Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st এপ্রিল ২০১৮

তথ্যবিবরণী 21/4/2018

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১২৬২

বাসের চাকায় পা হারানো রোজিনার চিকিৎসার দায়িত্বে বিআরটিসি

ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল ) :

রাজধানীর বনানী এলাকায় গতকাল বাসের চাকায় পা হারানো রোজিনার চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন রোজিনাকে দেখতে যান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম এবং বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া। এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব রোজিনার পরিবারের সদস্যদের কাছে চিকিৎসার জন্য বিআরটিসির পক্ষ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব অর্থ প্রদানকালে জানান, প্রয়োজনে ভবিষ্যতে আরো সহায়তা করা হবে।

রোজিনার পরিবারের সদস্যদের বিআরটিসির চেয়ারম্যান জানান, বাসের চালককে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থার পাশাপাশি তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। তিনি এসময় বিআরটিসির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।


#

আলমগীর/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/২০৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১২৬১

তথ্যপ্রযুক্তির নতুন উদ্ভাবনী ক্ষেত্র ডেভো টেক 
                                 -- তথ্যমন্ত্রী

ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল ) :

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ডেভো টেক আইসিটি পার্ক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নতুন উদ্ভাবনী ক্ষেত্র হিসেবে কাজ করবে।

রাজধানীর গুলশানে ডেভো টেক আইসিটি পার্ক এবং এর একটি সংস্থা ইমাজিন এন্টারটেইনমেন্ট লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে আজ প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডেভো টেকের প্রধান নির্বাহী রায়হান শামসীর সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী  মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক যোগ দেন।

প্রকৌশলী হাসানুল হক ইনু এসময় বলেন, তথ্যপ্রযুক্তি বিপ্লবের প্রথম ধাপে শেখ হাসিনার সরকার ইন্টারনেটসহ এপ্রযুক্তিকে সহজভাবে সবার মাঝে ছড়িয়ে দিয়েছে। এখনকার ধাপ উদ্ভাবনার। ডেভো টেক সেই উদ্ভাবনার ক্ষেত্র তৈরি করেছে।

ডেভো টেক তরুণ উদ্ভাবকদের জনগণ, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সুফল পৌঁছানোর বিষয়ে উৎসাহ দেবে ও বিনিয়োগ করবে, যা বেসরকারি খাতের একটি চমৎকার উদ্যোগ, বলেন তথ্যমন্ত্রী।

ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীও তাদের বক্তৃতায় ডেভো টেকের উদ্যোগের  শুভকামনা করেন।

#

আকরাম/সেলিম/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৯৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১২৬০

প্রযুক্তিনির্ভর কর্মী সৃষ্টিতে সরকার অঙ্গীকারবদ্ধ
                              ---নুরুল ইসলাম বি. এসসি

ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল ) :

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি. এসসি বলেছেন, বিদেশে অধিক কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে প্রযুক্তিনির্ভর দক্ষকর্মী সৃষ্টি করতে সরকার অঙ্গীকারবদ্ধ। সরকার ডিজিটাল বাংলাদেশ নির্মাণেও বদ্ধপরিকর। সেলক্ষ্যে সকল সরকারি সেবাসমূহে বিকেন্দ্রীকরণ ও সহজীকরণে সরকার কাজ করছে। বিদেশগামী কর্মীদের সকল প্রকার হয়রানি বন্ধ এবং সেবা সহজীকরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 

মন্ত্রী আজ সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামী কর্মীদের স্মার্টকার্ড প্রদান বিকেন্দ্রীকরণ এবং বৈদেশিক কর্মসংস্থানে দক্ষকর্মী প্রেরণের লক্ষ্যে ড্রাইভিং, ক্যাটারিং ও ভাষা প্রশিক্ষণ এবং অনলাইন ভর্তি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন।  
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা, সিলেট বিভাগীয় কমিশনার ডঃ মোসাম্মৎ নাজমানারা খানুম এবং আইওএম এর চিফ অভ্ মিশন (ভারপ্রাপ্ত) আব্দুস সত্তার ইউসুফ। 

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিএমইটি, সিলেট কারিগরি ও সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তা কর্মচারী, সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
#

জাহাঙ্গীর/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৮৩৫ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১২৫৯

উন্নয়ন অভিযাত্রায় মৎস্যখাত শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল ) :

উন্নয়ন অভিযাত্রায় মৎস্যখাত : টেকসই, স্বয়ংসম্পূর্ণতা ও এসডিজি প্রেক্ষিত শীর্ষক কর্মশালায় বক্তারা সারাদেশের পরিবেশদূষণ ও পানিদূষণ থেকে মুক্তির উপায় খুঁজে বের করা, ভরাট নদী ও হাওড়-বাওড়ের খননকার্য এবং মৎস্যখাতের চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ২০২১ সালে এসডিজি অর্জনের লক্ষ্যে মৎস্যখাতের স্বয়ম্ভরতার্জনকে অবশ্যই টেকসই করতে হবে। মাছের স্বয়ম্ভরতাকে ধরে রেখে ভ্যালুএডেড মৎস্যপণ্য উৎপাদনের দিকে লক্ষ্য দিতে হবে। কাঁচা ও রান্নাকৃত মাছের বহুমুখী ব্যবহার বাড়াতে পারলে যেমন ব্যস্ত ভোক্তাদের লাভ হবে তেমনই উৎপাদনকারীরাও ন্যায্যমূল্য পাবে।     

আজ ঢাকায় ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনীতে বক্তারা এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রণালয়ের সচিব মোঃ রইছউল আলম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন  করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী  নারায়ণ চন্দ্র চন্দ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জনপ্রসাশন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান এবং অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন  মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ গোলজার হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়,  মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ। এছাড়াও মৎস্যখাতে বাংলাদেশের অর্জন এবং মৎস্য অধিদপ্তরের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর মূলপ্রবন্ধ উপস্থাপনা করেন মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ দফতরের  উপপরিচালক ছালেহ আহমদ। 

কর্মশালায় মৎস্য অধিদপ্তরের আওতায় সারাদেশ থেকে সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্দেশ্য হচ্ছে সারাদেশের করমকর্তাদের অংশগ্রহণে মৎস্যখাতের চ্যালেঞ্জ এবং সমস্যা-সম্ভাবনা চিহ্নিত করা। 

মৎস্যমন্ত্রী মৎস্যচাষের বিভিন্ন চ্যালেঞ্জের বিবরণ দিয়ে কর্মকর্তা ও বৈজ্ঞানিকদের এলাকা ও পরিবেশভিত্তিক মাছচাষের প্রযুক্তির আবিস্কারসহ মাছের রোগ প্রতিরোধের ব্যাপারেও অবদান রাখার আহ্বান জানান। তিনি পানিদূষণ এবং নদীখননের প্রয়োজনের ওপর জোর দিয়ে বলেন, আন্তঃমন্ত্রণালয়ভিত্তিক সভার মাধ্যমে স্বাস্থ্যসম্মত পরিবেশ, নিরাপদ খাদ্য এবং মাছের অভয়াশ্রম নিশ্চিত করতে সকলকে সচেষ্ট হতে হবে।    
#

শাহ আলম/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৮১৫ ঘণ্টা

Todays handout (1).docx