তথ্যবিবরণী নম্বর : ১৩২৯
বাংলাদেশি চামড়াজাত পণ্যের প্রসার ঘটাতে হবে
--- রাশেদ খান মেনন
ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল) :
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সারা বিশ্বে বাংলাদেশি চামড়াজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। এ চাহিদাকে কাজে লাগিয়ে চামড়াজাত নতুন নতুন পণ্যের প্রচলন ও প্রসার ঘটাতে হবে এবং এর সাথে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উৎপাদিত পণ্যের গুণগত মান ও নান্দনিকতা নিশ্চিত করতে হবে।
মন্ত্রী আজ রাজধানীর নরডিক ক্লাবে সুইডেন-বাংলাদেশ যৌথ উদ্যোগে ঝঁংঃধরহধনষু ণড়ঁৎং এর লেদার ব্র্যান্ড ঝঅঘউখটঘউ/ঐঙঝঝঅওঘ এর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সুইডেনের রাষ্ট্রদূত জন ফ্রিজেল ও ডেনমার্কের রাষ্ট্রদূত হান্নে ফুইগাল উপস্থিত ছিলেন।
#
তুহিন/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩২৭
আগর শিল্প থেকে বছরে ১০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় সম্ভব
-- পরিবেশ ও বন সচিব
ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল) :
বাংলাদেশে আগর চাষ ও আগর শিল্পের উন্নয়ন বিষয়ক এক কর্মশালা আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ। বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. শাহীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আগর চাষের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. আবদুর রহমান। কর্মশালায় আধুনিক পদ্ধতিতে আগর বনায়ন এবং আগর কাঠ ও তেল উৎপাদনের ওপর ৭ টি প্রবন্ধ উপস্থাপিত হয়। এতে আগর চাষি ও আগর শিল্পের উদ্যোক্তা এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশে আগর চাষের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, আগর শিল্প থেকে বছরে ১০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এ জন্য তিনি আগর চাষি এবং আগর শিল্পের উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য বন বিভাগ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটকে নির্দেশনা প্রদান করেন। এছাড়া, রপ্তানি পদ্ধতি সহজ করে উন্নয়নে এগিয়ে আসার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে সমন্বয় সাধন করা হবে বলে মন্তব্য করেন তিনি।
কর্মশালায় অন্যান্যের মধ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমিত কুমার বাউল, প্রধান বন সংরক্ষক মো. ইউনুচ আলী ও বন গবেষণা ইনস্টিটিউটের মুখ্য গবেষণা কর্মকর্তা ড. খুরশিদ আক্তার বক্তব্য রাখেন।
#
পাশা/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩২৬
জাপানে বাংলাদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে দূত হিসেবে কাজ করুন
-- এলজিআরডি মন্ত্রী
জাপান, ২০ এপ্রিল:
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন দেশে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ আকৃষ্ট করতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদেরকে দূত হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী জাপানে সরকারি সফরের প্রথম দিনে আজ হোটেল টোকিওবে-তে জাপানে বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন ‘বিসিসিআইজে’ এর নবনির্বাচিত নেতৃবৃন্দদের সাথে মতবিনিময়কালে এ আহ্বান জানান।
সংগঠনের সভাপতি বাদল চাকলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, বিসিসিআইজে’র সাধারণ সম্পাদক হাকিম মোহাম্মদ নাসিরুলসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এলজিআরডি মন্ত্রী বলেন, বিভিন্ন দেশে বাংলাদেশের ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্যে ভাল করছে। ব্যবসায়ীদের কারণে বাংলাদেশ এখন উন্নয়নের ধারায় বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তিনি প্রবাসী বাংলাদেশিদের আরো সততা ও নিষ্ঠার সাথে কাজ করার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জল করার পরামর্শ দেন। তিনি জাপানের সাথে বাংলাদেশের ব্যবসা ও কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রবাসী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সরকার দেশে বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা করবে। ব্যবসায়ী নেতৃবৃন্দ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করার বিষয়ে মন্ত্রীকে আশ্বস্ত করেন।
#
শহিদুল/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩২৫
সংস্কৃতিমন্ত্রীর সাথে নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অষবীধহফবৎ ও ওমহধঃড়া সাক্ষাৎ করেন। এতে দু’দেশের মধ্যে সংস্কৃতি বিনিময়সহ সার্বিক সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ ও অতিরিক্ত সচিব মাহমুদা আখতার মীনা এসময় উপস্থিত ছিলেন।
রাশিয়ার রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, রাশিয়া বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র। সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে দু’দেশ একে অপরের সাথে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিদ্যমান সাংস্কৃতিক চুক্তির আওতায় দু’দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান অব্যাহত আছে। ২০১৪ সালে বাংলাদেশে রাশিয়ান সাংস্কৃতিক উৎসব হয়। ধারাবাহিকতায় ২০১৫ সালে রাশিয়াতেও বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব হয়। এধরনের সাংস্কৃতিক যোগাযোগ দু’দেশের জনগণকে পরস্পরের আরো কাছে এনেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, রাশিয়া বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয়ে বৃত্তি প্রদান করে। কিন্তু পেইন্টিং, নাট্যকলা, সংগীতসহ সংস্কৃতি সংশ্লিষ্ট বিষয়ে খুব কম বৃত্তি প্রদান করা হয়। ইতোমধ্যে রাশিয়া পেইন্টিং ও নাট্যকলা বিষয়ে দু’টি বৃত্তি প্রদান করেছে। তিনি সংস্কৃতি সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের রাশিয়ায় আরো বেশি বৃত্তি প্রদান ও শিক্ষা সফরের ব্যবস্থা করার আহ্বান জানান। তিনি রাশিয়ান ভাষায় বাংলা সাহিত্য অনূদিত হওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, এবিষয়ে বাংলা একাডেমির সাথে রাশিয়ার সরকারের সমধর্মী কোনো প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স¥ারক স¦াক্ষরিত হতে পারে। তিনি দু’দেশের আর্কাইভের মধ্যে তথ্য বিনিময়, বাংলাদেশের প্রতœতাত্ত্বিক খনন, প্রতœসম্পদের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও পুণরুদ্ধারের কাজে রাশিয়ার সহযোগিতা কামনা করেন।
রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, দীর্ঘদিন ধরে দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় অব্যাহত আছে। এটি আরো বিস্তৃত করার ব্যাপারে দু’দেশ তৎপর রয়েছে। সংগীত, নাট্যকলা, পেইটিং প্রভৃতি বিষয়ে বৃত্তি প্রদান ও সাহিত্য অনুবাদের ব্যাপারে যথাযথ প্রক্রিয়ায় সুনির্দিষ্ট প্রস্তাব পেলে তা তার সরকারের কাছে তুলে ধরা হবে মর্মে তিনি মন্ত্রীকে আশ্বস্ত করেন। এছাড়া, সংস্কৃতি সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বাংলাদেশের যেকোন সুনির্দিষ্ট ও যথাযথ প্রস্তাব রাশিয়া গুরুত্বসহকারে বিবেচনা করবে বলে রাষ্ট্রদূত মন্ত্রীকে জানান।
#
কুতুবুদ-দ্বীন/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮০৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩২৪
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল) :
জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে কমিটির সদস্য খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম, মো. হাসিবুর রহমান স্বপন, শেখ ফজলে নূর তাপস এবং শিরিন নাঈম বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়াও খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের অধীন চলমান প্রকল্পের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার সুপারিশ করা হয়।
কমিটি খাদ্য মন্ত্রণালয়ের নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যে যথাশীঘ্র নিয়োগ-বিধি প্রণয়ন সম্পন্ন করার সুপারিশ করে।
বৈঠকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম ফলপ্রসূ করার লক্ষ্যে কর্মশালার আয়োজন করার সুপারিশ করা হয়।
কমিটি বেসরকারি পর্যায়ে আমদানিকৃত গমের মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সচেতনতা বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণসহ খাদ্য অধিদপ্তর কর্তৃক গম আমদনির প্রক্রিয়া স্বচ্ছ এবং অধিকতর গতিশীল করার সুপারিশ করে। ভাল গম উৎপাদনকারী দেশসমূহের সাথে নির্ধারিত সময়ের মধ্যে (ঞরসব নড়ঁহফ) গম ক্রয় করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করে। তাছাড়া গম জাহাজীকরণের পূর্বে আন্তর্জাতিক এজেন্টদের সমন্বয়ে আমদানিকৃত/ক্রয়কৃত গম পরীক্ষা করিয়ে নেওয়ার জোর সুপারিশ করা হয়।
বৈঠকে খাদ্যের মান বজায় রাখার লক্ষ্যে আইনজ্ঞ নিয়োগ করে প্রতিবেদন সংসদীয় কমিটিতে প্রেরণের সুপারিশ করা হয়।
কমিটি দেশের বিভিন্ন সাইলোতে দক্ষ কেমিস্ট নিয়োগ করে বিদ্যমান ল্যাবরেটরিজ আধুনিকায়নের জন্য সুপারিশ করে।
বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব এ এম বদরুদ্দোজা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যনসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
হালিম/মাহমুদ/সঞ্জীব/মাহফুজ/জয়নুল/২০১৬/১৭৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩২৩
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল) :
দশম জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২তম বৈঠক আজ কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক, মো. মোসলেম উদ্দীন, খালিদ মাহমুদ চৌধুরী, মুহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ নোমান, ইয়াসিন আলী এবং ফাতেমা জোহরা রানী অংশগ্রহণ করেন।
রেলওয়ের জমি সংলগ্ন সিএনজি স্টেশন ও চট্টগ্রামের মতিঝর্নার উদ্ধারকৃত জায়গার ব্যবহার, গাজীপুর জেলার ধীরাশ্রমে আইসিডি নির্মাণ প্রকল্প, রেলওয়ের জায়গায় পিপিপি-এর অধীন হাসপাতাল, হোটেল, শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক ভবন ও কন্টেনার ইয়ার্ড নির্মাণ অগ্রগতির ওপর আলোচনা হয়।
বৈঠকে কমিটি গাজীপুর থেকে নারায়ণগঞ্জে ট্রেন যাত্রীদের চলাচলের সুবিধার জন্য ডাবল ডেকার দ্বিতল কোচ চালু করার সুপারিশ করে।
ভারতের রেলওয়ে বিশ্ববিদ্যালয়ের আদলে বাংলাদেশে একটি স্বতন্ত্র রেলওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা গ্রহণের সুপারিশ করে কমিটি।
বৈঠকে ভারতগামী মৈত্রী ট্রেনের ইমিগ্রেশন ব্যবস্থা সহজীকরণের লক্ষ্যে শুধু ঢাকায় ও কলকাতায় ইমিগ্রেশন চেকিং ব্যবস্থা চালুকরণের সুপারিশ করা হয়।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
সাব্বির/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩২২
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ওয়ালটন গ্রুপের তিন কোটি টাকা প্রদান
ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল):
ওয়ালটন গ্রুপ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে তিন কোটি নয় লাখ টাকা প্রদান করেছে।
আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের হাতে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (এইচআরএম) এস এম জাহিদ হাসানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল তিন কোটি নয় লাখ টাকার চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, যুগ্ম সচিব (শ্রম) ম. আ. কাশেম মাসুদ, ওয়ালটন গ্রুপের উপ-অতিরিক্ত নির্বাহী পরিচালক (হিসাব) সহ মন্ত্রণালয়ের এবং ওয়ালটন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০০৬ সালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইনের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় একটি তহবিল গঠন করে। তহবিল গঠনের পর থেকে এ পর্যন্ত ওয়ালটনসহ ৬৬টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট একশ’ সাতাশ কোটি টাকার বেশি জমা হয়েছে।
মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিক ও শ্রমিকদের পরিবারের কল্যাণ সাধনের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ তহবিল গঠন করে। এ তহবিলের সম্পূর্ণ টাকা ব্যাংকে এফডিআর করে রাখা হয়েছে। এফডিআর এর লভ্যাংশ থেকে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় স্থায়ীভাবে অক্ষম বা মৃত্যু, দুরারোগ্য ব্যাধির চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষা সহায়তার জন্য এ পর্যন্ত দুই কোটি টাকারও বেশি সহায়তা প্রদান করা হয়েছে।
#
আকতারুল/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭১৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩২১
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল) :
দশম জাতীয় সংসদের ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১০ম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আ ফ ম রুহুল হক, মো. ইউনুস আলী সরকার এবং সেলিনা বেগম অংশগ্রহণ করেন। বৈঠকে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন ঔষধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান পাপন।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঔষধ প্রযুক্তি বিভাগের প্রফেসর আ ব ম ফারুক বিভিন্ন ঔষধ কারখানা পরিদর্শন করে ঔষধ শিল্প উন্নয়ন ও নকল ঔষধ প্রতিরোধে কি করণীয় তার একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। দেশের ৮৪টি ঔষধ কোম্পানির কারখানা পরিদর্শন সম্পর্কিত প্রতিবেদনের ওপর আলোচনা করা হয়। এছাড়াও ঔষধ উৎপাদনে ‘ট্রাক এন্ড ট্রেস’ ব্যবস্থা চালু করার ওপরও আলোচনা হয়।
কমিটি ঔষধ কোম্পানিকে ঔষধ শিল্প সমিতির সদস্য না হলে এবং ঐ সমিতির অনুমোদন ছাড়া লাইসেন্স না দেয়ার বা লাইসেন্স নবায়ন না করার সুপারিশ করে।
বৈঠকে নকল ঔষধ উৎপাদনকারী, অনুমোদনকারী এবং যে সকল দোকান বা যাদের নিকট নকল ঔষধ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মন্জুরুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
ইনামুল/মাহমুদ/সঞ্জীব/মাহফুজ/জয়নুল/২০১৬/১৭১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩২০
রংপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতদের জন্য এলজিআরডি প্রতিমন্ত্রীর শোক
ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল):
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতির সভাপতি মো. মসিউর রহমান রাঙ্গা রংপুর জেলার তারাগঞ্জে দু’টো বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ও আহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন।
প্রতিমন্ত্রী আজ এক শোক বিবৃতিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং হতাহত শোকার্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন। এ বিয়োগাত্মক ঘটনায় নিরীহ মানুষের প্রাণহানি নিঃসন্দেহে পীড়াদায়ক, যা তাদের আপনজনদের দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে। তিনি ভবিষ্যতে যে কোনো সড়ক দুর্ঘটনা রোধে পরিবহণ মালিক, শ্রমিক ও যাত্রী সাধারণসহ সংশ্লিষ্ট সকলের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
#
আহসান/মোবাস্বেরা/খাদীজা/নুসরাত/মিজান/আলী/কামাল/২০১৬/১৫৫৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩১৯
নাগাসাকির পিস পার্কে শান্তির ভাস্কর্য স্থাপন করা হবে
- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল):
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, জাপানের নাগাসাকি পিস পার্কে বাংলাদেশের পক্ষ থেকে একটি শান্তির ভাস্কর্য স্থাপন করা হবে। এজন্য তিনটি শিল্পকর্মকে চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করা হচ্ছে।
মন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে নির্বাচিত তিনটি শিল্পকর্মের বিজয়ী শিল্পীসহ আরো সাতজন শিল্পীর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন।
প্রতিযোগিতায় প্রথম হয়েছে অনিন্দিয়া প-িতের শিল্পকর্ম। মন্ত্রী তার হাতে পাঁচ লাখ টাকার চেক ও সনদ তুলে দেন। দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে মোহাম্মদ এমরান হোসেন ও মো. আসিফুর রহমানের ভাস্কর্য। পুরস্কার হিসেবে দ্বিতীয় স্থান লাভকারী তিন লাখ টাকা ও একটি সনদ এবং তৃতীয় স্থান লাভকারী দুই লাখ টাকা ও একটি সনদ পান। এছাড়া আরো সাতটি ভাস্কর্যের শিল্পীকে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, আমরা শান্তির পক্ষে। বর্তমান সরকার শান্তির পক্ষে কাজ করে যাচ্ছে। জাপানের নাগাসাকিতে ১৯৪৫ সালের ৯ আগস্ট ‘লিটল বয়’ নামে যে আণবিক বোমা ফেলা হয় তাতে লক্ষ লোক প্রাণ হারায়। এর বিপক্ষে জনমত গড়ে তুলতে ১৯৫৫ সালে নাগাসাকি পিস পার্ক নির্মাণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরকালে এ পার্কে বাংলাদেশের ভাস্কর্য স্থাপনের ব্যবস্থা করে শান্তির পক্ষে তার অবস্থান তুলে ধরেন।
মন্ত্রী বলেন, ভবিষ্যতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বড় কোনো স্থাপনা নির্মাণ করা হলে এভাবে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে নকশা অনুমোদন করা হবে। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীসহ বিজয়ীদের অভিনন্দন জানান।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ভাস্কর্য নির্বাচন জুরি বোর্ডের প্রধান স্থপতি রবিউল হুসাইন ও অতিরিক্ত সচিব এম বজলুল কবীর চৌধুরী।
উল্লেখ্য’ জাপানের নাগাসাকি পিস পার্কে বিশ্বের প্রায় ১৬টি দেশের ভাস্কর্য স্থান পেয়েছে। এ পার্কের পোলিশ ও ইটালির ভাস্কর্যের মাঝে বাংলাদেশের ভাস্কর্যটি স্থাপন করা হবে। এ ভাস্কর্যের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তর উন্মুক্ত প্রতিযোগিতা আহ্বান করে। মোট ৬২টি শিল্পকর্ম প্রতিযোগিতায় অংশ নেয়। এরমধ্যে থেকে ১০টি ভাস্কর্যকে চূড়ান্ত করা হয়। তারমধ্যে তিনটি শিল্পকর্মকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচন করা হয়।
#
কিবরিয়া/মোবাস্বেরা/খাদীজা/মিজান/রফিকুল/কামাল/২০১৬/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩১৮
চা বাগান থেকে রাজস্ব আদায় আরও বাড়ানোর নির্দেশ ভূমিমন্ত্রীর
মৌলভীবাজার, ৭ বৈশাখ (২০ এপ্রিল) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, চা বাগান থেকে আশানুরূপ রাজস্ব সরকার পাচ্ছে না। তিনি সংশ্লিষ্টদের চা বাগান থেকে রাজস্ব আদায়ে আরও সোচ্চার হওয়ার নির্দেশ দেন। এছাড়া তিনি মৌলভীবাজারে চা নিলাম সেন্টার স্থাপনে চা বোর্ড, বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে যোগাযোগ করে এর সুরাহা করার বিষয়ে মত প্রকাশ করেন।
আজ বুধবার মৌলভীবাজার সার্কিট হাউজ অডিটোরিয়ামে মৌলভীবাজার চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সারাদেশে ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করতে প্রযুক্তি সম্পন্ন ডিজিটালাইজড পদ্ধতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বিগত এক বছরে সারাদেশে ১০টি আধুনিক হাইটেক ও আইটি পার্ক গড়ে তোলার জন্য খাস জমি বরাদ্দ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারি মহাপরিকল্পনার অংশ হিসেবে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে দেশি-বিদেশি বিনিয়োগে নতুন প্রবাহ সৃষ্টি হবে এবং এক কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। এ লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) স্থাপনের জন্য খাস জমি বরাদ্দ দেয়া হয়েছে। মৌলভীবাজারের শেরপুরে অর্থনৈতিক অঞ্চল (বেজা) স্থাপনে ইতোমধ্যে ৩০০ একর জমি অধিগ্রহণ কাজ সম্পন্ন হয়েছে। এখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে মানুষের জীবন যাত্রার মান আরও উন্নত হবে।
মৌলভীবাজার চেম্বার অভ্ কমার্সের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, জাতীয় সংসদের হুইপ ও মৌলভীবাজার ১ আসনের এমপি সাহাবুদ্দিন আহমেদ, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মরহুম সৈয়দ মহসিন আলীর স্ত্রী এমপি সৈয়দা সায়রা মহসিন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, এডভোকেট মিজবাহউদ্দিন সিরাজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর ভূমিমন্ত্রী মৌলভীবাজার সদর পৌর মিলনায়তনে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মরহুম সৈয়দ মহসিন আলীর স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
#
রেজুয়ান/মোবাস্বেরা/খাদীজা/আলী/আসমা/২০১৬/১৫৪৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩১৭
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪
ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল):
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪ প্রদান অনুষ্ঠান আগামী ১১ মে ২০১৬ তারিখ বিকাল ৪ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন।
#
নজমুল/মোবাস্বেরা/খাদীজা/নুসরাত/কামাল/২০১৬/১৫০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩১৬
আধুনিক এসএমই নীতি কৌশল প্রণয়নে যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে শিল্পমন্ত্রী
ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল) :
ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে আন্তর্জাতিকভাবে অনুসৃত উৎকৃষ্ট নীতি কৌশল (ওহঃবৎহধঃরড়হধষ ইবংঃ ঢ়ৎধপঃরপবং) সরজমিন পরিদর্শন এবং এ বিষয়ে মতবিনিময়ের জন্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধিদল আজ যুক্তরাষ্ট্র ও কানাডা সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত ‘উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে দারিদ্র্যমোচন ও বৈষম্য হ্রাসে সমন্বিত সহায়তা (ওহঃবমৎধঃবফ ঝঁঢ়ঢ়ড়ৎঃ ঃড় চড়াবৎঃু ্ ওহবয়ঁধষরঃু জবফঁপঃরড়হ ঃযৎড়ঁময ঊহঃবৎঢ়ৎরংব উবাবষড়ঢ়সবহঃ/ওঘঝচওজঊউ)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সফর আয়োজন করা হয়েছে।
প্রতিনিধিদল ২৪ এপ্রিল পর্যন্ত কানাডায় এসএমই এডুকেশন ফাউন্ডেশন, ডেভলপমেন্ট ব্যাংক অভ্ কানাডা, বিশ্ব ব্যাংকের মন্ট্রিল ব্রাঞ্চ, কানাডা বিজনেস অনটারিওসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এসএমই উন্নয়ন সম্পর্কিত কার্যক্রম প্রত্যক্ষ করবেন।
কানাডা থেকে তারা ২৫ এপ্রিল যুক্তরাষ্ট্র সফরে যাবেন। সেখানে তারা ম্যাসাচুসেটস স্টেটের আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ কার্যালয়, বাণিজ্য উন্নয়ন দপ্তর, নিউইর্য়ক সিটির ক্ষুদ্র ব্যবসায় সেবা কেন্দ্র, যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র ব্যাবসা ও শিল্প প্রশাসন দপ্তর, বোস্টনের আর্থিক ব্যবস্থাপনা ইনস্টিটিউট পরিদর্শন করবেন। প্রতিনিধিদল এসব প্রতিষ্ঠানের ঊর্র্ধ্বতন কর্মকর্তা ও এসএমই বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় করবেন।
দেশ দু’টির জাতীয় এসএমই নীতিমালা প্রণয়ন প্রক্রিয়া, বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি, এসএমই উদ্যোক্তাদের প্রদত্ত আর্থিক ও অন্যান্য সুবিধার ধরন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর এসএমই ঋণ প্রদানের নীতিমালা, এসএমইখাতে উদ্ভাবনী উদ্যোগে পৃষ্ঠপোষকতা প্রদান, মহিলা উদ্যোক্তাদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে অনুসৃত বিশ্বমানের সেবা সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যাবে। এ সফর বাংলাদেশের জন্য একটি আধুনিক ও বাস্তবমুখী এসএমই নীতি কৌশল প্রণয়নে বিশেষভাবে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
শিল্পমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল আগামী ৪ মে দেশে ফেরার কথা রয়েছে।
#
জলিল/মোবাস্বেরা/নুসরাত/খাদীজা/আলী/রফিকুল/আসমা/২০১৬/১৪৪৫ ঘণ্টা