Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী ২৩ অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী                                                                           নম্বর : ৩২৮৪

স্পিকারের সাথে আওয়ামী লীগের
সম্মেলনে যোগদানকারী বিদেশি নেতৃবৃন্দের সাক্ষাৎ

ঢাকা, ৮ই কার্তিক (২৩শে অক্টোবর) :  
       স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম সম্মেলনে যোগ দিতে আসা বিদেশি নেতৃবৃন্দের একটি প্রতিনিধিদল আজ ঢাকায় স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎ করে।

প্রতিনিধিদল স্পিকারের কার্যালয়ে পৌঁছলে তিনি তাঁদের স্বাগত জানান। এসময় স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদের গঠন, সদস্য সংখ্যা, নির্বাচন পদ্ধতি ও সংরক্ষিত আসন প্রভৃতি বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

    পরে প্রতিনিধিদল সংসদভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখে।
#

হুদা/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৯২৩ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                     নম্বর : ৩২৮৩

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে সরকার বদ্ধপরিকর
                      ---শ্রম প্রতিমন্ত্রী
রাজশাহী, ৮ই কার্তিক (২৩শে অক্টোবর) :  
    শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, সরকার ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে বদ্ধপরিকর। তিনি বলেন, দেশের মূল চালিকাশক্তি শিশুদের ভবিষ্যৎকে নিরাপদ করতে ২০২৫ সালের মধ্যে দেশ থেকে সকল ধরনের শিশুশ্রম বন্ধ করার পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে সরকার ।  
    প্রতিমন্ত্রী আজ রাজশাহীতে স্থানীয় একটি হোটেলে বিভাগীয় পর্যায়ে শিশু কল্যাণ পরিষদ আয়োজিত শিশুশ্রম নিরসন বিষয়ক এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    শ্রম প্রতিমন্ত্রী বলেন, শিশুরা যাতে আত্মনির্ভরশীল হয়ে বেড়ে উঠতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করছে। ফলে অতীতের তুলনায় বর্তমানে শিশু শ্রমিকের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। গৃহকর্মীদের প্রতি নির্যাতন প্রতিরোধে সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, গৃহকর্মী সুরক্ষা নীতিমালাকে আইনে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নীতিমালায় গৃহকর্মীদের কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে এবং তা বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।
    প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের কল্যাণে যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। আগামী জানুয়ারি থেকে শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পে নিয়োজিত শ্রমিকদের সহায়তা প্রদান করা হবে। গার্মেন্টস শিল্পের মোট রপ্তানির ০.০৩ শতাংশ কেন্দ্রীয় তহবিলে জমা হচ্ছে। গত জুলাই থেকে এ পর্যন্ত এ তহবিলে ১৩ কোটি টাকা জমা হয়েছে। প্রতিমন্ত্রী রাজশাহী অঞ্চলে কোন্ কোন্ খাতে শিশুশ্রমিক নিয়োজিত রয়েছে তা চিহ্নিত করতে  সংশ্লিষ্টদের আহ্বান জানান।
    প্রতিমন্ত্রী রাজশাহী অঞ্চলের তিনজন শ্রমিক এবং তাদের স্বজনদের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে দুই লাখ ৫৫ হাজার টাকার সহায়তা চেক তুলে দেন।
    অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মুনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আহমদ, মন্ত্রণালয়ের যুগ্মসচিব খন্দকার মোস্তান হোসেন, রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ  উদ্দীন ও পুলিশ সুপার আব্দুস সালাম বক্তৃতা করেন।
#

আখতার/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৮৩৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩২৮২

আইপিইউ সম্মেলনে যোগদানের উদ্দেশে সংসদীয় প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ

ঢাকা, ৮ই কার্তিক (২৩শে অক্টোবর) :  

    সুইজারল্যান্ডের জেনেভায় আজ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৩৫তম এসেম্বলি। এসেম্বলিতে যোগদান করতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে ১৪ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল জেনেভার উদ্দেশে গতকাল ঢাকা ত্যাগ করেন।
    এবারে এসেম্বলিতে ঐঁসধহ জরমযঃং ধনঁংবং ধং ঢ়ৎবপঁৎংড়ৎং ড়ভ পড়হভষরপঃ: চধৎষরধসবহঃং ধং বধৎষু ৎবংঢ়ড়হফবৎং এর ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।
    আইপিইউ বিশ্বের সর্ববৃহৎ সংসদীয় সংস্থা। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৭০ এবং সহযোগী সংস্থা ১১টি। স্বাধীনতার পর ১৯৭২ বাংলাদেশ জাতীয় সংসদ আইপিইউ এর সদস্যপদ লাভ করে। জাতীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী আইপিইউ এর বর্তমান নির্বাচিত প্রেসিডেন্ট। সংসদীয় সংলাপে ও মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা প্রদান করা, পার্লমেন্টসমূহ এবং পার্লামেন্ট মেম্বারদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, যোগাযোগ ও সহযোগিতা প্রদান করা, আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে মতামত প্রকাশ করা, সংসদীয় গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে মানবাধিকার রক্ষণ ও উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করা আইপিইউ এর অন্যতম উদ্দেশ্য।  
    আইপিইউ জাতিসংঘকে সমর্থন করে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংসদীয় সংস্থার সাথে সম্পর্ক রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রতিবছর আইপিইউ এর দুটি এসেম্বলি অনুষ্ঠিত হয়। প্রথমটি মার্চ অথবা এপ্রিল মাসে হয় এবং এটি সাধারণত একটি সদস্য দেশ হোস্ট হিসেবে আয়োজন করে থাকে। দ্বিতীয়টি অক্টোবর মাসে সাধারণত আইপিইউ এর সদর দপ্তর জেনেভায় অনুষ্ঠিত হয়।
    আগামী ১৩৬তম এসেম্বলি এপ্রিল ২০১৭ ঢাকায় অনুষ্ঠিত হবে।
    প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণ হলেন বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য মো. হাবিবে মিল্লাত, রেজওয়ান আহম্মদ তৌফিক, বেগম নাসিমা ফেরদৌসী, রওশন আরা মান্নান, সেলিম উদ্দিন ও এম এ আউয়াল। এছাড়া সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার, উপসচিব (আইপিএ) মো. আবু আল হেলাল, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. মোস্তা গাউছুল হক, উপপরিচালক (গবেষণা ও শিক্ষা) নাইমুল আজম খান, সিনিয়র সহকারী সচিব (আইপিএ) মো. আলী আশরাফ, বিরোধী দলীয় নেতার পিআরও মো. মামুন হাসান, কমিটি অফিসার বেগম রায়হানা ইয়াসমিন, চিফ হুইপের সহকারী একান্ত সচিব মো. আনিছুর রহমান সাচিবিক সহযোগিতা প্রদানের জন্য সহায়ক কর্মকর্তা হিসেবে প্রতিনিধিদলে রয়েছেন।
#
স্বপন/মোবাস্বেরা/সাহেলা/গিয়াস/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৫৪০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ৩২৮১

 বাজার তদারকি
৭৯ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা

ঢাকা, ৮ই কার্তিক (২৩শে অক্টোবর) :
    বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও বিভিন্ন জেলা কার্যালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে বৃহস্পতিবার বাজার তদারকি করা হয়।
    ঢাকা বিভাগীয় কার্যালয় বিভিন্ন অপরাধে শেরেবাংলা নগর এলাকায় হক বেকারিকে ৫ হাজার টাকা, মোমিন রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা, স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ১ হাজার ২শ’ ৫০ টাকা প্রদান করা হয়। অপর দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম শাহবাগ এলাকায় মিউনিসিপালিটি মার্কেটকে ২ হাজার টাকা ও ডিসেন্ট পেস্ট্রি সপ ও বোস্ট টেককে যথাক্রমে ২০ হাজার টাকা ও ১০ হাজার টাকাসহ মোট ৩২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
    চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় কোতোয়ালি থানা এলাকায় ৩টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা এবং জেলা কার্যালয় ইপিজেড থানা এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকাসহ মোট ৫৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা, শরীয়তপুর জেলার সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫শ’ টাকা, রাজবাড়ী জেলার সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা, খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা, গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা এবং মৌলভীবাজার জেলার সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
    বরিশাল বিভাগীয় কার্যালয় কাউনিয়া থানা এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং জেলা কার্যালয় কাউনিয়া থানা এলাকায় ৩টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকাসহ মোট ১২হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া মেহেরপুর জেলার সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, যশোর জেলার সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, সিলেট বিভাগীয় কার্যালয় কোতোয়ালি থানা এলাকায় ৩টি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা এবং  জেলা কার্যালয় ওসমানী নগর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকাসহ মোট ৬২ হাজার টাকা, নওগাঁ জেলার সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা, খুলনা বিভাগীয় কার্যালয় বটিয়াঘাটা উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
     রাজশাহী বিভাগীয় কার্যালয় পবা উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫শ’ টাকা, নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা, বরগুনা জেলার বামনা উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫শ’ টাকা, নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৮শ’ টাকা, লক্ষ¥ীপুর জেলার রায়পুর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা এবং মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকাসহ মোট ২ লাখ ৬৯ হাজার ৩শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
    তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, মৎস্য কর্মকর্তা, স্যানেটারি ইন্সপেক্টর ও ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করে।
#
আফরোজা/মোবাস্বেরা/সাহেলা/গিয়াস/রেজ্জাকুল/কামাল/২০১৬/১৫৫৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৩২৮০

সাংবাদিক তিমির লাল দত্তের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও নৌমন্ত্রীর শোক

ঢাকা, ৮ই কার্তিক (২৩শে অক্টোবর) :
    বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক সিনিয়র সাংবাদিক তিমির লাল দত্তের মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান পৃথক পৃথক বাণীতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
    তথ্যমন্ত্রী তাঁর শোক বার্তায় বলেন, তিমির লাল দত্তের মৃত্যুতে সাংবাদিক অঙ্গন একজন অভিভাবককে হারাল।
অপর এক শোকবার্তায় নৌমন্ত্রী বলেন, তার মৃত্যুতে দেশ একজন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিককে হারালো, যা সহজে পূরণ হবার নয়। মন্ত্রীদ্বয় তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, তিমির লাল দত্ত আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন।
#
সাজ্জাদ/জাহাঙ্গীর/মোবাস্বেরা/সাহেলা/গিয়াস/রেজ্জাকুল/কামাল/২০১৬/১৪৩৫ ঘণ্টা

 

Todays handout (1).docx