Handout Number: 2763
UK State Minister met Mahmood Ali
Dhaka, August 28:
The visiting UK Minister of State for Department for International Development Rory Stewart met Foreign Minister Abul Hassan Mahmood Ali at the State Guest House Padma in Dhaka today.
During the meeting, the Foreign Minister, while highlighting the historic relationships between Bangladesh and the UK, mentioned that there is huge potential for strengthening cooperation between the two friendly countries.
The visiting Minister mentioned that the UK has the largest development cooperation worth of US$350 million (GBP 217 million) per year in Bangladesh. Minister Stewart praised the significant progress Bangladesh has made in socio-economic sector particularly, in alleviating poverty, attaining food security, education, health and sanitation and so on. He also accoladed Bangladesh’s macroeconomic fundamentals such as controlled inflation, stable currency and steady growth over a sustained period.
The Foreign Minister underscored on development cooperation and trade as the key elements for strengthening bilateral relations and urged the British Minister to continue duty free trade facilities once the Brexit issue would be finalized.
In response to Foreign Minister's query, the visiting UK Minister informed that the British Council is temporarily closed for some physical renovation works and would resume its full-fledged work soon.
It may be mentioned that the visiting UK Minister arrived Dhaka yesterday on a
3-day official visit to Bangladesh, who is the first senior level British Official visiting Bangladesh after Prime Minister Theresa May formed new government in the aftermath of Brexit.
#
Khaleda/Afraz/Sanjib/Rezaul/2016/2102 hours
তথ্যবিবরণী নম্বর : ২৭৬২
আইনমন্ত্রীর সাথে ব্রিটিশ উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
ঢাকা, ১৩ই ভাদ্র (২৮শে আগস্ট):
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সাথে আজ সচিবালয়ে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী (জড়ৎু ঝঃবধিৎঃ) ররি স্টুয়ার্ট সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে আইনমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে ব্রিটিশ প্রতিমন্ত্রীকে ধারণা দেন। তিনি বাংলাদেশের বিচারিক আদালতে মামলাজট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) সফলতার কথাও প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
এসময় আইনমন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত দু’জন যুদ্ধাপরাধী বর্তমানে যুক্তরাজ্যে আছে। তিনি ওই দু’জন যুদ্ধাপরাধীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ব্রিটিশ প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। এসময় ররি স্টুয়ার্ট বলেন, তিনি এ বিষয়ে তাঁর সরকারের সাথে আলোচনা করবেন।
আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসান ব্লেক এসময় উপস্থিত ছিলেন।
#
রেজাউল/আফরাজ/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৬/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৬১
জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধ হতে হবে
-- নৌপরিবহণ মন্ত্রী
ঢাকা, ১৩ই ভাদ্র (২৮শে আগস্ট):
বাংলার মাটিতে জঙ্গিবাদের কোন স্থান হবে না। তাদেরকে চিরতরে নির্মূল করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জঙ্গিবাদের প্রশ্রয় ও মদদদাতাদেরকে বিচারের আওতায় আনা হবে।
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ ঢাকায় মতিঝিলে সোনালী ব্যাংক চত্বরে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে আয়োজিত লাল পতাকা মিছিল-পূর্ব সমাবেশে একথা বলেন। শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ এবং আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন যৌথভাবে লাল পতাকা মিছিলের আয়োজন করে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন, ঠিক সে সময়ে স্বাধীনতাবিরোধী চক্র দেশকে অস্থিতিশীল করতে জঙ্গি হামলা চালিয়ে মানুষ হত্যা করছে। তিনি বলেন, মানুষ হত্যা করে যারা জঙ্গি ও সন্ত্রাস সৃষ্টি করে তারা ইসলামের শক্র।
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে লাল পতাকা মিছিলে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মিয়া, নাট্যব্যক্তিত্ব রোকেয়া প্রাচী, ব্যাংক কর্মচারী নেতা মো. কামালউদ্দিন আহমেদ, শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশ, গার্মেন্টস শ্রমিক নেতা জেড এম কামরুল আনাম, বিআইডব্লিউটিসি কর্মচারী নেতা মহসিন ভূঁইয়া অংশগ্রহণ করেন।
মিছিলটি মতিঝিলস্থ শাপলা চত্বর থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়।
মন্ত্রী পরে মতিঝিলস্থ বিআইডব্লিউটিএ ভবনে বিআইডব্লিউটিএ কর্মচারী ইউনিয়ন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান। আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, বিআইডব্লিউটিএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভোলা নাথ দে, কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল হোসেন ও শ্রমিক নেতা আক্তার হোসেন বক্তব্য রাখেন।
#
জাহাঙ্গীর/আফরাজ/মোশাররফ/মোশারফ/রেজাউল/২০১৬/১৮৫২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৬০
সংসদের স্টাফ নার্স নিয়োগের মৌখিক পরীক্ষা আগামীকাল
ঢাকা, ১৩ই ভাদ্র (২৮শে আগস্ট):
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র স্টাফ নার্স ও নার্স এর শূন্য পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামীকাল ২৯ আগস্ট ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ সরকারি কর্মকমিশন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকাতে অনুষ্ঠিত হবে।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তি গত ৪ আগস্ট বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ওয়েবসাইট িি.িনঢ়ংপ.মড়া.নফ, ৯ আগস্ট দৈনিক সমকাল এবং ১০ আগস্ট প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নামে মৌখিক পরীক্ষার কার্ড প্রেরণ করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদেরকে যথাসময়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হওয়ার জন্য সরকারি কর্মকমিশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
#
মামুন/আফরাজ/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৬/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৫৯
মৎস্যখাতের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা
ঢাকা, ১৩ই ভাদ্র (২৮শে আগস্ট):
মৎস্য অধিদফতরের ২৯টি প্রকল্পের জন্য ৪৩৭ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ থাকলেও জুলাই-২০১৬ পর্যন্ত ব্যয় হয়েছে ৩৭৪ কোটি ৭৯ লাখ টাকা। গত অর্থবছরের জুলাই পর্যন্ত এই ব্যয় ছিল ১৭ কোটি ৭৯ লাখ টাকা যা বরাদ্দের শতকরা ২ ভাগ।
আজ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মৎস্যখাতের বাস্তবায়নাধীন ২৯টি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাকালে এসব তথ্য জানানো হয়। প্রকল্পসমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জ জেলায় ৩টি মৎস্য-ডিপ্লোমা ইনস্টিটিউট স্থাপন, বাংলাদেশ মেরিন ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিং (গবেষণা ও জরিপ জাহাজ-ক্রয়), মুক্তা চাষ প্রযুক্তি উন্নয়ন ও সম্প্রসারণ, জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান, স্বাদু পানির চিংড়ি চাষ উন্নয়ন ও সম্প্রসারণ, পার্বত্যাঞ্চলে মৎস্য চাষ উন্নয়ন ও সম্প্রসারণ, মানসম্মত মৎস্যবীজ ও পোনা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্থাপনা পুনর্বাসন প্রকল্প।
সভায় জানানো হয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদফতর ও প্রাণিসম্পদ অধিদফতরের মোট ৫২টি উন্নয়ন প্রকল্পের জন্য ২০১৬-১৭ অর্থবছরে ৭৯২ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে জুলাই-২০১৬ পর্যন্ত অর্থ অবমুক্ত করা হয়েছে প্রায় ১৫৮ কোটি টাকা। ৫২টি প্রকল্পের মধ্যে ২৯টি মৎস্যখাতের এবং ২৩টি প্রকল্প প্রাণিসম্পদ খাতের অন্তর্ভুক্ত।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. ছায়েদুল হকের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান ছাড়াও মৎস্য অধিদফতরের প্রকল্প পরিচালকগণ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
#
শাহ আলম/আফরাজ/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৬/১৮৪৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৫৮
ভোলাবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বৈঠক
ঢাকা, ১৩ই ভাদ্র (২৮শে আগস্ট):
ভোলা জেলার মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে প্রতিনিধিদলের এক সভা আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় ভোলা জেলার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের জনবল এবং যন্ত্রপাতি, এম্বুলেন্সসহ বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলা এখন বাংলাদেশের একটি সম্ভাবনাময় জেলা। ভোলা জেলার স্বাস্থ্যসেবার উন্নয়নে বেশ কিছু করণীয় রয়েছে। ভোলা জেলা সদর হাসপাতাল, দক্ষিণ চর আইচা ২০ শয্যা হাসপাতাল, খায়েরহাট দৌলত খানের ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, দৌলতখান, বোরহান উদ্দিন, লালমোহন, চরফ্যাশন, তজুমুদ্দিন এবং মনপুরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার, নার্স ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী সংকট, যন্ত্রপাতি ও এম্বুলেন্সসহ বিভিন্ন সমস্যা তিনি তুলে ধরেন। বাণিজ্যমন্ত্রী জনস্বার্থে সমস্যাগুলো জরুরিভিত্তিতে সমাধানের জন্য স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্য বিভাগের অনেক সমস্যা ইতোমধ্যে সমাধান করেছে। পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধান করা হবে। ইতোমধ্যে বিপুলসংখ্যক ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে। গ্রামাঞ্চলে ডাক্তারদের কমপক্ষে দুই বছর থাকা বাধ্যতামূলক করা হয়েছে। পর্যায়ক্রমে আরো ডাক্তার নিয়োগ দেয়া হচ্ছে। বিপুলসংখ্যক নার্স নিয়োগের বিষয় এখন চূড়ান্ত পর্যায়ে। পর্যায়ক্রমে সকল হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় এম্বুলেন্স, যন্ত্রপাতি সরবরাহ করা হবে। এখাতে বরাদ্দ বৃদ্ধির জন্য জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করা হয়েছে। যত দ্রুত সম্ভব ভোলা জেলার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার, নার্স নিয়োগসহ বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা হবে।
পরিবেশ ও বন মন্ত্রনালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতরের কর্মকর্তাবৃন্দ এবং ভোলা জেলার সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
#
বকসী/আফরাজ/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৮৫৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৫৭
বিটিভিতে যুগোপযোগী অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের পরামর্শ সংসদীয় কমিটির
ঢাকা, ১৩ই ভাদ্র (২৮শে আগস্ট):
জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ্ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মৃনাল কান্তি দাস অংশগ্রহণ করেন।
বৈঠকে সরকারের জনগুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো প্রচারের ক্ষেত্রে দর্শক-শ্রোতাদের আকর্ষণ করতে পারে এমনভাবে উপস্থাপন করার বিষয়ে সুপারিশ করা হয়।
কমিটি বাংলাদেশ টেলিভিশনকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অনুষ্ঠানের মানোন্নয়ন, অনুষ্ঠান উপস্থাপনে দক্ষতা ও মেধার সমন্বয় ঘটানোর সুপারিশ করে। এছাড়াও পেশাদার রিপোর্টার, দক্ষ ক্যামেরাম্যান, দক্ষ প্রকৌশলী ও সংবাদ উপস্থাপক গড়ে তোলার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণের সুপারিশ করে। এছাড়া বাংলাদেশ টেলিভিশনের মান্নোয়ন ও আধুনিকায়ন করার বিষয়ে বিশেষ করে যুগোপযোগী অনুষ্ঠানমালা নির্মাণ ও প্রচারের সুপারিশ করা হয়।
বৈঠকে তথ্য সচিব মরতুজা আহমেদ, প্রধান তথ্য অফিসার একেএম শামীম চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
কামাল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৫৬
অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার ও খুলে দেয়া ঠিক নয়
-- তথ্যমন্ত্রী
কুষ্টিয়া, ১৩ই ভাদ্র (২৮শে আগস্ট):
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অভিন্ন নদীর ওপর একতরফা পানি প্রত্যাহার ও গেট খুলে দেয়া সঠিক কাজ নয়। একতরফাভাবে ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণ করে ভারতীয় কর্তৃপক্ষকে জানানো দরকার।
আজ কুষ্টিয়ার ভেড়ামারার চরগোলাপনগর, ঢাকাচর ও জুনিয়াদহ এলাকাসহ পদ্মা নদীর পাড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসনের জন্য সরকার পরিকল্পনার ভিত্তিতে কাজ করবে। স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে পরিকল্পনা দেয়ার জন্য। প্রধানমন্ত্রী ও ত্রাণমন্ত্রীর তদারকিতে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সেইসাথে কৃষি ও গবাদি পশুর যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে দিতে তালিকা করা হচ্ছে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফারাক্কা বাঁধের একশ’টি গেট খুলে দেয়ার পর গত তিন দিনে কুষ্টিয়া ও রাজশাহীর লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এবং পদ্মার ভাঙনে আবাদি জমি ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।
#
আকরাম/আফরাজ/মোশাররফ/মোশারফ/রেজাউল/২০১৬/১৮২৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৫৫
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আগস্ট মাসের বেতনের চেক হস্তান্তর
ঢাকা, ১৩ই ভাদ্র (২৮শে আগস্ট):
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের আগস্ট মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের ১২টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
শিক্ষক-কর্মচারীগণ আগামী ৬ সেপ্টেম¦র পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে আগস্ট মাসের
বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
#
শফিকুল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৫৪
বান্দরবানে জঙ্গিবাদবিরোধী সভা
বান্দরবান, ১৩ই ভাদ্র (২৮শে আগস্ট):
বান্দরবান পার্বত্য জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে জেলার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর অডিটরিয়ামে গতকাল সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এক সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক সভাপতি মং ক্য চিং চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। অধুনাসৃষ্ট এ জঙ্গিবাদ নির্মূলে সরকারি বিভিন্ন বাহিনীর পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে। কেননা স্থানীয় মানুষের মধ্যে পারষ্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন তৈরির মাধ্যমে নতুন প্রজন্মকে এ পথ থেকে দূরে রাখতে হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, সন্তানের সাথে পিতা মাতা ও শিক্ষকদের বাস্তব জ্ঞানভিত্তিক আলোচনার সুযোগ থাকলে বর্তমান প্রজন্ম সন্ত্রাস ও জঙ্গিবাদ নামক এ অপকর্মে জড়িত হতে পারবে না।
সভায় আরো বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক, পুলিশ সুপার সঞ্চিত কুমার রায়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান ও কাজল কান্তি দাশ, উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, পৌর মেয়র ইসলাম বেবীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
এর আগে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী একটি শোভাযাত্রা বান্দরবানের রাজার মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সামনে এসে শেষ হয়।
পরে প্রতিমন্ত্রী বান্দরবান স্টেডিয়ামে জেলা পর্যায়ের ৪৫তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬ উদ্বোধন করেন।
#
জুলফিকার/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৫৩
স্যুয়োজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ছাড়া কোনো নকশা অনুমোদন নয়
-- গণপূর্ত মন্ত্রী
ঢাকা, ১৩ই ভাদ্র (২৮শে আগস্ট):
স্যুয়োজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) ছাড়া কোনো ভবনের নকশা অনুমোদন দেয়া যাবে না। নকশা অনুমোদনের শর্তে এ বিষয়টি যোগ করতে হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ সকল অধিদপ্তর ও কর্তৃপক্ষকে এ নির্দেশ দেয়া হয়।
আজ ঢাকায় গণপূর্ত অধিদপ্তরের সম্মেলনকক্ষে উত্তরা এপার্টমেন্ট প্রকল্পে স্যুয়োজ ট্রিটমেন্ট পদ্ধতি নির্ধারণ ও নেটওয়ার্কিং শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ নির্দেশ দেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
গণপূর্ত মন্ত্রী বলেন, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকেও এ বিষয়ে এখনই পদক্ষেপ নিতে হবে। যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে নাগরিক জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। ঢাকার চারপাশের নদী দূষিত হয়ে গেছে। উত্তরা তৃতীয় ফেজের এপার্টমেন্ট প্রকল্পের বর্জ্যব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি চালু করতে হবে। বাসাবাড়ির মানববর্জ্য সরাসরি নগরীর নর্দমায় সংযোগ করায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, স্যুয়োজ ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য উত্তরা তৃতীয় পর্বে স্থান সুনির্দিষ্ট করা আছে। পূর্বাচল, ঝিলমিলকেও একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হবে।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ফারুক আহমেদ স্যুয়োজ ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যকারিতা এবং প্রক্রিয়াগত বিভিন্ন দিক তুলে ধরে একটি উপস্থাপনা দেন।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম এবং রাজউকের প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) এ এস এম রায়হানুল ফেরদৌস।
গণপূর্ত মন্ত্রণালয়াধীন বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ প্রধান, অধিদপ্তর ও সংস্থা প্রধান এবং গণপূর্ত অধিদপ্তর ও রাজউকের প্রকৌশলীগণ সেমিনারে অংশগ্রহণ করেন।
#
কিবরিয়া/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭৩৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৫১
বিটিসিএল উচ্চতর গতির ইন্টারনেট ব্যান্ডউইথ সেবা প্রদান করছে
ঢাকা, ১৩ই ভাদ্র (২৮শে আগস্ট) :
৫৮৩টি ইউনিয়ন তথ্যকেন্দ্রে বিটিসিএল ৫১২ কে.বি.পি.এস-এর পরিবর্তে উচ্চতর ১ এম.বি.পি.এস গতির ইন্টারনেট ব্যান্ডউইথ সেবা দিচ্ছে। এ বছরের শেষ নাগাদ আরও ৫১৭টি ইউনিয়ন তথ্যকেন্দ্রে
১ এম.বি.পি.এস গতির ইন্টারনেট সেবা দেয়া হবে।
ভবিষ্যতে প্রতিটি ইউনিয়নে ৫ এম.বি.পি.এস গতির ইন্টারনেট সুবিধা প্রদানের উদ্যোগ নেয়া হচ্ছে।
#
মোরশেদ/মোবাস্বেরা/আলী/আসমা/২০১৬/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৫২
গাজীপুর টেলিফোন এক্সচেঞ্জের ৩৪০০টি নম্বর পরিবর্তন
ঢাকা, ১৩ই ভাদ্র (২৮শে আগস্ট) :
কারিগরি কারণে গাজীপুর টেলিফোন এক্সচেঞ্জের ৯২৬-ঢঢঢঢ গ্রুপের ৩৪০০টি টেলিফোন নম্বর ৪৯২৬-ঢঢঢঢ (বর্তমান নম্বরের শুরুতে কেবল ‘৪’ যুক্ত হবে) দ্বারা পরিবর্তন করা হচ্ছে।
উদাহরণস্বরূপ : পূর্বের নম্বর-৯২৬-১০০০, নতুন নম্বর-৪৯২৬-১০০০, পূর্বের নম্বরের শুরুতে ‘৪’ যুক্ত হয়ে আট ডিজিট সম্পন্ন হবে। অন্য সকল ডিজিট অপরিবর্তিত থাকবে।
এ নম্বর পরিবর্তন কার্যক্রম আগামী ১ সেপ্টেম্বর সকাল ১১টা হতে শুরু হবে। নম্বর পরিবর্তনের সাথে সাথে টেলিফোন কলের মাধ্যমে সম্মানিত গ্রাহককে নতুন নম্বর জানিয়ে দেয়া হবে।
এছাড়া পরিবর্তিত নতুন নম্বরের তালিকা বিটিসিএল এর ওয়েবসাইট িি.িনঃপষ.পড়স.নফ এ এবং বিটিসিএল গাজীপুর কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। পরিবর্তিত নম্বর জানার জন্য জরুরি প্রয়োজনে গ্রাহকবৃন্দ বিটিসিএলের কল সেন্টারের ‘১৬৪০২’ তে অথবা অফিস সময়ে ৯২৬১৫০০ ও ৪৯২৬৩৩৯৯ নম্বরে যোগাযোগ করতে পারেন।
#
মোরশেদ/মোবাস্বেরা/আলী/আসমা/২০১৬/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৫০
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১৩ই ভাদ্র (২৮শে আগস্ট):
জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠক আজ কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, এ বি এম ফজলে করিম চৌধুরী, মুস্তফা লুৎফুল্লাহ এবং খোরশেদ আরা হক বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বিগত ১৬তম বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন ও অগ্রগতি এবং বিয়াম ফাউন্ডেশনের অধীনে পরিচালিত কর্মকর্তাদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, দক্ষ স্বপ্রণোদিত ও কর্মোদ্যোগী মানব সম্পদ তৈরির লক্ষ্যে দেশের অনন্য শীর্ষস্থানীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ২০১৫-১৬ অর্থবছরে ২১৩ টি ব্যাচের মাধ্যমে ২০ হাজার ৪ শত ৬১ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বিয়াম ফাউন্ডেশনের মাধ্যমে ৩৮টি স্কুল পরিচালিত হচ্ছে এবং ১৯টি জেলায় মডেল প্রশিক্ষণ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
বৈঠকে বিয়াম ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান আরো উন্নত করা, অভিজ্ঞ শিক্ষক নিয়োগ করে মানসম্মত শিক্ষা প্রদানের ব্যবস্থা করা এবং ফাউন্ডেশন কর্তৃক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মকর্তা গড়ে তোলা এবং ফাউন্ডেশন পরিচালিত স্কুলের সংখ্যা বৃদ্ধি করারও সুপারিশ করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিপিএটিসির রেক্টর, বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
এমাদুল/মোবাস্বেরা/আলী/রফিকুল/শামীম/২০১৬/১৫৩১ঘণ্টা