তথ্যবিবরণী নম্বর: ৯০১
মহানবি (সা.) এর পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ
-ধর্ম উপদেষ্টা
ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর):
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মহানবি (সা.) এর পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ। তাঁর আদর্শকে যদি আমরা ধারণ করতে পারি এবং সেটা যদি আমরা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে চর্চা করতে পারি তাহলে সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে পারব। আমরা একটি বৈষম্যহীন সমাজ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে পারব।
আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে 'মহানবি (সা.) এর সাম্য ও সম্প্রীতির আদর্শ' শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে।
ধর্ম উপদেষ্টা বলেন, নবি করিম (সা.) আমাদের জন্য অনুসরণীয় আদর্শ রেখে গেছেন। হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মুসলিম রাষ্ট্রে যদি কোনো মুসলমান কোনো অমুসলিম নাগরিকের ওপর অত্যাচার কিংবা জুলুম করে তবে কিয়ামতের দিন মহানবি (সা.) সেই মুসলিমের বিপক্ষে দাঁড়াবেন। যুদ্ধের ময়দানে নারী ও শিশুদের প্রতি একজন মুসলিম যোদ্ধার নীতি কী হবে সেই বিষয়েও নবি করিম (সা.) নির্দেশনা দিয়ে গেছেন। এছাড়া, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও রাসুল (সা.) অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমাদের প্রিয় নবি (সা.) এক হাজার ৪০০ বছর আগে পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠা করেন। তিনিই প্রথম ঘোষণা করেন, আরবের ওপর অনারবের কিংবা অনারবের ওপর আরবের, সাদার ওপর কালোর কিংবা কালোর ওপর সাদার বিশেষ কোনো মর্যাদা নেই।
ড. খালিদ হোসেন বলেন, নবি করিম (সা.) হলেন সারাবিশ্বের জন্য সুসংবাদদাতা। তিনিই মানব সভ্যতার ইতিহাসে প্রথম নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করেন। তার পূর্বে সমাজে নারীর কোনো মর্যাদা ছিলো না, বরং নারীদেরকে নানাভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হতো। তিনি বলেন, আমরা যদি সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ একটি দেশ গড়তে চাই তাহলে নবি (সা.) এর আদর্শ মেনে চলা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হলে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে জাতীয় নির্বাচন দেয়া হবে। এই নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং সবাই তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এরূপ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করার মধ্য দিয়ে আমাদের দায়িত্ব শেষ হবে। তিনি সরকারকে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ জানান।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া, সাবেক সভাপতি শওকত মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ প্রমুখ। এতে সাংবাদিক নেতৃবৃন্দ-সহ জাতীয় প্রেসক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।
শেষে মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
#
আবুবকর/খায়ের/রফিকুল/শামীম/২০২৪/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৯০০
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর):
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের তথ্য পাওয়া গেছে। এ সময় ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৯৮ জন।
#
দাউদ/খায়ের/মোশারফ/শামীম/২০২৪/১৭০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৮৯৯
নৌপথে চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে
- স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর):
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) নৌপথে চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।
উপদেষ্টা আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাবিকদের সাথে মতবিনিময় সভায় এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, নিজস্ব চাহিদা বিবেচনায় সরকার এ বছর ভারতে ইলিশ রপ্তানি করছে না। এছাড়া, সরকার পর্যাপ্ত পরিমাণ সার আমদানির মাধ্যমে সারের জোগান অব্যাহত রেখেছে। এ প্রেক্ষাপটে প্রতিবেশী দেশসমূহে ইলিশ ও সারের চোরাচালানের ঝুঁকি রয়েছে। তাই বাংলাদেশ কোস্ট গার্ডকে মূল দায়িত্বের অংশ হিসেবে সমুদ্র ও নৌপথে ইলিশ এবং সারসহ বিভিন্ন পণ্যের চোরাচালান বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে নৈতিকতার ক্ষেত্রে স্খলন দেখা দিলেও বাংলাদেশ কোস্ট গার্ড এক্ষেত্রে ব্যতিক্রম। তারা নৈতিক মানদণ্ড বজায় রেখেছে এবং অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করছে।
উপদেষ্টা আরো বলেন, দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি নেই। কোস্ট গার্ড সদস্যদেরকে দুর্নীতিবিরোধী অবস্থানে তাদের অতীত ঐতিহ্য ও সম্মান সমুন্নত রেখে অস্ত্রসহ বিভিন্ন ক্রয় ও সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান। তিনি কোস্ট গার্ডের আবাসন, জনবল, অস্ত্র এবং টহল ও উদ্ধারকারী নৌযান ক্রয় ও সংগ্রহসহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা ও ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এসময় কোস্ট গার্ডের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়। সভা শেষে তিনি বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন ও বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল মীর এরশাদ আলী উপস্থিত ছিলেন।
#
ফয়সল/রবি/সুবর্ণা/সাজ্জাদ/আসমা/২০২৪/১৪৪২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৮৯৮
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বঙ্গভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর):
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আজ বাদ যোহর বঙ্গভবন জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। রাষ্ট্রপতির সচিবগণসহ বঙ্গভবনের সামরিক-বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা মিলাদ মাহফিলে অংশ নেন।
পরে, মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবির মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন।
#
রাহাত/রবি/সুবর্ণা/সাজ্জাদ/আসমা/২০২৪/১৫০০ ঘণ্টা