তথ্যবিবরণী নম্বর : ১৩৫৯
দেশে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে
-- স্বাস'্যমন্ত্রী
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল):
স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম দেশিবিদেশি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সময়ে দেশে এখন বিনিয়োগের জন্য সর্বোচ্চ সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে।
মন্ত্রী আজ ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের উদ্বোধনকালে একথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রেলমন্ত্রী মজিবুল হক, স্বাস'্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. ওয়াহিদ হোসেন, ঔষধ প্রশাসন অধিদপ্তেেরর মহাপরিচালক মেজর জেনারেল মোসত্মাফিজুর রহমান এবং জেএমআই গ্রম্নপের প্রতিষ্ঠাতা আবদুর রাজ্জাক বক্তৃতা করেন।
বাংলাদেশের ঔষধ বিশ্বের শতাধিক দেশে রপ্তানি হচ্ছে একথা জানিয়ে স্বাস'্যমন্ত্রী বলেন, ঔষধখাত দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। এ শিল্পের বিকাশে সরকার সবসময় সহযোগিতা করছে, বিভিন্ন প্রণোদনামূলক কর্মসূচি গ্রহণ করছে। তিনি বলেন, দেশের ঔষধ শিল্পকে যথাযথ পরিচর্যা করতে হলে ভেজাল ঔষধ প্রসত্মুতকারকদের বিরম্নদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। বিশেষ করে ঔষধ শিল্পের মালিকদেরকেই এড়্গেত্রে বেশি সতর্ক থাকার জন্য তিনি আহ্বান জানান। তিনি বলেন, ভেজালকারীদের কারণে প্রকৃত ব্যবসায়ী ও শিল্পের সুনাম নষ্ট হতে দেয়া যাবে না।
#
পরীড়্গিৎ/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/২২০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৫৮
ডিজিটাল বাংলাদেশ এখন বাসত্মবতা
-- টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল):
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখেছি তা অনেকটা এখন বাসত্মবতা। তিনি বলেন, আমাদের আরো বহু দূর যেতে হবে। ডিজিটাল বাংলাদেশ বাসত্মবায়নের প্রধান উপকরণ হচ্ছে মোবাইল হ্যান্ডসেট ও শক্তিশালী নেটওয়ার্ক। এ দু’টির সমন্বয় ঘটলে স্বপ্নের পূর্ণ বাসত্মবায়ন সম্ভব।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় একটি হোটেলে টেলিকম রিপোর্টার্স নেটওর্য়াক অভ্ বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মোবাইল হ্যান্ডসেটের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট হ্যান্ডসেটের ব্যবহার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। দেশের ৫ দশমিক ৮ কোটি মানুষ মোবাইলে ইন্টারনেট ব্যবহার করছে। ইন্টারনেট কানেকশনের ৯৫ ভাগ মোবাইল হ্যান্ডসেটের মাধ্যমে ব্যবহার হচ্ছে। সুতরাং মোবাইল হ্যান্ডসেটের গুরম্নত্ব অনেক। তিনি বলেন, আমরা প্রত্যেকের হাতে সুলভ মূল্যে স্মার্ট ফোন তুলে দিতে চাই। স্মার্ট ফোন যত মানুষের হাতে পৌঁছে যাবে, ইন্টারনেট ব্যবহার তত বাড়বে এবং তথ্য প্রাপ্তি সহজ হবে।
টিআরএনবি’র সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বিটিআরসির চেয়ারম্যান মো. শাজাহান মাহামুদ, গ্রামীন ফোনের সিসিও মাহামুদ হাসান, মোবাইল ইম্পোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং টিআরএনবি’র সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বক্তৃতা করেন।
#
এনায়েত/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৫৬
সকলের আবাসন সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার
---পরিকল্পনামন্ত্রী
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকার ২০১৯ সালের মধ্যে শতভাগ সরকারি কর্মকর্তাÑকর্মচারীদের আবাসন সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি দেশের সব মানুষের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি দেশের আবাসন খাতের উন্নয়নে রাজউক ও রিহ্যাব সম্মিলিত উদ্যোগে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, আবাসন খাতের উন্নয়নে প্রাতিষ্ঠানিক সেবার গুণগত মান বাড়ানোর বিকল্প নেই।
মন্ত্রী আজ রাজধানীর ঢাকা ক্লাবে সেন্টার ফর কমিউনিকেশন নেটওয়ার্ক (সিসিএন) আয়োজিত ‘জাতীয় অর্থনীতিতে আবাসন খাত’ শীর্ষক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন ।
সিসিএন এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, এফবিসিসিআই সভাপতি আবদুল মতলুব আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ এবং রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক।
পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে আবাসন খাতের ভূমিকা অপরিহার্য।
এ খাতের উন্নয়নে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। শিল্প বিকাশ ও কর্মসংস্থানে আবাসন খাতের অবদান তুলে ধরে তিনি বলেন, মালয়েশিয়া ও ভারতসহ বেশ কিছু দেশে জাতীয় প্রবৃদ্ধিতে এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ইকুইটি মার্কেট থেকে ভারতে আবাসন খাতের বিনিয়োগকারীরা প্রায় দুই বিলিয়ন ডলার পূঁজি সংগ্রহ করেছে। বাংলাদেশেও এর বিকাশে পূঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারেন। বাংলাদেশে এ খাতের বিকাশে সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করা অপরিহার্য। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতীয় অর্থনীতিতে আবাসন খাতের প্রবৃদ্ধির তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, প্রতিনিয়ত নীতিমালা পরিবর্তন না করে দীর্ঘমেয়াদি নীতিমালা এ খাতের বিকাশে সুফল বয়ে আনবে। পাশাপাশি আবাসন খাতে বিনিয়োগকারীদের কারো কারো কারণে গোটা সেক্টরের সুনাম যাতে নষ্ট না হয় সংশ্লিষ্টদের এ বিষয়ে মনোযোগী হতে মন্ত্রী পরামর্শ দেন ।
#
শেফায়েত/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৯৪২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৫৫
জঙ্গিবাদ উপড়ে ফেলার দায়িত্ব শিল্পীদেরও
--তথ্যমন্ত্রী
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল):
সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে জঙ্গিবাদ উপড়ে ফেলার ওপর গুরম্নত্বারোপ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, এ দায়িত্ব শুধু রাজনীতিকদের নয়, শিল্পী ও সংস্কৃতিকর্মীদেরও। কারণ, জঙ্গিবাদ সংস্কৃতিচর্চার অনত্মরায়।
মন্ত্রী আজ রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সম্মিলিত সংগীত শিল্পী সোসাইটি আয়োজিত সপ্তাহব্যাপী সংগীতমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিল্পীদের এ আহ্বান জানান।
হাসানুল হক ইনু বলেন, সংগীত রাজনীতিকে প্রাণ দেয়, পরিশীলিত করে। অপসংস্কৃতি ও উগ্রবাদ পরিহারে সংগীত ও সংস্কৃতির চর্চার বিকল্প নেই। শনিবার রাজশাহীতে দুর্বৃত্তদের হাতে অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিকীর নিহত হবার ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, হত্যাকারীদের ড়্গমা নেই।
সম্মিলিত সংগীত শিল্পী সোসাইটির পড়্গ থেকে আব্দুল জব্বার, সুজেয় শ্যাম, সাদী মোহাম্মদ, কুটি মনসুরসহ ২৫ জন সংগীতজ্ঞের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী।
আয়োজক সংগঠনের আহ্বায়ক আশরাফ উদাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক খায়রম্নল আহসান জুয়েল, মেলা কমিটির আহ্বায়ক হাসান মতিউর রহমান এবং সম্পাদক তানিয়া হক শোভা বক্তব্য রাখেন।
৩০ এপ্রিল পর্যনত্ম মেলা চলবে।
#
আকরাম/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৫৪
শোষণ যত তীব্র হচ্ছে লেনিন তত প্রাসঙ্গিক হয়ে উঠছেন
---পর্যটনমন্ত্রী
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সা¤্রাজ্যবাদী শোষণ যত তীব্র হচ্ছে কমরেড ভøাদিমির ইলিচ লেনিন তত বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছেন। তাই আজ পাশ্চাত্য, আফ্রো-এশিয়া ও ল্যাটিন আমেরিকাসহ সারা দুনিয়ায় ‘দুনিয়া কাঁপানো দশদিনের’ কথা উচ্চারিত হচ্ছে এবং লেনিন পঠিত হচ্ছে।
মন্ত্রী আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) আয়োজিত সমাজতান্ত্রিক বিপ্লবের নায়ক কমরেড লেনিনের ১৪৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলিপ বড়–য়ার সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ এবং ন্যাপের সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক।
মন্ত্রী বলেন, পৃথিবীর দেশে দেশে আজও সা¤্রাজ্যবাদী শোষণে মানুষ জর্জরিত, পুঁজিবাদী লুন্ঠন তাদের জীবন দুর্বিসহ, বৈষম্য বঞ্চনা আর বিভেদের বিষবৃক্ষ যখন সমাজে শেকড় গেড়েছে এবং এর প্রতিবাদে মুক্তিকামী জনতা সাম্য-সমতার বাণী নিয়ে পৃথিবীর সর্বত্র সংগঠিত হচ্ছে। ষাটের দশকে সমাজতান্ত্রিক আন্দোলনের উত্থান ঘটেছিলো তরুণ প্রজন্মের পতাকাতলে সমবেত হওয়ার মধ্য দিয়ে, আজও মানবমুক্তির লড়াইকে বেগবান করতে নতুন প্রজন্মকে সমাজতন্ত্রের পথে উদ্বুদ্ধ করতে হবে, বোঝাতে হবে মার্কসবাদ-লেনিনবাদ কেবল একটি দর্শন নয় এটি একটি বিজ্ঞানসম্মত মতবাদ। সামজ পরিবর্তনে এর বিকল্প কোনো পথ নেই।
পরে ‘লেনিন দিবস’ উপলক্ষে রাজধানীর তোপখানা রোডে দলীয় কার্যালয়ে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির উদ্যোগে এক আলোচনাসভা পলিটব্যুরো সদস্য কমরেড নূর আহমেদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন। সভায় ‘সা¤্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম ও কমরেড লেনিন’ নিবন্ধ পাঠ করেন শরীফ শমসির।
#
তুহিন/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৮৫২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৫২
সৃজনশীল পদ্ধতি সফল করতে বেশি করে বই পড়ার আহ্বান শিড়্গামন্ত্রীর
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল):
শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ সৃজনশীল মেধার বিকাশে প্রবর্তিত সৃজনশীল শিড়্গা পদ্ধতি ফলপ্রসূ করতে বেশি বেশি বই পড়ার জন্য শিড়্গার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শিড়্গামন্ত্রী আজ রাজধানীর বাংলা মোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে বিশ্ব বই দিবস উদ্যাপন উপলড়্গে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ আহ্বান জানান।
বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি প্রফেসর আবদুলস্নাহ আবু সায়ীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিড়্গা সচিব মো. সোহরাব হোসাইন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ, সেকায়েপ প্রকল্প পরিচালক ড. মাহামুদুল হক এবং বিএনসিইউ সচিব মনজুর হোসেন বক্তৃতা করেন।
মন্ত্রী বলেন, মুখস'নির্ভর প্রচলিত লেখাপড়া দিয়ে বিশ্বায়নের এ যুগে টিকে থাকা যাবে না। নতুন প্রজন্মকে বাসত্মবজীবনের সমস্যার সমাধানে দড়্গ করে তুলতে সৃজনশীল শিড়্গা পদ্ধতি চালু করা হয়। সুফল পুরোপুরি কাজে লাগাতে নিষিদ্ধ ঘোষিত নোটবই পরিহার করে পাঠ্যবইয়ের পাশাপাশি পাঠ্যসূচির সম্পর্কযুক্ত বই বেশি করে পড়ার জন্য মন্ত্রী শিড়্গার্থীদের পরামর্শ দেন।
#
সাইফুলস্নাহ/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৫১
প্রবৃদ্ধির স্বপ্নরেখা বাংলাদেশ স্পর্শ করবেই
-- পরিকল্পনামন্ত্রী
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল):
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুসত্মফা কামাল বলেছেন, অব্যাহত উন্নয়নের ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে দেশের দরিদ্র মানুষের সংখ্যা শূন্যে নেমে আসবে। ২০৫০ সালের মধ্যে বিশ্বে অর্থনীতিতে বাংলাদেশ হবে ২৩তম শক্তিশালী দেশ। আমাদের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি হচ্ছে এদেশের কৃষক, কামার, জেলে, তাঁতীসহ খেটে খাওয়া মানুষ। তিনি বলেন, আমাদের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে কে কী বলছে তা নয় বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আমরা কী করছি তার ওপর বিশ্বাস রাখুন । তিনি জোর দিয়ে বলেন, প্রবৃদ্ধি অর্জনের যে স্বপ্ন রেখা সামনে রাখা হয়েছে বাংলাদেশ তা স্পর্শ করবেই।
মন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু আনত্মর্জাতিক সম্মেলনকেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ‘দ্য বাংলাদেশ জার্নি’ শীর্ষক দু’দিনব্যাপী সম্ম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা পর্যালোচনা করতে বিআইডিএস তাত্ত্বিক গবেষক ও নীতিনির্ধারকদের পাশাপাশি নাগরিক সমাজের মতামত জানতে এ সম্মেলনের আয়োজন করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিলস্নুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব তারিক উল ইসলাম এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর সৈয়দ সাদ আন্দালিব বক্তৃতা করেন। বিআইডিএস’র মহাপরিচালক ড. কে এ এস মুর্শিদ সম্মেলনে মূলপ্রবন্ধ উপস'াপন করেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশ আছে জিডিপিতে আমাদের চেয়ে অনেক কম বিনিয়োগ। তা সত্ত্বেও তারা অনেক ভাল প্রবৃদ্ধি অর্জন করেছে। তিনি বলেন, আমাদের লড়্গ্য ছিল শতকরা বিশভাগ মানুষকে কারিগরি জ্ঞানসম্পন্ন করে গড়ে তোলা। এর ফলে উৎপাদনড়্গমতা বৃদ্ধি পাচ্ছে এবং জিডিপিতে প্রবৃদ্ধিও অর্জিত হবে।
#
শেফায়েত/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৫০
পাসপোর্ট সেবা সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট সেবা সপ্তাহ- ২০১৬ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন:
‘‘বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর ‘পাসপোর্ট সেবা সপ্তাহ- ২০১৬’ উদ্যাপন করতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি এ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে পাসপোর্ট পরিদপ্তরকে অধিদপ্তরে রূপান্তর করার মাধ্যমে পাসপোর্ট অধিদপ্তরের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেন। বঙ্গবন্ধু এ অধিদপ্তরকে গতিশীল করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন।
বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্ট ও ভিসা আবশ্যকীয় দলিল। আমাদের সরকার ২০১০ সালে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ওঈঅঙ) এর সুপারিশ অনুযায়ী বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এবং মেশিন রিডেবল ভিসা (এমআরভি) প্রবর্তন করে, যা ছিল ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে একটি যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে বহির্বিশ্বে বাংলাদেশের পাসপোর্ট ও ভিসার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ২০১৫ সালের ২৪ নভেম্বরের পর থেকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ওঈঅঙ এর সুপারিশে মেশিন রিডেবল পাসপোর্ট অপরিহার্য হয়ে পড়ে। আমরা এ চ্যালেঞ্জ সফলতার সাথে মোকাবিলা করি। সময়সীমা উত্তীর্ণ হওয়ার আগেই প্রবাসী বাংলাদেশিদের এমআরপি প্রদান করি। এ পর্যন্ত বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর প্রায় ১ কোটি ৪০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট ও ৩ লাখ মেশিন রিডেবল ভিসা প্রদান করেছে।
পাসপোর্ট প্রতিটি নাগরিকের অধিকার। এ নাগরিক অধিকারের বাস্তবায়নে আমরা বাংলাদেশের প্রতিটি জেলা এবং বিদেশে অবস্থিত সকল বাংলাদেশ দূতাবাস থেকে বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট প্রদানের পাশাপাশি এ সংক্রান্ত সকল সেবা প্রদান করছি।
আমি আশা করি, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রতিটি সদস্য জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানে অর্জিত অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার সর্বোচ্চ ব্যবহার করবেন। দেশপ্রেম, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে পাসপোর্ট সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবেন।
আমি বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের উত্তরোত্তর সমৃদ্ধি এবং ‘পাসপোর্ট সেবা সপ্তাহ- ২০১৬’ এর সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।’’
#
নূরএলাহি/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭৫৯ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৪৯
পাসপোর্ট সেবা সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৬ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
‘‘বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের উদ্যোগে ‘পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৬’ উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
পাসপোর্ট নাগরিকের মৌলিক প্রয়োজনীয় দলিল। বিশ্বদরবারে পাসপোর্ট কেবল নাগরিকদের জাতীয় পরিচয় তুলে ধরে না, এর মাধ্যমে জাতির রুচি ও ভাবমূর্তি ফুটে ওঠে। তথ্যপ্রযুক্তি বিকাশের সাথে সাথে পাসপোর্ট প্রণয়নে এনালগ পদ্ধতির পরিবর্তে ডিজিটাল পদ্ধতি সংযুক্ত হয়েছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সরকার বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় দেশের নাগরিকদের জন্য মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও বাংলাদেশে আগত বিদেশিদের জন্য মেশিন রিডেবল ভিসা (এমআরভি) কার্যক্রম বাস্তবায়ন করছে। এমআরপি-এমআরভি কার্যক্রম সফলতার সাথে পরিচালিত হওয়ায় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর দেশবাসীর প্রশংসা অর্জনে সক্ষম হয়েছে।
বাংলাদেশ থেকে বহির্বিশ্বে গমনাগমন বৃদ্ধি পাওয়ায় পাসপোর্টের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জনপ্রত্যাশা পূরণে পাসপোর্ট প্রার্থীদের দ্রুততার সাথে পাসপোর্ট সেবা প্রদানের জন্য সংশ্লি¬ষ্ট সকলকে আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন অব্যাহত রাখতে হবে। পাসপোর্ট প্রাপ্তিতে জনগণ যাতে অহেতুক হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। ‘পাসপোর্ট নাগরিক অধিকার; নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’ এই সেø¬াগান সামনে রেখে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর সেবার মানোন্নয়নে আরো সচেষ্ট হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
‘পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৬’ সফল হোক- এ কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’’
#
আজাদ/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭৩৪ ঘণ্টা