Handout Number : 1254
Bangladesh and Oman signed mutual visa waiver agreement
Dhaka, 24 March :
The second bilateral consultation between Ministries of Foreign Affairs of Bangladesh and the Sultanate of Oman was held today on 24 March 2022 at the State Guest House, Padma, Dhaka. Masud Bin Momen, Foreign Secretary (Senior Secretary) led Bangladesh delegation while Sheikh Khalifa Alharthy- Undersecretary for Diplomatic Affairs, Ministry of Foreign Affairs of Oman led Omani delegation at the meeting. The consultation was followed by inking a mutual visa waiver agreement for diplomatic/ official, special and service passport holders.
The meeting reviewed the whole gamut of bilateral cooperation between Bangladesh and Oman and exchanged views on issues of mutual interests in regional and international arena. The discussions covered stock-taking of existing cooperation in the field of manpower, bilateral trade and investment, agriculture, energy security and exchange of visit between trade bodies.
During the meeting, the leaders exchanged views on the means and ways of consolidating and expanding the bilateral ties to new areas of cooperation from the single manpower-dominated focus. The new areas that came up for discussion included contract farming and food security, environment and climate change, ICT and ITES, blue economy, ship-building industry etc.
During the consultations, Bangladesh side briefed the Omani delegation about the investment friendly climate and urged them to consider investing in Bangladesh in the area of ICT, Hi-Tech Parks, Ship-building, tourism etc. with offer to allocation of land in the Exclusive Economic Zone. The Omani side took note of the offer and informed that an investment team from Oman would undertake a visit to Bangladesh to see the opportunities of investment in Bangladesh.
Both sides discussed threadbare various aspects of the bilateral trade and underlined the need to devise means and ways to enhance the bilateral trade and investment between the two countries. The meeting took note of the need for establishing direct shipping links between the two countries’ ports, increasing engagement of private sectors and business community and agreed Business 2 Business interaction and exchange of visits among business community between the two countries. Both sides also agreed to form a Bangladesh- Oman Business Forum to augment bilateral trade and business between the two countries.
Recognizing the convergence of interests with regard to aspiration for development, both sides agreed to identify and collaborate potential areas of cooperation in the implantation of Bangladesh vision 2041 and Omani Vision 2040. The delegation leaders also expressed keenness to scale up the bilateral ties from the existing phase of ‘friendship and cooperation’ to the level of ‘comprehensive partnership’ and agreed to formulate a time-bound and target-based road-map to achieve the goals of the partnership.
Both the leaders expressed satisfaction at the close alignment of positions in all major global issues regarding stability, security, regulations, primacy of state sovereignty and upholding the UN Charter and hoped to continue the coordination of our positions/ roles in the multilateral organizations. They also took note of supporting each other’s candidature to the UN system.
The Omani Undersecretary paid a courtesy call on with the Foreign Minister after the Consultations where they discussed issues of mutual interests.
It may be noted that this is 2nd bilateral consultations held in Dhaka under the aegis of the MoU on Foreign Office Consultations signed between Bangladesh and Oman in 2015.
#
Mohsin/Sahela/Mosharaf/Shamim/2022/2120hours
তথ্যবিবরণী নম্বর : ১২৫৩
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে উজবেকিস্থানের প্রতিনিধিদলের সাক্ষাৎ
বাংলাদেশের তেল ও গ্যাস খাতে বিনিয়োগে উজবেকিস্থানের আগ্রহ প্রকাশ
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরæল হামিদের সাথে আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উজবেকিস্থানের জ্বালানি মন্ত্রীর উপদেষ্টা জোমায়েভ জাসুর ঘুদাইকুলোভিচ (Jumaev Jasur Khudaykulovich)-এর নেতৃত্বে আট সদস্যের এক প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
উপদেষ্টা বলেন, পেট্রোকেমিক্যাল এবং হাইড্রোকার্বন নিয়ে উজবেকিস্থানের কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। ৭০০০মিটার গভীর কূপ খননের অভিজ্ঞতাও রয়েছে। বিশ্বব্যাপী ৭৫টি নিজস্ব রিগ কাজ করছে; বাংলাদেশেও একটি রয়েছে। গ্যাস ফিল্ডের উন্নয়নসহ গ্যাস পাইপলাইন নির্মাণেও কাজ করতে আগ্রহ দেখায় উপদেষ্টা। এ সময় উজবেকিস্থান নবায়ণযোগ্য জ্বালানি এবং বাপেক্সের সাথে যৌথভাবে কাজ করতেও আগ্রহ প্রকাশ করে।
প্রতিমন্ত্রী বলেন, আনুভূমিক খননে উজবেকিস্থানের অভিজ্ঞতা বাপেক্স ও পেট্রোবাংলা কাজে লাগাতে পারে। উজবেকিস্থান প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে জ্বালানি খাতকে সহযোগিতা করতে পারে।
উল্লেখ্য যে, উজবেকিস্থানের জ্বালানি মন্ত্রী এ. সুলতানভ (A. Sultanov) জ্বালানি সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করে প্রতিমন্ত্রী নসরæল হামিদকে একটি পত্র প্রেরণ করেন এবং উজবেকিস্থান ভ্রমণের আমন্ত্রণ জানান।
এ সময় অন্যান্যের মাঝে আখমেদজানভ ওটাবেক উলুগবেকভিচ (Akhmedjanov Otabek Ulugbekovich), গবোভ ইভগিনি হাইচ (Gabov Evgeniy Hyich), পারকাহুনকো আলেক্সান্ডার নিকোলাভিচ (Parkahoenko Alexander Nikolaevich), মিনাজিটডিনভ কুয়াট মারাটোভিচ (Minajitdinov Kuat Maratovich), দুসমুখামেদভ ইসঝিগিট ড্যানিয়েলভিচ (Dusmukhamedov Erzhigit Daniyalovich) এবং বাইসভ আলিসার কারাবেকোভিচ (Baisov Alisher Karabekovich) উপস্থিত ছিলেন।
#
আসলাম/পাশা/রফিকুল/সেলিম/২০২২/১৯৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৫২
মাদকবিরোধী শ্লোগানসমূহ
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :
১. খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল। ২. নেশামুক্ত জীবন চাই নিকোটিনযু্ক্ত বাতাস চাই। ৩. যুবরা জাতির শ্রেষ্ঠ সম্পদ। ৪. মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন। ৫. মাদক নয়, মৃত্যু নয়, মাদকমুক্ত জীবন চাই। ৬.‘জীবন একটাই, তাকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন’। ৭. মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশের যুব সমাজকে বাঁচান। ৮. মাদক বেঁচে টাকা কড়ি ঝুঁলবে গলায় ফাঁসির দড়ি। ৯. যে মাদক অফার করে সে কখনও বন্ধু হতে পারে না। ১০. নেশার ফাঁদে পড়বে যারা সব হারিয়ে মরবে তারা। ১১. এইডস এবং মাদক একসাথে দুই ঘাতক। ১২. মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়, মাদক থেকে দূরে থাকুন। ১৩. নিজে বাঁচুন এবং অপরকে মাদকদ্রব্যের ছোবল থেকে বাঁচান। ১৪. মাদকমুক্ত সমাজ মানে অপরাধ মুক্ত সমাজ। ১৫. মাদকের ধ্বংসক্ষমতা পারমাণবিক বোমার চেয়েও ভয়াবহ ও বিধ্বংসী। ১৬. আপনার সন্তানকে মাদকের কুফল সম্পর্কে সচেতন থাকুন। ১৭. নেশামুক্ত সুন্দর জীবন চাই। ১৮. বর্তমান ও আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখতে সহায়তা করুন। ১৯. মাদকাসক্তি ও আত্মহত্যার মধ্যে পার্থক্য নেই। ২০. মাদকমুক্ত জাতি গঠনে এগিয়ে আসুন। ২১. মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে সামাজিক প্ররিরোধ গড়ে তুলুন। ২২. ঘরে ঘরে আওয়াজ তুলুন জীবনের প্রতি “হ্যা” মাদকের প্রতি “না”। ২৩. যুবরা জাতির শ্রেষ্ঠ সম্পদ মাদকের থাবা থেকে তাদের বাঁচাতে এগিয়ে আসুন। ২৪. মাদকাসক্তি মানব সম্পদ উন্নয়নে এক বিরাট অন্তরায় আসুন সম্মিলিতভাবে এ বাধাকে দূর করি। ২৫. প্রতিটি পরিবারই হোক মাদকমুক্ত আদর্শ পরিবার। ২৬. নেশা মানে মরণ নেশাতেই শান্তি হরণ। ২৭. মাদক বিনোদনের মাধ্যম নয়-আত্মহননের পথ। ২৮. মাদকের প্রতি কৌতূহল ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ২৯. মাদক সেবনে পুরুষত্ব লোপ পায়। ৩০. মাদক নেশায় নেইরে সুখ সব নেশাতেই বাড়ে দুঃখ। ৩১. নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি। ৩২. এইডস ও হেপাটাইটিসের অন্যতম প্রধান কারণ ইনজেকশনের মাধ্যমে নেশা। ৩৩. হেরোইনের নেশায় পতন সকল পেশায়। ৩৪. গাঁজা ফেন্সি হেরোইন খেলেই মেধা বিলীন। ৩৫. অসৎ সঙ্গে মেশায় ধরবে মাদক নেশায়। ৩৬. চরম গাঁজার দমে মেধা বুদ্ধি কমে। ৩৭. মাদক নেশা, অপরাধ ও অপসংস্কৃতি পরস্পরের অনুষঙ্গী। ৩৮. মাদকাসক্তি পারিবারিক ও দাম্পত্য সুখের অন্তরায়। ৩৯. মাদকাসক্তি অপরাধ প্রবণতার জন্ম দেয়। ৪০. পারিবারিক বন্ধন ও সম্প্রীতির অভাব মাদকাসক্তির অন্যতম প্রধান কারণ। ৪১. মাদক আমাদের যুব শক্তিকে ধ্বংস করে। ৪২. পিতা মাতার অবহেলা ও উদাসীনতা সন্তানের মাদকাসক্তির অন্যতম কারণ। ৪৩. মাদকাসক্তকে নয় মাদকাসক্তিকে ঘৃণা কর। ৪৪. জুয়া মাদক তাস নেশায় সর্বনাশ। ৪৫. মাদকের ছোবল কেউটের ছোবলের চেয়ে ভয়ঙ্কর। ৪৬. নেশার সুখ নেই, টানে সুখ নেই, আছে ভয়াবহ পরিণতি। ৪৭. মাদক কোনো ফ্যাশন নয় বরং ভয়াবহ পরিণতির পথ। ৪৮. অবৈধ মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। এদেরকে ধরিয়ে দিন। ৪৯.মাদক বেচে যারা তাদের সমাজ থেকে তাড়া। ৫০. প্রতিটি ছাইদানী হয়ে যাক ফুলদানী। ৫১. মাদকাশক্তি থেকে মুক্তির শ্রেষ্ঠ ওষুধ ইচ্ছা এবং মনোবল। ৫২. নেশামুক্ত সুন্দর জীবন চাই। ৫৩. মাদক বর্জন করুন, সুস্থ জীবন গড়ুন। ৫৪. মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। ৫৫. প্রতিটি পরিবারই হোক মাদকমুক্ত আদর্শ পরিবার।
#
সবুর/পাশা/রফিকুল/আব্বাস/২০২২/২০৩৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৫১
টেলিভিশনে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :
মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বিষয়টি নিয়মিত স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :
মূলবার্তা :
“১. খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল।
২. মাদক বেঁচে টাকা কড়ি ঝুঁলবে গলায় ফাঁসির দড়ি।
৩. নেশার ফাঁদে পড়বে যারা সব হারিয়ে মরবে তারা।
৪. মাদকের ধ্বংসক্ষমতা পারমাণবিক বোমার চেয়েও ভয়াবহ ও বিধ্বংসী।
৫. মাদক নেশায় নেইরে সুখ সব নেশাতেই বাড়ে দুঃখ।
৬. নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি।”
#
সবুর/পাশা/মোশারফ/আব্বাস/২০২২/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৫০
২৬ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বাদ্য পরিবেশন করবে বিজিবি’র বাদক দল
বিনামূল্যে শিশুদের জন্য উন্মুক্ত থাকবে বিজিবি জাদুঘর
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষ্যে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বাদক দল বাদ্য পরিবেশন করবে।
দিবসটি উপলক্ষ্যে আগামী ২৬ মার্চ বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় (আনবিক শক্তি কমিশনের বিপরীত পার্শ্বে) বিজিবি’র বাদক দল বাদ্য পরিবেশন করবে। এছাড়া, একই দিনে বিজিবি জাদুঘর শিশুদের জন্য সকাল সন্ধ্যা উন্মুক্ত রাখা হবে এবং বিনা টিকিটে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।
বর্ডার গার্ড বাংলাদেশ এর এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
#
শফিউল/পাশা/রফিকুল/সেলিম/২০২২/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৪৯
রাষ্ট্রপতির কাছে ৬টি দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে আজ বাংলাদেশে নবনিযুক্ত অনাবাসিক ৬ জন হাইকমিশনার ও রাষ্ট্রদূত তাদের পরিচয়পত্র পেশ করেছেন।
আজ বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাঁদের গার্ড অভ্ অনার প্রদান করে। নতুন দূতগণ হলেন : কিরগিজ এর রাষ্ট্রদূত Asein Isaev, ফিনল্যান্ডের রাষ্ট্রদূত Riva Koukku Ronde, সিয়েরা লিওনের হাইকমিশনার Rashid Sesay হাঙ্গেরি রাষ্ট্রদূত Andras Laszlo Kiraly, মাল্টার হাইকমিশনার Reuben Gauci এবং কলম্বিয়ার রাষ্ট্রদূত Mariana Pacheco Montes.
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ নতুন দূতদের স্বাগত জানান। অর্থনৈতিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য তুলে ধরে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। তথ্যপ্রযুক্তির কারণে গোটা বিশ্ব এখন পরস্পর নির্ভরশীল উল্লেখ করে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, নিজ নিজ দেশের উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা অপরিহার্য। রাষ্ট্রপতি আশা করেন নতুন দূতগণ দায়িত্ব পালনকালে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং রোহিঙ্গা সমস্যার সমাধানে সম্মিলিত পদক্ষেপের ওপর জোর দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সাক্ষাৎকালে নতুন হাইকমিশনার ও রাষ্ট্রদূতগণ দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের সাথে নিজ নিজ দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করবেন বলে তারা জানান।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
#
ইমরানুল/পাশা/সাহেলা/রফিকুল/জয়নুল/২০২২/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৪৮
বাংলাদেশ অচিরেই উন্নত সমৃদ্ধ দেশ হবে
....খাদ্যমন্ত্রী
নওগাঁ, ১০ চৈত্র (২৪ মার্চ) :
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। স্বল্পোন্নত দেশ হতে উন্নীত হয়েছে উন্নয়নশীল দেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অচিরেই উন্নত সমৃদ্ধ দেশের কাতারে পৌঁছে যাবে বলে উল্লেখ করেন তিনি।
আজ নওগাঁর এটিম মাঠে উন্নয়নশীল দেশে উত্তরণ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে গৌরবোজ্জ্বল এমন একটি অর্জন বিশ্বের বুকে বাংলাদেশকে অনন্য উচ্চতায় আসীন করছে। এ অর্জন সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।
তিনি আরো বলেন, ২০০৮ সালের পূর্বে দেশের অর্থনীতি আর ২০২২ সালের অর্থনীতির আকার এক নয়। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি এখন অনেক শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন, মজবুত অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে এখন এদেশের অর্থনীতি।
নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. আবু হেনা রায়হানুজ্জামান সরকার, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শরিফুল হক খান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আল মামুন হক এবং কৃষি বিভাগের উপপরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের উন্নয়নের জন্য চূড়ান্ত অনুমোদন দেয়। এই অনুমোদন ৫ বছরের প্রস্তুতিমূলক সময়সহ ২৩ নভেম্বর ২০২৬ সাল থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে পরিগণিত হবে বলে আশা করা হচ্ছে।
#
কামাল/পাশা/রফিকুল/শামীম/২০২২/১৯৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৪৭
ঐক্যহীন বিএনপির মুখে সরকার পতনের ডাক অসার
-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী
রাজশাহী, ১০ চৈত্র (২৪ মার্চ) :
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ বিএনপির উদ্দেশ্যে বলেছেন, ‘যারা নিজেরা ঐক্য ধরে রাখতে পারে না, তারা আবার সরকার পতনের ডাক দেয়!’ তিনি বলেন, বিএনপি এর আগেও জাতীয় ঐক্য করেছিল, কিন্তু টেকেনি। এখন আবার ঐক্য প্রক্রিয়া গঠনের কথা বলছে, অথচ তাদের নিজেদের মধ্যেই ঐক্য নেই।
আজ রাজশাহীর দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
বিএনপি মাঠে-ময়দানে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে বর্ষাকালে চারিদিক যখন তলিয়ে যায় তখন ব্যাঙ ডাকে। বিএনপির বক্তব্য বর্ষাকালের ওই ব্যাঙ ডাকার মতোই। তারা সমাবেশ করতে পারে না। সমাবেশের নামে নিজেদের মধ্যে মারামারি করে।’
ড. হাছান বলেন, ‘আসলে বিএনপির মাথাটাই খারাপ হয়ে গেছে কারণ তারা দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতার বাইরে। নয়াপল্টনের অফিসে বসে প্রতিদিন আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বাজায় কিন্তু কেউ সাড়া দেয় না। আসলে তারা তাদেরই বিদায় ঘণ্টা বাজাচ্ছেন, আওয়ামী লীগের নয়। তাদের মাথা খারাপ হয়ে গেছে কারণ ১৩ বছরে দেশটা বদলে গেছে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশের এই উন্নয়নে দিশেহারা হয়ে বিএনপি নেতারা অপপ্রচার চালাচ্ছেন। কারণ, তারা বুঝে গেছেন- বিএনপির বিদায় ঘণ্টা বেজে গেছে। মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। আর এই উন্নয়নের মাধ্যমেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।’
‘বিএনপিনেতারা বলেন, দেশের মানুষ সুখে নেই আর জাতিসংঘ বলে সুখের সূচকে বাংলাদেশ সাত ধাপ এগিয়েছে’ উল্লেখ করে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আসলে বিএনপির কাজ মিথ্যাচার, বিভ্রান্তি সৃষ্টি করা। কিন্তু তাদের কথায় কেউ সাড়া দেয় না। তারা বলেছিল, আওয়ামী লীগ পদ্মাসেতু করতে পারবে না। রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমরা নিজস্ব অর্থায়নেই পদ্মাসেতু নির্মাণ করেছি, রামপাল বিদ্যুৎকেন্দ্রও হয়েছে, সুন্দরবনেরও কোনো ক্ষতি হয় নাই। পায়রা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনেও পরিবেশের কোনো ক্ষতি হবে না। যারা এসব নিয়ে অপপ্রচার চালায় তারা উন্নয়ন চায় না।’
ড. হাছান বলেন, ‘পদ্মা সেতু নিয়ে বিএনপির মন্তব্যের পর এখন বানরও ভেংচি কাটে। তারা বলেছিল, পদ্মা সেতু তৈরি করা সম্ভব নয়। কিন্তু পদ্মা সেতু এখন হয়ে গেছে। প্রধানমন্ত্রী গাড়ি চালিয়ে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পাড়ি দিয়েছেন। তাই পদ্মা সেতুতে ওঠার আগে বিএনপির নেতাকর্মীদের তওবা পড়া ভাল।’
দলীয় কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘সরকার এ পর্যন্ত যেসব উন্নয়ন করেছে তাতে নৌকা বাদে অন্য কোথাও ভোট যাওয়ার কথা নয়। যদি যায়, বুঝতে হবে নেতাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে মানুষ ভোট দেয়নি। ঔদ্ধত্যপূর্ণ আচরণ আমরা দেখতে চাই না। এদের কারণে দেশের উন্নয়নে ভাটা পড়তে দিতে পারি না।’
নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘হাত গুটিয়ে থাকা ও দলের সাধারণ কর্মীদের সঙ্গে সম্পর্ক না রাখা মানুষদের আওয়ামী লীগের নেতৃত্বে থাকার কোনো অধিকার নেই। দলেও তাদের দরকার নেই। যারা টাকা দিয়ে নেতা হতে চায় তাদের প্রয়োজন নেই।’
দ্রব্যমূল্য বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘ইদানীং কিছু কিছু পণ্যের দাম বেড়েছে, এটি সারা পৃথিবীতেই বেড়েছে। আমাদের দেশেও কিছুটা বেড়েছে, কিন্তু তুলনামূলকভাবে কম। তবুও আমাদের প্রধানমন্ত্রী ১ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য দেয়ার ব্যবস্থা করেছেন, এটি অব্যাহত থাকবে যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়।’
দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার সম্মেলন উদ্বোধন করেন। সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা প্রধান বক্তা ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, বেগম আখতার জাহান, রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. চিন্ময় কান্তি দাস বিশেষ অতিথি হিসেবে এবং রাজশাহী মহানগর, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য রাখেন।
#
আকরাম/পাশা/রফিকুল/সেলিম/২০২২/১৯৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৪৬
বঙ্গবন্ধু ছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা
-- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :
বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত ‘৭ই মার্চের সশস্ত্র সংগ্রাম ও ২৬ই মার্চের স্বাধীনতা ঘোষণার একমাত্র অধিকার ছিল বঙ্গবন্ধুর’ শীর্ষক আলোচনা সভা আজ ঢাকায় পানি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. এস এ মালেক।
প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে রচনা করেছিলেন রাজনীতির মহাকাব্য। সেই ভাষণ কোনো সাধারণ জনসভার ভাষণ ছিল না। এটি ছিল স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত বাঙালি জাতির উদ্দেশ্যে জাতীয় মুক্তি তথা স্বাধীনতার লক্ষ্য অর্জনে বঙ্গবন্ধুর লড়াইয়ের চূড়ান্ত আহ্বান। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশেই মুক্তিযুদ্ধ হয়েছিল। বাঙালি জাতির মঙ্গলের জন্য তিনি তাঁর জীবন উৎসর্গ করে গেছেন। তিনি জন্ম না নিলে বাংলাদেশের জন্ম হতো না। তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তাঁর কারণেই আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, পেয়েছি স্বাধীনতা। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে অচিরেই এ দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপার্চায ডা. কামরুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের প্রাক্তন অধ্যাপক আ ব ম ফারুক এবং দেশ বরেণ্য বুদ্ধিজীবীগণ আলোচনায় অংশগ্রহণ করেন।
#
বিবেকানন্দ/পাশা/রফিকুল/জয়নুল/২০২২/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৪৫
সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহই চ্যালেঞ্জ
-- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহই অন্যতম প্রধান চ্যালেঞ্জ। শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। গ্রাহকের প্রত্যাশাও বেড়েছে। গ্রাহকের প্রত্যাশার সাথে সমন্বয় করে বিদ্যুৎ বিভাগ সেবার মান আরো বাড়াবে।
প্রতিমন্ত্রী আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি বলেন, শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান এবং মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন সফলভাবে সম্পন্ন করায় সরকার বিদ্যুৎ বিভাগকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ প্রদান করেছে। চলতি গ্রীষ্মে ও আসন্ন রমজানে অতিরিক্ত ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ লাগবে। সাশ্রয়ী হলে এটা অনেকাংশে কমানো সম্ভব। প্রাথমিক জ্বালানির মূল্য বৈশ্বিক পরিস্থিতিতে ৪গুণ/৫গুণ বেড়ে গেছে। গ্রাহকদের সুবিধাজনক অবস্থায় রাখতে প্রতিনিয়ত কাজ করা হচ্ছে।
উল্লেখ্য এবার প্রতিষ্ঠান পর্যায়ে বিদ্যুৎ বিভাগ ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ অর্জন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর কার্যালয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের নিকট এ পুরস্কার হস্তান্তর করেছেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মোঃ হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন উপস্থিত ছিলেন।
#
আসলাম/পাশা/রফিকুল/জয়নুল/২০২২/১৯১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৪৪
বঙ্গবন্ধুর ছোট বোন আমেনা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :
আজ বরিশাল ক্লাব মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন আবুল হাসানাত আবদুল্লাহ্র (মন্ত্রী পদমর্যাদা) মা আমেনা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে খতমে কোরান, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে মরহুমার পুত্র পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ্, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, রাশেদ খান মেনন এমপি, মরহুমার নাতি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সংসদ সদস্য মোঃ শাহে আলম, গোলাম কিবরিয়া টিপু, পংকজ দেবনাথ, নুরুন্নবী চৌধুরী, শওকত হাচানুর রহমান ও নাসরিন জাহান রত্না, স্থানীয় জনপ্রতিনিধি, বরিশাল বিভাগের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিলে দেশ প্রেমিক, সফল সমাজকর্মী মরহুমা আমেনা বেগমের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর আলোকপাত করে তাঁর রুহের মাগফেরাত কামনা করা হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মরহুমার স্বামী সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত, ১৫ই আগস্টের সকল শহিদ, মরহুমার পুত্রবধু বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির অব্যাহত সুখ, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া মরহুমার স্বামী আব্দুর রব সেরনিয়াবাতের আগৈলঝাড়া উপজেলার নিজ গ্রাম সেরালে খতমে কোরান, দুস্থদের মাঝে খাবার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
#
আহসান/পাশা/রফিকুল/জয়নুল/২০২২/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৪৩
উজবেকিস্তানে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে
---বাণিজ্য মন্ত্রী
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :
উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে আজ ‘তাসখন্দ আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন উজবিকাস্তানের প্রেসিডেন্ট Shavkat Mirziyoyev। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক; ও বাণিজ্য মন্ত্রী টিপু মু্ন্সি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উজবেকিস্তানের প্রেসিডেন্ট Shavkat Mirziyoyev তাঁর বক্তৃতায় উজবেকিস্তানে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন।
অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন ।
‘তাসখন্দ আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম’ টি আগামী ২৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
#
সৈকত/পাশা/রফিকুল/শামীম/২০২২/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৪২
সরকার ভাতাভোগীদের হাতে হাতে ভাতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে
-- সমাজকল্যাণমন্ত্রী
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সরকার ভাতাভোগীদের হাতে হাতে ভাতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এখন সকল ভাতাভোগী ঘরে বসে ভাতা পাচ্ছে।
মন্ত্রী আজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জিটুপি পদ্ধতিতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি উপকারভোগীর নিকট প্রেরণের লক্ষ্যে সমাজসেবা অধিদফতর ও বিকাশ এবং নগদে