তথ্যবিবরণী নম্বর: ৩১৮৭
পরিবেশ উপদেষ্টার সঙ্গে EIF প্রধানের সাক্ষাৎ
সবুজ প্রবৃদ্ধির জন্য অংশগ্রহণমূলক বাণিজ্য ও
কৌশলগত অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ উপদেষ্টার
ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই উন্নয়ন ও বাণিজ্যনির্ভর সবুজ প্রবৃদ্ধিতে নেতৃত্ব দিতে বাংলাদেশ প্রস্তুত। তিনি বিভিন্ন উন্নত দেশের সঙ্গে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার ওপর জোর দেন। রপ্তানিকারক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষায় ভারসাম্যপূর্ণ ও অংশগ্রহণমূলক বাণিজ্য আলোচনার আহ্বান জানান।
উপদেষ্টা আজ ঢাকায় পান্থপথের পানি ভবনে বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) Enhanced Integrated Framework (EIF)-এর নির্বাহী পরিচালক রত্নাকর অধিকারীর সঙ্গে এক বৈঠকে আহ্বান জানান।
বৈঠকে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে বাংলাদেশের বাণিজ্য স্থিতিশীলতা, আঞ্চলিক সহযোগিতা জোরদার ও সবুজ শিল্পখাতে বিনিয়োগ আকর্ষণের বিষয়ে আলোচনা হয়।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বিকল্প রপ্তানি ও পরিবহন রুট গড়ে তুলতে হবে। অর্থনৈতিক স্বায়ত্তশাসন আমাদের টিকে থাকার প্রধান উপায়।
রত্নাকর অধিকারী বলেন, তৈরিপোশাক-সহ প্রধান রপ্তানি খাতে বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন বাংলাদেশের ওপর প্রভাব ফেলছে। তিনি রপ্তানিমুখী শিল্প স্থাপনা দ্রুত তৈরি করার তাগিদ দেন। তিনি বলেন, আঞ্চলিক বাণিজ্যনীতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাণিজ্য অংশীদারিত্ব বৈচিত্র্যময় করা জরুরি। তিনি জানান, বাণিজ্য ও পরিবেশ নীতির সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে প্রবেশ করতে পারে। তিনি আরো বলেন, ইআইএফ সহায়তাপ্রাপ্ত দেশ গাম্বিয়ায় বাণিজ্য ও পরিবেশ মন্ত্রণালয়ের সমন্বয়ে সবুজ পুনরুদ্ধার পরিকল্পনা ও টেকসই শিল্প উন্নয়নের বিনিয়োগ প্রস্তাব তৈরি হয়েছে।
বৈঠকের শেষাংশে, উভয় পক্ষ টেকসই বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা এবং সবুজ শিল্পে নতুন সমাধান অনুসন্ধানে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
#
দীপংকর/মেহেদী/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৫/২০৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩১৮৬
জাপান-সহ উন্নত বিশ্বে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে
--- ড. আসিফ নজরুল
ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল):
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিনামূল্যে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে বিনা অভিবাসন ব্যয়ে জাপান-সহ উন্নত বিশ্বে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র স্পেসিফায়েড স্কিল্ড ওয়ার্কার্স ক্যাটেগরিতে বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণ ও সনদায়ন বিষয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপানের ওনোডেরা ইউজার রান ইনকর্পোরেটের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, জাপান বাংলাদেশিদের জন্য প্রিয় একটি গন্তব্য। ইতোমধ্যে কারিগরি প্রশিক্ষণ প্রোগ্রামের আওতায় ৬৯৫ জন টেকনিক্যাল ইনটার্ন জাপান গিয়েছেন। সম্পাদিত গড়ট এর ফলে জাপানে আগামী দিনগুলোতে আরো অধিক সংখ্যক জনবল প্রেরণ করা সম্ভব হবে। বিভিন্ন ট্রেডে বিশেষ করে কেয়ার গিভার, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং, প্লাস্টিক মোল্ডিং, রড বাইন্ডিং, স্ক্যাফোল্ডিং, ওয়েল্ডিং, কারপেইন্টিং, অটোমোবাইল মেকানিক ইত্যাদি ট্রেডে প্রশিক্ষণের সুযোগ পাবে বলে তিনি উল্লেখ করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, বিএমইটি’র মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর এবং জাপানের ওনোডেরা ইউজার রান ইনকর্পোরেট-এর পক্ষে ওভারসিজ বিজনেস ডিপার্টমেন্টের ম্যানেজার তাকাতো কাওয়াকামি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
#
শেফায়েত/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৫/২১১০ঘণ্টা
Handout Number: 3185
WTO EIF Chief Meets Environment Advisor Rizwana Hasan
Dhaka, 10 April:
Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, today reaffirmed Bangladesh’s readiness to lead in sustainable development and trade-driven green growth. She expressed interest in exploring comprehensive economic partnership agreements with developed countries underscoring the need for inclusive negotiations with major trade partners to avoid imbalances that harm exporters and consumers alike.
She made these remarks during a meeting with Ratnakar Adhikari, Executive Director of the Executive Secretariat for the Enhanced Integrated Framework (EIF) at the World Trade Organization (WTO), held at Pani Bhaban, Panthapath, Dhaka.
The meeting covered a broad range of topics, including enhancing Bangladesh’s trade resilience in the face of global economic uncertainty, expanding regional cooperation, and attracting investment in green industrial infrastructure.
Rizwana Hasan noted, to ensure long-term economic stability, Bangladesh must achieve strategic autonomy by developing alternative logistics and export routes. Our economic sovereignty is vital for national survival.
Adhikari discussed global trade dynamics impacting Bangladesh’s key export sectors, particularly ready-made garments, and stressed the need for fast-tracking the development of export-oriented industrial facilities. He also emphasized the importance of diversifying trade partnerships and responding to shifting regional trade policies.
Highlighting the link between trade and climate action, Mr. Adhikari spoke about Bangladesh’s potential to access international climate finance through better coordination between trade and environmental policies. He shared examples from EIF-supported countries like The Gambia, where coordinated efforts led to the formulation of green recovery plans and major investment proposals for sustainable industrial development.
The meeting concluded with a shared commitment to advancing sustainable trade practices, strengthening regional ties, and pursuing innovative solutions for green industrial transformation.
#
Dipankar/Mehedi/Rafiqul/Joynul/2025/2000 hour
তথ্যবিবরণী নম্বর: ৩১৮৪
দেশে কোনো খাদ্য সংকট হবে না
--- কৃষি উপদেষ্টা
সুনামগঞ্জ, ২৭ চৈত্র (১০ এপ্রিল):
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, দেশে খাদ্যশস্যের উৎপাদন খুব ভালো হয়েছে। এবার খাদ্য সংকটের কোনো সম্ভবনা নেই। পর্যাপ্ত খাদ্য মজুত আছে।
উপদেষ্টা আজ সুনামগঞ্জের সদর উপজেলার দেখার হাওড়ে বোরো ধান কাটা উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।
হাওড়ের বাঁধ ভেঙ্গে যাওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষি উপদেষ্টা বলেন, বাঁধের কোন সমস্যা থাকলে এখনই বলেন সেটা সমাধান করার ব্যবস্থা নেওয়া হবে। যদি কোন বাঁধ নিয়ে সমস্যা হয় তাহলে সেই প্রকৌশলীর সমস্যা হবে বলে উপদেষ্টা হুঁশিয়ারি দেন। বাঁধ নিয়ে যদি কোনো শঙ্কা থাকে তাহলে ওই ইঞ্জিনিয়ারেরও শঙ্কা থাকবে।
ধান যখন কেনা শুরু হয় তখন মাঠেই মধ্যস্বত্বভোগীরা কম দামে ধান নিয়ে যায় এমন প্রশ্নের জবাবে কৃষি উপদেষ্টা বলেন, এজন্য এবার সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনছে, সিন্ডিকেট থাকলে আপনারা আমাদের জানান আমরা ব্যবস্থা নেব।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভাগ ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে উপদেষ্টা বোরো ধান কাটার উদ্বোধন করেন ও কৃষকদের সাথে সরাসরি মতবিনিময় করেন।
পরে উপদেষ্টা শান্তিগঞ্জ উপজেলার এল এস ডি পরিদর্শন করেন।
#
জাকির/মেহেদী/রানা/রফিকুল/জয়নুল/২০২৫/২০৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩১৮৩
বাণিজ্য উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্যদূতের বৈঠক
ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল):
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্যদূত ব্যারোনেস রোজি উইন্টারটন বৈঠক করেছেন। বৈঠকে তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন, বাণিজ্য-বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের রপ্তানি পণ্যের অন্যতম প্রধান গন্তব্যস্থল। বাণিজ্য বাধা দূরীকরণের মাধ্যমে দু’দেশের বাণিজ্য ভলিউম বাড়ানোর সুযোগ রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি সেক্টরকে সংযুক্ত করতে যুক্তরাজ্যের বাণিজ্যদূতের প্রতি আহ্বান জানান তিনি।
যুক্তরাজ্যের বাণিজ্যদূত ব্যারোনেস রোজি উইন্টারটন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে চলমান অর্থনৈতিক সংস্কার-সহ বিভিন্ন সংস্কারে সহযোগিতা দিয়ে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়কে সহযোগিতার অংশ হিসেবে ট্রেড নেগোসিয়েশন, ক্যাপাসিটি বিল্ডিং ও ট্রেড পলিসি প্রণয়নে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।
#
কামাল/মেহেদী/রফিকুল//জয়নুল/২০২৫/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩১৮২
কেউ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
--স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেট, ২৭ চৈত্র (১০ এপ্রিল):
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগের থেকে দেশের আইন-শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। ভবিষ্যতে আর কোনো মব সহ্য করা হবে না। কেউ আইন নিজের হাতে তুলে নিতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা আজ সিলেটে বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
মবের বিরুদ্ধে সবাইকে অবস্থান নেবার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেহেতু থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি সেহেতু লুট হওয়া অস্ত্র বাহিরে থাকলে কিছুটা নিরাপত্তার হুমকি তো থাকবেই। তবে ৫ আগস্টের পর দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন, অনেক সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়, কেন না অনেক গাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হয়েছে। আর আমরাও এখনো নতুন গাড়ি তাদেরকে দিতে পারিনি। তাই পুলিশকে পূর্ণ সামর্থ্যে এখনো ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সবমিলিয়ে এখনো পুলিশকে পুনর্গঠন করা যায়নি। সামনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতির আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
থাকা-খাওয়াসহ পুলিশের অনেক সমস্যা সত্ত্বেও তাদের কাছে জনগণের প্রত্যাশা অনেকে উল্লেখ করে তিনি বলেন, তাদের অবস্থার উন্নতি হওয়া দরকার। কিছু পেতে হলে তো তাদের দিতে হবে কিছু। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে চিঠি পাঠানোর পর আপডেট আছে কি না এ প্রশ্নে তিনি বলেন, ইন্টারপোলে চিঠি দেওয়া হয়েছে, তবে সে বিষয়ে এখনও নতুন কোনো তথ্য নেই।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান-সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে স্বরাষ্ট্র উপদেষ্টা সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ঘটনা তো কিছু ঘটবেই। আপনারা দেখবেন যে আমরা সেটার বিরুদ্ধে কোনো প্রতিকার নিয়েছি কি না? যারা এ ধরনের অপকর্ম করেছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। ভবিষ্যতেও যদি কেউ এরকম করে তাদেরও আইনের আওতায় আনা হবে।
উপদেষ্টা বলেন, ভবিষ্যতে মব সৃষ্টিতে আগ্নেয়াস্ত্র যাতে কোনোভাবেই ব্যবহার না করা হয় সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। ভবিষ্যতে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার হলে আপনারা আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে আনবেন, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তিনি গণমাধ্যম কর্মীদের কাছে অনুরোধ করেছেন সঠিক সংবাদটা পরিবেশন করার। তাহলে দেশেরও মঙ্গল হবে এলাকারও পরিস্থিতি শান্ত থাকবে।
#
জাকির/মেহেদী/রফিকুল/আব্বাস/২০২৫/১৭৫৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩১৮১
সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল):
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে আজ জাতীয় সংসদ ভবনে কমিশন কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংস্কার প্রস্তাব সম্পর্কিত মতামত জমা দেয় দলটির মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন ৷
ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলে আরো ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আলী আকন, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এবং সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ুম।
সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। গত ১৫ ফেয়াব্রুরি থেকে এই কমিশনের কার্যক্রম শুরু হয়।
প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৯ টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এ পর্যন্ত ৩২টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত পেয়েছে।
সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। ইতোমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, বাংলাদেশ লেবার পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং নাগরিক ঐক্যের সাথে আলোচনা করেছে কমিশন। আগামী শনিবার বাংলাদেশ জাসদ এবং জাকের পার্টির সাথে কমিশনের আলোচনা হওয়ার কথা রয়েছে ৷
#
পবন/তৌহিদ/শাহিদা/মিতু/সুবর্ণা/শফিক/২০২৫/১৪৫৫ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর: ৩১৮০
এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষা উপদেষ্টা
ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল):
শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার আজ ঢাকায় এসএসসি ও সমমানের পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া কামিল মাদ্রাসা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, এবারের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে, পরীক্ষার পরিবেশ ভালো। এবারের পরীক্ষায় তিন হাজার ৭১৫টি কেন্দ্রে ত্রিশ হাজার ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯ লক্ষ ২৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। সরকার সচেতনভাবে কাজ করায় এবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। সামনের দিনগুলোতেও এবিষয়ে সাংবাদিক, অভিভাবকসহ সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
উপদেষ্টা বলেন, গুজব পরিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মানসিকভাবে চাপে ফেলে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষা নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।
#
সিরাজ/তৌহিদ/শাহিদা/মিতু/সাঈদা/আসমা/২০২৫/১৫৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩১৭৯
পরিবেশ উপদেষ্টার সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বৈঠক
জলবায়ু পদক্ষেপ, নদী পুনরুদ্ধার, এবং পরিবেশ সংরক্ষণে সমন্বিত ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ
ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে ঢাকায় পান্থপথে পানি ভবনে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইসের এক বৈঠক আজ অনুষ্ঠিত
হয়। এসময় জলবায়ু পদক্ষেপ, নদী পুনরুদ্ধার, এবং পরিবেশ সংরক্ষণে সমন্বিত ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে পরিবেশ উপদেষ্টা বলেন, সব পরিকল্পনা ও কর্মকাণ্ডের বিশ্লেষণ দরকার। একটি নির্দিষ্ট দিনে সকল উন্নয়ন সহযোগীদের একত্রিত করলে মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় সহজ হবে এবং পানি ব্যবস্থাপনায় গতি আসবে।
উপদেষ্টা সাম্প্রতিক সাফল্যের মধ্যে বিভাগভিত্তিক নদী পুনরুদ্ধার, খাল সংস্কার এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়নের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্পে গণশুনানি বাধ্যতামূলক করতে হবে। স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
এসময় ক্লাইমেট প্রোসপারিটি প্ল্যান, হালনাগাদ এনডিসি এবং এডিবি, ইউরোপীয় ইউনিয়ন ও সুইডেনের সঙ্গে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়। তারা প্রায় এক দশক ধরে বন্ধ থাকা এনভায়রনমেন্ট কমিউনিটি অব প্র্যাকটিস সক্রিয় করার ওপর জোর দেন। কার্যকর আন্তঃমন্ত্রণালয় সহযোগিতার জন্য কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
গুইন লুইস বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, জাতীয় নীতির সঙ্গে স্থানীয় উদ্যোগ ও আন্তর্জাতিক লক্ষ্য মিলিয়ে পরিকল্পনা করতে হবে।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, জাতিসংঘ অফিসের জলবায়ু বিশেষজ্ঞ হর্ষদ গাইকোয়াড় এবং জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
দীপংকর/তৌহিদ/শাহিদা/সুবর্না/সাঈদা/আসমা/২০২৫/১২২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩১৭৮
জাতীয়ভাবে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদ্যাপিত হবে
ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল):
জাতীয়ভাবে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদ্যাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
নববর্ষের কর্মসূচির মধ্যে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পহেলা বৈশাখ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পার্বত্য কমপ্লেক্স থেকে তিন পার্বত্য জেলার শোভাযাত্রা শেষে রমনা পার্কে ফুল ভাসানো। এ বছর বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, মনিপুরী ও অন্যান্য জাতিগোষ্ঠী এবং নারী ফুটবলারদের অংশগ্রহণে সর্বজনীন শোভাযাত্রা হবে বলে আশা করা হচ্ছে। পহেলা বৈশাখ সকালে রমনা বটমূলে ছায়ানটের এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে সুরের ধারার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া বুলবুল ললিতকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, গারো সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বাংলা নববর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজন করবে। বাংলা একাডেমি ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের আয়োজনে একাডেমি প্রাঙ্গণে সাত দিনব্যাপী নববর্ষের মেলা, আলোচনা সভাসহ অনুষ্ঠানমালার আয়োজন করা হবে। নববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে ক্রোড়পত্রের পরিবর্তে পত্রিকাসমূহে বিশেষ ফিচার প্রকাশ করা হবে। নববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পহেলা বৈশাখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং শিল্পকলা একাডেমির উদ্যোগে বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় একটি বর্ণাঢ্য ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা
হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তরসমূহ বাংলা নববর্ষ উপলক্ষ্যে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করবে।
চৈত্র সংক্রান্তিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সোহ্রাওয়ার্দী উদ্যানে চৈত্র সংক্রান্তি কনসার্ট আয়োজন করবে। এছাড়া পহেলা বৈশাখে ভ্রাম্যমাণ সংগীত, চিত্র প্রদর্শনী ও লাঠিখেলার আয়োজন করা হবে।
প্রতিটি জেলা, উপজেলায় পহেলা বৈশাখের শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় সাড়ম্বরে বাংলা নববর্ষ উদ্যাপন করবে। সকল কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে (এতিমখানা) ঐতিহ্যবাহী বাংলা খাবার সরবরাহ করা হবে। সকল জাদুঘর ও প্রত্নস্থান সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। এছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহও বাংলা নববর্ষ উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে।
#
মালেক/তৌহিদ/শাহিদা/মিতু/সাঈদা/আসমা/২০২৫/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫১
টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল):
সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো:
মূলবার্তা:
“৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী যে সকল প্রার্থী ৪৪তম বিসিএসের ভাইবার জন্য অপেক্ষমাণ, তাদের ভাইবা পরীক্ষা স্থগিত থাকবে এবং পরবর্তী সুবিধাজনক সময়ে এই পরীক্ষা নেয়া হবে।”
#
সাহিদা/তৌহিদ/শাহিদা/রমজান/সাঈদা/শফিক/২০২৫/১১০০ ঘণ্টা