তথ্যবিবরণী নম্বর: ১৪৭২
ইইউ’র উদ্যোগে ঢাকায় কপ২৯ অভ্যর্থনা
উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পালনের আহ্বান পরিবেশ উপদেষ্টার
ঢাকা, ১২ কার্তিক (২৮ অক্টোবর):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাপী ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি উন্নত দেশগুলোকে তাদের জলবায়ু অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতি পালনের আহ্বান জানান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রতি উন্নত দেশগুলোর সহায়তার প্রতিশ্রুতি পালন করার এখনই সময়।
আজ ঢাকার গুলশানে ইউরোপীয় ইউনিয়ন আয়োজিত কপ২৯ অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। ইইউ’র এ অভ্যর্থনার মূল লক্ষ্য ছিল কপ২৯ সম্মেলনের আগে বিভিন্ন দেশ ও অংশীজনের মধ্যে সহযোগিতা জোরদার করা।
উপদেষ্টা রিজওয়ানা ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অসমতাপূর্ণ জলবায়ু চ্যালেঞ্জের বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের মোট কার্বন নিঃসরণে সামান্য অবদান রেখেও জলবায়ুর নেতিবাচক প্রভাব বহন করছে। তাই জলবায়ু পরিবর্তনের সম্মুখযোদ্ধা দেশগুলোর বাস্তবতা অনুধাবন করে ন্যায়সংগত সমাধানের প্রয়োজন । বাংলাদেশের সহনশীলতার সাথে বৈশ্বিক সহায়তার সঠিক ও টেকসই সমন্বয় হওয়া উচিত। তিনি বলেন, তাঁর সরকার জলবায়ু কর্মে যুবসম্প্রদায়ের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কাজ করছে।
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার অনুষ্ঠানে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতায় সক্রিয় ভূমিকা এবং গ্লোবাল ক্লাইমেট রেজিলিয়েন্স নেটওয়ার্কে বাংলাদেশের অংশগ্রহণের প্রশংসা করেন।
অনুষ্ঠানে ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূত, পরিবেশ সচিব, আন্তর্জাতিক প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, পরিবেশ সংশ্লিষ্ট অংশীজন এবং যুব জলবায়ু কর্মীরা উপস্থিত ছিলেন।
#
দীপংকর/মেহেদী/শিবলী/ফেরদৌস/রফিকুল/আব্বাস/২০২৪/২১৩৫ ঘণ্টা
Handout Number: 1471
Environment Advisor Emphasizes Urgent
Climate Actions at EU's COP29 Reception in Dhaka
Dhaka, 28 October:
Environment, Forest and Climate Change Advisor Syeda Rizwana Hasan, emphasized the pressing need for global unity in addressing climate change. She urged all developed countries to follow through on their commitments to climate finance and technological support for nations at the forefront of climate vulnerability.
Environment Advisor said this today while speaking as the Chief guest at the COP29 reception hosted by the European Union in Gulshan, Dhaka. The European Union's COP29 reception aimed to foster collaboration between nations and stakeholders ahead of the COP29 conference.
Advisor Rizwana highlighted the disproportionate climate challenges faced by vulnerable nations like Bangladesh. Bangladesh, despite contributing minimally to global emissions, bears one of the highest burdens of climate impacts. We need equitable solutions that recognize the realities of nations on the frontlines of climate change, she urged. Bangladesh’s resilience must be matched with robust, sustainable support from the global community.
European Union Ambassador to Bangladesh, Michael Miller, spoke at the event, commending Bangladesh’s proactive role in environmental conservation and climate resilience, as well as its participation in the Global Climate Resilience Network.
Ambassadors of European countries, Environment Secretary, International delegates, government representatives, environmental stakeholders and youth climate activists were present in the occasion.
The event closed with a renewed call for climate equity. The reception served as a reminder that meaningful progress at COP29 requires immediate action and a collective effort to safeguard the planet for future generations.
#
Dipankar/Mehedi/Shibli/Ferdows/Rofiqul/Abbas/2024/2127 Hours
তথ্যবিবরণী নম্বর : ১৪৭০
প্রকল্প গ্রহণে জলাশয় ভরাট না করা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্ব দিতে হবে
--- ভূমি উপদেষ্টা
ঢাকা, ১২ কার্তিক (২৮ অক্টোবর):
এলজিআরডি ও ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বিভিন্ন প্রকল্প গ্রহণে জলাশয় ভরাট না করা ও পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। ক্রমবর্ধমান বিভিন্ন প্রকল্প গ্রহণ, শিল্পায়ন ও বসতবাড়ি নির্মাণে দেশের কৃষি জমি হ্রাস পাচ্ছে। এজন্য নির্মাণ কাজে নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করে ভূমির সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে।
উপদেষ্টা আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৪৪তম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভূমি উপদেষ্টা বলেন, বিভিন্ন প্রকল্পের অধীন সেতু নির্মাণের সময় উচ্চতা সঠিকভাবে নির্ধারণ না হওয়ায় বর্ষায় পানির গভীরতা বেড়ে গেলে নৌযান চলাচল বিঘ্নিত হয়। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এজন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে।
হাসান আরিফ বলেন, ভূমি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জনস্বার্থে তাৎক্ষণিক প্রয়োজন এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ভূমি অধিগ্রহণ কার্যক্রম নিয়ে প্রায়ই অনিয়মের তথ্য পাওয়া যায়। ভূমি মালিকগণ ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হন। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে যাতে করে কেউ ন্যায্যতা থেকে বঞ্চিত বা মাত্রাতিরিক্ত ক্ষতিপূরণ না পান।
সভায় বিগত ১৪৩তম সভার কার্যবিবরণী কোনো সংশোধনীর প্রস্তাব ছাড়া পাস করা হয়। এছাড়া সভায় এলজিইডি’র অধীনে ঢাকা জেলার ২৭ মৌজায় সড়ক নির্মাণে ২ দশমিক ৫৭ একর, মেট্রোরেল স্টেশনে যাত্রীদের জন্য ফুটপাত নির্মাণে তেজগাঁও এলাকায় ০ দশমিক ৩১১৫১ একর, ঢাকা-বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১ দশমিক ১৪০২ একর ও গাজীপুর সদর উপজেলায় ৫ দশমিক ০৮৩৬ একর, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির স্টেশন নির্মাণ প্রকল্পে ১ দশমিক ১৩২৭ একর ভূমি অধিগ্রহণ প্রস্তাবসমূহ পাস করা হয়। তবে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন এসেট প্রকল্পের অধীন গাজীপুর জেলার সদর উপজেলায় কাউলতিয়া মৌজায় মোট ১৪ দশমিক ৪৯ একর ভূমি অধিগ্রহণ প্রস্তাবটি আরো পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়।
#
আহসান/মেহেদী/শিবলী/মোশারফ/জয়নুল/২০২৪/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৪৬৯
পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করছে সরকার
---কৃষি উপদেষ্টা
ঢাকা, ১২ কার্তিক (২৮ অক্টোবর):
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, সরকার পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করছে। তিনি বলেন, পাটের তৈরি পণ্য সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব। পাটের বহুল ব্যবহারের ওপর নির্ভর করবে পাটের ভবিষ্যৎ।
উপদেষ্টা আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউস্থ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে গবেষক ও বিজ্ঞানীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নার্গিস আক্তার উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হতো, এখন আর সেই দিন নেই। কৃষক অন্য কিছু উৎপাদন করে লাভবান হয়, তাই পাট চাষে আগ্রহী হয় না। কীভাবে পাটের উৎপাদন বাড়ানো যায়-তা নিয়ে আজকে আলোচনা হয়েছে। বিজ্ঞানীরা এখন পর্যন্ত ৫৬ ধরনের পাটের জাত আবিষ্কার করেছেন। পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার সচেষ্ট। পাট চাষে কৃষককে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন উপদেষ্টা।
সরকার পলিথিন ব্যবহার বন্ধে শক্ত অবস্থানে রয়েছে উল্লেখ করে উপদেষ্টা আরো বলেন, ইতোমধ্যে বাজারে পলিথিনের ব্যবহার অনেক কমে গেছে। আগামীতে পুরোপুরিই বন্ধ হয়ে যাবে, হয়তো কিছু সময় দিতে হবে। তিনি বলেন, পলিথিন বন্ধ করে এর বিকল্প হিসেবে পাটের তৈরি ব্যাগ বাজারজাতের চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন ধরনের পাটের ব্যাগ নমুনা হিসেবে তৈরি করা হয়েছে। এখন চেষ্টা করা হচ্ছে কীভাবে কম দামে পাটের ব্যাগ সরবরাহ করা যায়।
মতবিনিময়কালে কৃষি উপদেষ্টা পাট বীজ উৎপাদন বাড়ানো, সাশ্রয়ী মূল্যে পাটজাত দ্রব্য সরবরাহের উপায় খোঁজা, কৃষকদের জন্য পাটচাষ লাভজনক করার ওপর গুরুত্ব দিয়ে কাজ করার জন্য বিজ্ঞানী ও কর্মকর্তাদের নির্দেশনা দেন।
পরে উপদেষ্টা ইনস্টিটিউটের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।
#
জাকির/মেহেদী/শিবলী/ফেরদৌস/রফিকুল/আব্বাস/২০২৪/২০২৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৪৬৮
আদর্শ রাষ্ট্র গঠনে আলেম সমাজের ভূমিকা অপরিহার্য
--- ধর্ম উপদেষ্টা
হাকিমপুর (দিনাজপুর), ১২ কার্তিক (২৮ অক্টোবর):
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আলেম সমাজ হলেন আলোকবর্তিকা। তারা সমাজে আলো বিকিরণ করে। মানুষকে আলোর পথে আহ্বান করে। আদর্শ রাষ্ট্র গঠনে আলেম সমাজের ভূমিকা অপরিহার্য।
আজ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে আল জামিয়াতুল ইসলামিয়া আল-আজীজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসা মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি ও দুর্নীতি প্রতিরোধে ওলামায়ে কেরামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, আলেমদের সাথে জনগণের সম্পৃক্ততা আছে। বাংলাদেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ আছে। এসকল মসজিদের মুসল্লিদের সাথে আলেমদের নিবিড় যোগাযোগ আছে। ওলামায়ে কেরামদের এই জনসম্পৃক্ততাকে দেশ গঠনে কাজে লাগাতে হবে।
মাদ্রাসার গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, মাদ্রাসাগুলো আছে বলেই ইসলাম টিকে আছে, মানুষের মুখে দাঁড়ি ও মাথায় টুপি আছে। রমজান মাসে মসজিদগুলো মুসল্লিতে ভরে যায়। ওলামায়ে কেরামেরা দুর্নীতি করে না, দেশের টাকা বিদেশে পাচার করে না। উপদেষ্টা দুর্নীতিমুক্ত দেশ বিনির্মাণে ওলামায়ে কেরামদেরকে অগ্রণী ভূমিকা রাখার অনুরোধ জানান।
উস্তাদের খেদমতের তাৎপর্য তুলে ধরে ড. খালিদ বলেন, উস্তাদের খেদমত ছাড়া কেউ বড় হতে পারে না। জীবনে বড় হতে হলে অবশ্যই উস্তাদের খেদমত করতে হবে। তিনি আরো বলেন, মেধা আল্লাহর দান। এই মেধার সাথে আদব যোগ হলেই মানুষ বড় কিছু হতে পারে। তবে বেয়াদব হলে মেধাবী মানুষও ধ্বংস হয়ে যায়। তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের দৃষ্টিকে প্রসারিত করার অনুরোধ জানান।
মাদ্রাসার মহাপরিচালক মাওলানা শামসুল হুদা খানের সভাপতিত্বে সভায় উপদেষ্টা একান্ত সচিব ছাদেক আহমদ-সহ স্থানীয় ওলামায়ে কেরামেরা উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওলামা মশায়েখ পরিষদ আয়োজিত ইসলামি মহাসম্মেলনে অংশগ্রহণ করেন।
#
আবুবকর/মেহেদী/শিবলী/রফিকুল/জয়নুল/২০২৪/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৬৭
নারী ও পুরুষদের মধ্যে অসঙ্গতি দূর করতে জেন্ডার বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ
--- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ঢাকা, ১২ কার্তিক (২৮ অক্টোবর):
জেন্ডার বাজেটের ওপর গুরুত্বারোপ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জেন্ডার বৈষম্যের সমস্যাগুলো মোকাবিলা করে জেন্ডার শ্রেণিবিন্যাস এবং নারী ও পুরুষদের মধ্যে অসঙ্গতি দূর করতে জেন্ডার বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে এফএও বাংলাদেশ আয়োজিত ‘কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভলপমেন্ট ইন বাংলাদেশ’-প্রকল্পের আওতায় ‘ক্লাইমেট চেঞ্জ রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট’ (সিআরভিএ)-শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
অপরিকল্পিত রাস্তা জলাবদ্ধতার জন্য দায়ী উল্লেখ করে উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক আলোচনা হয়ে থাকে। জলবায়ু পরিবর্তনের ফলে ফসলের ক্ষতি নিয়ে আলোচনা হলেও মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কে খুব কম আলোচনা হয়ে থাকে। জলবায়ু পরিবর্তনে মৎস্য ও প্রাণিসম্পদের ক্ষতির পরিমাণ অনেক বেশি।
উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনে নারী-পুরুষ উভয়ই ক্ষতিগ্রস্ত হলেও নারীদের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনে আরো বেশি সমস্যার সৃষ্টি হয়। এ প্রকল্পের মাধ্যমে আরো বেশি জনগণকে বিশেষ করে নারীদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।
ফরিদা আখতার বলেন, প্রায়ই বাংলাদেশে আকস্মিক বন্যা হচ্ছে। এ সমস্যার জন্য আমাদের প্রতিবেশী দেশগুলোও অনেকাংশে দায়ী। এ ব্যবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে ক্রস কান্ট্রি ও ক্রস বাউন্ডারি আলোচনা দরকার।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি (Jiaoqun Shi)। ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিইজিআইএসের প্রজেক্ট এক্সপার্ট মোহাম্মদ মুকতারেজ্জামান, এফএও এর প্রজেক্ট কো-অর্ডিনেটর ড. মোঃ আবুল হাসনাত। কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
মামুন/মেহেদী/শিবলী/ফোরদৌস/মোশারফ/জয়নুল/২০২৪/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৪৬৬
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ১২ কার্তিক (২৮ অক্টোবর):
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শতকরা ৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ১৫৮ জন।
#
দাউদ/মেহেদী/মোশারফ/জয়নুল/২০২৪/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৬৫
বস্ত্র ও পাট উপদেষ্টার সাথে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারী প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ১২ কার্তিক (২৮ অক্টোবর):
বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে আজ মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার একটি বিনিয়োগকারী প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।
বস্ত্র ও পাট এবং জাহাজ শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। কোরিয়া এদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। কোরিয়ার সাথে সংশ্লিষ্ট একাধিক প্রকল্প চলমান রয়েছে। দেশে বিভিন্ন খাতে কোরিয়ার অনেক মানুষ কাজ করছেন।
উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য এখন নিরাপদ। আমরা পিপিপি ও দীর্ঘমেয়াদি লীজের মাধ্যমে বন্ধ থাকা মিলগুলোকে উৎপাদনে নিতে চাচ্ছি। সম্প্রতি প্রাণ গ্রুপকে লীজের মাধ্যমে দুটি মিল হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ৩০ বছরের জন্য দিলেও পরে সময়সীমা বৃদ্ধি করার সুযোগ রয়েছে। প্রতিটা মিলের যোগাযোগ ব্যবস্থা ভালো। বিনিয়োগকারীর জন্য লীজ প্রক্রিয়ায় অংশগ্রহণের প্রক্রিয়া উন্মুক্ত। এছাড়া, নৌখাতে ডকইয়ার্ড ও জাহাজ নির্মাণ শিল্পে অপার সম্ভাবনা রয়েছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বা যৌথ উদ্যোগ নেয়ার মাধ্যমে এখানে বিনিয়োগের সুযোগ রয়েছে।
কোরিয়ার বিনিয়োগকারী প্রতিনিধিদল বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে জানায়, কোরিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে। কোরিয়া বাংলাদেশের অন্যতম পাট আমদানিকারক দেশ। প্রতিনিধিদল খুলনাতে অবস্থিত মিল সরাসরি পরিদর্শনের আগ্রহ জানায় এবং এ ব্যাপারে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করে।
এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব দেলোয়ারা বেগম উপস্থিত ছিলেন।
#
আসিফ/ফাতেমা/সুবর্ণা/আলী/মানসুরা/২০২৪/১৬১৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৬৪
শিল্প উপদেষ্টার সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ১২ কার্তিক (২৮ অক্টোবর):
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সাথে আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত Nicolas Weeks সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সুইডেনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে ১৭০টি সুইডিশ প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে। এসকল প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতার জন্য তিনি উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। তিনি আরো জানান, সুইডেনের সরকার বাংলাদেশে নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে আর্থিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি করেছে। এক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিক, এসএমই ফাউন্ডেশন ও এসএমসিআইএফ-কে সম্পৃক্ত করা হতে পারে।
এসময় উপদেষ্টা সুইডেনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা সুইডেনকে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, আইসিটি এবং কৃষি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নয়নে কারিগরি সহযোগিতা প্রদানের অনুরোধ করেন।
#
সায়েম/ফাতেমা/সুবর্ণা/আলী/মানসুরা/২০২৪/১৬৩৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৬৩
দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তায়
প্রধান উপদেষ্টার অনলাইনে আয়কর রিটার্ন প্রদানের আহ্বান
ঢাকা, ১২ কার্তিক (২৮ অক্টোবর):
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ এক ভিডিও বার্তায় ২০২৪-২০২৫ অর্থবছরের প্রদেয় আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের বিষয়ে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন:
“প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম,
আয়কর নিয়ে দুটি কথা বলবো। আপনাদের দেয়া করই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ সরকারের কাছে করের টাকা জমা দিতেই পোহাতে হয় নানা ঝামেলা।
এখন থেকে ব্যাংকে লাইন দিয়ে আয়কর জমা দেয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেয়ার ঝামেলা করতে হবে না। আপনি ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করবেন, এ ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহরের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য এভাবে আয়কর রিটার্ন দেয়া এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে, আবার বলছি বাধ্যতামূলক করা হয়েছে। দেশের বাকি সবাইকে অনলাইনে
ই-রিটার্ন ও আয়কর জমা দেয়ার জন্য উৎসাহিত করা হয়েছে।
কোন প্রতিষ্ঠান কত বেশি করদাতার আয়কর রিটার্ন অনলাইনে দিচ্ছেন তার ভিত্তিতে রাষ্ট্রীয় পুরস্কার অর্জনের জন্য জেলায় জেলায়, শহরে শহরে প্রতিযোগিতা হোক। আপনার আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বন্ধু-বান্ধবকে শিখিয়ে দিন কিভাবে ঘরে বসে অনলাইনে ই-রিটার্ন আয়কর জমা দিতে হয়। তরুণ-তরুণীদের অনুরোধ করছি এ ব্যাপারে করদাতাদের সাহায্য করার জন্য। ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি এখান থেকেই শুরু হতে পারে। ক্রমে ক্রমে সকল প্রকার কর অনলাইনে সংগ্রহ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনাদের সবার জন্য এখন থেকে আয়কর দেয়ার অভিজ্ঞতা মসৃণ ও ঝঞ্ঝাটমুক্ত হোক এ কামনা করছি।
ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।”
#
ভিডিও বার্তা/ফাতেমা/সুবর্ণা/আলী/মানসুরা/২০২৪/১৩২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৬২
ফায়ার সার্ভিসকে সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
ঢাকা, ১২ কার্তিক (২৮ অক্টোবর):
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অর্জিত সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
উপদেষ্টা আজ রাজধানীর ফুলবাড়ীয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সুনাম সবচেয়ে বেশি। ইতোমধ্যে এ প্রতিষ্ঠানের কার্যক্রম দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। ফায়ার ফাইটারসহ এ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অনেক ঝুঁকির মধ্যে কাজ করতে হয়। তাদের কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এরপরও তারা খুব সাফল্যের সঙ্গে দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রতিষ্ঠানটির তেমন কোনো ব্যর্থতা নেই তবে তাদের কিছু সীমাবদ্ধতা আছে।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, বর্তমানে বাংলাদেশের ৩২টি উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। যত তাড়াতাড়ি সম্ভব এসব উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে। এছাড়া, এ অধিদপ্তরের জনবল সংকট দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তুলনায় ফায়ার সার্ভিসে ঝুঁকি ভাতা কম। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকি ভাতা বৃদ্ধির বিষয়টিও বিবেচনা করা হবে।
উপদেষ্টা আরো বলেন, ফায়ার ফাইটারদের চাকরিতে শারীরিক পরিশ্রম অনেক বেশি। সেজন্য ফায়ার ফাইটারদের ক্ষেত্রে দক্ষ, যোগ্য ও তুলনামূলক কম বয়সিদের নিয়োগে প্রাধান্য দিতে হবে। তিনি বলেন, চাকরিতে শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুধু সতর্কতামূলক নোটিশ দিলেই হবে না, কিছু ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রশিক্ষণ একাডেমির জন্য মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় স্থান নির্ধারণ করা হয়েছে। কিন্তু স্থানটিকে এখনো প্রশিক্ষণের জন্য উপযোগী করে গড়ে তোলা হয়নি। যত দ্রুত সম্ভব এটিকে প্রশিক্ষণ উপযোগী করে গড়ে তোলা হবে।
ফায়ার সার্ভিসের আধুনিক সরঞ্জাম ও যন্ত্রপাতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমাদের ড্রোনসহ আধুনিক প্রযুক্তির সরঞ্জামাদি রয়েছে। তবে উন্নত দেশের তুলনায় আমরা হয়তো কিছুটা পিছিয়ে রয়েছি। তবে এ বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এনডিসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ ফিরোজ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা এর আগে ফায়ার সার্ভিসের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে অধিদপ্তর আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন।
#
ফয়সল/ফাতেমা/আলী/মানসুরা/২০২৪/১৪০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৬১
শীত মৌসুমে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার নির্দেশনা
ঢাকা, ১২ কার্তিক (২৮ অক্টোবর):
দেশে জ্বালানি সংকট ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি থাকায় আসন্ন শীত মৌসুমে নভেম্বর ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়সমূহ ও তাদের আওতাধীন দপ্তর, সংস্থা ও কোম্পানিসমূহে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এর ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও
শিল্পকারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ইতোপূর্বে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল মন্ত্রণালয়কে সরকার কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়েছিলো। উপদেষ্টা এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক আদেশের মাধ্যমে আজ এ নির্দেশনা প্রদান করা হয়েছে।
#
শফিউল্লাহ/ফাতেমা/সুবর্ণা/আলী/মানসুরা/২০২৪/১১৫৪ঘণ্টা
প্রধান উপদেষ্টা অগ্রাধিকার
অতীব জরুরি
আজ সকাল ১১ টায় একযোগে প্রচার করতে হবে
সকাল ১১টার আগে প্রচার করা নিষেধ
তথ্যবিবরণী নম্বর: ১৪৬০
টেলিভিশন চ্যানেলে প্রচারের