Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ অক্টোবর ২০২৪

তথ্যবিবরণী ২৪ অক্টোবর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ১৪৩৭

 

জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বিবৃতি

 

ঢাকা, ৮ কার্তিক (২৪ অক্টোবর):

 

জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ এক বিশেষ বিবৃতি দিয়েছেন।

 

বিবৃতিতে উপদেষ্টা বলেন, ‘জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত সন্ত্রাসী ও খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর।’

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বিবৃতিতে জানান, ‘ইতোমধ্যে গণহত্যায় জড়িতদের মধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এ গণহত্যায় জড়িত কেউ যাতে সীমান্ত দিয়ে ও আকাশপথে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে ও বিমানবন্দরসমূহে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।’

 

বিবৃতিতে উপদেষ্টা আরো বলেন, ‘একইসঙ্গে সন্ত্রাসীদের গ্রেফতার অভিযানে যাতে কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয় সেই বিষয়ে সতর্কতা অবলম্বনেও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

 

#

 

ফয়সল/রানা/সঞ্জীব/সেলিম/২০২৪/২২৫৯ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ১৪৩৬

 

ডিসেম্বর থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে ক্যাম্পেইন শুরু
                                 -- পরিবেশ উপদেষ্টা

 

ঢাকা, ৮ কার্তিক (২৪ অক্টোবর):

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ডিসেম্বর মাস থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে ক্যাম্পেইন শুরু হবে। সংশ্লিষ্ট আইন সংশোধন করে পুলিশকে জরিমানা করার ক্ষমতা দেওয়া হবে। দূষণকারীদের জরিমানা করা হবে, যা ব্যাংকে জমা করতে হবে। এতে ড্রাইভাররা হর্ন বাজানো কমাবে।

 

আজ রাজধানীর বিদ্যুৎ ভবনে ঢাকার বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে পুরাতন মোটরযান অপসারণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফ্রিংকালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

 

রিজওয়ানা হাসান আরো জানান, মোটরযান মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকায় পুরাতন মোটরযান নিষিদ্ধ করতে ছয় মাস সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সময়ের মধ্যে মোটরযান মালিকগণ পরিবেশবান্ধব মোটরযানে রূপান্তরের পদক্ষেপ নেবে।

 

উপদেষ্টা বলেন, পুরাতন মোটরযান অপসারণের ফলে ঢাকার বায়ু মানের উন্নতি হবে, যা নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করবে। তিনি বলেন, যদি ব্যবস্থা না নেওয়া হয়, তবে ঢাকায় শ্বাস নেওয়ার মতো বাতাস থাকবে না। সরকার এমনভাবে কাজ করবে যাতে দূষণ কমে এবং জনদুর্ভোগ না হয়। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সিসাজনিত দূষণ নিয়েও কাজ করা হবে।

 

সভায় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, পুরাতন মোটরযান অপসারণের জন্য সরকার শিগগিরই একটি কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করবে, যা শহরের যানজট ও দূষণ কমাতে সহায়ক হবে। দূষণ কমানোর সাথে সাথে যেন জনদুর্ভোগ না হয় তাও দেখা হবে। সরকারের উদ্যোগে পর্যায়ক্রমে দূষণ নিয়ন্ত্রণে চলে আসবে।

 

#

 

দীপংকর/রানা/সঞ্জীব/সেলিম/২০২৪/২১৩০ ঘণ্টা

 

 



 

 

 

Handout                                                                                                                   Number: 1435


To control noise pollution, a campaign will begin in December
                                                           -- Environmental Advisor

 

Dhaka, 24 October:

 

Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change announced a campaign to control noise pollution will begin in December. The relevant laws will be amended to empower the police to impose fines, which will be deposited in banks. This measure is expected to discourage excessive use of horns.

 

The Advisor announced this while briefing journalists after a discussion on the necessity of removing old vehicles to control air pollution and noise pollution in Dhaka at Bidyut Bhaban in the capital city today.

 

Environmental Advisor further mentioned that in response to demands from vehicle owners, the government has decided to allow six months for the phase-out of old, unfit vehicles in Dhaka. During this period, vehicle owners will be required to switch to environmentally friendly vehicles.

 

The Advisor stated that removing these old vehicles will significantly improve air quality in Dhaka, which is crucial for protecting public health. She warned that without such actions, there will soon be no breathable air left in the city. The government will work to ensure that pollution is reduced without causing public inconvenience. In response to another question, she also highlighted that efforts will be made to address lead pollution.

 

During the same meeting, Muhammad Fauzul Kabir Khan, Advisor to the Ministry of Road Transport and Bridges, stated that the government will soon implement an effective plan to remove old vehicles. This initiative will help reduce both traffic congestion and pollution in the city, while ensuring minimal public disruption. The government's efforts will progressively bring pollution under control.

 

#


Dipankar/Rana/Sanjib/Salim/2024/2135 Hrs.

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ১৪৩৪

চুনতি অভয়ারণ্যে ট্রেনের ধাক্কায় হাতি নিহতের ঘটনায় লোকোমাস্টার বরখাস্ত

ঢাকা, ৮ কার্তিক, ২৪ অক্টোবর:

          কক্সবাজারের চুনতি অভয়ারণ্য এলাকায় ট্রেনের ধাক্কায় ১৪ অক্টোবর এক হাতির মৃত্যুর ঘটনায় কক্সবাজার স্পেশাল ট্রেনের লোকোমাস্টার জামাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের অনুরোধে ২৩ অক্টোবর এ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

          উপদেষ্টার অনুরোধের পর, অভয়ারণ্য ও জাতীয় উদ্যান এলাকায় বন্যপ্রাণীর সুরক্ষায় ট্রেনের গতি ২০ কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় পরিবহন কর্মকর্তা (চট্টগ্রাম) কে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী-১ (চট্টগ্রাম) এবং বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (লোকো চট্টগ্রাম। বর্ণিত দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে দায়-দায়িত্ব নির্ধারণপূর্বক সুপারিশমালা আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর বন্যপ্রাণী সুরক্ষায় অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে।

          অন্যদিকে, চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড এবং আশপাশের এলাকায় হাতির সুরক্ষা ও মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনের বিষয়ে সুপারিশমালা প্রদানের জন্য এক বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসককে। অন্য সদস্যরা হলে, ড. মোঃ মোস্তফা ফিরোজ, অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; ড. মনিরুল এইচ খান, অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; আইইউসিএন এর প্রতিনিধি; কোরিয়ান ইপিজেড এর ২জন প্রতিনিধি; মোহাম্মদ আব্দুল মোতালেব, কান্ট্রি কো-অর্ডিনেটর, ইউএস ফরেস্ট সার্ভিস, আ ন ম মোয়াজ্জেম হোসেন, চেয়ারম্যান, সেভ দ্য নেচার অভ্ বাংলাদেশ, রুবাইয়া আহমেদ, অভয়ারণ্য, বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন; মুনতাসির আকাশ, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; বিভাগীয় বন কর্মকর্তা, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ; বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রাম।

          এছাড়া, উপদেষ্টার নির্দেশে আজ দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের আকবার শাহ এলাকায় পাহাড়ে অবৈধ স্থাপনার উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে।

          আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

#

দীপংকর/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৯১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ১৪৩৩

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর মৌখিক পরীক্ষা শুরু হবে ২৭ অক্টোবর

ঢাকা, ৮ কার্তিক, ২৪ অক্টোবর:

          অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

          লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে টেলিটক বিডি লিমিটেডের মাধ্যমে পর্যায়ক্রমে SMS দিয়ে  মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়া হবে।

          মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে নিম্নোক্ত কাগজ পত্রাদির মূলকপি-সহ একসেট ফটোকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে SMS এ বর্ণিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

          প্রয়োজনীয় কাগজপত্রাদি:  শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল সনদপত্র ও নম্বরপত্র;  জাতীয় পরিচয়পত্র। জন্ম নিবন্ধন সনদ এবং লিখিত পরীক্ষার প্রবেশ পত্র।

          বিস্তারিত তথ্যের জন্য এনটিআরসিএ’র ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://ntrca.teletalk.com.bd ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হেেয়ছে।

          আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

#

সিরাজ/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৯৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ১৪৩২

 

বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে

                                          --- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

 

ঢাকা, ৮ কার্তিক, ২৪ অক্টোবর:

 

          শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে। এছাড়া, সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে বিকল্প কৃষি বাজার চালু করা হবে।

 

          আজ রাজধানীর বেগুনবাড়ি দীপিকার মোড় এলাকায় ভ্রাম্যমাণ ট্রাকে ট্রেডিং করর্পোরেশন অভ্ বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে ঢাকা শহরে ৫০টি স্থানে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

 

          উপদেষ্টা বলেন, সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পায়। এ কারণে দীর্ঘমেয়াদে সিন্ডিকেট ভাঙতে সম্ভাব্য সব উপায় অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। বড় শহর থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত সরকারের টাস্কফোর্স কাজ করে যাচ্ছে।

 

          আসিফ মাহমুদ আরো বলেন, উৎপাদক বা কৃষক থেকে ভোক্তা পর্যন্ত মধ্যস্বত্বভোগীদের সংখ্যা কমিয়ে আনা জরুরি। এ ক্ষেত্রে যেসব বেসরকারি প্রতিষ্ঠান উদ্যোক্তা থেকে গ্রাহকের কাছে পণ্য পৌঁছানোর সামাজিক ব্যবসা করছে, তারাও আমাদের থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সরকার বিকল্প কৃষি বাজার চালুর কথা ভাবছে। যেখানে কৃষক সরাসরি তার পণ্য বাজারে পৌঁছে দিতে পারবেন এবং ভোক্তারা ক্রয় করতে পারবেন।

 

          উল্লেখ্য, আজ থেকে ঢাকা মহানগরের ৫০টি ও চট্টগ্রাম মহানগরের ২০টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এ বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে টিসিবি। এদিকে ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি আজ থেকে কার্ড ছাড়া ব্যক্তিরাও খোলা ট্রাক থেকে টিসিবি’র পণ্য কিনতে পারবেন বলে জানানো হয়।

 

          টিসিবি’র নির্ধারিত পয়েন্টে ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে ন্যায্যমূল্যের পণ্য ৪৭০ টাকা দিয়ে ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন নিতে পারবেন ভোক্তারা। ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে না এলে পরবর্তী সময়ে কার্যক্রম বাড়ানো হতে পারে।

 

#

 

নূর আলম/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৯৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ১৪৩১

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ৮ কার্তিক (২৪ অক্টোবর):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৫৭ শতাংশ।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ১৫৪ জন।

#

 দাউদ/রানা/রফিকুল/শামীম/২০২৪/১৭৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৪২৯

সরকারি চাকুরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর

ঢাকা, ৮ কার্তিক (২৪ অক্টোবর):

          বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সকল ক্যাডারের চাকুরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। অন্য সকল সরকারি চাকুরিতে প্রবেশের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করা হয়েছে। 

         এছাড়া, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থার ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ বিধিমালা প্রয়োজনীয় অভিযোজন-সাপেক্ষে প্রযোজ্য হবে। প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ বিধিমালা বহাল থাকবে।

          এছাড়া, এ অধ্যাদেশের আলোকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ -এর ধারা ৫৯-এ প্রদত্ত ক্ষমতাবলে জনপ্রশাসন মন্ত্রণালয় ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতাও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ পুনর্গঠনপূর্বক সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ তিন বার অবতীর্ণ হতে পারবে-এরূপ বিধি সংযোজন করবে।

          আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এসকল সিদ্ধান্ত গৃহীত হয়।

                                                 #

মেহেদী/ফাতেমা/রবি/সুবর্ণা/মাসুম/২০২৪/১৫৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৪২৮

তথ্য ও সস্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত সচিবের মতবিনিময়

ঢাকা, ৮ কার্তিক (২৪ অক্টোবর):

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনিযুক্ত সচিব বেগম মাহবুবা ফারজানা। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বলেন, মন্ত্রণালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকল কর্মকর্তাকে একটি টিম (দল) হিসাবে কাজ করতে হবে। ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই অবস্থানে এসেছি। সরকারি কর্মকর্তাদের নিকট জনগণের অনেক প্রত্যাশা রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সততা, ন্যায়পরায়ণতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার প্রধানগণ তাঁদের প্রতিষ্ঠানের কার্যক্রম ও বিদ্যমান সমস্যার বিষয় সচিবের নিকট উপস্থাপন করেন। সভায় উত্থাপিত বিষয়ের আলোকে রেকর্ড অভ্ নোটস্ তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। রেকর্ড অভ্ নোটসের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সচিব সভায় আশ্বাস প্রদান করা হয়।

মতবিনিময় সভার শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন উপসচিব মুহাম্মদ শরিফুল হক। সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বেগম মাহবুবা ফারজানা-কে সচিব পদে পদোন্নতি প্রদান করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বদলি করা হয়।

#

মামুন/ফাতেমা/রবি/সুবর্ণা/কলি/মাসুম/২০২৪/১৩০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বরঃ ১৪২৭
আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস

 বন, বনভূমি, ডলফিন সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে

                      -- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা


ঢাকা,  ৮ (কার্তিক) (২৪ অক্টোবর):       

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বন রক্ষায় বন কর্মকর্তাদের সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। সাহসী কাজের জন্য ঝুঁকি ভাতা দেয়ার উদ্যোগ নেয়া হবে।  এছাড়া,  তিনি বলেন দেশীয় প্রজাতির গাছ লাগানো বন বিভাগের প্রধান দায়িত্ব।  গাছ কাটার বিরুদ্ধে যথাসময়ে ব্যবস্থা নেয়ার জন্য বনরক্ষীদের প্রতি তিনি আহ্বান জানান।
           উপদেষ্টা আজ ঢাকার আগারগাঁওয়ে বন ভবনে ‘আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস ২০২৪’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এবারের দিবসটির প্রতিপাদ্য- ‘নদীর প্রাণ ডলফিন-শুশুক, নিরাপদে বেঁচে থাকুক’।
          উপদেষ্টা বলেন, দেশের নদী ও জলাশয়ে মিঠাপানির ডলফিনের উপস্থিতি পরিবেশের স্বাস্থ্য নির্দেশ করে। ডলফিন টিকিয়ে রাখতে নদী ও জলাশয়ের দূষণ রোধ এবং পানির প্রবাহ ঠিক রাখতে হবে। এক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি ও সরকারের পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। ডলফিন রক্ষায় স্থানীয় জনগণকেও সম্পৃক্ত করতে হবে।

 

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব ড. ফারহিনা আহমেদ এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জিলুর রহমান অনুষ্ঠানে  বক্তৃতা করেন।  সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী। অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম. মনিরুল এইচ. খান, উপপ্রধান বন সংরক্ষক ও সুফলের প্রকল্প পরিচালক গোবিন্দ রায় এবং বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ প্রমুখ।

       

          অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ডলফিন রক্ষায় সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যত করণীয় নিয়ে আলোচনা করেন।


          এছাড়া অনুষ্ঠানে উপদেষ্টা সাইটিস সার্টিফিকেশন প্রক্রিয়া ডিজিটালাইজড করার ওয়েবসাইট উদ্বোধন করেন। তিনি এসময় ডলফিন জরিপের ফলাফল ঘোষণা করেন। এই সমীক্ষার ফলে প্রায় ৬৩৬টি দল বা ১ হাজার ৩৫২টি গাঙ্গেয় ডলফিনের উপস্থিতি নির্ধারণ করা হয়। অনুষ্ঠানে ডলফিনের প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

#

দীপংকর/ফাতেমা/রবি/সুর্বনা/কলি/লিখন/২০২৪/১৫০৯
 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ১৪২৬

আগামী ছয় মাসের মধ্যে ফিটনেসবিহীন যানবাহন রাস্তা থেকে অপসারণ করতে হবে

                                                            - সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা

ঢাকা, ৮ কার্তিক (২৪ অক্টোবর):

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে ২০-২৫ বছরের পুরানো ও ফিটনেসবিহীন বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যান-সহ অন্যান্য মোটরযান রাস্তা থেকে অপসারণ করতে হবে।

আজ রাজধানীর আব্দুল গনি রোডে বিদ্যুৎ ভবনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত ‘ঢাকা শহরের বায়ু দূষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে পুরাতন যানবাহন অপসারণ ও যানজট নিরসন’ সংক্রান্ত আলোচনা সভায় উপদেষ্টা এ মন্তব্য করেন। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, জনদুর্ভোগ লাঘব ও দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা-সহ দুর্নীতি প্রতিরোধ করা অন্তবর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এরই অংশ হিসেবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি ভবিষ্যতে ইলেকট্রনিক ভেহিকেল চালু করার ব্যাপারে ব্যবসায়ীদের সুযোগ নিতে বলেন। এজন্য সহজ শর্তে ঋণ প্রদানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথেও আলোচনা করবেন বলে জানান।

ঢাকা শহরকে একটি নিরাপদ নগরীতে পরিণত করতে সংশ্লিষ্ট সবাইকে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে ফাওজুল কবির বলেন, বিআরটিএ, জেলা প্রশাসন এবং পুলিশ নিয়মিতভাবে গাড়ির রেজিস্ট্রেশন ও ফিটনেস চেক করবে। একই সাথে পরিবেশ দূষণ ও যানজট নিরসনে আইনের যথাযথ প্রয়োগে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

ঢাকা শহরকে দূষণমুক্ত ও বাসযোগ্য নগরীতে পরিণত করার অঙ্গীকার করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনের জন্যই ক্ষমতায় আছে। ঢাকা শহরের দীর্ঘদিনের এ সমস্যা বাস্তবতার নিরিখে সমাধান করতে হবে। এছাড়া সড়ক সংক্রান্ত আইন ও বিধি-বিধান জানা এবং মেনে চলা, ড্রাইভারদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি এ ব্যাপারে পরিবহন মালিক, শ্রমিক, পথচারী, যাত্রী নির্বিশেষে সকলকে সচেতন হবার আহ্বান জানান তিনি।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, ছাত্র-জনতার প্রতিনিধিবৃন্দ, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

#

নোবেল/রানা/সঞ্জীব/শামীম/২০২৪/২০৫৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ১৪২৫  

 

একুশে পদক ২০২৫

মনোনয়ন প্রস্তাব জমা দেয়ার নির্ধারিত সময়সীমা ৩১ অক্টোবরের পরিবর্তে ১৪ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি

ঢাকা, ৮ কার্তিক (২৪ অক্টোবর):

একুশে পদক ২০২৫-এর মনোনয়ন প্রস্তাব জমা দেয়ার নির্ধারিত সময়সীমা ৩১ অক্টোবরের পরিবর্তে ১৪ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এ সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী ও একুশে পদক নীতিমালা এবং মনোনয়ন প্রস্তাবের ফরম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইট www.moca.gov.bd এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েব সাইট www.moi.gov.bdতে পাওয়া যাবে।

#

মালেক/ফাতেমা/রবি/সুবর্ণা/মাসুম/২০২৪/১২৫৫ ঘণ্টা

Handout                                                                                                                   Number: 1424

Student and Other Visa Facilitation and Expanded Defense Cooperation in focus during Meetings between Bangladesh Army Chief and the Canadian Side

Ottawa, 24 October:

General Waker-Uz-Zaman, OSP, SGP, psc, Chief of Army Staff of Bangladesh, yesterday discussed bilateral issues with High Commissioner-designate of Canada to Bangladesh during his visit to Ottawa, Canada. The discussion focused on exploring new horizons for enhancing the Bangladesh-Canada relationship in multifarious aspects. Both the Army Chief and the High Commissioner-designate were forthcoming about addressing visa-related issues for all Bangladeshi citizens. Earlier the Army Chief was received by Ajit Singh, Director of the Privy Council Office of Canada and High Commissioner-designate of Canada to Bangladesh, upon his arrival in Ottawa.

During the visit, Chief of Army Staff of Bangladesh met with Lieutenant-General Stephen R. Kelsey, CMM, CD, Vice Chief of the Defence Staff of Canada, and the Salma Zahid MP, Vice-Chair of the Canada-Bangladesh Parliamentary Friendship Group and Member of the Standing Committee on Citizenship and Immigration in Ottawa.

Salma Zahid, MP, met with General Waker-Uz-Zaman on 23 October 2024 and discussed areas of mutual interests. In particular, General Waker-Uz-Zaman highlighted the importance of facilitating and expediting student visas for Bangladeshi students as well as visas for both serving and former military officials. He highlighted the interim Government’s priority of youth development and sought Canada's assistance in this regard by facilitating more student visas citing the mutual benefits for both the countries. Salma Zahid acknowledged the challenges in this regard due to Canada’s existing housing shortage. She encouraged Bangladeshi students to apply to designated institutions in Canada for expeditious visa processing and reaffirmed her commitment to finding solutions to address the current limitations on foreign student admissions.

The exploration of joint collaboration in educational exchange programs and the potential signing of an MoU between Canadian and Bangladeshi universities were also discussed. In addition, they discussed opportunities for cooperation in agriculture and infrastructure development. General Waker-Uz-Zaman proposed collaboration to address Canada’s housing crisis. In addition, the Army Chief mentioned Bangladesh’s readiness in assisting Canada in its healthcare sector, including providing caregivers to Canada.

In a separate meeting with Lieutenant-General Kelsey, General Waker-Uz-Zaman advocated for streamlining visa processing for both serving and retired Bangladeshi military personnel. He emphasized the need for a systematic approach for visa issuance and proposed to address individual cases if there are queries through bilateral consultations without generalizing or stereotyping.  

The discussions also paved the way for enhanced defense cooperation, particularly in expanding training exchanges between military institutions. The Chief of Army Staff emphasized increasing collaboration through officer exchanges at the National Defence College (NDC) and staff colleges, aimed at strengthening the professional development of military personnel from both nations.

Nahida Sobhan, High Commissioner for Bangladesh to Canada, participated in both the meetings along with Brigadier General S M Asadul Haque, ndc, psc and Major Md Shoaib Rifat Aumy, psc, AC

#

Mission Ottawa/Fatema/Rabi/Koli/Masum/2024/1000 hour

তথ্যবিবরণী                                                                                                নম্বরঃ ১৪২৩

পল্লী বিদ্যুতায়ন কাঠামো পর্যালোচনার জন্য কমিটি গঠন

 

ঢাকা,  ৮ (কার্তিক) (২৪ অক্টোবর):       

          সাম্প্রতিক গ্রামাঞ্চলসহ সমগ্র দেশে প্রায় শতভাগ বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। এ প্রেক্ষিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির ভূমিকা এবং কাঠামো পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা অনুধাবন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার-কে সভাপতি করে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্টের অধ্যাপক এ কে এনামুল হক, বুয়েট-এর ইইই বিভাগের অধ্যাপক মোঃ জিয়াউর রহমান খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মাহবুব রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর অধ্যাপক খালেদ মাহমুদ কমিটির সদস্য হিসেবে কাজ করবেন। 

          কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে বিআরইবি এবং পিবিএস-এর ভিত্তি দলিলসমূহ পর্যালোচনা, বিআরইবি এবং পিবিএস-এর সাংগঠনিক কাঠামো পর্যালোচনা, বিআরইবি এবং পিবিএস সকল স্তরের কর্মীদের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সমিতির প্রতিনিধিদের সাক্ষাৎকার গ্রহণ, এবং বিআরইবি ও পিবিএসের প্রাসঙ্গিক নথি এবং ফাইল পর্যালোচনা করা।

          কমিটির অনুরোধে বিআরবি এবং পিবিএস তাদের সকল নথি সরবরাহ করবে। পর্যালোচনা ও সাক্ষাৎকারের ভিত্তিতে কমিটি একটি প্রতিযোগিতামূলক, প্রযুক্তিগতভাবে দক্ষ, আর্থিকভাবে টেকসই এবং দক্ষ পরিষেবা প্রদানে সক্ষম গ্রামীণ বিদ্যুতায়ন সেক্টরের জন্য উপযুক্ত কাঠামো সুপারিশ করবে। কমিটি প্রয়োজনে যেকোনো সদস্যকে কো-অপ্ট করতে পারবে।

বিদ্যুৎ বিভাগের এক অফিস আদেশের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে।

#

 

শফিউল্লাহ/ফাতেমা/রবি/সুর্বনা/কলি/লিখন/২০২৪/১১১১

    

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ১৪২২

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ৮ কার্তিক (২৪ অক্টোবর):

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :     

মূলবার্তা:

2024-10-24-16-59-04f6cd05b013def84a3f47ade2e0f85a.docx