তথ্যবিবরণী নম্বর: ১৬৬৮
জঙ্গিবাদের সুযোগ নিয়ে কেউ যাতে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে
- ড. আসিফ নজরুল
ঢাকা, ২৯ কার্তিক (১৪ নভেম্বর):
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জঙ্গিবাদের সুযোগ নিয়ে দেশি-বিদেশি কোনো শত্রু যেন বাংলাদেশের সম্ভাবনা ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, আমরা যদি এ দেশ, সমাজ ও মানুষের ভালো চাই; আমাদের ছাত্র, সন্তান ও নিজেদের ভালো চাই; দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই; বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে চাই; তাহলে যে কোনো মূল্যে জঙ্গিবাদ ও মৌলবাদ থেকে দেশকে রক্ষা করতে হবে।
আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ২০০৫ সালে ঝালকাঠিতে জেএমবি'র বোমা হামলায় প্রাণ হারানো বিচারক সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় ড. আসিফ নজরুল এসব কথা বলেন।
জেএমবি'র বোমা হামলায় বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়েঁর মর্মান্তিক মৃত্যুর ঘটনা উল্লেখ করে আসিফ নজরুল বলেন, জঙ্গিবাদ ও উগ্রবাদ খুবই ভয়ঙ্কর বিষয়। এটা মানুষকে কতটা যুক্তিহীন, অমানুষ ও নিষ্ঠুর করে তোলে তার বড় উদাহরণ এই ঘটনা।
অধ্যাপক আসিফ নজরুল বলেন, যে কোনো ধর্মের জঙ্গিবাদ মানুষকে নিষ্ঠুর, মরিয়া ও বেপরোয়া করতে পারে। এর বহু উদাহরণ আছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রেও বিভিন্ন সময়ে ভয়ঙ্কর জঙ্গি কার্যক্রম হয়েছে। আমরা কোনো অজুহাতে বা কোনো মোড়কেই জঙ্গিবাদ বা উগ্রবাদকে সমর্থন করি না।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের চারপাশে বন্ধুভাবাপন্ন কোনো দেশ নেই। তাদের সব সময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা। কোনো ঘটনাকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো এবং এ নিয়ে ষড়যন্ত্র করা। অতীতে বাংলাদেশে যেসব মৌলবাদী ঘটনা ঘটেছে, তার চেয়ে অনেক বেশি বাড়িয়ে আমাদের দেশের নামে একটা তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এসব করে প্রতিবেশী রাষ্ট্র আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে এখানে একটা নিয়ন্ত্রিত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক মহলকে 'কনভিনস' করতে পেরেছে, আগ্রাসী হতে পেরেছে। ফলে আমরা গত ১৫ বছরে দেশে ফ্যাসিস্ট শাসন পেয়েছি।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা, ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এম এ আউয়াল, ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক সাব্বির ফয়েজ প্রমুখ বক্তব্য রাখেন।
#
রেজাউল/শিবলী/সঞ্জীব/শামীম/২০২৪/২২৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৬৬৭
ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌপরিবহন উপদেষ্টা
বেনাপোল (যশোর), ২৯ কার্তিক (১৪ নভেম্বর):
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে গিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
আজ বেনাপোল স্থলবন্দরে নির্মিত কার্গো ভেহিক্যাল টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে আব্দুল্লাহর মৃত্যুর খবর পান। পরে তিনি বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামে আব্দুল্লাহর বাড়িতে যান।
এ সময় নিহতের মামা ইসরাইল সর্দার ও বড় দুই ভাই উপদেষ্টার সাথে কথা বলেন। তাদের সান্ত্বনা দেন উপদেষ্টা। সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন। এ সময় তিনি আব্দুল্লাহর পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। আব্দুল্লাহকে যেখানে দাফন করা হবে সেই কবরস্থানও ঘুরে দেখেন তিনি।
বৈষম্যবিরোধী আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ আবদুল্লাহ (২৩) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছেন।
মেধাবী ছাত্র আব্দুল্লাহ যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া টার্মিনাল পাড়া গ্রামের দিনমজুর আব্দুল জব্বাবের ছেলে। মা মাবিয়া বেগম। তারা তিন ভাই ও এক বোন। আব্দুল্লাহ ছিলেন সবার ছোট। তিনি ঢাকায় বোনের বাসায় থেকে লেখাপড়া করতেন। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্র্ষের ছাত্র ছিলেন আব্দুল্লাহ।
#
আরিফ/শিবলী/সঞ্জীব/শামীম/২০২৪/২১৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৬৬৬
আরিচা ঘাটে বিআইডব্লিউটিএ'র ড্রেজারের পাইপে সংঘটিত
অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠনের নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার
ঢাকা, ২৯ কার্তিক (১৪ নভেম্বর):
আজ আরিচা ঘাটে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের পুরাতন লঞ্চ টার্মিনালে বিআইডব্লিউটিএ'র ড্রেজার পাইপে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। উক্ত অগ্নিকাণ্ড সংঘটনের কারণ অনুসন্ধানের জন্য নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন।
এ প্রেক্ষিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে নয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিবকে আহ্বায়ক এবং বিআইডব্লিউটিএ'র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (মেরিন)- কে সদস্য সচিব করে মানিকগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারের প্রতিনিধি, শিবালয় উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিআইডব্লিউটিএ'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেজিং), এনএসআই, ডিজিএসএফআই এবং ফায়ার সার্ভিসের একজন করে প্রতিনিধি রাখা হয়েছে। এ কমিটিকে সংঘটিত অগ্নিকাণ্ডের কারণ, সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ ও দায় দায়িত্ব নিরূপণ, অনুরূপ দুর্ঘটনা রোধে ভবিষ্যতে করণীয় নির্ধারণপূর্বক সুস্পষ্ট সুপারিশ-সহ একটি প্রতিবেদন আগামী সাত কর্মদিবসের মধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর দাখিল করতে বলা হয়েছে।
#
আরিফ/শিবলী/পবন/সঞ্জীব/শামীম/২০২৪/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৬৬৫
বরিশালকে পুনরায় শস্যভাণ্ডারে রূপান্তর করা হবে
--- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা
বরিশাল, ২৯ কার্তিক (১৪ নভেম্বর):
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বাংলার শস্যভাণ্ডার হিসাবে একসময় বরিশালের খ্যাতি ছিল। গৌরব এখন উত্তরবঙ্গের। বরিশালের সে সুনাম ও খ্যাতি আমরা পুনরুদ্ধার করতে চাই। বরিশালকে পুনরায় শস্যভাণ্ডারে রূপান্তর করা হবে। সেজন্য এ অঞ্চলের কৃষি বিজ্ঞানী, কৃষি কর্মকর্তা ও কৃষকদের আন্তরিকভাবে একযোগে কাজ করতে হবে। তবেই বরিশালের সে হৃতগৌরব পুনরুদ্ধার সম্ভব।
উপদেষ্টা আজ বরিশাল খামার বাড়িতে কৃষি তথ্য সার্ভিস বরিশালের আঞ্চলিক কার্যালয়ের সভাকক্ষে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের বরিশাল অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সে জন্য খাদ্যমূল্য একটু বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, কৃষি কর্মকর্তাদের সরাসরি জনগণের সঙ্গে কাজের সুযোগ রয়েছে। জনগণের অন্যতম মৌলিক চাহিদা খাদ্য। সে খাদ্য উৎপাদন বৃদ্ধির সঙ্গে কৃষি কর্মকর্তারা ওতপ্রোতভাবে জড়িত। তারা আরো আন্তরিকভাবে কাজ করলে খাদ্য উৎপাদন আরো বাড়বে।
সকল আবাদি জমিকে রক্ষা ও চাষাবাদের আওতায় আনার আহ্বান জানিয়ে কৃষি উপদেষ্টা বলেন, শুধু ব্যক্তিগত সুযোগ-সুবিধার দিকে মনোনিবেশ না করে কৃষি কর্মকর্তাদের কৃষকদের স্বার্থ সুরক্ষায় কাজ করতে হবে। শুধু অফিসের সৌন্দর্য বর্ধন ও গাড়ি চাইলে হবে না, কৃষকদের জন্য সময়মতো সার, বীজ ও সেচের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, উৎপাদন বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। যখন যে ফসল উৎপন্ন হয় সেটি উৎপাদনের ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন, মাঠে গিয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিতে হবে।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, আত্মীয় স্বজনকে অনৈতিক সুবিধা দেয়া যাবে না। নিরপেক্ষভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে। তিনি এসময় গবেষণায় মনোযোগী হয়ে জলবায়ুসহিষ্ণু ও স্থানীয় আবহাওয়া উপযোগী ফসলের জাত উদ্ভাবনে কৃষি বিজ্ঞানীদের পরামর্শ প্রদান করেন।
মতবিনিময় সভায় উপদেষ্টা কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন এবং সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওসার, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন-সহ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের বরিশাল অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
ফয়সল/শিবলী/পবন/সঞ্জীব/জয়নুল/২০২৪/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৬৬৪
ছয় উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের প্রতিনিধিদল
ঢাকা, ২৯ কার্তিক (১৪ নভেম্বর):
ছয় উপদেষ্টার সাথে বৈঠক করেছেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের একটি প্রতিনিধিদল।
আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক হয়। বৈঠক শেষে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, আজ আমরা নিশ্চিত করতে চাই এই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন করা হবে। এছাড়া চিকিৎসা সেবার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, জুলাই স্মৃতি ফাউন্ডেশন, এবং বিভিন্ন অংশীদারদের মাধ্যমে আমৃত্যু এই গণঅভ্যুত্থানে আহত সহযোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলতে চাই আন্দোলনে আহত যোদ্ধাদের একটি ইউনিক আইডি কার্ড থাকবে এবং এই আইডি কার্ডের মাধ্যমে আন্দোলনে আহতদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এই দেশের সকল সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান থেকে তারা আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। এমনকি যে সকল বেসরকারি হাসপাতালের সাথে সরকারের চুক্তি হবে সেখানে তারা বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং চিকিৎসা ব্যয়ভার আংশিক সরকার বহন করবে। ইতোমধ্যে আহতরা চিকিৎসার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করেছেন সেগুলোর যথাযথ তথ্য পাওয়ার পর তাদের অর্থ ফেরত দেয়া হবে।
প্রতিটি অন্ধ মানুষের জীবন পরিচালনার জন্য তার শিক্ষাগত যোগ্যতা, তার সামর্থ্যের সাথে মিলিয়ে তাকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে তার পরিবারের আর্থিক সাহায্য ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যারা পঙ্গুত্ববরণ করেছেন বরণ করেছেন তাদের জন্য যে সকল মেশিন, চিকিৎসা সেবা এবং যে ধরনের যন্ত্রপাতি সহায়তা প্রয়োজন হয় তার ব্যবস্থা নিশ্চিত করা হবে।
স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান আরো জানান, টেলিমেডিসিনের মাধ্যমে এ আন্দোলনে যারা আহত হয়েছেন এবং মানসিকভাবে যে ট্রমার ভেতর দিয়ে যাচ্ছেন তার জন্য তাদের সবাইকে টেলিমেডিসিন নেটওয়ার্কের আওতায় আনা হবে। যাদের প্রয়োজন হবে তাদের স্ক্রিনিং করে আমাদের আটটি বিভাগে সাইকো থেরাপি দেয়া হবে। আগামী ১৭ তারিখের মধ্যে যারা আহত হয়েছেন তাদের জন্য একটি সাপোর্ট সেন্টার তৈরি করা হবে। আহতদের সকল অভিযোগ সেখানে আসবে এবং সেখান থেকে তার নিষ্পত্তি করা হবে। এছাড়া সারাদেশে সকল হাসপাতালে আন্দোলনে আহতদের জন্য শয্যা থাকবে। আহতরা ড্যাশবোর্ডের মাধ্যমে সহজেই জানতে পারবেন নিকটস্থ কোন হাসপাতালে শয্যা খালি আছে। তবে যারা আহত হয়েছেন তাদেরকে বিশেষায়িত চিকিৎসার জন্য ঢাকায় আসতে হবে। এজন্য নিটোর, পঙ্গু হাসপাতাল, চক্ষু হাসপাতালসহ ঢাকার বিশেষায়িত সবগুলো হাসপাতালকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি হাসপাতাল এমনকি বেসরকারি হাসপাতালে যে সকল বিশেষায়িত সেবা আছে সেগুলাকে অন্তর্ভুক্ত করে আহত যোদ্ধাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। যদি কোন চিকিৎসা দেশে না থাকে তাহলে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। আমরা আশা করি আগামী ডিসেম্বরের ভেতর এগুলো সব দৃশ্যমান হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৈঠক শেষে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, আমরা বিশেষ একটি পরিস্থিতিতে মিলিত হয়েছি। আহতদের চিকিৎসার জন্য নানামুখী প্রক্রিয়া চলমান রয়েছে। স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার জন্য প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন একজন বিশেষ সহকারী নিযুক্ত করা হয়েছে। আন্দোলনে আহত অনেকেই হাসপাতালে দীর্ঘদিন ধরে আছেন। তাদের ভেতর ট্রমা এবং নানা কারণে বিভিন্ন রকম অনাস্থা তৈরি হয়েছে। রাষ্ট্রের অনেকগুলো সমস্যা আমাদের একসাথে মোকাবিলা করতে হচ্ছে। তাই আমরা বারবার এটা নিশ্চিত করতে চাই যে আহতদের চিকিৎসার ব্যাপারে আমারা সর্বোচ্চ রকম অগ্রাধিকার দিচ্ছি। এই উদ্যোগগুলো আমাদের আগে থেকেই ছিল এবং এ কার্যক্রম চলমান রয়েছে। আমরা স্বল্প মেয়াদি পরিকল্পনাগুলো দ্রুতই বাস্তবায়ন করতে চাই এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো দ্রুত দৃশ্যমান করতে চাই।
বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, উপদেষ্টা মোঃ মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম-সহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
#
শাহাদাত/মেহেদী/শিবলী/সঞ্জীব/শামীম/২০২৪/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৬৬৩
পুলিশ বাহিনীকে নিজেদের প্রমাণ করার এখনই উপযুক্ত সময়
- স্বরাষ্ট্র উপদেষ্টা
বরিশাল, ২৯ কার্তিক (১৪ নভেম্বর):
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, পুলিশ বাহিনীকে সেবা প্রদানের মাধ্যমে নিজেদের প্রমাণ করার এখনই উপযুক্ত সময়। কেননা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি অরাজনৈতিক সরকার। রাজনৈতিক প্রভাবমুক্ত এ সরকারের আমলে সততা, দক্ষতা ও নিরপেক্ষভাবে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এটিকে কাজে লাগিয়ে পুলিশ বাহিনীকে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।
উপদেষ্টা আজ বরিশাল পুলিশ লাইনসের গ্রাটিটিউড হলে সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশের বিভিন্ন ইউনিট, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেজন্য বাহিনীর সদস্যদের চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং নিজেদেরও এটি থেকে দূরে থাকতে হবে। তা না করতে পারলে বাহিনীর সুনাম ক্ষুণ্ন হবে এবং ৫ আগস্টের শহিদের রক্ত বৃথা যাবে। তিনি এসময় আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা যাবে না। পরিচয় ছাড়া কাউকে আইনের আওতায় আনা যাবে না। তিনি বলেন, পুলিশের বিভিন্ন থানায় থাকা, খাওয়া ও শৌচাগারের অবস্থা ভালো নয়। তিনি পুলিশ সদস্যদের এসব সমস্যা-সমাধানে মনোনিবেশ করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদানের জন্য সশস্ত্র বাহিনীকে ২ মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল। তিনি বলেন, এটির মেয়াদ আরো বৃদ্ধি করা হবে এবং এতে বিজিবি ও কোস্টগার্ডকে অন্তর্ভুক্ত করা হবে।
মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার পুলিশকে জনবান্ধব বাহিনীকে পরিণত করতে চেষ্টা করে যাচ্ছে। এ লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন গঠনসহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, অন্যান্য এলাকার চেয়ে বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক ভালো। তিনি আরো বলেন, মাঝে মধ্যে বিভিন্ন দাবি-দাওয়াকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করা হয়। তিনি এটি সহ বিভিন্ন জনভোগান্তি রোধে পুলিশকে আরো সচেষ্ট হওয়ার নির্দেশ দেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম এনডিসি, র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার, পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।
#
ফয়সল/মেহেদী/পবন/সঞ্জীব/শামীম/২০২৪/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৬৬২
৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন
ঢাকা, ২৯ কার্তিক (১৪ নভেম্বর):
এ বছর হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না। ৩০ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন।
আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ হতে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।
হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে এ পত্রে বলা হয়েছে যে, ২০২৫ সনে হজে গমনের জন্য পূর্ব ঘোষণা অনুসারে আগামী ৩০ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছু ব্যক্তিরা তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করবেন। প্রাথমিক নিবন্ধনের সময় সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-১ ও সাধারণ হজ প্যাকেজ-২ এর যে কোনোটি নির্বাচন করা যাবে। ৩০ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের পাশাপাশি প্যাকেজের সম্পূর্ণ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে। তবে ৩০ নভেম্বর ২০২৪ তারিখের পরে প্রাথমিক নিবন্ধনের কোনো সুযোগ থাকবে না।
এ পত্রে আরো বলা হয়েছে, হজ প্যাকেজ নির্বাচনের পর আর প্যাকেজ পরিবর্তন করা যাবে না।
#
আবুবকর/মেহেদী/পবন/সঞ্জীব/শামীম/২০২৪/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৬৬১
জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার অন্যতম লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ গঠন
--- ভূমি উপদেষ্টা
ঢাকা, ২৯ কার্তিক (১৪ নভেম্বর):
ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার অন্যতম লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ গঠন। বর্তমান সরকার এরই ধারাবাহিকতায় জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও উদার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে, যাতে করে এ সমাজে সকল ধর্মের মানুষ সমাধিকার ভোগ করে।
উপদেষ্টা আজ বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার চত্ব¡রে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কর্তৃক আয়োজিত ‘কঠিন চীবর দান অনুষ্ঠান- ২০২৪’ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন।
ভূমি উপদেষ্টা বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের জন্য বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার একটি মডেল ধর্মীয় প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সাথে তাঁর দীর্ঘদিনের সুসম্পর্ক থাকার কথা উল্লেখ করে বলেন, এটি দেশ ও জাতির সার্বিক কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তিনি বিহারটির চলমান সমস্যাবলি সমাধানের আশ্বাস দিয়ে বলেন, এখানে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা দেয়া হবে।
মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকাস্থ ভুটানের রাষ্ট্রদূত রিনছেন কুইন্টসোইল, ঢাকাস্থ থাইল্যান্ড দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স পেনম থংপ্রেইন, শিক্ষাবিদ অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, ভদন্ত ড. বুদ্ধ প্রিয় মহাথের, রণজিত কুমার বড়ুয়া প্রমুখ।
#
আহসান/শিবলী/পবন/রফিকুল/জয়নুল/২০২৪/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৬৬০
বেনাপোল স্থলবন্দরে কার্গো ভেহিক্যাল টার্মিনাল উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
ঢাকা, ২৯ কার্তিক (১৪ নভেম্বর):
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় পরিচালিত বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনালের উদ্বোধন করেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
আজ টার্মিনাল উদ্বোধনকালে উপদেষ্টা বলেন, বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে স্থলপথের সিংহভাগ আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পন্ন হয়ে থাকে। প্রতিদিন প্রায় ৫০০ থেকে ৬০০টি ভারতীয় পণ্যবাহী ট্রাক এবং ৪৫০ থেকে ৫০০টি বাংলাদেশি পণ্যবাহী ট্রাক এ বন্দরে আগমন করে। কিন্তু বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশের পর ব্যবহারযোগ্য কোনো টার্মিনাল না থাকায় অধিকাংশ পণ্যবাহী ট্রাক সড়কের উপর অবস্থান করতো। ফলে সেখানে যানজটের কারণে আমদানি-রপ্তানি ব্যাপকভাবে ব্যাহত হতো। নবনির্মিত কার্গো ভেহিকেল টার্মিনালটি নির্মাণের ফলে ভেহিকেল নিরাপদে সংরক্ষণ করা সম্ভব হবে।
নৌ উপদেষ্টা বলেন, এ প্রকল্পটি বাস্থবায়নের ফলে বেনাপোল স্থলবন্দরের দক্ষতা অনেকাংশেই বৃদ্ধি পাবে এবং আমদানি-রপ্তানি কাজে নিয়োজিত যানের টার্নঅ্যারাউন্ড টাইম উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একইসাথে বন্দরের যানজট নিরসন হবে এবং দক্ষতা বৃদ্ধির ফলে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণও বৃদ্ধি পাবে।
উপদেষ্টা কার্গো ভেহিক্যাল টার্মিনাল উদ্বোধন ও পরিদর্শন শেষে দুপুরে স্থলবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। তিনি দুর্নীতি নির্মূলকরণ ও বেনাপোল স্থলবন্দরে ভারতীয় অংশের চেয়ে উন্নত সেবা নিশ্চিত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধন অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, যশোর জেলা প্রশাসক মো: আজহারুল ইসলাম-সহ অন্যান্য সরকারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/মেহেদী/পবন/রফিকুল/জয়নুল/২০২৪/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৬৫৯
আমন সংগ্রহ শুরু ১৭ নভেম্বর থেকে
ঢাকা, ২৯ কার্তিক (১৪ নভেম্বর):
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আগামী ১৭ নভেস্বর থেকে আমন ধানের সংগ্রহ শুরু হবে। এ বছর উত্তরাঞ্চলে আমনের বাম্পার ফলন হয়েছে। ধারণ ক্ষমতা সন্তোষজনক পর্যায়ে আছে। তিনি বলেন, কিছু খাদ্য আমদানি প্রক্রিয়াধীন রয়েছে। ১ দশমিক ৫ লাখ টন খাদ্য আমদানির জন্য ইতোমধ্যে এলসি খোলা হয়েছে। চালের দাম আপাতত স্থিতিশীল রয়েছে। আমন ধান বাজারে এলে দাম ধীরে ধীরে কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপদেষ্টা আজ খাদ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মজুমদার বলেন, কৃষক যাতে ন্যায্য দাম পায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাদেরকে নিরুৎসাহিত করা যাবে না। মিল মালিকদের সিন্ডিকেট বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যারা সিন্ডিকেট করে তাদের কালো তালিকাভূক্ত করে ভবিষ্যতে তাদের সাথে আর চুক্তি করা হবে না। এক্ষেত্রে মন্ত্রণালয় সতর্ক থাকবে এবং প্রয়োজনে শাস্তির ব্যবস্থা করবে। এখন ছোট মিলগুলো বড় মিলে রূপান্তরিত হচ্ছে। এক্ষেত্রে চুক্তি কমে যাবে।
ভোগান্তির বিষয়ে গণমাধ্যমকর্মীদের উপদেষ্টা বলেন, সরকারকে তথ্য দিয়ে সহায়তা করুন, সরকার প্রশাসনিকভাবে ব্যবস্থা নিবে। চালের বাজার কর্পোরেট গ্রুপ নিয়ন্ত্রণ করে কি না এ বিষয়ে তিনি বলেন, চাল আমদানিনির্ভর না, চালের চাহিদা ও উৎপাদন প্রায় কাছাকাছি।
খাদ্যশস্য আমদানির লক্ষ্যমাত্রার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, চাল সংগ্রের লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৫ লাখ মেট্রিক টন, আতপচাল ১ লক্ষ মেট্রিকটন এবং ধান ৩ দশমিক ৫ লাখ মেট্রিক টন। চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৭ টাকা প্রতি কেজি, আতপচাল ৪৬ টাকা প্রতি কেজি এবং ধান ৩৩ টাকা প্রতি কেজি।
অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মাসুদুল হাসান ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক-সহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
মালেক/মেহেদী/পবন/রফিকুল/জয়নুল/২০২৪/১৮৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৬৫৮
দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে
-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
সাভার, ২৯ কার্তিক (১৪ নভেম্বর):
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার দেশীয় জাত সংরক্ষণে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) কে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের দেশীয় অনেক জাতই এখন বিলুপ্তপ্রায়। এসব জাত যাতে পুরোপুরি বিলুপ্ত না হয়ে যায়, সেদিকে সতর্ক থাকতে হবে। জাতীয়ভাবে অনেক সময় কোনো বিষয়ের গুরুত্ব বোঝা যায় না, এলাকাভিত্তিক গবেষণার ক্ষেত্রে সেটি সহজেই বোঝা যায়। তাই এলাকাভিত্তিক গবেষণার বিকল্প নেই।
উপদেষ্টা আজ সাভারে বিএলআরআই -এর বিজ্ঞানী ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন।
উপদেষ্টা বলেন, বিএলআরআই যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তা জনগণের কাছে পৌঁছাতে হবে। দেশের সাধারণ মানুষের কিছু পাওয়ার সুযোগ তৈরি করতে হবে। উৎপাদক পর্যায়ে উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে খামারিদেরকে সেবা বা সেবামূলক তথ্য দিতে হবে। উৎপাদন খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করলে আমাদেরকে বাইরে থেকে মাংস বা ডিম আমদানি করতে হবেনা। তবেই আমরা প্রকৃতপক্ষেই খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো।
গ্রামীণ নারী খামারিদের প্রসংশা করে ফরিদা আখতার বলেন, গ্রামী