তথ্যবিবরণী নম্বর : ২০২৫
বীরপ্রতীক তারামন বিবিকে দেখতে হাসপাতালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট):
আজ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থ বীরপ্রতীক তারামন বিবিকে দেখতে যান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সেখানে কিছুক্ষণ অবস্থান করে তিনি তারামন বিবির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সংশ্লিষ্ট চিকিৎসককে সুচিকিৎসার বিষয়ে নির্দেশনা দেন।
তারামন বিবি দীর্ঘদিন ধরে কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। এর আগে তারামন বিবির শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল তাকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরো অবনতি হলে আজ তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হয়।
মুক্তিযুদ্ধের সময় ১১নং সেক্টরের হয়ে তারামন বিবি মুক্তিবাহিনীদের রান্নাবান্না করা, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকবাহিনীর খবর সংগ্রহ করা এবং সম্মুখ যুদ্ধে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এ কারণে তাকে বীরপ্রতীক খেতাব প্রদান করা হয়েছে।
#
মারুফ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০২৪
অবৈধভাবে দখলকৃত সমবায়ীদের স্থাবর-অস্থাবর সম্পদ উদ্ধারে বিশেষ অভিযান
কুমিল্লা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, অসৎ সমবায়ীদের সম্ভাবনাময় সমবায় খাত থেকে সমূলে উৎপাটন ও অবৈধভাবে দখলকৃত সমবায়ীদের স্থাবর-অস্থাবর সম্পদ উদ্ধারে বিশেষ অভিযান শুরু হয়েছে। এসব স্থানে সমবায়ীদের কল্যাণে সমবায় কমপ্লেক্স নির্মাণ করা হবে।
তিনি আজ সমবায় ব্যাংক লিঃ, কুমিল্লা কর্তৃক শহরের কার্যালয়ে আয়োজিত এক সমবায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিষ্ঠানের সভাপতি মোঃ সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আ ক ম বাহা উদ্দিন বাহার ও অধ্যক্ষ রওশন আরা মান্নান এবং বাংলাদেশ কো-অপারেটিভ ইন্সুরেন্সের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী সমবায়ীদের জীবন মানোন্নয়নে গৃহীত কর্মসূচিতে সন্তোষ প্রকাশ করে ব্যাংকটির জায়গায় অত্যাধুনিক বহুতল সমবায় কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দেন। তিনি বলেন, ইতোমধ্যে ব্যাংকটি প্রায় ১০ কোটি টাকা পুরাতন দেনা পরিশোধ করে ২০১৬-১৭ অর্থবছরে ১ কোটি ৫৬ লাখ টাকা মুনাফা অর্জন করেছে। এ আয় থেকে কুমিল্লা অঞ্চলের হাজার হাজার সমবায়ীর জীবনমানের উন্নয়ন ঘটছে।
#
আহসান/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯২০ ঘণ্টা