Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st মে ২০১৭

তথ্যবিবরণী ৩১ মে ২০১৭

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৫১৯

তামাক নিষিদ্ধ হওয়াই শ্রেয়
               --- তথ্যমন্ত্রী

ঢাকা, ১৭  জ্যৈষ্ঠ (৩১ মে) : 
তামাকের বিরুদ্ধে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আবারো তার অবস্থান তুলে ধরেছেন। তামাক ও তামাকজাত পণ্যকে সুস্থ জীবনের অন্তরায় হিসেবে বর্ণনা করে একে নিষিদ্ধ করাই শ্রেয় বলে মন্তব্য করেছেন তিনি। 
আজ রাজধানীতে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মাদকদ্রব্য ও নেশাবিরোধী সংস্থা মানস’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী তাঁর অবস্থান তুলে ধরেন। 
মন্ত্রী বলেন, ‘তামাকজাত পণ্য ব্যবহারে মানসিক, শারীরিক, আর্থিক, পারিবারিক, সামাজিক ও পেশাগত ক্ষতি হয়। তামাক এ কারণে বিনোদন নয়, বরং সুস্থ জীবন ও উন্নয়নের অন্তরায়। এটি নিষিদ্ধ হওয়া উচিত। আর যতদিন তা না হচ্ছে ততদিন তামাকের চাষ ও ব্যবসার ওপর কর বৃদ্ধি করতে হবে।’  
২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার মন্ত্র নিয়ে এগিয়ে যাওয়া এবং এ বিষয়ে নারীদের নেতৃত্ব দিতে আহ্বান জানান হাসানুল হক ইনু। এ সময় স্কুলে প্রতিদিন লেখাপড়া শুরুর আগে শিক্ষক ও ছাত্রদের ধূমপান থেকে বিরত থাকার অঙ্গীকার করার তাগিদ দেন তিনি। 
আয়োজক ‘মানস’ এর মহাসচিব চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং সম্মানিত অতিথি হিসেবে আয়োজন সহযোগী ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান শেখ কবির হোসেন তামাকবিরোধী বক্তব্য রাখেন। 
৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবসে বিশ্ব স্বাস্থ্যসংস্থা নির্ধারিত প্রতিপাদ্য ‘তামাক- উন্নয়নের প্রতি হুমকি’ (ঞড়নধপপড় - ধ ঃযৎবধঃ ঃড় ফবাবষড়ঢ়সবহঃ) বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন মানসের সভাপতি অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী। 
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৩০ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৫১৮

শিড়্গার লড়্গ্য অর্জনে প্রধান ভূমিকা শিড়্গকের
                  -- শিড়্গামন্ত্রী

ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে) :

     শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ বলেছেন, শিড়্গার মান উন্নয়নে শিড়্গকদেরই প্রধান ভূমিকা পালন করতে হবে। আমাদের শিড়্গার লড়্গ্য অর্জনে শিড়্গকের ভূমিকা সবচেয়ে গুরম্নত্বপূর্ণ। তাই শিড়্গকদের নিবেদিতপ্রাণ হয়ে শিড়্গাদান করে নৈতিক মূল্যবোধসম্পন্ন পরিপূর্ণ মানুষ সৃষ্টি করতে হবে। অনৈতিক কাজ থেকে দূরে থেকে নিজেদের মূল্যবোধসম্পন্ন দায়িত্বশীল মানুষ হিসেবে শিড়্গার্থীদের কাছে অনুকরণীয় হয়ে উঠতে হবে।

    তিনি আজ ঢাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিড়্গা বোডর্, ঢাকা  আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। পুরান ঢাকায় অবসি'ত বোর্ড কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    শিড়্গামন্ত্রী বলেন, শিড়্গকরা দেশের ভবিষ্যৎ উন্নয়নের নিয়ামক শক্তি। কিন' কিছু অসৎ শিড়্গকের কারণে সার্বিকভাবে শিড়্গকদের ভাবমূর্তি ড়্গুণ্ন হচ্ছে। এরা শ্রেণিকড়্গে পড়ান না। বাড়িতে টাকার বিনিময়ে কোচিং করান। এ বিষয়ে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এ মহৎ পেশায় তাদের থাকার কোন অধিকার নাই।  

    মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিড়্গা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমানের  সভাপতিত্বে অনুষ্ঠানে শিড়্গা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিড়্গা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাদরাসা ও কারিগরি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিড়্গা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান এবং বোর্ডের সচিব মো. শাহেদুল খবির চৌধুরী বক্তব্য রাখেন।

#

আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৫১৭

মিল্কভিটার পস্ন্যান্ট নির্মাণের টেন্ডার প্রক্রিয়া আরো স্বচ্ছ হতে হবে
                       -- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ

ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে) :

পলস্নী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, মিল্কভিটার বিভিন্ন পস্ন্যান্ট নির্মাণ কাজের টেন্ডার প্রক্রিয়া ধীরগতির ও সমন্বয়হীন। এ প্রক্রিয়া আরো স্বচ্ছ, গতিশীল ও জনকল্যাণমুখী করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সমবায়ীদের লাভজনক প্রতিষ্ঠান ‘মিল্ক ভিটা’ দেশে দুগ্ধ বিপস্নবের সূচনা করে। কিনত্মু কতিপয় অসৎ কর্মকর্তা-কর্মচারী ও সমবায়ীর কারণে এটি কাঙিড়্গত লড়্গ্যমাত্রা অর্জন করতে পারছে না।

তিনি আজ মন্ত্রণালয়ের সম্মেলন কড়্গে পলস্নী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং এর অধীনস' বিভিন্ন সংস'ার প্রকল্পসমূহের পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরম্নহা সুলতানাসহ সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপসি'ত ছিলেন।

প্রতিমন্ত্রী একটি বাড়ি একটি খামার প্রকল্পকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নপ্রসূত বিশেষায়িত প্রকল্প হিসেবে উলেস্নখ করে বলেন, এ প্রকল্প কাজে কারো কোন গাফিলতি বা শৈথিল্য বরদাশ্‌ত করা হবে না। তিনি পলস্নী জনপদ প্রকল্পের নির্মাণ কাজ দৃশ্যমান করার নির্দেশনা দেন। তিনি প্রকল্প কাজের স্বচ্ছতা ও অপচয় রোধে ই-টেন্ডারিং ব্যবস'া বজায় রাখা, শূন্য পদ দ্রম্নত পূরণ ও সমধর্মী এক বা একাধিক প্রকল্প গ্রহণ না করার ওপর নির্দেশনা দেন।

#

আহসান/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭১০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৫১৬ 

ঘূর্ণিঝড় ‘মোরা’য় প্রাথমিক হিসাবে প্রায় ৩ লাখ মানুষ ক্ষতির শিকার

ঢাকা, ১৭  জ্যৈষ্ঠ (৩১ মে) : 
ঘূর্ণিঝড় ‘মোরা’য় প্রাথমিক হিসাবে ২ লাখ ৮৬ হাজার ২৪৫ জন মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। এতে ৬ জন মানুষ নিহত হয়েছেন এবং ৬১ জন মানুষ আহত হয়েছেন।
আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’য় প্রাথমিক ক্ষয়ক্ষতির বিবরণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। অতিরিক্ত সচিব ফায়জুর রহমান ও আমির হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সচিব জানান, কক্সবাজার জেলার ৮ উপজেলা, চট্টগ্রাম জেলার ১৩ উপজেলা ও রাঙ্গামাটি জেলার ১০ উপজেলা ঘূর্ণিঝড় ‘মোরা’য় বেশি ক্ষতিগ্রস্ত হয়। মোট ক্ষতিগ্রস্ত জেলা ১৬টি। এগুলো হলো-কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও রাঙ্গামাটি। এতে ৩৯৫৯৯ টি ঘরবাড়ি আংশিক এবং ১৯৯২৯টি ঘরবাড়ি সম্পূর্ণ ভেঙে যায়। ঘূর্ণিঝড়ের সময় ৩১৩৮টি আশ্রয় কেন্দ্রে ৪ লাখ ৭৫ হাজার ৬৬৯ জনকে আশ্রয় দেয়া হয়। তাদের খাবারের ব্যবস্থা করা হয়।
তিনি  আরো জানান, উল্লিখিত ১৬ জেলায় চালের রিজার্ভ মজুত ছিল ১২২১ টন। ঘূর্ণিঝড় উপলক্ষে আরো ১৭০০ টন চাল বরাদ্দ দেয়া হয়। এসব জেলায় নগদ টাকা রিজার্ভ ছিল ১৯ লাখ ৯৪ হাজার টাকা। ঘূর্ণিঝড় উপলক্ষে আরো ১ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। জরুরি হিসেবে বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতের জন্য ৩০০ বান ঢেউটিন ও ৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। তিনি এসময় জানান, জেলা প্রশাসকদের কাছ থেকে প্রাথমিকভাবে এসব তথ্য পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির প্রকৃত ও পূর্ণাঙ্গ তথ্য পেতে আরো কিছুদিন সময় লাগবে বলে তিনি জানান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত সকল ঘরবাড়ি নির্মাণের জন্য মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরো বলেন, মন্ত্রণালয়, জেলা প্রশাসন, সিপিপি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের ইতিবাচক তৎপরতার কারণে এ বছর জানমালের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে। এজন্য তিনি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
#
ওমর ফারুক/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৩০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৫১৫

আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে যোগ দিতে বাণিজ্যমন্ত্রীর রাশিয়া যাত্রা

ঢাকা, ১৭  জ্যৈষ্ঠ (৩১ মে) : 
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে (এসপিআইইএফ) যোগ দিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ৩০ মে রাতে সেন্ট পিটার্সবার্গের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন। রাশিয়ান ফেডারেশনের ডেপুটি প্রাইম মিনিস্টার সের্গেই প্রিহেডকো (ঝবৎমবর চৎরশযড়ফশড়) এর আমন্ত্রণে তিনি এ সম্মেলনে যোগ দিচ্ছেন। অগামী ১-৩ জুন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে আঞ্চলিক ও বৈশি^ক অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি এ সম্মেলনের মূল উদ্দেশ্য। রাশিয়া ফেডারেশনের প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন (ঠষধফরসরৎ চঁঃরহ) এ ফোরামের প্রধান পৃষ্ঠপোষক।
তোফায়েল আহমেদ সম্মেলনের প্রথম দিনে ১ জুন প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া তাঁর উপস্থিতিতে জ¦ালানি খাতে সহযোগিতার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। বাংলাদেশের পক্ষে জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব নজিমউদ্দিন চৌধুরী এবং রাশিয়া সরকারের পক্ষে রাশিয়ান ফেডারেশনের জ¦ালানি মন্ত্রণালয়ের প্রতিনিধি এতে স্বাক্ষর করবেন।
সম্মেলনে যোগদান ছাড়াও বাণিজ্যমন্ত্রী বাংলাদেশি পণ্যের জিএসপি বা শুল্কমুক্ত সুবিধা পেতে রাশিয়াসহ সিআইএসভুক্ত দেশের সংশ্লিষ্ট মন্ত্রী এবং রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে বৈঠক করবেন। এ সময় তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য  বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। এছাড়াও তিনি রাশিয়ান ফেডারেশনের শিল্প ও বাণিজ্যমন্ত্রী ডেনিস ভেলেনটিনোভিচ মানটুরোভ (উবহরং ঠধষবহঃরহড়ারপয গধহঃঁৎড়া) –এর সাথে বৈঠক করবেন। 
জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং জ¦ালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নজিমউদ্দিন চৌধুরী বাণিজ্যমন্ত্রীর সফর সঙ্গী রয়েছেন।
বাণিজ্যমন্ত্রী ৬ জুন দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
#
বকসী/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭২০ঘণ্টা 

Handout                                                                                                                Number : 1514

 

 

Malaysian High Commissioner meets BIDA Executive Chairman

 

 

Dhaka, 31 May :

 

            Malaysian High Commissioner to Bangladesh Nur Ashikin Mohd Taib paid a courtesy call on Executive Chairman of Bangladesh Investment Development Authority (BIDA) Kazi M Aminul Islam at his office today.

            In the meeting, the emphasis was given to increase the inter-relations and inter-contact between the two friendly countries by increasing the sectors of trade and investment.

            In response to Malaysian High Commissioner’s eagerness to know about the reform programs aimed at improving business and investment climate led by the present government, BIDA Executive Chairman said, various reform activities including Ease of Doing Business, introduction of one stop service act are ongoing in order to expand investment and trade in Bangladesh. He said that the current GDP growth rate of Bangladesh is pacing at an average rate of 7 percent. He hoped that if the ongoing reform programs are fully implemented, the GDP growth rate will be elevated to two digits.

            Malaysian High Commissioner informed that investors from her country are interested to invest in manufacturing, agro and food processing, machineries and other potential sectors.

            BIDA Executive Chairman Kazi M Aminul Islam said a Bangladeshi delegation has recently visited Malaysia in order to gain experience from the country regarding the implementation of economic corridor. Moreover, a high level business delegation from Malaysia also visited Bangladesh a few days ago to verify the feasibility of investment here. He expects assistance from High Commissioner regarding the investment of Malaysian businessmen in Bangladesh at a higher rate.

#

Faisal/Anasuya/Gias/Asma/2017/  hours 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৫১৩

অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির বৈঠক
ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে) :   
সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির ১০ম বৈঠক আজ কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে  সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটি সদস্য এ বি তাজুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস, ইউসুফ আবদুল্লাহ হারুন, শাহানারা বেগম এবং মে জে এ টি এম আব্দুল ওয়াহহাব (অব.) বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লীউন্নয়ন ও সমবায় বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৬-২০১৭ অর্থবছরের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পগুলো পানি সম্পদ মন্ত্রণালয় ও আই এম ই ডি পরীক্ষানিরীক্ষা করে আগামী দুই মাসের মধ্যে কমিটির নিকট প্রতিবেদন পেশ এবং সরকারি নীতিমালা অনুযায়ী প্রকল্পের গাড়ি ব্যবহার করার বিষয়ে সুপারিশ করা হয়।
স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লীউন্নয়ন ও সমবায় বিভাগের প্রকল্পগুলোর কাজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সম্পন্ন করা এবং প্রকল্পের কাজগুলো নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্পগুলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক সম্পন্ন করা এবং বিশ^বিদ্যালয়গুলোর কাজের বিষয়ে প্রয়োজনে বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রয়োজনীয় মতামত গ্রহণের সুপারিশ করা হয়।
ব্যাংকগুলোর মামলা দ্রুত নিষ্পত্তি করে অর্থ আদায় এবং মামলাগুলোর জন্য হাইকোর্টে পৃথক বেঞ্চ গঠনের জন্য  বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
অগ্রণী ব্যাংকে ২০১০-২০১২ সাল পর্যন্ত অগ্রণী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলে ১৫টি ঋণ প্রদান করা হয়েছে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক আগামী দুই মাসের মধ্যে কমিটির নিকট একটি প্রতিবেদন প্রদানের সুপারিশ করা হয়।
বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, শিক্ষা সচিব, ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব, পল্লীউন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, সোনালী ও অগ্রণী ব্যাংকের এমডিসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।                                                                          
#
এমাদুল/অনসূয়া/গিয়াস/রফিকুল/শামীম/২০১৭/১৪১৫ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৫১২

শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোন লিমিটেডের ১৯ কোটি ৪২ লাখ টাকা প্রদান
ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে) : 
মোবাইল কোম্পানি গ্রামীণফোন লিমিটেড তাদের লভ্যাংশের প্রায় সাড়ে ১৯ কোটি টাকা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করেছে।
গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মুহাম্মদ শাহেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সাথে সাক্ষাৎ করে ১৯ কোটি ৪২ লাখ ৬২ হাজার ৭৯১ টাকার চেক হস্তান্তর করেন। 
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন অনুযায়ী গ্রামীণফোনের ২০১৬ সালের মোট লাভের 
৫ শতাংশের এক দশমাংশ পরিমাণ অর্থ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করলো।
এ পর্যন্ত গত ৪ বছরে তারা এ তহবিলে ৭০ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৩৪২ টাকা প্রদান করে।  
চেক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আউয়াল, যুগ্মসচিব খন্দকার মোস্তান হোসেন, গ্রামীণফোন লিমিটেডের প্রধান কর্পোরেট বিষয়ক কর্মকর্তা মাহমুদ হোসেন এবং জিএম ইমতিয়াজ উদ্দিন নাফিজ ইকবাল উপস্থিত ছিলেন।
#
আকতারুল/অনসূয়া/গিয়াস/রফিকুল/আসমা/২০১৭/১৪০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৫১১

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সাথে মালয়েশিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে) : 
বাংলাদেশে মালয়েশিয়ান হাইকমিশনার নুর আশিকিন মো. তাইব আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের সাথে তাঁর অফিসে সাক্ষাৎ করেন।
 সাক্ষাতে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে ব্যবসাবাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রসমূহ বৃদ্ধির মাধ্যমে আন্তঃসম্পর্ক ও আন্তঃযোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
মালয়েশিয়ান হাইকমিশনার জানান, সে দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, মেশিনারিজসহ সম্ভাবনাময় অন্যান্য খাতে বিনিয়োগে আগ্রহী।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম মালয়েশিয়ান ব্যবসায়ীদের আরো বেশি হারে বাংলাদেশে বিনিয়োগের জন্য হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন।

#
ফয়সল/অনসূয়া/গিয়াস/জসীম/রফিকুল/আসমা/২০১৭/১৪১৫ ঘণ্টা                                                                      
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৫১০ 

সংসদ সচিবালয়ে ১ জুন থেকে বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক চালু 
ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে) :  
জাতীয় সংসদের ষষ্ঠদশ (বাজেট) অধিবেশনে সংসদ সদস্যদের বাজেট সম্পর্কে আলোচনায় সহযোগিতা প্রদানের জন্য বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক ১ জুন থেকে চালু হবে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আয়োজনে এবং বাজেট এনালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বিএএমইউ) এর সহযোগিতায় সংসদ ভবনের উত্তর-পূর্ব ব্লকের ৩নং লেভেলে নোটিশ অফিসের সামনে এই ডেস্ক চালু করা হচ্ছে।
সংসদ সদস্যদের বাজেট বক্তৃতায় সহযোগিতা প্রদানের জন্য সংসদ সচিবালয় প্রতি বছরের ন্যায় এবছরও এই উদ্যোগ নিয়েছে। সংসদে বক্তৃতা প্রদানের পূর্বে সংসদ সদস্যগণ এ হেল্প ডেস্ক থেকে গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারবেন। বাজেট বিষয়ে তথ্যবহুল, গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায়  এই বাজেট হেল্প ডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
#
কামাল/অনসূয়া/গিয়াস/জসীম/আসমা/২০১৭/১২৫০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৫০৯ 

প্রবাসবন্ধু কলসেন্টার চালু
ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে) :   

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক স্থাপিত সৌদি আরব, জর্ডান ও মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের জন্য ‘প্রবাসবন্ধু’ নামে একটি কলসেন্টার চালু করা হয়েছে। 
প্রবাসে অবস্থানকারী কর্মীরা তাদের যে কোনো সমস্যা সমাধান অথবা তথ্যের প্রয়োজনে সরাসরি কল সেন্টারের নম্বরে ফোন করে সেবা গ্রহণ করতে পারবেন। কল সেন্টারের ফোন নম্বর           হলো ঃ +৮৮০৯৬৫৪৩৩৩৩৩৩।
#
জাহাঙ্গীর/অনসূয়া/গিয়াস/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১২০০ ঘণ্টা

Todays handout (5).docx