers, could play an important role in this regard. He also said that he would be happy to host Mexico's newly appointed Foreign Minister Claudia Ruiz Massieu in Dhaka at a mutually convenient time.

 

Later Ambassador Pria also paid courtesy call on the State Minister for Foreign Affairs Md. Shahriar Alam. During the discussions, State Minister shared his experiences with the Ambassador from his recent visit to Mexico. He highlighted the potential opportunities for trade and investment between the two countries especially in RMG, Ship-Building and Pharmaceuticals sectors.

 

The Mexican Ambassador pledged to work with Bangladesh Government to find out innovative ways for cooperation in the fields of trade and investment. She also stressed on the importance of enhanced people-to-people level ties. She informed that a trade delegation from Mexico may visit Bangladesh soon to explore possible areas of cooperation.

 

#

 

Khaleda/Afraz/Mizan/Zashim/Selim/2015/2200 Hrs

Handout                                                                                  Number : 2906

 

Bangladeshi nationals are advised not to visit Libya

 

Dhaka, October 7 :

 

Bangladeshi nationals including migrant workers are again strongly advised not to undertake any visit to Libya in view of the ongoing fighting and deteriorating security situation.

 

The Ministry of Foreign Affairs is monitoring the situation and further requesting Bangladesh nationals to refrain from visiting Libya until the further notification in this regard. Unless unavoidable, visiting Bangladeshi nationals from Libya are also advised to refrain from travelling back to Libya for the time being. 

 

 

#

 

Kamruzzaman/Afraz/Mizan/Zashim/Selim/2015/2200 Hrsতথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৯০৫

শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলকে ¯িপকারের অভিনন্দন

ঢাকা, ২২ আশ্বিন (৭ অক্টোবর) :
    ত্রিদেশীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
    এক অভিনন্দন বার্তায় স্পিকার বলেন, এ বিজয় বাংলাদেশের বিজয়। বাংলাদেশ দলের সাফল্যের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
    এছাড়া, এজয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজও প্রতিবন্ধী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
#
শিবলী/আফরাজ/মোশাররফ/জয়নুল/২০১৫/২০১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৯০৪
গীতিকার নায়ীম গহরের মৃত্যুতে স্পিকারের শোক

ঢাকা, ২২ আশ্বিন (৭ অক্টোবর) :
    স¦াধীনতা পদকপ্রাপ্ত গীতিকার নায়ীম গহরের মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
    এক শোকবাণীতে স্পিকার বলেন, তাঁর মৃত্যুতে জাতি একজন প্রতিভাবান গীতিকারকে হারালো। তাঁর মৃত্যু বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি।
    স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
    এছাড়া, নায়ীম গহরের মৃত্যুতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোক প্রকাশ করেছেন।
#

শিবলী/আফরাজ/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/২০০৫ঘণ্টা  

Handout                                                                                                                   Number : 2903

 

BOI and Chinese delegation meeting held

 

Dhaka, October 7 :

 

            A meeting between Board of Investment and a Chinese delegation took place at the board room of Board of Investment (BOI) in Dhaka today.

 

            The 6-member Chinese delegation was led by CEO of Guilin Liyuan Grain and Oil Food Group Co. Ltd of Liyuan Group Huang mindi.

 

            The ambit of the delegation was to assess the investment climate and regulatory environment of Bangladesh as they contemplating to select Bangladesh as an investment destination apart from some other countries.

 

            The meeting was presided over by Executive Member of Board of Investment of Bangladesh Nabhash Chandra Mandal. Mr. Mandal highlighted investment opportunities and regulatory environment in Bangladesh and functions of BOI.

 

            Some members of Chinese delegation made queries about main sectors of investment specially agriculture and poultry sector in Bangladesh promising for Chinese investors including tax roadmap and incentive issues. BOI officials of Bangladesh responded to them with pertinent information.

#

Afraz/Mizan/Zashim/Selim/2015/1900 Hrs

 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৯০২
শিক্ষামন্ত্রীর সাথে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ২২ আশ্বিন (৭ অক্টোবর) :
    বিসিএস সাধারণ শিক্ষা সমিতির একটি প্রতিনিধিদল আজ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে  ঢাকায় তাঁর মন্ত্রণালয়ে সাক্ষাৎ করে।
    সমিতির সভাপতি প্রফেসর নাসরিন বেগমের নেতৃত্বে ৩০ সদস্যের প্রতিনিধিদল মন্ত্রীর সাথে সাক্ষাৎকালে বলেন, নতুন জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের বিধান তুলে দেয়ায় তাঁরা আর্থিকভাবে ও মর্যাদার দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
    শিক্ষামন্ত্রী প্রতিনিধিদলের উদ্দেশে বলেন, মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনস্কেল অনুমোদনের সাথে সাথেই সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বিধান তুলে দেয়ায় শিক্ষকদের বিষয়টি বিবেচনার জন্য মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়। তিনি বলেন, ‘‘আমি আপনাদের বিষয়টি বিস্তারিত জানলাম। কমিটির সদস্য হিসেবে আমি আপনাদের কথা কমিটির বৈঠকে তুলে ধরবো।’’
     জনাব নাহিদ বলেন, সরকার দেশের শিক্ষাক্ষেত্রে সাফল্যের সবচেয়ে বড় শক্তি শিক্ষকদের কল্যাণ ও মর্যাদা সমুন্নত রাখতে অত্যন্ত আন্তরিক। তিনি আশা করেন, গঠিত মন্ত্রিপরিষদ কমিটি শিক্ষকদের স্বার্থরক্ষায় সম্ভব সবকিছু করবে। শিক্ষকগণ তাঁদের ওপর অর্পিত মহান দায়িত্ব নিবেদিতপ্রাণে পালন করে যাবেন  বলেও তিনি আশা প্রকাশ করেন।
    শিক্ষা সচিবের দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাস, অতিরিক্ত সচিব এ এস মাহমুদ ও চৌধুরী মোফাদ আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
সাইফুল্লাহ/আফরাজ/মিজান/জসীম/জয়নুল/২০১৫/১৮৫৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                             নম্বর : ২৯০১

পলিথিন প্লাস্টিক ব্যাগের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান
২৫ অক্টোবরের পরিবর্তে ১ ডিসেম্বর শুরু

ঢাকা, ২২ আশ্বিন (৭ অক্টোবর) :

    পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর বাস্তবায়নের লক্ষ্যে পলিথিনপ্লাস্টিক ব্যাগের বিরুদ্ধে ঘোষিত সাঁড়াশি অভিযান ২৫ অক্টোবরের পরিবর্তে ১ ডিসেম্বর শুরু হবে।

    বস্ত্র ও পাটপ্রতিমন্ত্রী মির্জা আজমের সভাপতিত্বে আজ বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে খাদ্য অধিদপ্তর এবং পাট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সংস্থা, ব্যবসায়ীদের শীর্ষসংগঠন ফেডারেশন অভ্ বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স (এফবিসিসিআই), ধান ও চালকল মালিক সমিতি, চালের আড়তদার সমিতিসহ সংশ্লিষ্টদের সাথে অনুষ্ঠিত এক যৌথসভায় সাঁড়াশি অভিযানের তারিখ পেছানো হয়। 

    সভায় বলা হয়, ১ ডিসেম্বর থেকে ৬টি পণ্যে ব্যবহৃত পলিথিন প্লাস্টিকব্যাগের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান ব্যবসায়ীদের বিরুদ্ধে নয় বরং দেশের পরিবেশরক্ষার পক্ষে এবং জনগণের স্বাস্থ্যঝুঁকির বিরুদ্ধেই। তাই পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর কঠোর এবং শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক গণসচেতনতাসৃষ্টি এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ এবং নির্ধারিত ৬টি পণ্য ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনির সাথে জড়িত পক্ষদের নিয়ে বস্ত্র ও পাটমন্ত্রণালয় ধারাবাহিক সমন্বয়সভা শুরু করেছে। 

    প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ধরিত্রীরতœ শেখ হাসিনা দেশের মারাত্মক পরিবেশ বিপর্যয়রোধের লক্ষ্যে  ১৯৮২ সাল থেকেই বৃক্ষরোপন আন্দোলন শুরু করেন। দেশের প্রধান অর্থকরী ফসল পাটের অতীত গৌরব ফিরিয়ে এনে পরিবেশবান্ধব দেশ গড়তে তারই নির্দেশে  পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। পরিবেশরক্ষায় জাতিসংঘ কর্তৃক প্রধানমন্ত্রীর সাম্প্রতিক পুরষ্কারপ্রাপ্তিও তার সেই কৃতিত্বের ফসল বলে তিনি উল্লেখ করেন। 

যৌথসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, অটো রাইচ মিলস সমিতির সভাপতি একেএম খোরশে আলম, অটো মেজর এন্ড হাস্কিং মিলস অনার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুর রশীদ, জুট মিলস এসোসিয়েশনের সভাপতি মো. শামসুদ্দোহা এবং  বিজেএমসি’র ভারপ্রাপ্ত  চেয়ারম্যান  কর্নেল লেনিন কামাল।     

#
শাহআলম/আফরাজ/রফিকুল/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা     
 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৯০০
বাজার তদারকি
২৩ প্রতিষ্ঠানকে এক লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২২ আশ্বিন (৭ অক্টোবর) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় ঢাকা, খুলনা, কুড়িগ্রাম, কমিল্লা ও রাজশাহীতে আজ বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২৩টি প্রতিষ্ঠানকে এক লাখ ৭৫ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর পল্টন এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরির অপরাধে রাজ হোটেলকে ২৫ হাজার টাকা ও রাজধানী হোটেলকে ২৫ হাজার টাকা এবং পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে অলিম্পিয়া বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি, ওজনে কারচুপি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে খুলনা মহানগরীর ডুমুরিয়া ও শৈলবাড়ি বাজার এলাকায় ৮টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা, কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ৮ হাজার ২শ’ টাকা এবং রাজশাহী মহানগরীর রাজপাড়া ও বোয়ালিয়া থানাধীন বিভিন্ন এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট মহানগর ও জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, ক্যাব, মৎস্য অধিদপ্তর, স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা প্রশাসন এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করে। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
#
আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৪০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                    নম্বর : ২৮৯৯

আশুগঞ্জে তিনটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন আগামীকাল

ঢাকা, ২২ আশ্বিন (৭ অক্টোবর) :

    আগামীকাল আশুগঞ্জে তিনটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করা হবে। বিদ্যুৎকেন্দ্রগুলো হচ্ছে-আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, ইউনাইটেড আশুগঞ্জ ২শ’ মেগাওয়াট মডিউলার পাওয়ার প্ল্যান্ট ও আশুগঞ্জ মিডল্যান্ড ৫১ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রগুলো উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

    ইউনাইটেড আশুগঞ্জ ২শ’ মেগাওয়াট মডিউলার পাওয়ার প্ল্যান্টটি সরকারি কোম্পানী আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন লিঃ এবং বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড এন্টারপ্রাইজেস এন্ড কোম্পানি লিঃ-এর যৌথ মালিকানায় স্থাপিত বাংলাদেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্র, যার প্রকল্প ব্যয় ১ হাজার ৩২৬ কোটি টাকা। মিডল্যান্ড ৫১ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টটি ভিয়েলাটেক্স লিমিটেড ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড-এর যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত। বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের মোট ব্যয় ৩শ’ কোটি টাকা। আশুগঞ্জ ২২৫ মেগওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের প্রকল্প ব্যয় ২ হাজার ১১৬ কোটি টাকা। 

    এ তিনটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের ফলে জাতীয় গ্রিডে ৪শ’ ৭৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। একইসাথে ২০২১ সালে সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার বিষয়ে অঙ্গীকার বাস্তবায়নে আর এক ধাপ এগিয়ে গেলো সরকার। এতে দেশে কর্মসংস্থান সৃজন ও সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।  

#

আসলাম/আফরাজ/রফিকুল/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা     
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৮৯৮
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সৃজনশীল এর পূর্বে এমসিকিউ পরীক্ষা হবে
ঢাকা, ২২ আশ্বিন (৭ অক্টোবর) :
    আগামী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সৃজনশীল পরীক্ষার পূর্বে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতদিন এসব পরীক্ষায় সৃজনশীল প্রশ্নপত্রের পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।
    আজ ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত পাবলিক পরীক্ষা পদ্ধতির সংস্কার বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত হয়।
    পরীক্ষাহলসমূহে এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ২০১৬ সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা সৃজনশীল প্রশ্নপত্রের পরীক্ষার পূর্বে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
    বৈঠকে আরো সিদ্ধান্ত হয়, ২০১৭ সাল থেকে এসএসসি ও এইচএসসিতে এমসিকিউ পরীক্ষার মোট নম্বর থেকে ১০ নম্বর কমিয়ে দেয়া হবে। তার ফলে বর্তমানে যেসব বিষয়ে ৪০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা হয় সে সব বিষয়ে ৩০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা হবে। আর যে সব বিষয়ে ৩৫ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা হয়, সে সব বিষয়ে ২৫ নম্বরের এমসিকিউ প্রশ্নরপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দু’টি পরীক্ষায় এমসিকিউ প্রশ্নপত্রে হ্রাসকৃত ১০ নম্বর সৃজনশীল প্রশ্নপত্রে যুক্ত হবে।
    সভায় প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার স্বার্থে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র মুদ্রণ ও প্যাকেটজাতকরণের জন্য বিজিপ্রেসকে সম্পূর্ণভাবে অটোমোশনের আওতায় আনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিজি প্রেসকে পুরোপুরি অটোমেশন করা হলে প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে মানুষের কোনো প্রকার স্পর্শ ছাড়াই প্রশ্নপত্র ছাপানো ও প্যাকেটজাতকরণ সম্ভব হবে।
    সভায় জেএসসি, এসএসসি ও এইচএসসি ৩টি পরীক্ষাতেই দিনের সংখ্যা ও সময়সীমা কমানোর বিষয়ে আলোচনা হয়। এজন্য জেএসসি ও এসএসসি’তে মৌলিক বিষয়সমূহের পাবলিক পরীক্ষার ব্যবস্থা করা ও অন্য বিষয়সমূহের স্কুলভিত্তিক মূল্যায়নের ব্যবস্থা করার বিষয়ে আলোচনা হয়।
    শিক্ষামন্ত্রী বলেন, প্রচলিত পরীক্ষা পদ্ধতির ত্রুটিবিচ্যুতি পরিহার করাসহ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের সময় বৃদ্ধি ও প্রাইভেট কোচিং নিরুৎসাহিত করার জন্য আরো উন্নত পরীক্ষা পদ্ধতি খুঁজে বের করার প্রয়োজন রয়েছে। একইসাথে পরীক্ষার্থীদের মানের পরিমাপক হিসেবে যথার্থ পরীক্ষা পদ্ধতি খুঁজে বের করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
    মন্ত্রী আরো বলেন, পাবলিক পরীক্ষা পদ্ধতি সংস্কারের এ আলোচনা একেবারেই প্রাথমিক ও ‘ব্রেন স্টোর্মিং’ পর্যায়ে রয়েছে। ছাত্র, শিক্ষক, অভিভাবক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা, সেমিনার, কর্মশালার আয়োজনসহ সবার মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
    সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষা বোর্ডসমূহের চেয়ারম্যানগণ, রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল কলেজের প্রধান ও সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।
#
সাইফুল্লাহ/আফরাজ/রফিকুল/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ২৮৯৭

স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় 
সম্পর্কিত সংসদীয় স্থায়ী  কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২২ আশ্বিন (৭ অক্টোবর) :
    স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ্ বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য আলহাজ এডভোকেট মো. রহমত আলী, সাবের হোসেন চৌধুরী, ফজলে হোসেন বাদশা এবং বেগম রহিমা আকতার বৈঠকে অংশগ্র্রহণ করেন।
বৈঠকে আগের বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 
 বৈঠকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে আলোচনা হয় এবং সিটি কর্পোরেশনে বসবাসরত নাগরিকদের বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে এবং তাদের নিকট থেকে সকল সেবা প্রদানের বিল যথাযথভাবে আদায়ের লক্ষ্যে অভিন্ন ইনডেক্স নম্বর চালু করার সুপারিশ করা হয়। 
ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাইরের যে সকল ইউনিয়নগুলোতে অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছে সে ইউনিয়নগুলোকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়। এছাড়া, বৈঠকে সিটি কর্পোরেশনের নামে বাজেট বরাদ্দের অতিরিক্ত কোনো প্রকল্প গ্রহণ না করার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। 
বৈঠকে সমবায় অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে আলোচনা হয় এবং সমবায় অধিদপ্তরের শূন্য পদসমূহে জনবল নিয়োগ, সমবায় আন্দোলনকে বেগবান করতে পরবর্তী সভায় একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন এবং যে সকল সমবায় সমিতির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া, রাজধানীর মিরপুরে চিড়িয়াখানা রোডে জাতীয় সমবায় শিল্প সমিতির নামে বরাদ্দকৃত ৫০ কাঠা জায়গার উপর নির্মিত ১৬তলা ভবনের মালিকানা ডেভলপারকে শতকরা ৮৪ ভাগ এবং সমিতির নামে শতকরা ১৬ ভাগ কিভাবে বরাদ্দ করা হয়েছে সে বিষয়ে পরবর্তী সভায় একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করার সুপারিশ করা হয়।
    স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার, এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
হুদা/আফরাজ/জসীম/জয়নুল/২০১৫/১৭৩০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৮৯৬

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২২ আশ্বিন (৭ অক্টোবর) :
    জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ কমিটির সভাপতি  এইচ এন আশিকুর রহমান এর  সভাপতিত্বে  জাতীয়  সংসদভবনে অনুষ্ঠিত হয়। 
    কমিটির সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সুকুমার রঞ্জন ঘোষ, মুস্তফা লুৎফুল্লাহ এবং খোরশেদ আরা হক বৈঠকে অংশগ্রহণ করেন। 
    বৈঠকে পূর্বের অধিবেশনে উত্থাপিত ‘গণকর্মচারী (বিদেশি নাগরিকের সহিত বিবাহ) বিল, ২০১৫’ পরীক্ষা নিরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট পেশ করা হয়।
    বৈঠকে মাঠ পর্যায়ে কর্মকর্তা পদায়ন ও বদলির প্রয়োজনে স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করার  সুপারিশ করা হয়। এছাড়া, যে সকল সরকারি কর্মকর্তাদের মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা ও দেশপ্রেমে ঘাটতি পরিলক্ষিত হবে তাদের পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে সতর্কতামূলক দৃষ্টি রাখার পরামর্শ দেয়া হয়।
    জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চীন ও ভিয়েতনাম সফর সম্পর্কে আলোচনা হয় বৈঠকে। বিদেশে নির্দিষ্ট প্রশিক্ষণ গ্রহণ করে অন্য কর্মস্থলে বদলি হয়ে সরকারের আর্থিক ক্ষতি ও প্রশাসনে দক্ষতার অভাব যাতে না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার সুপারিশ করা হয়।
    বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট  ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
মিজানুর/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭২০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৮৯৫ 

সংসদভবনে বাল্যবিবাহ প্রতিরোধ সাব-কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২২ আশ্বিন (৭ অক্টোবর) :

টঘঋচঅ এর অর্থায়নে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন ঝঃৎবহমঃযবহরহম চধৎষরধসবহঃ’ং ঈধঢ়ধপরঃু রহ ওহঃবমৎধঃরহম চড়ঢ়ঁষধঃরড়হ ওংংঁবং রহঃড় উবাবষড়ঢ়সবহঃ (ঝচঈচউ) শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত ‘বাল্যবিবাহ প্রতিরোধ সাব-কমিটি’ এর তৃতীয় বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি এবং সাব কমিটির আহ্বায়ক রেবেকা মমিনের সভাপতিত্বে কমিটির সদস্য সেলিনা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।   
বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধের নিমিত্তে মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত লেখাপড়া বাধ্যতামূলক করার বিষয়ে গৃহীত কার্যক্রম, এসপিসিপিডি প্রকল্পের বার্ষিক কর্মপরিকল্পনা-২০১৫ এ বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং বার্ষিক কর্মপরিকল্পনা-২০১৬ এর কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। 
কমিটি বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন প্রচার মাধ্যমে সচেতনতামূলক অনুষ্ঠান অধিক প্রচারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে কাজ করার পরামর্শ প্রদান করে। 
    বৈঠকে সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলসহ জাতীয় সংসদ সচিবালয় এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
#

শিবলী/শুকলা/মিজান/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৫৩০ ঘণ্টা 


 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৮৯৪

নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিকদের স্বাস্থ্যগত নিরাপত্তা বিধানে 
সরকার সর্বোচ্চ অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে 
                                                      - শিল্পমন্ত্রী 
ঢাকা, ২২ আশ্বিন (৭ অক্টোবর) :

ডেনমার্ক সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ডেনিস কর্মসংস্থানমন্ত্রীর সাথে বৈঠকে বলেন, শিল্প-কারখানায় নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিকদের স্বাস্থ্যগত নিরাপত্তা বিধানে বাংলাদেশ সরকার সর্বোচ্চ অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে। এ সময় তিনি তৈরি পোশাকসহ অন্যান্য শিল্প-কারখানায় নিরাপদ কর্মপরিবেশ, শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, ন্যূনতম মজুরিসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ সরকার গৃহীত উদ্যোগ সম্পর্কে তুলে ধরেন।  
গতকাল কোপেনহেগেনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত এবং বাংলাদেশ নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হেন ফাগল এসকেয়ার উপস্থিত ছিলেন।  

বাংলাদেশের তৈরি পোশাকসহ অন্যান্য শিল্প-কারখানার কর্মপরিবেশ উন্নয়নে ডেনমার্কের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডেনমার্কের কর্মসংস্থানমন্ত্রী জন নিরগার্ড লেসেন (ঔড়ৎহ ঘববৎমধৎফ খধংবহ)। তিনি বলেন, তৈরি পোশাক শিল্পখাতে ৫০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে ডেনমার্ক বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দেবে। 
বৈঠকে বাংলাদেশে সবুজ শিল্পায়নে ডেনমার্কের সহায়তাসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এ সময় চলতি বছরের মার্চ মাসে ঢাকায় শুরু হওয়া ‘ডেনমার্ক-বাংলাদেশ কৌশলগতখাতে সহায়তা’ পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক আলোচনায় স্থান পায়। 
ডেনিস কর্মসংস্থানমন্ত্রী বাংলাদেশের তৈরি পোশাক শিল্প-কারখানায় নিরাপদ কর্মপরিবেশ, শ্রম অধিকারসহ বিভিন্ন কমপ্লায়েন্স বাস্তবায়নে বাংলাদেশ গৃহীত সাম্প্রতিক উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এর ফলে আগামীতে তৈরি পোশাকখাতে বাংলাদেশ দ্রুত রপ্তানি প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে। 
  এর আগে মন্ত্রী ডেনমার্কের বিশ্বখ্যাত ডেইরি শিল্প প্রতিষ্ঠান এরাল ফুডস্ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বাংলাদেশের জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে পুষ্টিকর ডেইরি ফুড সরবরাহের উপায় নিয়ে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। 
পরে মন্ত্রী ডেনমার্কের বিখ্যাত সার, পেট্রো-কেমিক্যাল ও জ্বালানি প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান হালদোর টপসো এর প্রধান কার্যালয় পরিদর্শন করেন।  
#
জলিল/শুকলা/মিজান/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৩৩০ ঘণ্টা 

Handout                                                                                                                    Number : 2893

 

 

Minister for industries assures Government’s commitment

for occupational safety and health

 

Copenhagen (Denmark), 7 October : 

 

Minister for Industries Amir Hossain Amu reiterated Government’s commitment for ensuring occupational safety and health in the industries of Bangladesh. On the second day of his visit to Denmark, he met the Danish Minister of Employment Jorn Neergaard Larsen at Copenhagen. During the meeting both the ministers discussed, among others, Denmark-Bangladesh Strategic Sector Cooperation launched in Dhaka in March 2015. The Bangladesh Minister briefed about the action plan of the Government in attaining the safety and worker’s rights, especially in RMG sector. The Danish Minister appreciated the steps taken by the Government and expressed Danish Government’s interest to continue their cooperation for better working conditions in the Bangladesh Industries including the RMG sector which has set a goal to export $50bn worth of products in near future. 

            Earlier, the Industries Minister held discussions with the top management of Aral Foods, the leading dairy company in the Nordic region and discussed the possible areas of mutual cooperation in ensuring availability of nutritious dairy products within the reach of mass people in Bangladesh. The two day official visit of the Minister has rounded off by a dinner hosted by the Chairman of Haldor Topsoe A/S the leading business tycoon of Denmark at the historic Frydenlund Castle.

            Bangladesh Ambassador to Denmark Muhammad Abdul Muhith and Danish Ambassador to Bangladesh Hanne Fugle Eskaer accompanied the Minister at various events during his visit to Denmark.

#

Shukla/Mizan/Asma/2015/1100 hours 

Todays_1.doc