তথ্যবিবরণী নম্বর : ৩৩০৩
ইউরো গ্রুপ- ইউসিএল জাতীয় ও আন্তঃক্লাব টেনিস প্রতিযোগিতার উদ্বোধন
ঢাকা, ১০ই কার্তিক (২৫শে অক্টোবর):
ইউরো গ্রুপের পৃষ্ঠপোষকতায়, উত্তরা ক্লাব লিমিটেডের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ টেনিস ফেডারেশন (বিটিএফ) এর সহযোগিতায় ২৫ থেকে ৩০ অক্টোবর ‘ইউরো গ্রুপ-ইউ সি এল জাতীয় ও আন্তঃক্লাব টেনিস প্রতিযোগিতা ২০১৬’ এর উদ্বোধন আজ ঢাকার রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বাংলাদেশ টেনিস ফেডারেশনের উপদেষ্টা গোলাম মোরশেদ ও আজমত মঈন, ইউরো গ্রুপের চেয়ারম্যান এ এইচ এম হায়দার, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর খুরসিদ আনোয়ার, উত্তরা ক্লাব লিমিটেডের স্পোর্টস ইনচার্জ আরশাদ হোসেন পিপলু, টুর্নামেন্ট ডিরেক্টর খালেদ সালাহউদ্দিনসহ বিটিএফ ও উত্তরা ক্লাবের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, বালক/বালিকা একক অনূর্ধ্ব ১৪ বছর, বালক/বালিকা একক অনূর্ধ্ব ১২ বছর, অনূর্ধ্ব ১০ বছর ও অনূর্ধ্ব ৮ বছরের খেলোয়াড়বৃন্দ ছাড়াও আন্ত:ক্লাব প্রতিযোগিতায় ১২টি টেনিস ক্লাব অংশগ্রহণ করবে।
সকল ইভেন্টের ফাইনাল খেলা, আন্তঃক্লাব ও মিনি টেনিস (অনূর্ধ্ব ১০ ও অনূর্ধ্ব ৮ বছর) এর খেলাসমূহ উত্তরা ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে এবং অন্যান্য খেলাসমূহ রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।
#
খুরসিদ/আফরাজ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/২২০০ ঘণ্টা
Handout Number : 3302
Bangladesh and Singapore agreed to enhance cooperation
Dhaka, 25 October:
Senior Minister of State for the Ministry of Foreign Affairs and the Ministry of Defence of Singapore Dr. Mohamad Maliki Bin Osman met the State Minister for Foreign Affairs Shahriar Alam at the State Guest House Padma in Dhaka today. The Singapore Senior Minister of State arrived in Dhaka last night on a two-day visit.
The two Ministers discussed ways and means to further deepen bilateral cooperation in all areas of mutual interest. They discussed all aspects of Bangladesh-Singapore bilateral relations which included, inter alia, bilateral trade and investment, radicalization and countering violent extremism, employment of Bangladeshi workforce in Singapore and cooperation in the regional and international fora.
Terming Singapore as one of the most important trade and investment partners of Bangladesh, the State Minister Shahriar Alam mentioned that the relationship between the two countries has evolved into a significant partnership in recent years. Highlighting the impressive track record of economic growth coupled with significant achievements in social indicators, he mentioned that Bangladesh is well on track to achieve the Vision 2021 and Vision 2041 to graduate Bangladesh into a middle income country by 2021 and a developed country by 2041, under the wise leadership of the Prime Minister Sheikh Hasina. Projecting Bangladesh as a lucrative destination for foreign investment and trade, he assured that the Government was working seriously to build necessary physical infrastructures and institutional support to ensure a very business-friendly environment for the investors all around the world.
The State Minister appreciated Singapore’s important investments in the power generation sector and invited businessmen from Singapore to come forward and explore business and investment opportunities in Bangladesh.
The visiting Minister indicated Singapore’s keen interest to further deepen mutually beneficial cooperation with Bangladesh.
He will leave Dhaka on 26 October.
#
Khaleda/Afraz/Sanjib/Selim/2016/2140 Hrs
তথ্যবিবরণী নম্বর : ৩৩০১
বাজার তদারকি
৭২ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা
ঢাকা, ১০ই কার্তিক (২৫শে অক্টোবর):
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় গতকাল ঢাকা বিভাগীয় কার্যালয় ও বিভিন্ন জেলা কার্যালয়ের ২৩ জন কর্মকর্তা ঢাকা মহানগর, চট্টগ্রাম, বরিশাল, ভোলা, নোয়াখালী, শেরপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, জামালপুর, গাজীপুর, হবিগঞ্জ, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, সুনামগঞ্জ, পটুয়াখালী, ব্রাহ্মণবাড়ীয়া, ফরিদপুর, নড়াইল, সিরাজগঞ্জ ও বগুড়ায় বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৭২টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, ওজনে কারচুপি, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, সেবার মূল্যের তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা এবং ওজনে কারচুপির অপরাধে ঢাকা মহানগরীর রামপুরা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ক্যাপসিকাম চাইনিজকে ৫ হাজার টাকা, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে সোনালী ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে খুলনা মধুঘরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ধানমন্ডি এলাকায় লাইভ কিচেনকে ৫০ হাজার টাকা এবং পল্লবী এলাকায় শওকত কাবাব ঘরকে ৬০ হাজার টাকা ও ফুড সেন্টারকে ১ লাখ জরিমানা করা হয়।
চট্টগ্রামের ডাবলমুরিং থানা এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা, চট্টগ্রামের ডাবলমুরিং থানা এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা, বরিশালের এয়ারপোর্ট থানা এলাকায় ৩টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, ভোলার তজুমুদ্দিন উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫শ’ টাকা, নোয়াখালী সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা, শেরপুর সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা, ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গি উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫শ’ টাকা, নওগাঁ এর মাধবপুর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫শ’ টাকা, জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, গাজীপুর সদর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৫শ’ টাকা, হবিগঞ্জ সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা, চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, সাতক্ষীরা সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫শ’ টাকা, ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার ৩শ’ টাকা, ফরিদপুর সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা, নড়াইল সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৭টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা এবং বগুড়ার কাহালু উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ে অভিযোগ শুনানীর মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে সিটিমহল চাইনিজ রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা, শর্মা স্ট্রিটকে ১ হাজার টাকা এবং মিডনাইট সান-৩কে ১ হাজার জরিমানা করা হয় এবং ৩ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ১ হাজার ৫শ’ টাকা প্রদান করা হয়। খাজানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ২ হাজার ৫শ’ টাকা প্রদান করা হয়।
#
আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২১৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৩০০
এপিক অভ্ পলিটিক্স ই-বুকে রূপান্তর করতে সমঝোতা স্মারক স্বাক্ষর
ঢাকা, ১০ই কার্তিক (২৫শে অক্টোবর):
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং সেইবই (ঝযবরনড়র)-এর মধ্যে আজ ঢাকায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মিনি কনফারেন্স রুমে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সমঝোতা স্মারকের ফলে সেইবই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর লিখিত ‘এপিক অভ্ পলিটিক্স’ বইয়ের ই- বুকে রূপান্তর ও সেইবই অ্যাপস-এ প্রকাশ করবে।
আইসিটি বিভাগের পক্ষে উপসচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, সেইবইয়ের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ স্বাক্ষর করেন। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, অতিরিক্ত সচিব হারুনুর রশীদ, উপসচিব জিল্লুর রহীম শাহরিয়ার ও ড. মুহম্মদ মেহেদী হাসান, ডার্ড গ্রুপের ফিন্যান্স ডিরেক্টর সেঁজুতি দৌলাহ, রাভেন সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপক শহীদুল ইসলাম এবং সহকারী মহাব্যবস্থাপক ইয়াসির আরাফাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক স্বাক্ষরের পর প্রতিমন্ত্রী বলেন, মানুষ এখন প্রযুক্তিকে অনেক বেশী পরিমাণে আপন করে নিচ্ছে। পড়ার অভ্যাসও পরিবর্তিত হচ্ছে। এ সকল বিষয়কে বিবেচনায় নিয়ে ডিজিটাল মাধ্যমে কন্টেন্ট সমৃদ্ধ করতে এবং সাইবার জগতে অন্যান্য কন্টেন্টের পাশাপাশি জাতির পিতার ত্যাগী ও সংগ্রামী জীবনালেখ্য এবং তাঁর মানবিক গুণাবলী আরো বেশী পরিমাণে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিতে সেইবইয়ের সাথে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ জনগণের জাতির পিতাকে আরো বেশী জানার সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, সেইবই (ঝযবরনড়র) বাংলা ভাষা ও সাহিত্যের সর্ববৃহৎ অনলাইন ই-বুক লাইব্রেরি। এই লাইব্রেরি থেকে একজন ইউজার বা পাঠক তার পছন্দ অনুযায়ী ই-বুক সংগ্রহ করতে পারবেন। একজন পাঠক বিশ্বের যেকোনো প্রান্ত থেকে তাঁর পছন্দের বাংলা বইগুলো সেইবই অনলাইন স্টোর থেকে সংগ্রহ করে খুব সহজেই স্মার্টফোন বা ট্যাবলেটে পড়তে পারবেন।
#
নাছের/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৯৯
সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১০ই কার্তিক (২৫শে অক্টোবর):
দশম জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৫৭তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর বৈঠকে সভাপতিত্বে কমিটির সদস্য একেএম মাঈদুল ইসলাম, মো. আব্দুস শহীদ, মো. মোসলেম উদ্দিন, মোহাম্মদ আমানউল্লাহ, পঞ্চানন বিশ্বাস, আফম রুহুল হক, মো. আফসারুল আমীন, মো. শামসুল হক টুকু, মইন উদ্দীন খান বাদল, বেগম রেবেকা মমিন এবং ওয়াসিকা আয়েশা খান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল কর্পোরেশনের অধীনস্ত যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ২০০২-২০০৪ অর্থবছরের হিসাবের উপর বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের পারফরমেন্স নিরীক্ষা প্রতিবেদনের অডিট আপত্তি/মন্তব্যের বিষয়ে বিস্তারিত আলোচনাশেষে গৃহীত সিদ্ধান্তের আলোকে বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়।
বৈঠকে দেশের কৃষক কর্তৃক সারের অব্যাহত চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে কৃষকবান্ধব পরিবেশ অক্ষুণœ রাখার স্বার্থে সার কারখানাগুলোতে গ্যাসের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ বৃদ্ধি করার সুপারিশ করা হয়।
বৈঠকে আর্থিক পরিস্থিতির আনুপাতিক বিশ্লেষণে কারখানার সামগ্রিক পারফরমেন্স নিম্নমুখী মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি কারখানা থেকে মন্ত্রণালয়ে প্রেরিত গোপনীয় প্রতিবেদন অডিট অফিস কর্তৃক যাচাইপূর্বক আপত্তিটি দ্রুততার সাথে নিষ্পত্তি করার সুপারিশ করে। বৈঠকে উৎপাদন ক্ষমতার ভিত্তিতে প্রকৃত উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণে দূরদর্শিতার অভাব মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি যৌক্তিকভাবে বিষয়টি যাচাইবাছাইপূর্বক আপত্তিটি দ্রুততার সাথে নিষ্পত্তি করার সুপারিশ করে।
বৈঠকে অনুমোদিত হার অপেক্ষা অতিরিক্ত হারে কাঁচামাল ব্যবহারের ফলে উৎপাদন ব্যয় বৃদ্ধি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি ঝঃধহফধৎফ টংধমব জধঃরড় অনুযায়ী উৎপাদন ব্যয় হ্রাসের পদক্ষেপ গ্রহণপূর্বক মন্ত্রণালয় কর্তৃক তা যাচাইবাছাইপূর্বক আপত্তিটি দ্রুততার সাথে নিষ্পত্তি করার সুপারিশ করে।
বৈঠকে বাজেট বরাদ্দ অপেক্ষা অনিয়মিতভাবে অতিরিক্ত ব্যয় মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি বাজেট বরাদ্দ অপেক্ষা অতিরিক্ত খরচের সমর্থনে যথাযথ কর্তৃপক্ষের ঘটনাত্তোর অনুমোদন গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে প্রতিষ্ঠানের নীট ক্ষতির পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি উৎপাদন লক্ষ্যমাত্রার শতভাগ ক্ষমতার সদ্ব্যবহার, বিভিন্ন খাতে ব্যয় হার হ্রাস এবং দৈনিকভিত্তিক শ্রমিক নিয়োগ যৌক্তিকরণ করার সুপারিশ করে।
এছাড়া, বৈঠকে পলিপিলেট থেকে পলিব্যাগ উৎপাদনে অব্যবস্থাপনা, বোর্ড সভার সিদ্ধান্ত ও কারখানা আইন অমান্য করে শ্রমিক কর্মচারীদের অধিকাল ভাতা এবং কর্মকর্তাদের খাদ্য ও যাতায়াত ভাতা প্রদান, সেটআপ বহির্ভূত লোকবল নিয়োগ করায় প্রতিষ্ঠানের প্রশাসনিক ব্যয় বৃদ্ধি এবং কারখানায় ব্যবহৃত বিদ্যুৎ ও গ্যাস অপেক্ষা অতিরিক্ত বিল পরিশোধ করায় উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং অভ্যন্তরীন নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা বিষয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলো নিয়ে আলোচনা হয়।
¬¬¬¬¬¬¬¬¬¬¬ শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়াসহ মন্ত্রণালয় ও সারকারখানার কর্মকর্তাগণ, অডিট অফিসের কর্মকর্তাগণ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
হুদা/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৯৮
সংসদীয় স্থায়ী কমিটির মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্প পরিদর্শন
ঢাকা, ১০ই কার্তিক (২৫শে অক্টোবর):
দশম জাতীয় সংসদের পরিকল্পণা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ নং সাবকমিটির আহ্বায়ক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের নেতৃত্বে সাবকমিটির অন্য দুই সদস্য সামশুল হক চৌধুরী এবং মহিবুর রহমান মানিক আজ রাজধানীতে নির্মাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্প পরিদর্শন করেন।
ফ্লাইওভারের তিনটি অংশের মধ্যে দুটি অংশের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে এবং বাকি অংশের কাজ শীঘ্রই শেষ হবে বলে সাবকমিটির সদস্যদের জানানো হয়।
পরিদর্শনকালে তারা প্রকল্প এলাকার পুরো অংশ ঘুরে দেখেন এবং প্রকল্প তৈরির পরিকল্পনায় কোন ত্রুটি ছিলো কিনা তা খতিয়ে দেখেন। এসময় তারা প্রকল্পটি অতি দ্রুত সমাপ্ত করে জনমানুষের দুর্ভোগ লাঘব এবং প্রকল্পটিকে আরো বেশি ব্যবহার উপযোগী করে তৈরি করার পরামর্শ দেন।
পরিদর্শনকালে এলজিইডির প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
মিজানুর/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৯৭
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১০ই কার্তিক (২৫শে অক্টোবর):
দশম জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠক আজ কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, তানভীর ইমাম, মো. নজরুল ইসলাম চৌধুরী, মো. আফতাব উদ্দীন সরকার এবং সাবিহা নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে কমিটির ১৯তম বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন অগ্রগতি ঈরারষ আরধঃরড়হ অঁঃযড়ৎরঃু ঙৎফরহধহপব, ১৯৮৫ রহিতক্রমে পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে আনীত ‘বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিল, ২০১৬’ এর ওপর পর্যালোচনা, হোটেল সোনারগাঁও-এর বিভিন্ন অনিয়ম তদন্তে গঠিত ১নং সাবকমিটির দাখিলকৃত তদন্ত প্রতিবেদন অনুযায়ী গৃহীত পদক্ষেপ এবং রূপসী বাংলা হোটেলের সংস্কার কাজের অগ্রগতির ওপর বিস্তারিত আলোচনা হয়।
‘বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিল, ২০১৬’ সম্পর্কে কমিটির পরবর্তী বৈঠকে অধিকতর আলোচনার পর রিপোর্ট চূড়ান্ত করার সুপারিশ করা হয়।
হজ ফ্লাইটে টিকেট বুকিং দেওয়ার সময়ে (এ বছর হজের আলোকে) বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
রূপসী বাংলা হোটেলের সংস্কার কাজে চুক্তিপত্র অনুযায়ী যে সকল ঠিকাদার কাজ করতে পারে নাই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সময়মতো কাজ সম্পন্ন করতে না পারলে তাদের প্রতিদিনের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা জরিমানা করার বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান বোর্ডের চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
এমাদুল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৯৬
সড়ক নিরাপত্তা বিঘœকারীদের প্রতিহত করতে হবে
-- এলজিআরডি প্রতিমন্ত্রী
ঢাকা, ১০ই কার্তিক (২৫শে অক্টোবর):
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, সড়ক পরিবহণ মালিকগণ গাড়ির ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট ঠিক রাখলে পরিবহণ ব্যবসা জনবান্ধব হবে। এতে করে দুর্ঘটনা হ্রাস পেয়ে খাতটি বিকাশমান শিল্পে রূপান্তরিত হবে।
প্রতিমন্ত্রী আজ রমনা আইইবি মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সভায় সভাপতির ভাষণে একথা বলেন। সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহর পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় নেতা আলী আকবর, রুস্তম আলী খান, মো. গোলাম নবী, হাসান ইমাম, আহসান উল্যাহ চৌধুরী এবং গোলাম রসুল বাবুল।
প্রতিমন্ত্রী বলেন, সরকারিভাবে বিধি-নিষেধ থাকার পরও কিছু জনপ্রতিনিধি রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের সহায়তায় মহাসড়কে ছোট ছোট নানান নামে অবৈধ যানবাহন চালাচ্ছেন। এতে করে প্রায়ই মহাসড়কে জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। তিনি মালিক-শ্রমিকদের সম্মিলিতভাবে সড়ক নিরাপত্তা বিঘœকারীদের প্রতিহত করার আহ্বান জানান।
তিনি পরিবহণ খাতে হয়রানিমূলক চাঁদাবাজি বন্ধ, মালবাহী গাড়ির জন্য সঠিকমানের ওয়েট স্কেল মেশিন প্রতিস্থাপন ও যানজট নিরসনসহ নিরাপদ পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে সার্বিক সহায়তার আশ্বাস দেন। তিনি স্থানীয় যেকোন সমস্যা বা ঘটনায় অহেতুক পরিবহণ ধর্মঘট না ডেকে স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নিতে মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানান। এতে করে জনদুর্ভোগ লাঘব হওয়ার পাশাপাশি পরিবহণ মালিক-শ্রমিকদের প্রতি সাধারণ মানুষের সহমর্মিতা ও ভালবাসার প্রতিফলন ঘটবে।
#
আহসান/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৯৫
জ্বালানি প্রতিমন্ত্রীর সাথে অষ্ট্রেলিয়ার হাইকমিশনারের সাড়্গাৎ
ঢাকা, ১০ই কার্তিক (২৫শে অক্টোবর):
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিস কড়্গে বাংলাদেশে অষ্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট (ঔঁষরধ ঘরনষবঃঃ) সাড়্গাৎ করেন।
সাড়্গাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশিস্নষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন বিষয়ে সহযোগিতাসহ এলএনজি টার্মিনাল নির্মাণ, আঞ্চলিক সহযোগিতা, বিনিয়োগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করে উভয় দেশ লাভবান হতে পারে। বাংলাদেশের বিদ্যুৎ প্রয়োজন এবং তা অর্জনে অষ্ট্রেলিয়াসহ উন্নত দেশের প্রযুক্তি, অভিজ্ঞতা, বিশেষজ্ঞ সহায়তা কাজে লাগাতে চাই।
প্রতিমন্ত্রী বলেন, আগামীতে বাংলাদেশের দৈনিক ৩ হাজার ৫শ’ মিলিয়ন ঘনফুট এলএনজি লাগবে। আমরা উপযুক্ত বাজার খুঁজছি। বিদ্যুৎ উৎপাদনে কয়লাকে অন্যতম জ্বালানি ধরা হয়েছে। অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ হতে কয়লা আনার প্রক্রিয়া চলছে। তিনি জনসম্পদ উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান এবং ক্যাপাসিটি বিল্ডিংয়ে অস্ট্রেলিয়ার প্রশিড়্গণ কার্যক্রম পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এ কার্যক্রম আরো সম্প্রসারণ করা প্রয়োজন।
অষ্ট্রেলিয়ার হাইকমিশনার জানান, অষ্ট্রেলিয়া বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করবে। বাংলাদেশের বিভিন্ন খাতে অষ্ট্রেলিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করতে আগ্রহী। এলএনজি টার্মিনাল নির্মাণসহ অবকাঠামোর উন্নয়নে অষ্ট্রেলিয়ার বিভিন্ন কোম্পানি কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, আস্ট্রেলিয়ার স্বনামধন্য এলএনজি উৎপাদন ও বিক্রয়কারী কোম্পানি ডড়ড়ফংরফব নভেম্বর মাসে বাংলাদেশে আসবে। এ সময় তিনি প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।
অন্যান্যের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন এ সময় উপসি'ত ছিলেন।
#
আসলাম/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৯৪
একনেকে ৯ হাজার ৪শ’ ৪৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঢাকা, ১০ই কার্তিক (২৫শে অক্টোবর):
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৪শত ৪৩ কোটি ৬৪ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ১০টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন পেয়েছে ।
আজ ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেয়া হয়।
সভায় একনেক সদস্যবৃন্দ, সংশিস্নষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ, মন্ত্রিপরিষদ সচিব এবং মুখ্যসচিব উপসি'ত ছিলেন। সভার শুরম্নতে পরিকল্পনা মন্ত্রী জানান, গত অর্থবছরে দেশের প্রবৃদ্ধি ৭ দশমিক ১১ ভাগ অর্জিত হয়েছে। এর আগে জিডিপি ৭ দশমিক ০৫ ভাগ প্রাক্কলন করা হয়েছিল।
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুসত্মফা কামাল সভা শেষে সাংবাদিকদের একনেক সভার বিসত্মারিত উলেস্নখ করে বলেন, মাত্র কয়েক বছর আগেও বিশ্ব অর্থনৈতিক সূচকে বাংলাদেশের অবস'ান ছিল ৬৮তম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অবস'ান আজ ৪৩তম। ক্রয় ক্ষমতার সক্ষমতার দিক থেকে ৩৩তম। দেশের অর্থনীতিকে আরো গতিশীল করতে দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী জনগোষ্ঠীকে অর্থনীতির মূলস্রোতধারায় সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার বিষয়টির ওপর প্রধানমন্ত্রী বিশেষ গুরম্নত্বারোপ করেছেন। দেশের প্রবৃদ্ধি অর্জনের সফলতার জন্য সকল শ্রেণি-পেশার মানুষসহ সংশিস্নষ্ট সকলকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন।
একনেক সভায় অনুমোদিত প্রকল্পসমূহ হচ্ছে- ‘মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শক্তিশালীকরণ’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩৪৫ দশমিক ৭৭ কোটি টাকা। ‘বিএএফএ বঙ্গবন্ধু কমপেস্নক্স নির্মাণ, যশোর-১ম সংশোধিত’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২৭১ দশমিক ১৫ কোটি টাকা। ‘ঢাকা সিএমএইচ-এ ক্যান্সার সেন্টার নির্মাণ’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৯৮ দশমিক ০৬ কোটি টাকা। গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারা বাজার সড়কের ছাতকে সুরমা নদীর ওপর সেতুর অবশিষ্ট কাজ সমাপ্তকরণ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১১২ দশমিক ৯৯ কোটি টাকা। ‘জামালপুর পলিস্ন উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১২৪ দশমিক ৫০ কোটি টাকা। দেশের ৩টি উপকূলীয় জেলার ৪টি স'ানে আনুষঙ্গিক সুবিধাদিসহ ‘মৎস্য অবতরণ কেন্দ্র স'াপন (১ম সংশোধিত)’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৫৯ দশমিক ৭০ কোটি টাকা।
আড়িয়াল খাঁ নদীর ভাঙন হতে হাজী শরীয়তউলস্নাহ সেতু সংলগ্ন ‘ঢাকা-মাওয়া-ভাংগা-খুলনা জাতীয় মহাসড়ক রক্ষা’ প্রকল্প। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৫৪ দশমিক ৫৯ কোটি টাকা। ‘রাজৈর-কোটালীপাড়া বন্যা নিয়ন্ত্রণ, নিস্কাশন ও সেচ’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৯৫ দশমিক ৪২ কোটি টাকা। ‘একটি বাড়ি একটি খামার-৩য় সংশোধিত’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৮০১০ দশমিক ২৭ কোটি টাকা। উলিস্নখিত সবগুলো প্রকল্পের ব্যয়ই জিওবি থেকে নির্বাহ করা হবে।
#
শেফায়েত/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৯২
আইপিইউ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের সন্ত্রাসবিরোধী এজেন্ডা পেশ
ঢাকা, ১০ই কার্তিক (২৫শে অক্টোবর) :
গতকাল জেনেভায় অনুষ্ঠিত ১৩৫তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের সকল সদস্য গভর্নিং কাউন্সিলের সভায় অংশগ্রহণ করেন। সভায় আইপিইউ-এর সভাপতি এবং মহাসচিবের রিপোর্ট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় বাংলাদেশ ‘ঞযব জড়ষব ড়ভ চধৎষরধসবহঃং রহ ঈড়সনধঃরহম ঞবৎৎড়ৎরংস ভড়ৎ ঝঁংঃধরহধনষব চবধপব, ঝবপঁৎরঃু ধহফ উবাবষড়ঢ়সবহঃ’ বিষয়ক একটি এজেন্ডা আইপিইউ-এর ইমারজেন্সি আইটেমে অনত্মর্ভুক্তির জন্য প্রসত্মাব করেছে।
একই সময়ে অনুষ্ঠিত ‘ফোরাম অভ্ ইয়ং পার্লামেন্টেরিয়ান’ সভায় এম এ আঊয়াল এবং রেজওয়ান আহমদ তৌফিক অংশগ্রহণ করেন। সম্মেলনের ‘স্ট্যান্ডিং কমিটি অন ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইট্স’ সভায় আবুল কালাম আজাদ এবং চিপ হুইপ আ স ম ফিরোজ অংশগ্রহণ করেন। আজাদ উক্ত সভায় বলেন, পৃথিবীর কমবেশী সকল দেশেই মানবাধিকার লংঘন হয়, যা রোধে আমাদের সকলকে যৌথভাবে কাজ করতে হবে, যেখানে মহান সংসদের ভূমিকা সবচেয়ে বেশী।
একই দিনে থাইল্যান্ডের সাথে দ্বিপড়্গীয় সভা অনুষ্ঠিত হয়, যাতে বাংলাদেশের পড়্গে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া এবং থাইল্যান্ডের পড়্গে বিলাইভন সামপাটিসিরি নেতৃত্ব দেন। বাংলাদেশের পড়্গে অন্যান্যের মধ্যে মো. আতিউর রহমান আতিক, আবুল কালাম আজাদ, নাসিমা ফেরদৌসি এবং এম এ আউয়াল উপসি'ত ছিলেন।
বৈঠকের শুরম্নতেই ডেপুটি স্পিকার থাইল্যান্ডের রাজার মৃত্যুতে গভীর সমবেদনা জানান। তিনি অঝঊঅঘ-ভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ ও থাইল্যান্ডের সম্পর্কের ওপর অধিকতর গুরম্নত্বারোপ করেন।
#
স্বপন/মোবাস্বেরা/সাহেলা/গিয়াস/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৫৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩২৯১
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১০ই কার্তিক (২৫শে অক্টোবর) :
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটি’র ২৩তম বৈঠক আজ জাতীয় সংসদে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে কমিটির সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরম্নজ্জামান আহমেদ, মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, মো. আব্দুল মতিন ও সৈয়দা সায়রা মহসীন বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে পলিস্ন সমাজসেবা কার্যক্রমের অধীন সুদমুক্ত ড়্গুদ্রঋণ কার্যক্রমের অবস'া এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বিভিন্ন ভাতাভোগী নির্বাচনে তালিকা প্রণয়ন কমিটি, হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও পুনর্বাসনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।
বৈঠকে জানানো হয় মন্ত্রণালয়ের অধীন শূন্য পদে জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে, ‘বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি’ কার্যক্রমে বর্তমান ২০১৬-১৭ অর্থবছরে ২০ কোটি ৩০ লড়্গ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
কমিটি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাপ্ত আবেদন ও এতদ্সংক্রানত্ম সকল প্রক্রিয়া আবেদন প্রাপ্তির স্বল্পসময়ে পরীড়্গা নিরীড়্গা করে প্রাপ্ত অর্থ বরাদ্দ দেয়ার সুপারিশ করে।
বৈঠকে অনলাইনে ভাতা প্রদান কার্যক্রম গতানুগতিক ব্যাংকিং প্রথা থেকে আধুনিক ডিজিটাল কার্ডের মাধ্যমে প্রদান করা এবং সকল ভাতা কিভাবে একটি অটো সিস্টেমের (কার্ড) মাধ্যমে দ্রম্নত ভাতাভোগীকে প্রদান করা যায় সে বিষয়ে উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপসি'ত ছিলেন।
#
মৌমিতা/মোবাস্বেরা/সাহেলা/গিয়াস/রেজ্জাকুল/শামীম/২০১৬/১৫৫০ঘণ্টা