Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ মে ২০২৫

তথ্যবিবরণী ৭ মে ২০২৫

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ৩৪৯৫

 

শিল্পে উৎপাদন বৃদ্ধির জন্য গ্যাস সরবরাহ করা হবে

                                      -- জ্বালানি উপদেষ্টা

 

ঢাকা, ২৪ বৈশাখ (৭ মে):

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশীয় গ্যাসের উৎপাদন কমার কারণে চারটি এলএনজি কার্গো আমদানির মাধ্যমে ১০০ এমএমসিএফ এবং পাওয়ার প্ল্যান্টে সরবরাহকৃত গ্যাস থেকে ১৫০ এমএমসিএফ-সহ মোট ২৫০ এমএমসিএফ গ্যাস শিল্প-কারখানার উৎপাদন বৃদ্ধির জন্য প্রদান করা হবে। তবে, শিল্পে জ্বালানি সরবরাহ করার কারণে বিদ্যুতের অতিরিক্ত চাহিদা পূরণে প্রয়োজনে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন বৃদ্ধি করা হবে।

 

উপদেষ্টা আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে গ্যাস সরবরাহ বিষয়ে ইন্ডাস্ট্রি সেক্টরের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

 

উপদেষ্টা বলেন, শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে অবৈধ সংযোগ উচ্ছেদ করতে যৌথ টাস্কফোর্স গঠন করা হবে। ভোগান্তি রোধে তিতাস গ্যাস কর্তৃপক্ষ হট লাইন সেবা চালু করবে এবং গ্যাস সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রয়োজনে মাঠ পর্যায়ে কাজ করা হবে।

 

গ্যাসে ভরতুকি বৃদ্ধি পাচ্ছে কি না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জনস্বার্থ ও শিল্প-কারখানা রক্ষার স্বার্থে আপাতত গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হবে না। তবে গ্যাসের রিজার্ভ বৃদ্ধির লক্ষ্যে স্বল্পমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এলএনজি আমদানি এবং দীর্ঘমেয়াদে নতুন গ্যাসকূপ অনুসন্ধান করা হচ্ছে।

 

এসময় শিল্প মালিকদের পক্ষে ব্যবসায়ী নেতা এ কে আজাদ সাংবাদিকদের জানান, বৈঠকে সরকারের গৃহীত সিদ্ধান্তে তাঁরা সন্তুষ্ট এবং তিনি আশা করেন, আজকের বৈঠকে নেওয়া পদক্ষেপগুলো শিল্পে অতি দ্রুত উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে।

 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ সাইফুল ইসলাম, ব্যবসায়ী নেতৃবৃন্দ-সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

 

#

 

নোবেল/মেহেদী/সঞ্জীব/সেলিম/২০২৫/২১৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৩৪৯৪

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদ্‌যাপিত হবে ১০ মে                                                               

ঢাকা, ২৪ বৈশাখ (৭ মে):

আগামী ১০ মে হতে 'জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫' পালন করা হবে। ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫’ এর উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ প্রদান করা হবে।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি হিসেবে 'জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫' এর উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ প্রদান করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।

এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি।’

শিশুদের প্রতিভা বিকাশ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রাথমিক শিক্ষার উন্নয়নে সৃজনশীল কাজে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানে  এ উদ্যোগ নেওয়া হয়।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ প্রদান সংক্রান্ত এক অগ্রগতি সভায় আজ এসব তথ্য জানানো হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা বৈঠকে সভাপতিত্ব করন।

#

জাহাঙ্গীর/মাহমুদুল/রানা/ফেরদৌস/রফিকুল/শামীম/২০২৫/১৯১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৩৪৯৩

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মন

ঢাকা, ২৪ বৈশাখ (৭ মে):

          বৈষম্যবিরোধী আন্দোলনে গুরুতর আহত খোকন চন্দ্র বর্মণ রাশিয়ায় চিকিৎসার প্রথম ধাপ সম্পন্ন করে দেশে ফিরেছেন। আজ কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন।

          খোকনের চিকিৎসা রাশিয়ার প্রশিক্ষিত ডা. মাহমুদুল হাসান জানান, গত ২২ এপ্রিল রাশিয়ার স্থানীয় একটি হাসপাতালে খোকন চন্দ্র বর্মনের প্রথম ধাপের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। দ্বিতীয় ধাপের অপারেশনে উপরের চোয়াল (ম্যাক্সিলা) রিকনস্ট্রাকশন নিয়ে কাজ করা হবে। পুরো অপারেশনের দ্বিতীয় ধাপে খোকনের মুখের অবয়ব নির্ধারিত হবে। রাশিয়ার একজন জাতীয় অধ্যাপক-সহ আরো ২ জন অধ্যাপক মিলে এই জটিল অপারেশনটি করবেন বলে প্রাথমিকভাবে তিনি জানান।

          মাহমুদুল হাসান আরো জানান, সম্ভাব্য জুলাই মাসের প্রথমে সেই অপারেশন করা হবে। সাথে তার বাম চোখের এনুক্লেশন করা হবে এবং তৃতীয় ধাপে খোকনের নাকের রিকনস্ট্রাকশন সার্জারি করা হবে। এটাতে বুকের পাঁজরের হাড় থেকে নাক তৈরি করা হবে। সর্বশেষ ধাপের অপারেশন হতে পারে চলতি বছরের সেপ্টেম্বর- অক্টোবর মাসে।

          স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান  অপারেশনের পর খোকনের সার্বিক খোঁজখবর নিয়েছেন। খোকন চন্দ্র বর্মন তার জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

          উল্লেখ্য ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মনের মুখের রিকনস্ট্রাকশন সার্জারির প্রথম ধাপের জন্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে রাশিয়ায় পাঠানো হয়েছিল।

#

শাহাদাত/মাহমুদুল/রানা/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৫/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৩৪৯২

গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠনের দীর্ঘদিনের আকাক্সক্ষা অর্জনের চেষ্টা করছে ঐকমত্য কমিশন

                                                                                                               --- অধ্যাপক আলী রীয়াজ

ঢাকা, ২৪ বৈশাখ (৭ মে):

          জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের আকাক্সক্ষা হচ্ছে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা, যেখানে মানুষ গুম-খুনের শিকার হবে না। নিজস্ব বিশ্বাসের কারণে নিপীড়নের শিকার হবে না। কোনো নাগরিকই নিপীড়িত হবে না। এ প্রত্যয়ে জনগণের একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠনের দীর্ঘদিনের আকাক্সক্ষা অর্জনের চেষ্টা করছে এ কমিশন।

          আজ ঢাকায় সংসদ ভবনের এল. ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ (পীর চরমোনাই) এর আলোচনায় অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

          জাতি, রাষ্ট্র এবং জনগণের স্বার্থকে ঊর্র্ধ্বে তুলে ধরে একটি ঐকমত্যে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করে অধ্যাপক আলী রীয়াজ আলোচনার সূচনায় বলেন, রাষ্ট্র পরিচালনায় প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব আদর্শিক পরিকল্পনা থাকে। তারপরও মতপার্থক্যের ঊর্র্ধ্বে  উঠে একটি রাষ্ট্র কাঠামো বিনির্মাণের সুযোগকে কাজে লাগাতে হবে। তিনি আরো বলেন, এদেশের জনগণের চাওয়া হচ্ছে একটি গণতান্ত্রিক সমাজ, একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কেবল কমিশন কর্তৃক আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে ঐকমত্য গড়ে উঠবে তা আমি মনে করি না। ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

          উল্লেখ্য, গত ১০ এপ্রিল ইসলামী আন্দোলন বাংলাদেশ কমিশন বরাবর তাদের মতামত জমা দেয়। সে প্রেক্ষিতে দলটির সাথে আজ আলোচনায় বসে কমিশন। আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ (পীর চরমোনাই) এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহম্মেদ সেখের নেতৃত্বে দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী ও মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ন মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম-সহ ১১ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন।

          জাতীয় ঐকমত্য কমিশন হতে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

#

পবন/মাহমুদুল/রানা/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৫/১৮৩৫ঘণ্টা

 

Handout                                                                                                                Number: 3491


Government Declares Two ‘Wetland-Dependent Wildlife Sanctuaries’ in Rajshahi
                                                                                                                       

Dhaka, 7 May 2025:

            The government has, for the first time, declared two ecologically significant wetlands in Rajshahi district as ‘Wetland-Dependent Wildlife Sanctuaries’. The declaration was made today through two separate gazette notifications issued by Forest Wing-2 of the Ministry of Environment, Forest and Climate Change.

            The newly declared sanctuaries are: 1.65-acre wetland in Biljowana Mouza under Tanore Upazila, and 15.08-acre wetland in Bilbala Mouza under Godagari Upazila.

            These wetlands serve as important winter habitats for both native and migratory birds. Species commonly found include native waterfowl such as Kalem, Kora, Dahuk, Gurguri, Jalpipi and Jalmojur, as well as various migratory ducks like the Common Teal, Lesser Whistling Duck, Northern Pintail, Piyang Duck, Khunte Duck and Gadwall. In total, over 100 bird species inhabit these wetlands, alongside amphibians, reptiles, and mammals.

            However, increasing human activities and population pressure have placed these wetland ecosystems and their biodiversity under threat. With the new designation as wildlife sanctuaries, these areas will now offer safe habitats for birds and other wildlife. Additionally, they will serve as important sites for education, research, and ecotourism, particularly for students, researchers, and nature enthusiasts.

            This declaration has been made under the Wildlife (Conservation and Security) Act, 2012.

#

Dipankar/Mahmudul/Rana/Rafiqul/Joynul/2025/1920 hour

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৩৪৯০

 

রাজশাহীর দু’টি জলাভূমিকে ‘জলাভূমিনির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা করলো সরকার                                                                      

 

ঢাকা, ২৪ বৈশাখ (৭ মে):

রাজশাহী জেলার দু’টি গুরুত্বপূর্ণ জলাভূমিকে ‘জলাভূমিনির্ভর প্রাণী অভয়ারণ্য’ হিসেবে ঘোষণা করেছে সরকার। আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ থেকে জারি করা পৃথক দু’টি প্রজ্ঞাপনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

ঘোষণাকৃত অভয়ারণ্য দু’টি হলো রাজশাহীর তানোর উপজেলার বিলজোয়ানা মৌজার ১.৬৫ একর জলাভূমি এবং গোদাগাড়ি উপজেলার বিলভালা মৌজার ১৫.০৮ একর জলাভূমি।

বিলজোয়ানা ও বিলভালা শীতকালে দেশি ও পরিযায়ী পাখির অন্যতম আশ্রয়স্থল। এসব বিলে কালেম, কোড়া, ডাহুক, গুড়গুড়ি, জলপিপি, জলময়ূর-সহ বিভিন্ন দেশি জলচর পাখির পাশাপাশি বালি হাঁস, পাতি সরালি, বড় সরালি, পিয়াং হাঁস, খুন্তে হাঁস, ভূতি হাঁসসহ বিভিন্ন প্রজাতির পরিযায়ী হাঁস দেখা যায়। প্রায় শতাধিক পাখি ছাড়াও উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর বসবাস রয়েছে এসব জলাভূমিতে।

জনসংখ্যা বৃদ্ধি ও মানবসৃষ্ট চাপে এই জলাভূমিগুলোর জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। অভয়ারণ্য ঘোষণার ফলে এখন থেকে এই এলাকা দু’টিতে পাখি ও বন্যপ্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত হবে। একইসঙ্গে শিক্ষার্থী, গবেষক ও প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য শিক্ষাক্ষেত্রে পরিণত হবে।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এই ঘোষণা কার্যকর হবে।

#

দীপংকর/মাহমুদুল/রানা/ফেরদৌস/রফিকুল/শামীম/২০২৫/১৮৩৫ঘণ্টা

 

Handout                                                                                                          Number: 3489

 

Bangladesh urges India and Pakistan to remain calm

 

Dhaka, 7 May:

In a statement issued today by the Ministry of Foreign Affairs said the Government of Bangladesh is closely observing the evolving situation in India and Pakistan. Bangladesh expresses its deep concern over the situation, and urges both the countries to remain calm, show restraint and refrain from taking any steps that could further aggravate the situation.

 

In the spirit of regional peace, prosperity and stability, Bangladesh remains hopeful that tensions will be defused through diplomatic endeavours, and that peace will ultimately prevail for the benefits of the peoples in the region.

#

 

Kamrul/Mahmudul/Ferdows/Shamim/2025/1830 hour

 

Handout                                                                                                          Number: 3488


 Joint Inspection Conducted by Department of Environment

in Buriganga’s Shyamnagar Kadamtali Industrial Area                                                                                                                   

 

Dhaka, 7 May 2025:

            Today, a joint team from the monitoring and enforcement wing, Dhaka Laboratory, and Dhaka Metropolitan Office of the Department of Environment conducted an inspection in the Shyamnagar Kadamtali industrial area.

            At the outset of the drive, the team observed direct discharge of polluted water into the Buriganga river through a pipeline. Water samples were immediately collected from the discharge point. Later, two dyeing factories were inspected, where their Effluent Treatment Plants (ETPs) were found non-operational, and untreated wastewater was being released directly into the drainage system. Water samples from these discharges were also collected. Upon being notified during the visit, the concerned factories promptly activated their ETPs.

            According to local sources, there are approximately 49 dyeing and washing factories in the area. Participants in the inspection recommended that regular monitoring of waste discharge and ETP operations should be ensured. It was suggested that roster-based monitoring responsibilities be assigned under the supervision of the Dhaka Metropolitan Office.

            During the visit, the Director of the Department of Environment emphasized the need to organize a coordination meeting involving the factory owners’ association, Dhaka WASA, and the City Corporation to formulate an action plan. Based on the lab test results of the collected samples, legal action will be taken following an enforcement hearing.

            Local residents and media representatives were present during the inspection.

#

Dipankar/Mahmudul/Ferdows/Rafiqul/Joynul/2025/1815 hour

 

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ৩৪৮৭

বুড়িগঙ্গায় বর্জ্য নিষ্কাশন

শ্যামনগর কদমতলী শিল্প এলাকায় পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

 

ঢাকা, ২৪ বৈশাখ (৭ মে):

 

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা, ঢাকা গবেষণাগার ও ঢাকা মহানগর কার্যালয়ের টিম আজ শ্যামনগর কদমতলী শিল্প এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে বুড়িগঙ্গা নদীতে পাইপের মাধ্যমে দূষিত পানি সরাসরি ফেলার দৃশ্য দেখতে পাওয়া যায়। ঘটনাস্থল থেকে পানির নমুনা সংগ্রহ করা হয়।

পরিদর্শনকালে দেখা যায় দুটি ডাইং কারখানায় ইটিপি বন্ধসহ ময়লা পানি সরাসরি ড্রেনে ফেলা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ওই পানির নমুনাও সংগ্রহ করা হয়। অভিযানের পর সংশ্লিষ্ট কারখানাগুলো ইটিপি চালু করে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় প্রায় ৪৯টি ডাইং ও ওয়াশিং কারখানা রয়েছে, যেগুলোর বর্জ্য নিষ্কাশনের বিষয়টি নিয়মিত মনিটরিংয়ের আওতায় আনা প্রয়োজন। এজন্য রোস্টারভিত্তিক দায়িত্ব দিয়ে মহানগর কার্যালয়ের তত্ত্বাবধানে মনিটরিং চালুর সুপারিশ করা হয়।

অধিদপ্তরের পরিচালক বলেন, মালিক সমিতি, ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে সভা আয়োজনের মাধ্যমে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। নমুনার ল্যাব পরীক্ষার ভিত্তিতে এনফোর্সমেন্ট শুনানি শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#

 

দীপংকর/তৌহিদ/শাহিদা/মেহেদী/মিতু/রমজান/আসমা/২০২৫/১৫৩০ ঘণ্টা  

 

 

তথ্যবিবরণী                                                                                                            নম্বর : ৩৪৮৬

নৌ নিরাপত্তা নিশ্চিতকল্পে আইন অমান্যকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে

 

ঢাকা, ২৪ বৈশাখ (৭ মে):

 

দেশের অভ্যন্তরীণ নৌপথসমূহের নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে অতিরিক্ত যাত্রী বা পণ্য বোঝাই না করতে নৌযান মালিকদের সতর্ক করাসহ আইন অমান্যকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন  নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আজ নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, নৌ নিরাপত্তা নিশ্চিতকল্পে নৌপরিবহন মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ফিটনেস বিহীন নৌযান চলাচল বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সকল নৌযানের রুট পারমিট ও লাইসেন্স গ্রহণ এবং নবায়নের বিষয় কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। রাতে বাল্কহেড চলাচল বন্ধ করাসহ নদীর নাব্যতা বজায় রাখতে বিআইডব্লিউটিএ নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অপরাধ প্রবণ অঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টহলের ব্যবস্থাসহ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। গত ঈদের ন্যায় আগামী ঈদেও নৌপথের যাত্রীরা নিরাপদে ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। 

তিনি আরো বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম মেরিটাইম কান্ট্রি। আমাদের একটি গভীর সমুদ্র বন্দরসহ মোট ৪টি সমুদ্র বন্দর রয়েছে। বর্তমানে শতকরা ৮০ ভাগ নৌপথের মাধ্যমে পরিবহন করা হচ্ছে। ইতোমধ্যে সন্দীপ ও মহেশখালীতে সরাসরি ফেরি সার্ভিস চালু করা হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন সমুদ্রপথে আন্তর্জাতিক নৌবাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এটি একটি লাভজনক প্রতিষ্ঠান। নৌ নিরাপত্তা নিশ্চিত করতে নৌযান মালিক, শ্রমিক ও যাত্রী সাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা। 

নদীমাতৃক বাংলাদেশের নৌপথে যাত্রী সাধারণ ও মালামালের নিরাপত্তা বিধান এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তরের উদ্যোগে আগামী ৭ থেকে ১৩ মে সপ্তাহব্যাপী নৌ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে। এবারের নৌ নিরাপত্তা সপ্তাহের প্রতিপাদ্য ‘দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রাণ’। 

উদ্বোধন অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম সভাপতিত্ব করেন। এসময় অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সভাপতিসহ মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

                                                        #      

 

আরিফ/তৌহিদ/শাহিদা/মেহেদী/মিতু/রমজান/আসমা/২০২৫/১৬৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ৩৪৮৫

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের পূর্বে রক্তপরীক্ষার বিষয়ে সচেতনতা জরুরি                                                                      

 

ঢাকা, ২৪ বৈশাখ (৭ মে):

          

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের পূর্বে রক্তপরীক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধি জরুরি। এক্ষেত্রে বিবাহ নিবন্ধনকারী কাজী, ধর্মীয় নেতা ও স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণসহ জনমত সৃষ্টিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা।                                                     

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আজ আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, সচেতনতা ও পর্যাপ্ত স্ক্রিনিংয়ের দ্বারা থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের মাধ্যমে আক্রান্তের হার কমিয়ে আনা যেতে পারে। থ্যালাসেমিয়া বাহক হলেও স্বাভাবিক জীবনযাপন সম্ভব। দু’জন বাহক বিবাহবন্ধনে আবদ্ধ হলে সন্তানের এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। এটি প্রতিরোধে তাই ব্যক্তিপর্যায়ের জনসচেতনতা প্রয়োজন বলে তিনি জানান। 

তাছাড়া, রোগের ব্যয় নির্বাহে প্রায় দুই হাজার থেকে দশ হাজার কোটি টাকার পারিবারিক বা রাষ্ট্রীয় খরচের দায় তৈরি হয়। এই দায় থেকে পরিত্রাণ পেতে সবাইকে রক্ত পরীক্ষার মাধ্যমে নিজের অবস্থা জানার আহবান জানান তিনি। এসময় উপদেষ্টা রক্ত পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. একেএম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ইনস্টিটিউটের পেডিয়াট্রিক মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. সেলিমুজ্জামান, ইনস্টিটিউটের একাডেমিক কোঅর্ডিনেটর প্রফেসর ডা. মো. মনির হোসেন এবং জেনফার বাংলাদেশের জেনারেল ম্যানেজার ডা. আরেফিন। স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মো. মাহবুবুল হক।

১৯৯৪ সাল থেকে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। ১৯৯৮ সাল থেকে বাংলাদেশে এ রোগের চিকিৎসা শুরু হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘থ্যালাসেমিয়ার জন্য সামাজিক ঐক্য গড়ি, রোগীর অগ্রাধিকার নিশ্চিত করি’।

#

কামাল/তৌহিদ/শাহিদা/মেহেদী/মিতু/রমজান/আসমা/২০২৫/১৫৫০ ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর:৩৪৮৪

মাঠ পর্যায় হতে উদ্ভাবনী ধারণা সংগ্রহ করার তাগিদ দিলেন মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা

 

ঢাকা, ২৪ বৈশাখ (৭ মে):

          মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের উন্নয়নের জন্য ইনোভেটিভ আইডিয়া মাঠ পর্যায় থেকে সংগ্রহ করতে হবে। ইনোভেশনের সফলতা পেতে হলে গ্রামগঞ্জের মানুষের নিকট পৌঁছে দিতে হবে এবং পরস্পর আদান-প্রদানের মাধ্যমে ইনোভেশনের সফলতা আসবে বলে তিনি মনে করেন।

          উপদেষ্টা বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সম্মেলন কক্ষে আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

          ফরিদা আখতার বলেন , ভাতের পচন রোধ করার জন্য পানি দিয়ে ভাত সংরক্ষণ করা, লেবু পাতার মাধ্যমে পঁচা মাছের গন্ধ দূর করার  ধারণা প্রথম নারীরাই দিয়েছেন। তাই ইনোভেশন কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে।

          মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত ষষ্ঠ ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব)  মো: তোফাজ্জেল হোসেন। তিনি বলেন, মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার দক্ষ জনবলকে কাজে লাগাতে পারলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এছাড়া, নিজেদের সফল মানুষ হিসেবে গড়ে তুলতে ইনোভেটিভ আইডিয়া নিয়মিত চর্চার কথাও বলেন ফরিদা আখতার।

          এবার ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আটটি দপ্তর সংস্থার মোট ৩০ টি ইনভেশন নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করে। এর মধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের ১১ টি, মৎস্য অধিদপ্তরের ১০টি, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ৩টি, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের ২টি, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ২টি, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের ১টি এবং মেরিন ফিশারি একাডেমির ১টি ইনোভেশন রয়েছে।

          অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এটুআইয়ের প্রকল্প পরিচালক মো: রশিদুল মান্নাফ কবীর, দপ্তর ও সংস্থার প্রধানগণসহ ইনভেশন টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

#

মামুন/তৌহিদ/শাহিদা/মেহেদী/মিতু/রমজান/সুবর্ণা/মানসুরা/২০২৫/১৫১০ ঘন্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ৩৪৮৩

 

ফ্যাক্ট চেকিং ও গুজব প্রতিরোধে তথ্য সার্ভিসের কর্মকর্তাদের বিশেষ দক্ষতা অর্জন করতে হবে

                                                                                      -প্রধান তথ্য অফিসার

ঢাকা, ২৪ বৈশাখ (৭ মে): 

 

প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেছেন, ফ্যাক্ট চেকিং ও গুজব প্রতিরোধে তথ্য সার্ভিসের কর্মকর্তাদের বিশেষ দক্ষতা অর্জন করতে হবে। এক্ষেত্রে তথ্যের চরিত্র নির্ধারণ ও উৎস যাচাইয়ে আধুনিক প্রযুক্তির বহুমুখী ব্যবহার সম্পর্কেও সক্ষমতা অর্জন আবশ্যক।

সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে আজ ‘ফ্যাক্ট চেকিং ও গুজব প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণে প্রধান তথ্য অফিসার এসব কথা বলেন। 

গুজবকে বর্তমান সময়ের বড়ো চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান তথ্য অফিসার বলেন, একটি মহল পরিকল্পিতভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে গুজব ও অপতথ্য প্রচার করছে। গুজবের নেতিবাচক প্রভাব থেকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতে গুজব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই।

নিজামূল কবীর বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব মনিটরিং ও সত্যতা যাচাই-বাছাইয়ের জন্য তথ্য অধিদফতরের ‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ কমিটি’ কাজ করছে। এ কমিটি গুজব প্রতিরোধে নিয়মিত আইকনোটেক্সট ও ভিডিও তৈরি করছে। এক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধিতে এসব আইকনোটেক্সট ও ভিডিও কার্যকর ভূমিকা পালন করছে।

তথ্য অধিদফতর আয়োজিত ফ্যাক্ট চেকিং ও গুজব প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণে সম্পদ ব্যক্তি হিসেবে সেশন পরিচালনা করেন ডিজিটাল ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট কদরুদ্দীন শিশির। প্রশিক্ষণে জনসংযোগ কর্মকর্তাসহ তথ্য অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

#

মামুন/তৌহিদ/শাহিদা/মেহেদী/মিতু/রমজান/মানসুরা/২০২৫/১৪১৫ ঘণ্টা  

তথ্যবিবরণী                                &n

2025-05-07-16-15-58e43679cd71d365469809d4871b01b6.docx