Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd মার্চ ২০১৮

তথ্যবিবরণী 23/3/2018

 
তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৯৪৩
 
উন্নয়নশীল দেশে উত্তরণে সমবায়ের নীরব বৈপ্ল¬বিক ভূমিকা রয়েছে
      --- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
 
ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :
 
বাংলাদেশ আজ স¦ল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। এ অর্জনে দেশের প্রত্যন্ত অঞ্চলের লাখ লাখ সমবায়ী ও সমবায় প্রতিষ্ঠানের সামষ্টিক কর্মপ্রয়াস নীরব বৈপ্ল¬বিক ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত এ সাফল্যগাঁথাকে এগিয়ে নিতে সমবায়ীদের সর্বোচ্চ মেধা, মনন, শ্রম, একতা ও সততার সদ্ব্যবহার করতে হবে।
 
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ আজ রাজধানীর আইইবি মিলনায়তনে বাংলাদেশ জাতীয় পল্ল¬ী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের ৩৩তম বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত 
ড. আখতার  হামিদ খান পল্ল¬ী উন্নয়ন ও সমবায় উন্নয়ন পদক এবং সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
  ফেডারেশনের সভাপতি মোঃ ইসরাফিল আলম এমপি এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিআরডিবি মহাপরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদার ও সংগঠনের সহ-সভাপতি খন্দকার বিপ্ল¬ব মাহমুদ উজ্জ্বল। 
 
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধোত্তর বাংলাদেশ পুনর্গঠনে সমবায় খাতকে কাজে লাগিয়ে সফল হন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পল্ল¬ীর অবহেলিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর ও জীবন মানোন্নয়নে একটি বাড়ি একটি খামার, পল্ল¬ী জনপদ ও সার্বিক গ্রামোন্নয়ন প্রকল্পসমূহ সফলভাবে বাস্তবায়ন করছেন। তিনি পল্ল¬ী উন্নয়ন সমবায় ফেডারেশনের নির্বাচিত প্রতিনিধিদের কার্যকাল ৫ বছরে উন্নীতকরণ, উপজেলা উন্নয়ন কমিটিতে সদস্য অন্তর্ভুক্তিকরণ, মূলধন বৃদ্ধি, সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নে সহায়তার ঘোষণা দেন। 
 
পরে প্রতিমন্ত্রী দেশের পল্ল¬ী ও সমবায় উন্নয়নে বিশেষ অবদান রাখায় সফল সমবায়ীদের মাঝে ড. আখতার হামিদ খান সম্মাননা পদক তুলে দেন।
 
#
আহসান/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/২১০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৯৪২  
 
বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে নারী শিক্ষা
      ---ভূমিমন্ত্রী
 
ঈশ্বরদী, ৯ চৈত্র (২৩ মার্চ) :
 
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, নারী শিক্ষা উন্নয়নে বাংলাদেশ এক যুগান্তকারী অধ্যায় রচনা করেছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নারী শিক্ষা।
 
আজ ঈশ্বরদী উপজেলার শাহপুর ইউনিয়নে নুরজাহান হাইস্কুলের বার্ষিক ক্রীড়া পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী একথা বলেন।
 
ভূমিমন্ত্রী আরো বলেন, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে শেখ হাসিনার সরকার বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে। নারীরা সেনা, নৌ, বিমান, পুলিশ, আনসারসহ সকল বাহিনীতে মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করেছে। এ ধারা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
 
#
রেজুয়ান/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৮/২০৩৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ৯৪১
 
বান্দরবানে  ২৫ লাখ টাকা ব্যয়ে  শ্রী মন্দিরের উদ্বোধন
 
বান্দরবান, ৯ চৈত্র (২৩ মার্চ) :
 
আজ বান্দরবান সদরের হাফেজঘোনায় সনাতনী ধর্মাবলম্বীদের নবনির্মিত শ্রী শ্রী রামঠাকুর আশ্রমের শ্রী মন্দিরের উদ্বোধন করা হয়েছে।  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২৫ লাখ  টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং  প্রধান অতিথি হিসেবে  নবনির্মিত এই শ্রী মন্দিরের উদ্বোধন করেন।
 
এসময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে প্রত্যেক ধর্মের মানুষ  নিজ ধর্মীয় কর্মকা- সুন্দরভাবে পরিচালনা করতে পারছেন। আমরা সবাই এখন ঈদ, পূজা, বৌদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানসহ প্রত্যেক ধর্মাবলম্বীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে সুন্দর ও জাঁকজমকভাবে সকল অনুষ্ঠান সম্পাদন করি। 
 
রামঠাকুর আশ্রমের পরিচালনা কমিটির সভাপতি অর্পণ কুমার দাশের সভাপতিত্বে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালীয়া জোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ ব্রহ্মচারী মহারাজ। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন,  পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের  নির্বাহী প্রকৌশলী মোঃ আবু বিন ইয়াছিন আরাফাত প্রমুখ।
 
অনুষ্ঠানে গরিব ও অসহায় প্রায় তিনশত নারীর মধ্যে বস্ত্র  বিতরণ করেন বীর বাহাদুর উশৈসিং ।
 
#
 
জুলফিকার/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/২০২০ ঘন্টা 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৯৪০ 
 
বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে শিখেছে
                ---মায়া চৌধুরী
মতলব উত্তর (চাঁদপুর), ৯ চৈত্র (২৩ মার্চ) :
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, বাংলাদেশ আর হাত পাতবে না, নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে আত্মমর্যাদা প্রতিষ্ঠিত করবে। তিনি আজ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারের উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সুলতানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ স্বপন মোরশেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম ইমন, ছেংগারচর পৌর মেয়র রফিকুল আলম জজ। 
 
মন্ত্রী বলেন, দীর্ঘদিন এই এলাকার হিন্দু সম্প্রদায় অবহেলিত ছিল। ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিচ্ছেন। এদেশ সকল ধর্মের মানুষের। ধর্ম-বর্ণ নির্বেশেষে সবার সমান অধিকার রয়েছে। এই বছরে দুর্গাপূজা ও ঈদ সবাই মিলে উদ্যাপন করব। তিনি আরো বলেন, জামায়াত-শিবির এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ছিল। তাদের সাথে নিয়ে সরকার গঠন করে খালেদা জিয়া এদেশের স্বাধীনতাকে অপমান করেছে।
 
মন্ত্রী মায়া চৌধুরী বলেন, বিগত খালেদা সরকারের সময় দেশে বিদ্যুতের প্রচুর লোডশেডিং ছিল। আর বর্তমান সরকারের সময়ে দেশে লোডশেডিং বলতে নেই। ছেলেমেয়েদের লেখাপড়ার সুবিধার জন্য ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে মতলবে ৫ শতাধিক কিলোমিটার বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। মতলবের রাস্তাঘাট আলোকিত করতে ৯ শতাধিক সোলার প্যানেল ও স্ট্রিট ল্যাম্প স্থাপন করা হয়েছে।
 
মন্ত্রী আরো বলেন, দেশের সকল উপজেলায় আইসিটি শিক্ষার প্রসারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে সরকার মতলবের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ল্যাব করেছে। মতলবে আইসিটি পার্ক করা হচ্ছে। দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ভরাট ও উন্নয়ন করে ছেলেমেয়েদের খেলাধুলার সুযোগ সম্প্রসারিত করা হয়েছে। প্রত্যেক কলেজে নতুন একাডেমিক ও ল্যাব ভবন করা হয়েছে। অধিকাংশ উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন করা হয়েছে। দেশের সকল জেলা ও উপজেলায় এসব জনকল্যাণ কার্যক্রমের ফলেই বাংলাদেশ নি¤œআয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনা ও নৌকা মার্কায় সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান মন্ত্রী। 
#
ওমর/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৮/১৯৩৪ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৯৩৯  
 
গত তিন বছরে বড় ধরনের লঞ্চডুবি হয়নি
             ---নৌপরিবহণ মন্ত্রী
সদরঘাট (ঢাকা), ৯ চৈত্র (২৩ মার্চ) :
 
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, নৌযান শ্রমিকদের প্রশিক্ষণের জন্য ঢাকায় সদরঘাটে স্বল্প পরিসরে সচেতনামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। নৌযান শ্রমিক, মালিক ও যাত্রীদের সচেতনতার ফলে লঞ্চ দুর্ঘটনা কমে এসেছে। গত তিন বছরে বড় ধরনের কোনো লঞ্চডুবি হয়নি। তিনি আজ ঢাকায় সদরঘাটস্থ টার্মিনাল ভবন প্রাঙ্গণে স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ নৌযান শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
বাংলাদেশ নৌযান শ্রমিক লীগের সভাপতি শেখ মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাত্রী পরিবহণ) সংস্থার সভাপতি মাহবুবউদ্দিন আহমেদ বীরবিক্রম, শ্রমিক নেতা আলাউদ্দিন মিয়া, মোঃ সাহাবুদ্দিন, মোঃ কামালউদ্দিন আহমেদ, নৌযান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়ায়েজুল ইসলাম বুলবুল।
 
শাজাহান খান বলেন, স্বাধীনতার মাস মার্চের ৭, ১৭ ও ২৬ তারিখ বাঙালি জাতির জন্য আনন্দের। আর ২৫ মার্চ আমাদের জন্য দুঃখের। তিনি বলেন, বাংলাদেশে ২৪ হাজার কিলোমিটার নৌপথ ছিল। বিগত সরকারগুলোর অযতœ ও অবহেলার কারণে নৌপথগুলো হারিয়ে এখন তা দাঁড়িয়েছিল মাত্র ৩ হাজার ৬০০ কিলোমিটারে। বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে ১ হাজার ৪০০ কিলোমিটার নৌপথ খনন করা হয়েছে।
 
মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারের সময়ে দেশের উন্নয়ন হয়েছে, আমরা স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
#
জাহাঙ্গীর/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৮/১৯৪৩ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৯৩৮ 
 
দেশি সম্পদের সুষ্ঠু ও সমন্বিত ব্যবহারের উদ্যোগ অব্যাহত রাখা হবে
                                                        ---বিদ্যুৎ প্রতিমন্ত্রী       
দিনাজপুর, ৯ চৈত্র (২৩ মার্চ) : 
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশি সম্পদের সুষ্ঠু ও সমন্বিত ব্যবহারের উদ্যোগ অব্যাহত রাখা হবে। প্রাকৃতিক সম্পদ অফুরন্ত নয়। আগামীর চাহিদা লক্ষ্য রেখে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে আরো আন্তরিক হয়ে কাজ করা উচিত। 
 
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আজ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পে ৯নং স্টোপ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, উত্তোলিত পাথরের বাণিজ্যিক ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে। আগামী বছর থেকেই এ প্রতিষ্ঠান লাভজনক হবে। তিনি বলেন, বর্তমানে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির (এমজিএমসিএল) বার্ষিক উৎপাদন ক্ষমতা ১.৬৫ মিলিয়ন মেট্রিক টন। আগামী বছর থেকে ৭.৫ মিলিয়ন মেট্রিক টন উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমানে জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) ১২টি স্টোপ উন্নয়নের মাধ্যমে ৯.২ মিলিয়ন মেট্রিক টন কঠিন শিলা উত্তোলনের লক্ষ্য নিয়ে কাজ করছে। ধারণা করা হচ্ছে, এখানে ১৭৪ মিলিয়ন মেট্রিক টন কঠিন শিলা রয়েছে। ২০ মার্চ ২০১৮ পর্যন্ত ৩.৭৭৬ মিলিয়ন মেট্রিক টন শিলা উত্তোলিত হয়েছে, যার মধ্যে ১.৭২ মিলিয়ন মেট্রিক টন জিটিসি উত্তোলন করেছে।  
 
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রচুর উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। দৈনিক মাত্র ৫৫০০ মেট্রিক টন পাথর উত্তোলন হচ্ছে। এটা দৈনিক ৩০ হাজার মেট্রিক টন উত্তোলন করা গেলে দেশের সম্পদ ব্যবহারের পাশাপাশি বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ফলে সুষম উন্নয়ন নিশ্চিত হবে। 
 
প্রতিমন্ত্রী পরে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির উন্নয়ন ও অগ্রগতি পরিকল্পনা নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। 
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পেট্রোবাংলার চেয়ারম্যন আবুল মনসুর মোঃ ফয়েজ উল¬াহ, মধ্যপাড়া গ্রানাইট মানিনিং কোম্পানির এমজিএমসিএল বোর্ডের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, এমজিএমসিএল-এর মহাব্যবস্থাপক এসএম নুরুল আওরঙ্গজেব, জিটিসি’র চেয়ারম্যান ড. সিরাজুল ইসলাম কাজী এবং জিটিসি’র প্রকল্প পরিচালক আলিসকসেন্দ্রো মালসব বক্তব্য রাখেন। 
#
আসলাম/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৮/১৭১৪ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৯৩৭ 
 
উন্নয়নের গতিধারায় বাংলাদেশ : প্রত্যাশা, প্রাপ্তি ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
 
ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :  
 
আজ রাজধানীর সিরডাপ মিলনায়নে স্থানীয় সরকার, পল্লী উন্ন্য়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর আয়োজনে ‘উন্নয়নের গতিধারায় বাংলাদেশ :  প্রত্যাশা, প্রাপ্তি ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান প্রধান অতিথি হিসেবে উক্ত সেমিনারের উদ্বোধন করেন। সেমিনারে এনআইএলজির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) তপন কুমার কর্মকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনআইএলজির পরিচালক মোঃ ইয়াহ-ইয়া-ভুইয়া এবং বিআরডিবি’র মহাপরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদার।  
 
সেমিনারে সম্প্রতি বাংলাদেশ জাতিসংঘ নির্ধারিত মানদ- অনুযায়ী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের শর্তাবলী পূরণের ধারাবাহিকতা রক্ষায় স্থানীয় সরকার ব্যাবস্থার ভূমিকা নিয়ে বক্তারা আলোকপাত করেন।  আলোচনায় প্রধান অতিথি এ অর্জনকে টিকিয়ে রাখতে স্থানীয় সরকার ব্যবস্থার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন পর্যায়ে ষাট হাজারেরও অধিক জনপ্রতিনিধি যাতে  অধিকতর কার্যকর  ভূমিকা রাখতে পারে তার জন্য গুণগত প্রশিক্ষণের মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধির কথা জানান। সিনিয়র সচিব প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বাধীনতা অর্জনের ৪৭তম বছরে আমরা জাতিসংঘ কর্র্তৃক উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এ সম¥ান অর্জন করেছি। 
 
 আলোচকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে সরকারি, বেসরকারি সকল পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে টেকসই ব্যবস্থাপনা প্রয়োগের আহ্বান জানান।
 
#
জাকির/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৮/১৯০২ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৯৩৬ 
 
কর্মসংস্থান বাড়াতে হবে
      --অর্থমন্ত্রী 
ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :
 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিনিয়োগ আকর্ষণ বাংলাদেশের জন্য কঠিন হবে না। কারণ বাংলাদেশের যথেষ্ট সম্পদ রয়েছে। আজ রাজধানীর স্থানীয় এক হোটেলে ‘বাংলাদেশ গ্রাজুয়েশন ফ্রম এলডিসি স্ট্যাটাস : অপরচুনিটি এন্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
 
অর্থমন্ত্রীর সঞ্চালনায় কর্মশালায় প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বযক মোঃ আবুল কালাম আজাদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম, পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক, ইউএনওএইচআরএলএলএসের সিনিয়র প্রতিনিধি ফেকিতামোয়েলোয়া কাতোয়া (টঘঙঐজখখঝ, ঐরময জবঢ়ৎবহঃধঃরাব গং. ঋবশরঃধসড়বষড়ধ  কধঃড়ধ) ইউএনডিপির ডিরেক্টর হোলিয়াং জু (ঐধড়ষরধহম ঢঁ), পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ, জাতিসংঘের কর্মকর্তা রোল্যান্ড মলিরাস (জড়ষধহফ গড়ষষবৎঁং), এফবিসিসিআই এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এমসিসিআই এর সভাপতি নিহাদ কবির প্রমুখ।
 
কর্মশালায় চারটি বিষয়ে গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, আমাদের অধিক কর্মসংস্থান বাড়াতে হবে, আকৃষ্ট করতে হবে বিনিয়োগ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছি আরো নিতে হবে এবং বাংলাদেশ সামাজিক সূচকে ভাল অবস্থানে রয়েছে আর এটি অব্যাহত থাকলে সামাজিক সূচক খাত থেকে ভাল কিছু পাওয়া যাবে।
 
মন্ত্রী আরো বলেন, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠায় বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের প্রশংসা করেছে জাতিসংঘসহ উন্নয়ন সহযোগী সংস্থা। শক্ত ভিতের ওপর দাঁড়িয়েই বাংলাদেশের এই অর্জন সম্ভব হয়েছে। সরকারের পক্ষে উন্নয়ন সহযোগীদের কাছে অতীতের মতোই সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানানো হয়েছে।
 
#
শাহেদ/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৮/১৮৩৩ ঘণ্টা 
 
Todays handout (4).docx