Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ অক্টোবর ২০২৪

তথ্যবিবরণী ১২ অক্টোবর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ১২৭১                                                                        

 

সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপিত হচ্ছে

                                               ---- নৌপরিবহন উপদেষ্টা

 

 ঢাকা, ২৭ আশ্বিন (১২ অক্টোবর): 

     সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন, নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। উপদেষ্টা বলেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে অত্যন্ত আনন্দ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এবারের পূজা উদ্‌যাপিত হচ্ছে। সরকার সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে। পুলিশ আনসারের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

 

     উপদেষ্টা আজ সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওসমানী হল খেলার মাঠ সংলগ্ন পূজামণ্ডপ, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পূজা মন্ডপ, বিজি প্রেস পূজামণ্ডপ-সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

 

     দুর্গাপূজার আনন্দকে আরো বেশি আনন্দময় ও উৎসবমুখর করতে বর্তমান সরকার প্রথমবারের মতো ছুটি বৃদ্ধি করেছে বলে জানান উপদেষ্টা। এ সময় তিনি এবারের মতো আগামীতেও ছুটি বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

     বাংলাদেশে কোনো ধর্মীয় বিভাজন নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমাদের ছোট্ট একটি দেশ। আবহমানকাল ধরে আমরা সকলে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মিলেমিশে বসবাস করে আসছি। ছোটবেলার পূজার স্মৃতিচারণ করে তিনি বলেন, পূজার সময়ে সনাতন ধর্মাবলম্বী বন্ধু-বান্ধবীদের সাথে বিভিন্ন উৎসবে আনন্দ উদ্‌যাপন ছিল উৎসবমুখর কিন্তু দুঃখজনক হলেও সত্য সাম্প্রতিক সময়ে দুর্গা উৎসব উদ্‌যাপন নিয়ে রাজনৈতিক কারণে গুজব বা আতঙ্ক ছড়ানো হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার এবার দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করেছে, যাতে কেউই এখানে নাশকতা করার সাহস না পায়। তিনি সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে দুর্গোৎসব উদ্‌যাপনের আহ্বান জানান।

 

     ৫  আগস্টে ছাত্র-জনতার গণঅভূথ্যানের পর কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে মর্মে উল্লেখ করে উপদেষ্টা বলেন, তবে সেটি শুধু হিন্দু ধর্মালম্বীদের উপরই নয়, মুসলমানদেরও বাড়ি ঘর ভেঙেছে। আসলে একটি অস্বাভাবিক ঘটনার প্রেক্ষিতেই এটি ঘটেছে। বিগত স্বৈরাচার সরকার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রায় শত শত মানুষকে নির্বিচারে হত্যা করেছে। কে মুসলমান কে হিন্দু সেটি বিবেচনা করা হয়নি। তিনি আরও বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন ,বাংলাদেশ যেন কখনোই কেউ ধর্মীয় চর্চা বা ধর্মীয় স্বাধীনতায় বাধা দিতে না পারে এবং যারা এই কাজটি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে । দেশের সকল ধর্ম-গোত্র-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র সংস্কার তথা নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

 

     পরিদর্শনকালে সংখ্যালঘু অধিকার আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধিসহ স্থানীয় সনাতন ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

#

আরিফ বিল্লাহ/রানা/মোশারফ/আব্বাস/২০২৪/২২৫৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ১২৭০                                                                       

বাসা-বাড়িতে গ্যাসের নতুন সংযোগ দেওয়া সম্ভব নয়

                                            ---জ্বালানি উপদেষ্টা

 ঢাকা, ২৭ আশ্বিন (১২ অক্টোবর): 

     অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বর্তমানে দেশে গ্যাসের সংকট রয়েছে, তাই বাসাবাড়িতে গ্যাসের সংযোগ দেব বলে আমরা মিথ্যা আশ্বাস দিতে পারব না। গ্যাসের লাইন দিলেও গ্যাস সরবরাহ সম্ভব নয়। তাই এই মূহুর্তে বাসা-বাড়িতে গ্যাসের নতুন সংযোগ দেওয়া সম্ভব নয়।

     আজ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বর নগরের বেগমগঞ্জ-৪ ওয়েস্ট কূপের খনন কাজ পরিদর্শনকালে জ্বালানি উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

     উপদেষ্টা আরো বলেন, দেশ থেকে অনেক টাকা পাচার হয়ে বাইরে চলে গেছে। বৈদেশিক মুদ্রারও সংকট রয়েছে। বাপেক্সের মাধ্যমে যে গ্যাসের সন্ধান পাওয়া যাচ্ছে, তাও আমাদের প্রয়োজনের তুলনায় কম। যেখানে দেশে ৪ হাজার এমসি গ্যাস প্রয়োজন সেখানে আমরা ৩ হাজার এমসি গ্যাস পাচ্ছি। আমাদের গ্যাস আমদানি করতে হচ্ছে। এটার জন্য প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা ব্যয় হয়।

     মুহাম্মদ ফাওজুল কবির বলেন, দেশে লুটপাট হয়েছে এটা আপনারা সবাই জানেন। আমরা দুর্নীতির ঊর্ধ্বে থাকব। আমাদের অনুসরণ করে আমাদের সচিবরাও দুর্নীতির ঊর্ধ্বে থাকবেন। আগে গ্যাসের দাম সরকার নির্ধারণ করত, এখন আর সরকার করে না। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাসের দাম নির্ধারণ করে থাকে। তারা গ্রাহক ও যারা এলপি গ্যাস আমদানি করে থাকে, তাদের সঙ্গে কথা বলে বোতলজাত গ্যাসের দাম নির্ধারণ করে থাকে।

      সফরের অংশ হিসেবে এর আগে জিটিসিএল (GTCL)-এর বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর ৪২ পাইপলাইন প্রকল্পের মেঘনাঘাট এলাকায় পাইপলাইন স্থাপন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপদেষ্টা ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ প্রকল্পের সকল কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

     এর পর উপদেষ্টা নোয়াখালী জেলার নোয়াখালীর বেগমগঞ্জে শ্রী শ্রী মহামায়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মের লোকজনের সঙ্গে মতবিনিময় করেন, তাঁদের খোঁজখবর নেন।

     এ সময় উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, বাংলাদেশে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক মোঃ শোয়েব, নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল ফারুকসহ প্রমুখ।

#

শফি/রানা/মোশারফ/আব্বাস/২০২৪/২২৩৭ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ১২৬৯                                                                        

এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ

       ----দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা

 

 ঢাকা, ২৭ আশ্বিন (১২ অক্টোবর): 

     দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান সবাই আমরা একে অন্যের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করি। এখানে আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধ রয়েছে তা অন্য কোনো দেশে নেই। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

     উপদেষ্টা আজ হাটহাজারী উপজেলার চৌধুরীহাটস্থ ফতেয়াবাদ পল্লী সংগঠন, মির্জাপুর সোমপাড়া, নন্দিরহাট নিস্তারিনী, গোপাল জীউর মন্দির, পৌরসভার ফটিকা পূজা মন্ডপ এবং ফরহাদাবাদ শীল বাড়ি পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন।

     পরিদর্শনকালে ফারুক ই আজম বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব আমাদের দেশের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ।

     এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাদিউর রহিম জাদিদ, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মশিউজ্জামান, কেন্দ্রীয় পূজা উদ্‌যাপন পরিষদের যুগ্ম সম্পাদক শ্যামল পালিত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।

                                           #

এনায়েত/রানা/মোশারফ/আব্বাস/২০২৪/২২২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ১২৬৮

চিরায়ত সম্প্রীতি বজায় থাকুক

 -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

 

 ঢাকা, ২৭ আশ্বিন (১২ অক্টোবর):

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমরা একটা অস্থির সময় পার করে এসেছি। দুষ্কৃতকারীরা বিভিন্ন সুযোগে বিভিন্ন ঘটনা ঘটানোর অপচেষ্টা করছে। দ্রুত ব্যবস্থা গ্রহণের ফলে সারাদেশে নির্বিঘ্নে ও আনন্দে পূজা উদ্‌যাপন করতে পারছি।

উপদেষ্টা আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকার মিরপুর কেন্দ্রীয় মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সমবেত ভক্ত ও পূজারীদের উদ্দেশ্যে বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, এ সরকার ইনক্লুসিভ সমাজে বিশ্বাস করে। সরকার সচেতন। দুষ্কৃতকারীরা কিছুই করতে পারবে না। যুগ যুগ ধরে আমাদের দেশে বিভিন্ন ধর্মের লোকজন পাশাপাশি বসবাস করছে। একে অন্যের উৎসবে যোগ দিয়েছে। উৎসবকে সবাই উপভোগ করেছে। আমরা চাই সেই চিরায়ত সম্প্রীতি বজায় থাকুক।

মিরপুর কেন্দ্রীয় মন্দিরের সভাপতি পরিমল কুমার কুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টার সহধর্মিণী ডাক্তার রমা সাহা, সাধারণ সম্পাদক দোলা মজুমদার, অর্থ সম্পাদক শক্তিপদ চক্রবর্তী, মিরপুর বিভাগের এডিসি ফারজিন নাসরিন।

 

#

জাহাঙ্গীর/রানা/মোশারফ/শামীম/২০২৪/২১৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর: ১২৬৭                                                                          

রংপুর ও সৈয়দপুরে পূজামণ্ডপ পরিদর্শনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

 রংপুর, ২৭ আশ্বিন (১২ অক্টোবর): 

     তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম আজ রংপুর মহানগরের ধর্মসভা পূজামণ্ডপ এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার রানু এগ্রো পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তিনি দুর্গাপূজার সার্বিক ব্যস্থাপনার খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপদেষ্টা বলেন, পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হবে।

 

     সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব উল্লেখ করে উপদেষ্টা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি পূরণে সরকার কাজ করছে। সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকার তাঁদের ক্ষতি পূরণের ব্যবস্থা করেছে।

 

     তথ্য উপদেষ্টা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন। 

 

                                               #

মামুন/রানা/মোশারফ/আব্বাস/২০২৪/২১০৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ১২৬৬ 

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার ব্রাজিলে জি-২০ সভায় অংশগ্রহণ

 

ব্রাসিলিয়া (ব্রাজিল), ১২ অক্টোবর:

ব্রাজিলের জি-২০ প্রেসিডেন্সির আমন্ত্রণে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, নারীর ক্ষমতায়ন বিষয়ক জি-২০ মন্ত্রী পর্যায়ের সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ১১ অক্টোবর এই মন্ত্রী পর্যায়ের সভাটি এমপাওয়ারমেন্ট অভ্‌ উইমেন ওয়ার্কিং গ্রুপের (EWWG)-এর ৪র্থ সভার পর অনুষ্ঠিত হয়।

এ সময় উপদেষ্টা এমন একটি বিশ্ব তৈরির জন্য একটি ঐক্যবদ্ধ বৈশ্বিক প্রচেষ্টার আহ্বান জানান যেখানে নারী ও মেয়েরা সহিংসতা, বৈষম্য এবং সামাজিক প্রতিবন্ধকতা থেকে মুক্ত হতে পারে। তিনি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

শারমীন এস মুরশিদ বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য জি-২০ ব্রাজিলিয়ান প্রেসিডেন্সির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জি-২০ এর নারী ক্ষমতায়ন ওয়ার্কিং গ্রুপের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি উদ্ভাবনী ক্ষুদ্রঋণ এবং সামাজিক ব্যবসায়িক মডেলের মাধ্যমে লিঙ্গ সমতা এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি প্রচারে বাংলাদেশের সাফল্য তুলে ধরেন। বিশ্বব্যাপী নারীরা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তা মোকাবিলায় জরুরি আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। অহিংসা, মানবাধিকারের প্রতি সম্মান এবং আইনের শাসনের মতো সর্বজনীন মূল্যবোধকে সমুন্নত রাখার জন্য সকলকে আহ্বান জানান।

সফরকালে উপদেষ্টা বিশ্ব নেতৃবৃন্দের সাথে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। তিনি ব্রাজিলের ফার্স্ট লেডি জানজা লুলা দা সিলভা এবং নারী বিষয়ক মন্ত্রী সিডা গনসালভেসের সাথে নারীর ক্ষমতায়নে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়ে আলোচনা করেন। দক্ষিণ আফ্রিকার মন্ত্রী লিডিয়া সিন্ডিসিওয়ে চিকুঙ্গার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। ইউএস অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ ফর গ্লোবাল উইমেনস ইস্যু, গীতা রাও গুপ্তাও উপদেষ্টা মুর্শিদের সাথে সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত গুপ্তা বাংলাদেশের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন এবং বাংলাদেশের সাথে অব্যাহত সহযোগিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।

#

রফিকুল/রানা/ফেরদৌস/মোশারফ/শামীম/২০২৪/১৮৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ১২৬৫                                                                          

আবু সাঈদের আত্মত্যাগের প্রতিদান দেওয়ার সময় এসেছে

                                       ---উপদেষ্টা নাহিদ ইসলাম

 ঢাকা, ২৭ আশ্বিন (১২ অক্টোবর): 

    তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, আবু সাঈদ বৈষম্যবিরোধী আন্দোলনের মাঠ ছাড়েননি, তিনি প্রতিরোধ করেছিলেন। আবু সাঈদ তাঁর কথা রেখেছেন। এখন তাঁর আত্মত্যাগের প্রতিদান দেওয়ার সময় এসেছে।

     আজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

     বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে শহিদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয় হিসাবে আখ্যায়িত করে উপদেষ্টা বলেন, আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে কথা বলতে পারা অনেক বেশি সৌভাগ্যের। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে ছিলেন। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আত্মত্যাগ করেছেন, তাঁরা অবশ্যই তার প্রতিদান পাবেন। 

     জুলাই অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা উল্লেখ করে তিনি বলেন, এই স্বাধীনতার সুফল প্রত্যেকেই যাতে পায়, সেটাই সরকারের প্রত্যাশা। দেশের দুঃসময়ে ছাত্রদের অবদান প্রসঙ্গে তিনি বলেন, ছাত্ররা দেশের কল্যাণে বারবার রক্ত দিয়েছে। রাজনৈতিক সংকটে ছাত্ররা জাতিকে উদ্ধার করেছে এবং নেতৃত্ব দিয়েছে। কিন্তু ছাত্ররা এর সুফল পায়নি। ছাত্ররা পেয়েছে গেস্ট রুম, গণরুম ও দাসের জীবন। এ কারণে ছাত্ররা আজ ছাত্র রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়েছে।

     ছাত্রলীগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়ে একটা ফ্যাসিবাদী কাঠামো ছিল বিধায় ছাত্রলীগ এতটা ক্ষমতা পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও প্রশাসন এই ক্ষমতার যোগানদাতা। অনেকে শুধু ছাত্রলীগকে দোষ দেন কিন্তু ছাত্রলীগের সহযোগীদের বিরুদ্ধে কথা বলেন না। শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলার হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক দলগুলো ছাত্রদের যেন দলদাস হিসাবে ব্যবহার করতে না পারে, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেন অতিদ্রুত ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, সে বিষয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে প্রভাবিত করবেন বলেও প্রতিশ্রুতি দেন। তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দাবি সরকারের নিকট যথাযথভাবে উপস্থাপন করার আশ্বাস প্রদান করেন।

     বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে সভায় আরো বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কমলেশ চন্দ্র রায়, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. শফিকুর রহমান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মোঃ ফেরদৌস রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ এমদাদুল হক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইলিয়াস প্রামাণিক, উপ-রেজিস্ট্রার মঈনুল আজাদ, ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন ও বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন। আলোচনায় বিশ্ববিদ্যালয়ে বাজেটবৈষম্য নিরসন, গবেষণা কেন্দ্র চালুকরণ, ছাত্রসংসদ প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সংস্কার-সহ বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়। আলোচনায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন শহিদ আবু সাঈদের পিতা মোঃ মকবুল হোসেন। তিনি শহিদ আবু সাঈদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি করেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদের নামে একটি হল প্রতিষ্ঠার জন্য তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

      আলোচনাসভার শুরুতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ আবু সাঈদের হত্যাকাণ্ডের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আলোচনাসভা শেষে জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন (জিআইজেড)-এর সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ ও চেক বিতরণ করা হয়।

     আলোচনাসভার আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করেন। এরপর উপদেষ্টা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালিতে অংশগ্রহণ করেন।

                                             #

মামুন/রানা/মোশারফ/আব্বাস/২০২৪/২০২০ ঘণ্টা

Handout                                                                                                             Number: 1264

 

Sharmeen S. Murshid Represents the Nationat G20 Ministerial Meeting in Brasilia

 

Brasília(Brazil), 12 October:

Adviser to Women and Children Affairs Ministry Sharmeen S. Murshid joined at the G20 Ministerial Meeting on Women’s Empowerment at Brasilia in Brazil held on 11 October. This Ministerial Meeting followed the 4th Meeting of the G20 Empowerment of Women Working Group (EWWG).

Sharmeen S. Murshid called for a united global effort to create a world where women and girls can thrive, free from violence, discrimination, and societal barriers. She underscored the importance of amplifying youth voices, referencing the recent student movements in Bangladesh advocating for justice and meaningful change. She highlighted Nobel Laureate Dr. Muhammad Yunus's leadership and vision in spearheading the efforts to build a discrimination-free Bangladesh.

Adviser Murshid expressed her gratitude to the G20 Brazilian Presidency for inviting Bangladesh, reaffirming the country's unwavering commitment to the G20’s EWWG. She highlighted Bangladesh’s success in promoting gender equality and economic inclusion through innovative microcredit and social business models. She also stressed the need for urgent international collaboration to tackle the unique challenges women and girls face worldwide, urging all to uphold universal values such as non-violence, respect for human rights, and the rule of law.

During the visit Adviser held several high-profile meetings with global leaders. She met with Brazil’s First Lady, Janja Lula da Silva and Minister for Women, Cida Gonçalves, discussing initiatives to enhance cooperation on women’s empowerment and Aproductive bilateral meeting with South Africa’s Minister Lydia Sindisiwe Chikunga. She also met with the European Union Commissioner for Equality, Helena Dalli and U.S. Ambassador-at-Large for Global Women’s Issues, Geeta Rao Gupta. Ambassador Gupta praised Bangladesh’s reform efforts and reaffirmed the U.S.'s strong support for continued collaboration with Bangladesh, especially in empowering vulnerable women.

On the sidelines of the Ministerial Meeting Adviser Murshid had discussions with delegations from Saudi Arabia, UN Women, and UNESCO, further strengthening Bangladesh’s international partnerships and exploring new avenues of cooperation for women’s empowerment.

#

Rafiqul/Rana/Ferthows/Mosharof/Shamim/2024/1730 hour

তথ্যবিবরণী                                                                                                   নম্বর: ১২৬৩

 

সংবিধান বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা হয়েছে

                                             -নাহিদ ইসলাম

ঢাকা, ২৭ আশ্বিন (১২ অক্টোবর):

 আমরা নতুন সংবিধানের কথা বলছি, সংবিধানতো বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে। দেশের মানুষ কেমন বাংলাদেশ দেখতে চায় তা গ্রাফিতিতেই তুলে ধরেছে তরুণরা।

গতকাল জাতীয় জাদুঘরে ‘রক্তাক্ত ৩৬ জুলাই’ লাল গ্রাফিতি প্রদর্শনী ও বিপ্লবের লাল কবিতা পাঠ আয়োজনের উদ্বোধন অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম এসব কথা বলেছেন।

নাহিদ ইসলাম বলেন, যে ছাত্র-জনতা এই অভ্যুত্থান সংঘটিত করেছে তাদের আরো বেশি সংগঠিত হতে হবে। কারণ এ আন্দোলনের প্রকৃত আকাঙ্ক্ষা তারাই ধারণ করে। নতুন বাংলাদেশ গঠনে অভ্যুত্থানকারী ছাত্র-জনতা কে রাষ্ট্রের চালিকাশক্তি হতে হবে।

বিশ্ববাসী ছাত্র-জনতার অভ্যুত্থানকে বুঝতে চাচ্ছে উল্ল্যখ করে উপদেষ্টা বলেন, পৃথিবীর ইতিহাসে একটি অভিনব অভ্যুত্থান হয়েছে যাকে বিপ্লবের মর্যাদা দেওয়া হচ্ছে। বর্তমান জেন-জি প্রজন্ম, যে প্রজন্মকে সবাই ভোগবাদী, স্বার্থবাদী হিসেবে ভেবেছিলেন তারাই নিজের জীবন উৎসর্গ করে এ বিপ্লব সংঘটিত করেছে যা পৃথিবীতে প্রথম। ফলে পৃথিবীর বিভিন্ন দেশে এ বিপ্লব ছড়িয়ে পড়েছে। মানুষ দেখতে চায় আমরা এখন কি কাজ করি। আমরা দেশের জনগণকে আশ্বস্ত করতে চাই যে, আমরা শুধু ভাঙতে পারি না, আমরা গড়তেও পারি। যা সময়ের সাথে সাথে প্রমাণ করব।

তথ্যপ্রযুক্তি উপদেষ্টা আরো জানান, যারা অভ্যুত্থানে ছিল তারা অনেকে এখনো অবহেলিত। আমলাদের অনেক রদবদল হলেও সেভাবে সুফল মিলছে না। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হলে এ সরকারের বিরুদ্ধেও জনগণ অবস্থান নিবে। এ কথাটি যেন আমরা ভুলে না যাই। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে বিভক্ত না হয়ে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা।

গ্রাফিতির প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, কারফিউ এবং অন্যান্য কারণে যখন মানুষ রাস্তায় নামতে পারছিল না সেই সময়টাতেই গ্রাফিতির মাধ্যমে মানুষ তাদের কথাগুলো ছড়িয়ে দিয়েছে দেয়ালে দেয়ালে। এ কথাগুলো আমরা সংরক্ষিত রাখবো এবং এর মাধ্যমেই নতুন বাংলাদেশের মর্মকথা বেরিয়ে আসবে।

উল্লেখ্য, ২৫ হাজারের বেশি গ্রাফিতির সংগ্রহ নিয়ে এ প্রদর্শনী শুরু হয়। ‘প্রজন্ম শিল্প সাহিত্য ও সংস্কৃতি একাডেমি’ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শহিদ মাহফুজুর রহমান মুগ্ধর ভাই স্নিগ্ধসহ অন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

#

জসীম/রানা/ফেরদৌস/মোশারফ/শামীম/২০২৪/১৭১৫ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ১২৬২

সমতল-পাহাড়ে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকব

     -- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

 

ঢাকা, ২৭ আশ্বিন (১২ অক্টোবর): 

আজ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপ পরিদর্শনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, এদেশের সমতল-পাহাড়ের মানুষ আমরা একসাথে থাকছি, আর আজীবন একসাথে বসবাস করবো। তিনি বলেন, এই দেশে সাম্য, মৈত্রী, সৌহার্দ্য, বন্ধুত্ব সবকিছুই আছে। শুধু প্রয়োজন আমাদের তা লালন করা ও মেনে চলা। আমাদের সবার উচিত সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে একসাথে মিলেমিশে থাকা। পাহাড় তো আমাদের সবার। এর রক্ষণাবেক্ষণ ও লালনসহ প্রত্যেকে আমরা প্রত্যেকের অধিকার রক্ষা করব।

উপদেষ্টা স্মৃতিচারণ করে আরো জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনাকালে এই জগন্নাথ হলে আমি পাঁচ বছরের বেশি সময় ছিলাম। জগন্নাথ হল আমার প্রাণের জায়গা। এই জায়গাটায় থাকতে পারার কারণেই মনে করি আজ আমার এ পর্যন্ত আসাটা সম্ভব হয়েছে।

এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভীসহ দলীয় অন্যান্য নেতাকর্মী ও পূজাভক্তকূল সূধীজনরা উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা সিদ্ধেশ্বরী কালী মন্দির ও রমনা কালী মন্দিরের পূজামন্ডপ পরিদর্শন করেন।

#

 

রেজুয়ান/রানা/মোশারফ/রেজাউল/২০২৪/১৯০৮ ঘণ্টা

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ১২৬১

 

 দুবাই ও উত্তর আমিরাতে ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪’ পালন

 

দুবাই, ১২ অক্টোবর:

আজ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাত-এর উদ্যোগে ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪’ পালন করা হয়। এ উপলক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এর কনফারেন্স রুমে সকালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়।

কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অংশগ্রহণনকারী শিশু-কিশোর ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ পর্বে প্রত্যেকের আঁকা ছবি প্রদর্শন করা হয় এবং শিশুদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল বলেন, ‘জাতিসংঘ ঘোষিত বিশ্ব শিশু দিবস পালনের মূল উদ্দেশ্য হচ্ছে অভিভাবকদের মধ্যে শিশুদের যত্ন, শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ সাধনে ভূমিকা পালনের বিষয়ে সচেতনতা তৈরি, সেই সাথে শিশুদের বিশেষ গুরুত্ব প্রদান। আজকের শিশুরা যেন আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেজন্য সকলকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে।’

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু-কিশোররা আবৃত্তি ও নিজেদের অনুভূতি ব্যক্ত করে।

#

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই/রানা/ফেরদৌস/মোশারফ/শামীম/২০২৪/১৭১০ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                         &

2024-10-12-17-08-48f9d836a643b1afacd631be449385e0.docx