Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ অক্টোবর ২০১৫

তথ্যবিবরণী ০৬/১০/১৫

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৮৯২

বাজার তদারকি
১৯ প্রতিষ্ঠানকে ৮২ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২১ আশ্বিন (৬ অক্টোবর) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় ঢাকা, ময়মনসিংহ, বগুড়া ও বরিশালে আজ বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১৯টি প্রতিষ্ঠানকে ৮২ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর শেরেবাংলা নগর এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরির অপরাধে হোটেল নিউ স্টার এন্ড কাবাবকে ২০ হাজার টাকা এবং পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, ওজনে কারচুপি ও খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে আরো ৬টি প্রতিষ্ঠানকে ২১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি, ওজনে কারচুপি, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ময়মনসিংহের সদরে ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা, বগুড়া সদরে ৪টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা এবং বরিশাল সদরে ৫টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট মহানগর ও জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, ক্যাব ও জেলা প্রশাসন এসব তদারকি কার্যে  সহায়তা প্রদান করে। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
#
আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৮৯১ 

এস এ গেমসের ক্রীড়াবিদদের প্রশিক্ষণে ১০ কোটি টাকা বরাদ্দ

ঢাকা, ২১ আশ্বিন (৬ অক্টোবর) :
    আগামী জানুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় এস এ গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশের ক্রীড়াবিদদের প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে সরকার ১০ কোটি টাকা বরাদ্দ প্রদান করেছে। আজ জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময়সভায় এ তথ্য জানানো হয়।
    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন। সভায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারুনুর রশীদ, উপমহাসচিব আশিকুর রহমান মিকু, বাদল রায় ও ইমতিয়াজ খান বাবুল এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিব    অশোক কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
    সভায় অলিম্পিক এসোসিয়েশনের কর্মকর্তাগণ ১২তম এস এ গেমসে বিভিন্ন ডিসিপ্লিনে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের প্রশিক্ষণ কার্যক্রমের চিত্র তুলে ধরেন। তাঁরা প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে প্রশিক্ষণখাতে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্রীড়া স্থাপনাগুলোর সংস্কার ও উন্নয়নসহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করার সুপারিশ করেন।
    ক্রীড়া প্রতিমন্ত্রী এস এ গেমসে ভাল ফলাফল অর্জনের লক্ষ্য নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম চালানোর আহ্বান জানিয়ে বলেন, এজন্য সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে। এস এ গেমসের প্রশিক্ষণ ভেন্যুগুলো দ্রুততার সাথে সংস্কার করা হবে এবং ক্রীড়াবিদদের প্রশিক্ষণকালীন আবাসিক সংকট দূর করা হবে। এছাড়া, মিরপুর সুইমিং কমপ্লেক্সের পার্শ্বে নির্মাণাধীন ভবনটিকে হোস্টেলে পরিণত করার ঘোষণা দেন তিনি।
    উল্লেখ্য, ভারতে অনুষ্ঠেয় ১২তম এস এ গেমসে ২১টি ডিসিপ্লিনে অংশগ্রহণকারী ক্রীড়াবিদগণ ইতোমধ্যেই নিজ নিজ ফেডারেশন ও অলিম্পিক এসোসিয়েশনের তত্ত্বাবধানে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
#

শফিকুল/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৯৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                          নম্বর : ২৮৮৯

পাটজাত  মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত 
করতে  ২৫ অক্টোবর থেকে সাঁড়াশি অভিযান
ঢাকা, ২১ আশ্বিন (৬ অক্টোবর) :
    বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে পাটের মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে এবং পলিথিন ও প্লাস্টিক ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে ২৫ অক্টোবর  থেকে শুরু হচ্ছে সারাদেশব্যাপী সাঁড়াশি অভিযান। পণ্যে পাটজাত  মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে নির্ধারিত ৬টি পণ্যে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পণ্যগুলো হলো-ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি। এই আইন বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের সকল প্রকার সড়কপথ, জলপথ, স্থলবন্দর, মালামাল পরিবহণকারী যানবাহন, উৎপাদনকারী, প্যাকেটজাতকারী, আমদানিকারক, রপ্তানিকারক প্রতিষ্ঠানে  মোবাইল  কোর্টের মাধ্যমে সাঁড়াশি অভিযান চালানো হবে। স¦রাষ্ট্র, বন ও পরিবেশ, সড়ক ও  সেতু পরিবহণ,  নৌপরিবহণ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ,  জেলাপ্রশাসন, পুলিশপ্রশাসন ও র‌্যাবের সহায়তায় এ সাঁড়াশি অভিযান পরিচালিত হবে। সপ্তাহব্যাপী বিশেষ অভিযানশেষেও এ অভিযান নিয়মিতভাবে চলবে।
    আজ বস্ত্র ও পাট, নৌপরিবহণ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ  সেক্টরে জড়িত সরকারি,  বেসরকারি কর্মকর্তা  ও  নেতৃবৃন্দের এক সমন্বয়সভায় এ তথ্য জানানো হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান।
    সভায় জানানো হয়, সোনালী আঁশ পাটের উৎপাদন এবং এর বহুমুখী ব্যবহারকে উৎসাহিত ও জনপ্রিয় করতে ৬টি পণ্যের পাটজাত  মোড়কের ব্যবহার নিশ্চিতকরণের পাশাপাশি জনস¦াস্থ্য ও পরিবেশবিরোধী প্লাস্টিক, পলিথিন ব্যবহার ও উৎপাদনবন্ধে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনাগ্রহণ করেছে। ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিসহ সাঁড়াশি অভিযান সফল করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আন্তঃমন্ত্রণালয় সভা, সমাবেশ এবং পাটজাত পণ্যপ্রদর্শনী অব্যাহত রাখবে।
    নৌ পরিবহণমন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিদ্ধান্তের সাথে একাত্মতা  ঘোষণা করে  অভিযান সফল করতে তাঁর মন্ত্রণালয়ের সার্বিক সহায়তার আশ্বাস  দেন। 
    বস্ত্র ও পাটপ্রতিমন্ত্রী মির্জা আজম পাটের অতীত  গৌরবের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর একান্ত আগ্রহেই আবার আমরা  সোনালি আঁশের সুদিন এবং এর বহুমুখী ব্যবহার ফিরিয়ে আনবো যাতে জনগণ পাট উৎপাদনে আগ্রহী হয়। তিনি বর্তমানে  দেশে পাট ও  বস্ত্রের সংমিশ্রণে উন্নতমানের শার্ট ও প্যান্টপিচসহ জিন্সকাপড়ের উৎপাদনের কথা উল্লেখ করে পণ্যের  মোড়কে স¦াস্থ্যহানিকর পলিথিন ও প্লাস্টিকব্যাগ বর্জনে সবার সহযোগিতা কামনা করেন।
    সভায় অন্যান্যের মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহমেদ  চৌধুরী, জুট গুডস ইম্পোর্টার্স এসোসিয়েশনের ভাইস  চেয়ারম্যান এস আহমেদ মজুমদার, সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বক্তৃতা করেন।
#
শাহআলম/আফরাজ/মিজান/জসীম/সেলিম/২০১৫/১৮৩০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                                 নম্বর :  ২৮৮৮ 
সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২১ আশ্বিন (৬ অক্টোবর) :
    জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য মো. আব্দুস শহীদ, মোহাম্মদ আমানউল্লাহ, মো. আফসারুল আমীন, মো. শামসুল হক টুকু, মঈন উদ্দীন খান বাদল, এ কে এম মাঈদুল ইসলাম এবং ওয়াসিকা আয়েশা খান বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগের ৩১টি আপত্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং আপত্তিগুলো যথাযথভাবে নিষ্পত্তি করার সুপারিশ করা হয়।
বৈঠকে খাল সংস্কার, পরিষ্কার ও দখলমুক্ত করার কাজকে অগ্রাধিকার না দেয়া, সরকারি ও বেসরকারি সংস্থা কর্তৃক বৃষ্টির পানি ধারণ উপযোগী জলাভূমি দখল ও ভরাট, পাইপ ড্রেন ও ব্রিজ নির্মাণ করার পরও জলাবদ্ধতা দূর না হওয়া, বহুতল ভবনের পয়ঃপ্রণালী নিষ্কাশন ড্রেনেজ সিস্টেমে অনিয়ম, দূর্বল অবকাঠামোর কারণে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি, অপ্রয়োজনীয় ক্রয়খাতে বিপুল টাকা খরচ করে সরকারি অর্থ অপচয়, অস্বাভাবিক পরিচালন ব্যয়, অগ্রাধিকার তালিকা প্রস্তুত না করেই প্রকল্প কাজ সম্পাদন, প্রকল্প কাজ শুরুর পূর্বে পরিবেশ অধিদপ্তরের মতামত না নেয়া, বিষাক্ততা পরীক্ষা না করেই স্টর্ম স্যুয়ারেজের ময়লা পানি খাল বা নদীতে ফেলা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে মর্মে অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি বেশ কিছু সুপারিশ করে। কমিটি অবৈধ দখলদার কর্তৃক দখলকৃত খাল ও জমি উদ্ধারে পদক্ষেপ গ্রহণ, সরকারি সম্পত্তিতে ইমারত নির্মাণে দায়িদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ, জলাবদ্ধতা নিরসনে প্রকল্প গ্রহণ, ড্যাপের পরিকল্পনা বিবেচনায় জলাধারের পাড়ে পাকা রাস্তা নির্মাণের ব্যবস্থা গ্রহণ, বৃষ্টির পানি স্থায়ীভাবে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মতামত গ্রহণ করে দেশীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। 
বৈঠকে পানি সংযোগ, সংযোগ প্রাপ্তির ক্ষেত্রে গ্রাহক হয়রানি, সংযোগ প্রদানের অনেক পরে হিসাব নম্বর প্রদান, সংযোগ প্রদানের সাথে সাথে মিটার স্থাপন না করা, নিয়মিতভাবে মিটার রিডিং না নেয়া, মিটার রিডিং অনুযায়ী বিল না করা, চাহিদার তুলনায় ঢাকা ওয়াসার পানি উৎপাদন ও সরবরাহ কম হওয়া, বিল খেলাপিদের সংযোগ বিচ্ছিন্নকরণের নোটিশ ইস্যু না করা, মাসের পর মাস গ্রাহকের নামে গড় বিলকরণ, বকেয়া অনাদায়ি রাজস্ব, খেলাপি গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্নকরণ, গ্রাহক কর্তৃক বিলম্বে বিল পরিশোধের ক্ষেত্রে সারচার্জ আদায় না করা, অবৈধ গভীর নলকূপ স্থাপন, মিটার টেম্পারিং, অবৈধ পানি সংযোগ, মিটারবিহীন পানি ব্যবহার, ঢাকা ওয়াসার প্রকৃত সিস্টেম লস এবং ঢাকা ওয়াসার মালিকানাধীন জমির পরিমাণ সম্পর্কে অজ্ঞতা মর্মে অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি গ্রাহক হয়রানি বন্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। এগুলোর মধ্যে রয়েছে একটি অভিযোগ কেন্দ্র স্থাপন, টাস্কফোর্স গঠন করে স্থায়ীভাবে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ, ওয়াসার জমি বহিরাগতদের দখল থেকে মুক্ত করার পদক্ষেপ গ্রহণ, আপত্তির জবাবে প্রমাণক এক সপ্তাহের মধ্যে নিরিখ অফিসে প্রেরণ এবং বস্তিসহ সকল স্থানে পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ। 
    সিএন্ডএজি মাসুদ আহমেদ, স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ঢাকা ওয়াসা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

হুদা/আফরাজ/মিজান/মোশাররফ/রফিকুল/রেজাউল/২০১৫/১৮০৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                          নম্বর : ২৮৮৭

নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২১ আশ্বিন (৬ অক্টোবর) :

         জাতীয় সংসদের নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি  মেজর (অব.) রফিকুল ইসলাম এতে  সভাপতিত্ব করেন।

    কমিটির সদস্য  নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, তালুকদার আব্দুল খালেক, মো. আব্দুল হাই, মো. নূরুল ইসলাম সুজন, মো. হাবিবর রহমান, এম আব্দুল লতিফ, রণজিৎ কুমার রায়, মো. আনোয়ারুল আজীম (আনার)  এবং মমতাজ বেগম এডভোকেট বৈঠকে অংশগ্রহণ করেন। 
        
         বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

         বৈঠকে জানানো হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ  ৪ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ২১৭ একর জমি অবৈধ দখলকারীদের হাত থেকে উদ্ধার করেছে। এছাড়া সংস্থাটি নারায়ণগঞ্জের কাঁচপুরে ২ কিলোমিটার জায়গা জুড়ে গাছ লাগিয়েছে, পর্যায়ক্রমে উদ্ধারকৃত  জমিতে গাছ লাগানো হবে ।
  
         কমিটি চট্টগ্রামবন্দরে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখতে নতুন একটি ড্রেজার ক্রয়ের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে । 

         বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ কর্তৃক মংলা- ঘষিয়াখালী  চ্যানেলের  পূর্ণ নাব্যতা  বজায় রাখা এবং চলমান কার্যক্রমকে সচল রাখার জন্য ৬টি ড্রেজার সার্বক্ষণিকভাবে নিয়োজিত রাখার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। 

         দেশের নদীবন্দরগুলোকে সচল ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিদ্যমান পুরাতন আইনগুলোকে জরুরি ভিত্তিতে সংস্কার করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। 

          নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

এমাদুল/আফরাজ/রফিকুল/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                              নম্বর :  ২৮৮৬ 

মাস্টার্স শেষপর্ব (প্রাইভেট) রেজিস্ট্রেশন করার সময় ১৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি

ঢাকা, ২১ আশ্বিন (৬ অক্টোবর) :

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষপর্ব (প্রাইভেট) রেজিস্ট্রেশন আগামী 
১৫ অক্টোবর পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ) ও (িি.িহঁনফ.রহভড়/সভ) থেকে জানা যাবে। 
#

ফয়জুল/শুকলা/মিজান/আসমা/২০১৫/১৫৩০ ঘণ্টা
  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৮৮৪

৩৪তম বিসিএসে মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশকৃতদের তথ্য যাচাই করা হবে

ঢাকা, ২১ আশ্বিন (৬ অক্টোবর) :

    ৩৪তম বিসিএস পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্মকমিশন কর্তৃক মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্য কোটায় বিভিন্ন ক্যাডারে সুপারিশকৃতদের তথ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই করা হবে। নির্ধারিত ছকে মুক্তিযোদ্ধা সনদ সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ২০ অক্টোবর, ২০১৫ তারিখের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখায় প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে। 
    এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (িি.িসড়ঢ়ধ.মড়া.নফ) পাওয়া যাবে।
#


তৌহিদুল/শুকলা/মিজান/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৩২০ ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৮৮৫


ডব্লিউআইপিও’র ৫৫তম বার্ষিক নীতি নির্ধারণী সভায় শিল্পসচিব
পেটেন্ট সহায়তা চুক্তি স্বাক্ষরের বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ইতিবাচক 

ঢাকা, ২১ আশ্বিন (৬ অক্টোবর) :

ভবিষ্যত প্রজন্মের মেধাসম্পদ সুরক্ষায় পেটেন্ট কো-অপারেশন চুক্তি ও মাদ্রিদ প্রোটোকলে স্বাক্ষরের বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ইতিবাচক বলে মন্তব্য করেছেন শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি। তিনি বলেন, জ্ঞানভিত্তিক অর্থনীতি বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ মেধাসম্পদের সুরক্ষা ও উন্নয়নে অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে। এ লক্ষ্যে সরকার সম্প্রতি বাংলাদেশের মেধাসম্পদ সম্পর্কিত আইন ও বিধিমালা সংশোধন করে যুগোপযোগী করেছে বলে তিনি উল্লেখ করেন।  
শিল্পসচিব গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ‘বিশ্ব মেধাসম্পদ সংস্থার দেশগুলোর সম্মেলন উপলক্ষে আয়োজিত ৫৫তম বার্ষিক নীতিনির্ধারণী সভা’ এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা জানান।
অনুষ্ঠানে বিশ্ব মেধাসম্পদ সংস্থার মহাপরিচালক ফ্রান্সিস গারিসহ সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা বক্তব্য রাখেন।  
শিল্পসচিব বলেন, বাংলাদেশে সৃজনশীল উদ্ভাবকদের মেধাসম্পদ সুরক্ষা, মেধাসম্পদ সম্পর্কিত ডাটাবেজ সংরক্ষণ ও প্রযুক্তিগত সম্পদের উন্নয়নের লক্ষ্যে বিশ্ব মেধাসম্পদ সংস্থার সহায়তায় ইতোমধ্যে দুটি ‘প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তা কেন্দ্র’ স্থাপন করা হয়েছে। বাংলাদেশের সাথে অন্যান্য স্বল্পোন্নত দেশের মেধাসম্পদ সম্পর্কিত তথ্যের আদান-প্রদান ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে কেন্দ্র দু’টি মডেল হতে পারে। তিনি ২০১১ সালের ইস্তাম্বুল ঘোষণা অনুযায়ী স্বল্পোন্নত দেশগুলোর মেধাসম্পদের উন্নয়নে অগ্রাধিকারভিত্তিতে কারিগরি সহায়তা বৃদ্ধির তাগিদ দেন।  
সম্মেলনে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ভারত এবং স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) পক্ষে বেনিন বক্তব্য রাখে। এতে বিশ্ব মেধাসম্পদ সংস্থার সদস্যভুক্ত ১৮৮টি দেশের প্রতিনিধিরা সংগঠনের চলমান কর্মসূচি পর্যালোচনা করে বিশ্বব্যাপী মেধাসম্পদের উন্নয়নের লক্ষ্যে আগামী দিনের জন্য টেকসই কর্মকৌশল ও পরিকল্পনা গ্রহণ করবে। 
উল্লেখ্য, শিল্প সচিবের নেতৃত্বে বাংলাদেশের দুই সদস্যের প্রতিনিধিদল এ সম্মেলনে অংশ নিচ্ছেন। পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস্ অধিদপ্তরের (ডিপিডিটি) রেজিস্ট্রার মোহাম্মদ সানোয়ার হোসেন প্রতিনিধিদলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।  
শিল্পসচিবের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। 

#
জলিল/শুকলা/মিজান/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা 

Todays handout (5).doc