Z_¨weeiYx b¤^i : 1650
তথ্যপ্রযুক্তি খাতের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে হবে
-- মোস্তাফা জব্বার
ঢাকা, 20 ‰R¨ô (3 Ryb) :
ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বর্তমান বিশ্বে উন্নয়নের অন্যতম প্রধান উপাদান হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্বীকৃত। জ্ঞানভিত্তিক ও তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার উদ্ভাবনীমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। এর ফলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এ সংশ্লিষ্ট পড়াশোনা ও গবেষণায় উৎসাহিত হবে বলে তিনি উল্লেখ্য করেন।
মন্ত্রী আজ আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় উদ্ভাবনী কার্যক্রমসমূহের ফলাফল ও সরকারের অর্জন এবং জনসচেতনতা সৃষ্টি সংক্রান্ত দিনব্যাপী সেমিনারের উদ্বোধনকালে প্রধান অথিতির বক্তৃতায় এসব কথা বলেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম এবং এ টু আই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান।
মন্ত্রী বলেন, আগামী প্রজন্মই জাতির ভবিষ্যৎ কর্ণধার। তাদের প্রজ্ঞাকে সঠিকভাবে কাজে লাগানো আমাদের সকলের দায়িত্ব। তিনি আরো বলেন, গবেষণার জন্য বৃত্তি ও উদ্ভাবনী তহবিল গঠন বর্তমান সরকারের অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীগণ এ খাতে তাদের গবেষণা ও উদ্ভাবনীমূলক বিভিন্ন নতুন নতুন কার্যক্রম পরিচালনার মাধ্যমে এ খাতের উন্নয়ন ও বিকাশে তথাপ্রযুক্তি খাতের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
#
মজুমদার/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৮/১৯৩৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬৪৯প্রবাসীদরেকে ঐক্যবদ্ধভাবে দশেরে উন্নয়নে ভূমকিা রাখার আহ্বান স্পিকাররে
ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন) :
বাংলাদশে জাতীয় সংসদরে স্পিকার ড. শরিীন শারমনি চৌধুরী বলছেনে, জাতরি পতিা বঙ্গবন্ধু শখে মুজবিুর রহমানরে নতেৃত্বে ৩০ লক্ষ শহিদ ও ২ লক্ষ মা-বোনরে সম্ভ্রমরে বনিমিয়ে রক্তক্ষয়ী মুক্তযিুদ্ধরে মাধ্যমে স্বাধীনতা র্অজতি হওয়ার কারণইে বশ্বিরে বুকে বাংলাদশে আজ মাথা উঁচু করে দাঁড়য়িছে।ে র্বতমানে প্রধানমন্ত্রী শখে হাসনিার নতেৃত্বে বাংলাদশে এখন উন্নয়নরে রোল মডলে।
স্পিকার গতকাল প্যারসিে ফ্রান্স আওয়ামী লীগ আয়োজতি ইফতার মাহফলি র্পূবক আলোচনায় প্রধান অতথিরি বক্তৃতায় এসব কথা বলনে।
স্পিকার বলনে, বঙ্গবন্ধুর আজীবন লালতি স্বপ্ন র্অথনতৈকি মুক্তি র্অজনরে লক্ষ্যে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শখে হাসনিা নরিলস কাজ করে যাচ্ছনে। সকল সামাজকি ও র্অথনতৈকি সূচকে বাংলাদশেরে অবস্থান এখন সুদৃঢ়। ইতিমধ্যে বাংলাদশে স্বল্পোন্নত দশে হতে উন্নয়নশীল দশেরে র্পযায়ে প্রবশে করছে।ে বঙ্গবন্ধু স্যাটলোইট উৎক্ষপেণ উন্নয়ন অগ্রযাত্রায় নতুন মাইল ফলক। তনিি এসময় ২০২১ সালরে মধ্যে মধ্যমআয়রে দশেে উপনীত হওয়ার লক্ষ্যে সকল প্রবাসীকে ঐক্যবদ্ধভাবে ভূমকিা রাখার আহ্বান জানান।
তনিি বলনে, মাহে রমজান পবত্রি মাস-যা সংযমরে শক্ষিা দয়ে। এ শক্ষিায় দীক্ষিত হয়ে বাংলাদশেরে মান র্মযাদা অক্ষুন্ন রাখতে তনিি সকলরে সহযোগতিা কামনা করনে এবং বাংলাদশেরে সুনাম পৃথবিীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে ছড়য়িে দয়োর আহ্বান জানান।
ড. শরিীন শারমনি বলনে, জাতরি পতিার নতেৃত্বে র্দীঘ আন্দোলন সংগ্রামে বাংলার মুক্তকিামী জনতা সদেনি মুক্তযিুদ্ধরে মাধ্যমে স্বাধীনতার লক্ষে ঝাঁপয়িে পড়ছেলি। তাই বাংলাদশেরে স্বাধীনতায় আওয়ামী লীগরে অবদান অপরসিীম। বঙ্গবন্ধুর আর্দশকে ধারণ করে ফ্রান্স আওয়ামী লীগরে সকল স্তররে নতো র্কমীকে সংগঠতি হওয়ার আহ্বান জানান তনি।ি
এ সময় উপস্থতি ছলিনে ফ্রান্স আওয়ামী লীগরে নতেৃবৃন্দ, বশিষ্টি ব্যবসায়ী নতেৃবৃন্দ এবং ফ্রান্সে নযিুক্ত বাংলাদশেরে রাষ্ট্রদূত কাজী ইমতয়িাজ হোসনে। বশিষে অতথিি হসিবেে উপস্থতি ছলিনে সংসদ সদস্য সগেুফতা ইয়াসমনি এমলি।ি
#
তারিক/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৫০০ ঘণ্টা
Handout Number : 1647
Country Director of ILO and Chief of Mission of IOM Presented
their credentials to Foreign Minister
Dhaka, 3 June :
Country Director of International Labour Organization (ILO) Tuomo Poutiainen and Chief of Mission of the International Organization for Migration (IOM) in Bangladesh Giorgi Gigaurihas have presented their credentials to Foreign Minister Abul Hassan Mahmood Ali at the Ministry of Foreign Affairs on 3 June. In accepting the credentials of the Country Director of ILO and the Chief of Mission of IOM, Foreign Minister welcomed them to Bangladesh and wished them success in their responsibilities. The Minister assured them of all out support from the government.
While accepting the Credential of ILO Country Director, Foreign Minister briefed him about the actions taken by the government under the leadership of Prime Minister to ensure the interest of the workers and expressed the commitment of the government to ensure labour rights and promoting decent work. The Minister highlighted the substantive legal and institutional reforms carried out by the government to promote labour rights and workplace safety.
Foreign Minister apprised the ILO Country Director and the IOM Chief of Mission of the massive socio-economic development of Bangladesh under the visionary leadership of Prime Minister Sheikh Hasina. They highly appreciated the exemplary progress made by Bangladesh in the recent years.
#
Tohidul/Anasuya /Rezzakul/Shamim/2018/1448 hours