Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ নভেম্বর ২০১৭

তথ্যবিবরণী 28.11.2017

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩২২৮

মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত

উখিয়া (কক্সবাজার), ১৪ অগ্রহায়ণ (২৮ নভেম্বর) :

    কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে।

         উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ২৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৪৪ ট্রাকের মাধ্যমে ৫৩ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৫ হাজার ৩ শত প্যাকেট শুকনো খাবার, ৩ শত ৭৭ প্যাকেট শিশুখাদ্য, ২১ হাজার ৪ শত ৫৮ পিস গৃহস্থালিসামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  

#

সাইফুল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯৩০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩২২৭

মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে

উখিয়া (কক্সবাজার), ১৪ অগ্রহায়ণ (২৮ নভেম্বর) :

    কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৬টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।

আজ কুতুপালং-১ ক্যাম্পে ৩ শত ৩৬ জন পুরুষ ও ২ শত ৭৯ জন নারী মিলে ৪ শত ১৫ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৮ শত ৬ জন পুরুষ ও ৬ শত ৬১ জন নারী মিলে ১ হাজার ৪ শত ৬৭  জন, নোয়াপাড়া ক্যাম্পে ৪ শত ১৪ জন পুরুষ ও ৫ শত ৭৩ জন নারী মিলে ৯ শত ৮৭ জন, থাইংখালী-১ ক্যাম্পে ১ হাজার ১ শত ২৪ জন পুরুষ ও ১ হাজার ৪ শত ৭০ জন নারী মিলে ২ হাজার ৫ শত ৯৪ জন, থাইংখালী-২ ক্যাম্পে ৫ শত ৬২ জন পুরুষ ও  ৪ শত ৮৩ জন নারী মিলে ১ হাজার ৪৫ জন,  বালুখালী ক্যাম্পে ৯ শত ২০ জন পুরুষ ও ৯ শত ১৮ জন নারী মিলে ১ হাজার ৮ শত ৩৮ জন, শামলাপুর ক্যাম্পে ৮৭ জন পুরুষ ও ১ শত ২৩ জন নারী মিলে ২ শত ১০ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ৮ হাজার ৭ শত ৫৬ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।

আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৬ লাখ ৯০ হাজার ৯ শত ১৮ জনের নিবন্ধন করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ হাজার ৩ শত ৯৫ জন ছেলে এবং ১৮ হাজার ৯ শত ৭৮ জন মেয়ে। বাবা-মা কেউ নেই এমন এতিম শিশুর সংখ্যা ৭ হাজার ৭ শত ৭১ জন।

    উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ৬ লাখ ৩৫ হাজার ২ শত। তবে অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে।
#

সাইফুল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩২২৬
 
গার্মেন্টসে নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রয়োজন মানসিকতার পরিবর্তন
                                                          --- শ্রম প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৮ নভেম্বর) :
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক (চুন্নু) বলেছেন, গার্মেন্টস কারখানাসহ সকল কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা বন্ধে শ্রমিক-মালিক সকলের মানসিকতার পরিবর্তন আনতে হবে। 
আজ রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ‘সজাগ’ আয়োজিত ‘গার্মেন্টস শিল্পে লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে একটি উদ্যোগ’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
শ্রম প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টস শিল্পে কর্মপরিবেশের অভূতপূর্ব উন্নতি হয়েছে, গার্মেন্টস শিল্পে লিঙ্গভিত্তিক বিশেষ করে নারীর প্রতি সহিংসতার মাত্রা কমে আসছে। কর্মপরিবেশের আরো উন্নয়নের জন্য শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি করতে হবে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক সংগঠনগুলোকে আরো কর্মতৎপর হতে হবে। তিনি আরো বলেন, শুধু আইন করে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। যতদিন সমাজ সচেতন না হবে, নারী পুরুষের একে অন্যের প্রতি সম্মান এবং আস্থার জায়গা তৈরি না হবে ততদিন লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ হবে না। শ্রমিক সংগঠনগুলোকে শ্রমিকদের বিচার প্রাপ্ত, কারখানার পরিবেশের উন্নয়ন এবং সহিংসতা বন্ধে আরো তৎপর হতে হবে। শুধু নারী শ্রমিকরা উদ্যোগ নিয়ে ট্রেড ইউনিয়ন গঠন করলে সহজে নিবন্ধন দেয়া হবে। 
         নারীদের অধিকার প্রতিষ্ঠা এবং নারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কার্যক্রম পরিচালনাকারী সংগঠন ব্লাস্ট, ব্র্যাক, গ্লোবাল ফান্ড ফর উইমেন্স, খ্রিশ্চিয়ান এইড, নারী পক্ষ এবং এসএনভি যৌথভাবে এই কর্মসূচি গ্রহণ করেছে। 
উদ্যোগের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক ড. মোঃ আনোয়ার উল্লাহ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাল্টি সেকটোরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন, ব্লাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেন, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারীলীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তসলিমা আখতার এবং বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের প্রথম সেক্রেটারি ড. অ্যানি ভেসটিজেন্স বক্তৃতা করেন। 
#
আকতারুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩২২৫

‘ডিজএবিলিটি ইনক্লুসন ইনিশিয়েটিভ ইন বাংলােেদশ’ শীর্ষক সেমিনারে শিক্ষামন্ত্রী
প্রতিবন্ধীদের শিক্ষা ও কাজে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৮ নভেম্বর) :  

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রতিবন্ধীদের শিক্ষাক্ষেত্রে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিভিন্ন ¯তরের প্রতিবন্ধীদের জন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য শতকরা ৫ ভাগ কোটা বরাদ্দ রাখা হয়েছে। তাদেরকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করা জাতির নৈতিক দায়িত্ব।

    শিক্ষামন্ত্রী আজ ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দিনব্যাপী  ‘ডিজএবিলিটি ইনক্লুসন ইনিশিয়েটিভ ইন বাংলােেদশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। কানাডা সরকারের অর্থায়নে বাংলাদেশ স্কিলস ফর প্রোডাকটিভিটি (ব্লিসেপ) প্রকল্পের সহায়তায় সেমিনারের আয়োজন করা হয়।

    শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। সবাইকে আরো সচেতন হতে হবে এবং প্রতিবন্ধীদের সহায়তা করতে হবে। তিনি বলেন, কারিগরি শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাদের জন্য শতকরা ৫ ভাগ কোটা সংরক্ষিত। প্রতিবন্ধীদের বোঝা না ভেবে মানবসম্পদে পরিণত করতে হবে। শিক্ষা লাভ এবং কাজ করার অধিকার তাদের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত।

    শিক্ষামন্ত্রী বলেন, সরকার কারিগরি শিক্ষাকে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে। বর্তমানে শতকরা ১৪ ভাগের বেশি শিক্ষার্থী কারিগরি শিক্ষায় পড়ালেখা করছে। ২০২০ সালের মধ্যে তা শতকরা ২০ ভাগে উন্নীত করা হবে। কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। এর উপরই আমাদের অগ্রগতি নির্ভর করছে।

    কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মোঃ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস এবং আইএলও’র চিফ টেকনিক্যাল এডভাইজার কিশোর কুমার সিং বক্তৃতা করেন।

    পরে মন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তির অন্তর্ভুক্তকরণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নির্দেশিকার (গাইড) মোড়ক উন্মোচন করেন।
#

আকরাম/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯১০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৩২২৪
 
এশীয় ব্যবসায়ী সম্মেলনে যোগ দিতে শিল্পমন্ত্রীর মালয়েশিয়া যাত্রা
 
ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৮ নভেম্বর) :  
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইকোনমিক টাইমস্ এশীয় ব্যবসায়ী সম্মেলন (ঞযব ঊপড়হড়সরপ ঞরসবং অংরধহ ইঁংরহবংং খবধফবৎ ঈড়হপষধাব/অইখঈ) -এ অংশ নিতে আজ মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ভারতের টাইমস্ গ্রুপের আমন্ত্রণে তিনি সম্মানিত অতিথি (এঁবংঃ ড়ভ ঐড়হড়ৎ) হিসেবে সম্মেলনে অংশ নিচ্ছেন। 
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিব বিন টান হাজী আব্দুল রাজাক (গড়যধসসধফ ঘধলরন ইরহ ঞঁহ ঐধলর অনফঁষ জধুধশ) ২৯ নভেম্বর এ সম্মেলন উদ্বোধন করবেন। এতে মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্পমন্ত্রী মোস্তপা মোহামেদসহ (গঁংঃধঢ়ধ গড়যধসবফ) বিশ্বের ২০টি দেশের মন্ত্রী, ব্যবসায়ী নেতা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক বাণিজ্য প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, ব্যাংকার, শিক্ষাবিদ, থিংকট্যাংক, বিশ্বব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংকসহ আন্তর্জাতিক আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সুশীল সমাজের ৪ শতাধিক প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।  
সম্মেলনে উদীয়মান অর্থনীতির প্রেক্ষাপটে ‘বিশ্ব সম্প্রদায়ের কাছে এশিয়ার বাণিজ্যিক সক্ষমতা পৌঁছে দেয়ার কৌশল (ঞধশরহম অংরধ ঃড় ঃযব এষড়নব)’ নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। এতে আন্তর্জাতিক বাণিজ্যে এশিয়া অঞ্চলের সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় নীতি সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন, বাজার সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে করণীয় সম্পর্কে অংশগ্রহণকারীরা মতবিনিময় ও সিদ্ধান্ত নেবেন।  
নয়াদিল্লীতে ২১তম আন্তর্জাতিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প সম্মেলনে যোগদান
কুয়ালালামপুর থেকে শিল্পমন্ত্রী ৩০ নভেম্বর ভারত সফরে যাবেন। তিনি ২১তম আন্তর্জাতিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প সম্মেলনে (২১ংঃ ওহঃবৎহধঃরড়হধষ ঈড়হভবৎবহপব ড়হ ঝগঊং/ওঈঝগঊ) সম্মানিত অতিথি (এঁবংঃ ড়ভ ঐড়হড়ৎ) হিসেবে অংশ নেবেন। ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন ফর স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেজ (ডড়ৎষফ অংংড়পরধঃরড়হ ভড়ৎ ঝসধষষ ধহফ গবফরঁস ঊহঃবৎঢ়ৎরংবং/ডঅঝগঊ) আয়োজিত দু’দিনব্যাপী এ সম্মেলন ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে। 
সম্মেলনে শিল্পমন্ত্রী তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুল ইসলাম এবং মন্ত্রীর সহকারী একান্ত সচিব ফখরুল মাজিদ মাহমুদ প্রতিনিধিদলে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।   
শিল্পমন্ত্রীর আগামী ৪ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে। 
 
#
জলিল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৪০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩২২৩

৬-৯ ডিসেম্বর ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ মেলা
বাংলাদেশ প্রস্তুত আগামীর জন্য
ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৮ নভেম্বর) :  
    আগামী ৬-৯ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ মেলা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটি সবচেয়ে বড়ো বাৎসরিক আয়োজন।
    আজ বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদফতর মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’র এবারের প্রতিপাদ্য ‘রেডি ফর টুমরো’ বা ‘আগামীর জন্য প্রস্তুত’ বিষয়ে আলোকপাত করে বলেন, বাংলাদেশ আগামী দিনের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত হচ্ছে। আর সে তথ্যই জনগণের সামনে তুলে ধরতে এ আয়োজন।  
    মেলায় সফটওয়্যার প্রদর্শনী জোন, ই-গভর্নেন্স জোন, মোবাইল ইনোভেশন জোন, ই-কমার্স জোন, স্টার্টআপ বাংলাদেশ জোন, এক্সপেরিয়েন্স জোন, মেড ইন বাংলাদেশ জোন এবং আন্তর্জাতিক জোন নিয়ে মোট ৮টি জোন থাকবে এবং ৫ লাখেরও বেশি দর্শক মেলায় অংশ নেবে বলে আয়োজকরা আশা করছে বলে জানান তথ্যমন্ত্রী।  
    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসময় ১২ ডিসেম্বরকে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস হিসেবে পালনে মন্ত্রিপরিষদের অনুমতি লাভের কথা জানান। তিনি বলেন, ২০০৮ সালের ১২ ডিসেম্বর শেখ হাসিনা তার নির্বাচনি ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে ঘোষণা দেন, তা স্মরণ করেই এ দিবস পালনের সিদ্ধান্ত।  
    প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ কেবল একটা ইভেন্ট নয়, বরং বিনিয়োগ, বিনিয়োগকারী, উদ্যোক্তা, শিল্প নেতৃবৃন্দ এবং দেশের আইটি-কর্মীবৃন্দকে সংযুক্ত করার একটা সুন্দর উপলক্ষ। চার দিনের মেলায় প্রায় ৭০ জন বিদেশি এবং একশোরও বেশি স্থানীয় স্পিকার ৩০টির অধিক সেশনে অংশ নেবে।
    রোবট ‘সোফিয়া’সহ বিশ্বের প্রযুক্তি জগতে অগ্রগামী প্রতিষ্ঠান ফেসবুক; কোয়ালকম ডিজিটাল ওয়ার্ল্ডে অংশগ্রহণ করতে যাচ্ছে উল্লেখ করে পলক বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ গেম ডেভেলপমেন্ট কোম্পানি ফিনল্যান্ডের রোভিও সেমিনারে অংশগ্রহণ করে আমাদের সমৃদ্ধ করতে যাচ্ছে।
    প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী, বেসিস সভাপতি মোস্তফা জব্বার প্রমুখ এসময় তাদের বক্তব্যে মেলার সার্থকতায় গণমাধ্যমের সহায়তা চান।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩২২২

একটি বিলে রাষ্ট্রপতির সম্মতি

ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৮ নভেম্বর) :  
    
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ দশম জাতীয় সংসদের অষ্টাদশ (২০১৭ খ্রিস্টাব্দের ৫ম) অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত একটি বিলে তাঁর সম্মতি প্রদান করেছেন।

বিলটি হচ্ছে : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০১৭।

#

মোতাহের/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর :  ৩২২১
টেকসই উন্নয়ন অর্জনে জনগণ ও গণমাধ্যমের সম্পৃক্ততার বিকল্প নেই  
                                 -- তথ্যমন্ত্রী
ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৮ নভেম্বর) :  
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘টেকসই উন্নয়ন অর্জনে জনগণ ও গণমাধ্যমের সম্পৃক্ততার বিকল্প নেই; এবং ২০৩০ সালের মধ্যে তা অর্জনে সংবিধান, প্রধানমন্ত্রীর দশ উদ্যোগ ও ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা -এ তিনের সমন্বয় সাধন করতে হবে। গণমাধ্যমের মাধ্যমে এ কাজের অগ্রযাত্রা তুলে ধরতে হবে জনগণের কাছে।’
    আজ রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে তথ্য মন্ত্রণালয় আয়োজিত ‘টেকসই উন্নয়ন অভীষ্ঠ অর্জন কর্মপরিকল্পনা অবহিতকরণ’ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তথ্যসচিব মরতুজা আহমদের সভাপতিত্বে এ অধিবেশনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন অভীষ্ঠ সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ ও পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ড. শামসুল আলম বিশেষ অতিথির বক্তৃতা করেন।
    মন্ত্রী বলেন, সরকারি সংস্থাগুলোকে বেসরকারি উদ্যোক্তা, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও জনগণকে সম্পৃক্ত করে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ঠের ১৭টি লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, কেউ যেন এ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত না হয়।
    হাসানুল হক ইনু বলেন, এ বিশাল কর্মযজ্ঞে সফলতার জন্য প্রত্যেক অংশীদারকেই টেকসই উন্নয়ন অভীষ্ঠসহ সংবিধান, প্রধানমন্ত্রীর দশ উদ্যোগ ও ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিষয়ে বিশদভাবে জানতে হবে। উন্নয়নের সবচেয়ে বড়ো শত্রু দারিদ্র্য ও লিঙ্গবৈষম্য দূর করতে নিতে হবে সর্বোচ্চ উদ্যোগ।
    প্রধান তথ্য অফিসার কামরুন নাহার এবং বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহপরিচালকবৃন্দসহ তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতিনিধি কর্মশালায় অংশ নেন।
    তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ মনজুরুর রহমানের পরিচালনায় তথ্য কমিশন, তথ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা ও বাজেট শাখা তিনটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করে। কর্মশালায় অংশ নেয়া তথ্য মন্ত্রণালয়ের ১৪টি সংস্থার ৭০ জন প্রতিনিধি ৫টি দলে বিভক্ত হয়ে কারিগরি বিষয়গুলো নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩২২০
 
সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে
              --- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তাগাছা (ময়মনসিংহ), ১৪ অগ্রহায়ণ (২৮ নভেম্বর) :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, নির্বাচন কোনদিন কারো জন্য অপেক্ষা করেনি, করবেও না। সংবিধান অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় আজ এক মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীরা আজো সক্রিয় রয়েছে। তাদের নিশ্চিহ্ন না করা পর্যন্ত মুক্তিযোদ্ধাদের যুদ্ধ অব্যাহত রাখতে হবে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বর্তমানে ক্ষমতায় আছে বলেই আজ বীর মুক্তিযোদ্ধাগণ মূল্যায়িত হচ্ছেন। সম্মানী ভাতাসহ সকল সুবিধা বৃদ্ধি করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ  কল্যাণ নিশ্চিতে সরকার আরো পরিকল্পনা নিয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এসব বিষয়ে কাজ করছে।
সমাবেশে স্থানীয় প্রশাসনের কমকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী মুক্তাগাছার পদুরবাড়ি মাঠে ফকির শাহাবুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন এবং খেলা উপভোগ করেন।
#
মারুফ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩২১৯
 
যথাযোগ্য মর্যাদায় ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৮ নভেম্বর) :  
আগামী ১২ রবিউল আউয়াল ১৪৩৯ হিজরি (২ ডিসেম্বর ২০১৭ খ্রিঃ) তারিখে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আনিছুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় জাতীয় পর্যায়ে কর্মসূচি প্রণয়ন এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক বাণী প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সকল স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা ও ‘কালিমা তায়্যিবা’ লিখিত ব্যানার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও ল্যাম্প পোস্টে প্রদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) রাত্রিতে সরকারি ভবনসমূহ ও সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ আলোকসজ্জা করা হবে। 
সভায় সিদ্ধান্ত হয়, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে এবং পক্ষকালব্যাপী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনীর ওপর আলোচনাসভা ও মাহফিলসহ বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। এ ছাড়াও সভায় সারাদেশে বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, সশস্ত্র বাহিনী বিভাগ, বেসরকারি সংস্থাসমূহে হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও কর্মের ওপর আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার কর্তৃক দিবসটির যথাযোগ্য গুরুত্ব তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। শিশু একাডেমি কর্তৃক শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। 
সভায় আরো সিদ্ধান্ত হয়, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন উপলক্ষে দেশের সকল হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনসমূহে যথাযথভাবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালন করবে। এ উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রক্ষার্থে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ ভূঁইয়াসহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
আনোয়ার/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩২১৮
 
কেশবপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর উঠান বৈঠক

কেশবপুর (যশোর), ১৪ অগ্রহায়ণ (২৮ নভেম্বর) :  
দেশের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সামাজিক নিরাপত্তাবলয় প্রসারিত করে আরো অধিক সংখ্যক অসহায় মানুষকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরের জাহানপুর, বেগমপুর-কড়িয়াখালী, মূলগ্রাম ও পৌরসভার ভোগতীতে একাধিক উঠান বৈঠকে এসব কথা বলেন।
কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, ওয়ার্ড মেম্বারবৃন্দ অনুষ্ঠানসমূহে উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগসহ সকল ক্ষেত্রে সরকার সফলতার স্বাক্ষর রেখেছে। আইনশৃৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতির ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে। মানুষের আর্থসামাজিক অবস্থার নজিরবিহীন উন্নতি সাধিত হয়েছে।
#

মাসুম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৩০ঘণ্টা

Handout                                                                                                             Number : 3217

Sheikh Hasina’s political & diplomatic acumen paves way to end Rohingya crisis

                                                                                                       -Health Minister

Washington, D.C, November 28:

            Prime Minister Sheikh Hasina’s outstanding political and diplomatic acumen has paved the way for resolving the complex issue of Rohingyas who fled the atrocities in Myanmar’s Rakhine state and took shelter in Bangladesh.

            The remarks were made by Awami League Presidium Member and Health Minister Mohammad Nasim while addressing the officers of Bangladesh Embassy in Washington, DC on 27 November.

            Nasim said the Prime Minister’s five-point proposal she had placed in the UN General Assembly last September to find a durable solution to the Rohingya crisis. The proposals were largely endorsed by the international community, which worked as pathfinder to help resolve the crisis, he said.

            The Health Minister said Bangladesh and Myanmar signed a memorandum of understanding on November 23 on the safe and dignified repatriation of hundreds of thousands of Rohingya refugees to their homes in Rakhine state in next two months.

            An estimated 620,000 Rohingha refugees have fled across the border into Bangladesh since August 25 when Myanmar military began a crackdown on the Rohingya Muslims.

            The Minister praised the international community, particularly, US President Donald Trump’s administration, US Senators and US media outlets for their positive role in putting pressure on the Myanmar government to settle the Rohingya crisis.

            He also appreciated the strong efforts made by Bangladesh Ambassador to Washington, D.C, Mohammad Ziauddin and the embassy officers in this regard.

            Nasim hoped the excellent bilateral relations existing between Bangladesh-USA would rise to a new height in the days to come.

            Earlier, Nasim placed wreaths at the bust of the father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman.

 

#

Shamim/Anasuya/Shahid/Rezzakul/Shamim/2017/1035 hours

Todays handout (9).docx Todays handout (9).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon