Handout Number : 25
Curriculum Vitae of Minister Mustafa Jabbar
Dhaka, January 02 :
Mustafa Jabbar has taken on Oath as Minister of Bangladesh Government today. President Md. Abdul Hamid swore him at the Bangabhaban. Mustafa Jabbar is well known to the people of Bangladesh and Bengali speaking people of the world for his milestone works.
Minister Jabbar has leaded the ICT industry as the president of Bangladesh Computer Samity, the national ICT organisation of Bangladesh in 1996-97 & 2008-14. He is now president of BASIS.
Mustafa Jabbar came from a remote village of Bangladesh. Getting his higher education (Graduation and Masters) in Bangla Language & Literature from the University of Dhaka, he started his career as a journalist on 16 January 1972. He was a member of Mujib Bahini (Bangladesh Liberation Force) in 1971 and participated in the War of Liberation of Bangladesh. He was involved in the movement of freedom of press and was actively associated with the Dhaka Union of Journalists. He was elected as the Organising Secretary of DUJ.
Doing some businesses in Media, Travel & Tour Operation, Printing, Publishing and Computer Reselling, he is now engaged in software development, providing IT education, developing IT enabled educational curriculum, developing course materials for ICT education, creating software and providing ICT services, doing researches on ICT, ICT journalism and writing books on ICT and other subjects. His first novel named Nokshotrer Onger was published in a book form in 2005. His second novel named Suborne Shekorh was published in the Fortnightly Tarokalok's Eid issue of 2006. He was also involved in developing a local laptop brand named BIJOY.
Mustafa Jabbar is the technology leader and promoter of ICT in Bangladesh. He is the founder member of Bangladesh Computer Samity and Bangladesh Association of Software and Services. He has been elected president of Bangladesh Computer Samity for the fourth term. He was also the founder vice president of BASIS.
Minister Jabbar is more recognised as the local language solution provider in Bangla, Chakma, Asamese, Hindi & developer of Bijoy Bangla Keyboard & Software and expert in Graphics-Multimedia. He has developed Bangla Braille publishing system which enables blind people to use Bangla Braille in computer. He is also regarded as the Master of Digital Bangla Font designing. He has developed Bijoy Library, a library of management Software which is being used by famous libraries of Bangladesh including British Council. He has developed a software named Bijoy Shishu Shiksha for pre school kids. He has developed Prathomik Computer Shiksha, based on Text Books published by NCTB. He has established a large number of schools in Bangladesh including computer based Ananda Multimedia School and Bijoy Digital School.
#
Farhana/Nice/Shefyaet/Sanjib/Salimuzzaman/2018/1900 Hrs.
তথ্যবিবরণী নম্বর : ২৪
স্বাস্থ্য সহকারীদের দাবি বাস্তবায়নে কমিটি গঠন
স¦াস্থ্যকর্মীদের যৌক্তিক দাবি পূরণের প্রচেষ্টা নেওয়া হবে
-- স¦াস্থ্যমন্ত্রী
ঢাকা, ১৯ পৌষ (২ জানুয়ারি) :
মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ঝুঁকিভাতা চালু, গ্রেড পরিবর্তন, প্রতি ওয়ার্ডে একজন স্বাস্থ্য সহকারীর নিয়োগ, চাকরি ক্ষেত্রে পোষ্যকোটা প্রচলনের দাবি বাস্তবায়নের সুপারিশ প্রদানের জন্য স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। মন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্বাস্থ্যকর্মীরা তাৎক্ষণিকভাবে আন্দোলন স্থগিত করে কাজে যোগদান করার ঘোষণা দিয়েছেন। কমিটিতে মন্ত্রণালয় বা অধিদপ্তরের একজন এবং স্বাস্থ্যকর্মীদের একজনকে অন্তর্ভুক্ত করারও নির্দেশ দেন মন্ত্রী। স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত শুরু করার জন্য মন্ত্রী এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন।
মন্ত্রী আজ সচিবালয়ে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন (বিএইচএএ) এবং বাংলাদেশ স্বাস্থ্য পরিদর্শন সমিতির প্রতিনিধিদলের সাথে বৈঠকে সভাপতিত্বকালে এ নির্দেশ দেন।
এসময় অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ফয়েজ আহম্মদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, বিএইচএএ সভাপতি এনায়েত রাব্বী লিটন, মহাসচিব জাকার্তা হোসেন, সাংগঠনিক সম্পাদক নূর নবী, সদস্য ফয়জুর রহমান এবং সমন্বয় পরিষদের সদস্য সচিব মোর্শেদুল আলমসহ মন্ত্রণালয় এবং অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ফলপ্রসূ এ সভায় স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকদের দাবিসমূহ বিস্তারিত শোনেন এবং কয়েকটি দাবির যৌক্তিকতা অনুধাবন করে দ্রুত বাস্তবায়ন করার প্রক্রিয়া শুরুর আশ^াস দেন। মন্ত্রী বলেন, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টায় শিশুদের টিকা প্রদান কার্যক্রম সফলভাবে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। টিকাদানের সাফল্যের জন্য বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে পুরস্কৃত করা হয়েছে। তাঁদের দেশব্যাপী অংশগ্রহণে শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানোর কর্মসূচিও সাফল্য অর্জন করেছে। তাই স্বাস্থ্যকর্মীদের সকল যৌক্তিক দাবিপূরণ করার পদক্ষেপ নেওয়া হবে। তাঁদের দক্ষতা বৃদ্ধির জন্যেও দ্রুত প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, দাবিগুলোর অধিকাংশের সাথে আন্তঃমন্ত্রণালয় সিদ্ধান্তের বিষয় জড়িত। সেক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে দ্রুত বৈঠকে বসার কথাও এসময় মন্ত্রী জানান। তিনি আগামী মঙ্গলবার কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠানের নির্দেশ দেন।
#
পরীক্ষিৎ/ফারহানা/শেফায়েত/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩
তথ্যবিবরণী নম্বর : ১৯
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১৯ পৌষ (২ জানুয়ারি) :
দশম জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৯তম বৈঠক কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়েছে।
কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং নাসিমা ফেরদৌসী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বিদ্যুৎ বিল, ২০১৭ সংসদে রিপোর্ট পেশের জন্য ধারা ২৭ থেকে ধারা ৬১ পর্যন্ত বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকে বিদ্যুৎ বিভাগের সচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
নুরুল/ফারহানা/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৭৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮
একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় ক্রিকেটসিরিজ উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা
ঢাকা, ১৯ পৌষ (২ জানুয়ারি) :
একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ আগামী ১০ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশসহ মোট ৩ টি দেশ অংশগ্রহণ করবে। টুর্নামেন্টটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার নিমিত্তে এক আন্তঃমন্ত্রণালয় সভা আজ যুব ও ক্রীড়া সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচসমূহ ঢাকাস্থ শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের মধ্যে টেস্ট ম্যাচ দুইটি ও একটি টি-২০টি ম্যাচ যথাক্রমে ঢাকাস্থ শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামস্থ জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে এবং একটি টি-২০ টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সভায় দেশি-বিদেশি খেলোয়াড়, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশে অবস্থানকালীন সময়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় জানানো হয়, একদিনের আন্তর্জাতিক এ টুর্নামেন্টকে সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থা এবং বাংলাদেশ ক্রিকেটবোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
শফিকুল/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭
ঈশ^রদী শাহাপুরে ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করলেন ভূমিমন্ত্রী
ঈশ^রদী, পাবনা, ১৯ পৌষ (২ জানুয়ারি) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আজ পাবনার ঈশ^রদী উপজেলার শাহপুর ইউনিয়নের বাঁশেরবাদা বহুমুখী উচ্চবিদ্যালয়ে ২ হাজার ২শ ছাত্রছাত্রীর মাঝে ২৫ হাজার বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সরকারিভাবে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ক্রমান্বয়ে জাতীয়করণ করার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে জাতির পিতার সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান তিনি ।
এসময় স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ সভায় বক্তব্য রাখেন। উল্লেখ্য, সারাদেশে একযোগে ছাত্রছাত্রীদের মাঝে ৩৫ কোটি ৪৬ লাখ পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে।
#
রেজুয়ান/অনসূয়া/শহিদ/আসমা/২০১৮/১৩০০ ঘণ্টা