Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জানুয়ারি ২০১৯

তথ্যবিবরণী 17/01/2019

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২১২
 
আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী
আলোকচিত্র অনেক গুরুত্ব বহন করে
 
ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি):
 
‘আলোকচিত্র অনেক গুরুত্ব বহন করে। বাংলাদেশের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত বা ঘটনাকে যেমন আলোকচিত্রের মাধ্যমে ধরে রাখা সম্ভব হয়েছে, তেমনি পর্যটন শিল্পের বিকাশ এবং মাদক-সন্ত্রাস বা জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনেও ভূমিকা রাখতে পারে আলোকচিত্র।’ 
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের জয়নুল আর্ট গ্যালারিতে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘দেশ-বিদেশ’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আলোকচিত্র শিল্পীর দেখার চোখ ভিন্ন। তাই ছবির মাধ্যমে আমরা প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে পাই। এ প্রদর্শনীতে পর্যটনের বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক এগিয়েছে। বাংলাদেশের রয়েছে অপার সৌন্দর্য। এ প্রদর্শনীতে তা ফুটে উঠেছে। আলোকচিত্র মনের দরজা খুলে দেয়। দেশকে দেখার, বিশ্বকে দেখার আগ্রহ জাগিয়ে তোলে। এ রকম সুস্থ সংস্কৃতির বিকাশ হলে মাদক-জঙ্গিবাদ এমনিতেই সরে যাবে।
পাখি বিশেষজ্ঞ ইনাম আল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এবং আলোকচিত্র শিল্পী সাংবাদিক আহমেদ পিপুল ও পর্যটক তানভীর অপু।
পরে শিক্ষামন্ত্রী প্রদর্শনী ঘুরে দেখেন।
#
 
আফরাজুর/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৯/২১২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ২১১
 
স্বপ্নে গাঁথা মুক্তাগাছার স্বপ্ন বাস্তবায়নে কাজ করব 
                                   -- কে এম খালিদ
 
ময়মনসিংহ, ৪ মাঘ (১৭ জানুয়ারি) : 
 
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল- গ্রাম হবে শহর। সে অনুযায়ী মুক্তাগাছা উপজেলার গ্রামে-গঞ্জে শহরের সব সুবিধা পৌঁছে দেয়া হবে। শুধু তাই নয়, নির্বাচনী ইশতেহার অনুযায়ী অন্যান্য অঙ্গীকার পূরণেও সচেষ্ট হব। তিনি বলেন,  স্বপ্নে গাঁথা মুক্তাগাছার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব।
 
প্রতিমন্ত্রী আজ সন্ধ্যায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার আর কে স্কুল প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
মুক্তাগাছা উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের পরিকল্পনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মুক্তাগাছার প্রতœতাত্ত্বিক নিদর্শনসমূহ সংস্কার ও সংরক্ষণপূর্বক মুক্তাগাছাকে আধুনিক পর্যটন নগরীতে পরিণত করা হবে। তিনি মাদকম্ক্তু মুক্তাগাছা প্রতিষ্ঠা, শহীদ স্মৃতি সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর, ময়মনসিংহ-মুক্তাগাছা-টাঙ্গাইল সড়ককে প্রশস্তকরণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার বর্ণনা দেন। প্রতিমন্ত্রী আধুনিক ও আলোকিত মুক্তাগাছা বাস্তবায়নের সকলের সহযোগিতাও কামনা করেন।
 
মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আজিজুল হক ইদুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র আবদুল হাই আকন্দ, মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগ এর সহসভাপতি সত্য স্বপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান কবির ও প্রচার সম্পাদক মোহাম্মদ তারেক বক্তৃতা করেন৷ 
 
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
 
#
 
ফয়সল/মাহমুদ/এনায়েত/সেলিম/২০১৯/২০৩০ ঘণ্টা  
 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ২১০
 
বিডায় রয়্যালটি ও ফ্রাঞ্চাইজ ফি বিষয়ক সভা অনুষ্ঠিত
 
ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি) : 
 
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠানসমূহের আবেদনকৃত রয়্যালটি ফি এবং ফ্রাঞ্চাইজ ফি বহিঃপ্রত্যাবাসনের ক্ষেত্রে ট্রেডমার্ক সনদের আবশ্যকীয়তা সংক্রান্ত একটি সভা গত বুধবার (১৬ জানুয়ারি) বিডা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম। 
 
সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, আরো দ্রুততার সাথে, দক্ষতার সাথে ট্রেডমার্ক/পেটেন্ট নিবন্ধনের সেবা দিতে হবে। সময় কম লাগলে ব্যবসা ও বিনিয়োগ দুটোই সহজ হবে। এই সেবা ওয়ানস্টপ সার্ভিসের সাথে যুক্ত করারও চিন্তা করা হচ্ছে।
 
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৬ এর বিধি মোতাবেক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠানসমূহের রয়্যালটি ফি এবং ফ্রাঞ্চাইজ ফি বাবদ বহিঃপ্রত্যাবাসনের অনুমোদন প্রদান করা হয়ে থাকে। উক্ত রয়্যালটি ফি এবং ফ্রাঞ্চাইজ ফি অনুমোদনের ক্ষেত্রে বিদেশি মূল প্রতিষ্ঠানের সাথে বিদ্যমান চুক্তি এবং বাংলাদেশে উক্ত প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত ট্রেডমার্ক সনদ একটি অন্যতম প্রমাণক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
 
দেশীয় প্রতিষ্ঠানসমূহ বিদেশি মূল প্রতিষ্ঠানের সাথে ফ্রাঞ্চাইজ চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরে ট্রেডমার্ক/পেটেন্ট এর জন্য যথা নিয়মে আবেদন করে থাকে। অধিদপ্তর কর্তৃক যাবতীয় বিষয়াদি যাচাই বাছাইপূর্বক আবেদিত ট্রেডমার্ক নিবন্ধন/ ইস্যুকরণে প্রায় দুই বছর সময় অতিক্রান্ত হয়ে থাকে। যদিও ট্রেডমার্ক আইন ২০০৯ এর বিধি ২০(৩) অনুযায়ী ট্রেডমার্ক নিবন্ধনের আবেদনে কোনো ত্রুটি না থাকিলে আবেদন দাখিলের ১৫০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সনদ প্রদান করার বাধ্যবাধকতা রয়েছে।
 
সভায় ট্রেডমার্ক সনদ দ্রুততার সাথে নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে আগত প্রতিনিধিকে আহ্বান জানান বিডার নির্বাহী চেয়ারম্যান।
 
সভায় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বর্তমানের বিদ্যমান আইন সংস্কারের প্রস্তাব করেন, যেন সময় কমিয়ে নিয়ে আসা যায়।
 
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগত প্রতিনিধি এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা যায় কি না তা পর্যালোচনা করার আহ্বান জানান।
 
#
 
শরীফা/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৯৩০ ঘণ্টা  

Handout                                                                                                                     Number: 208

EU stands ready to continue cooperating with Bangladesh

Dhaka, 17 January :

            Dhaka, 17 January 2019:  The Eurapean Union (EU) Head of Delegation and Ambassador to Bangladesh Rensje Teerink conveyed this message when she met new Foreign Minister Dr. A K Abdul Momen at the State Guest House Padma today.

            EU Ambassador also congratulated Foreign Minister Dr. Momen and reiterated willingness of the EU to remain constructively engaged with the new government with a view to work together and collaborate on issues of mutual interests like good governance, deeper economic partnership, Rohingya crisis, migration, climate change, development cooperation, and beyond. EU Ambassador further explored ways how to upgrade the existing instruments of engagement, in the context of evolving Bangladesh – EU relationship, in the post-LDC era, where bilateral agenda is shifting from development issues towards more political in nature.

            Foreign Minister Dr. Momen expressed deep appreciation and gratitude for long-standing and comprehensive EU support for Bangladesh, since independence. Terming EU as Bangladesh’s important ‘partner’, he sought continued cooperation and enhanced collaboration to build even stronger partnership at all levels – governments, businesses and private sectors, academia and civil society, including public-private partnerships to achieve the dream of Bangabandhu’s ‘Sonar Bangla’ (Golden Bengal). As Bangladesh is aspiring to be a middle income country by 2021 and developed country by 2041, under the dynamic leadership of Prime Minister Sheikh Hasina, Bangladesh Foreign Minister explored ways to build new and innovative partnerships, particularly how to finance the SDGs through effective partnerships as stipulated under Goal 17. In response, the EU Ambassador mentioned about the European Investment Banka (EIB), which is already financing a good number of projects in energy transmission, waste water management and climate change mitigation. She also mentioned about the need for better ‘business climate’ for enhanced European investments in Bangladesh. 

            Foreign Minister Dr. Momen thanked the EU for extending comprehensive support for the Rohingya crisis, a ‘humanitarian tragedy’ and urged the Ambassador to do more so that the Rohingyas could go back to their ancestral homeland in safety and dignity. The EU Ambassador reiterated EU’s full support for the Ronhingya crisis and commended Bangladesh’s significant contribution in sheltering such large number of people, detriment to the local communities and environment.

            The EU Ambassador expressed happiness at the ongoing Ôextremely valuable and successfulÕ cooperation between Bangladesh and EU in the area of migration. 

 #

Tohidul/Mahmud/Parvez/Joynul/2019/2020hours

 তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ২০৭
দুর্নীতি দেশের উন্নয়নের প্রধান অন্তরায়
                       -- পরিবেশ মন্ত্রী
 
ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি) : 
 
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, দেশের উন্নয়নের প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি। উন্নয়ন কখনোই দৃশ্যমান হবে না যদি সেখানে দুর্নীতি ভর করে। তিনি আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসনের  কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। 
 
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন এবং  দেশকে সমৃদ্ধশালী ও উন্নত দেশ হিসেবে  গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্য পূরণে সকলকে দুর্নীতিমুক্ত থাকতে হবে। পরে মন্ত্রী বড়লেখা উপজেলাকে দুর্নীতিমুক্ত ঘোষণা করেন। 
 
উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরের  সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপজেলা  নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্ত্তীসহ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ বক্তৃতা করেন।
 
পরে মন্ত্রী এলাকার ৬০০ জন দুস্থ ও গরিবের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণভা-ার থেকে বরাদ্দকৃত কম্বল বিতরণ করেন।
 
#
 
পাশা/মাহমুদ/এনায়েত/পারভেজ/সেলিম/২০১৯/১৮২০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২০৬
 
সম্ভাবনাময় শিল্পখাতের বিকাশের সুযোগ দিতে হবে
                                         --- শিল্পমন্ত্রী
 
ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি):
দেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সম্ভাবনাময় শিল্পখাতসমূহের বিকাশের সুযোগ করে দিতে হবে।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আজ বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং মেশিনারিজ এক্সপো ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।
শিল্পমন্ত্রী বলেন, উন্নয়নের জন্য জনগণ যে রায় দিয়েছে তা দেশকে কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছে দিবে। তিনি বলেন, ব্যবসায়ী সমাজের সমস্যাগুলো নিয়ে সরকার সচেতন আছে। সেগুলোর দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ অর্জিত হবে। 
শিল্পমন্ত্রী এ সময় জনগণের কাছে সরকারের অঙ্গীকার নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পরে শিল্পমন্ত্রী গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং মেশিনারিজ এক্সপো ২০১৯ এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
 
#
মাসুম/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৯/১৯৪০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২০৫
প্লাস্টিক পণ্যের মান বাড়ছে
                  ---শিল্পমন্ত্রী
 
ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি):
দেশে উৎপাদিত প্লাস্টিক পণ্যের গুণগতমান উন্নততর হচ্ছে। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুসারে প্লাস্টিক পণ্যের উৎপাদন বাড়াতে হবে।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আজ রাজধানীর হোটেল রেডিসন ব্লু-তে ১৪তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআই’র  সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। বিপিজিএমইএ’র সভাপতি মোঃ জসিম উদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্বে করেন।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের প্লাস্টিক খাতকে পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানে পরিণত করা হবে। তিনি বলেন, মেলার মাধ্যমে স্থানীয় প্লাস্টিক শিল্প উদ্যোক্তারা নতুন ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পাবে এবং বিদেশে নতুন বাজার সৃষ্টি হবে।
এর আগে শিল্পমন্ত্রী বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ১৪তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা ২০১৯ এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
#
 
মাসুম/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৯/১৯৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২০৪
 
অতীতের ভুলের দায় নেওয়া হবে না
                         --- ভূমিমন্ত্রী
 
ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি):
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১১৯তম সভায় সভাপতির বক্তৃতায় বলেন, ‘অতীতের ভুল ভ্রান্তি থেকে থাকলে তা সংশোধন করুন। কারো দায় আমরা গ্রহণ করবো না।’ তিনি দক্ষতা, সততা ও জবাবদিহিতার সাথে জনস্বার্থে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
ভূমিমন্ত্রী বলেন, সকলকে টিম ওয়ার্কের মাধামে কাজ করতে হবে। ভূমি অফিসগুলোর দুর্নাম এখনো রয়ে গেছে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের সরিয়ে ভালো কর্মকর্তাদের পদায়ন করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, আমরা দুর্নামের ভাগিদার হতে চাই না। কাজের গতি বাড়াতে চাই। ভূমি মন্ত্রণালয়ের একটিই কাজ তা হলো জনসেবা নিশ্চিত করা।
মন্ত্রী আরো বলেন, ভূমির যথেচ্ছ ব্যবহার রোধ করে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। রাজধানী, জেলা, উপজেলা শহরের অফিসগুলো ভার্টিক্যাল এক্সটেনশনের মাধ্যমে একই কম্পাউন্ডে রাখার উপযোগী করে জমি অধিগ্রহণ করতে হবে। ক্ষতিপূরণের টাকা স্বচ্ছ ও নির্ভুলভাবে প্রকৃত মালিককে দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। রাষ্ট্রীয় প্রয়োজনে সকলের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই প্রত্যাশী সংস্থার জন্য ভূমি অধিগ্রহণ করা হবে।
সভায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম পাহাড়তলীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আঞ্চলিক ক্যাম্পাস স্থাপন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী, অতিরিক্ত সচিব সিরাজউদ্দিন আহমেদ, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, যুগ্মসচিব শেখ মোহাম্মদ বিল্লাল হোসাইন, জেলা প্রশাসক ঢাকা, চট্টগ্রামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
 
রেজুয়ান/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৯/১৯২০ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২০৩
 
হজের যাত্রী প্রতি বিমান ভাড়া ১ লাখ ২৮ হাজার টাকা
 
ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি):
গত বছরের চেয়ে ১০ হাজার ১৯১ টাকা কমিয়ে ২০১৯ খ্রিস্টাব্দ বা ১৪৪০ হিজরি সালের পবিত্র হজের যাত্রী প্রতি বিমান ভাড়া ১ লাখ ২৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর এ ভাড়া ছিলো ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা।  
আজ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এ ঘোষণা দেন। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ¦ এডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ উপস্থিত ছিলেন। 
আন্তঃমন্ত্রণালয় সভায় আরো উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন সচিব মহিবুল হক, ধর্ম সচিব আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাব ও আটাব নেতৃবৃন্দ। 
#
 
তুহিন/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/১৯০৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ২০২
 
বাংলাদেশ এখন অর্থনৈতিক উন্নয়নের মহাসড়কে
                       -- প্রতিমন্ত্রী ইমরান আহমদ
 
কোম্পানীগঞ্জ (সিলেট), ৪ মাঘ (১৭ জানুয়ারি) : 
 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ আজ বিকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এক গণসংবর্ধনায় বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক উন্নয়নের মহাসড়কে। এদেশের মাথাপিছু আয় যেভাবে বাড়ছে তাতে ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছাবে। বাংলাদেশের ক্রমাগত সাফল্য এখন সারা বিশ্বের বিস্ময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুদ্ধিমত্তা, দূরদর্শিতা চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা ও টেকসই উন্নয়ন ভাবনা আজ সারা বিশ্বে স্বীকৃত।
 
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলী আমজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল বাছিত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুন নূর।
 
প্রতিমন্ত্রী এর পর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং তাঁর প্রতিষ্ঠিত ইমরান আহমদ কারিগরি কলেজের এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন।
 
#
 
রাশেদুজ্জামান/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৮১০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২০১
 
সরকারি কাজে অনিয়ম নয়
      --- সমাজকল্যাণমন্ত্রী
 
ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি):
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ ভূমিকা রাখতে হবে। সরকারি দায়িত্বে কোনো রকম অবহেলা করা যাবে না। 
আজ লালমনিরহাট জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এসব কথা বলেন।
মন্ত্রী জেলার সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিবার্চনী ইশতেহার বাস্তবায়নে কাজ করার নির্দেশনার পাশাপাশি মাদক নির্মূলে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখতে জেলা প্রশাসনকে তৎপর থাকার নির্দেশ দেন। এ সময় জেলা প্রশাসক মোঃ শফিউল আরিফ, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হকসহ সরকারি কর্মকর্তাবৃন্দ ও গণপ্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। সমাজকল্যাণমন্ত্রী সরকারি কর্মকর্তাদের নানা সমস্যার কথা শোনেন ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সভায় অন্যান্যের মধ্যে জেলা পর্যায়ের কর্মকর্তা, সরকারি কলেজের অধ্যক্ষ, স্থানীয় গণপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
#
মাইদুল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০০
 
স্বাস্থ্য ব্যবস্থাপনায় গাফিলতি মেনে নেওয়া হবে না
                                        -- স্বাস্থ্যমন্ত্রী
 
ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি) : 
 
মাঠ পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থাপনায় দুর্বলতা দূর করতে ব্যর্থ হলে জেলা ও বিভাগীয় নেতৃত্বের ওপর তার দায় বর্তাবে বলে সতর্ক করে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, হাসপাতাল বা জেলা ও বিভাগীয় নেতৃত্বে যে কর্মকর্তাই থাকবেন তাঁর দায়িত্ব হচ্ছে অধীনস্থ প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীর তত্ত্বাবধান করা। এই দায়িত্বে কোনো গাফিলতি বা শৈথিল্য মেনে নেওয়া যাবে না। যে কোনো সমস্যার দ্রুত নিরসনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে পদক্ষেপ নিতে হবে। যদি তিনি তাতে ব্যর্থ হন তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার বাধ্য হবে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত সেবা পৌঁছে দিতে একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা গড়ে তুলতে সকলকে সচেষ্ট থাকতে হবে।
 
স¦াস্থ্যমন্ত্রী আজ সচিবালয়ে দেশের সকল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, ৬৪ জেলার  সিভিল সার্জন এবং বিভিন্ন হাসপাতালের তত্ত্বাবধায়কদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে প্রতিদিনের নজরদারি আরো কঠোর করা হচ্ছে। হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা সময়মতো হাজির হচ্ছে কি না; যন্ত্রপাতিগুলো সঠিকভাবে কাজ করছে কি না; ঔষধের অপ্রতুলতা আছে কি না; পরিচ্ছন্নতা অভিযান সার্বক্ষণিক চলছে কি না তা তদারকির জন্য মনিটরিং নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। এই নেটওয়ার্কের মাধ্যমে দুর্বলতা চিহ্নিত করে তা দূর করার উদ্যোগ নেওয়া হবে। 
 
মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মূল অবদান মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। সারা দেশে বিস্তৃত স্বাস্থ্যখাতের এই সেবা পেয়ে থাকে কোটি কোটি মানুষ। সরকারের সুনাম অনেকাংশে নির্ভর করে স্বাস্থ্যসেবার ওপর। সাধারণ মানুষকে মানসম্মত চিকিৎসা দিয়ে স্বাস্থ্যখাতের প্রতি গণমানুষের আস্থা আরো বাড়ানোর দিকে মনোযোগ দিতে মাঠ পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থাপকদের তিনি নির্দেশ দেন।
 
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী মোঃ  মুরাদ হাসান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালে চিকিৎসক আছে কিনা তা দেখার পাশাপাশি রোগীরা তাদের প্রাপ্য সেবা যথাযথভাবে পাচ্ছে কি না তা তদারকি করার মূল ব্যক্তি হাসপাতাল প্রধান বা সিভিল সার্জন ও পরিচালকগণ। সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে এই দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।  
#
 
পরীক্ষিৎ/মাহমুদ/এনায়েত/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৯/১৮১০ ঘণ্টা  

Handout                                                                                                                     Number : 199

Outgoing Nepalese Ambassador calls on Foreign Minister

 

Dhaka, 17 January :

            The outgoing Ambassador of Nepal to Bangladesh Dr. Chop Lal Bhushal paid a farewell call on the Foreign Minister Dr. A.K. Abdul Momen at the Ministry of Foreign Affairs today.

            Referring to the priorities outlined by Prime Minister Sheikh Hasina, the Foreign Minister expressed his intention to solidify Bangladesh’s relations with its neighbours including Nepal. During the discussion, the Foreign Minister emphasized on Hydropower import from Nepal, establishing connectivity and increasing economic and trade relations between the two countries.

            The outgoing Ambassador thanked Bangladesh government for the support he received during his tenure. The Ambassador appreciated the tremendous growth and progress made by Bangladesh during the last ten years under the stable political environment and able leadership of Prime Minister Sheikh Hasina.

            The Foreign Minister wished the Ambassador success, good health and prosperity in future.

#

 

Tohidul/Mahmud/Mosaraf/Joynul/2019/1835hours

 

 

Handout                                                                                                                     Number : 198

Sri Lankan High Commissioner calls on Foreign Minister

Dhaka, 17 January :

            The High Commissioner of Sri Lanka to Bangladesh General A.W.J.C. De Silva paid a courtesy call on the Foreign Minister Dr. A.K. Abdul Momen at the Ministry of Foreign Affairs on 17 January 2019.   

            The two dignitaries discussed the entire gamut of bilateral relations between Bangladesh and Sri Lanka. The Foreign Minister informed that Bangladesh government under the leadership of Prime Minister Sheikh Hasina seeks to intensify relations with its neighbours including Sri Lanka. During the discussion the Foreign Minister put emphasis on realizing the full potentials of the two countries in strengthening the relations on a win-win basis. Foreign Minister Abdul Momen viewed that bilateral trade may be further improved by exporting high quality pharmaceuticals and garments to Sri Lanka. He emphasized on early conclusion of bilateral instruments including Coastal Shipping Agreement, Free Trade Agreement and Promotion and Reciprocal Protection of Investment Agreement.

            The Foreign Minister wished the High Commissioner a successful tenure in Bangladesh and assured all out support.

 #

Tohidul/Mahmud/Mosharaf/Joynul/2019/1830hours

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১৯৭ 
 
সমবায়ভিত্তিক অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে
                                - এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি) :
 
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় ব্যবস্থাকে অর্থনৈতিক মুক্তির আন্দোলন হিসেবে গ্রহণ করেছিলেন। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে স্তিমিত হয়ে যাওয়া সমবায় ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করা হবে।
মন্ত্রী আজ রাজধানীর মতিঝিলস্থ বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড-এর দাপ্তরিক ও পরিচালনা কার্যক্রম পর্যালোচনা, পরিদর্শন ও মতবিনিময়কালে এ কথা বলেন।
এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ কামাল উদ্দিন তালুকদার ও সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।
এলজিআরডি মন্ত্রী বলেন, সমবায় পূর্বে যে পরিমাণে আগ্রহের জায়গায় ছিল বর্তমানে সে অবস্থায় নেই। সমবায় ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে এবং যথাযথ ক্ষমতায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, আমাদের গ্রামাঞ্চলের জনগণ খুবই সম্ভাবনাময়। সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব। ক্ষুদ্র ঋণ ও মাঝারি ঋণ প্রদানের মাধ্যমে গ্রামের অর্থনীতিকে আরো বেগবান করতে হবে। সমবায় ব্যাংক এ কাজে সামনে থেকে নেতৃত্ব প্রদান করতে পারে।
প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, সমবায় ব্যাংককে জাতীয় অর্থনীতিতে আরো বেশি অবদান রাখার জন্য নিজেদেরকে ঢেলে সাজাতে হবে।  
#
জাকির/অনসূয়া/সেলিনা/আসমা/২০১৯/১৬২০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১৯৬
 
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নতুন উদ্যোগ গ্রহণ করা হবে
                                                      - পরিবেশ মন্ত্রী
ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি) : 
 
নিজ মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নতুন উদ্যোগ গ্রহণের কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ১৬ জানুয়ারি তিনি প্রথম তাঁর নিজ নির্বাচনি এলাকা মৌলভীবাজারের বড়লেখায় সফর করেন। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে বড়লেখা পৌর শহরের আহমদ ম্যানশনের মাঠে অনুষ্ঠিত এক সভায় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চান। তাই তাঁর প্রথমকাজ হবে এ মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ঘোষণা করা। এজন্য তিনি সকলের সহযোগিতা চান।
মন্ত্রী আরো বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আমাদের দেশে প্রতিবছর বন্যা, খরা, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস হয়। তার পেছনের কারণ হচ্ছে আমরা বন উজাড় করে দিয়েছি। খাল-বিল ভরাট করে দেওয়া হয়েছে। কোথাও কোথাও এগুলো অবৈধ দখল করা হয়েছে। যার ফলে পরিবেশের বিপর্যয় ঘটেছে। এই বিপর্যয়ের হাত থেকে দেশের মানুষ, ফসল, জানমাল রক্ষা করতে হলে এই মন্ত্রণালয়কে সঠিকভাবে কাজ করতে হবে। দেশের পাহাড়সমূহ রক্ষা করতে হবে। বাংলাদেশের যত পাহাড় আছে সেগুলোতে যাতে বৃক্ষ নিধন না হয়, গাছ চুরি যাতে বন্ধ হয়, সেই ব্যবস্থা নেওয়া হবে। 
তাছাড়া বড়লেখার পাথারিয়া পাহাড় ও হাকালুকি হাওরকে ইকো-ট্যুরিজমে
Todays handout (10) (3).docx