তথ্যবিবরণী নম্বর: ৩১২১
পার্বত্য চট্টগ্রামের অধিবাসীগণ পর্যায়ক্রমে সরকারি সহযোগিতার আওতাভুক্ত হবে
রাঙামাটি, ২১ চৈত্র (৪ এপ্রিল):
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, দেশের উন্নয়নে আর্থিক অনুদান ও অন্যান্য সহযোগিতা করা সরকারের একটি চলমান প্রক্রিয়া। পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী চাকমা, মারমা, ত্রিপুরা, বাঙালিসহ সকলকে পর্যায়ক্রমে সরকারি অনুদান ও অন্যান্য সহযোগিতার আওতায় আনা হবে।
আজ রাঙামাটি সার্কিট হাউসে উপদেষ্টার সাথে ছাত্র প্রতিনিধিদের সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ও কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটাতে চায় সরকার। এছাড়া, সরকার দেশের সার্বিক উন্নয়নে এ অঞ্চলের নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিশেষ গুরুত্বারোপ করছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ছাত্র প্রতিনিধি মিনহাজ মুরশিদের নেতৃত্বে ওয়াহিদুজ্জামান রোমান, মোঃ ইমাম হোছাইন ইমু, রায়হান চৌধুরী শুভ, তানেইম ইবনে আলম, সায়েদা ইসলাম সাদিয়া, মারুফ আলম সেজান, এম আকতারুজ্জামান অপু প্রমুখ উপস্থিত ছিলেন।
#
রেজুয়ান/শাহিদা/আলী/আসমা/২০২৫/১৫৩০ ঘণ্টা