Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ নভেম্বর ২০১৫

তথ্যবিবরণী -8/11/2015

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩২৪০
বাজার তদারকি
৩৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২৪ কার্তিক (৮ নভেম্বর) :

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান ও জেলা কার্যালয় ঢাকা, ময়মনসিংহ, মৌলভীবাজার, নেয়াখালী, গোপালগঞ্জ ও যশোরে আজ বাজার তদারকি করে।

বাজার তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের কারণে ৩৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
 
         ঢাকা মহানগরীর কলাবাগান এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে বিজিবাই- জেনারেল স্টোরকে ৭ হাজার  টাকা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরির অপরাধে মুসলিম রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা ও হক হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং ওজনে কারচুপির অপরাধে নিরব হোসেনের ফলের দোকানকে ১ হাজার ৫ শ’ টাকা জরিমানা করা হয়।

    অপরদিকে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি, ওজনে কারচুপি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ময়মনসিংহের সদর উপজেলায় ৮টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার ৫শ’ টাকা, মৌলভীবাজরের জুড়ী উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, নোয়াখালীর শ্যামবাগ উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫শ’ টাকা এবং যশোরের শার্শা উপজেলায় ৮টি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।  

            তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, মহানগর ও জেলা পুলিশ, ক্যাব, মৎস্য অধিদপ্তর ও স্যানিটারি ইন্সপেক্টর এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করে।

#
আফরাজ/রফিকুল/আব্বাস/২০১৫/১৯২০ ঘণ্টা

 

Handout                                                                                        Number:3239

Information Minister leaves Dhaka for Brazil

Dhaka, 8 November:


          Information Minister Hasanul Haq Inu left Dhaka today for Brazil to attend 10th Internet Governance Forum to be held from 9 to 13 November in Joao Pessoa. 

 
                Hasanul Haq Inu, who is also the President of Bangladesh Internet Governance Forum (BIGF) will start his interventions with his speech at the High-Level Meeting of the Forum on Monday 9 November.  

          Chief Executive Officer of Bangladesh NGOs Network for Radio and Communication (BNNRC) A H M Bazlur Rahman is accompanying the Minister.


                Information Minister is expected to return on Saturday 14 November. 

 

#

Akram/Afraz/Mosharaf/Abbas/2015/1902 Hours

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩২৩৮

জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা, ২৪ কার্তিক (৮ নভেম্বর) :

জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির অষ্টম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করেন।

    কমিটির অন্যান্য সদস্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, হুসেইন মুহম¥দ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন। 

    জাতীয় সংসদের অষ্টম অধিবেশন আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল সোয়া চারটায় অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন বলে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। 

জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপ¯িহত ছিলেন।

#
আফরাজ/মোশাররফ/জসীম/আব্বাস/২০১৫/১৮০৩ ঘণ্টা 
 

   
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩২৩৭
ডিটিসিএ’র বোর্ড সভা
ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে টানেল, ফøাইওভার ও মেট্রোরেল নির্মাণের  রুট অনুমোদন 

ঢাকা, ২৪ কার্তিক (৮ নভেম্বর) :

    এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নির্মিত হতে যাচ্ছে টানেল। যানজট এড়িয়ে যাত্রীগণ টানেল ব্যবহার করে সরাসরি বিমানবন্দরের অভ্যন্তরে যেতে পারবেন। এছাড়া প্রস্তাবিত টানেলের সাথে সংযুক্ত থাকবে হাজি ক্যাম্প। ক্যাম্প থেকে সরাসরি হাজিগণ বিমানবন্দরে যেতে পারবেন ভূগর্ভস্থ পথ ব্যবহার করে।
    আজ নগর ভবনে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)’র বোর্ড সভা শেষে সাংবাদিকদের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা জানান। মন্ত্রী বলেন, টানেলটি নির্মাণে অর্থায়নের জন্য এডিবি’র প্রাথমিক সম্মতি পাওয়া গেছে।
    এসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র সাঈদ খোকন এবং সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি উপস্থিত ছিলেন।
    সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ডিটিসিএ’র ৭ম বোর্ড সভায় ঢাকা মহানগরীর যানজট নিরসনে আরামবাগ হতে বাবুবাজার সেতুর কেরানীগঞ্জ প্রান্ত পর্যন্ত রাজউকের উদ্যোগে একটি ফ্লাইওভার নির্মাণের অনুমোদন দেয়া হয়। 
    এসময় মন্ত্রী জানান, এয়ারপোর্ট হতে কুড়িল ফ্লাইওভার-আমেরিকান দূতাবাস-রামপুরা-মালিবাগ ক্রসিং-মৌচাক-কমলাপুর স্টেশন পর্যন্ত মেট্রোরেল-১ এর রুট চূড়ান্ত হয়েছে। এরমধ্যে মালিবাগ ক্রসিং থেকে মৌচাক হয়ে কমলাপুর স্টেশন পর্যন্ত ৬ কিলোমিটার হবে আন্ডারগ্রাউন্ড।
    মন্ত্রী আরো জানান, ঢাকা মহানগরীর অধিকাংশ সড়ক উত্তর-দক্ষিণে। মহানগরীর পূর্ব-পশ্চিমে সংযোগ বাড়াতে চূড়ান্ত করা হয়েছে মেট্রোরেল-৫ এর রুট। গাবতলী থেকে শুরু হয়ে মেট্রোরেল-৫ টেকনিক্যাল মোড়-মিরপুর-১, মিরপুর-১০, মিরপুর-১৪, ক্যান্টনমেন্ট- কামাল আতাতুর্ক এভিনিউ-গুলশান-মাদানী এভিনিউ হয়ে ভাটারা গিয়ে শেষ হবে। এরমধ্যে মিরপুর-১৪ থেকে ক্যান্টনমেন্ট এর নিচ দিয়ে কামাল আতাতুর্ক এভিনিউ-গুলশান-মাদানী এভিনিউ হয়ে ভাটারা পর্যন্ত ৬ কিলোমিটার হবে আন্ডারগ্রাউন্ড।
    সভায় সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, সেতু বিভাগের সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ সালাউদ্দিন, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেনসহ ডিটিসিএ পরিচালনা পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
#
নাছের/আফরাজ/মোশাররফ/রফিকুল/আব্বাস/২০১৫/১৭৩৩ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩২৩৬
গ্রামীণ উন্নয়ন সরকারের অগ্রাধিকার
                 --এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ২৪ কার্তিক (৮ নভেম্বর) :

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী তিন বছরের মধ্যে সারাদেশের প্রধান সড়কসমূহ পাকা করা হবে। গ্রামীণ উন্নয়ন এ সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার। এই মন্ত্রণালয়ের অধীন গ্রামীণ সকল সড়ক পর্যায়ক্রমে পাকা করা হবে।

মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপ অনুষ্ঠানে বক্তৃতায় একথা বলেন।

বিএসআরএফ’র সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার  উপস্থিত ছিলেন । 

মন্ত্রী বলেন, সারাদেশের মানুষের জন্য সুপেয় পানি সরবরাহ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পানি সরবরাহ ব্যবস্থায় নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জায়গায় পানি ব্যবস্থাপনায় ভূগর্ভস্থ সিস্টেমের চেয়ে ভূউপরিস্থ সিস্টেমকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। এর ফলে পানি ব্যবস্থাপনা আরো উন্নত ও সহজ হবে। এছাড়া জলাশয়, পুকুর, খাল, বিল, ঝিল ও বৃষ্টির পানি সংরক্ষণের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে। নদীর পানি ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

তিনি আরো বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে দারিদ্র্যবিমোচনে আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

পরে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

#
শহিদুল/আফরাজ/রফিকুল/আব্বাস/২০১৫/১৬৫৫ ঘণ্টা 

 

 

 
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৩২৩৫

ডিজিটাল পদ্ধতিতে নকশা ও রেকর্ড তৈরির ওপর জোর দিলেন ভূমিমন্ত্রী


সাভার, ২৪ কার্তিক (৮ নভেম্বর) :

    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে ভূমি রেকর্ড ও নকশা প্রস্তুতে ডিজিটাল পদ্ধতির ব্যবহার নিশ্চিত করতে হবে। 
আজ সাভার ডেইরি ফার্ম মাঠে বিসিএস ক্যাডারভুক্ত প্রশাসন, পুলিশ, রেলওয়ে ও জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাগণের ১০৪তম সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, উন্নত অন্যান্য দেশের চেয়ে আমাদের বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীগণ কারিগরি ও মেধার দিক দিয়ে কোন অংশেই কম নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নে অত্যন্ত আন্তরিক রয়েছেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জনগণকে প্রযুক্তিসেবা নিশ্চিত করে একটি প্রযুক্তিমনষ্ক জাতি গঠনে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি প্রয়োজনে প্রচলিত আইন জনস্বার্থে পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন বা পরিমার্জনের প্রতি গুরুত্বারোপ করেন।
মন্ত্রী শরীফ আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার সিঁড়ি হলো এ ডিজিটালাইজড পদ্ধতি। তিনি বলেন, বর্তমানে সরাসরি একজন সেবা প্রত্যাশী মানুষ ভূমি ব্যবস্থাপনা, শিক্ষা, প্রশাসন, ব্যাংকিং, চিকিৎসা সেবা ও তথ্যপ্রযুক্তির ব্যবহারের সেবা পাচ্ছেন। মন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন তথা অটোমেশন  করার কাজ আমরা পরীক্ষামূলক শুরু করেছি। তিনি মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের চেতনায় অর্থনৈতিক মুক্তি, উন্নত জাতি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের উন্নয়নের ধারাকে উজ্জীবিত করতে দায়িত্বশীল সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি রেল ও বনভূমির বেহাত হওয়া জমি পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি জনভোগান্তি দূর করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার উপরও গুরুত্বারোপ করেন। পরে মন্ত্রী ৪৫ দিনব্যাপী ৩১ জন কর্মকর্তার সমন্বয়ে সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন।
    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আকরাম হোসেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (ভূমি রেকর্ড) ফায়েকুজ্জামান চৌধুরী ও পরিচালক (প্রশাসন) এবিএম ফজলুর রহমান বক্তব্য রাখেন।
#
রেজুয়ান/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/ ঘণ্টা 


 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩২৩৪ 

মাতৃভাষা ইনস্টিটিউট এখন জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান

ঢাকা, ২৪ কার্তিক (৮ নভেম্বর) :

    মহান ২১ ফেব্রুয়ারির শহিদদের স্মৃতিবিজড়িত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট জাতীয় প্রতিষ্ঠান থেকে জাতিসংঘের ইউনেস্কো’র সহযোগী প্রতিষ্ঠানে উন্নীত হলো। এটি এখন ইউনেস্কো’র দ্বিতীয় ক্যাটাগরির ইনস্টিটিউট। 
গতকাল ইউনেস্কো’র সদর দপ্তরে চলমান ইউনেস্কো’র ৩৮তম সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ইউনেস্কো’র ক্যাটাগরি-২ ইনস্টিটিউটে উন্নীত করার প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়েছে। অধিবেশনে সর্বসম্মতভাবে বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ২০১৫-১৭ মেয়াদে ইউনেস্কো’র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। চলমান অধিবেশনে জাতিসংঘের ১৯৫টি দেশ ও ৮টি সহযোগী দেশের শিক্ষামন্ত্রীগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করছেন।
ইউনেস্কো’র ক্যাটাগরি-২ প্রতিষ্ঠান হিসেবে এখন থেকে এ প্রতিষ্ঠানটির কার্যক্রম আন্তর্জাতিক পরিম-লেও প্রসারিত হবে। ইউনেস্কো পরিচালিত ‘মাতৃভাষা-আশ্রয়ী শিক্ষা’, ‘টেকসই উন্নয়নের জন্য শিক্ষা’ ইত্যাদি কার্যক্রমে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করার সুযোগ পাবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এখন থেকে বাংলাদেশ সরকারের পাশাপাশি ইউনেস্কো’র লোগো ব্যবহার করতে পারবে। ইউনেস্কো’র সাথে পারস্পরিক জ্ঞান বিনিময় ছাড়াও দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং কৌশলগত কর্মসূচি বাস্তবায়নের সুযোগ পাবে। বিভিন্ন দেশের বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণ, লালন ও সম্প্রসারণেও এ প্রতিষ্ঠান কাজ করবে। বিশ্বে এধরনের প্রতিষ্ঠানের সংখ্যা এখন এটিসহ ৯৫টি। এর মধ্যে এশিয়া মহাদেশে আছে ৪টি।
উল্লেখ্য, ১৯৯৯ সালে ১৭ নভেম্বর ইউনেস্কো বাংলাদেশের ভাষা শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। বর্তমানে সারা বিশ্বে এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বর্তমানে ইউনেস্কো’র ৩৮তম অধিবেশনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এ প্রতিনিধিদলে শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, ইউনেস্কো’তে  বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত শহীদুল ইসলাম ও বিএনসিইউ-এর সচিব মঞ্জুর হোসেন যোগ দিয়েছেন।
#

ঢালী/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫৩০ ঘণ্টা 

Todayshandout (4).doc