তথ্যবিবরণী নম্বর : ৫৬৭
২৮ মার্চ এবং ৪ এপ্রিল ও ১১ এপ্রিল উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই হবে
ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
আগামী ২৮ মার্চ এবং ৪ এপ্রিল ও ১১ এপ্রিল উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই এর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। যাঁরা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আবেদন করেছেন তাঁদের নিজ নিজ উপজেলায় এ যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। কোন উপজেলায় কবে যাচাই বাছাই হবে তা পরবর্তীতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
আজ ঢাকায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অফিসে কাউন্সিলের ২৮তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, সাবেক চিফ হুইপ
মোঃ আব্দুস শহীদ, সাবেক প্রতিমন্ত্রী মোঃ মোতাহার হোসেন, সাবেক সচিব রশিদুল আলম, মেজর (অবঃ) ওয়াকার হাসান, বীর প্রতীক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ডিজি শ্যামা পদ দে উপস্থিত ছিলেন।
#
মারুফ/ফায়জুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৬৫
বৃহস্পতিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ মার্চ
ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
অনিবার্য কারণে ২৬ ফেব্রুয়ারি তারিখের এসএসসি ও সমমানের পরীক্ষাসমূহ উক্ত তারিখের পরিবর্তে ৭ মার্চ শনিবার সকাল ১০টা থেকে ১টায় অনুষ্ঠিত হবে।
বিষয়গুলো হলো - সাধারণ শিক্ষাবোর্ডের বিজ্ঞান/সাধারণ বিজ্ঞান, উচ্চতর গণিত (তত্ত্বীয়), মাদ্রাসা শিক্ষাবোর্ডের বাংলা দ্বিতীয়পত্র। এছাড়াও কারিগরি শিক্ষাবোর্ডের সকাল-বিকাল এসএসসি ভোকেশনালের ৬২টি বিষয় এবং দাখিল ভোকেশনালে ৬২টি বিষয়।
উল্লেখ্য, এসএসসি ও সমমানের ১৮ ফেব্রুয়ারির পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি, ২২ ফেব্রুয়ারির পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারির পরীক্ষা ৬ মার্চ এবং ২৬ ফেব্রুয়ারির পরীক্ষা ৭ মার্চ অনুষ্ঠিত হবে। ১২ ফেব্রুয়ারির স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
#
সুবোধ/ফায়জুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৬৪
বাংলাদেশে আইসিটিখাতে ব্যাপক বিনিয়োগ করতে সুইডেন আগ্রহ প্রকাশ করেছে
-- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সুইডেন বাংলাদেশে আইসিটিখাতে ব্যাপক বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া, বাংলাদেশের ঔষধ, চামড়া, শিপবিল্ডিং এবং ফার্নিচারের মতো সম্ভাবনাময় শিল্পে বিনিয়োগের বিষয় বিবেচনা করছে। অল্পদিনের মধ্যে এর সম্ভাব্যতা যাচাই করবে। সুইডেনের বাজারে বাংলাদেশের তৈরিপোশাকের প্রচুর চাহিদা রয়েছে। সুইডেনের সাথে বাংলাদেশের পজেটিভ ট্রেড ব্যালেন্স রয়েছে এবং তা বেড়েই চলছে। গত ২০১৩-১৪ অর্থবছরে সুইডেনে বাংলাদেশি পণ্য রপ্তানি হয়েছে ৪২১ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার, একই সময়ে আমদানি হয়েছে ৬৯ দশমিক ৪০ মিলিয়ন মার্কিন ডলার।
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত উয়োহান ফ্রিসেল (ঔঙঐঅঘ ঋজওঝঊখখ) এর সাথে মতবিনিময় করে সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, সরকার ৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনামোতাবেক তৈরিপোশাকের পাশাপাশি ঔষধ, চামড়াজাত পণ্য, আইসিটি, জাহাজ রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা হাতে নিয়েছে। বাজার সম্প্রসারণ করা হচ্ছে। সুইডেনসহ উন্নত বিশ্বে বাংলাদেশের এ সকল পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন এ সকল পণ্য আমদানির জন্য বিভিন্ন উন্নত দেশ থেকে চাহিদা পাওয়া যাচ্ছে। এ সুযোগকে কাজে লাগাতে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। এতে করে বিনিয়োগকারীরা আরো উৎসাহিত হচ্ছেন। সুইডেন এসকল ক্ষেত্রে বিনিয়োগ করলে লাভবান হবে।
তিনি বলেন, বাংলাদেশে সুইডেনসহ যেকোনো দেশের বিনিয়োগকে উৎসাহিত করছে বর্তমান সরকার। এক্ষেত্রে চাহিদামোতাবেক সবধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের চলমান পরিস্থিতিতে দেশের উন্নয়ন কর্মকা- ব্যাহত হচ্ছে না। দেশের শান্তিপ্রিয় মানুষ হিংসাত্মক কর্মকা- ও অবরোধ, হরতাল সমর্থন করছে না। সন্ত্রাসী কর্মকা- দমনে আইন তার নিজস্ব গতিতে চলবে। তিনি বলেন, সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে দেশবাসী ঐক্যবদ্ধ। এখন দোকানপাট খোলা থাকছে, ব্যবসা বাণিজ্য চলছে এবং যানবাহন চলছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং অতিরিক্ত সচিব (রপ্তানি) মোঃ শওকত আলী ওয়ারিছী এসময় উপস্থিত ছিলেন।
#
বকসী/ফায়জুল/মিজান/জসীম/জয়নুল/২০১৫/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৬৩
লাইব্রেরি কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
দশম জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটি সভাপতি ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মোহাম্মদ হাছান মাহমুদ, সাইমুম সরওয়ার কমল, এনামুল হক ও কাজী রোজী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে পেট্রোলবোমায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে শোকপ্রস্তাব আনা হয়। সম্ভব হলে প্রত্যেক নিহতের ঠিকানা সংগ্রহ করে তাদের পরিবারের নিকট শোকপ্রস্তাবের একটি কপি প্রেরণের জন্য কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে।
চলতিবছরে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতের লোকসভার লাইব্রেরি ও যাদুঘরটি পরিদর্শনের বিষয়ে কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে।
বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নির্দেশিকা-২০১৫ পাওয়ারপয়েন্টের মাধ্যমে কমিটিতে উপস্থাপন করা হয় এবং এর খসড়া অনুমোদন করা হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
স¦পন/ফায়জুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৫৮
সংসদ কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
দশম জাতীয় সংসদের সংসদ কমিটির ৫ম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য ও হুইপ মোছাঃ মাহবুব আরা বেগম গিনি, সাগুফতা ইয়াসমিন, ফজলে হোসেন বাদশা, খালিদ মাহমুদ চৌধুরী, মোঃ আসলামুল হক এবং তালুকদার মোঃ ইউনুস বৈঠকে অংশগ্রহণ করেন।
সভায় ৪র্থ বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মানিক মিয়া এভিনিউস্থ ৬টি সদস্যভবন এবং নাখালপাড়াস্থ ৪টি সদস্যভবনে অবস্থানরত সংসদ সদস্যদের নিরাপত্তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয় এবং সদস্যদের নিরাপত্তা রক্ষায় আগামী এক সপ্তাহের মধ্যে অতিরিক্ত নিরাপত্তারক্ষী পদায়ন করতে জরুরি পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। মানিক মিয়া এভিনিউস্থ ১ থেকে ৬ নং সদস্যভবনের লিফট দ্রুত পরিবর্তন ও মেরামতের জন্য পিডব্লিউডিকে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে জাতীয় সংসদভবনের ভিআইপি ক্যাফেটেরিয়াসহ পর্যটন কর্পোরেশন পরিচালিত সকল ক্যাফেটেরিয়ায় খাবার ও সেবার মানোন্নয়নসহ পরিষ্কার পরিচ্ছন্নতা সমুন্নত রাখতে পর্যটন কর্পোরেশনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
পুলিশ বাহিনী, আনসার বাহিনী, পিডব্লিউডি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
হুদা/ফায়জুল/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭৫৫ঘণ্টা