Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st সেপ্টেম্বর ২০১৫

তথ্যবিবরণী 01/09/2015

Handout                                                                                    Number : 2474

Bangladesh NDC delegation visits India

Dhaka, September 1 :

           A 23-member delegation of National Defence College (NDC) of Bangladesh is on an overseas study tour in India from 31 August to
4 September as part of course curriculum. The delegation includes senior officers from civil bureaucracy, military and police along with 5 foreign course members from four friendly countries China, Myanmar, Nigeria and Sri Lanka.

          The NDC Course is aimed to enable the participants to function effectively in assignments that require providing direction in matters of development and national security issues. The delegation has interacted with Defence Minister Manohar Parrikar, National Security Adviser (NSA) Ajit Doval, State Minister of External Affairs V K Singh, academician and students of Jawaharlal Nehru University.

          Syed Muazzem Ali, High Commissioner of Bangladesh to India, accompanied the team while interacting. The delegation is also scheduled to visit a few military organizations, historical places and interact with the Chief of Army Staff.

          The team will leave India for Qatar on 5 September from where they would be visiting France as well.

#

Iqbal/Afraz/Mijan/Mosharraf/Sanjib/Zoynul/2015/2135 hours

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৪৭৩

নতুন জাতীয় পরিচয়পত্র ইস্যু ও সংশোধনে ফি জমা বিষয়ে জ্ঞাতব্য

ঢাকা, ১৭ ভাদ্র (১ সেপ্টেম্বর) :
    ১ সেপ্টেম¦র হতে জাতীয় পরিচয়পত্র নবায়ন, হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র ইস্যু ও সংশোধনের জন্য ফি প্রযোজ্য হবে। ১৫% ভ্যাটসহ নির্ধারিত ফি সোনালী ব্যাংকের সকল শাখায় জমা দেয়া যাবে।
    এছাড়া, বাংলাদেশ ব্যাংকের সকল শাখায় ও সোনালী ব্যাংকের ট্রেজারি শাখাসমূহে চালানের মাধ্যমে ‘‘১-০৬০১-০০০১-১৮৪৭ জাতীয় পরিচয়পত্র ফি’’ নং কোডে ফি পরিশোধ করা যাবে। তাছাড়া ‘‘সচিব, নির্বাচন কমিশন সচিবালয়’’ এর অনুকূলে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমেও এই অর্থ পরিশোধ করা যাবে।
#
আসাদুজ্জামান/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০৪৫ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৪৭২

আইজিডাব্লিউ’র আন্তর্জাতিক কলরেট বাড়ানোয় সরকারের রাজস¦ ক্ষতি মেনে নেয়া যায় না
                                                           -- ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী

ঢাকা, ১৭ ভাদ্র (১ সেপ্টেম্বর) :
    ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম  বলেছেন, মন্ত্রণালয়কে অবহিত না করে আন্তর্জাতিক গেটওয়ে অপারেটরগুলোর (আইজিডাব্লিউ) আন্তর্জাতিক কলরেট দেড় সেন্ট থেকে বাড়িয়ে দুই সেন্ট করায় সরকারের যে রাজস¦ ক্ষতি হবে তা কোনোভাবেই মেনে নেয়া যায়না।
    প্রতিমন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর দফতরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে একথা বলেন।
    বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, অবৈধ ভিওআইপি বৃদ্ধি পেলে এবং সরকারের রাজস¦ ক্ষতি হলে তা মেনে নেয়া হবে না। তিনি অবৈধ ভিওআইপি বন্ধে কর্মকর্তাদের কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। এ বিষয়ে কোনো প্রকার শৈথিল্য মেনে নেয়া হবেনা বলেও তিনি সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেন।
    বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ ফায়জুর রহমান চৌধুরী, বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এবং মন্ত্রণালয় ও সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
এনায়েত/আফরাজ/মিজান/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/২০৪০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২৪৭১

শিল্প স্থাপনে প্রয়োজনীয় সকল অনুমোদনের ক্ষমতা শিল্প মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত করার দাবি

ঢাকা, ১৭ ভাদ্র (১ সেপ্টেম্বর) :
    শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দ্রুত মধ্যমআয়ের দেশে পরিণত হতে সরকার বিসিক শিল্পনগরীগুলো সম্প্রসারণের পাশাপাশি নতুন নতুন অর্থনৈতিক জোন গড়ে তুলছে। এসব শিল্পনগরী ও অর্থনৈতিক জোনে নারী উদ্যোক্তাদের জন্য অগ্রাধিকারভিত্তিতে প্লট বরাদ্দ দেয়া হবে। দেশে ইতোমধ্যে বিদ্যুৎখাতের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি গ্যাসনির্ভর শিল্পায়নের পরিবর্তে বিকল্প জ্বালানিভিত্তিক শিল্প স্থাপনের জন্য শিল্প উদ্যোক্তাদের পরামর্শ দেন।
    মন্ত্রী আজ ঢাকায় ‘বাংলাদেশ চেম্বার অভ্ ইন্ডাস্ট্রি (বিসিআই)’ আয়োজিত “শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশকে মধ্যমআয়ের দেশে পরিণত করার পথে চ্যালেঞ্জ ও সম্ভাবনা’’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি বক্তৃতায় একথা বলেন। বিসিআইসি ভবনে অবস্থিত বাংলাদেশ চেম্বার অভ্ ইন্ডাস্ট্রির মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 
    আমির হোসেন আমু বলেন, রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানার অব্যবহৃত জমিতে বেসরকারি উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হলে শিল্প মন্ত্রণালয় স্বাগত জানাবে। এক্ষেত্রে উদ্যোক্তারা সরকারের সাথে যৌথ বিনিয়োগেও শিল্প স্থাপনে এগিয়ে আসতে পারে। তিনি বিসিআইসি, চিনি শিল্প কর্পোরেশনসহ শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো পরিদর্শন করে এ বিষয়ে সমন্বিত প্রস্তাব পেশের জন্য উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। জাতীয় শিল্পনীতি-২০১৫ ঘোষণার পর শিল্পায়নের স্বার্থে একে আইনে পরিণত করার উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান। 
    সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে শিল্পায়নের ক্ষেত্রে জ্বালানি নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের নিশ্চয়তা না থাকায় দেশি-বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে গতি আসছে না। তারা জ্বালানি নিরাপত্তা জোরদারের লক্ষ্যে দ্রুত দেশীয় কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের তাগিদ দেন। বিদেশ থেকে বিদ্যুৎ ও এলএনজি আমদানির ফলে বাংলাদেশ থেকে বিরাট অংকের বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাচ্ছে বলে তারা মন্তব্য করেন। তারা শিল্পায়ন প্রক্রিয়া জোরদারের লক্ষ্যে আগামী ২০ বছরের জন্য শিল্পায়নের একটি রূপরেখা ঘোষণার দাবি জানান। একই সাথে তারা ২০১৫ সালের জাতীয় শিল্পনীতি ঘোষণার পর একে আইনে পরিণত করারও সুপারিশ করেন।
    বিসিআই’র প্রেসিডেন্ট এ কে আজাদের সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তামিম। এতে এফসিসিআই’র উপদেষ্টা মঞ্জুর আহমেদ, বিপিজিএমইএ’র প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ড. জাফরউল্লাহ চৌধুরী, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ, এফবিসিসিআই’র সাবেক সিনিয়র সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, বিসিআই’র সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু ও বিসিআইসি’র চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল আলোচনায় অংশ নেন।
#

জলিল/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/২০৪৫ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                             নম্বর : ২৪৭০

 

আগামী বছরেও পয়লা জানুয়ারি শিক্ষার্থীদের হাতে

বিনামূল্যের পাঠ্যপুস্তক পৌঁছানো হবে                                        

                                    -- শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৭ ভাদ্র (১ সেপ্টেম্বর) :

 

          শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, গত কয়েক বছরের মতো আগামী বছরেও পয়লা জানুয়ারি সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যপুস্তক পৌঁছানো হবে

          মন্ত্রী আজ ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিক্রমা পত্রিকা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন

          শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের  বিশ্বব্যাপী প্রশংসিত সাফল্য অর্জনের  ক্ষেত্রে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের একটি বিরাট ভূমিকা রয়েছেতিনি বলেন, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমে ব্যাঘাত হয়, এমন  কোনো পদক্ষেপ  নেয়া হবে নাসরকার ও উন্নয়ন অংশীদারদের পৃষ্ঠপোষকতায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম প্রতিবছর আরো বিস্তৃত করা হচ্ছে, আরো  জোরদার করা হচ্ছে

          শিক্ষামন্ত্রী বলেন, এবছরের শুরুতে ৩৩  কোটি পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হয়েছিল, এর ধারাবাহিকতায় আগামী পয়লা জানুয়ারি সারাদেশে ৩৫  কোটি এ ধরনের বই বিতরণ করা হবে

           পাঠ্যপুস্তকের মান বৃদ্ধিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে জনাব নাহিদ বলেন, আমাদের বিনামূল্যের পাঠ্যপুস্তকের মান প্রতিবছর বৃদ্ধি পাচ্ছেআগামী বছরের পাঠ্যপুস্তকের মান বিগত বছরগুলোর  চেয়ে আরো ভাল হবেপাঠ্যপুস্তকের মান বৃদ্ধি করে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করতে প্রয়োজনীয় সবকিছুই করা হবে

          প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যের পাঠ্যপুস্তক ছাপানোর বিষয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত উদ্বেগের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, গতকাল সোমবার বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ছাপাখানা মালিকসহ প্রাথমিক পাঠ্যপুস্তক ছাপানোর সাথে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছেএখন আর কোনো জটিলতা  নেইকোনো সংশয়  নেইসারাদেশে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সকল শিক্ষার্থী বরাবরের মতো আগামী পয়লা জানুয়ারি বিনামূল্যে মানসম্পন্ন ও আকর্ষণীয় পাঠ্যপুস্তক পাবেতিনি সরকারের এ বিশাল কর্মযজ্ঞে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন

          বিশ্ববিদ্যালয় পরিক্রমা পত্রিকার সম্পাদক হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মিজানুর রহমানও বক্তৃতা করেন

#

সাইফুল্লাহ/আফরাজ/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২০৫০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                নম্বর : ২৪৬৯

চীন-বাংলাদেশ ঘনিষ্ঠতা এ অঞ্চলের জন্য ইতিবাচক 
                                           -- তথ্যমন্ত্রী

ঢাকা, ১৭ ভাদ্র (১ সেপ্টেম্বর) :
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, চীনের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠতা দক্ষিণ এশীয় দেশগুলোর সংগঠন ‘সার্ক’কে স্থিতিশীল রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। একইসাথে দক্ষিণ-পূর্ব এশীয় জোট ‘আসিয়ান’ভূক্ত দেশগুলোর সাথে সম্পর্কের ক্ষেত্রেও এর প্রভাব শুভ।
    আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘চীন-বাংলাদেশ সম্পর্কের কৌশলগত গুরুত্ব’ (ঝঃৎধঃবমরপ ওসঢ়ড়ৎঃধহপব ড়ভ ইধহমষধফবংয-ঈযরহধ জবষধঃরড়হং) শিরোনামে বাংলাদেশের সাম্যবাদী দল আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায়  তথ্যমন্ত্রী এ মতামত ব্যক্ত করেন। 
    বিশ্বায়নের এ যুগে টিকে থাকতে দৃঢ় আঞ্চলিকতার বিকল্প নেই, উল্লেখ করে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু চীন-ভারতের সম্পর্কের দিকে দৃষ্টি আকর্ষণ করে  বলেন, ‘চীন-ভারতের পারস্পরিক সম্পর্কের নীতি সংঘাতের নয়, ঘনিষ্ঠতার। তাই চীনের সাথে ঘনিষ্ঠতা ভারতের সাথে আমাদের সুসম্পর্কের অন্তরায় নয়।’ 
    বাংলাদেশের উন্নয়নে বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি, শিক্ষাসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে চীনা সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, উন্নত দেশগুলোর পর বিশ্বে এখন বাকিদের উত্থানপর্ব (জরংব ড়ভ ঃযব জবংঃ) চলছে। চীনের অভিজ্ঞতা ও অব্যাহত সহায়তা ‘নেক্সট ইলেভেন’ এর দেশ হিসেবে বাংলাদেশের উত্থানকে সমৃদ্ধ করবে।       
    সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিংশিয়াং (গধ গরহময়রধহম) বলেন, উন্নতির পথে বেগবান বাংলাদেশের সাথে বন্ধু হয়ে রয়েছে চীন।  
    সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লেঃ কর্নেল (অবঃ) ফারুক খান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ কাদের, বাংলাদেশের কম্যুনিস্ট পার্টির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হায়দার আকবর খান রনো, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অভ্ স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিজ) এর চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শাহেদুল আনাম খান।
#

আকরাম/আফরাজ/নবী/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৩০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                 নম্বর : ২৪৬৮

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ১৭ ভাদ্র (১ সেপ্টেম্বর) :
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূত সুফিই অ্যবার্ট মিস (গং. ঝড়ঢ়যরব অঁনবৎঃ) আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে সাক্ষাৎ করেন। এসময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন। 
    ফ্রান্সের রাষ্ট্রদূত বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, আমাদের সম্পর্ক সুদৃঢ় করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয়  ইউনিট স্থাপনের জন্য ফ্রান্সের কোম্পানি টেকনিপ এর সাথে সমঝোতা স্মারক চুক্তি  নিয়ে আলোচনা করেন। 
    প্রতিমন্ত্রী, ফ্রান্সের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ফ্রান্স বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ। তিনি বাংলাদেশের কুটির শিল্প, জামদানি-বেনারসি শাড়ি ইত্যাদির সৌন্দর্য ও ঐতিহ্য নিয়ে আলোচনা করেন। 
    প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনে দ্রুত সময়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি সমঝোতা স্মারক স্বাক্ষরের সাথে সাথে কারিগরি তথ্য, আর্থিক বিবরণী ইত্যাদি আনুষঙ্গিক কাজ দ্রুত সম্পন্ন করে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয়  ইউনিট স্থাপন করতে সংশ্লিষ্ট কোম্পানিকে অনুরোধ জানান। 
    এসময় অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
#
আসলাম/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৯৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                 নম্বর : ২৪৬৭

স্পিকারদের বিশ্ব সম্মেলনে আইপিইউ প্রেসিডেন্ট
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সংসদসদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে

নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র), ১  সেপ্টেম্বর :
    বিশ্বের ১৪০টি দেশের পার্লামেন্টের স্পিকার ও ডেপুটি স্পিকারদের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে স্পিকারদের ৪র্থ বিশ্ব সম্মেলন শুরু হয়েছে। গতকাল সম্মেলনে সভাপতিত্ব করেন আইপিইউ’র প্রেসিডেন্ট বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং সাধারণ পরিষদের সভাপতি এইচ ই সান কুতেসা বক্তব্য রাখেন।
    আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী তাঁর বক্তব্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সংসদ ও সংসদ সদস্যদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। 
    তিনি বলেন, ২০১৫ সাল আইপিইউ’র জন্য গুরুত্বপূর্ণ। কারণ একইবছর জাতিসংঘের তিনটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গত মার্চ মাসে জাপানের সেন্দাইয়ে দুর্যোগ ঝুঁকি হ্রাসে নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী ২৫-২৭ সেপ্টেম্বর এ লক্ষ্যে একত্রিত হবেন সারাবিশ্বের সরকার প্রধানগণ। এছাড়াও প্যারিসে অনুষ্ঠিত হবে বিশ্ব জলবায়ু সম্মেলন। তিনি বলেন, একইবছরে জাতিসংঘের তিনটি সম্মেলন ও চুক্তি স্বাক্ষরের ফলে সংসদ ও সংসদ সদস্যদের সাধারণ মানুষের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি হবে। সুশাসনের বিষয়টি এবছরের টেকসই উন্নয়নের আনুষ্ঠানিক লক্ষ্যমাত্রা হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় এ সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং সংসদ সদস্যদের দায়িত্বও বেড়ে গেছে।
    আইপিইউ বিভিন্ন দেশের  সংসদীয় প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বাড়িয়ে সুশাসন প্রতিষ্ঠায় এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন আইপিইউ’র প্রেসিডেন্ট।
    এরপর সাবের হোসেন চৌধুরী ভিয়েতনাম, ইরান, হাঙ্গেরি ও লিথুনিয়ার স্পিকারদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
    উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের নিয়মানুযায়ী প্রতি পাঁচবছর পরপর এধরণের সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদ থেকে ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল অংশ নেন। 
#
স¦পন/আফরাজ/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/১৯২০ ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                নম্বর : ২৪৬৬

হাসপাতাল ভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণে কোনো অনিয়ম মেনে নেয়া হবে না
                                                                      -- স¦াস্থ্যমন্ত্রী

ঢাকা, ১৭ ভাদ্র (১ সেপ্টেম্বর) :
    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম হাসপাতাল স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণে স্বচ্ছতার সাথে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল স্থাপনা ও পরিবেশকে কর্ম উপযোগী এবং স্বাস্থ্যসম্মত রাখতে হবে। এজন্য হাসপাতাল ভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণে কোনো গাফিলতি বা অনিয়ম মেনে নেয়া হবে না।
    মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে হাসপাতাল স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে একথা বলেন।
সভায় স্বাস্থ্যমন্ত্রী জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাসপাতালের নির্মাণ ও রক্ষণাবেক্ষণে মন্ত্রণালয়, অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল ও পূর্ত বিভাগের মধ্যে সমন্বয় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বাথরুম, সুয়ারেজ লাইন, হাসপাতাল সংলগ্ন ড্রেন ও বৈদ্যুতিক সংযোগ নিয়মিত রক্ষণাবেক্ষণে মনিটরিং জোরদার করতে তিনি এসময় নির্দেশ দেন। সভায় জেলার সিভিল সার্জন ও জেলা পর্যায়ের হাসপাতাল পরিচালককে ছোটখাটো সংস্কারের লক্ষ্যে আর্থিক ক্ষমতা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
     এসময় স্বাস্থ্যসচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নূর হোসেন তালুকদার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবীরসহ মন্ত্রণালয়, অধিদপ্তর ও পূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
    এর আগে স্বাস্থ্যমন্ত্রী ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জন্যে বেসরকারি মেডিকেল কলেজসমূহের আসন সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করেন। তিনি বেসরকারি মেডিকেল কলেজের আসন বাড়াতে নিয়মিত সরেজমিনে পরিদর্শন করে বিদ্যমান নীতিমালা অনুসরণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
    সভায় স্বাস্থ্যসচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নুরুল হক, বিএমএ মহাসচিব অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলানসহ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
#
পরীক্ষিৎ/আফরাজ/নবী/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৫৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৪৬৫
নিরাপদ নৌ চলাচল বিষয়ক সভা
১৫ সেপ্টেম্বর থেকে লঞ্চ যাত্রীদের কাউন্টার থেকে টিকিট নিতে হবে

ঢাকা, ১৭ ভাদ্র (১ সেপ্টেম্বর) :
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে লঞ্চ যাত্রীদের কাউন্টার থেকে টিকিট নিতে হবে। লঞ্চে উঠার আগেই যাত্রীদের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রথম অবস্থায় কাউন্টার থেকে টিকিট নেয়ার পাশাপাশি লঞ্চ থেকেও টিকিট নেয়া যাবে। ঈদের পর থেকে লঞ্চে উঠার আগে শুধু কাউন্টার থেকে টিকিট নিতে হবে।  
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভবনের সভাকক্ষে আসন্ন ঈদ-উল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি সার্ভিস ও বিভিন্ন স্টিমার, লঞ্চসহ অন্যান্য জলযানের নিরাপদ চলাচল বিষয়ক এক সভায় এসব সিদ্ধান্তের কথা জানান। 
 সভায় সিদ্ধান্ত হয় যে, ঈদের সময় কোন ক্রমেই লঞ্চে যাত্রী ও মালামাল ওভারলোড করা যাবেনা। লোড লেভেল ক্রস করার আগেই লঞ্চ ছেড়ে দিতে হবে। সদরঘাট থেকে লঞ্চ ছাড়ার পর পথিমধ্যে লঞ্চ থামিয়ে নৌকা বা অন্য কোন মাধ্যমে যাত্রী বা মালামাল উঠানো যাবেনা।
সভায় আরো সিদ্ধান্ত হয় যে, ঈদের সময় লঞ্চে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নেয়া যাবেনা। লঞ্চের স্বাভাবিক চলাচল নিশ্চিতকল্পে নৌপথে সকল মাছ ধরার জাল পাতা বন্ধ রাখতে হবে।  লঞ্চে যাত্রীর ওঠার সময় থেকে লঞ্চের চালক, মাস্টার ও অন্যান্য কর্মচারীদের অবস্থান নিশ্চিত করতে হবে। 
সভায় সিদ্ধান্ত হয় যে, ঈদের পূর্বে তিন দিন, ঈদের দিন ও ঈদের পরের ৩ দিন নিত্যপ্রয়োজনীয় পণ্য ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখতে হবে। ঈদের পূর্বে চার দিন, ঈদের দিন ও ঈদের পরের ৪দিন বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। রাতের বেলায় (সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত) সকল প্রকার মালবাহী জাহাজ, বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখতে হবে। মাওয়া ও পাটুরিয়াঘাটে অধিক যাত্রী হলে প্রয়োজনে ফেরি দিয়ে যাত্রী পার করা হবে। সূর্যাস্তের পর স্পিডবোট চলবেনা। স্পিড বোটের যাত্রীদের অবশ্যই লাইফ জ্যাকেট পরতে হবে।  
সভায় সিদ্ধান্ত হয় যে, সার্বিক অবস্থা মনিটরিংয়ের জন্য নৌপরিবহণ মন্ত্রণালয় প্রয়োজনীয় সংখ্যক ভিজিলেন্স টিম গঠন করবে। ফেরিঘাট ও লঞ্চঘাটসমূহে অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বোঝাই নিয়ন্ত্রনের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। 
সভায় সিদ্ধান্ত হয় যে, গার্মেন্টস ও নিটওয়্যার সেক্টরে ঈদের ছুটি পুনঃবিন্যাস করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এফবিসিসিআই, বিজেএমইএ, বিকেএমইএকে অনুরোধ জানানো হবে। ফেরি ঘাটে সিরিয়াল প্রদানের বিষয়ে কোন প্রকার অনিয়ম করা যাবেনা। যাত্রীসেবা নিশ্চিত ও নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। 
সভায় জানানো হয় যে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃক পরিচালিত আরিচা, শিমুলিয়া, চাঁদপুর, ভোলা, লাহারহাট ও মতলব সেক্টরে ৪৬টি ফেরি সার্ভিসে নিয়োজিত থাকবে। 
 সভায় নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, সমুদ্র পরিবহণ অধিদফতরের মহাপরিচালক কমডোর এম জাকিরুল ইসলাম ভূঁইয়া, নৌপুলিশের মহাপরিচালক, লঞ্চ মালিক, শ্রমিক, সড়ক পরিবহণ ফেডারেশন, ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারগন উপস্থিত ছিলেন। 
#
জাহাঙ্গীর/আফরাজ/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/১৮১৫ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৪৬৪

জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৭ ভাদ্র (১ সেপ্টেম্বর) :

দশম জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সপ্তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করেন।

    কমিটির সদস্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন। 
    
    বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়, জাতীয় সংসদের সপ্তম অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। 

প্রতিদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন। 

বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুল ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন। 

#

মঞ্জুর/আফরাজ/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা      
তথ্যবিবরণী                                                                                নম্বর : ২৪৬৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের অনার্স 
২য় বর্ষ পরীক্ষার ফলাফল তিন মাসে প্রকাশ

ঢাকা, ১৭ ভাদ্র (১ সেপ্টেম্বর) :
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় ২৯টি বিষয়ে সারাদেশে ৪১৭টি কলেজের ২ লাখ ২৫ হাজার ৭জন পরীক্ষার্থী ১৭১টি কেন্দ্রে অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফল আজ রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ এবং  িি.িহঁনফ.রহভড়  থেকে জানা যাবে। 
    এছাড়া যে কোনো মোবাইল থেকে এসএমএস করেও ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে গবংংধমব অপশনে গিয়ে হঁ<ংঢ়ধপব>যঢ়২<ংঢ়ধপব> জড়ষষ  লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করতে হবে।
    উল্লেখ্য, বিশ^বিদ্যালয় ঘোষিত ক্র্যাশ প্রোগ্রামের অংশ হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী ৩ মাসের মধ্যেই এ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
#

আফরাজ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৮০০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৪৬২

পর্যটন শিল্পের বিকাশে বিদ্যমান প্রাতিষ্ঠানিক সমস্যাসমূহের দ্রুত সমাধান করা হবে
                                                                   -- রাশেদ খান মেনন

ঢাকা, ১৭ ভাদ্র (১ সেপ্টেম্বর) :

    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটন আমাদের উন্নয়নের অংশ। দেশের পর্যটন শিল্পের বিকাশে বিদ্যমান প্রাতিষ্ঠানিক সমস্যাসমূহের দ্রুত সমাধান করা হবে। তিনি বলেন, দেশে যথাযথ পর্যটন সংস্কৃতি গড়ে তুলতে পারলে পর্যটন খাত থেকে তৈরিপোশাক খাতের চেয়েও অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। পিছিয়ে থাকা সম্ভাবনাময় পর্যটন খাতের বিকাশে  গণমাধ্যমের  ভূমিকা অপরিহার্য। বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশের পর্যটনকে থ্রাস্ট পর্যটন এলাকা হিসেবে তুলে ধরতে তিনি সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান।

    মন্ত্রী আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত বৌদ্ধ পর্যটকদের অনুপ্রাণিত করতে এ অঞ্চলের বিদ্যমান বুদ্ধিস্ট ঐতিহ্য, সংস্কৃতি এবং তীর্থস্থানভিত্তিক টেকসই পর্যটন উন্নয়ন সংক্রান্ত  জাতীয়  কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী  আসাদুজ্জামান নূর, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান কবির, বাংলাদেশ  পর্যটন বোর্ডের চেয়ারম্যান  অপরুপ চৌধুরী এবং পর্যটন বিশেষজ্ঞ ফারুক হাসান বক্তৃতা করেন। অনুষ্ঠানে  মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বুদ্ধিস্ট কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পিআর বড়–য়া ।

    রাশেদ খান মেনন দেশের বুদ্ধিস্ট পর্যটনের ঐতিহাসিক গুরুত্ব ও প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ধর্ম প্রচারে এ অঞ্চলে গৌতম বুদ্ধ এসেছিলেন এটা সত্য। এ বিষয়টিসহ দেশের গৌরবময় ও ঐতিহাসিক বুদ্ধিস্ট হেরিটেজ সাইটগুলোর রক্ষণাবেক্ষণ এবং দেশের দক্ষিন-পূর্বাঞ্চলের লিভিং হেরিটেজসমূহ বিশ্ববাসীর সামনে তুলে ধরা সম্ভব হলে আন্তর্জাতিক বুদ্ধিষ্ট সার্কিটের মহাসড়কের সাথে বাংলাদেশ যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। যা দেশের পর্যটন বিকাশে মাইলফলক হিসেবে কাজ করবে। 

    সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, হাজার বছর ধরে অনেক ধর্মের সহাবস্থানের দেশ আমাদের এ বাংলাদেশ। দেশের পর্যটন বিকাশের জন্য বেসরকারি টুরিস্ট অপারেটরদের এগিয়ে আসার পাশাপাশি বিদ্যমান অবকাঠামোর উন্নয়ন অপরিহার্য। তিনি সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে পর্যটনখাত এগিয়ে নেয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

    কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি বিভাগ ও এজেন্সির কর্মকর্তাবৃন্দ, বেসরকারি পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, পর্যটন বিশেষজ্ঞ, এনজিও ও আন্তর্জাতিক সংগঠনের সদস্যবৃন্দ, বৌদ্ধ কমিউনিটি’র নেতৃবৃন্দ, প্রতœতত্ত্ববিদ, ঐতিহাসিক এবং সাংবাদিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় আলোচনার জন্য চারটি নির্ধারিত বিষয়ের ওপর মূলপ্রবন্ধ উপস্থাপন করা হয়। 
#

শেফায়েত/অনসূয়া/খাদীজা/সেলিম/২০১৫/১৬০০ ঘণ্টা     
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৪৬১ 


আবহাওয়ার সতর্কবার্তা
সমুদ্রবন্দর সমূহে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

ঢাকা, ১৭ ভাদ্র (১ সেপ্টেম্বর) :

    মৌসুমী ব

Todays handout (8).doc