Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ অক্টোবর ২০২৪

তথ্যবিবরণী ১৬ অক্টোবর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                    নম্বর:  ১৩২২

 

খাদ্য ও জীবিকা সহায়তায় কর্মসূচি চালু করার কর্মপরিকল্পনা গ্ৰহণ

                                    -- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

 

ঢাকা, ৩১ আশ্বিন (১৬ অক্টোবর):

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় খাদ্য ও জীবিকা সহায়তায় কর্মসূচি চালু করার কর্মপরিকল্পনা গ্ৰহণ করা করেছে। এ কর্মসূচিটি প্রাথমিকভাবে দেশের ৭৫টি উপজেলায় বাস্তবায়ন করা হবে। যেখানে ৫০ শতাংশের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে এবং বিভিন্ন ভাবে অপুষ্টির শিকার। কর্মসূচিটির আওতায় প্রতিটি পরিবারের জন্য মাসিক ১০০০ টাকার খাদ্য এবং ২০০০ টাকা জীবিকা সহায়তার জন্য প্রদান করা হবে।  তিন বছর মেয়াদে এই কর্মসূচি ৭৫টি উপজেলার ৭৫ হাজার পরিবারকে সহায়তা প্রদান করা হবে। প্রকল্পটি বাস্তবায়নের তিন বছরে ব্যয় হবে ৮১৯ কোটি টাকা।

 

আজ ঢাকায় মহাখালীর ব্র্যাক সেন্টারে ব্র্যাকের পক্ষ থেকে আয়োজিত ‘বন্যা-পরবর্তী পুনরুদ্ধার এবং পুনর্বাসন প্রচেষ্টায় করণীয় বিষয়ক বহুপাক্ষিক আলোচনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

 

উপদেষ্টা বলেন, বন্যা-সহ সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি সংস্থা,  এনজিও, ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান এবং স্বোচ্ছাসেবক-সহ সর্বস্তরের মানুষের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। চলতি বছর আগস্টের বন্যা উপদ্রুত এলাকার মানুষের সহায়তায় তরুণ শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনসাধারণ এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেভাবে সাড়া দিয়েছে, তা ছিল অভাবনীয়। বর্তমানে ফেনী, কুমিল্লা ও নোয়াখালীর জলাবদ্ধতা দূর করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যতো দ্রুত সম্ভব এই জলাবদ্ধতা দূর করে সেখানে জীবন জীবিকা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হবে।

 

অনুষ্ঠানের সভাপতি ও সঞ্চালক হিসেবে ছিলেন ব্র্যাকের চেয়ারপার্সন ড. হোসেন জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্‌। ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্মসূচির পরিচালক ড. মোঃ লিয়াকত আলী অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান এনডিসি, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোঃ নজরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আহমেদ উল্লাহ এফসিএমএ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (ঢাকা বিভাগ) তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শরীফ হোসেন, সড়ক ও মহাসড়ক অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিকরুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এহতেশামুল রাসেল খান, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স-এর উর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর প্রমুখ।

 

#

 

এনায়েত/মেহেদী/শিবলী/রানা/রফিকুল/সেলিম/২০২৪/১৯১৫ ঘণ্টা

Handout                                                                                                                     Number: 1321

Myanmar Ambassador calls on the Foreign Adviser

Dhaka, 16 October:

            The Ambassador of Myanmar to Bangladesh, U Kyaw Soe Moe, paid a maiden call on the Foreign Adviser of Bangladesh, Md. Touhid Hossain at latter’s office in dhaka today.

            During the meeting, they discussed a range of bilateral issues including sustainable repatriation of Rohingya people. Foreign Adviser stressed that Bangladesh and Myanmar, being two close neighbours, have certain challenges in the bilateral relations that need to be resolved on a priority basis.

            The Foreign Adviser expressed deep concern over the recent influx of more than 40 thousand Myanmar nationals into Bangladesh fleeing due to conflict in the bordering states. He emphasized on regional stability which is crucial for both nations.The Foreign Adviser reiterated the need for the safe and sustainable repatriation of the displaced Rohingya population, underscoring the importance of peace and stability in Myanmar.

            The Myanmar Ambassador acknowledged the difficulties caused by the conflict, explaining that efforts toward the repatriation of displaced persons had been delayed due to the ceasefire breakdown by the Arakan Army in November 2023.

            The Foreign Adviser expressed hope that the Myanmar government and other key players would soon engage in constructive dialogue to address the crisis. He highlighted the security concerns stemming from the volatile border situation such as rise in human trafficking.

            Adviser Hossain reaffirmed Bangladesh’s commitment to enhancing regional cooperation with South-East Asian Countries, where Myanmar is a vital gateway. He sought Myanmar’s support for Bangladesh’s bid to become a part of ASEAN’s Sectoral Dialogue.

            They also discussed strengthening bilateral trade, increasing people-to-people contact, and the potential resumption of direct flights between Dhaka and Yangon. They emphasized finalizing the coastal shipping agreement currently under negotiation between the two countries.

            Ambassador U Kyaw Soe Moe conveyed his government’s gratitude to Bangladesh for providing shelter, food, and medical support to Myanmar troops, as well as facilitating their repatriation after they had recently crossed into Bangladesh amidst the ongoing conflict in Rakhine.

#

Kamrul/Mehedi/Shibli/Rana/Rafiqul/Joynul/2024/2010 hour

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ১৩২০

বস্ত্র ও পাট উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ৩১ আশ্বিন (১৬ অক্টোবর):

          বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক সাক্ষাৎ করেছেন। আজ নৌপরিবহন মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

          বস্ত্র ও পাট শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, একসময় জুট মিলগুলো সরকারিভাবে পরিচালিত হতো। এখন মিলগুলোকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে লিজ দেওয়ার প্রক্রিয়া চলমান আছে। বহুমুখী ব্যবহার উপযোগী পাটজাত পণ্য উৎপাদনে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) কাজ করছে। গবেষণা কার্যক্রমের মাধ্যমে পাট ও টেক্সটাইল খাতকে আরো সমৃদ্ধ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটিকে সম্ভাবনাময় খাত উল্লেখ করে পাটজাত খাতে কোরিয়াকে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।  

           বৈঠকে উপদেষ্টা জানান, বর্তমানে কোরিয়া থেকে ক্রুড অয়েল ট্যাংকার ক্রয় সংশ্লিষ্ট একটি প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। তিনি কোরিয়ান বিনিয়োগকারীদের দেশের জাহাজ শিল্পেও বিনিয়োগ করার আহ্বান জানান।

          বর্তমান সরকারের পরিবেশ দূষণরোধে পলিথিন বন্ধ করার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, পরিবেশ দূষণ বৈশ্বিক সমস্যা। প্রাকৃতিক তন্তু হিসাবে পাট পরিবেশবান্ধব। বাংলাদেশের পাটখাত উন্নয়নে কোরিয়া সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন। পার্ক ইয়ং-সিক আরো জানান, প্রায় দুই বছর আগে কোরিয়ান বিনিয়োগকারী একটি প্রতিনিধিদল এদেশে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা দেখতে পরিদর্শনে আসেন, তখন মাতারবাড়ী বন্দরও পরিদর্শন করেন। আগামীতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। রাষ্ট্রদূত জাহাজ শিল্পে বাংলাদেশের উজ্বল সম্ভাবনা রয়েছে বলে জানান।

          সাক্ষাৎকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব দেলোয়ারা বেগম, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তাসলিমা কানিজ নাহিদা, উপসচিব আসমা আরা বেগম ও দক্ষিণ কোরিয়া দূতাবাসের কনসাল কিম জিয়ং কি উপস্থিত ছিলেন।

#

আসিফ/মেহেদী/সঞ্জীব/জয়নুল/২০২৪/২০১০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ১৩১৯

২ কোটি ৫০ লাখ ৪৭ হাজার টাকার অনুদানের চেক গ্ৰহণ

ঢাকা, ৩১ আশ্বিন (১৬ অক্টোবর):

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ প্রধান উপদেষ্টার পক্ষে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে  ২ কোটি  ৫০ লাখ  ৪৭ হাজার  টাকার অনুদানের চেক গ্ৰহণ করেন।

 

এ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ঢাকার গুলশানের সাফী আহমেদ চৌধুরী ১ কোটি ৫০ লাখ টাকা, আরিফ আহমেদ চৌধুরী ৫০ লাখ টাকা, আসিফ আহমেদ চৌধুরী ৫০ লাখ টাকা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড সমন্বয় পরিষদ ৪৬ হাজার টাকা প্রদান করেন।

 

উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

 

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২২০টি চেক / পে- অর্ডার/ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে এ পর্যন্ত ৯৫ কোটি ৬৮ লাখ ২১ হাজার ৭৩০ টাকার অনুদান গ্ৰহণ করেছেন।

#

এনায়েত/মেহেদী/শিবলী/রানা/রফিকুল/সেলিম/২০২৪/১৯১৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ১৩১৮

 

কৃষি খাতে উৎপাদন নির্বিঘ্ন করার জন্য সরকার সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছে

                                     -কৃষি উপদেষ্টা

ঢাকা, ৩১ আশ্বিন (১৬ অক্টোবর):  

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কৃষি খাতে উৎপাদন নির্বিঘ্ন করার জন্য সরকার সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছে। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব, বন্যা ও ঘূর্ণিঝড়ে কৃষি অবকাঠামো, ফসল, গবাদিপশু ও মাছের খামার ক্ষতিগ্রস্ত হলেও দেশে সকলের জন্য খাদ্য সরবরাহে কোন ঘাটতি হবে না।

উপদেষ্টা আজ খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, স্বাধীনতার সময় এদেশের প্রায় সাড়ে ৭ কোটি মানুষের খাদ্য যে জমিতে উৎপন্ন হতো এখন জমির পরিমান কমলেও প্রায় ১৮ কোটি মানুষকে খাওয়ানো সম্ভব হচ্ছে। বর্তমানে দেশে প্রায় ৪ কোটি টন খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে। দেশ দানা জাতীয় খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। পর্যাপ্ত পুষ্টিসমৃদ্ধ খাবার বিশেষ করে ফল, সবজি, ডাল, তেল, মাছ, মাংস, দুধ ও ডিম ইত্যাদির উৎপাদনেও আমাদের সক্ষমতা কয়েকগুণ বেড়েছে।

জাহাঙ্গীর আলম বলেন, দেশে সকলের জন্য খাদ্য সরবরাহে কোন ঘাটতি হবে না। তবে, আমাদের এ প্রত্যাশা সহজেই পরিপূর্ণতা পাবে যদি আধুনিক ফসল সংগ্রহোত্তর প্রযুক্তি ও প্রক্রিয়াজাতকরণ এবং সুশৃঙ্খল ও আধুনিক পরিবহন ব্যবস্থার মাধ্যমে খাদ্যের অপচয় রোধ করতে পারি। তিনি সরকারি এবং বেসরকারি পর্যায়ে একক এবং যৌথভাবে  বিনিয়োগের উদ্যোগ নেয়ার আহবান জানান।   

উপদেষ্টা বলেন, সাম্প্রতিক গবেষণায় দেশে কৃষিপণ্য সংগ্রহোত্তর অপচয় ও ক্ষতির পরিমাণ ফসলের ক্ষেত্রে ১০ থেকে ৪০ শতাংশ, বিশেষ করে শাক-সবজি এবং ফলে অপচয় এবং ক্ষতির হার সবচেয়ে বেশী যা প্রায় ৪০ শতাংশ বলে জানান কৃষি উপদেষ্টা। উৎপাদিত খাদ্যপণ্যের একটা বড় অংশ ভোক্তা পর্যায়ে অপচয় হচ্ছে। দেশে বছরে জনপ্রতি প্রায় ৮২ কেজি খাদ্য অপচয় হয় বলে উপদেষ্টা জানান। তিনি খাদ্য অপচয় রোধে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন।

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান এবং এফএও এর বাংলাদেশ প্রতিনিধি ড. জিয়াওকুন শি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও সার্ক কৃষি কেন্দ্র, ঢাকার পরিচালক ড. মোঃ হারুনূর রশীদ। এছাড়াও কৃষি মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কর্মকর্তাবৃন্দ জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেষে উপদেষ্টা বিশ্ব খাদ্য দিবস ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, এ বছর বিশ্ব খাদ্য দিবসের প্রতিপাদ্য ছিল ‘Right to foods for a better life and a better future’ অর্থাৎ ‘উন্নত জীবন ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার’।

#

জাকির/মেহেদী/ফেরদৌস/রফিকুল/শামীম/২০২৪/১৯১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ১৩১৭

টঙ্গীতে শ্রমিকদের ন্যায্য মূল্যে টিসিবি পণ্য বিক্রয় কর্মসূচি উদ্বোধন করেন শ্রম উপদেষ্টা

ঢাকা, ৩১ আশ্বিন (১৬ অক্টোবর):

          শ্রম ও  কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকরাও রক্ত দিয়েছে। রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার প্রথম সুবিধাভোগী হওয়া উচিত এ দেশের মেহনতী মানুষরা। শ্রমিকদের কর্মের ফলে এত লুটপাটের পরও বাংলাদেশ টিকে আছে।

          আজ গাজীপুরের টঙ্গীতে জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স প্রাঙ্গণে পোশাক শিল্পের শ্রমিকদের জন্য সরকার কর্তৃক ন্যায্যমূল্যে টিসিবি পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

          উপদেষ্টা বলেন, আমার একটা স্বপ্ন আছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে দেশের এক্সপোর্টে সবচেয়ে বেশি অবদান রাখা মেহনতী গার্মেন্টস শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালু করতে চাই। তারা যেন কর্মজীবন শেষে কিছুটা হলেও স্বস্তিতে জীবন অতিবাহিত করতে পারে। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তবে সকল অংশীজনের সহযোগিতায় আমরা কাজটি করতে পারবো।

          শ্রম উপদেষ্টা আরো বলেন, আমাদের দায়িত্ব নেওয়ার পরপরই অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। সম্প্রতি দেশে বন্যা পরিস্থিতি সরকার সফলতার সাথে বন্যার্তদের পাশে থেকে সহযোগিতা করেছে। বর্তমানে তাদের পুনর্বাসনের কাজ চলছে। ১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলের পুঞ্জিভূত দাবি আমাদের কাছে নিয়ে আসছেন। সকলের ন্যায্য দাবি পূরণে সরকার কাজ করে যাচ্ছে।

          আসিফ মাহমুদ বলেন, কিছু বহিরাগতদের চক্রান্তে আমাদের শ্রম সেক্টরে অসন্তোষ সৃষ্টি হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে আমরা শ্রমিকপক্ষ এবং মালিকপক্ষকে নিয়ে ১৮ দফা যৌথ বিবৃতি ঘোষণার মাধ্যমে শ্রমিকদের অসন্তোষ নিরসনের উদ্যোগ নিয়েছি। আজ সেই দাবির প্রেক্ষিতে আমরা স্বল্পমূল্যে টিসিবি’র পণ্য সরবরাহ শুরু করেছি। টিসিবি’র পণ্য বিক্রয় কর্মসূচি পর্যায়ক্রমে আরো বৃদ্ধি করা হবে।

          অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, টিসিবি-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা ইকবাল, বিজিএমইএ-এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

#

নূর আলম/মেহেদী/রানা/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৪/১৯২০ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ১৩১৬

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ৩১ আশ্বিন (১৬ অক্টোবর):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৬ দশমিক শূন্য।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ১৪৪ জন।

#

 

দাউদ/মেহেদী/রফিকুল/জয়নুল/২০২৪/১৮৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ১৩১৫

কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যসেবার বিষয়টি অতীব জরুরি

                           -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

XvKv, ৩১ Avwk¦b (১৬ A‡±vei):       
          প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যসেবা অতীব জরুরি। এ  বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। এলক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে সভা ও  সিম্পোজিয়াম করলে মানসিক স্বাস্থ্যসেবার বিষয়টি গুরুত্ব পাবে।

          উপদেষ্টা আজ  ঢাকায় শাহবাগে বিএসএমএমইউ'র শহীদ ডা. মিলন হলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেয়ার সময় এসেছে’ শীর্ষক সাইন্টিফিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বিএসএমএমইউ’র মনোরোগবিদ্যা বিভাগ ও এলামনাই অব মনোরোগবিদ্যা বিভাগ যৌথভাবে এ সাইন্টিফিক সেমিনারের আয়োজন করে।

          বিএসএমএমইউ’র এলামনাই অব মনোরোগবিদ্যা বিভাগের আহবায়ক ও মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মোহাম্মদ মহসিন আলী শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএসএমএমইউ'র প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার মোঃ শাহিনুল আলম, প্রফেসর ডাক্তার হিদায়েতুল ইসলাম, প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবদুল মুত্তালিব, প্রফেসর ডাক্তার মোঃ নিজাম উদ্দিন, সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শামসুল আহসান প্রমুখ।
#

জাহাঙ্গীর/ফাতেমা/রবি/সুবর্ণা/কলি/লিখন/২০২৪/১৫৫৮

তথ্যবিবরণী                                                                                                 নম্বরঃ ১৩১৪

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত

XvKv, ৩১ Avwk¦b (১৬ A‡±vei):       

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় আহত ও নিহত সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদানসহ সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ট্রাস্টি বোর্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন। 

#

মামুন/ফাতেমা/রবি/সুবর্ণা/কলি/লিখন/২০২৪/১৪৫৮

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ১৩১৩

পরিবেশ উপদেষ্টার বিশেষ নির্দেশনায় বিএফআইডিসির অবৈধ দখলকৃত ১৫৫ একর জমি উদ্ধার

ঢাকা, ৩১ আশ্বিন (১৬ অক্টোবর):  

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) জবরদখলকৃত ১৫৫ দশমিক ০৯ একর জমি উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম জোনের রামু রাবার বাগানের ১৬ একর, রাউজান রাবার বাগানের ৬১ একর, হলদিয়া রাবার বাগানের ১ দশমিক ৫০ একর, দাঁতমারা রাবার বাগানের শূন্য দশমিক ১০ একর এবং রাউজান-রাঙ্গুনিয়া রাবার বাগানের ১১ একর জমি উদ্ধার করা হয়েছে। এছাড়া, সিলেট জোনের রূপাইছড়া রাবার বাগানের ২৩ দশমিক ৭৪ একর জমিও উদ্ধার করা হয়েছে। এর আগে ডাবুয়া রাবার বাগানের ১০ একর, কাঞ্চননগর রাবার বাগানের ১৩ একর ও রাঙ্গামাটিয়া রাবার বাগানের ১৮ দশমিক ৭৫ একর জমি জবরদখলমুক্ত করা হয়।

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো: নাসির উদ্দিন আহমেদ জানিয়েছেন, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতায় এসকল জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এ জমিতে রাবার বাগান সৃজনের কাজ চলছে। এধরনের জমি উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

#

দীপংকর/ফাতেমা/রবি/সুবর্ণা/কলি/মাসুম/২০২৪/১৩৩২ ঘণ্টা

 

2024-10-16-15-15-ccc85114dadb6981a9f7c435891755a9.docx