Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী 09/11/2016

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩৪৫৭ 
 
নূর হোসেন দিবসে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর) : 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল ১০ নভেম্বর নূর হোসেনের মৃত্যু দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

    ‘১০ নভেম্বর বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক গুরুত্বপূর্ণ দিন। এ দিনে রাজপথ রঞ্জিত হয় শহিদ নূর হোসেনের রক্তে। আমি আজ শ্রদ্ধাভরে স্মরণ করি গণতন্ত্রের জন্য আত্মোৎসর্গকারী শহিদ নূর হোসেনকে। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

    এ দেশের মানুষ জন্মগতভাবে গণতন্ত্রপ্রিয়। কিন্তু আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ কখনো মসৃণ ছিল না। স্বাধীনতা বিরোধী ঘাতকচক্রের হাতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের আপনজনদের নৃশংসভাবে হত্যার মধ্যদিয়ে এ দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা  রুদ্ধ হয়। উত্থান ঘটে স্বৈরশাসনের। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলার জনগণ আন্দোলন করে। এরই ধারাবাহিকতায় ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তিপাক’ এই সেøাগান শরীরে ধারণ করে সাহসী নূর হোসেন ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। মিছিলের পুরোভাগে থাকা এই অকুতোভয় যোদ্ধা অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বুকের তাজা রক্ত দিয়ে গেছেন। 

    শহিদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যায়নি। তাঁর আত্মাহুতির ধারাবাহিকতায় ১৯৯০ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মাটিতে নূর হোসেনের মতো সাহসী মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন এ দেশের গণতন্ত্র বিপন্ন হবে না। 

    আমি নূর হোসেনসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করছি। 

    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’

#


আজাদ/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৭০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩৪৫৬
 
উত্তরা ফ্ল্যাট প্রকল্পের ৮৪০ ফ্ল্যাট ডিসেম্বরে হস্তান্তর
                                   -- গণপূর্ত মন্ত্রী
ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর) :   

    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর উত্তরা ফ্ল্যাট প্রকল্পের ১০টি ভবনের ৮৪০টি ফ্ল্যাট এ বছরের ডিসেম্বর মাসে ক্রেতাদের কাছে হস্তান্তর করা হবে। অবশিষ্ট ফ্ল্যাটের নির্মাণ কাজ দ্রুত শেষ করা হচ্ছে এবং তা শীঘ্রই হস্তান্তর করা হবে। এ প্রকল্পে ফ্ল্যাটের প্রতি বর্গফুটের বিক্রয়মুল্য কমিয়ে চার হাজার ৫০০ টাকা এবং সুদের হার নয় শতাংশ করা হয়েছে। 

    আজ ঢাকায় রাজউকের বোর্ডরুমে ফ্ল্যাট ক্রেতাদের জন্য অনুষ্ঠিত এক ঋণচুক্তি অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ তথ্য জানান। উত্তরা ১৮ নম্বর সেক্টরে রাজউক নির্মিত ফ্ল্যাট ক্রেতাদের জন্য রাজউক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মধ্যে এক ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও আবরার এ আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

    রাজউকের উত্তরা প্রকল্পের ফ্ল্যাট কিনলে চুক্তি মোতাবেক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ক্রেতাদের সহজ শর্তে স্বল্পসুদের দীর্ঘমেয়াদি ঋণ দেবে। এ ঋণে সুদের হার হবে সাড়ে আট শতাংশ এবং কিস্তিতে ঋণ পরিশোধের মেয়াদ হবে ২৫ বছর। তবে ক্রেতাকে ফ্ল্যাটের মোট মূল্যের ৩০ ভাগ অর্থ বিনিয়োগ করতে হবে। অবশিষ্ট অর্থ স্ট্যাান্ডার্ড চার্টার্ড ব্যাংক ঋণ হিসেবে প্রদান করবে।  
  
    অনুষ্ঠানে গণপূর্ত মন্ত্রী বলেন, উত্তরা ১৮ নম্বর সেক্টরে রাজউক ১৭৯টি ভবনে ১৫ হাজার ৩৬টি ফ্ল্যাট নির্মাণ করবে। এরমধ্যে আট হাজার ৬৩৬টি ফ্ল্যাটের নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। এসব ফ্ল্যাটের ১০টি ভবনের ৮৪০টি ফ্ল্যাট ডিসেম্বর মাসে হস্তান্তর শুরু করা হবে। ১০০টি ভবন মালয়েশিয়ার সাথে চুক্তির ভিত্তিতে নির্মাণ করা হবে। এখানে উন্নতমানের স্কুল, খেলার মাঠ, মার্কেট, লেকসহ নানা সুবিধা নিশ্চিত করা হচ্ছে। এসব ফ্ল্যাট নির্মাণ সম্পন্ন হলে বিপুল সংখ্যক লোকের আবাসন সমস্যার সমাধান হবে।  

    উল্লেখ্য, ২১৪ দশমিক ৪৪ একর জমির ওপর উত্তরায় রাজউক এসব ফ্ল্যাট নির্মাণ করছে। এখানে মোট আয়তনের প্রায় ৪৫ শতাংশ জায়গায় সবুজ বেষ্টনী, স্কুল, খেলার মাঠ, মসজিদ, শপিংমল ইত্যাদি গড়ে তোলা হচ্ছে। দৃষ্টিনন্দন লেক ছাড়াও এখানে বেইসমেন্ট ও নিচতলায় গড়ি পার্কিং সুবিধা থাকবে। বর্তমানে রাজউক ৪০টি এবং গণপূর্ত বিভাগ ৩৯টি ভবন নির্মাণ করছে। এছাড়াও পূর্বাচলে ৬০ হাজার এবং ঝিলমিল আবাসিক এলাকায় ১১ হাজার ফ্ল্যাট নির্মাণ করবে রাজউক।

#

কিবরিয়া/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮০০ ঘণ্টা 

Handout                                                                                                               Number : 3454

President Abdul Hamid congratulates Donald Trump

Dhaka, 9 November: 

            President Abdul Hamid has congratulated the President-elect of the United States of America Donald J. Trump.

            The full text of his message is as follows:

            ÔExcellency,

On behalf of the people of Bangladesh and on my own behalf, I extend my heartiest congratulations to you on your election as the 45th President of the United States of America. This speaks of your vision and leadership that your people have valued so much.

Bangladesh firmly believes that under your able leadership, the existing friendly relations between our two countries would further strengthen in the days ahead. We would like to work closely with you in bilateral, regional and international issues of mutual interest.

I would like to invite you and First Lady Mrs. Melania Trump to visit Bangladesh at your earliest convenience to see the significant development that is taking place in Bangladesh and also to feel the warmth of our people.

I wish you good health and a successful tenure and continued peace and prosperity of the friendly people of the United States of America.Õ

#

Khaleda/Afraz/Sanjib/Joynul//2016/1800hours

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩৪৫৩

বাংলাদেশের সাথে এফটিএ স¦াক্ষর করার জন্য শ্রীলংকার প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান

কলম্বো, (শ্রীলংকা), ৯ নভেম্বর :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে বাণিজ্য সুবিধা বৃদ্ধির জন্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) স্বাক্ষর হওয়া প্রয়োজন। শ্রীলংকা এফটিএ স্বাক্ষর করলে বাংলাদেশ তৈরিপোশাক, ঔষধ, সিমেন্ট, কাগজসহ বিভিন্ন পণ্য সেদেশে কম দামে রপ্তানি করবে। বাংলাদেশ থেকে এসকল বিশ্বমানের পণ্য আমদানি শ্রীলংকার জন্যও তাই লাভজনক হবে।
    মন্ত্রী আজ শ্রীলংকার রাজধানী কলম্বোয় হোটেল সিন্ডমোন লেকসাইডে বাংলাদেশ-শ্রীলংকা জয়েন্ট  ইকোনমিক কমিশনের ৫ম সভার উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতায় এ সব কথা বলেন। শ্রীলংকার শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিশাদ বাথিউদিনও (জরংযধফ ইধঃযরঁফববহ) অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
    তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আগামী ২০২১ সালে রপ্তানি ৬০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এ জন্য ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেশের রপ্তানি বৃদ্ধি এবং নতুন রপ্তানি বাজার সৃষ্টির জন্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। রপ্তানি বৃদ্ধির জন্য আইটি, ঔষধ, ফার্নিচার, জাহাজ নির্মাণ ও কৃষিজাত পণ্যের উপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। অনেক পণ্য রপ্তানিতে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
    এছাড়া তোফায়েল আহমেদ শ্রীলংকার শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিশাদ বাথিউদিন (জরংযধফ ইধঃযরঁফববহ) এবং শ্রীলংকার অর্থমন্ত্রী রাভি কারুনানায়ক (জধার কধৎঁহধহধুধশব) এর সঙ্গে একান্ত বৈঠক করেন। এ সময় তিনি বাংলাদেশের সঙ্গে শ্রীলংকার এফটিএ স্বাক্ষর এবং উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানান। শ্রীলংকা বাংলাদেশের সঙ্গে এফটিএ স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করেছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শ্রীলংকা বাংলাদেশের সঙ্গে এফটিএ স্বাক্ষর করবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।
    বর্তমানে বাংলাদেশের সঙ্গে শ্রীলংকার প্রায় ৭৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের বাণিজ্য হচ্ছে। গত ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ শ্রীলংকা থেকে আমদানি করেছে ৪৫ মিলিয়ন মার্কিন ডলার এবং একই সময়ে রপ্তানি করেছে ৩০ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। বাণিজ্য ঘাটতি ১৪ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার।
#
লতিফ/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮১০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৪৫২

নূর হোসেন দিবসে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর) :
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ১০ নভেম্বর নূর হোসেনের মৃত্যু দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন:    
    “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বাংলাদেশে ১০ নভেম্বর আন্দোলন-সংগ্রামের এক গুরুত্বপূর্ণ দিন। ১৯৮৭ সালের এই দিন যুবলীগ নেতা নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ।
    নূর হোসেন তাঁর বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৫ দলীয় জোটের বিক্ষোভে যোগ দিয়েছিলেন।
    মিছিলটি যখন জিরো পয়েন্টে পৌঁছে, তখন স্বৈরাচার সরকারের নির্দেশে মিছিল লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়। গুলিতে নূর হোসেনের বুক ঝাঁঝরা হয়ে যায়। এছাড়াও যুবলীগের আরেক  নেতা নূরুল হুদা ও কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো শহিদ হন। তাঁদের এ আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। আন্দোলন আরও বেগবান হয়।
    গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বাবুল, ফাত্তাহসহ আরও নাম না-জানা অনেকে আত্মাহুতি দিয়েছেন। অবশেষে স্বৈরশাসকের পদত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়। ভোট ও ভাতের অধিকার ফিরে পায় জনগণ।
    আমি নূর হোসেনসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।  

                জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
                  বাংলাদেশ চিরজীবী হোক।”

#
নজরুল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮১৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                  নম্বর: ৩৪৫১
দুর্যোগ ব্যবস্থাপনায় দুই বাংলা একসাথে কাজ করবে
ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর)  
    দুই বাংলার মানুষের কল্যাণে বাংলাদেশ ও পশ্চিম বঙ্গ সরকার একযোগে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে দুর্যোগ সংক্রান্ত তথ্য আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছেন দুই মন্ত্রী।
     কলকাতায় পশ্চিম বঙ্গের দমকল, জরুরি পরিসেবা ও অসামরিক পরিসেবা মন্ত্রী জাবেদ আহমেদ খানের সাথে ৮ নভেম্বর বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মতবিনিময় করেন। পশ্চিমবঙ্গের প্রধান সচিব এস সুরেশ কুমার, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
    এ সময় উভয় মন্ত্রী দুর্যোগ ঝুঁকি হ্রাসে উভয় দেশের গৃহীত পদক্ষেপ পরস্পরকে অবহিত করেন। উভয় দেশের জনগণ একই ধরনের প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয়। এর ওপর আলোচনাকালে দুর্যোগের আগাম বার্তার তথ্য অবহিত হওয়ামাত্র উভয় দেশ পরস্পরকে অবহিত করবে মর্মে মতবিনিময়কালে সিদ্ধান্ত হয়। সামুদ্রিক ঘূর্ণিঝড় ও জলোচ্ছাস থেকে রক্ষা পাওয়ার হাতিয়ার হিসেবে সুন্দরবনকে উল্লেখ করে একে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষার উপর গুরুত্বারোপ করে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে পশ্চিমব্েঙ্গর মন্ত্রী বাংলাদেশকে অনুরোধ করেন। এ বিষয়ে একই সাথে কাজ করতে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করে। এ বিষয়ে কাজ করতে উভয় দেশে পরস্পর প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত হয়।
    মন্ত্রীদ্বয় এরপর পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) পরিদর্শন করেন। এসময় এ প্রশিক্ষণকেন্দ্রে বাংলাদেশের কর্মকর্তাদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণদানের প্রস্তাব করলে পশ্চিমবঙ্গের মন্ত্রী আশ্বাস প্রদান করেন।
#
ওমর ফারুক/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                              নম্বর : ৩৪৫০ 

মাস্টার্র্সে ১ম বর্ষে ভর্তির  মেধা তালিকা প্রকাশ আগামীকাল 
ঢাকা, ২৪ কার্তিক (৯ নভেম্বর) : 
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমের বিষয়ভিত্তিক ১ম মেধা তালিকা আগামীকাল প্রকাশ করা হবে।
    উক্ত ফল ঝগঝ এর মাধ্যমে বিকেল ৪.০০ টা থেকে যেকোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে (ঘট<ংঢ়ধপব>অঞগচ<ংঢ়ধপব>জড়ষষ ঘড় লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে এবং রাত ৯.০০ টায় ওয়েব সাইট িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং  অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ থেকে ফল জানা যাবে।
 
#

ফয়জুল/অনসূয়া/সাহেলা/গিয়াস/রেজ্জাকুল/শামীম/২০১৬/১৬০০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                 নম্বর : ৩৪৪৯ 
ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে চীনের আগ্রহ 
ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর) :  
     ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে চীন। উড়ালপথে দুই’শ পঁচিশ কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত এক্সপ্রেসওয়েটি নির্মিত হলে ঢাকা থেকে চট্টগ্রামের দুরত্ব দুই থেকে আড়াই ঘন্টায় নেমে আসবে।
    আজ সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত গণচীনের রাষ্ট্রদূত মা মিং চিয়াং এর নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধিদল সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর সাথে সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
    মন্ত্রী বলেন, দেশের অবকাঠামো নির্মাণে চীনের অংশগ্রহণ দীর্ঘদিনের। তিনি বলেন, ইতোমধ্যে জি-টু-জি ভিত্তিতে চীনের অর্থায়নে কর্ণফুলী টানেলের নির্মাণকাজ শুরু হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নতিকরণ প্রকল্পটিতেও চীন অর্থায়ন করবে।
    তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অর্থনীতির লাইফ-লাইন। চট্টগ্রাম অঞ্চলে বিদ্যমান ইপিজেড এর পাশাপাশি আরো দু’টি ইপিজেড নির্মিত হলে অর্থনৈতিক কর্মকা-ে গতিশীলতা বাড়বে। এ বাস্তবতায় যানবাহনের বাড়তি চাপ মোকাবিলায় সরকার ঢাকা-চট্টগ্রামের মধ্যে এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে চীন এক্সপ্রেসওয়ে নির্মাণে প্রয়োজনীয় অর্থায়নে প্রাথমিক সম্মতি দিয়েছে।
    এ সময় সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ বাংলাদেশস্থ চীন দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
        
#

আবু নাছের/অনসূয়া/সাহেলা/গিয়াস/রেজ্জাকুল/শামীম/২০১৬/১৫৪৩  ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                   নম্বর : ৩৪৪৮ 

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পিকারের অভিনন্দন
ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর) :   
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। 
এক অভিনন্দন বার্তায় স্পিকার বলেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আরো উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে এবং বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক  আরও বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় হবে।
#

কামাল/অনসূয়া/সাহেলা/গিয়াস/আসমা/২০১৬/১৫৪৫ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ৩৪৪৭
বাজার তদারকি  
৫০ প্রতিষ্ঠানকে ২ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা
ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর):
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় আজ ঢাকা মহানগর, সুনামগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, খুলনা, নারায়ণগঞ্জ, চুয়াডাঙ্গা, পটুয়াখালী, রংপুর, যশোর, বগুড়া, কুড়িগ্রাম, হবিগঞ্জ, লক্ষ¥ীপুর, ফেনী ও কুমিল্লায় বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৫০টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর কাফরুল এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে নিউ রয়েল বেকারী এন্ড কনফেকশনারীকে ৩০ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ঝ ঈ অষষ রহ ড়হব ংঁঢ়বৎ ংযড়ঢ়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
    অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সুনামগঞ্জ সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৫পাঁচ হাজার টাকা, গাজীপুর সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, খুলনার ডুমুরিয়া উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা, নারায়ণগঞ্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা, চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, পটুয়াখালী সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা, রংপুরের বদরগঞ্জ উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, যশোর সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা, বগুড়ার শেরপুর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা, কুড়িগ্রাম সদর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫শ’ টাকা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা, লক্ষ¥ীপুর সদর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫শ’ টাকা, ফেনী সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা এবং কুমিল্লা আদর্শ শহর এলাকায় ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
    অন্যদিকে প্রধান কার্যালয়ের অভিযোগ শুনানির মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে কিয়াংসী চাইনিজ রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা আদায় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৫শ’ টাকা প্রদান করা হয়। ভুতের বাড়ী, রয়েল কুইজিন ও ৩০০ঋঞ  এক্সপ্রেস রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৩ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শংতাশ হিসেবে ৩ হাজার ৭৫০ টাকা প্রদান করা হয়।
    আমেরিকান বার্গার হাউজকে ৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ২ হাজার টাকা প্রদান করা হয়।
    ধানসিঁড়ি রেস্তোরা-১ কে ৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ২ হাজার টাকা প্রদান করা হয়।
    ঢাকা বিভাগীয় কার্যালয়ে অভিযোগ শুনানির মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে উযধশধ ঞবঃৎড় ও ঞযব ঐধহফর কে যথাক্রমে ৫ হাজার টাকা ও ১০ হাজার টাকা জরিমানা আদায় ও ২ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৩ হাজার ৭৫০ টাকা প্রদান করা হয় এবং আমেরিকান বার্গারকে ৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ২ হাজার টাকা প্রদান করা হয়।
#
আফরোজা/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৫০ঘণ্টা
  

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩৪৪৫ 

বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে ১৩-১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর) :

মহান বিজয় দিবস ২০১৬ উদ্যাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাভার জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
#

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৪৪৬ 

সাভারের আমিনবাজার এলাকা থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত যে কোন ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো নিষেধ

ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর) :

মহান বিজয় দিবস ২০১৬ উদ্যাপন উপলক্ষে সাভার এর আমিনবাজার এলাকা থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এলাকায় সকল ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।
#

জহুরুল/অনসূয়া/সাহেলা/গিয়াস/আসমা/২০১৬/১১৩০ ঘণ্টা   

Todays handout (6).docx