Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ নভেম্বর ২০১৫

তথ্যবিবরণী 19/11/2015

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩৩৭৬
২১৩টি উপজেলায় তথ্য আপা নিয়োগ করা হবে
              -- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

ঢাকা, ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) : 
    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, পথশিশু পুনর্বাসন ও বাল্যবিবাহ প্রতিরোধ দু’টি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বাল্যবিবাহ প্রতিরোধে মন্ত্রণালয় দেশের ২১৩টি উপজেলায় তথ্য আপা নিয়োগ দেবে। প্রত্যেক তথ্য আপাকে ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগ প্রদান করা হবে। তারা বাড়ি বাড়ি যাবে, মহিলাদের বিভিন্ন রকমের সমস্যা শুনবে এবং ইন্টারনেট থেকে ঐ সমস্ত সমস্যার সমাধান খুঁজে মহিলাদেরকে সরবরাহ করবে।
    প্রতিমন্ত্রী আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থার তথ্য আপা প্রকল্প আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারী উন্নয়ন মানে জাতির উন্নয়ন। নারীরা অনেক চ্যালেঞ্জিং কাজ করে। যেমন দেশের ৪০ লাখ নারী গার্মেন্টসে কাজ করে। 
    জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগমের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা পারভিন, তথ্য আপা প্রকল্পের পরিচালক মিনা পারভিন ও জাতীয় মহিলা সংস্থার “জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ” প্রকল্পের পরিচালক কবি মো. ফয়সাল শাহ বক্তব্য রাখেন।    
    সেমিনারে ঢাকা বিশ^বিদ্যালয়ের এপ্লাইড পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. সাইয়েদ শাহাদাত হোসাইন তথ্য আপা প্রকল্পের অর্জনের ওপর সম্পাদিত গবেষণার বিষয়ে একটি প্রেজেন্টেশন দেন।
    সেমিনারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, দেশের সকল নাগরিকের কাছে তথ্যসেবা প্রদান করার জন্যে একটি ন্যাশনাল হেল্প লাইন প্রতিষ্ঠা করা হবে। এ হেল্প লাইনের সাথে দেশের সকল সেবা প্রদান ইউনিটকে সংযুক্ত করা হবে। নির্দিষ্ট একটি কোড নম্বরে ফোন করে সব রকমের তথ্য পাওয়া যাবে। দেশের প্রতিটি পরিবারের কমপক্ষে একজন মহিলাকে আইসিটি প্রশিক্ষণ প্রদান করা হবে বলে তিনি উল্লেখ করেন।
#

খায়ের/মিজান/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/২২১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩৩৭৫

এলজিআরডি মন্ত্রীর সাথে চীনা প্রতিনিধিদলের বৈঠক

ঢাকা, ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) : 

এলজিআরডি ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাথে আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠকে মিলিত হন। 

বৈঠকে এলজিআরডি মন্ত্রী বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে চীন অংশীদারিত্বভিত্তিতে ভৌত অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানি সরবরাহ ও শিল্পায়নে বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। তিনি বাংলাদেশের পল্লিউন্নয়ন, সুশাসন, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্যবিমোচন ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ও অর্জনসমূহের বিভিন্ন দিক তুলে ধরেন।

চীনের রাষ্ট্রদূত বাংলাদেশে স্থানীয় সরকার বিভাগে চলমান উন্নয়ন প্রকল্পসমূহে তাঁর দেশের  অধিকতর আর্থিক ও কারিগরি সহায়তার আশ্বাস দেন। তিনি বাংলাদেশে সড়ক নির্মাণকাজে নতুন প্রযুক্তি সহায়তা দান ও দুগ্ধখাতের উন্নয়নে আগ্রহ ব্যক্ত করেন। তিনি মিল্কভিটার আধুনিকায়ন ও চলমান গোখাদ্য সংকট মেটাতে বিশেষ কর্মসূচি গ্রহণেরও আশ্বাস দেন।

স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক জুয়েনা আজিজসহ সংশ্লি¬ষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

#

আহসান/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/২১১০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩৩৭৪

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) :

    ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সাথে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট (গধৎপরধ ঝঃবঢ়যবহং ইষড়ড়স ইবৎহরপধঃ) আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন।

    সাক্ষাৎকালে উভয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স¦ার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এছাড়া, তাঁরা  নারীর ক্ষমতায়ন এবং সাইবার সিকিউরিটি বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নে বিনিয়োগেরও আশ্বাস দেন। প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূত দু’দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

    ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী এবং বিটিআরসি’র চেয়ারম্যান 
ড. শাহজাহান মাহমুদ এসময় উপস্থিত ছিলেন।

#

এনায়েত/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২১০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩৩৭৩

স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা, ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) : 
    জাতীয় সংসদের স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, স¦াস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, 
আ ফ ম রুহুল হক, মো. আব্দুল ওদুদ, মো. ইউনুস আলী সরকার এবং সেলিনা বেগম অংশগ্রহণ করেন।
    বৈঠকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সার্বিক অবস্থা ও জনবল নিয়োগ, গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালের যন্ত্রপাতি ক্রয় এবং গোপালগঞ্জ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। এছাড়া, গোপালগঞ্জে নার্সিং কলেজ স্থাপনের জন্য জমি অধিগ্রহণের বিষয়ে আলোচনা হয়।
    কমিটি কোরিয়ার অর্থায়নে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৭০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপনের জন্য ‘ঊংঃধনষরংযসবহঃ ড়ভ গঁরঃর-ফরংপরঢ়ষরহধৎু ঝঁঢ়বৎ-ংঢ়বপরধষরুবফ ঐড়ংঢ়রঃধষ’ প্রকল্পের কার্যক্রমকে সুষ্ঠুভাবে তদারকির মাধ্যমে এগিয়ে নেয়ার সুপারিশ করে।
    বৈঠকে স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

ইনামুল/মিজান/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০৫০ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৩৩৭২

জনসচেতনতা সৃষ্টিতে ভূমি সেবাসপ্তাহ চালুর ওপর ভূমিমন্ত্রীর গুরুত্বারোপ 
ঢাকা, ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) : 
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, অধিকাংশ ভূমি মালিক ভূমির পর্চা, খতিয়ান, খাজনা, খারিজ, জরিপ বা ভূমি ডিজিটালাইজেশন সম্পর্কে জানেন না। তিনি গণসচেতনতা গড়ে তুলতে ভূমির জটিল বিষয়াদি সম্পর্কে শিগগির জেলা পর্যায়ে ভূমি সেবাসপ্তাহ চালু করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভাগীয় কমিশনারদের সাথে চলতি মাসের সমন্বয়সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, সিকস্তি ও পয়স্তি জমির সঠিক তথ্যের অভাবে অনেকসময় বন্দোবস্তযোগ্য কৃষি খাসজমির সঠিক হিসাব পাওয়া যায় না। দেশে কৃষি ও অকৃষি খাস জমির সঠিক হিসাবের রিপোর্ট মন্ত্রণালয়ে প্রেরণের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
তিনি আরো বলেন, ভূমি মালিকদের গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণের জন্য সারাদেশে তিন হাজার জরাজীর্ণ ভূমি অফিসকে আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসগুলো অত্যন্ত জরাজীর্ণ ও অরক্ষিত। ভূমি অফিস নির্মাণের জন্য সাইট সিলেকশন করে রাখতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 
ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কাজের মধ্যে এবার একনেক সভায় ১০ হাজার গৃহহীন পরিবারকে পুনর্বাসনের অনুমোদন দেয়া হয়েছে। তবে ৫১ হাজার গৃহহীন পরিবারকে পুনর্বাসন করার পরিকল্পনা সরকারের রয়েছে । তিনি সংশ্লিষ্টদের এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন। 
সভায় ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম, আন্তঃজেলা ও আন্তঃবিভাগ সীমানা বিরোধ নিষ্পত্তি ও জরিপ কার্যক্রম, ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদারকি, বিভাগভিত্তিক ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন বিষয়ে আলোচনা হয়।
সভায় অন্যান্যের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ভূমি আপিল বিভাগের চেয়ারম্যান ড. আবদুর রব হাওলাদার, ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আকরাম হোসেন, অতিরিক্ত সচিব পুন্যব্রত চৌধুরী, বিভাগীয় কমিশনারবৃন্দ, যুগ্মসচিব আবুয়াল হোসেন উপস্থিত ছিলেন।
#
রেজুয়ান/মিজান/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৫/২০৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩৩৭১


ইউনেস্কো লিডার্স ফোরামে যোগদান 
শেষে আগামীকাল দেশে ফিরবেন শিক্ষামন্ত্রী

প্যারিস (ফ্রান্স), ১৯ নভেম্বর, ২০১৫ :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্যারিসে ইউনেস্কো লিডার্স ফোরামে যোগদান শেষে আগামীকাল দেশে ফিরবেন।     জাতিসংঘ সংস্থাটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত এ লিডার্স ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। 
ইউনেস্কো অধিবেশনের সমাপনীতে শিক্ষামন্ত্রী
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ৩ থেকে ১৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কো সাধারণ সম্মেলনের ৩৮তম অধিবেশনের সমাপনী উপলক্ষে বুধবার প্যারিসে ইউনেস্কো সদরদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতায় মানসম্মত শিক্ষার প্রসার, বৈজ্ঞানিক গবেষণা ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় আরো কার্যকর কর্মসূচি গ্রহণের জন্য জাতিসংঘ সংস্থাটির সদস্যদেশসমূহের প্রতি আহ্বান জানান। 
    জনাব নাহিদ ইউনেস্কোর সদ্য সমাপ্ত অধিবেশনে তাঁকে বিশ্বসংস্থার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করায় এবং একইসাথে বাংলাদেশের মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে নির্মিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ইউনেস্কো’র ক্যাটাগরি-২ প্রতিষ্ঠানের স্বীকৃতি দেয়ায় ইউনেস্কোসহ ১৯৫ সদস্যদেশের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
    ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোবার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতায় শিক্ষামন্ত্রী ইতঃপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইউনেস্কো’র পক্ষ থেকে টঘঊঝঈঙ – ঐড়ঁঢ়যড়ঁবঃ – ইড়রমহু চবধপব চৎরুব এবং ইউনেস্কো’র ঞৎবব ড়ভ চবধপব প্রদানের জন্যও বিশ্বসংস্থাটিকে ধন্যবাদ জানান। 
#


সাইফুল্লাহ/মিজান/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০১০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৩৭০

স্পিকারের সাথে ইউএনএফপিএ’র প্রতিনিধির সাক্ষাৎ

ঢাকা, ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) : 
    ইউএনএফপিএ (টঘঋচঅ) এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক ইয়োরিকো ইয়াসুকাওয়া (ণড়ৎরশড় ণধংঁশধধি) আজ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
    সাক্ষাৎকালে স্পিকার বাংলাদেশে মা ও শিশুদের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য ইউএনএফপিএ প্রতিনিধিকে ধন্যবাদ জানান। তিনি সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশে মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস এবং বাল্যবিবাহ রোধে ইউএনএফপিএ’র ভূমিকার প্রশংসা করেন।
    স্পিকার বলেন, মাতৃ ও শিশু স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ইউএনএফপিএ’র অব্যাহত সহযোগিতা জাতীয় উন্নয়নে ইতিবাচক অবদান রাখছে। তিনি ভবিষ্যতে ইউএনএফপিএ’র সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। 
    তিনি আরো বলেন, সংসদ সদস্যদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি করে বাল্যবিবাহ রোধ করা সম্ভব। বাল্যবিবাহ রোধ করতে পারলে মাতৃস্বাস্থ্য উন্নয়নসহ মাতৃমৃত্যুহার আরো কমিয়ে আনা সম্ভব হবে। স্পিকার বাংলাদেশের নারী উদ্যোক্তা প্রতিষ্ঠানসমূহে সহযোগিতার জন্য ইউএনএফপিএ প্রতিনিধিকে আহ্বান জানান। 
    ইয়োরিকো ইয়াসুকাওয়া জনসংখ্যা নিয়ন্ত্রণ ও জেন্ডার সমতায় বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ইউএনএফপিএ অব্যাহত সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশে মাতৃমৃত্যুর হার হ্রাস, শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। উন্নয়ন ও অগ্রগতির পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, সংসদ সদস্যসহ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে আরো সচেতনতা বৃদ্ধির সুযোগ রয়েছে। তিনি মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, মাতৃমৃত্যু হার হ্রাস এবং বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশ জাতীয় সংসদের সাথে যৌথ কার্যক্রম আরো জোরদারের আগ্রহ প্রকাশ করেন।
#

শিবলী/মিজান/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০২০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৩৩৬৯
স্বাস'্যমন্ত্রীর সাথে ইউএনএফপিএ পরিচালকের সাড়্গাৎ
ঢাকা, ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) : 
    স্বাস'্য ও জনসংখ্যা খাতের অগ্রগতিকে ধরে রাখতে বাংলাদেশে এখাতে বাজেট বরাদ্দ বাড়ানো প্রয়োজন বলে মনে করেন জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক ইউরিকো ইয়াসুকাওয়া (ণড়ৎরশড় ণধংঁশধধি) ।
    তিনি বলেন, সীমিত বাজেট নিয়ে স্বাস'্যখাতে বাংলাদেশের সাফল্য তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য উৎসাহব্যঞ্জক। কিন' এমডিজি অর্জনের পর টেকসই উন্নয়ন লড়্গ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্যে জিডিপি’র অনুপাতে এখাতে বাজেট আরো বৃদ্ধি করতে হবে।
    তিনি আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে সাড়্গাৎকালে একথা বলেন। তিনি জানান, বাংলাদেশের প্রসূতি মায়ের যথাযথ সেবা নিশ্চিত করতে ইউএনএফপিএ মিডওয়াইফ প্রশিড়্গণে সহায়তা দিচ্ছে। ইতোমধ্যে এক হাজার মিডওয়াইফ-এর গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়েছে এবং পাঁচশত মিডওয়াইফ ডিপেস্নামা অর্জন করেছে। বাংলাদেশে মিডওয়াইফ প্রশিড়্গণের এ ধারা অব্যাহত থাকবে। তিনি দেশের পরিবার পরিকল্পনা কার্যক্রমে গতি বাড়াতে জাতীয় জনসংখ্যা কাউন্সিলের কার্যক্রমকে আরো গতিশীল করার পরামর্শ দেন।
সাড়্গাৎকালে প্রধানমন্ত্রীর নির্দেশে শীঘ্রই দেশে আরো ১০ হাজার নার্স নিয়োগ দেয়া হবে জানিয়ে স্বাস'্যমন্ত্রী এদের মধ্য থেকে বেশকিছু দড়্গ মিওওয়াইফের প্রশিড়্গণে সহায়তা করার জন্য ইউএনএফপিএ’র আঞ্চলিক পরিচালকের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সারাদেশে প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক গ্রাম পর্যায়ে নারীশিশুসহ সকল মানুষকে মৌলিক স্বাস'্যসেবা দিচ্ছে। প্রায় এক হাজার ক্লিনিকে নিরাপদ প্রসব সম্পন্ন হচ্ছে বিশেষভাবে প্রশিড়্গিত স্বাস'্যকর্মী দ্বারা। তিনি বলেন, প্রয়োজনে কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রশিড়্গিত মিডওয়াইফ নিয়োগ দেয়া হবে। তিনি বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমে বাংলাদেশে যথেষ্ট অগ্রগতি অর্জিত হলেও কয়েকটি অঞ্চল এখনো পিছিয়ে আছে। এর কারণ চিহ্নিত করে এসব এলাকায় জনসচেতনতা বাড়ানোসহ ইউএনএফপিএ’র সহায়তায় নতুন কর্মসূচি প্রণয়ন ও বাসত্মবায়নে সরকার উদ্যোগ নেবে। 
এসময় ইউএনএফপিএ পরিচালক বাংলাদেশের স্বাস'্যখাতের উন্নয়নে আগামীতেও সহায়তা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। 
স্বাস'্যসচিব সৈয়দ মন্‌জুরম্নল ইসলাম, বাংলাদেশে ইউএনএফপিএ’র প্রতিনিধি আর্জেন্টিনা মাতাভেল এসময় উপসি'ত ছিলেন। 
এর আগে স্বাস'্যমন্ত্রী হোটেল সোনারগাঁওয়ে পার্টনারস ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এর নির্বাহী কমিটির সভায় অংশ নেন। চীনের জাতীয় স্বাস'্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ওয়াং পেলান (ডধহম চবষধহ) এতে সভাপতিত্ব করেন। ভারতের স্বাস'্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডাসহ শ্রীলংকা, পাকিসত্মান, মালি, উগান্ডা, নাইজেরিয়া, ইয়েমেন, তিউনিশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, কেনিয়া, দড়্গিণ আফ্রিকা, বেনিন এর স্বাস'্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপসি'ত ছিলেন।  
#
পরীড়্গিৎ/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৪৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩৬৮

জঙ্গি ও আগুনসন্ত্রাসীদের কাছ থেকে 
গণতন্ত্র ও ধর্মের সবক নেবার প্রয়োজন নেই 
                                -- তথ্যমন্ত্রী

ঢাকা, ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) : 

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আইএস, জঙ্গি ও আগুনসন্ত্রাসীদের কাছ থেকে গণতন্ত্র ও ধর্মের সবক নেবার প্রয়োজন নেই। যে নামই ব্যবহার করম্নক, জঙ্গিরা মানব নয়, দানব।

    মন্ত্রী আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাংবাদিকতা পুরস্কার ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং এওয়ার্ড ২০১৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি সাংবাদিকতা পুরস্কার প্রদানে ডিআরইউ’র চলমান উদ্যোগের প্রশংসা করেন। বাংলাদেশের গণমাধ্যমকে জীবনত্ম ও কর্মমুখর উলেস্ন্লখ করে তিনি জঙ্গি-দানবমুক্ত সমাজ নির্মাণে গণমাধ্যম সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। 

    যুদ্ধাপরাধীদের বিচারের রায়ের বিরম্নদ্ধে আহুত হরতাল প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, জঙ্গি-দানবের ডাকা হরতাল বাংলাদেশের মানবকূল প্রত্যাখ্যান করেছে। একইসাথে সতর্কবাণী উচ্চারণ করে তিনি বলেন, জঙ্গিরা এখনও ধ্বংস হয়নি, এদের সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে। জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্যে খুনী-আগুনসন্ত্রাসী এবং তাদের মদদদাতাদের কোন স'ান নেই। 

    ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সংবাদ সংস'ার চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি 
মো. শফিকুর রহমান, ডিআরইউ’র সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনসহ ডিআরইউ বেস্ট রিপোর্টিং জুরিবোর্ডের সদস্যবৃন্দ উপসি'ত ছিলেন।

    অনুষ্ঠানে তথ্যমন্ত্রী প্রিন্ট মিডিয়ার ১৩টি, টেলিভিশন রিপোর্টিংয়ে ৮টি,  রেডিও রিপোর্টিংয়ে ১টি এবং অনলাইন রিপোর্টিংয়ে ৪টি বিষয়ে ২৭ জন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন ।

#

আকরাম/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩৬৭

ডবিস্নউটিও এমসি’র প্রস'তিসভায় বাণিজ্যমন্ত্রী
উন্নতবিশ্বে রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে

ঢাকা, ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) : 

    বাণিজ্যমন্ত্রী এবং বিশ্ববাণিজ্য সংস'ায় এলডিসিভুক্ত  দেশসমূহের  কোঅর্ডিনেটর  তোফায়েল আহমেদ বলেছেন, ১৫  থেকে ১৮ ডিসেম্বর  কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠেয় ডবিস্নউটিও মিনিস্ট্রিয়াল কনফারেন্সে এলডিসিভুক্ত  দেশসমূহের জন্য ডিউটি ফ্রি - কোটা ফ্রি সুবিধা নিশ্চিতকরণ, সার্ভিস ওয়েভার, রম্নলস অভ্‌ অরিজিন,  ভেলু এডিশন  ড়্গেত্রে সুবিধা প্রদানের দাবি আদায়ের জন্য প্রচেষ্টা চালানো হবে। এসব ড়্গেত্রে বাংলাদেশ কীভাবে সর্বোচ্চ সুবিধা  পেতে পারে  সেজন্য  চেষ্টা চালানো হবে।
    বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর মন্ত্রণালয়ের সম্মেলনকড়্গে নাইরোবিতে অনুষ্ঠেয় ডবিস্নউটিও’র দশম মিনিস্ট্রিয়াল কনফারেন্সের প্রস'তি সংক্রানত্ম এক সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
    মন্ত্রী বলেন, বিশ্ববাণিজ্য সংস'ায় বাংলাদেশ গুরম্নত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। চলতি বছরে চতুর্থবারের মতো বাংলাদেশ এলডিসিভুক্ত দেশগুলোর  কোঅর্ডিনেটরের দায়িত্ব সফলতার সাথে পালন করছে। বাংলাদেশের প্রচেষ্টায় এলডিসিভুক্ত  দেশ উন্নত বিশ্বে ডিউটি ফ্রি - কোটা ফ্রি সুবিধা পেয়েছে। তবে এখনো অনেক উন্নত  দেশ এলডিসিভুক্ত দেশগুলোকে সুবিধা দিচ্ছে না। এবারের সম্মেলনে তা জোরালোভাবে তুলে ধরা হবে। তিনি বলেন, ট্রিপসের চুক্তির  মেয়াদ ১৭ বছর বৃদ্ধি পেয়েছে। এলডিসিভুক্ত  দেশগুলোর দাবি আদায়ের জন্য বাংলাদেশ দড়্গতা ও সফলতার সাথে কাজ করছে। বিশ্ববাজারে বাংলাদেশ কম দামে উন্নতমানের ঔষধ সরবরাহ করছে। আসন্ন সম্মেলনে ১৯ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল  যোগদান করবে বলে তিনি জানান।
    তোফায়েল আহমেদ বলেন, সরকার রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আইসিটি, ঔষধ, জাহাজ, ফার্নিচার, চামড়া এবং পাটজাত পণ্য রপ্তানির বিপুল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আইসিটি খাতে  বিপুল রপ্তানি বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। সরকার রপ্তানি বাণিজ্যে নন ট্রাডিশনাল খাতগুলোকে নগদ আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে উৎসাহিত করছে। 
    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব  হেদায়েতুলস্নাহ আল মামুন, বাংলাদেশ ট্যারিফ কমিশনের  চেয়ারম্যান এ টি এম মুর্তজা  রেজা  চৌধুরী, এফবিসিসিআই’র  প্রেসিডেন্ট আব্দুল মতলুব আহমেদ, বিজিএমইএ’র  প্রেসিডেন্ট  মো. সিদ্দিকুর রহমানসহ মন্ত্রণালয় ও বিভাগের সংশিস্নষ্ট প্রতিনিধিগণ সভায় উপসি'ত ছিলেন।
#
বকসী/মিজান/মোশাররফ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩৬৫

কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) : 

    রাষ্ট্রপতি  মো. আবদুল হামিদ কবি সুফিয়া কামালের ষোড়শ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:

    ‘নারীমুক্তি, গণতন্ত্র ও সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের অগ্রদূত কবি সুফিয়া কামালের ষোড়শ মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

    কবি সুফিয়া কামাল ছিলেন নারী আন্দোলনের পথিকৃৎ এবং সামপ্রদায়িকতা ও ধর্মান্ধতার বিরম্নদ্ধে এক অকুতোভয় যোদ্ধা। মহান ভাষা আন্দোলন, স্বাধিকার, মুক্তিযুদ্ধসহ গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলনে তিনি আমৃত্যু সক্রিয় ছিলেন। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য যে আন্দোলন শুরম্ন হয়েছিল, তাঁর অন্যতম উদ্যোক্তা ছিলেন এই মহিয়সী নারী। ১৯৯২ সালে দেশের বিশিষ্ট ১১জন বুদ্ধিজীবীকে নিয়ে গঠিত জাতীয় গণতদনত্ম কমিশনের প্রধান ছিলেন সুফিয়া কামাল। বিভিন্ন গণতান্ত্রিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে তাঁর অবদানের জন্য তাঁকে ‘জননী সাহসিকা’  উপাধিতে ভূষিত করা হয়।

    কবি সুফিয়া কামাল নিজের আগ্রহে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা করেন। তিনি নিজ উদ্যোগে শুধু নিজেকে শিক্ষিত করেননি, পিছিয়ে পড়া নারী সমাজকে শিক্ষার সুযোগ করে দেয়ার আন্দোলন শুরম্ন করেছিলেন। তাঁর প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ মহিলা পরিষদ’ নারী অধিকার আদায়ের এক অনন্য প্রতিষ্ঠান। তিনি তাঁর কাব্যপ্রতিভা ও কর্মের গুণে আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন। এই মহীয়সী কবির জীবন ও আদর্শ তরম্নণ প্রজন্মকে দেশপ্রেমের মহান চেতনায় উদ্বুদ্ধ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

    আমি কবি সুফিয়া কামালের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’

#

আজাদ/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৩৬৪


ভারতে ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানিতে 
আখাউড়া-আগরতলা সীমান্ত জিরো পয়েন্টে অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপিত

ঢাকা, ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) :
    ১৬ নভেম্বর আখাউড়া - আগরতলা সীমান্ত জিরো পয়েন্টে অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপন করা হয়েছে। 
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড এর চাহিদা অনুযায়ী দেশে ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহের পর উদ্বৃত্ত ব্যান্ডউইথ ভারতে রপ্তানি করতে সরকার সিদ্ধান্ত নেয়। এই ব্যান্ডউইথ রপ্তানি প্রক্রিয়ায় বিটিসিএল দেশের অভ্যন্তরে ফাইবার অপটিক লিংক প্রদান করেছে। আখাউড়া স্থলবন্দরের সন্নিকটে জিরো পয়েন্টের কাছে বিএসএনএল (ভারত সঞ্চার নিগম লিমিটেড) স্থাপিত অপটিক্যাল ফাইবারের সাথে বিটিসিএল’র রিডান্ডেন্সি (ৎবফঁহফধহপু)সহ স্থাপিত ফাইবার সংযোগ দুই দেশের প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে সম্পন্ন হয়। এ সংযোগের মাধ্যমে বাংলাদেশ হতে ভারতে ব্যান্ডউইথ রপ্তানির দীর্ঘদিনের প্রতীক্ষিত সময়ের অবসান ঘটল। বিটিসিএল বাংলাদেশ অংশের যাবতীয় কাজ নির্ধারিত সময়ের পূর্বেই সম্পন্ন করেছে বিধায় ব্যান্ডউইথ রপ্তানিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত।  
    উল্লেখ্য, বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরীর উপস্থিতিতে ১৩ নভেম্বর আখাউড়া সীমান্ত জিরো পয়েন্টে অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপনের কাজ শুরু হয়। বিটিসিএল’র জিএম ট্রান্সমিশন শাহীদুল আলম এবং মার্কেটিং প্রধান কবির হাসানসহ অন্যান্য কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন। 
    প্রাথমিকভাবে ১০ গিগাবাইট পরিমাণ ব্যান্ডউইথ রপ্তানির কথা থাকলেও পরবর্তীতে ধাপে ধাপে চল্লিশ গিগাবাইট পরিমাণ ব্যান্ডউইথ রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উক্ত ব্যান্ডউইথ রপ্তানিতে বিটিসিএল ইতোমধ্যেই প্রয়োজনীয় লিংকসহ ফাইবার স্থাপন করেছে বিধায় ভবিষ্যতে আরো বেশি পরিমাণ ব্যান্ডউইথ রপ্তানি করলেও অসুবিধা হবে না।
#


মোরশেদ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭৫০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩৩৬১

বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ৫ আগ্রহায়ণ (১৯ নভেম্বর) :

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :  
    “বাংলাদেশের  প্রগতিশীল, গণতান্ত্রিক এবং নারীমুক্তি আন্দোলনের অন্যতম অগ্রদূত কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। 
    সুফিয়া কামাল ছিলেন একদিকে আবহমান বাঙালি নারীর প্রতিকৃতি, মমতাময়ী মা, অন্যদিকে বাংলার প্রতিটি আন্দোলন সংগ্রামে ছিল তাঁর আপোশহীন এবং দৃপ্ত পদচারণা। শিশুতোষ রচনা থেকে শুরু করে সাহিত্যের প্রায় সকলক্ষেত্রে কবি সুফিয়া কামালের লেখনী যেমন পাঠককে আলোড়িত করে, তেমনি আমাদের সমাজে প্রগতি, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র এবং নারী মুক্তির বিকাশে তাঁর দিক নির্দেশনা সবাইকে অনুপ্রেরণা দেয়।  
    নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার চিন্তাধারা কবি সুফিয়া কামালের জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা হোস্টেলকে ‘রোকেয়া হল’ নামকরণের দাবি জানান। ১৯৬১ সালে পাকিস্তান সরকার রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করলে এর প্রতিবাদে আন্দোলন করেন। শিশু সংগঠন কচিকাঁচার মেলা’র তিনি প্রতিষ্ঠাতা।
    বায়ান্ন’র ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের অসহযোগ আন্দোলন ও মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামসহ শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলনে তাঁর প্রত্যক্ষ উপস্থিতি তাঁকে জনগণের ‘জননী সাহসিকা’ উপাধিতে অভিষিক্ত করেছে।  
    সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পচাঁত্তরের পনেরই আগস্টে নির্মমভাবে হত্যা করে যখন দেশের ইতিহাস বিকৃতির পালা শুরু হয়, তখনও তাঁর সোচ্চার ভূমিকা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক শক্তিকে নতুন প্রেরণা যুগিয়েছিল।
    আমি কবি সুফিয়া কামালের আত্মার মাগফিরাত কামনা করছি।
                           জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
                                   বাংলাদেশ চিরজীবী  হোক।”
#
নুরএলাহি/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৫/১১৩০ ঘণ্টা

Handout                                                                                                                    Number : 3363

 

 

India-Bangladesh relations are the best ever since 1974

                                                           - Pranab Mukherjee  

 

Dhaka, 19 November :

 

Indian President Pranab Mukherjee has said India-Bangladesh relations is a good example of progress in looking at a shared future. India-Bangladesh relations today are the best ever since 1974.  They are based on mutual benefit, equality and respect for sovereignty.

 He was speaking at the

Todays handout (11).doc