Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd August ২০১৭

তথ্যবিবরণী ২ আগস্ট ২০১৭

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২০১৪

সমুদ্র সম্পদ আহরণে জোর দেয়া হচ্ছে 

              --- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট) :
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, সমুদ্রের দিকে আমাদের তাকাতে হবে। সমুদ্রের অঢেল সম্পদ আহরণে উদ্যোগী হতে হবে। দেশের স্থলসম্পদ কমে আসছে। সেজন্য সমুদ্র সম্পদ আহরণ ও গবেষণায় জোর দিতে হবে। তিনি আরো বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নানা রকম চাহিদা মেটানোর জন্য সমুদ্র সম্পদের ওপর গবেষণা, সমুদ্র সম্পদ সনাক্তকরণ, আহরণ এবং এর সর্বোচ্চ ও বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে হবে। আর এ লক্ষ্যে বর্তমান সরকার বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট স্থাপনসহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। 
আজ ঢাকায় পরমাণু শক্তি কেন্দ্রের মিলনায়তনে  ওশানোগ্রাফি বা সমুদ্রবিদ্যা বিষয়ক এক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। ন্যাশনাল ওশানোগ্রাফিক অ্যান্ড মেরিটাইম ইনস্টিটিউট (নোয়ামি) ৩ মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ২১জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। 
নোয়ামির চেয়ারম্যান নঈম চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নোয়ামির সাবেক চেয়ারম্যান এএজেড আহমেদ ও নোয়ামির মহাসচিব সৈয়দ মাইন উদ্দিন হায়দার।
#
কামরুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৩৫ঘণ্টা

Handout                                                                                             Number : 2013

 

Sekander Ali next Ambassador to Libya

 

Dhaka,  August 02:

 

              The Government has decided to appoint Sheikh Sekander Ali as the next Ambassador of Bangladesh to Libya.

Sheikh Sekander Ali, a career diplomat of 9th BCS (Foreign Affairs), joined Foreign Service in 1991. He has been serving as Ambassador of Bangladesh to Sultanate of Oman since 2013. In his distinguished diplomatic career, he served in Bangladesh Missions in Doha, Kuala Lumpur, Brussels and Abu Dhabi in different capacities.

Mr. Ali completed several professional training courses at home and abroad. He obtained his Master’s Degree in Science and Bachelor Degree in Law from the University of Dhaka.

#

 

Nazmul/Mahmud/Sanjib /Salim/2017/1910 Hrs

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২০১২

বঙ্গবন্ধুর রক্তঋণ শোধ ও দেশকে এগিয়ে নিতে সকল চক্রান্ত উচ্ছেদ করতে হবে
                                -- তথ্যমন্ত্রী

ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট):

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বঙ্গবন্ধুর রক্তঋণ পরিশোধ করে বাংলাদেশকে এগিয়ে নিতে সকল ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতি সমূলে উচ্ছেদ করতে হবে। এটাই শোক ও প্রতিশোধের মাস আগস্টের শপথ।’

    আজ রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দেশ ও গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতির বিরুদ্ধে জাসদের গণমিছিল’ উদ্বোধনকালে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী একথা বলেন।

    আগস্ট মাসকে জাতির জন্য সবচেয়ে কঠিন শোকের মাস ও জাতির ওপর সবচেয়ে বড় ষড়যন্ত্র-চক্রান্তমূলক আঘাতের মাস হিসেবে বর্ণনা করে হাসানুল হক ইনু বলেন, ‘মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতেই বারবার আগস্টে আঘাত হেনেছে দেশ ও জাতির ওপর। আগস্টেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, সংবিধানকে পদদলিত করা হয়েছিল, সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসিত করা হয়েছিল, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা হয়েছিল।’

    তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি, বঙ্গবন্ধুর খুনি, ষড়যন্ত্র চক্রান্তের রাজনীতির ধারক-বাহকরা এখনও বাংলাদেশের উপর আঘাত হানছে, জঙ্গি হামলা ও আগুন-সন্ত্রাস চালাচ্ছে। এ ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতি সমূলে উচ্ছেদ করে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র-সমাজতন্ত্রের পথে এগিয়ে নিতে জাসদের নেতাকর্মীদের সংগ্রামের রাজপথে আগুয়ান হতে হবে।’

    গণমিছিল পূর্ব এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নুরুল আখতার, ওবায়দুর রহমান চুন্নু, নইমুল আহসান জুয়েল, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি শফিউদ্দিন মোল্লা, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মাইনুর রহমান, নারী নেত্রী উম্মে হাসান ঝলমল, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম সুমন প্রমুখ। সমাবেশ শেষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের  সামনে থেকে জাসদের গণমিছিলটি বঙ্গবন্ধু এভিনিউয়ে এসে শেষ হয়।

#

আকরাম/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২০১১
১ সেপ্টেম্বর থেকে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ স¦াস্থ্যমন্ত্রীর
ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট) :
২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৬ অক্টোবর এবং বিডিএস ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।
সভায় স্বাস্থ্যমন্ত্রী ১ সেপ্টেম্বর থেকে এসব ভর্তি পরীক্ষাকেন্দ্রিক কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি প্রয়োজনে আইনশৃংখলা বাহিনীর সহায়তা নেওয়ার জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ জানিয়ে বলেন, কিছু কিছু চিহ্নিত কোচিং সেন্টার ভর্তি পরীক্ষার সময় ভুয়া প্রশ্নপত্র বানিয়ে জনগণকে বিভ্রান্ত  এবং নিরীহ অভিভাবকদের সাথে প্রতারণা করে। এই চক্র প্রতিরোধ করতে হলে পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ করতে হবে।
মেডিকেল শিক্ষার মান নিয়ে সরকারের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, মানহীন ও যথাযথ নীতিমালা না মানলে সরকার যেমন বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করার অভিযান অব্যাহত রাখছে, তেমনি প্রশ্ন ফাঁস বা ভুয়া প্রশ্ন বিতরণের মতো ঘটনাও যেন না ঘটে সেদিকেও সরকার কঠোর অবস্থানে থাকবে। এ সময় তিনি গতবছর অনুষ্ঠিত নিখুঁত ভর্তি পরীক্ষার দৃষ্টান্ত তুলে ধরে পরীক্ষা মনিটরিংয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে ধন্যবাদ জানিয়ে এবারের পরীক্ষা প্রক্রিয়া নিñিদ্র ও নিখুঁতভাবে সম্পন্ন করতে সহযোগিতা কামনা করেন।
সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব মোঃ সিরাজুল ইসলাম, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, চট্টগ্রাম মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক দুলাল, বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ সমিতির সভাপতি আলহাজ মকবুল হোসেনসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/মাহমুদ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২০১০

 

 


রাজউকের নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে
              --- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট) :
রাজউকের নিজস্ব আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে। নিজস্ব আয় বাড়িয়ে প্রকল্প গ্রহণ করতে হবে। এ জন্য বেদখল হওয়া জমি উদ্ধার ও বাণিজ্যিক ভবন নির্মাণ করে বরাদ্দ প্রদান করতে হবে। অনেক জমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এগুলো দ্রুত উদ্ধার করতে হবে।
আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবন পরিদর্শনে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ নির্দেশ দেন।
তিনি বলেন, মতিঝিলে ২০ কাঠা জমির প্লটটি উদ্ধার করা হয়েছে। এ জমিতে কোন প্রকল্প গ্রহণ করা না হলে আবারো বেদখল হবে। অনেক বাণিজ্যিক ভবন যথাযথ তদারকির অভাবে রাজউক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক আবাসিক এলাকায় কোথাও কোথাও বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এসব ভবন মালিকদের কাছ থেকে যথাযথ অর্থ আদায় করে বাণিজ্যিক প্লট হিসেবে পরিবর্তন করা যায়।
তিনি বলেন, যে সব পরিকল্পিত আবাসিক এলাকায় বাণিজ্যিক প্লট রয়েছে সেগুলোর মূল্য নির্ধারণ করে দ্রুত বরাদ্দের ব্যবস্থা করতে হবে। এ প্রসঙ্গে তিনি উত্তরা আবাসিক প্রকল্পের ২১৪ একার জমির কথা বলেন। তিনি বলেন, একটি প্রকল্প নিয়ে তা বাস্তবায়নে দীর্ঘ সময় ব্যয় করায় রাজউকের ওপর জনগণের আস্থা কমে যাচ্ছে। একইসাথে রাজউককে লক্ষ্য রাখতে হবে, কোন কাজে এসে জনগণ যাতে হয়রানির শিকার না হয়। এটি একটি সেবা প্রতিষ্ঠান। রাজউকের সকল কর্মকর্তা-কর্মচারীকে সে দৃষ্টি নিয়েই কাজ করতে হবে।   
রাজউকের চেয়ারম্যান মো. আব্দুর রহমান, সদস্য (পরিকল্পনা) জিয়াউল হক, সদস্য (স্টেট) মো. আমজাদ আলী, সদস্য (প্রশাসন ও অর্থ) ফারুখ আহমেদ, সদস্য (নিয়ন্ত্রণ) আসমাউল হোসেন, প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ও ডিজাইন) এ এস এম রায়হানুল ইসলাম, প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) আনোয়ার হোসেনসহ ঊধ্বর্তন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
#
গোলাম কিবরিয়া/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯১০ঘণ্টা

 

 

 
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ২০০৯

বাণিজ্যমন্ত্রী-জাপানের রাষ্ট্রদূত বৈঠক
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জাপান

ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট):

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জাপান বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটিতে জাপানের ব্যবসায়ীরা বিনিয়োগ করবে। দশ বছর আগে ইপিজেডে জাপানের ৩৫টি কোম্পানির বিনিয়োগ ছিল, এখন সেখানে ৩৫০টি কোম্পানি বিনিয়োগ করছে। মন্ত্রী বলেন, জাপানের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে। তৈরিপোশাক, চামড়া ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন পণ্যের প্রচুর চাহিদা রয়েছে জাপানে। কিছুদিনের মধ্যে বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল জাপান সফর করবে।

    তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াটানাবে (গধংধঃড় ডধঃধহধনব) এর সাথে বৈঠক করে সাংবাদিকদের এ সব কথা বলেন।

     তোফায়েল আহমেদ বলেন, জাপান বাংলাদেশের বিশ^স্ত বন্ধু এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ঘনিষ্ঠ সহযোগী। জাইকা বাংলাদেশের উন্নয়নমূলক কাজে সহযোগিতা দিয়ে যাচ্ছে। বিনিয়োগ আকৃষ্ট করতে বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করেছে বাংলাদেশ। এখানে শতভাগ মূলধন বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। প্রয়োজনে বিনিয়োগকারী মূলধন ও লাভ ফিরিয়ে নিতে পারবেন। সরকার আইন করে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করেছে।

    জাপানের রাষ্ট্রদূত বলেন, ভবিষ্যতে বাংলাদেশের সাথে জাপানের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরো বৃদ্ধি পাবে।

    বাণিজ্যসচিব শুভাশীষ বসু ও ডব্লিউটিও সেলের মহাপরিচালক মুনীর চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

#

বকসী/মাহমুদ/ফারহানা/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২০০৮
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ই-ফাইল ও গণশুনানি কার্যক্রম উদ্বোধন
শিক্ষা প্রতিষ্ঠানের কোন কাজে ঘুষ না দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট):
    শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কোন অধিদপ্তর বা শিক্ষা প্রতিষ্ঠানের কোন কাজে কোথাও ঘুষ না দেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কোন কাজে কোথাও ঘুষ দিবেন না। দালাল চক্রের কথা শুনবেন না। কেউ এ ধরনের কাজ করলে তাকে ধরিয়ে দিন।

    শিক্ষামন্ত্রী আজ ঢাকায় শিক্ষাভবনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)-এর শেখ রাসেল স্মৃতি সম্মেলন কেন্দ্রে অধিদপ্তরের ই-ফাইলিং ও গণশুনানি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

    মন্ত্রী বলেন, ঘুষ-দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেয়া হয়েছে। যারা ভাল কাজ করবে তাদেরকে পুরস্কৃত করা হবে এবং দুর্নীতির সাথে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের সর্বনাশ হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এখনও যারা দুর্নীতি করতে চান, তারা এ অধিদপ্তর ছেড়ে চলে যান।

    শিক্ষামন্ত্রী বলেন, প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে হবে। এজন্য ই-ফাইলিং ব্যবস্থা চালু হচ্ছে। প্রযুক্তির ব্যবহারের ফলে কোথাও ফাঁকি দেয়া যাবে না। কাজে স্বচ্ছতা থাকবে। দেশের ৩৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এর আওতায় আসবে। শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন কাজকে আরো গতিশীল করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, গত কয়েক বছরে আমরা ঘুষ-দুর্নীতি কমিয়ে আনতে সক্ষম হয়েছি।

    ডিআইএ’র পরিচালক প্রফেসর আহাম্মেদ সাজ্জাদ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের পরিচালক (ই-সার্ভিস) ড. মো. আব্দুল মান্নান এবং  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব আহমদ শামীম আল রাজী বক্তব্য রাখেন । ডিআইএ’র ই-ফাইল ও গণশুনানি বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন এর যুগ্মপরিচালক বিপুল চন্দ্র সরকার।

    পরে শিক্ষামন্ত্রী ই-ফাইল ও গণশুনানি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় তিনি দেশের বিভিন্ন জেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। এসব প্রতিষ্ঠানে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের কাজের মান সম্পর্কে জানতে চান। প্রতিষ্ঠান প্রধানগণ, ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেন এবং তাদের মতামত জানান।
#
আফরাজ/মাহমুদ/ফারহানা/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২০০৭

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে বাংলাদেশে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা সোইমারনু (জরহধ ঝঁবসধৎহড়) আজ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 
রাষ্ট্রদূত জানান, ইন্দোনেশিয়ার সরকারি ও বেসরকারি সংস্থাসমূহের বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত সম্পর্কে আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের ঋঝজট নির্মাণ, কয়লা ও খঘএ রপ্তানি এবং এ সংশ্লিষ্ট ব্যবসা খাতে ইন্দোনেশিয়া কাজ করতে আগ্রহী। রাষ্ট্রদূত আরো বলেন, পোলট্রি সিমেন্ট এবং ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জয়েন্ট ভেঞ্চারে বিনিয়োগ করতে ইচ্ছুক। কাজ অনেকটাই এগিয়েছে। সহযোগিতা বাড়াতে আমরা অপেক্ষা করছি। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন ইস্যুতে ও ইন্দোনেশিয়ার অবস্থান নিয়ে আলোচনা করা হয়।      
প্রতিমন্ত্রী নবনিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে দেশীয় কৃষ্টি ও সংস্কৃতি ব্যাখ্যা করেন। তিনি বলেন, ভ্রাতৃপ্রতিম এই দেশটির সাথে কয়লা, এলএনজি ও সংশ্লিষ্ট ব্যবসা বাড়ানোর উদ্যোগ নেয়া যেতে পারে। আমাদের প্রচুর কয়লা লাগবে। সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে আমরা যৌথভাবে একটি উন্নয়নের ফ্রেমওয়ার্ক করতে পারি। দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে ট্রেডশো বা সেমিনার করতে পরলেও ব্যবসার ক্ষেত্র বৃদ্ধি পাবে। এতে ইন্দোনেশিয়ার জ্বালানি সম্পর্কে আমরা ব্যাপকভাবে জানতে পারবো। সরকারি ব্যবস্থাপনার অর্থাৎ জি-টু-জি ব্যবসা-বাণিজ্যকে আমরা উৎসাহিত করি। 
#
আসলাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯০০ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২০০৬

তথ্যমন্ত্রীকে অনলাইন সাংবাদিক সোসাইটির অভিনন্দন

ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট):

    জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণীত হওয়ায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ অনলাইন সাংবাদিক সোসাইটির নেতৃবৃন্দ।

    আজ রাজধানীর হেয়ার রোডে তথ্যমন্ত্রীর বাসভবনে সোসাইটির সভাপতি মোঃ মাসুদ পারভেজ,  সাধারণ সাম্পাদক মোঃ মাহমুদুন্নবী জ্যোতি ও অন্য নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান।

    এ সময় ৫৭ ধারার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এটি ডিজিটাল জগতের নিরাপত্তা বিধানে সার্বজনীন ধারা, সাংবাদিকতার বিরুদ্ধে কোনো ধারা নয়।’

    তিনি বলেন, ডিজিটাল গণমাধ্যম হিসেবে অনলাইন সংবাদ পোর্টালগুলোকে যেমন বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে, তেমনি সাংবাদিকতার নামে মিথ্যাচার, চরিত্রহনন, গুজব ও উস্কানি ছড়ানোর বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে হবে। আর সদ্যপ্রণীত অনলাইন নীতিমালা ডিজিটাল গণমাধ্যমকে সুরক্ষা দেবে।

    অনলাইন সাংবাদিক সোসাইটির সভাপতি মোঃ মাসুদ পারভেজ বলেন, ‘নিবন্ধিত সোসাইটি হিসেবে তারা অনলাইন গণমাধ্যম সম্পর্কিত বিষয়ে সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছেন।’

#

আকরাম/মাহমুদ/ফারহানা/নাইচ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২০০৫
 
ডিজিটালাইজড হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী নির্বাচন
                     -মেহের আফরোজ চুমকি
ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দরিদ্র নারীদের খাদ্য নিরাপত্তায় ভিজিডি এবং সুস্থ্য শিশু জন্মদান নিশ্চিত করার জন্য মার্তৃত্বকালীন ভাতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রায়ই এই নিরাপত্তা  কার্যক্রমের সুবিধাভোগী নির্বাচনে অনিয়মের অভিযোগ  পাওয়া যায়। এ অনিয়ম দূর করতে সুবিধাভোগী নির্বাচন ডিজিটালাইজড করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। 
মন্ত্রী আজ সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেভ দি চিলড্রেন আয়োজিত  বাংলাদেশে  সামাজিক  নিরাপত্তা  কর্মসূচির ওপর  সম্পাদিত  এক  গবেষণা প্রতিবেদনের  ওপর  দিন ব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
প্রতিমন্ত্রী সামাজিক নিরাপত্তা কার্যক্রম যথাক্রমে ভিজিডি, মার্তৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা প্রভৃতির সুুবিধাভোগী নির্বাচন এবং তার সুফল প্রান্তিক মানুষ পাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখার জন্য জনপ্রতিনিধি ও স্থানীয়  প্রশাসনের প্রতি আহ্বান জানান। 
গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয় অধিকাংশ ক্ষেত্রে অনেক প্রান্তিক জনগণ সরকারেরর এই সুবিধাসমূহ সম্পর্কে জানেন না। কোন কোন ক্ষেত্রে যারা পাওয়ার যোগ্য তারা না পেয়ে অন্য লোকেরা পাচ্ছে। স্থান কাল পাত্র ভেদে অনেক সময় বন্টণ প্রক্রিয়াও সুষম হয়না। এই বিষয় সমূহের প্রতি নজর দেওয়ার বিষয়ে  কর্মশালায় গুরুত্ব আরোপ করা হয়। 
 সেভ দি চিলড্রেনের চাইল্ড পোভার্টি ডাইরেক্টর উৎ. ঋৎবফৎরপ ঈযরংঃড়ঢ়যবৎ এর সভাপতিত্বে এই কর্মশালায় সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবীর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের  মহাপরিচালক  মো. রিয়াজ আহমেদ, ডিএফআইডি বাংলাদেশের  প্রতিনিধি ঔরস গপ অষঢ়রহব উপস্থিত ছিলেন । 
 
#
খায়ের/অনসূয়া/জসীম/শামীম/২০১৭/১৫০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২০০৪
 
মেট্রোরেল প্রকল্পের নির্মাণকাজের সূচনা করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী 
 
ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট) :
মেট্রোরেলের উত্তরা হতে আগারগাঁও পর্যন্ত প্রায় বারো কিলোমিটার উড়ালপথ এবং নয়টি স্টেশনের নির্মাণকাজ শুরু হয়েছে। আজ সকালে আগারগাঁও এলাকায় নির্মাণকাজের সূচনা করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
 
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, মেট্রোরেলের রুট এবং স্টেশন নির্মাণের মধ্য দিয়ে আমরা এ প্রকল্প বাস্তবায়নে আরো একধাপ এগিয়ে গেলাম। তিনি বলেন, ইতোমধ্যে ডিপো নির্মাণ এবং ডিপো এলাকার অবকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে চলেছে।
 
তিনি বলেন, প্রায় বাইশ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন মেট্রোরেল প্রকল্পে জাইকা’র প্রকল্প সহায়তা প্রায় ষোল হাজার ছয়’শ কোটি টাকা। আটটি প্যাকেজে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ইতোমধ্যে সকল প্যাকেজের দরপত্র আহ্বানের কাজ শেষ হয়েছে। দু’টি প্যাকেজের আওতায় প্রায় চার হাজার দুই’শ ত্রিশ কোটি টাকা ব্যয়ে বারো কিলোমিটার উড়ালপথ এবং নয়টি স্টেশন নির্মিত হতে যাচ্ছে।
 
উল্লেখ্য, প্রথম পর্যায়ে বারো কিলোমিটার উড়ালপথ এবং উত্তরা-উত্তর, উত্তরা-সেন্টার, উত্তরা-দক্ষিণ,  পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া এবং আগারগাঁও স্টেশন নির্মাণ করা হবে। আগামী ২০১৯ সালের মধ্যে উত্তরা হতে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্যায় এবং ২০২০ সালের মধ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে কাজ শেষ হবে।
 
ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ’র নির্বাহি পরিচালক সৈয়দ আহম্মেদ, মেট্রোরেল প্রকল্পের পরিচালক আফতাব উদ্দিন খানসহ সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ এবং প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
#
 
নাছের/অনসূয়া/নুসরাত/গিয়াস/জসীম/শামীম/২০১৭/১৪২৫  ঘণ্টা
 
 
 
 
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২০০৩
 
নৌপরিবহণ অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সাময়িক বরখাস্ত
 
ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট) :
 
নৌপরিবহণ অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার এ কে এম ফখরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 
নৌপরিবহণ মন্ত্রণালয়ের ১ আগস্ট এক অফিস আদেশে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়েছে। তার এ আদেশ ১৮ জুলাই ২০১৭ থেকে কার্যকর হবে। বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
উল্লেখ্য, গত ১৮ জুলাই তার নিজ কার্যালয় থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক গ্রেফতারের প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 
#
নাছের/অনসূয়া/জসীম/শামীম/২০১৭/১৪২১ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২০০২
বাংলাদেশের ইতিহাস ও অস্তিত্বের সাথে মিশে আছে বঙ্গবন্ধুর ত্যাগের কথা
                    - জনপ্রশাসন প্রতিমন্ত্রী 
 
ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট) :
বাংলাদেশের ইতিহাস ও অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে বঙ্গবন্ধুর ত্যাগ ও তিতিক্ষার কথা। তাঁর আদর্শকে লালন করে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য জাতির পিতা স্বাধীনতার পরপরই নানা ধরণের উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু স্বাধীনতা বিরোধীচক্র নৃশংসভাবে বঙ্গবন্ধুকে হত্যা করে মানুষের অর্থনৈতিক মুক্তির পথকে ধূলিসাৎ করে দেয়। 
স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
#
 
মাসুম/অনসূয়া/গিয়াস/শহিদ/জসীম/শামীম/২০১৭/১২৪৫ ঘণ্টা
 
 
Todays handout (6).docx