Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ ফেব্রুয়ারি ২০১৫

তথ্যবিবরণী 19/02/2015

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৫০৪

লর্ড স্পিকার ব্যারোনেস ডি সুজা দু’দিনের সফরে আগামীকাল আসছেন


ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :
লর্ড স্পিকার ব্যারোনেস ডি সুজা (খড়ৎফ ঝঢ়বধশবৎ ইধৎড়হবংং উ’ ঝড়ুঁধ) দু’দিনের সফরে আগামীকাল বাংলাদেশে আসছেন। ৮.৪০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর আমন্ত্রণে তিনি এ সফরে আসছেন। বিমানবন্দরে ড. শিরীন শারমিন চৌধুরী তাঁকে স¦াগত জানাবেন।
লর্ড স্পিকার ব্যারোনেস ডি সুজা আগামীকাল রাত ১২টার পর ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন।


#

হুদা/ফায়জুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/২১০০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৫০২


জামাদিয়াল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি
২১ ফেব্রুয়ারি থেকে জামাদিয়াল আউয়াল মাস শুরু

ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :
বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৩৬ হিজরি সনের পবিত্র জামাদিয়াল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামীকাল ২০ ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২১ ফেব্রুয়ারি শনিবার থেকে জামাদিয়াল আউয়াল মাস গণনা করা হবে।
আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (দায়িত্বপ্রাপ্ত) মোঃ আমজাদ আলী।
সভায় প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন) মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, সরকারি মাদ্রাসা-ই-আলীয়ার প্রিন্সিপাল প্রফেসর সিরাজউদ্দিন আহমদ, স্পারসোর পিএসও মোঃ শাহ আলম এবং বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী উপস্থিত ছিলেন।


#

ফায়জুল/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর :  ৫০১

গণমাধ্যমের কাজ বস্তুনিষ্ঠতা, ভারসাম্য রক্ষা নয়
                                     -- তথ্যমন্ত্রী
                                                         
ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণমাধ্যমের কাজ বস্তুনিষ্ঠতা, ভারসাম্য রক্ষা নয়। দেশের কবি-লেখক-সাহিত্যিক ও সংস্কৃতিসেবীদের আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, তালেবান, আইএস জঙ্গিদের মতই আগুন-সন্ত্রাসীরা যুগে যুগে গণমাধ্যম, কবি, লেখক ও শিল্পীদের শত্রু।

    মন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সভাকক্ষে সাংবাদিক ও শিক্ষক সামিয়া রহমানের ‘গণমাধ্যমের চাণক্য কৌশল’ ও ‘স্বপ্ন-বাণিজ্যে লক্ষ্মীপুষ্প’ দুটি গ্রন্থের প্রকাশনা উৎসবে এ আহ্বান জানান।

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এরপর ২১শে বইমেলার নজরুল মঞ্চে কবি লিটন আব্বাসের ‘বেনেবউ’ ও ‘ঝরোকায় আদল ভাঙ্গা রোদ’  এবং কবি মুজিব আলমের কাব্য গ্রন্থ ‘অন্তিম ইচ্ছের ধূপ’ এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। 

    মন্ত্রী বলেন, নিরপেক্ষতার নামে তথাকথিত ভারসাম্য রক্ষা গণমাধ্যমের কাজ নয়। উগ্রবাদীদের বিজ্ঞাপন প্রচার, মিথ্যাচার, উস্কানি, বিশেষ উদ্দেশ্য সাধনে প্রভাব বিস্তার বা রাজনৈতিক পক্ষাপক্ষিতে জড়িয়ে পড়াও গণমাধ্যমের কাজ নয়।
    
#

আকরাম/ফায়জুল/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/১৯৫০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর :  ৫০০

যৌতুকবিহীন বিবাহ নিশ্চিত করার পাশাপাশি জঙ্গিবাদী 
সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে হবে 
                                         -- তথ্যমন্ত্রী

ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মরমী গানের মাধ্যমে কন্যাশিশুর পুষ্টি, শিক্ষা, নিরাপদ কর্মক্ষেত্র ও যৌতুকবিহীন বিবাহ নিশ্চিত করার পাশাপাশি জঙ্গিবাদী সন্ত্রাস ও এদের নেতাদের বিরুদ্ধেও জনগণকে সচেতন করতে হবে।

    মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন আয়োজিত মরমী গানের মাধ্যমে লিঙ্গবৈষম্য দূরীকরণ প্রকল্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কমিশনের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মোঃ মনজুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কবি আসাদ চৌধুরী এবং পল্লি বাউলসমাজ উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা আফরোজা হক রীনা বক্তৃতা করেন। পল্লি বাউলসমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ফেরদৌসী নাজমা প্রকল্পটির  বাস্তবায়নের পদ্ধতি উপস্থাপন করেন।

    ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রাম ২০১৪-২০১৫ অধীনে এ প্রকল্পটির আওতায় যৌতুক, অপ্রাপ্ত বয়সে বিবাহ, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ নারী, বয়ঃসন্ধিকাল ও নারী ক্ষমতায়নের বিষয়ে সুনামগঞ্জের আটটি উপজেলায় ২৪টি গণসচেতনতামূলক পালাগানের আয়োজন করবে পল্লি বাউলসমাজ উন্নয়ন সংস্থা।

#

আকরাম/ফায়জুল/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২০৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর :  ৪৯৯

দু’তিন বছরের মধ্যে ইটালিতে রপ্তানি
২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে
                         -- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :
        বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের তৈরিপণ্য ইটালিতে জনপ্রিয়। আগামী দু’ থেকে তিন বছরের মধ্যে ইটালিতে বাংলাদেশের তৈরিপণ্যের রপ্তানির পরিমাণ ২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। গত ২০১২-১৩ সালে ইটালিতে রপ্তানি হয়েছে ১ হাজার ৩৬ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার এবং আমদানি ছিল ২৫০ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০১৩-১৪ অর্থবছরে রপ্তানি হয়েছে ১ হাজার ৩ শ’ ৩২ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার, একইসময়ে আমদানি হয়েছে ২৮৭ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার। গত একবছরে ইটালিতে রপ্তানি বেড়েছে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার। ইটালির সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই ভালো। ইটালির অনেক যন্ত্রপাতি বাংলাদেশের কলকারখানায় ব্যবহার করা হয়। তিনি বলেন, বাংলাদেশের তৈরিপণ্য ইটালির বাজারে জনপ্রিয় করে তোলার জন্য ইটালির বাণিজ্যমেলায় বাংলাদেশ অংশগ্রহণ করে থাকে। ইটালিতে বাংলাদেশের পণ্যের চাহিদা বেড়েই চলছে। 
    মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে সফররত ইটালির পররাষ্ট্র উপমন্ত্রী সেন বেনেদেত্তো দেলা ভেডোভা (Sen. Benedetto Della Vedova)-এর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন।
    তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যমআয়ের দেশ হিসেবে গড়ে তোলার জন্য শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ মধ্যমআয়ের দেশ হবার পরও যাতে এলডিসিভুক্ত দেশের চলতি সুযোগসুবিধা পায় সে বিষয়ে ইটালির পররাষ্ট্র উপমন্ত্রীর সাথে মতবিনিময় করা হয়েছে।
    মন্ত্রী ইটালি প্রতিনিধিদলকে বলেন, বাংলাদেশের তৈরিপোশাক কারখানাগুলোকে নিরাপদ ও কর্মবান্ধব করা হয়েছে। শ্রম আইন সংশোধন করে সময়োপযোগী করা হয়েছে। ফায়ার সেফটি ও বিল্ডিং সেফটি নিশ্চিত করা হয়েছে। ক্রেতাগোষ্ঠীর প্রতিনিধি অ্যাকর্ড ও অ্যালায়েন্স এ পর্যন্ত প্রায় আড়াই হাজার তৈরিপোশাক কারখানা পরিদর্শন করেছে। বাংলাদেশের তৈরিপোশাক নিয়ে বিভিন্ন সময়ে অপপ্রচার চালানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। 
    তোফায়েল আহমেদ দেশের চলমান রাজনৈতিক বিষয়ে সাংবাদিকদের বলেন, সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দেশের অগ্রগতি প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। এ অরাজকতা দেশের মানুষ সমর্থন করে না। দেশের মানুষের জীবনযাত্রা এখন স্বাভাবিক হয়ে  এসেছে।  এ বিষয়ে ইটালির পররাষ্ট্র উপমন্ত্রীকে অবহিত করা হয়েছে।
    বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে অতিরিক্ত সচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরী এবং অতিরিক্ত সচিব (রপ্তানি) মোঃ শওকত আলী ওয়ারেছী মতবিনিময়কালে উপস্থিত ছিলেন।
#
বকসী/ফায়জুল/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/১৯০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                     নম্বর :  ৪৯৮

 

স্পিকারের সাথে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :

     বাংলাদেশে সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল আজ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

          ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক সাবকমিটির ভাইস প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ড্যান প্রেদা (Cristian Dan Preda) এর নেতৃত্বে প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সংসদ সদস্য জোসেফ ওয়েডেইনহোলজার (Josef Weidenholzer) ও ক্যারল কারস্কি (Karol KARSKI) ।

     সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় তাঁরা ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। এছাড়া তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

     সাক্ষাৎকালে স্পিকার বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। দেশের তৈরিপোশাক শিল্পকে আরো উন্নত করে এ শিল্পকে এগিয়ে নিতে ইউরোপীয় ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

     তিনি বলেন, তৈরিপোশাকখাত বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সেক্টর। এ সেক্টরে কর্মরতদের ৮০ শতাংশই নারী। এসব নারীরা বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। তাই সরকার তাদের জন্য সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টি, প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান, আবাসিক সুযোগ সুবিধা এবং ডেকেয়ার সেন্টারসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করে চলছে।

     স্পিকার আরো বলেন, নারী অধিকার মানবাধিকারেরই অংশ। সকল নীতিমালা ও আইন নারী সংবেদনশীল করে তৈরি করে নারীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ সকল ধরণের উদ্যোগ গ্রহণ করেছে। সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশে মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস এবং বাল্যবিবাহ রোধে অগ্রগতি সাধিত হয়েছে। 

     মানবাধিকার বিষয়ে আলোচনা প্রসঙ্গে স্পিকার বলেন, সহিংসতা গণতন্ত্র বা রাজনীতির অংশ হতে পারেনা। সহিংসতা মানবাধিকারের চরম লঙ্ঘন।

          প্রতিনিধিবৃন্দ ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের জনগণের সম্পর্ক বৃদ্ধিতে উভয় পার্লামেন্টের প্রতিনিধিদের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

#

 

মঞ্জুর/ফায়জুল/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৪৯৭


জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান)
ভর্তি কার্যক্রম রিলিজ সিøপে আবেদন ২৩ ফেব্রুয়ারি শুরু

ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রম রিলিজ সিøপে অনলাইন আবেদন ২৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ২ মার্চ পর্যন্ত চলবে।
    ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী যে সকল শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পায়নি, মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এবং ভর্তি বাতিল করা হয়েছে, সে সকল শিক্ষার্থী রিলিজ সিøপে আবেদন করতে পারবে।
    এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ/ ধফসরংংরড়হং এ পাওয়া যাবে।


#

ফায়জুল/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮৪০ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৪৯৬

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :
    দশম জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৭ম বৈঠক আজ কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী’র সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
    বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী মুহাঃ ইমাজ ইমাজ উদ্দিন প্রামানিক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বেগম মন্নুজান সুফিয়ান, ফাহ্মী গোলন্দাজ বাবেল, ডাঃ মোঃ এনামুর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং সাবিনা আক্তার তুহিন অংশগ্রহণ করেন।
    পাট অধিদপ্তর এবং উফশী পাট প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয় এবং বৈঠকে জানানো হয়, চলতি ২০১৪-১৫ অর্থবছরে প্রকল্পের আওতায় বিএডিসি’র নিকট হতে ৪২২ মেট্রিকটন পাটবীজ ক্রয় করা হবে।
    বিজেএমসি এর মালিকানাধীন ও দখলিভুক্ত জমির বর্তমান অবস্থা সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয় এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, সে আলোকে ভবিষ্যতে কাজ করার সুপারিশ করা হয়।
    বৈঠকে বিজেএমসি’র মিলসমূহ বিএমআরই প্রকল্প গ্রহণ করে মিলগুলোকে আধুনিকীকরণ ও লাভজনক করার সুপারিশ করা হয়।
    বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।


#

মিজানুর/ফায়জুল/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৩৫ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ৪৯৫


     ইতালিতে সরকারিভাবে কর্মী পাঠানোর প্রস্তাব


ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :
    ইতালিতে সরকারিভাবে কর্মী পাঠানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার। একইসঙ্গে আনুষ্ঠানিকভাবে ও বৈধ প্রক্রিয়ায় ইতালিতে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করার বিষয়ে আলোচনা হয়েছে।
    আজ ইতালির পররাষ্ট্র উপমন্ত্রী সেন ভেনোদত্ত দেলা ভেদোভা (ঝবহ ইবহবফড়ঃঃধ উবষষধ ঠবফড়াধ) সঙ্গে বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ প্রস্তাব দেন।
    ঢাকার প্রবাসীকল্যাণ ভবনে মন্ত্রীর অফিসকক্ষে বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, ইতালি প্রতিবছরই মৌসুমি কিছু কর্মী বাংলাদেশ থেকে নেয়। কিন্তু এটা কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় না। দেশটির সফররত পররাষ্ট্র উপমন্ত্রীর সাথে এ নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, ইতালি সরকার প্রতিবছর কতজন কর্মী নিতে চায়, কোন কোন কাজে কর্মী নিতে চায় সে বিষয় আমাদের আনুষ্ঠানিকভাবে জানালে আমরা সে অনুযায়ী কর্মী পাঠাবো। প্রয়োজন হলে কর্মসংস্থানের জন্য ইতালিতে যেতে ইচ্ছুকদের আলাদা তথ্যভা-ার (ডাটাবেস) তৈরি করা হবে। পাশাপাশি ইতালি সরকারের চাহিদা অনুযায়ী কর্মীদের প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা নেয়া হবে।
    প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, কিছু অবৈধ রিক্রুটিং এজেন্সি কর্মীদের নানাভাবে ভুল তথ্য দিয়ে লাখ লাখ টাকার বিনিময়ে ইতালি পাঠায়। তাদের বেশিরভাগই মৌসুমী কর্মী। একটা সময় যখন তারা বেকার হয়ে যান তখন অবৈধভাবে পার্শ্ববর্তীদেশে পাড়ি জমান। তাই ভবিষ্যতে এ সমস্যা এড়াতে ইতালি সরকারকে আমরা প্রস্তাব দিয়েছি আনুষ্ঠানিকভাবে ও বৈধ প্রক্রিয়ায় কর্মী পাঠানোর ব্যবস্থা করতে। তিনি বলেন, কর্মীরা যাওয়ার আগেই জেনে বুঝে যাবেন। তবে অভিবাসন ব্যয় অবশ্যই শূন্যে নামিয়ে আনার কথা বলেছি। তিনি আরো জানান, ইতালির পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী দেশে ফিরেই এ নিয়ে আলোচনা করবেন এবং শিগগির ইতালির একটি প্রতিনিধিদল ঢাকায় আসবে।
    এর আগে বৈঠক শেষে বের হয়ে ইতালির পররাষ্ট্র উপমন্ত্রী সেন ভেনোদত্ত দেলা ভেদোভা সাংবাদিকদের বলেন, অর্থনৈতিক মন্দার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। যে কারণে ইতালিতে অভিবাসীদের কিছুটা সমস্যায় পড়তে হয়েছে। এটা শুধু বাংলাদেশি নয় অন্যদের ক্ষেত্রেও হয়েছে। তবে এ সমস্যা শিগগির কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। তখন অভিবাসীকর্মীদের বৈধ করার ব্যাপারে উদ্যোগ নেয়া হবে।
    বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা (গধৎরড় চধষসধ), ইতালির পররাষ্ট্র উপমন্ত্রীর কার্যালয়ের প্রধান লরেনজো গালানতি (খড়ৎবহুড় এধষধহঃর), ঢাকায় ইতালি দূতাবাসের উপপ্রধান এডমনডো ফ্যালকোনি (ঊফসড়হফড় ঋধষপড়হর), প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব খন্দকার মোঃ ইফতেখার হায়দারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন, ।


#

শহিদুল/ফায়জুল/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮২৫ঘণ্টা  


তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৪৯৪


নিরাপদ মুরগি ও ডিম রপ্তানি শুরুর আহ্বান কৃষিমন্ত্রীর


ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী নিরাপদ মুরগি ও ডিম উৎপাদনের মাধ্যমে দেশের পুষ্টি চাহিদাপূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি শুরু করতে পোল্ট্রিশিল্পের উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন।
আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে  নবম আন্তর্জাতিক পোল্ট্রি সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এবং আপামর জনগণের প্রচেষ্টায় আমাদের মাথাপিছু আয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক স্বচ্ছলতায় আমাদের জীবনমানের উন্নতি হচ্ছে। এখন কীভাবে মুরগির মাংস ও ডিম গ্রহণের হার দ্বিগুণ করা যায় সে লক্ষ্যে সংশ্লিষ্টদের কাজ করতে হবে।
তিনি বলেন, দেশে বিশৃঙ্খলাকারীরা পোল্ট্রিভ্যানে আগুন দিয়েছিল। এসব করে যে লক্ষ্যে তারা পৌঁছাতে চেয়েছিল তা পারেনি। নৈরাজ্যকারীরা হচ্ছে প্লেগ অভ্ সিভিলাইজেশন। এরা পোল্ট্রির এভিয়েন ইনফ্লুয়েঞ্জার মতো। তবে রাজনীতির এসব ইনফ্লয়েঞ্জা ক্ষণস্থায়ী। তিনি বলেন, একটি শক্তি দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে। জনগণকে সঙ্গে নিয়ে এ শক্তিকে প্রতিহত করবে সরকার।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর ই এন সিলভা বলেন, পোল্ট্রিশিল্প হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর পুষ্টি চাহিদাপূরণের অন্যতম উৎস। সুতরাং এ শিল্পের উন্নয়নে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আগামীবছর ৫-৯ সেপ্টেম্বর বেইজিং এ ওয়ার্ল্ড পোল্ট্রি কংগ্রেস অনুষ্ঠিত হবে বলে তিনি ঘোষণা দেন।
ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ ব্রাঞ্চের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিসচিব ইউনুসুর রহমান, ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের সচিব আর ডাব্লিউ মুল্ডার এবং প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক অজয় কুমার রায়।
তিন দিনব্যাপী বাংলাদেশের পোল্ট্রিশিল্পের সবচেয়ে বড় এ প্রদর্শনী ও সেমিনারে দেশের ২০৪টি এবং বিদেশের ৯৩টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সেমিনারে ৪৭টি টেকনিক্যাল পেপার উপস্থাপন করা হবে। ২১ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত এ প্রদশর্নী চলবে।


#

বিবেকানন্দ/ফায়জুল/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮১০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                             নম্বর : ৪৯৩


সিনিয়র তথ্য কর্মকর্তা তানিয়া সুলতানার ইন্তেকাল
তথ্যমন্ত্রী ও তথ্য সচিবের শোক প্রকাশ


ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :

    তথ্য অধিদফতর, ঢাকায় কর্মরত সিনিয়র তথ্য অফিসার তানিয়া সুলতানা আজ
ভোর ৫ টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল
৩৬ বছর। তিনি বিসিএস তথ্য সাধারণ ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা ছিলেন।

    মৃত্যুকালে তিনি দুই সন্তান ও স¦ামীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

    তানিয়া সুলতানার মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য সচিব মরতুজা আহমদ, প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি ও অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন এবং মহাসচিব স ম গোলাম কিবরিয়া গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া তথ্য অধিদফতর কর্মচারী কল্যাণ সমিতি গভীর শোক প্রকাশ করেছে। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    মরহুমা তানিয়া সুলতানাকে তেজগাঁও সরকারি কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে দাফন করা হয়।


#


ফায়জুল/মিজান/রফিকুল/আব্বাস/২০১৫/১৭২২ ঘন্টা

 

Todays handout (5).doc