তথ্যবিবরণী নম্বর : ৩১৬৫
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স¦ীকৃতি উদ্যাপন
তথ্য মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থার ব্যাপক কর্মসূচি গ্রহণ
ঢাকা, ৮ অগ্রহায়ণ (২২ নভেম্বর) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অভ্ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স¦ীকৃতি লাভের অর্জনকে দেশব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে আগামী ২৫ নভেম্বর উদ্যাপন করা হবে। তথ্য মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর ও সংস্থা এ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
২৫ নভেম্বর ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুপুর বারোটায় গণযোগাযোগ অধিদপ্তরের নিজস¦ শিল্পীদের পরিবেশনায় উদ্বুদ্ধকরণ সংগীত প্রচার এবং দুপুর দু’টায় আনন্দ শোভাযাত্রা নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে যাত্রা করা হবে। গণযোগাযোগ অধিদপ্তরের আওতায় জেলা তথ্য অফিসের মাধ্যমে মহিলা সমাবেশ, কর্মশালা, মতবিনিময় এবং উঠান বৈঠকে বঙ্গবন্ধুর এ ভাষণ প্রচার করা হচ্ছে। ২৫ নভেম্বর ঢাকাসহ দেশব্যাপী একযোগে সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এবং ‘ওরা ১১ জন’ চলচ্চিত্র প্রচার করা হবে। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ জনবহুল ২০টি স্থানে গণযোগাযোগ অধিদপ্তরের সংগীত দলের মাধ্যমে ২৫ নভেম্বরের আনন্দ শোভাযাত্রার প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। ঢাকাসহ সকল জেলা শহরে বড় পর্দায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রদর্শন করা হচ্ছে।
২৫ থেকে ২৭ নভেম্বর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রাঙ্গণে ডিজিটাল ডিসপ্লের আয়োজন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় শাহবাগসহ ঢাকা শহরের ৩/৪টি জনবহুল এলাকায় ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ডকুমেন্টরি প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশ টেলিভিশন ২৫ নভেম্বরের আনন্দ শোভাযাত্রা সরাসরি সম্প্রচার করবে। এছাড়া বাংলাদেশ টেলিভিশনে ২৩ নভেম্বর থেকে প্রচারের জন্য বঙ্গবন্ধুর ভাষণের টিভিসি প্রস্তুত করা হয়েছে।
বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রসহ সকল আঞ্চলিক কেন্দ্র থেকে ২৫ নভেম্বর সকাল ৮টায় স¦াধীন বাংলা বেতার কেন্দ্রের বজ্রকণ্ঠ অনুষ্ঠান একযোগে প্রচার করা হবে।
২৫ নভেম্বর সিনেমা হলগুলোতে বঙ্গবন্ধুর এ ভাষণ প্রচারের জন্য উদ্যোগ নেয়া হয়েছে এবং ২৫ নভেম্বরের পূর্বে ঢাকা মহানগরীর ৫টি স্থানে বড় স্ক্রিনে বঙ্গবন্ধুর এ ভাষণ প্রচারের ব্যবস্থা নেয়া হয়েছে।
তথ্য অধিদফতরের ফিচার শাখা থেকে বিশিষ্ট সাংবাদিক মোতাহার হোসেনের লেখা ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের মুক্তিকামী ও শোষিত মানুষের আলোকবর্তিকা’ শীর্ষক নিবন্ধ পত্রিকায় প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
#
মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩১৬৪
ভূমিকম্প মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করবে তুরস্ক
আংকারা (তুরস্ক), ২২ নভেম্বর :
ভূমিকম্প মোকাবিলায় প্রযুক্তিগত ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় তুরস্ক। এর পাশাপাশি তারা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে চায়। এছাড়া সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশের সাথে একসাথে কাজ করতে চায় তারা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), বীরবিক্রম আজ তুরস্কের রাজধানী আংকারায় তুরস্ক আন্তর্জাতিক সংস্থা টিকা এর প্রধান সরদার চ্যাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে টিকা প্রধান মন্ত্রীকে এ ব্যাপারে অবহিত করেন। তুরস্ক সরকারের আমন্ত্রণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বর্তমানে তুরস্ক সফরে রয়েছেন।
এ সময় ত্রাণমন্ত্রী বলেন, বাংলাদেশ সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গণতান্ত্রিক সমৃদ্ধ রাষ্ট্র গঠনে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদকে নিয়ন্ত্রণ করে আসছেন। টিকা প্রধান বলেন, সন্ত্রাসবাদের কোন জাতি, ধর্ম ও বর্ণ নাই। ধর্মকে যারা সন্ত্রাসবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক। ত্রাণমন্ত্রী এ সময় রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনায় তুরস্কের সহযোগিতা কামনা করেন।
#
ওমর ফারুক/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩১৬৩
দু’টি বিলে রাষ্ট্রপতির সম্মতি
ঢাকা, ৮ অগ্রহায়ণ (২২ নভেম্বর) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ দশম জাতীয় সংসদের অষ্টাদশ (২০১৭ খ্রিস্টাব্দের ৫ম) অধিবেশনে সংসদ কর্তৃক গৃহীত ২টি বিলে তাঁর সম্মতি প্রদান করেছেন।
বিল দু’টি হচ্ছে, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৭ এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিল, ২০১৭।
#
তারিক/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩১৬২
স্পিকারের সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা, ৮ অগ্রহায়ণ (২২ নভেম্বর) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তাঁর কার্যালয়ে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা (ঐধৎংয ঠধৎফযধহ ঝযৎরহমষধ) সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা ঢাকায় অনুষ্ঠিত ৬৩তম সিপিসি, আন্তঃদেশীয় যোগাযোগ বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
স্পিকার ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) ভারতের লোকসভা ও রাজ্যসভার প্রতিনিধিদল অংশগ্রহণ করায় লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনকে ধন্যবাদ জানান।
স্পিকার বলেন, বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ। ভবিষ্যতে এ দুই প্রতিবেশী রাষ্ট্র ও সংসদের বিরাজমান সম্পর্ক আরো দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হাইকমিশনার ৬৩তম সিপিসি সফলভাবে আয়োজন করায় স্পিকারকে অভিনন্দন জানান।
#
তারিক/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩১৬১
শিপিং রিপোর্টার্স ফোরাম নৌখাতের উন্নয়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে
--- শাজাহান খান
ঢাকা, ৮ অগ্রহায়ণ (২২ নভেম্বর) :
শিপিং রিপোর্টার্স ফোরাম নৌখাতের উন্নয়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। তাদের গঠনমূলক লেখনি নৌপরিবহন মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রমকে আরো বেগবান করবে।
শিপিং রিপোর্টার্স ফোরামের নতুন কমিটির এক প্রতিনিধিদল আজ নৌপরিবহণমন্ত্রী শাজাহান খানের সাথে তাঁর দপ্তরে সাক্ষাৎ করলে তাদের উদ্দেশে মন্ত্রী এসব কথা বলেন।
ফোরামের সভাপতি রাশেদ আলী ও সাধারণ সম্পাদক কাজী জেবেল প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, ফোরামের সিনিয়র সদস্য মোঃ শফিকুল ইসলাম, মহসিনু করিম লেবু, নতুন কমিটির সহ-সভাপতি হরলাল রায় সাগর, যুগ্ম-সম্পাদক মাহমুদ আকাশ, সাবেক সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম, বর্তমান সাংগঠনিক সম্পাদক তাসলিম মহসিন মিশু, অর্থ-সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক কাজী মাহফুজুর রহমান শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আফরিন জাহান, কার্যকরী সদস্য ফারুক খান ও মেসবাহউল্লাহ শিমুল।
নৌপরিবহণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবদুস সামাদ, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক এসময় উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩১৬০
হজ ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা, ৮ অগ্রহায়ণ (২২ নভেম্বর) :
২০১৭ সালের হজ ব্যবস্থাপনার অভিজ্ঞতা মূল্যায়ন ও করণীয় নির্ধারণ বিষয়ে আজ ঢাকায় বিয়াম মিলনায়তনে দিনব্যাপী ‘হজ ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা-২০১৭’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুসারে হজ ব্যবস্থাপনার উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামী হজ ব্যবস্থাপনাকে ত্রুটি ও হয়রানিমুক্ত করার জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার সমন্বয়ে উন্নত হজ ব্যবস্থাপনা গড়ে তুলতে ব্যবস্থা নেয়া হবে। হজযাত্রী পরিবহণ, মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া এবং খাবার নিশ্চিত করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, আগামী হজে যে কোন মূল্যে হজযাত্রীদের নিরাপদ পরিবহণ নিশ্চিত করা হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হজ হারুন ও সদস্য এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান) এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক।
কর্মশালায় গত হজে সৌদি আরবে এবং বাংলাদেশ প্রান্তে হজ ব্যবস্থাপনায় উদ্ভূত সমস্যা নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা, হজ এজেন্সিস এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (হাব) ও আটাবের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে কাউন্সেলর হজ (জেদ্দা) মোঃ মাকসুদুর রহমান কর্মশালায় উপস্থিত ছিলেন।
#
আনোয়ার/মাহমুদ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩১৫৯
‘টাস্কফোর্স’ এর ৩৬তম সভা
ঢাকা ওয়াসার খাল উদ্ধারের নির্দেশ
ঢাকা, ৮ অগ্রহায়ণ (২২ নভেম্বর) :
ঢাকা ওয়াসার ১৩টি খাল উদ্ধার এবং ইতোমধ্যে উদ্ধার হওয়া খাল খনন এবং খালের উভয় পাড়ের পাকাকৃত অংশ যাতে পুনঃদখল ও ভরাট হয়ে না যায় সেজন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। টাস্কফোর্স এক্ষেত্রে সহযোগিতা করবে।
আজ ঢাকায় নৌপরিবহণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চট্টগ্রামের কর্ণফুলি নদীসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ এবং নাব্যতা বৃদ্ধি সংক্রান্ত ‘টাস্কফোর্স’ এর ৩৬তম সভায় এ নির্দেশনা দেয়া হয়। নৌপরিবহণমন্ত্রী ও টাস্কফোর্সের সভাপতি শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন। সভায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, নৌপরিবহণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবদুস সামাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয়, নদীর সীমানা চিহ্নিত করার লক্ষ্যে জরিপ কাজ এবং সীমানা পিলার স্থাপন ও স্থাপিত পিলারসমূহের মধ্যে আপত্তি উত্থাপিত পিলারগুলো যাচাই করে পুনঃস্থাপনের কাজ অব্যাহত থাকবে। নদীর তীরভূমির দখলমুক্ত জায়গা সুরক্ষার জন্য শক্তিশালী সীমানা পিলার স্থাপন করতে হবে। পিলার উচ্ছেদকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় আরো সিদ্ধান্ত হয়, নদী তীরবর্তী স্থানে স্থাপিত যেসব শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য নদীর পানি দূষণ করছে, যেসব প্রতিষ্ঠানে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) সবসময় চালু রাখার জন্য পরিবেশ অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সাভারস্থ ট্যানারিতে সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (সিইটিপি) ত্রুটিমুক্ত করার ব্যবস্থা গ্রহণের জন্য শিল্প মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।
সভায় জানানো হয়, সম্পূর্ণ জরিপ কাজ শেষে আদি বুড়িগঙ্গার অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করা হবে।
#
জাহাঙ্গীর/মাহমুদ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩১৫৮