তথ্যবিবরণী নম্বর : ৩২০৫
সমুদ্রবন্দর পরিদর্শনের লক্ষ্যে মরিশাসের উদ্দেশে সংসদীয় প্রতিনিধিদল
ঢাকা, ১৯ কার্তিক (৩ নভেম্বর) :
বিশ্বের বিভিন্ন সমুদ্রবন্দরের অবকাঠামো ও অপারেশনাল কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধিদল আজ রাতে মরিশাসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। বন্দরের কার্গো হ্যান্ডলিং, শ্রমিক ব্যবস্থাপনা, বন্দরের নাব্যতা রক্ষার কৌশল ও সার্বিক কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের জন্য তাঁরা এ সফর করছেন। তাঁরা মরিশাস, মিশরের আলেকজান্দ্রিয়া, যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলস ও নিউইয়র্ক সমুদ্রবন্দর সরেজমিনে পরিদর্শন করবেন।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন: নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, সদস্য মো. আব্দুল হাই, এম আব্দুল লতিফ, মো. আনোয়ারুল আজীম (আনার), মো. নুরুল ইসলাম সুজন, চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির সদস্য শামসুল হক চৌধুরী এম পি, চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির সদস্য ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাসির উদ্দীন, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, সদস্য (প্রকৌশল) কমোডর জুলফিকার আজিজ, মন্ত্রীর একান্ত সচিব এম এম তারিকুল ইসলাম এবং সভাপতির একান্ত সচিব ড. দয়াল চাঁন ম-ল।
এ সফর বন্দরসমূহের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং সার্বিক ব্যবস্থাপনাগত কাজের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। এছাড়া প্রতিনিধিদল বিভিন্ন সমুদ্র বন্দরের বৈদেশিক বিনিয়োগ ও ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করবে। এসব তথ্য দেশের সমুদ্র বন্দরসমূহের উন্নয়নের ক্ষেত্রে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং তার সুষ্ঠু বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।
নৌপরিবহণ মন্ত্রী মিশর থেকে ১১ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#
জাহাঙ্গীর/আফরাজ/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/২১৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২০৪
ব্যাংককে বাণিজ্য ফোরামে বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য সম্প্রসারণে বাধাসমূহ দূর হলে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে
ব্যাংকক (থাইল্যান্ড), ১৯ কার্তিক (৩ নভেম্বর) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাণিজ্য সম্প্রসারণে বাধাসমূহ দূর করা হলে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে। এলডিসিভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এগিয়ে যাওয়া বিশে^র কাছে মিরাকল। বিশে^র বড় বড় গবেষণা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের প্রশংসা করছে এবং এগিয়ে যাওয়ার পূর্বাভাস দিচ্ছে। বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ চমৎকার।
থাইল্যান্ডে সফররত বাণিজ্যমন্ত্রী আজ ব্যাংককে অনুষ্ঠিত জাতিসংঘের ইকনমিক এন্ড সোস্যাল কমিশন ফর এশিয়া এন্ড দ্য প্যাসিফিক (এসক্যাপ) এর এশিয়া প্যাসিফিক বিজনেস ফোরামের দ্বাদশ কনফারেন্সের “ওয়ান বেল্ট ওয়ান রোড, ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ, রিজিওনাল কনপ্রিহেনসিভ ইকনমিক পার্টনারশিপ, আসিয়ান ইকনমিক কমিউনিটি এন্ড আদার রিজিওনাল ইনিশিয়েটিভস” শীর্ষক প্যানেল আলোচনায় বক্তৃতাকালে একথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সশস্ত্রযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। শূন্যহাতে বাংলাদেশের যাত্রা শুরু। সে সময় বাংলাদেশ ৬৮টি দেশে ২৫টি পণ্য রপ্তানি করে আয় করতো ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে বাংলাদেশ ১৯৬টি দেশে ৭২৯টি পণ্য রপ্তানি করে আয় করছে প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলার। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ২০২১ সালে বাংলাদেশের রপ্তানি ৬০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। তৈরিপোশাক রপ্তানিতে বাংলাদেশ পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। সরকার দেশের রপ্তানি বৃদ্ধির জন্য পরিকল্পনা মোতাবেক রপ্তানিপণ্যের সংখ্যা বৃদ্ধি এবং রপ্তানিবাজার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। এখন প্রয়োজন বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ এবং মধ্যমআয়ের দেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন। দেশ এখন ডিজিটাল হওয়ার দ্বারপ্রান্তে। বাংলাদেশ ইতোমধ্যে নি¤œমধ্যমআয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যমআয়ের দেশে পরিণত হবে। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন প্রায় ২৭ বিলিয়ন মার্কিন ডলার।
সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এসক্যাপ বিজনেস এডভাইজরি কাউন্সিলের চেয়ারপারসন দাতুক সিরি মোহাম্মদ ইকবাল রাওদার, ইউএনএসক্যাপ’র এক্সিকিউটিভ সেক্রেটারি ড. শামশাদ আখতার বক্তব্য রাখেন। কি-নোট উপস্থাপন করেন থাইল্যান্ডের ডেপুটি প্রাইম মিনিস্টিার ড. সমকিড জাতুশ্রীপিতাক (উৎ. ঝড়সশরফ ঔধঃঁংৎরঢ়রঃধশ)। বিষয়ের ওপর প্যানেল আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন নিউজিল্যান্ডের রোভিং ইকনমিক ডেভেলপমেন্ট মিনিস্টার ফর দ্য জো প্যাসিফিক সেন জনস (ঝযধহব ঔড়হবং) এবং কম্বোডিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি তেক্রিতকামরাং (খঈঞ ঞবশৎবঃয কধসৎধহম)।
পরে বাণিজ্যমন্ত্রী জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং ইউএনএসক্যাপ’র এক্সিকিউটিভ সেক্রেটারি ড. শামশাদ আখতার (উৎ. ঝযধসংযধফ অশযঃধৎ) এর সাথে বৈঠক করেন। এসময় মন্ত্রী দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা বৃদ্ধির জন্য ইউএনএসক্যাপ’র টেকনিক্যাল এবং সার্বিক সহযোগিতা কামনা করেন এবং বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। তিনি বাণিজ্যমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেন এবং আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা ব্যক্ত করেন। তিনি বাণিজ্যক্ষেত্রে চলমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধান এবং টেকনিক্যাল সহযোগিতা প্রদানের বিষয়ে উদ্যোগ গ্রহণের আশ^াস দেন।
#
বকসী/আফরাজ/মিজান/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৯৩৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২০৩
পশ্চিমবঙ্গের বিধানসভার সাবেক
স্পিকারের মৃত্যুতে ড. শিরীন শারমিন চৌধুরীর শোক
ঢাকা, ১৯ কার্তিক (৩ নভেম্বর) :
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার সাবেক স্পিকার আব্দুল হালিমের মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবাণীতে স্পিকার বলেন, আব্দুল হালিম ছিলেন মৃদুভাষী এবং স্পষ্ট বক্তা। তাঁর মৃত্যু রাজনৈতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।
স্পিকার মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার সাবেক স্পিকার আব্দুল হালিমের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজও গভীর শোক প্রকাশ করেছেন।
#
শিবলী/আফরাজ/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২০২
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রণয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়
ঢাকা, ১৯ কার্তিক (৩ নভেম্বর) :
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০১৫ প্রণয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এ নীতিমালা অনুযায়ী, ১ম শ্রেণিতে ভর্তির জন্য আবশ্যিকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীর তালিকা প্রস্তুত করার পাশাপাশি শূন্য আসনের সমান সংখ্যক অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখতে হবে।
২য় থেকে ৮ম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নবম শ্রেণির ক্ষেত্রে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট বোর্ডের প্রস্তুতকৃত মেধাক্রম অনুসারে নিজ বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পর অবশিষ্ট শূন্য আসনে অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির জন্য নির্ধারিত ভর্তি কমিটি কর্তৃক বাছাই করতে হবে।
বিদ্যালয়সমূহের অবস্থান, শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা বিবেচনা করে পরীক্ষা কমিটি বিদ্যালয়সমূহকে বিভিন্ন ক্লাস্টারে বিভক্ত করতে পারবে। শিক্ষার্থীরা আবেদন ফরমে পছন্দক্রম উল্লেখ করে দিবে।
২০১৬ শিক্ষাবর্ষে সকল মহানগরী, বিভাগীয় শহর ও জেলা সদরের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন গ্রহণ, আবেদনের ফি গ্রহণ, ফলাফল প্রক্রিয়াকরণ এবং প্রকাশ অনলাইনে করতে হবে। ২০১৭ শিক্ষাবর্ষ হতে দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয় অনলাইন পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে।
ঢাকা মহানগরীর সরকারি বিদ্যালয় সংলগ্ন ক্যাচমেন্ট এলাকা (পধঃপযসবহঃ ধৎবধ) এর শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোটা সংরক্ষণ করতে হবে। অবশিষ্ট ৬০ শতাংশ আসন সকলের জন্য উন্মুক্ত থাকবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা মহানগরীর সকল সরকারি বিদ্যালয়ের আওতাধীন ক্যাচমেন্ট এলাকা নির্ধারণ করে সংশ্লিষ্ট সকলকে অবহিত করবে।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা ২০১৫ এর বি¯তারিত শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট িি.িসড়বফঁ.মড়া.নফ এ পাওয়া যাবে।
এর আগে বেসরকারি স্কুল এন্ড কলেজে মাধ্যমিক, নি¤œ মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০১৫ ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
#
সাইফুল্লাহ/আফরাজ/মিজান/মোশাররফ/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৮২৬ ঘণ্টা
ঐধহফড়ঁঃ ঘঁসনবৎ: ৩২০১
গধংঁফ ইরহ গড়সবহ ইউ'ং হবি চবৎসধহবহঃ জবঢ়ৎবংবহঃধঃরাব ঃড় টঘ
উযধশধ, ঘড়াবসনবৎ ৩:
ঞযব এড়াবৎহসবহঃ যধং ফবপরফবফ ঃড় ধঢ়ঢ়ড়রহঃ গধংঁফ ইরহ গড়সবহ ধং ঃযব হবীঃ অসনধংংধফড়ৎ ধহফ চবৎসধহবহঃ জবঢ়ৎবংবহঃধঃরাব ড়ভ ইধহমষধফবংয ঃড় ঃযব টহরঃবফ ঘধঃরড়হং রহ ঘবি ণড়ৎশ. ঐব রিষষ নব ৎবঢ়ষধপরহম উৎ. অ ক অনফঁষ গড়সবহ.
গধংঁফ ইরহ গড়সবহ, ধ পধৎববৎ ফরঢ়ষড়সধঃ, নবষড়হমং ঃড় ঃযব ১৯৮৫ নধঃপয ড়ভ ইঈঝ (ঋঅ) পধফৎব. ঈঁৎৎবহঃষু যব রং ংবৎারহম ধং ইধহমষধফবংয অসনধংংধফড়ৎ ঃড় ঔধঢ়ধহ. চৎরড়ৎ ঃড় ঃযরং ধংংরমহসবহঃ যব যধফ ধহড়ঃযবৎ ধসনধংংধফড়ৎরধষ ধংংরমহসবহঃ রহ ওঃধষু. ইবংরফবং ঃযড়ংব ধংংরমহসবহঃং, যব ংবৎাবফ রহ ইধহমষধফবংয চবৎসধহবহঃ গরংংরড়হ রহ ঘবি ণড়ৎশ, ইধহমষধফবংয ঐরময ঈড়সসরংংরড়হ রহ ঘবি উবষযর ধহফ ইধহমষধফবংয ঐরময ঈড়সসরংংরড়হ রহ ওংষধসধনধফ রহ ফরভভবৎবহঃ পধঢ়ধপরঃরবং. চৎবারড়ঁংষু, গড়সবহ ধষংড় ড়িৎশবফ রহ ঃযব ঝঅঅজঈ ঝবপৎবঃধৎরধঃ ধং ধ উরৎবপঃড়ৎ.
গধংঁফ ইরহ গড়সবহ ড়নঃধরহবফ গঝঝ রহ ঊপড়হড়সরপং ভৎড়স ঃযব টহরাবৎংরঃু ড়ভ উযধশধ. খধঃবৎ যব পড়সঢ়ষবঃবফ ধহ গঅ রহ ওহঃবৎহধঃরড়হধষ জবষধঃরড়হং ভৎড়স ঃযব ঞঁভঃং টহরাবৎংরঃু, টঝঅ. ঐব রং সধৎৎরবফ ধহফ নষবংংবফ রিঃয ঃড়ি পযরষফৎবহ.
#
কধসৎুুঁধসধহ/অভৎধু/ঝধহলরন/জবুধঁষ/২০১৫/১৭৪৬ যড়ঁৎং
তথ্যবিবরণী নম্বর : ৩২০০
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে
মোবাইল কোম্পানি রবির লভ্যাংশ প্রদান
ঢাকা, ১৯ কার্তিক (৩ নভেম্বর) :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের চার কোটি ৪৪ লাখ ১৬ হাজার টাকা দিয়েছে মোবাইল কোম্পানি রবি।
আজ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হকের কাছে কোম্পানির পক্ষে চিফ কর্পোরেট অফিসার মতিউল ইসলাম নওশাদ টাকার চেক হস্তান্তর করেন।
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক যুগ্মসচিব ফয়জুর রহমান এবং রবির ভাইস প্রেসিডেন্টসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শ্রম আইন ২০০৬ অনুযায়ী কোম্পানির নিট লভ্যাংশের ৫% এর ১০% বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দিতে হয়।
#
আরিফুজ্জামান/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩১৯৯
তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
রানা প্লাজা চলচ্চিত্রের প্রদর্শন স্থগিত
ঢাকা, ১৯ কার্তিক (৩ নভেম্বর) :
‘রানা প্লাজা’ চলচ্চিত্রের বিষয়ে সেন্সর আপিল কমিটির নিকট আপিল আবেদন হওয়ায় উক্ত আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে ‘রানা প্লাজা’ চলচ্চিত্রটির প্রদর্শন সমগ্র বাংলাদেশে স্থগিত করা হয়েছে।
আজ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।
#
আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৬৪৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩১৯৮
অগ্নি-দুর্ঘটনা ও ভূমিকম্প মোকাবিলায় করণীয়
ঢাকা, ১৯ কার্তিক (৩ নভেম্বর) :
প্রতি বছরের ন্যায় এ বছরও ১১-১৭ নভেম্বর পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৫ উদ্যাপিত হবে। এ সপ্তাহ পালনের মূলউদ্দেশ্য হচ্ছে দুর্যোগ-দুর্ঘটনার ঝুঁকিসম্পর্কে সচেতনতাবৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় জনগণের সম্পৃক্ততা জোরদারকরণ।
অগ্নি-দুর্ঘটনা মোকাবিলায় করণীয় নি¤œরূপ: অসাবধানতাই অগ্নিকা-ের প্রধান কারণ। তাই অগ্নিপ্রতিরোধে সচেতন হোন। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলুন। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত অংশ নিভিয়ে নিরাপদস্থানে ফেলুন। ছোট ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখুন। খোলাবাতির ব্যবহার কমিয়ে দিন। অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান দ্বারা নিয়মিত ভবনের বৈদ্যুতিক ক্যাবল ও ফিটিংস পরীক্ষা করুন। হাতের কাছে সবসময় দুইবালতি পানি বা বালু মজুদ রাখুন। বাসগৃহ, কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণী যন্ত্রপাতি স্থাপন করুন এবং প্রয়োজন মুহুর্তে তা ব্যবহার করুন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে অগ্নিপ্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করুন। রোগী পরিবহণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অ্যাম্বুলেন্স সেবাগ্রহণ করুন। স্থানীয় ফায়ার স্টেশনের ফোন নম্বর সংরক্ষণ করুন এবং যেকোন জরুরি অবস্থায় সাহায্যের জন্য সংবাদ দিন।
ভূম্পিকম্প-মোকাবিলায় করণীয় : ভূমিকম্প অনুভূত হলে আতংকিত বা দিশেহারা হবেন না। আপনি যদি ভবনের নিচতলায় থাকেন, তাহলে দ্রুত বাইরে খোলা জায়গায় বেরিয়ে আসুন। যদি ভবনের ওপরতলায় থাকেন, তাহলে কক্ষের নিরাপদ স্থান যেমন শক্ত খাট বা টেবিলের নিচে, বিম বা কলামের পার্শ্বে অথবা রুমের কর্নারে আশ্রয় নিন। বসে পড়–ন এবং বালিশ, কুইন, হেলমেট বা নিজের দু’হাত মাথার ওপর দিয়ে মাথা সুরক্ষিত করুন। ভূমিকম্পের প্রথম ঝাঁকুনির পর পুনরায় ঝাঁকুনি হতে পারে। সুতরাং একবার বাইরে বেরিয়ে এলে নিরাপদ অবস্থা ফিরে না আসা পর্যন্ত ভবনে পুনরায় প্রবেশ করবেন না। আপনি যদি কোন বিধ্বস্ত ভবনে আটকা পড়েন এবং আপনার ডাক উদ্ধারকারীগণ শুনতে না পায় তাহলে শক্ত কোন কিছু দিয়ে দেয়ালে বা ফ্লোরে জোরে জোরে আঘাত করে উদ্ধারকারীদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করুন। ভূমিকম্পকালীন আশ্রয়স্থলে শুকনো খাবার, পানি, ব্যাটারি চালিত টর্চ, বাঁশি ও প্রদর্শনের জন্য লালকাপড় ইত্যাদি সংরক্ষণ করুন। মনে রাখবেন, ভূমিকম্প নিজে মানুষকে আঘাত করে না। মানুষের তৈরি ঘরবাড়ি বা দুর্বলস্থাপনা ভেঙ্গে পড়ে মানুষ হতাহত হয়। বিল্ডিংকোড অনুসরণ করে ভবননির্মাণ করুন, ভূমিকম্পের ঝুঁকিহ্রাস করুন। ভূমিকম্পের আগাম পূর্বাভাস দেওয়ার কোন যন্ত্র এখনও আবিস্কৃত হয়নি। সুতরাং সচেতনতা এবং পূর্বপ্রস্তুতিই ভূমিকম্প-মোকাবিলার সর্বোত্তম উপায়।
#
আনিস/আলম/খাদীজা/শুকলা/মিজান/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৪৩০ ঘণ্টা