তথ্যবিবরণী নম্বর : ৩৪৩১
রিয়াদে সৌদি শ্রমমন্ত্রীর সাথে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক
ঢাকা, ২৩ কার্তিক (৭ নভেম্বর) :
সৌদি আরবে সফররত বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের একটি প্রতিনিধিদল গতকাল রিয়াদে সৌদি আরবের শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রী মকরেজ আল হুকবানীর সাথে সাক্ষাৎ করেন।
সংসদ সদস্য ও বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি বজলুল হক হারুনের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদলের অন্য সদস্যগণ হলেন : সংসদ সদস্য তালুকদার মোহা. ইউনুস, এ কে এম আওয়াল সাইদুর রহমান, মো. নুরুল ইসলাম সুজন ও নজরুল ইসলাম (বাবু) এবং বায়রা’র সভাপতি সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ। এসময় সৌদি আরবের শ্রম উপমন্ত্রী যায়েদ আল সায়েগ, শ্রম মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ সালেহ বিন আল সারেখ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে সংসদ সদস্য বজলুল হক হারুন সৌদি শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশি প্রায় ১৫ লাখ কর্মীর কর্মসংস্থানের জন্য ধন্যবাদ জানান। এসময় তিনি বাংলাদেশ হতে অধিক সংখ্যক পুরুষ ও মহিলা গৃহকর্মী নিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে মহিলা গৃহকর্মীদের নিরাপত্তা বিধানে গৃহকর্মী ও গৃহকর্তা উভয়ের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রকার ব্যবস্থা নেয়া হচ্ছে এবং গৃহীত ব্যবস্থার আরো উন্নয়নে ও সহযোগিতার ক্ষেত্র আরো প্রসারিত করতে দু’দেশ এক সাথে কাজ করবে মর্মে সৌদি শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রী সংসদীয় প্রতিনিধিদলকে জানান। পুরুষ কর্মী নিয়োগের ক্ষেত্রে অভিবাসন ব্যয় হ্রাসের বিষয়ে সৌদি সরকারের কঠোর অবস্থানের বিষয়টি মন্ত্রী পুনর্ব্যক্ত করে উভয় দেশের একসাথে কাজ করার আহ্বান জানান। তিনি এ ক্ষেত্রে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। মন্ত্রী আরো জানান, ভিসা ট্রেডিংকে তার দেশ মানব পাচার হিসেবে বিবেচনা করে এবং একাজে জড়িতদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে সৌদি সরকার বদ্ধপরিকর। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে মর্মে তিনি প্রতিনিধিদলকে জানান।
জনাব হারুন সৌদি মন্ত্রীকে অবহিত করেন যে, বাংলাদেশ হতে অধিক সংখ্যক কর্মী নিয়োগের ক্ষেত্রে ভ্রাতৃপ্রতিম দু’দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র আরো প্রসারিত ও উচ্চমানে উন্নীত করার ক্ষেত্রে বিগত জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রতিনিধিদল সৌদি মজলিস-এ-শূরা ভবনে বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি প্রফেসর আবদুল্লাহ আল হারবি এবং অন্যান্য সদস্যের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠককালে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সকল বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ, জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে অলোচনা হয়। দক্ষ জনশক্তি, উপযুক্ত ভাষাজ্ঞান ও সৌদি সংস্কৃতি বিষয়ে প্রশিক্ষণ এবং শ্রমিকদের সৌদি আরবে পাঠানোর পূর্বে অপরাধপ্রবণ কোন বাংলাদেশিকে প্রেরণ না করার ব্যাপারে অলোচনা হয়।
প্রতিনিধিদল ৮ ও ৯ নভেম্বর জেদ্দায় এবং মক্কায় ওআইসি মহাসচিব এবং সৌদি হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রীর সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে।
#
হুদা/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৯২৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৩০
চারটি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম স্থগিত
ঢাকা, ২৩ কার্তিক (৭ নভেম্বর) :
বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালার শর্ত পূরণ না করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া চারটি মেডিকেল কলেজ আসন্ন ২০১৬-১৭ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। আগামী এক বছরের মধ্যে শর্তসমূহ পূরণ করতে না পারলে কলেজের কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।
এ বছরের জন্য ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া কলেজগুলো হলো রংপুরের নর্দান মেডিকেল কলেজ, গাজীপুরের সিটি মেডিকেল কলেজ, আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিকেল কলেজ এবং আশিয়ান মেডিকেল কলেজ।
আজ সচিবালয়ে অনুষ্ঠিত বেসরকারি মেডিকেল কলেজে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।
সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলানসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্প্রতি বিভিন্ন মেডিকেল কলেজ পরিদর্শনের ফলে শর্তাবলি পূরণ না করার বিষয়টি চিহ্নিত হওয়ায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সকল বেসরকারি মেডিকেল কলেজ পরিদর্শন কাজ শেষ করে প্রতিবেদন জমা দেয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা হাসপাতালের খবর নিলেন স্বাস্থ্যমন্ত্রী
তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জনদেরকে নিয়মিত উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এবং কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসক ও নার্সসহ চিকিৎসা সেবায় নিয়োজিত সকল স্তরের জনবলের উপস্থিতি নিশ্চিত করতে তদারকি ব্যবস্থা জোরদার করতে হবে। গ্রামের দরিদ্র মানুষ যেন সহজে ও বিনামূল্যে চিকিৎসা পায় সেদিকে লক্ষ্য রেখে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাসপাতালের যন্ত্রপাতি সচল রাখতে সংশ্লিষ্টদের সব সময় সতর্ক থাকার তাগিদ দেন মন্ত্রী।
তিনি আজ সচিবালয়ে নিজ অফিস কক্ষ থেকে ভিডিও কনফারেন্স যোগে কয়েকটি বিভাগের স্বাস্থ্য পরিচালক ও জেলার সিভিল সার্জনের সাথে মত বিনিময়কালে একথা বলেন। তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য সেবা সম্পর্কে আকস্মিক খোঁজ খবর নেয়ার পদক্ষেপ হিসেবে তিনি এই ভিডিও কনফারেন্সের উদ্যোগ নেন।
এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স¦াস্থ্যমন্ত্রী আজ মাদারীপুর, নড়াইল, নোয়াখালী, পাবনা, খুলনা, মেহেরপুর, রাজশাহী, রাঙ্গামাটি, কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও সিলেটের সিভিল সার্জন এবং রংপুরের বিভাগীয় স্বাস্থ্য পরিচালকদের সাথে পৃথকভাবে কথা বলে মাঠ পর্যায়ের হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সদের উপস্থিতি এবং যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সম্পর্কে খোঁজ খবর নেন।
#
পরীক্ষিৎ/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪২৯
স¦াস্থ্যমন্ত্রীর সাথে ইউএনএফপিএ প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকা, ২৩ কার্তিক (৭ নভেম্বর) :
বাংলাদেশে ইউএনএফপিএ’র প্রতিনিধি আর্জেন্টিনা মাতাভেল (অৎমবহঃরহধ গধঃধাবষ) আজ সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে বিদায়ি সাক্ষাৎ করেন। এসময় তিনি বাংলাদেশে মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে মিডওয়াইফ সেবা সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন।
তিনি জানান, বাংলাদেশে মিডওয়াইফ পেশায় আগ্রহীদের উন্নত প্রশিক্ষণের সুযোগ তৈরি হয়েছে। পর্যাপ্ত অবকাঠামো সুবিধা বাড়ানোর পাশাপাশি মিডওয়াইফদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য তিনি স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
সারা দেশের হাসপাতালগুলোতে শীঘ্রই প্রায় দশ হাজার নার্স নিয়োগ দেয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী সরকার নার্স নিয়োগ দিচ্ছে। তাঁরই প্রতিশ্রুতি অনুযায়ী তিন হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে। শীঘ্রই পিএসসির মাধ্যমে ৬০০ নার্স নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
#
পরীক্ষিৎ/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৮০৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪২৮
খালেদ মোশাররফ স্মরণে আলোচনা সভা
ঢাকা, ২৩ কার্তিক (৭ নভেম্বর) :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, খালেদ মোশাররফ জীবন দিয়ে প্রমাণ করেছেন তিনি দেশকে ভালবাসেন। ষড়যন্ত্রের মধ্যে তিনি ছিলেন না। তিনি মাথা নত করেননি। নাম লেখাননি বিশ্বাসঘাতকদের খাতায়। তিনি বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদ করেছিলেন।
আজ রাজধানীর পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে ৭ নভেম্বর উপলক্ষে খালেদ মোশারফ বীরউত্তম স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় মন্ত্রী এ মন্তব্য করেন।
সভায় খালেদ মোশাররফের সহধর্মিনী সালমা খালেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ব্যরিস্টার আমির-উল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হারুন-অর রশিদ, মাহাবুব উদ্দিন বীর বিক্রম, সেক্টর ৯ এর সাব-সেক্টর কমান্ডার শচীন কর্মকার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. এ বি এ আবদুল্লাহ, লেখক ও গবেষক মো. নাছির উদ্দিন বীর প্রতীক এবং সেক্টর কমান্ডার ফোরামের ট্রেজারার ড. এমএসএ মনছুর আহমেদ।
মন্ত্রী আরো বলেন, খুনিরা সিপাহী বিপ্লবের নামে খালেদ মোশাররফ ও কর্নেল হুদাসহ আরো অনেককে হত্যা করে। বিএনপি ৭ নভেম্বরের সত্যকে ভুলভাবে উপস্থাপন করে এই প্রজন্মকে বিভ্রান্ত করতে চাচ্ছে। ৭ নভেম্বরের খুনিদের বিচারও বাংলার মাটিতে হবে।
#
সুফি/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭৫৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪২৭
জাপানের অর্থায়নে ১৭টি সেতু নির্মিত হবে
-সেতুমন্ত্রী
ঢাকা, ২৩ কার্তিক (৭ নভেম্বর) :
জাপানের অর্থায়নে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীর ওপর কালনা সেতুসহ দেশের অন্যান্য সড়কে ১৭টি সেতু, একটি টোল প্লাজা এবং দুটি এক্সেল লোড স্টেশন নির্মিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে আজ সেতু ভবনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় মন্ত্রী সাংবাদিকদের ব্রিফিং-এ বলেন, সতেরটি সেতুর মধ্যে বেনাপোল-মাদারীপুর সড়কে পাঁচটি সেতু, বারৈয়ারহাট-রামগড় সড়কে আটটি সেতু এবং কক্সবাজার-চট্টগ্রাম সড়কে নির্মাণ করা হবে চারটি সেতু। আড়াই হাজার কোটি টাকার এ প্রকল্পে জাপানের অর্থ সহায়তা থাকছে প্রায় এক হাজার নয়’শ কোটি টাকা।
মন্ত্রী বলেন, পদ্মা সেতুর পুরোপুরি সুবিধা কাজে লাগাতে হলে আমাদের এশিয়ান হাইওয়ের মিসিং লিংক কালনা সেতুও নির্মাণ করতে হবে। চার কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়কসহ সাত’শ মিটার দীর্ঘ চারলেনের কালনা সেতু নির্মাণে প্রায় ছয়শত বাহাত্তর কোটি টাকা ব্যয় হবে বলে তিনি জানান।
ডিজাইনসহ অন্যান্য প্রস্তুতি অগ্রাধিকার ভিত্তিতে শেষ করে আগামী মার্চে কালনা সেতুর মূল কাজ শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে এসময় মন্ত্রী জানান।
উল্লেখ্য, ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট প্রকল্পের আওতায় প্রায় দুইশত ছত্রিশ কোটি টাকা চুক্তিমূল্যে নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠানগুলো সতেরটি সেতু ও সাতটি কালভার্ট, একটি টোলপ্লাজা এবং দুটি এক্সেল লোড কন্ট্রোল স্টেশনের নকশা তৈরি এবং নির্মাণকাজ তদারক করবে।
চুক্তিপত্রে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান এবং পরামর্শক প্রতিষ্ঠানগুলোর লিড পার্টনার অরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল কোম্পানি লিমিটেড, অরিয়েন্টাল কনসালটেন্টস কোম্পানি লিমিটেড ও প্যাডকো কোম্পানি লিমিটেড এর দলনেতা আসুশি নিশিমুরা এবং মহাব্যবস্থাপক রুহি ঈশি নিজ নিজ পক্ষে সই করেন।
এছাড়া চুক্তি অনুযায়ী সহযোগী পরামর্শক হিসেবে কাজ করবে স্ম্যাক ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড, জাপান ব্রিজ এন্ড স্ট্র্যাকচার ইন্সটিটিউট ইন-কর্পোরেশন, এসিই কনসালটেন্টস্ লিমিটেড, ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস্ লিমিটেড এবং বিসিএল এসোসিয়েটস্ লিমিটেড।
এসময় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. আহমেদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
আবু নাছের/অনসূয়া/দীপংকর/সাহেলা/গিয়াস/শামীম/২০১৬/১৫১৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪২৬
আনসার সদস্য সোহাগ আলীর মৃত্যুতে বিমান ও পর্যটন মন্ত্রীর শোক
ঢাকা, ২৩ কার্তিক (৭ নভেম্বর) :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আনসার সদস্য সোহাগ আলীর মৃত্যুতে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবাণীতে মন্ত্রী বলেন, মরহুম সোহাগ আলী কর্তব্যপরায়ণতা আর দেশপ্রেমের যে উদহারণ রেখে গেছেন তা আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। মৃত্যুঞ্জয়ী এ বীরের নাম মানুষের হৃদয়ে সোনার হরফে লেখা থাকবে।
তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
#
মাহবুবুর/অনসূয়া/সাহেলা/গিয়াস/আসমা/২০১৬/১৪০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪২৪
আওয়ামী লীগ নেতা ডা. লুৎফর রহমানের মৃত্যুতে শিল্পমন্ত্রীর শোক
ঢাকা, ২৩ কার্তিক (৭ নভেম্বর) :
বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ আওয়ামী লীগ নেতা, ঝালকাঠী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বর্তমান জেলা কমিটির উপদেষ্টা ডা. লুৎফর রহমান (৭২) এর মৃত্যুতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু গভীর শোকপ্রকাশ করেছেন।
এক শোকবাণীতে শিল্পমন্ত্রী বলেন, ডা. লুৎফর রহমান ছিলেন ঝালকাঠী জেলার মাটি ও মানুষের অকৃত্রিম বন্ধু। তৃণমূল পর্যায়ে জনগণের কল্যাণে তিনি আজীবন অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তাঁর মৃত্যুতে ঝালকাঠীবাসী একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারালো। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত এ দক্ষ সংগঠকের মৃত্যুতে ঝালকাঠীর রাজনৈতিক অঙ্গনে যে শূণ্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হবার নয়।
শিল্পমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ডা. লুৎফর রহমান আজ দুপুর ১২.৩০ মিনিটে ঝালকাঠীর নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি .......... রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
#
জলিল/অনসূয়া/সাহেলা/গিয়াস/আসমা/২০১৬/১৪৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪২৫
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি
৪৫টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
ঢাকা, ২৩ কার্তিক (৭ নভেম্বর) :
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয় ও বিভিন্ন জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দের নেতৃত্বে ঢাকা মহানগর, চট্টগ্রাম, ঝালকাঠি, পঞ্চগড়, মানিকগঞ্জ, কুষ্টিয়া, নোয়াখালী, চাঁদপুর, রংপুর, কিশোরগঞ্জ, নড়াইল, বাগেরহাট, ফরিদপুর ও পটুয়াখালীতে ৬ নভেম্বর বাজার তদারকি করা হয়।
ঢাকা বিভাগীয় কার্যালয় মোহাম্মদপুর এলাকায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে মেসার্স আল আমিন ফার্মেসী ও রহিম মেডিক্যাল হলকে যথাক্রমে ২০ হাজার টাকা ও ১০ হাজার টাকা, ধানমন্ডি এলাকায় ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ইগলু চাও বেলা ও এৎরষষবফ কে ৫ হাজার টাকা ও ১০ হাজার টাকা এবং সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্যের অপরাধে নন্দনকে ২০ হাজার টাকাসহ মোট ৬৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় কোতয়ালী থানা এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, ঝালকাঠি জেলা কার্যালয় সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা, পঞ্চগড় জেলা কার্যালয় বোদা উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা, মানিকগঞ্জ জেলা কার্যালয় হরিরামপুর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা, কুষ্টিয়া জেলা কার্যালয় সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫ শত টাকা, নোয়াখালী জেলা কার্যালয় সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা, চাঁদপুর জেলা কার্যালয় হাজীগঞ্জ উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫ শত টাকা, রংপুর বিভাগীয় কার্যালয় কাউনিয়া উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা, কিশোরগঞ্জ জেলা কার্যালয় করিমগঞ্জ উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা, নড়াইল জেলা কার্যালয় লোহাগড়া উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা, বাগেরহাট জেলা কার্যালয় সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, রংপুর জেলা কার্যালয় গঙ্গাচড়া উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫ শত টাকা, ফরিদপুর জেলা কার্যালয় সদর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫ শত টাকা এবং পটুয়াখালী জেলা কার্যালয় সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫ শত টাকাসহ মোট ১ লক্ষ ২৪ হাজার ৫ শত টাকা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অন্যদিকে প্রধান কার্যালয়ে অভিযোগ শুনানির মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে শর্মা কিংকে ৫ হাজার জরিমানা আরোপ ও আদায় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ১ হাজার ২ শত পঞ্চাশ টাকা প্রদান করা হয়।
ঢাকা বিভাগীয় কার্যালয়ে অভিযোগ শুনানির মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ঝগখঢ ঙচঊঘ খঙটঘএঊ, ধানমন্ডিকে ৮ হাজার জরিমানা আরোপ ও আদায় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ২ হাজার টাকা প্রদান করা হয়।
মোট ১৬টি বাজার তদারকি ও ২টি অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৪৫টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, মৎস্য কর্মকর্তা, কৃষি অফিসার, বাজার কর্মকর্তা, স্যানেটারি ইনস্পেকটর এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করে।
#
আফরোজা/অনসূয়া/দীপংকর/সাহেলা/গিয়াস/শামীম/২০১৬/১৪৪০ ঘণ্টা