তথ্যবিবরণী নম্বর : ২৪৫৩
দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো ছিল বঙ্গবন্ধুর জীবনের মূল লক্ষ্য
-- স্পিকার
ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বিশ্বের বুকে বাংলাদেশ উন্নয়নের রোলমডেল। বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে দেশকে বিশ্বে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে।
স্পিকার আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৫ উপলক্ষে ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা সমিতি আয়োজিত “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
স্পিকার বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো ছিল বঙ্গবন্ধুর জীবনের মূল লক্ষ্য। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, শোষণ ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক যেকোন ধরণের শোষণের বিপক্ষে তিনি ছিলেন সোচ্চার।
অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।
ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারুক খান বক্তব্য রাখেন। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাড. উম্মে রাজিয়া কাজল বক্তব্য রাখেন।
#
মঞ্জুর/আফরাজ/নবী/মোশারফ/জয়নুল/২০১৫/২২০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৫১
পরিবেশ ও বনমন্ত্রীর সাথে ইউএসএআইডি’র প্রশাসকের সাক্ষাৎ
ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইউএসএআইডি’র ভারপ্রাপ্ত প্রশাসক আলফনসো ই লেনহার্ডট (অষভড়হংড় ঊ. খবহযধৎফঃ) আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেনের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট (গধৎপরধ ইবৎহরপধঃ) উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে মন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সমস্যা কোনো একক দেশের নয়। প্রায় সবদেশেরই সমস্যা এটি। এজন্য সব দেশকে ঐক্যবদ্ধভাবে জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলায় কাজ করতে হবে।
আলফনসো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, ইতোমধ্যে ওবামা প্রশাসন বৈশ্বিক এ সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ইউএসআইডি’র সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
#
পাশা/আফরাজ/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৫/২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৫০
মেঘনা-দাউদকান্দি নৌপথ খনন কাজ উদ্বোধন করলেন নৌপরিবহণ মন্ত্রী
দাউদকান্দি (কুমিল্লা), ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :
নদীমাতৃক বাংলাদেশের নাব্যতা উন্নয়নের লক্ষ্যে ২০৪৮ কোটি টাকা ব্যয়ে ২০টি ড্রেজার সংগ্রহ করা হবে। সরকারের গত মেয়াদে ১১টি ড্রেজার সংগ্রহ করা হয়েছে, আরো ৩টি ড্রেজার নির্মাণাধীন রয়েছে।
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ দাউদকান্দিতে মেঘনা, গোমতী নদীর মেঘনার মুখ-দাউদকান্দি নৌপথে ড্রেজিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য সুবিদ আলী ভূইয়া এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
মেঘনার মুখ-দাউদকান্দি নৌপথে খনন কাজ সম্পন্ন হলে ঢাকা-নারায়ণগঞ্জ-কুমিল্লার সাথে নৌ যোগাযোগ উন্নত হবে এবং সারাবছর নির্বিঘেœ নৌপথে মালামাল পরিবহণ সহজ হবে। এর ফলে নৌপথটিতে ১২০ ফুট প্রস্থ এবং ১০ ফুট গভীরতা বিদ্যমান থাকবে। ৪০ কিলোমিটার দীর্ঘ নৌপথের নাব্যতা উন্নয়নে ১৪ লাখ ঘনমিটার মাটি খনন করা হবে। প্রথম পর্যায়ে ৬ লাখ ঘনমিটার খনন কাজের মধ্যে ৪ লাখ ঘনমিটার মাটি খনন কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ২ লাখ ঘনমিটার খনন কাজ দাউদকান্দি ব্রিজ সংলগ্ন করা হবে। এজন্য ব্যয় হবে ৩ কোটি টাকা। অবশিষ্ট ৮ লাখ ঘনমিটার খনন কাজ প্রক্রিয়াধীন রয়েছে।এজন্য ব্যয় হবে ১৩ কোটি টাকা।
উল্লেখ্য, ১২টি নৌপথে ৮৮ লাখ ঘনমিটার খনন সম্পন্ন করে ৩২০ কিলোমিটার নৌপথ নাব্য করা হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ১০৬ কোটি টাকা।
এর আগে নৌপরিবহণ মন্ত্রী কাঁচপুর ল্যান্ডিং স্টেশন প্রাঙ্গণে একটি গাছের চারা রোপনের মাধ্যমে বনায়ন কার্যক্রম উদ্বোধন করেন।
মন্ত্রী আজ মুন্সিগঞ্জে শিমুলিয়া বাজার ও খুরিয়া গ্রামে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, পানি সম্পদ প্রতিমন্ত্রী মোঃ নজরুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।
মন্ত্রীগণ নদী ভাঙন রোধকল্পে দ্রুত পর্যাপ্ত জিও ব্যাগ ফেলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
#
হালিম/আফরাজ/নবী/মোশাররফ/রফিফুল/জয়নুল/২০১৫/২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৪৯
ভারতের নয়াদিল্লিতে আন্তর্জাতিক সম্মেলনে
যোগদানশেষে স্বাস্থ্যমন্ত্রীর দেশে প্রত্যাবর্তন
ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘প্রতিরোধযোগ্য শিশু ও মাতৃমৃত্যু নির্মূলে বৈশ্বিক আহ্বান-২০১৫’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগদানশেষে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আজ দেশে ফিরেছেন।
গত বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লির হোটেল তাজ-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ সম্মেলন উদ্বোধন করেন। ভারতের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাসহ এশিয়া ও আফ্রিকার ২৪টি দেশের স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন।
সম্মেলনে মোহাম্মদ নাসিম মা ও শিশু মৃত্যুহার হ্রাসে বাংলাদেশের সাফল্য ও ভবিষ্যৎ উদ্যোগ তুলে ধরে বক্তৃতা করেন। তিনি মা ও শিশুমৃত্যু নির্মূলে এমডিজি পরবর্তী সময়ের পরিকল্পনা প্রণয়নে অংশীদারিত্ব ও সহযোগিতামূলক পদক্ষেপ গ্রহণে প্রাধান্য দিতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী ভারত সফরকালে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মূখার্জির সাথে সাক্ষাৎ করে শুভ্রা মূখার্জির মৃত্যুতে গভীর শোক ও সহানুভূতি জানান। নয়াদিল্লিতে শুভ্রা মূখার্জির শ্রাদ্ধ অনুষ্ঠানেও মন্ত্রী অংশ নেন। এসময় তাঁর স্ত্রী লায়লা আরজু এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী উপস্থিত ছিলেন।
ভারত সফরকালে মন্ত্রী ভারতের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সাথে পৃথকভাবে বৈঠক করেন। এ সময় তিনি ভারত কর্তৃক বাংলাদেশকে প্রদেয় ঋণ ব্যয়ে বাংলাদেশের স্বাস্থ্য পরিসেবায় বরাদ্দ করার আহ্বান জানালে জে পি নাড্ডা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। বৈঠকে চারটি মেডিকেল কলেজ হাসপাতাল, একটি ক্যান্সার ও একটি বার্ন ইনস্টিটিউট স্থাপনসহ বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে ভারত সহযোগিতা করবে বলেও সেদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে আশ্বস্ত করেন।
সম্মেলন উদ্বোধনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে স্বাস্থ্যমন্ত্রী কুশলাদি বিনিময় করেন।
#
পরীক্ষিৎ/আফরাজ/নবী/মোশারফ/জয়নুল/২০১৫/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৪৮
সংবিধান ও গণতন্ত্রের মূল্যবোধ কর্মদক্ষতা বৃদ্ধি করবে
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাষ্ট্রীয় কর্মচারীদের দক্ষতা উন্নয়নের কাজে সংবিধান ও গণতন্ত্রের মূল্যবোধের অন্তর্ভুক্তি আবশ্যক।
মন্ত্রী আজ ঢাকায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘সরকারি কর্মকমিশন এবং তথ্য কমিশনের দক্ষতা ব্যবস্থাপনা পদ্ধতি’ নিয়ে ‘বিআইজিডি’ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘রাষ্ট্রের কাজে নিয়োজিতদের সংবিধান ও আইনের সংশ্লিষ্ট ধারাগুলো অবশ্যই অধ্যয়ন করা উচিত। এর ফলে তারা কোন অন্যায় তদবির-সুপারিশের কাছে নত না হয়ে আইনসম্মতভাবে দায়িত্ব পালনে আরো অগ্রণী হতে পারবেন।’
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান একরাম আহমেদ, তথ্যসচিব মরতুজা আহমদ এবং তথ্য কমিশনার অধ্যাপক ড. খুরশীদা বেগম সাঈদ বিশেষ অতিথি হিসেবে সেমিনারে বক্তৃতা করেন। সেমিনারে প্রারম্ভিক বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ নজরুল ইসলাম।
তথ্যমন্ত্রী বলেন, দারিদ্র্য, নারী-পুরুষ বৈষম্য, পরিবেশের অভিঘাত এবং জঙ্গি আতঙ্কের বিরুদ্ধে চার যুদ্ধে লিপ্ত বাংলাদেশকে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি সকল ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন জরুরি।
হাসানুল হক ইনু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রাষ্ট্রীয় কর্মচারীদের দক্ষতা উন্নয়নের যে কাজ হাতে নিয়েছেন, তা অতীতের সাম্প্রদায়িক-সামরিক শাসনের জঞ্জালমুক্ত, গণতান্ত্রিক, পরিবেশবান্ধব, ডিজিটাল এবং বৈষম্যহীনভাবে সমৃদ্ধ দেশ গড়তে যেমন কর্মচারীদের সক্ষম করবে তেমনি তাদের দক্ষ সেবা উদ্বুদ্ধ করবে সকলকে।’
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, গত বছর থেকে মন্ত্রণালয়গুলোতে চালু হওয়া দক্ষতা ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় এ পর্যন্ত ৪৯টি মন্ত্রণালয়ের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর ফলে মন্ত্রণালয়গুলোর দক্ষতা নিরূপণ সহজ হবে।
বিশ্বব্যাংকের সহায়তায় সেমিনারের আয়োজক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অভ্ গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এর নির্বাহী পরিচালক ড. সুলতান হাফিজ রহমানের সভাপতিত্বে ‘বাংলাদেশে সরকারি দক্ষতা ব্যবস্থাপনা পদ্ধতি’ শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইন। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ‘বাংলাদেশে সরকারি দক্ষতা ব্যবস্থাপনা পদ্ধতির প্রয়োগ’ বিষয়ে আলোচনা উপস্থাপন করেন।
#
আকরাম/আফরাজ/নবী/মোশারফ/রফিকুল/জয়নুল/২০১৫/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৪৭
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত
সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :
জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এম আবদুল লতিফ, আ ফ ম বাহাউদ্দিন (নাছিম), মোঃ শিবলী সাদিক এবং নাসিমা ফেরদৌসী অংশগ্রহণ করেন।
বৈঠকে ২৫ বছর বা তদুর্ধ্ব বয়স উত্তীর্ণ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা, উৎপাদিত বিদ্যুতের বিক্রয় মূল্য এবং পৃথক পৃথক বিদ্যুৎ কেন্দ্রের বিপরীতে রক্ষণাবেক্ষণ খরচসহ সার্বিক অবস্থা, পরিকল্পিতভাবে বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলসমূহে গুণগতমান সম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন ও সরবরাহ ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন এবং বাংলাদেশ পল্লিবিদ্যুতায়ন বোর্ডের কার্যক্রম সম্প্রসারণের উদ্দেশ্যে গৃহীত ব্যবস্থার ওপর আলোচনা করা হয়।
কমিটি খুলনাতে গ্যাস উৎপাদনের জন্য বুস্টার কম্প্রেসার ক্রয়ে ৫শ’ কোটি টাকা ব্যয়ে যন্ত্রপাতি ক্রয়ের বিষয়ে পুনঃতদন্ত করার জন্য কমিটির সদস্য এম আবদুল লতিফকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি সংসদীয় সাবকমিটি গঠন করে। সাবকমিটির অন্য সদস্য হলেন- মোঃ শিবলী সাদিক ও বেগম নাসিমা ফেরদৌসী। বৈঠকে গঠিত সাবকমিটিকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সুপারিশ করা হয়।
বৈঠকে গ্যাস এবং বিদ্যুতের মূল্য পুনঃনির্ধারণের বিষয়টি বিবেচনা করার জন্য উদ্যোগ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয় এবং উৎপাদিত বিদ্যুৎ চাহিদা মোতাবেক সরবরাহ করতে প্রতিবন্ধকতা দূরীকরণের পরামর্শ দেয়া হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ পল্লিবিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
হালিম/আফরাজ/মোশাররফ/রফিফুল/জয়নুল/২০১৫/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৪৫
হলিক্রস কলেজে স্পিকার
নারী শিক্ষার ক্ষেত্রে সিস্টার মেরির অবদান সকলে শ্রদ্ধাভরে স্মরণ করবে
ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী শিক্ষার মহীরূহ সিস্টার জোসেফ মেরি (ঝরংঃবৎ ঔড়ংবঢ়য গধৎু) নারী শিক্ষার অগ্রদূত হিসেবে আমাদের মাঝে বেঁচে থাকবেন। হলিক্রস কলেজের সামগ্রিক শিক্ষার উন্নয়নে তাঁর অবদান অপরিসীম ।
স্পিকার আজ ঢাকায় হলিক্রস কলেজ অডিটোরিয়ামে হলিক্রস কলেজের সাবেক প্রিন্সিপাল সিস্টার জোসেফ মেরির স্মরণসভায় বক্তৃতাকালে একথা বলেন।
তিনি বলেন, নারী শিক্ষার ক্ষেত্রে মেরি যে অবদান রেখেছেন তা সকলে শ্রদ্ধাভরে স্মরণ করবে। তার দেয়া শিক্ষা ও মূল্যবোধগুলো সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা: দীপু মনি, সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন, হলিক্রস কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও এবং হলিক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা গোমেজ বক্তব্য রাখেন।
#
মঞ্জুর/আফরাজ/মোশাররফ/রফিকুল/আব্বাস/২০১৫/১৮১৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৪৩
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক
শেখ আব্দুল আজিজের বাসায় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী
ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী ও সাবেক মন্ত্রী শেখ আব্দুল আজিজকে গুলশানের একটি বাসায় দেখতে যান। এসময় মন্ত্রী তাঁর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, শেখ আব্দুল আজিজের বয়স ৮৪ বছর এবং তিনি এখন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন।
#
তথ্যবিবরণী নম্বর : ২৪৪৪
মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) ভর্তি পরীক্ষার
দ্বিতীয় রিলিজ সিøপের মেধাতালিকা প্রকাশ
ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমের দ্বিতীয় রিলিজ সিøপের মেধাতালিকা আজ প্রকাশিত হয়েছে ।
উক্ত ফল ঝগঝ এর মাধ্যমে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে -ঘট<ংঢ়ধপব>অঞগঋ <ংঢ়ধপব>জঙখখ ঘঙ লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করলে ফল জানা যাবে এবং রাত ৯টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ থেকে ফল পাওয়া যাবে।
#
ওয়ালিদ/আফরাজ/মোশাররফ/রফিফুল/জয়নুল/২০১৫/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৪২
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-কর্মচারীদের
আগস্ট মাসের বেতন-ভাতাদি ও উৎসব ভাতার চেক হস্তান্তর
ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের আগস্ট ২০১৫ মাসের বেতন-ভাতাদি এবং ঈদুল আজহার উৎসবভাতার সরকারি অংশের ১২টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত উক্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা হতে শিক্ষক-কর্মচারীগণ তাদের স¦ স¦ ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে আগস্ট ২০১৫ মাসের বেতন-ভাতাদি ও উৎসব ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
উল্লেখ্য, জুলাই ২০১৫ মাসের বেতন-ভাতার এমপিও কপি বা ভাউচার সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছানোর কারণে অথবা অন্য কোন কারণে যে সকল প্রতিষ্ঠান বেতন-ভাতাদি উত্তোলন করতে পারেনি সে সকল প্রতিষ্ঠান বর্তমান মাসের নির্ধারিত সময়ের মধ্যে তা উত্তোলন করতে পারবেন।
#
আফরাজ/নবী/মোশারফ/জয়নুল/২০১৫/১৯১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৪১
শিশুরা দেশের সবচেয়ে বড় সম্পদ
---মেহের আফরোজ চুমকি
ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বিশ্বের অনেক উন্নত দেশে এখন বয়স্ক লোকের সংখ্যা অনেক বেশি, সেই তুলনায় শিশুর সংখ্যা অনেক কম। যা ঐ সমস্ত দেশের জন্য একটা বড় সমস্যা। কিন্তু বাংলাদেশে জনসংখ্যার প্রায় ৪৪ ভাগ শিশু। জনসংখ্যার এ বিরাট অংশকে যদি আমরা শিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশ অবশ্যই উন্নত দেশে পরিণত হবে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাসাবোতে অভয় বিনোদিনী উচ্চ বিদ্যালয়ে ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব (ঢাকা ফেইম এন্ড ফেইথ) আয়োজিত চিলড্রেন ডিগনিটি সপ্তাহের উদ্বোধন ও শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব বিশ্বের ২০৮টি দেশে প্রায় ১০ কোটি শিশুদের নিয়ে কাজ করছে যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি শিশুদের উন্নয়ন ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
পরে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
অভয় বিনোদনী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#
খায়ের/আফরাজ/রফিকুল/মোশারফ/আব্বাস/২০১৫/১৭১২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৪০
বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষা নদীতীরে ২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ সম্পন্ন
টঙ্গী (গাজীপুর), ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :
নদীতীরের উচ্ছেদকৃত ভূমি পুনরায় যাতে দখল না হয় সেজন্য বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষা নদীতীরের ব্যাংক প্রটেকশনসহ এ পর্যন্ত ২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। আরো ৩০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হবে। নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান ২৯ আগস্ট টঙ্গী নদীবন্দর টার্মিনাল ভবন প্রাঙ্গণে তুরাগ নদীর টঙ্গী এলাকায় দু’পাড়ে নির্মিত ৫ দশমিক ৪৬ কিলোমিটার ওয়াকওয়ের উদ্বোধনকালে এ কথা বলেন।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মক্তব্য রাখেন সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, বিআইডব্লিউটিএ’র সদস্য (প্রকৌশল) রফিকুল হক ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
টঙ্গী এলাকায় আরসিসি কলাম/রিটেইনিং ওয়াক ব্যাংক প্রটেকশনসহ ৫ দশমিক ৪৬ কিলোমিটার ওয়াকওয়ে, স্টেপ্স/স্টেয়ারস নির্মাণ ২০ কোটি ছয় লাখ টাকা ব্যয় হয়েছে।
উল্লেখ্য, এর আগে শ্যামপুর থেকে ফতুল্লা পর্যন্ত ৫ কিলোমিটার, আমিনবাজার থেকে গাবতলী পর্যন্ত ৪ দশমিক ২৮ কিলোমিটার, কাঁচপুর থেকে টানবাজার পর্যন্ত ৫ দশমিক ৩৮ কিলোমিটার মোট ১৪ দশমিক ৬৬ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে।
#
জাহাঙ্গীর/অনসূয়া/শাহআলম/খাদীজা/আসমা/২০১৫/১৪২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৩৯
দ্রুততম সময়ের মধ্যেই এপিআই শিল্পপার্কে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত
ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :
দ্রুততম সময়ের মধ্যেই মুন্সিগঞ্জের গজারিয়ায় নির্মাণাধীন অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) শিল্পপার্কে গ্যাস সরবরাহ করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে বিসিকের সাথে সমন্বয় করে পেট্রোবাংলা ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করবে।
আজ এপিআই শিল্পপার্কে দ্রুত গ্যাস সরবরাহের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এতে সভাপতিত্ব করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এতে উপস্থিত ছিলেন।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ আবুবকর সিদ্দিক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরাগ, বিসিক চেয়ারম্যান আহমদ হোসেন খান, পেট্রোবাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহমদ, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নওশাদ ইসলাম, ঔষধশিল্প মালিক সমিতির প্রতিনিধি আব্দুল মুক্তাদির ও এম মোসাদ্দেক হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় এপিআই শিল্পপার্কে দ্রুত গ্যাস সরবরাহের লক্ষ্যে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এ সময় গ্যাস সংযোগ লাইন স্থাপনের ব্যয় মেটাতে প্রকল্প বরাদ্দ থেকে বিসিক ৩ কোটি টাকা ছাড় করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। অবশিষ্ট টাকা শিল্পপার্কে বরাদ্দ প্রাপ্ত মালিকদের কাছ থেকে ঔষধশিল্প মালিক সমিতি সমন্বয় করবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।
শিল্পমন্ত্রী বলেন, ওষুধশিল্প বাংলাদেশের একটি সম্ভাবনাময় শিল্পখাত। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৮০টি দেশে ওষুধ রপ্তানি করছে। এপিআই শিল্পপার্ক চালু হলে, বিদেশে ওষুধ রপ্তানির পরিমাণ বাড়বে। এর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সরকার বিশ্ব বাজারে ওষুধ রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত এ শিল্পপার্ক স্থাপন প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যেই এপিআই শিল্পপার্ক নির্মাণ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
#
জলিল/অনসূয়া/শাহআলম/খাদীজা/আসমা/২০১৫/১৪২০ ঘণ্টা