তথ্যবিবরণী নম্বর : ১৭১১
রোয়ানু ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সহায়তা দেয়া হয়েছে
-- ত্রাণমন্ত্রী
চট্টগ্রাম, ৮ জ্যৈষ্ঠ (২২ মে) ঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ রোয়ানু চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আঘাত হানলেও সরকারি সতর্কতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলকাসমূহে পর্যাপ্ত সরকারি সহায়তা দেয়া হয়েছে। প্রয়োজন মোতাবেক আরো দেয়া হবে।
মন্ত্রী আজ চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনও সভায় বক্তৃতা করেন।
সভায় জানানো হয়, রোয়ানুর আঘাতে চট্টগ্রাম অঞ্চলে ১০৪টি ইউনিয়নে কমবেশি ক্ষতি হয়েছে। এর মধ্যে ঘরবাড়ি, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বেড়িবাঁধ ও রাস্তাঘাট রয়েছে। তাৎক্ষণিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত এলকাসমূহে সাত লাখ টাকা সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। এছাড়া এক লাখ স্বেচ্ছাসেবক এখনো কাজ করে যাচ্ছে। আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারসমূহকে শুকনো খাবার দেয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক আশ্রয়কেন্দ্র পরিদর্শন করার পাশাপাশি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, অনেক এলাকায় বেড়িবাঁধের চেয়ে জোয়ারের উচ্চতা বেশি ছিল। তাই লোকালয়ে জোয়ারের পানি সহজে প্রবেশ করতে পেরেছে। তিনি বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সহায়তায় এসব নিচু বেড়িবাঁধসমূহ আরো উঁচু করা হবে। তাছাড়া যেসব এলাকায় ফসলের ক্ষতি হয়েছে কৃষিবান্ধব বর্তমান সরকার সেসব এলাকায় সার্বিক সহায়তা করবে।
আহত প্রত্যেক পরিবারকে প্রয়োজনীয় নগদ সহায়তা দেয়ার জন্য তিনি এসময় সংশি¬ষ্টদের নির্দেশনা দেন।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন, পুলিশ সুপার একেএম হাফিজ আকতার এবং জেলার বিভিন্ন উপজেলা চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
#
সাইফুল/আফরাজ/মোশাররফ/রেজাউল/২০১৬/২২০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭১০
ঈদের আগে শ্রমিকদের জুনের বেতন ও
উৎসব ভাতা প্রদানের আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর
ঢাকা, ৮ জ্যৈষ্ঠ (২২ মে) :
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক ঈদের ছুটির আগেই শ্রমিকদের জুন মাসের বেতন এবং ১৫ থেকে ২১ রমজানের মধ্যে উৎসব ভাতা প্রদানের জন্য তৈরি পোশাকসহ সকল শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তৈরিপোশাকসহ অন্যান্য শিল্পকারখানা পরিস্থিতি পর্যালোচনায় গঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটির ৩০তম সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
রমজান মাসে কোন কর্মী ছাঁটাই না করতে কোর কমিটি সুপারিশ করেছে বলে প্রতিমন্ত্রী জানান। কোন ব্যতিক্রম ছাড়া ঈদের দিন সকল কর্মীকে ছুটি এবং যানজট এড়ানোর জন্য পোশাক কারখানাগুলোকে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার জন্য মালিকদের প্রতি কোর কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে তৈরিপোশাক শিল্পে কর্মপরিবেশ স¦াভাবিক রাখতে এবং এখাতের সাথে সংশ্লিষ্ট সবাই যাতে ভালভাবে ঈদ উদ্যাপন করতে পারে সেজন্য কোর কমিটির পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহমদ, শিল্পাঞ্চল পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, বিজিএমইএ ও বিকেএমইএসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
#
আকতারুল/আফরাজ/মোশাররফ/মোশারফ/আব্বাস/২০১৬/১৯২৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭০৯
রিয়াদে সৌদি ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক
রিয়াদ (সৌদি আরব), মে ২২:
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে এখন চমৎকার বিনিয়োগের পরিবেশ বিরাজ করছে। বিনিয়োগকারীদের বাংলাদেশ সরকার বিশেষ সুযোগসুবিধা প্রদান করছে। বাংলাদেশে সরকার বিদেশি বিনিয়োগকারীগণকে শতভাগ বিনিয়োগের সুযোগ দিচ্ছে এবং শতভাগ মূলধন ও মুনাফা প্রত্যাহারের সুযোগ দিয়েছে। মন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশের তৈরি হোম টেক্সটাইল, টেরিটাওয়েল, পাট ও চামড়াজাত পণ্য, সিরামিক, হিমায়িত মাছ, হালাল মাংস, ভেজিটেবল, শুকনা খাবারের প্রচুর চাহিদা রয়েছে। বাংলাদেশ সৌদি সরকারের কাছে এ সকল পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে। বাণিজ্য বৃদ্ধির উদ্দেশ্যে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে ২০০৬ সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তি কার্যকর করে উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি করলে উভয় দেশ উপকৃত হবে। সৌদি ব্যবসায়ীগণ ইতোমধ্যে ভারত, ভিয়েতনামসহ বিভিন্ন দেশে বিনিয়োগ করেছে। বাংলাদেশে বিনিযোগ করলে সৌদি ব্যবসায়ীগণ অধিক লাভবান হবেন এবং উভয় দেশ উপকৃত হবে। গত অর্থবছর বাংলাদেশ সৌদি আরবে ১৮৬ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে এবং একই সময়ে ৮২৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করে।
সৌদি আরবে সফররত বাণিজ্যমন্ত্রী আজ সৌদি চেম্বার অভ্ কাউন্সিলের চেয়ারম্যান ড. আব্দুল রহমান আল জামিলের নেতৃত্বে একটি সৌদি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করার সময় এসব কথা বলেন। সৌদি চেম্বার অভ্ কাউন্সিলের সেক্রেটারি এসময় উপস্থিত ছিলেন।
সৌদি ব্যবসায়ী প্রতিনিধিগণ বাণিজ্যমন্ত্রীকে জানান, বাংলাদেশের তৈরি এ সকল পণ্যের প্রচুর চাহিদা রয়েছে সৌদি আরবে। এ সকল পণ্য বাংলাদেশ থেকে আমদানি করতে আগ্রহী সৌদী আরব। সৌদি বিনিয়োগকারীগণ বাংলাদেশে বিনিয়োগ করতে চায়।
তোফায়েল আহমেদ বলেন, পূর্বের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো। সৌদি আরবের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। বর্তমানে বাংলাদেশের তৈরি পণ্য সৌদি আরবে রপ্তানির অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে সৌদি আরব সফর করবেন। এ সফরের মধ্য দিয়ে দু’দেশের বাণিজ্য সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বাণিজ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) জহির উদ্দিন আহমেদ সৌদি আরব সফর করছেন। গতকাল বাণিজ্যমন্ত্রী সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আজ ১৫তম ট্রেড ফেয়ার অভ্ দ্য ওআইসি মেম্বার স্টেটসের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী উপস্থিত থাকবেন।
#
লতিফ/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৮৫২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭০৮
কাতারের জ্বালানি মন্ত্রীর সাথে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
দোহা (কাতার) ২২ মে :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ কাতারের জ্বালানি ও শিল্প মন্ত্রী
ড. মোহাম্মেদ সালেহ আল সাদা-এর সাথে কাতারের দোহায় তাঁর অফিসে সাক্ষাৎ করেন। এসময় তাঁরা পারষ্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা করেন।
কাতারের জ্বালানি ও শিল্প মন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা থাকা সত্ত্বেও বাংলাদেশে বিদ্যমান প্রবৃদ্ধির হার অসাধারণ। তিনি জানান, এলএনজি রপ্তানি এবং অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়সহ জ্বালানি খাতে যে কোন সহযোগিতা করতে কাতার প্রস্তুত। এ সময় তাঁরা জ্বালানি ও বিনিয়োগের অবস্থা নিয়ে আলোচনা করেন।
নসরুল হামিদ কাতারের মন্ত্রীকে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ধারনা দেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাতারে বিনিয়োগের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। কাতারের সাথে জি-টু-জি এলএনজি আমদানি ও আনুষঙ্গিক বিষয়ে সহায়তা আদানপ্রদানের জন্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ বর্ধিতকরণ নিয়েও আলোচনা হয়। তিনি কাতারের জ্বালানি ও শিল্প মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
আলোচনাকালে অন্যান্যের মাঝে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আশহূদ আহমেদ, কাতারের রাষ্ট্রীয় সংস্থা রাশগ্যাসের নির্বাহী প্রধান কর্মকর্তা মোবারক আল মোহানাদি এবং জালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব আহসান জব্বার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৬তম দোহা ফোরামে (২১ থেকে ২৩ মে ২০১৬) অংশগ্রহণের জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী এখন কাতারে অবস্থান করছেন।
#
আসলাম/আফরাজ/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৮১৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭০৬
চারটি মেডিকেল কলেজ পরিচালনার তথ্য দাখিলের নির্দেশ
ঢাকা, ৮ জ্যৈষ্ঠ (২২ মে) :
রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ, পপুলার মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ এবং উত্তরা উইমেন্স মেডিকেল কলেজের জমি নিবন্ধনসহ মেডিকেল কলেজ পরিচালনার নীতিমালা প্রতিপালনের প্রয়োজনীয় কাগজপত্র আগামী ১৫ দিনের মধ্যে দাখিল করতে না পারলে একাডেমিক কার্যক্রম বন্ধ করে দিবে সরকার।
আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালা সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বৈঠকে সভাপতিত্ব করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচক (চিকিৎসা শিক্ষা)-র নেতৃত্বে বেসরকারি কলেজ কার্যক্রম পরিদর্শন কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজ পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিবেদন দাখিলের পর কলেজগুলোর একাডেমিক কার্যক্রমের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে বলে সভায় জানানো হয়।
সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বিএমডিসি সভাপতি অধ্যাপক ডা. শহীদুুল্লাহ্সহ মন্ত্রণালয় এবং অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭২৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭০৫
প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কর্মসূচি স্থগিত
ঢাকা, ৮ জ্যৈষ্ঠ (২২ মে) :
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ২৫ মে ঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।
আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের সাথে সচিবালয়ে তাঁর কার্যালয়ে শিক্ষকদের এ সকল দাবি নিয়ে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে সমিতির নেতৃবৃন্দ এ স্থগিতের ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, ৫ দফা দাবির মধ্যে জাতীয়করণকৃত বিদ্যালয়ের শিক্ষকদের দু’টি বিষয় ইতোমধ্যে মন্ত্রণালয় নিষ্পত্তি করেছে। মন্ত্রণালয় থেকে প্রধান শিক্ষকদের উন্নীত বেতন স্কেল নির্ধারণের বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। তিনি যুক্তিসংগত বাকি দাবিসমূহ পূরণের আশ্বাস প্রদান করেন।
প্রতিনিধিদলে ছিলেন সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, সভাপতি মো. আব্দুল আউয়াল তালুকদার, নির্বাহী সভাপতি মো. ওয়েছ আহম্মদ চৌধুরী এবং মহাসম্পাদক মো. আমিনুল ইসলাম চৌধুরী।
#
রবীন্দ্র/আফরাজ/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭২৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭০৪
প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি-কাম-প্রহরী পদ স্থায়ীকরণের দাবি
দাবি বাস্তবায়নে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে
- শিল্পমন্ত্রী
ঢাকা, ৮ জ্যৈষ্ঠ (২২ মে) :
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে অস্থায়ীভাবে দপ্তরি-কাম-প্রহরী পদে নিয়োগকৃতদের চাকুরি স্থায়ীকরণের দাবি যৌক্তিক বলে উল্লেখ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এ দাবি বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আজ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারি কল্যাণ সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাাফিজুর রহমান এমপি এতে বিশেষ অতিথি ছিলেন।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সাধন কান্ত বাড়ই এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অ্যাড্ভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, অ্যাড্ভোকেট মো. নূরুল ইসলাম সুজন এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মোল্লা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সৃষ্ট ৩৭ হাজার দপ্তরি-কাম-প্রহরী পদ জাতীয়করণের দাবি জানানো হয়। এ পদে কর্মরত কিছু কর্মচারী নিয়মিত বেতন পাচ্ছে না বলে তুলে ধরা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগকৃত দপ্তরি-কাম-প্রহরী পদ স্থায়ী করলে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা উল্লেখ করেন। শিল্পমন্ত্রী বলেন, কারো দাবির প্রেক্ষিতে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি-কাম-প্রহরী পদে নিয়োগ দেয়া হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্রণোদিত হয়ে ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়ে এ পদ সৃষ্টি করেছেন।
আমির হোসেন আমু বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর ৪০ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। তারই নীতির আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মেয়াদে ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন।
উল্লেখ্য, এ পদে কর্মরতদের বেতন ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে।
#
জলিল/নুসরাত/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৫০০ ঘণ্টা