তথ্যবিবরণী নম্বর : ৩৪৬২
শিড়্গা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না
-- মৎস্য প্রতিমন্ত্রী
ডুমুরিয়া (খুলনা), ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) :
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, শিড়্গা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। বর্তমান সরকার ড়্গমতা গ্রহণের পর থেকে শিড়্গাকে সর্বোচ্চ গুরম্নত্ব দিয়ে এর মানোন্নয়নে কাজ করছে।
প্রতিমন্ত্রী আজ খুলনা ডুমুরিয়ার মাদারতলা পলস্নশ্রী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়ন করে যাচ্ছে। বর্তমান সরকার শিক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে যে পরিমাণ অনুদান দিয়েছে বিগত কোনো সরকার তা দেয়নি। সরকার মানসম্মত শিক্ষার পাশাপাশি নারী শিক্ষা বিসত্মারে অত্যনত্ম আনত্মরিক। ছাত্রছাত্রীদের ভাল ফল অর্জনে শিড়্গক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষা বিকাশে এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের পাশাপাশি এলাকার শিক্ষানুরাগীদের তিনি এগিয়ে আসার আহ্বান জানান।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে শিড়্গা প্রকৌশল অধিদপ্তর এ ভবনটি নির্মাণ করেছে। পরে প্রতিমন্ত্রী ডুমুরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের প্রসুত্মতিমূলক সভায় যোগদান করেন।
এছাড়া, প্রতিমন্ত্রী যশোরের অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে দুগ্ধ ও মুরগি খামারিদের অংশগ্রহণে খামারি সমাবেশের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। তিনি বলেন, দেশের জনগোষ্ঠীর ২০ ভাগ প্রত্যড়্গ ও ৫০ ভাগ পরোড়্গভাবে প্রাণিসম্পদ প্রতিপালনে জড়িত থেকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অবদান রাখছে। আগের তুলনায় দেশে মাংস, দুধ, ডিম এবং মাছ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
প্রতিমন্ত্রী খুলনার ফুলতলা দড়্গিণ আলকা কুন্ডপাড়ায় এবং চহেড়া রাজবংশীপাড়ায় রাসমেলায় যোগদান করেন।
#
সুলতান/মিজান/মোশাররফ/মোশারফ/সেলিম/২০১৫/২১৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৬১
সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) :
দশম জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স'ায়ী কমিটির ৩৯তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য আ ফ ম রম্নহুল হক, বেগম রেবেকা মমিন, মঈন উদ্দীন খান বাদল, মো. রম্নসত্মম আলী ফরাজী এবং ওয়াসিকা আয়েশা খান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ বিমান কর্পোরেশনের ২০০৩-২০০৫ অর্থবছরের হিসেবের ওপর বাংলাদেশের মহাহিসাব-নিরীড়্গক ও নিয়ন্ত্রকের ২৯টি অডিট আপত্তি নিয়ে আলোচনা হয় এবং আপত্তিগুলো কমিটি প্রদত্ত নির্দেশনার আলোকে দ্রম্নত নিষ্পত্তির সুপারিশ করা হয়।
বৈঠকে বাংলাদেশ বিমান কর্পোরেশনের বিষয়ে বিভিন্ন অডিট আপত্তির প্রেড়্গিতে কমিটি দীর্ঘমেয়াদি স্ট্র্যাটেজিক, বাণিজ্যিক এবং ফিন্যান্সিয়াল পস্নান তৈরিপূর্বক রিজার্ভ ফান্ড গঠনের মাধ্যমে বিমানের গুণগত উৎকর্ষ সাধনের ব্যবস'া গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে বিমানে ডিসি-১০-৩০ উড়োজাহাজ অচট (অীঁরষরধৎু চড়বিৎ টহরঃ) মেরামত /ওভারহোল প্রতিষ্ঠান নির্বাচনে বিমানের দড়্গতা আসলেও বাসত্মবে মিতব্যয়িতা অর্জিত হয়নি মর্মে অডিট আপত্তির প্রেড়্গিতে কমিটি ক্রয় পরিকল্পনা প্রণয়ন, শুধুমাত্র প্রয়োজনের সময় ক্রয় করা, যথাযথ প্রতিষ্ঠানের মাধ্যমে মেরামত কার্য সম্পাদন, নিম্নমানের যন্ত্রপাতি ক্রয় না করা এবং ডিসি-১০-৩০ বিমান সম্পর্কে মন্ত্রণালয়কে বিসত্মারিত পর্যালোচনার মাধ্যমে অনধিক ৩ মাসের মধ্যে প্রতিবেদন যথাযথ নিয়মে কমিটিকে অবহিত করার সুপারিশ করে।
এছাড়া, কিছু অডিট আপত্তির প্রেড়্গিতে বৈঠকে এটিপি বিমান ক্রয়, বিক্রয় ও লিজ কার্যক্রম মূল্যায়ন, রম্নট পরিচালনার বাণিজ্যিক চাহিদা নিরূপণ, মার্কেটিং নেটওয়ার্ক পস্নানিং প্রণয়ন এবং যারা এটিপি বিমান ক্রয়ের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে অনধিক ৩ মাসের মধ্যে তাদের বিরম্নদ্ধে ব্যবস'া গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার, ঢাকার সার্বিক পারফরমেন্সে প্রতিষ্ঠানটির উৎপাদন পারফরমেন্স নিম্নগামী, বিএফসিসি’র লড়্গ্যমাত্রা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাসত্মবায়নে প্রাপ্ত অসামঞ্জস্যতা, বোর্ড গঠন, বিএফসিসি স্ট্যাটাস ও জনবল ব্যবস'াপনায় অসাঞ্জস্যতা পরিলড়্গিত হয়, হজ ফ্লাইট পরিচালনায় আয় ব্যয় পর্যালোচনা, বাংলাদেশ বিমানের রি-ফুয়েলিং ক্রয়ে অনিয়ম, বিমানের রাজস্ব কার্যক্রম পর্যালোচনার সময় এজেন্সি বকেয়া, অভ্যনত্মরীণ স্টেশনসমূহের বকেয়া বিশেস্নষণ, দুর্বল অভ্যনত্মরীণ নিয়ন্ত্রণ ব্যবস'া এবং টেম্পারিং বা ওভার রাইটিংয়ের মাধ্যমে ঔষধ আত্মসাৎ মর্মে অডিট আপত্তির প্রেড়্গিতে কমিটি প্রতিষ্ঠানের উৎপাদন পারফরমেন্স নিরূপণ, বিএফসিসি’র লড়্গ্যমাত্রা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, বাংলাদেশ বিমানের রি-ফুয়েলিং বিষয়ে যথাযথ ব্যবস'া গ্রহণ এবং দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করে দায়ীদের বিরম্নদ্ধে ব্যবস'া গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে সিএন্ডএজি মাসুদ আহমেদ, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সংশিস্নষ্ট কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপসি'ত ছিলেন।
#
হুদা/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৬০
ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে হাউজ অভ্ লর্ডসের স্পিকারের বৈঠক
লন্ডন, (২৬ নভেম্বর) :
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) এর নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী আজ হাউজ অভ্ লর্ডস এর স্পিকার ব্যারোনেস ডি’সুজা (ইধৎড়হবংং উ'ঝড়ুঁধ) এর সাথে লন্ডনে হাউজ অভ্ লর্ডসের চেম্বার অফিসে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তাঁরা পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।
এসময় তাঁরা কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) এর কার্যক্রমকে আরও গতিশীল করতে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতবিনিময় করেন। তাঁরা সিপিএকে অধিক শক্তিশালীকরণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে স্পিকার বলেন, সিপিএ’র কর্মকা-কে আরো গতিশীল ও দৃশ্যমান করে সিপিএ’র উদ্দেশ্যকে বাস্তবে রূপদান করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোকে একযোগে কাজ করতে হবে।
ব্যারোনেস ডি’সুজা বলেন, কমনওয়েলথভুক্ত দেশসমূহের উন্নয়ন প্রক্রিয়াকে এগিয়ে নিতে কমনওয়েলথভূক্ত দেশসমূহের জনপ্রতিনিধিদের আরো কার্যকরী ভূমিকা পালন করতে হবে।
সাক্ষাৎকালে তাঁরা যুক্তরাজ্য ও বাংলাদেশের জনগণের সম্পর্ক আরো বৃদ্ধিতে উভয় পার্লামেন্টের সম্পর্ক আরো শক্তিশালীকরণ এবং সংসদীয় প্রতিনিধিদের মাঝে মতবিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
#
শিবলী/মিজান/মোশাররফ/নবী/মোশারফ/জয়নুল/২০১৫/২০৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৫৯
আইসেসকো’তে শিক্ষামন্ত্রী
নতুন প্রজন্মকে দায়িত্বশীল বিশ্ব নাগরিক হিসেবে
গড়ে তুলতে শিক্ষাব্যবস্থা যুগোপযোগী করার আহ্বান
বাকু (আজারবাইজান), ২৬ নভেম্বর :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিভিন্ন জাতি, ধর্ম, সংস্কৃতি ও আদর্শের মধ্যে ভুল বুঝাবুঝি নিরসনে আইসেসকো’র সদস্যদেশসমূহের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতামূলক কার্যক্রমের প্রশংসা করেছেন।
মন্ত্রী আজ আজারবাইজানের রাজধানী বাকুতে আইসেসকো’র (ইসলামিক এডুকেশনাল, সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন) সাধারণ সম্মেলনের ১২তম অধিবেশনে বক্তৃতাকালে একথা বলেন।
জনাব নাহিদ তাঁর বক্তৃতায় নতুন প্রজন্মকে মানবিক গুণাবলিসম্পন্ন দায়িত্বশীল বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য ইসলামি দেশসমূহের প্রতি আহ্বান জানান।
দু’দিনের এ সম্মেলন আজ উদ্বোধন করেন আজারবাইজান প্রেসিডেন্ট আলিয়েভ। এতে আরো বক্তব্য রাখেন আইসেসকো’র মহাপরিচালক ড. আব্দুল আজিজ ওসমান আল্টওইজরি।
শিক্ষামন্ত্রী সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ প্রতিনিধিদলে আরো রয়েছেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ ও বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের সচিব মঞ্জুর হোসেন।
আইসেসকো সম্মেলনে সদস্যদেশসমূহের মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করছেন।
#
সাইফুল্লাহ/মিজান/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৫৮
হিমালয়-বদ্বীপ আঞ্চলিক পরিকল্পনার আহ্বান তথ্যমন্ত্রীর
ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পরিকল্পনা প্রয়োজন। আঞ্চলিক পর্যায়ে একটি সমন্বিত উদ্যোগের প্রয়োজনের কথা উল্লেখ করে তিনি বলেন, হিমালয় থেকে বাংলাদেশ পর্যন্ত একটি হিমালয়-বদ্বীপ বহুমাত্রিক পরিকল্পনার (ঐরসধষধুধ-উবষঃধ গধংঃবৎ চষধহ) কোনো বিকল্প নেই।
আজ ঢাকায় জাতীয় সংসদের সম্মেলনকেন্দ্রে সর্বদলীয় সংসদীয় গ্রুপ আয়োজিত ‘২১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২১) এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা’ শীর্ষক জাতীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, দারিদ্র্য ও নারী-পুরুষ বৈষম্য দূর করতে যে টেকসই উন্নয়নের প্রয়োজন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ছাড়া তা সম্ভব নয়। সেকারণে সকল উন্নয়ন পরিকল্পনা হতে হবে জলবায়ুসহিষ্ণু। তিনি বলেন, পরিবেশ বিপর্যয় থেকে রক্ষাকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় পর্যায়ে বাংলাদেশের দক্ষতার পরিচয় আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে কাজ করছে দেশ।
তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর তাপমাত্রা যেন শিল্পবিপ্ল¬¬বের আগের তাপমাত্রার চেয়ে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি না বাড়ে এবং উন্নত বিশ্বের কার্বন নিঃসরণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য যেন জলবায়ু তহবিল গঠন করা হয় সে লক্ষ্যে আসন্ন প্যারিস সম্মেলনে জোর লড়াই করবে বাংলাদেশ। সম্মেলনে এ বিষয়ে আইনগত বাধ্যবাধকতা তৈরির জন্য সর্বোচ্চ প্রয়াস নিতে দেশের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনির সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ। সভায় অন্যান্যের মধ্যে পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ, সংসদ সদস্য আব্দুর রাজ্জাক, কাজী রোজী, সর্বদলীয় সংসদীয় গ্রুপের মহাসচিব শিশির শীল, নাগরিক সমাজের প্রতিনিধি জিয়াউল হক মুক্তা, শরমিন্দ নিলোর্মী আলোচনায় অংশ নেন। মূল আলোচনা উপস্থাপন করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ।
#
আকরাম/মিজান/নবী/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৯৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৫৭
বিশ্ব সূচকে বাংলাদেশের অগ্রগতি অপ্রতিরোধ্য
-- পরিকল্পনামন্ত্রী
ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) :
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিশ্ব সূচকে বাংলাদেশের অগ্রগতি অপ্রতিরোধ্য। আমাদের উন্নয়নের প্রধান শক্তি আমাদের জনগোষ্ঠী। তিনি বলেন, এ অগ্রগতি অব্যাহত থাকলে খুব সহসা দেশে ধনী দরিদ্রের ব্যবধান কমে আসবে। তিনি বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ কাজে লাগিয়ে চীনা ব্যবসায়ী প্রতিনিধিদলকে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।
মন্ত্রী আজ ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে এফবিসিসিআই আয়োজিত চীন - বাংলা বাণিজ্য বিষয়ক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আগামী ৩৫ বছর বিশ্বের ৩টি দেশের প্রবৃদ্ধি শতকরা ৫ ভাগের কম হবে না। এ তিনটি দেশের একটি বাংলাদেশ। তিনি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, আমাদের মূল লক্ষ্য জ্ঞানভিত্তিক অর্থনীতি। সরকারের গতিশীল নেতৃত্বে এ দেশকে উন্নত দেশে পরিণত করতে কাজ করছি।
মন্ত্রী বলেন, দেশকে উন্নত করতে আমরা চাই বিনিয়োগ। চীন আমাদের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের অগ্রগতিতে চীন সবসময়ই পাশে ছিল এবং আগামীতেও থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে চীনের পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স, জেজিয়াং প্রদেশ শাখার ভাইস চেয়ারম্যান চেন ইয়ানহুয়া, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. এস এ সামাদ এবং এফবিসিসিআই প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ বক্তৃতা করেন ।
#
শেফায়েত/মিজান/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৯৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৫৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের অনার্স পার্ট-৪ পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের অনার্স পার্ট-৪ পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে।
২৮টি অনার্স বিষয়ে ২৪৫টি কলেজের ১৪৬টি কেন্দ্রের মাধ্যমে মোট ১ লাখ ৪ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাসের হার শতকরা ৭৬ দশমিক ১২ ভাগ।
প্রকাশিত ফল এসএমএস এর মাধ্যমে হঁ<ংঢ়ধপব> য৪ <ংঢ়ধপব> জড়ষষ হড় লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের িি.িহঁ.বফঁ.নফ ওয়েবসাইট থেকে জানা যাবে।
#
ফয়জুল/মিজান/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৫৫
ডা. শামসুল আলম খান মিলন এর শাহাদতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা. শামসুল আলম খান মিলন এর শাহাদতবার্ষিকী উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
‘‘নব্বই-এর সৈ¦রাচার বিরোধী আন্দোলনের অন্যতম পেশাজীবী নেতা ডা. শামসুল আলম খান মিলন-এর ২৫তম শাহাদতবার্ষিকীতে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের তৎকালীন যুগ্ম-মহাসচিব ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ডা. মিলন ১৯৯০ সালের ২৭ শে নভেম্বর ঘাতকদের গুলিতে শহিদ হন।
আমি সৈ¦রাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
আমি নব্বই-এর সৈ¦রাচার বিরোধী আন্দোলনের অন্যতম পেশাজীবী নেতা ডা. মিলনের রুহের মাগফিরাত কামনা করি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।’’
#
নুরএলাহি/মিজান/সঞ্জীব/আব্বাস/২০১৫/১৭০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৫৪
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) :
জাতীয় সংসদের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠক আজ
কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের, রেজওয়ান আহাম্মদ তৌফিক, নুরুজ্জামান আহমেদ, ফয়জুর রহমান, এবং মো. মনিরুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের সর্বশেষ অবস্থা ও বাস্তবায়ন অগ্রগতি, কাঁচপুর, মেঘনা ও গোমতী ২য় সেতু নির্মাণ ও বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্প, অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু (বেকুটিয়া) এর সার্বিক কার্যক্রম ও অগ্রগতি এবং ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (মেট্রোরেল প্রকল্প) এর সার্বিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটি ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়নে ভবিষ্যতে যাতে কোন জটিলতা ও জনদুর্ভোগ সৃষ্টি না হয় সে ব্যাপারে সচেতনতা অবলম্বন করার সুপারিশ করে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।
বৈঠকে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
সাব্বির/খাদীজা/শুকলা/আলী/আসমা/২০১৫/১৫৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৫৩
বাংলাদেশ থেকে কৃষিখাতে কর্মী নেওয়ার বিষয়ে অস্ট্রেলিয়ার আগ্রহ প্রকাশ
ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) :
অস্ট্রেলিয়ার ক্যানবেরায় আজ এক দ্বিপাক্ষিক বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সাথে সে দেশের বর্হিগমন ও সীমান্ত রক্ষা মন্ত্রী চবঃবৎ উঁঃঃড়হ মিলিত হন। বৈঠকে বর্হিগমন ও সীমান্ত রক্ষা মন্ত্রী চবঃবৎ উঁঃঃড়হ বাংলাদেশ থেকে কৃষিখাতে কর্মী নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
অস্ট্রেলিয়ার মন্ত্রী বলেন, বাংলাদেশের কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সাথে কাজ করছে। এ সময় দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর সম্প্রসারণ ও শক্তিশালীকরণে সার্বিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে মন্ত্রী বাংলাদেশি ছাত্রদের ভিসা সহজীকরণের আশ্বাস দেন।
ছয় দিনের এক সরকারি সফরে শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। এ সময় তিনি পাঁচ সদস্য দলের প্রতিনিধিত্ব করছেন। তিনি অস্ট্রেলিয়ার মন্ত্রীকে বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে অনুরোধ জানান।
মন্ত্রী আগামী ৩০ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#
জাহাঙ্গীর/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৫২
চার বিভাগীয় জেলায় শুরু হচ্ছে বইমেলা
ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) :
দেশের চারটি বিভাগীয় জেলায় শুরু হতে যাচ্ছে ‘বইমেলা’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অঙ্গপ্রতিষ্ঠান জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় এসব বইমেলার আয়োজন করা হচ্ছে।
এ উপলক্ষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ব্রিফ করেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ ও সমৃদ্ধ সংস্কৃতিকে সংরক্ষণ, বিকাশ ও উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ সামাজিক অবকাঠামো গঠন, মেধা ও মননশীলতার চর্চা, লোকজ সংস্কৃতির চর্চা ও বিকাশ অব্যাহত রাখতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ এবং মানবিক বোধসম্পন্ন মুক্তচিন্তার মানুষ তৈরির মাধ্যমে একটি অসাম্প্রদায়িক সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ১৭টি অঙ্গপ্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে।
উল্লেখ্য, ২৮ নভেম্বর ২০১৫ থেকে রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে আটদিনব্যাপী বিভাগীয় বইমেলার আয়োজন করা হয়েছে যা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। দিনাজপুরে ১১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর ২০১৫, চট্টগ্রামে ৩০ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি ২০১৬ এবং সিলেটে ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০১৬ পর্যন্ত বইমেলার আয়োজন করা হবে।
পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে বইমেলার আয়োজন করা হবে বলে মন্ত্রী সাংবাদিকদের জানান। তিনি বলেন, গত দুই অর্থবছরে ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, বগুড়া, কুমিল্লা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বইমেলার আয়োজন করা হয়েছে এবং তা অঞ্চলভিত্তিক ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। এসব বইমেলায় ঢাকা থেকে ৬০-৭০টি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল।
মন্ত্রী আরও বলেন, জ্ঞানভিত্তিক ও সৃজনশীল সমাজ গড়ে তুলতে বিভাগীয় ও জেলা শহরে বইমেলা আয়োজনের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এ অর্থবছরে আমরা উল্লিখিত চারটি বইমেলা ছাড়াও ঢাকার বাইরে একাধিক বইমেলার আয়োজন করবো।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আক্তারী মমতাজ, অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান, অতিরিক্ত সচিব মাহবুবা মশকুর, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহ-সভাপতি ও অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক (চলতি দায়িত্ব) হোসনে আরা আক্তার প্রমুখ।
#
কুতুবুদ-দ্বীন/অনসূয়া/আলম/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৫১
শহিদ ডা. মিলন দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ শহিদ ডা. মিলন দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“আজ ২৭ নভেম্বর। শহিদ ডা. মিলন দিবস। স্মৃতিময় এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আত্মোৎসর্গকারী ডা. সামসুল আলম খান মিলনকে।
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে ডা. মিলন এক উজ্জ্বল নক্ষত্র। ১৯৯০ সালের এই দিনে পুলিশের গুলিতে তিনি শাহাদতবরণ করেন। সেদিনের তাঁর সেই আত্মত্যাগ চলমান গণতান্ত্রিক আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দেয়Ñপথ সুগম হয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার। ফলশ্রুতিতে আজ আমরা অবাধ গণতন্ত্র ভোগ করছি। আমি বিশ্বাস করি, দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষ চিরদিন ডা. মিলনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
আমি শহিদ মিলনের আত্মার মাগফিরাত কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
হাসান/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৫০
ভিয়েনায় এলডিসি’র মন্ত্রী পর্যায়ের সম্মেলনে শিল্পমন্ত্রীর যোগদান
ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) :
স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের ৬ষ্ঠ সম্মেলন আজ সকালে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে শুরু হয়েছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এতে যোগ দিয়েছেন। তিনি ‘জাতীয় অর্থনৈতিক নীতি ও কর্মসূচির মূলধারায় অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পায়ন কর্মসূচির প্রতিফলন’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেবেন।
দু’দিনব্যাপী এ সম্মেলন ২৭ নভেম্বর শেষ হবে। এলডিসিভুক্ত ৪৮টি দেশের শিল্প বা পরিকল্পনা ও অর্থমন্ত্রীরা এতে যোগ দিচ্ছেন। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ডেলিগেশন প্রধান, জাতিসংঘভুক্ত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, আফ্রিকা ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার আঞ্চলিক অর্থনৈতিক সংস্থা, ব্রিকগ্রুপভুক্ত (ইজওঈ) দেশ, দাতা সংস্থা, আঞ্চলিক উন্নয়ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সিভিল সোসাইটিসহ এলডিসিভুক্ত দেশগুলোর বেসরকারিখাতের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।
সম্মেলনে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে স্বল্পোন্নত দেশগুলোর জন্য অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পায়নের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। এতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিজ অংশগ্রহণমূলক সমৃদ্ধির জন্য টেকসই শিল্পায়ন শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
এছাড়া, সম্মেলনে এলডিসিভুক্ত দেশগুলোর সাম্প্রতিক আর্থসামাজিক অগ্রগতির ওপর মন্ত্রী পর্যায়ে বিতর্ক অনুষ্ঠিত হবে। এতে ২০১৫ পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দেশের জাতীয় নীতিতে জ্ঞানভিত্তিক শিল্পায়নকে অন্তর্ভুক্তকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হবে। এছাড়া উন্নয়নের কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে আঞ্চলিক সহযোগিতা জোরদার, স্বল্পোন্নত দেশগুলোর অগ্রগতিতে দাতাদের অর্থায়ন বৃদ্ধি, উন্নয়ন প্রক্রিয়ায় বেসরকারিখাতের কার্যকর অংশগ্রহণ এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বেগবান করার কৌশল নিয়ে অংশগ্রহণকারী মন্ত্রী ও নীতিনির্ধারকরা আলোচনা করবেন। এর ফলে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহায়তার নতুন ক্ষেত্র চিহ্নিত হবে বলে আশা করা হচ্ছে।
#
জলিল/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৪৯
ঢাকা স্পোর্টস কার্নিভাল-২০১৫ শুরু
ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) :
অফিসার্স ক্লাবের তিন দিনব্যাপী ঢাকা স্পোর্টস কার্নিভাল-২০১৫ আজ থেকে ক্লাব প্রাঙ্গণে শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।
অফিসার্স ক্লাব ঢাকার আয়োজনে এ কার্নিভালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের ২৮টি ক্লাবের ৩শ’ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে। ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস ও সাঁতার এ চারটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় সবচেয়ে বড় দল নিয়ে অংশগ্রহণ করছে অফিসার্স ক্লাব। এ ক্লাবের পক্ষ থেকে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মোট ৪টি দল, টেনিসে ৫টি দল, সাঁতারে ৪টি দল এবং টেবিল টেনিসে ২টি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি খেলার ভেন্যুকে বর্ণিল সাজে সজ্জ্বিত করা হয়েছে।
অফিসার্স ক্লাবের সহ-সভাপতি পল্লি উন্নয়ন ও সমবায় সচিব এ কাদের সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আবু আলম মো. শহিদ খান। উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস চেয়ারম্যানগণ, যুগ্ম-সম্পাদকগণ, নির্বাহী কমিটির সদস্যগণ এবং মহিলা কমিটির সম্পাদিকা, সদস্যগণ ও ক্লাব সদস্য সুপ্রিমকোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিবসহ বিভিন্ন সংস্থার প্রধান এবং সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
#
শফিকুল/অনসূয়া/আলম/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১২৪৫ ঘণ্টা
Handout Number : 3448
Bangladesh and UK Foreign Ministers discuss global security challenges
Dhaka, 26 November :
The British Foreign Minister Philip Hammond met Foreign Minister A H Mahmood Ali, MP at the sidelines of Commonwealth Foreign Ministers’ meeting on 25 November. The two Foreign Ministers discussed issues relating to international peace and security, terrorism and violent extremism and expressed willingness to intensify cooperation in combating them.
The UK Foreign Minister expressed his deep concern at the rise of violent extremism in various parts of the world. He added that all countries had to be vigilant against this common threat. In this regard, the UK Minister appreciated the ‘zero tolerance’ p