তথ্যবিবরণী নম্বর: ৭৪৩
গণযোগাযোগ অধিদপ্তরের ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান
ঢাকা ২০ ভাদ্র (৪ সেপ্টেম্বর):
গণযোগাযোগ অধিদপ্তরের ৭ জন কর্মকর্তা-কর্মচারীকে আজ ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে।
রাজধানীর তথ্য ভবন সম্মেলন কক্ষে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. নিজামূল কবীর। আরো উপস্থিত ছিলেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক খালেদা বেগম-সহ অধিদপ্তরের কর্র্মকর্তা-কর্মচারীবৃন্দ।
২০২৩-২৪ অর্থবছরে গণযোগাযোগ অধিদপ্তরের সদর কার্যালয়ের গ্রেড-২ হতে গ্রেড-৯ ক্যাটেগরিতে পুরস্কৃত হয়েছেন পরিচালক (প্রশাসন ও অর্থ) ইয়াকুব আলী, গ্রেড-১০ হতে গ্রেড-১৬ ক্যাটেগরিতে সহকারী পরিচালক (ক্রয়) নাঈমূল হক, গ্রেড-১৭ হতে গ্রেড-২০ ক্যাটেগরিতে অফিস সহকারী মো. মাহবুবুর রহমান। মাঠপর্যায়ের তথ্য অফিস থেকে দপ্তর প্রধান ক্যাটেগরিতে পুরস্কৃত হয়েছেন সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক সালাহ উদ্দিন, গ্রেড-৩ হতে গ্রেড-০৯ ক্যাটেগরিতে খুলনা জেলা তথ্য অফিসের মো. ইব্রাহীম-আল- মামুন, গ্রেড-১০ হতে গ্রেড-১৬ ক্যাটেগরিতে ফরিদপুর জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী পারভিন খানম এবং গ্রেড-১৭ হতে গ্রেড-২০ ক্যাটেগরিতে বরিশাল জেলা তথ্য অফিসের মো. মনির হোসেন হাওলাদার।
মনোনীত কর্মকর্তা-কর্মচারীগণকে পুরস্কার হিসেবে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, একটি সার্টিফিকেট ও একটি ক্রেস্ট প্রদান করা হয়।
#
ইয়াকুব/রানা/রফিকুল/রেজাউল/২০২৪/২১৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৭৪২
রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে
আগামী ১৬ সেপ্টেম্বর সোমবার পালিত হবে পবিত্র মিলাদুন্নবী (সা.)
ঢাকা, ২০ ভাদ্র (৪ সেপ্টেম্বর):
বাংলাদেশের আকাশে আজ ১৪৪৬ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আগামীকাল ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। পরিপ্রেক্ষিতে, আগামী ১৬ সেপ্টেম্বর সোমবার পবিত্র মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
আজ ঢাকায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলম, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মুন্সী জালাল উদ্দিন, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আমিনুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোঃ আঃ রহমান খান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মোঃ রুহুল আমিন, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মুঃ মাহমুদ উল্লাহ মারুফ এবং বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতী মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
#
শারমীন/আকরাম/রানা/রফিকুল/সেলিম/২০২৪/২১৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৭৪১
সরকার কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপকে সুযোগ দেবে না
- বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা
ঢাকা, ২০ ভাদ্র (৪ সেপ্টেম্বর):
সরকার কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপকে সুযোগ দেবে না। এখন থেকে সবার জন্য প্রতিযোগিতার দ্বার উন্মুক্ত থাকবে।
আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাথে ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
প্রতিনিধিদল ফাওজুল কবির খানকে গত কয়েক দিন ধরে কারখানার জন্য নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ না থাকার বিষয়ে অবহিত করলে তিনি বলেন, চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ অপ্রতুল হওয়ায় সরবরাহ ব্যাহত হচ্ছে। সামিটের এফএসআরইউ গত তিনমাস যাবত বন্ধ থাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে জানিয়ে উপদেষ্টা বলেন, আগামী ১৫ তারিখ হতে এটি চালুর চেষ্টা করা হচ্ছে। শুধু ব্যবসার ক্ষেত্রে নয়, সার ও বিদ্যুৎ উৎপাদনেও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। তিনি আরো জানান, রূপসায় ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি গ্যাসের জন্য চালু করা যাচ্ছে না।
ফাওজুল কবির খান বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন, ২০১০ সালের বিশেষ আইন স্থগিত ও ৩৪(ক) ধারা বাতিল করেছেন।
বিদ্যুৎ ও জ্বালানির দাম আরো কমানো যায় কি না প্রতিনিধিদলের এমন অনুরোধের জবাবে উপদেষ্টা বলেন, ইতিমধ্যে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে কিন্তু চলমান চুক্তিগুলোর জন্য বিদ্যুৎ ও জ্বালানির দাম সেভাবে কমানো যাচ্ছে না। ল্যান্ডবেইজ এলএনজি টার্মিনাল করা যায় কি না সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, এছাড়া খুলনায় একটি এলএনজি টার্মিনাল স্থাপন করা যায় কি না সেটাও যাচাই করা হবে বলে জানান তিনি।
সিএনজি স্টেশন ও আবাসিকখাতে গ্যাসের সরবরাহ রেশনিং করে তা শিল্পখাতে সরবরাহ এবং স্বর্ণদ্বীপ ও কিশোরগঞ্জের হাওড়ে সরকারি জমিতে সোলার প্লান্ট করার বিষয়ে বিবেচনা করতে প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রস্তাব করা হয়। এমন প্রস্তাবের জবাবে উপদেষ্টা বলেন, এই দুটি খাতেও গ্যাসের প্রয়োজন রয়েছে তবে তাদের দাবিগুলো যৌক্তিকভাবে বিবেচনা করা হবে। এলএনজি আমদানি সহজ বিধায় এটির মাধ্যমে কারখানাগুলো চালানো যায় কি না সে ব্যাপারও প্রতিনিধিদলকে ভেবে দেখার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
শফি/আকরাম/রানা/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৪/১৭২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৭৪০
ছাত্রদের রক্তে অর্জিত সুযোগকে কাজে লাগাতে হবে
--নৌপরিবহন উপদেষ্টা
ঢাকা ২০ ভাদ্র (৪ সেপ্টেম্বর):
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগী হতে হবে। বিআইডব্লিউটিসি’র সকল কার্যক্রমে ব্যয় সংকোচন এবং স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব পালনের করতে হবে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই সুযোগকে কাজে লাগাতে হবে, যেকোনো অনিয়ম দূর করতে হবে।
আজ বিআইডব্লিউটিসি’র প্রধান কার্যালয় পরিদর্শনের পর সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা এসব কথা বলেন।
উল্লেখ্য, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান অতিরিক্ত সচিব ড. কে এম মতিউর রহমান বিআইডব্লিউটিসি’র সার্বিক কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক উপস্থাপনা করেন।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বনিক বিআইডব্লিউটিসি’র পরিচালকও মহাব্যবস্থাপকবৃন্দ, সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও ইউনিট প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।
#
আসিফ/রানা/সঞ্জীব/রফিকুল/রেজাউল/২০২৪/২০৫২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৭৩৯
জনগণের দুঃখ-বেদনায় সবসময় পাশে থাকবে সরকার
--ধর্ম উপদেষ্টা
নোয়াখালী ২০ ভাদ্র (৪ সেপ্টেম্বর):
ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের পাশে আছে। জনগণের দুঃখ-বেদনায় সবসময় সরকার পাশে থাকবে।
আজ নোয়াখালী উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণের পর প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, বানভাসি মানুষের সহায়তায় সরকার ত্রাণসামগ্রী ও শুকনা খাবার বিতরণ করছে। এমনকি তাদের কাপড়-চোপড় সরবরাহ করা হচ্ছে। এছাড়া তাদের বিনামূল্যে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং কর্মীরাও বন্যাদুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয় করছেন।
খালিদ হোসেন আরো বলেন, নোয়াখালী বড় এলাকা। এখানে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটা বন্যার কারণে নয়। এখানে পানি নিষ্কাশনের যে ড্রেনগুলো রয়েছে সেগুলো একশ্রেণির মানুষ দখল করে নিয়েছে। সেখানে মাছের ঘের তৈরি করে তারা মাছের চাষ করছে। তিনি অবৈধ দখলদারকে উচ্ছেদ করে অতিদ্রুত জলাবদ্ধতা দূর করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন।
মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে অনিয়ম-দুর্নীতি সংক্রান্ত স্থানীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হবে এবং প্রাপ্ত প্রতিবেদন অনুসারে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরে উপদেষ্টা নোয়াখালী জামেয়া ইসলামিয়া মাইজদী (আলামীন) মাদ্রাসা পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ-সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
আবুবকর/রানা/রফিকুল/রেজাউল/২০২৪/২০৫০ ঘণ্টা
Handout Number: 738
Environment Advisor Urges Integration of Sustainable
Practices in Agriculture at IUCN Forum
Dhaka, 4 September:
Advisor to the Ministry of Environment, Forest and Climate Change Syeda Rizwana Hasan urged the promotion of sustainable agricultural practices, including organic food production and reduced use of pesticides and chemical fertilizers. She also called for support of local farming, and traditional farming by forest-dependent Indigenous communities.
The Environment Advisor emphasized the need for integrating environmental policies into agri-food systems during her address at the 8th IUCN Regional Conservation Forum. The forum, held in Bangkok today, brought together experts from across Asia to discuss pressing environmental issues.
Speaking at a session titled ‘Transforming Agri-Food Systems: Integration of Environmental Policies into Agri-Food Systems - Challenges and Opportunities’ The Advisor highlighted the critical importance of aligning agricultural practices with environmental sustainability. She pointed out that the current agri-food systems are one of the major contributors to environmental degradation, including deforestation, soil depletion, and water scarcity.
Integrating environmental policies into our agri-food systems is not just a necessity but a responsibility we must embrace. The challenges are significant, but the opportunities for creating a sustainable future are even greater, Rizawana stated.
Environment Advisor also discussed the specific challenges faced by countries like Bangladesh, where agricultural practices are deeply intertwined with the livelihoods of millions. She called for innovative policy solutions and greater regional cooperation to address these issues effectively.
The advisor, in a separate meeting with the DG, IUCN requested support in developing a progressive legal regime in Bangladesh on forest protection and conservation, setting up a sanctuary for orphan elephants, and restoring the ecological integrity of the Saint Martin Island. The DG assured of technical support and also support in finding resources.
#
Dipankar/Akram/Rana/Sanjib/Shamim/2024/1920hrs
তথ্যবিবরণী নম্বর: ৭৩৭
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা, ২০ ভাদ্র (৪ সেপ্টেম্বর):
আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মার নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, এই সরকার অন্য সরকারের মতো নয়। এই সরকার বহু ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠিত হয়েছে। যারা জীবন দিয়েছে এবং আহত হয়েছে তাদের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে তিনি এই গুরুদায়িত্ব নিয়েছেন বলে উল্লেখ করেন।
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর সরকার বাংলাদেশ সরকারের সাথে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী। এ সময় তিনি বাংলাদেশের ভৌগোলিক গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, চলমান প্রকল্পগুলো সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার ব্যাপারে বাংলাদেশের সাথে ভারত কাজ করতে আগ্রহী।
বিদ্যুৎ, জ্বালানি, সড়ক ও রেলসহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের অংশীদারিত্বের ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। হাইকমিশনার চলমান প্রকল্পসমূহে কর্মরত ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান এবং সকল প্রকল্পের কাজ অবিলম্বে শুরু করার বিষয়ে আশ্বাস দেন। এ সময় সোলার এনার্জি ও ফ্লোটিং সোলার পার্কের বিষয়ে আলোচনা হয়। বিমসটেকের প্রস্তাবনার আলোকে নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশের মধ্যে পাওয়ার কানেক্টিভিটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান, রেলপথ মন্ত্রণালয় সচিব আবদুল বাকী ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নূরুল আলম উপস্থিত ছিলেন।
#
শফি/আকরাম/রানা/রফিকুল/শামীম/২০২৪/২০৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৭৩৬
বিটিভিকে জনবান্ধব হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার
ঢাকা, ২০ ভাদ্র (৪ সেপ্টেম্বর):
বিটিভিকে জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, বিটিভিকে জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে।
আজ ঢাকায় রামপুরাস্থ বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনকালে উপদেষ্টা এ আহ্বান জানান।
তথ্য উপদেষ্টা বলেন, বিটিভিকে গণমাধ্যমের প্রকৃত নীতিমালা মেনে চলতে হবে। সংস্কারের জন্য আইন ও নীতিমালা পর্যালোচনার প্রয়োজন রয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, তাদের পরিবারের ইন্টারভিউ নিয়ে ডকুমেন্টারি তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা। তিনি বলেন, এই অভ্যুত্থানে প্রান্তিক বা ঢাকার বাইরে যে সকল সাধারণ মানুষ শহিদ হয়েছেন, তাদের গল্প জনগণকে জানানো দরকার।
এই সরকার কোনো দলকে উপস্থাপন করে না, প্রচারের ক্ষেত্রে একচেটিয়া কোনো দলকে প্রাধান্য না দেয়ার পরামর্শ দেন উপদেষ্টা। তিনি বলেন, যারা আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠান করতে পারেননি, যারা বঞ্চিত ছিলেন, তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত। সরকারকে খুশি করতে যেন কিছুই না করা হয়, সে ব্যাপারে বিটিভিকে স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করেন তথ্য উপদেষ্টা।
সংখ্যালঘুদের ওপর হামলা, বন্যার্ত মানুষদের দুর্গতি, সারা দেশে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং সীমান্তবর্তী হত্যার বিষয়গুলো গুরুত্বসহকারে প্রচারের জন্য নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৮ আগস্ট বিটিভিতে হামলায় অন্তত ১৮৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির ডিডিজি সাইদুর রহমান। এ হামলায় প্রতিষ্ঠানের কেউ আহত হয়েছেন কি না জানতে চান তথ্য উপদেষ্টা।
#
আশরোফা/আকরাম/রানা/ফেরদৌস/রফিকুল/শামীম/২০২৪/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৭৩৪
এটুআই’র অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে আইসিটি উপদেষ্টার নির্দেশ
ঢাকা, ২০ ভাদ্র (৪ সেপ্টেম্বর):
অ্যাসপায়ার টু ইনোভেইট (এটুআই)-এর অপ্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাদ দিতে বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।
আজ ঢাকায় আইসিটি টাওয়ারে এটুআই এর প্রধান কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা একথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এটুআইয়ের কর্তৃক উদ্যোগগুলো দেশের মানুষের কাছে পৌঁছাতে হবে। কাজে লাগাতে হবে উদ্ভাবনী শক্তি। বাংলাদেশের যুবসমাজকে তথ্যপ্রযুক্তি খাতে সম্পৃক্ত করা হবে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে যে সকল বাংলাদেশী তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছে তাদের সমন্বয়ে অ্যাডভাইজরি টিম গঠন করা হবে।
অনেকে ব্যক্তি উদ্যোগে বা গ্রুপভিত্তিক ভালো উদ্ভাবনী কাজ করছে। যুবসমাজকে পরামর্শ দিলে সেটাও তাদের কাজে আসবে বলে মন্তব্য করেন আইসিটি উপদেষ্টা। এটুআই’র কার্যক্রমের অনিয়ম দুর্নীতি নিয়ে গঠিত তদন্ত কমিটিসমূহের নিরপেক্ষতা এবং স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। সেই রক্তের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের কাজ করতে হবে। এটুআই’র কাজের ব্যাপারে যেন কোনো অভিযোগ না আসে সে বিষয়েও সচেষ্ট থাকতে হবে।
উপদেষ্টা বলেন, দেশে যে রাজনৈতিক ধারা অব্যাহত আছে তা সংস্কার প্রয়োজন। পাশাপাশি রাষ্ট্র কাঠামোর সংস্কারও করতে হবে। আমাদের রাষ্ট্র কাঠামো এক ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে, এখানে সংবিধান প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দিয়েছেন যা সীমাহীন। আমরা সকলের সাথে আলোচনা করে এ ধারা পরিবর্তন করতে চাই। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে শহিদের রক্তের প্রতি সম্মান রেখে কাজ করে যেতে হবে।
আলোচনাকালে তরুণ উদ্যোক্তারা তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। আলোচনায় এটুআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
জসীম/আকরাম/রানা/ফেরদৌস/রফিকুল/শামীম/২০২৪/১৮৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৭৩৩
বস্ত্র ও পাট উপদেষ্টার সাথে নিটার শিক্ষার্থীদের সাক্ষাৎ
ঢাকা ২০ ভাদ্র (৪ সেপ্টেম্বর):
বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে আজ সচিবালয়ের অফিসকক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর শিক্ষার্থীদের এক প্রতিনিধিদল সাক্ষাৎ করে।
নিটার-এর শিক্ষার্থীরা শোষণমুক্ত শিক্ষার পরিবেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে। দাবিসমূহ হলো- ক্যাম্পাসের সকল কার্যক্রম স্বাভাবিক করা, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তির আওতায় আনা, একাডেমিক বিল্ডিং ও ছাত্রাবাসের নতুন ভবন নির্মাণ, ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-কে সরকারিকরণ।
উপদেষ্টা শিক্ষার্থীদের দাবিসমূহ গুরুত্ব দিয়ে শোনেন এবং যৌক্তিক দাবি-দাওয়া সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে পূরণের আশ্বাস দেন।
মন্ত্রণালয়ের বিটিএমসি চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল জিয়াউল হক এবং অতিরিক্ত সচিব সুব্রত শিকদার এসময় উপস্থিত ছিলেন।
#
আসিফ/আকরাম/রানা/ফেরদৌস/সঞ্জীব/রেজাউল/২০২৪/১৮৫৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৭৩২
ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে
- তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
ঢাকা, ২০ ভাদ্র (৪ সেপ্টেম্বব):
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে ।
আজ ঢাকায় মিরপুরের পাইকপাড়ায় ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত কলেজ ছাত্র আহনাফের বাসায় তার পরিবারের সাথে সাক্ষাৎকালে উপদেষ্টা একথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের সময় ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। শীঘ্রই সকল শহিদ পরিবারের সদস্যদের নিয়ে একটি স্মরণসভা করা হবে। সেখানে আপনাদের উপস্থিতি কাম্য। তিনি আরো বলেন, আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাদেরকে দেশ মনে রাখবে। নাম না জানা অনেক ছাত্র-জনতা এ আন্দোলনে শহিদ হয়েছেন। তাদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গিয়েছে। শহিদদের জন্যই আমরা বেঁচে আছি। স্বাধীনভাবে, প্রাণ খুলে কথা বলতে পারছি।
নাহিদ ইসলাম প্রয়াত আহনাফের ছোট ভাইয়ের পড়াশোনার খোঁজ-খবর নেন এবং এখন থেকে যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় আহনাফের মা, বাবা, দুই ভাই বাসায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শহিদ শফিক উদ্দিন আহমেদ আহনাফ (১৭) রাজধানীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৪ আগস্ট তিনি মিরপুর-১০ এ পুলিশের গুলিতে নিহত হন।
#
আশরোফা/আকরাম/রানা/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৪/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৭৩১
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ২০ ভাদ্র (৪ সেপ্টেম্বর):
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৮০ জন।
#
দাউদ/আকরাম/রানা/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৪/১৭২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৭৩০
কৃষি উপদেষ্টার সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা ২০ ভাদ্র (৪ সেপ্টেম্বর):
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত IWAMA Kiminori সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের কৃষি, পুলিশ, জাপানের নাগরিকদের নিরাপত্তা, রোহিঙ্গা ও দেশের সাম্প্রতিক বন্যাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, দেশে সাম্প্রতিক বন্যায় আমনসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে অন্যতম উন্নয়ন সহযোগী জাপানের সহযোগিতা প্রয়োজন।
রাষ্ট্রদূত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জাপানের সক্ষমতার কথা উল্লেখ করে বলেন, জাপান সরকারের ‘জাপান প্ল্যাটফর্মের’ আওতায় এনজিও এর মাধ্যমে বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন সেক্টরে সহযোগীতা প্রদান করবে। এ জন্য তাঁর সরকার জাপান প্ল্যাটফর্মকে ২ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে বলে তিনি জানান।
বাংলাদেশ কৃষিতে অধিক উৎপাদন করছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, সরকারের পাশাপাশি জাপানের বেসরকারি খাতও বাংলাদেশের কৃষি খাতের সাথে কাজ করতে আগ্রহী। তিনি বন্যার আগাম পূর্বাভাস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনে জাপান সহযোগিতা করতে প্রস্তুত বলে উপদেষ্টাকে অবহিত করেন।
বাংলাদেশে বসবাসরত জাপানি নাগরিক, জাপানের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্প ও ইপিজেডে জাপানের বিভিন্ন শিল্প কারখানার নিরাপত্তা বিষয়ে জাপানের উদ্বেগের কথা জানালে উপদেষ্টা এ বিষয়ে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেন।
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপকালে উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে সরকার ইতোমধ্যে নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে। সে লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযানে সন্ত্রাসীদেরকেও গ্রেফতার করা হবে বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশকে জনবান্ধব করতে জাপানের সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক প্রশিক্ষণ প্রদানে তার দেশের আগ্রহের কথা ব্যক্ত করেন।
মিয়ানমার হতে প্রত্যাগত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়ে আলাপকালে রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সবসময় ঝুঁকির মধ্যে থাকে। সেখানে কাজ করা জাপানী নাগরিকদের নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের নিরাপত্তাও হুমকীর মুখে থাকে।
এ বিষয়ে উপদেষ্টা বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্বাভাবিক। তাদের নাগরিক নিজ দেশে নিরাপদ নয়। অপরাধীরা মিয়ানমারে মাদক উৎপাদন করে তা আমাদের দেশে পাচার করে। সরকার রোহিঙ্গা ক্যাম্প ও আশেপাশের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। পাশাপাশি মাদক পাচার রোধেও কঠোর অবস্থান নিয়েছে । মিয়ানমারকে তাদের নাগরিকদের ফেরত নিতে হবে।
বৈঠকে জাপান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ISHIE Hideaki এবং IWASAKI Daichi সহ কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
#
জাকির/ফাতেমা/সুবর্ণ/কলি/মাসুম//২০২৪/১৬১৭ঘণ্টা
জনগণকে সেবা দেয়া সরকারি কর্মচারীদের মূল কাজ
-ওয়াহিদউদ্দিন মাহমুদ
সাভার ২০ ভাদ্র (৪ সেপ্টেম্বর):
শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সরকারি কর্মচারীদের মূল কাজ হল জনগণকে সেবা দেয়া। কৃষি বিভাগ কৃষকদের, মৎস বিভাগ মৎসজীবীদের সাহায্য করবে। পুলিশ বিভাগ আইন শৃঙ্খলা বিষয়ে জনগণকে সহায়তা করবে। তিনি বলেন, সকল সেক্টরের কর্মচারীদের জবাবদিহিতা থাকতে হবে। একইসাথে তাদের দায়িত্বশীলতারও পরিচয় দিতে হবে।
উপদেষ্টা আজ সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)-তে অনুষ্ঠিতব্য ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বিপিএটিসি-র রেক্টর সাঈদ মাহবুব খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সরকারি চাকরীজীবীদের দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে নিজেকে গড়ে তুলতে ও দেশের মানুষের কল্যাণে কাজ করার তাগিদ দেন। তিনি বলেন, জনগণকে সেবাদানে পারদর্শিতা ও আন্তরিকতা হবে একজন সরকারি কর্মচারীর দক্ষতা ও যোগ্যতার মাপকাঠি। ধর্ম, লিঙ্গ, ধনী-দরিদ্র ভেদাভেদ না করে সকল নাগরিককে সমভাবে সেবা প্রদানের মানসিকতা লালন করতে হবে।
উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার এক অবিস্মরণীয় অভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন যাত্রা শুরু করেছি। এ যাত্রা ন্যায্যতার, ন্যায়ের ও সমতাপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার। নিকট অতীতের সুশাসনের অভাবজনিত কারণে এ চলার পথ কণ্টাকাকীর্ণ। অর্থনীতির একজন ছাত্র হিসেবে আমি মনে করি, সুচিন্তিত ও সুপরিকল্পিত পদক্ষেপ ও কর্মসূচি ছাড়া গন্তব্যে পৌঁছানোর ভিন্ন কোন পথ নেই। এই বিশাল কর্মযজ্ঞের সফ