তথ্যবিবরণী নম্বর : ৩৩৬০
জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সাবকমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :
জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সাবকমিটির বৈঠক আজ কমিটির আহ্বায়ক ইউসুফ আব্দুল্লাহ হারুন এর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
সোনালী ও অগ্রনী ব্যাংকের সার্বিক কার্যক্রম তদন্ত করে বিভিন্ন অনিয়ম চিহ্নিতকরণ ও সুপারিশ প্রদানের লক্ষ্যে বৈঠকে অগ্রণী ব্যাংকের উপস্থাপিত প্রতিবেদনের উপর ভিত্তি করে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় বড় বড় খেলাপি ঋণের বিষয়ে অধিকতর সতর্কতা অবলম্বন, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণ ও ঋণ আদায়ে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের ব্যাপারে কমিটি সুপারিশ করে।
বৈঠকে অগ্রণী ব্যাংকের আর্থিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় দুর্বলতা চিহ্নিত করে ব্যাংকের নীতিমালার আলোকে সততার সাথে দায়দায়িত্ব পালন ও জবাবদিহিতা রক্ষার উপর গুরুত্বারোপ করা হয়। একজন ঋণগ্রহীতা যে উদ্দেশ্যে ঋণ গ্রহণ করেন সঠিকভাবে সেই নির্দিষ্ট প্রয়োজনে ঋণের টাকা ব্যয়িত হওয়ার ব্যাপারে ব্যাংকের মনিটরিং থাকার বিষয়ে পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, এ বি তাজুল ইসলাম এবং শেখ ফজলে নূর তাপস বৈঠকে অংশগ্রহণ করেন।
অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক অডিট অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন।
#
লাবণ্য/আফরাজ/জসীম/জয়নুল/২০১৫/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৩৫৯
বেসরকারি মেডিকেল কলেজের কার্যক্রম দেখতে পর্যবেক্ষণ দল গঠন
ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :
স্থগিত থাকা বেসরকারি মেডিকেল কলেজেসমূহের কার্যক্রম খতিয়ে দেখার জন্য পর্যবেক্ষণ দল গঠন করেছেন স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। স¦াস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে কর্মকর্তাদের সমন¦য়ে গঠিত এই দলকে আগামী দু’সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন স¦াস্থ্যমন্ত্রী।
মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ নির্দেশ দেন। পর্যবেক্ষণ দলের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আগামী পর্যালোচনাসভায় কলেজগুলোর কার্যক্রম অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।
সভায় মাদারীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্রের নামে শেখ কামাল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেয়া হয়। বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা বৃদ্ধির বিষয়েও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
স¦াস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স¦াস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, স¦াস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.দীন মো. নুরুল হকসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।
#
স¦াচিপ-এর নতুন কমিটিকে স¦াস্থ্যমন্ত্রীর অভিনন্দন
স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম স¦াধীনতা চিকিৎসক পরিষদ (স¦াচিপ) এর নতুন কমিটির সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম এ আজিজসহ সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।
দেশের মানুষের জন্য স¦াস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগকে এগিয়ে নিতে স¦াচিপ এর নতুন কমিটির নেতৃবৃন্দ সহযোগিতা করবেন বলে এক অভিনন্দন বার্তায় স¦াস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেন।
তিনি বলেন, দেশের দরিদ্র মানুষ যেন কোনোভাবেই চিকিৎসকদের সেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে স¦াচিপ এর নতুন নেতৃত্বকে বিশেষ দৃষ্টি দিতে হবে। তিনি সাধারণ মানুষের সেবা নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে পরিষদের সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানান।
#
পরীক্ষিৎ/আফরাজ/জসীম/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৩৫৮
তিন হাজার ভূমি অফিস নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ
-- ভূমিমন্ত্রী
ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণের জন্য সারাদেশে তিন হাজার জরাজীর্ণ ভূমি অফিসকে আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, ভূমি অফিসে নাশকতা করার সুযোগ দিবে না সরকার।
মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি মন্ত্রণালয়াধীন সারাদেশে প্রস্তাবিত ‘তিন হাজার ভূমি অফিস নির্মাণ’ শীর্ষক প্রকল্পের ডিপিপি পর্যালোচনাসভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিসগুলো অত্যন্ত জরাজীর্ণ ও অরক্ষিত। সারাদেশের জরাজীর্ণ ভূমি অফিসগুলোকে পর্যায়ক্রমে সুদৃশ্য ভবনে রূপান্তর করা হবে।
পর্যালোচনা সভায় জানানো হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকৌশল বিভাগ প্রতিটি ভূমি অফিস নির্মাণে বাউন্ডারিসহ ১ হাজার ৩৬ বর্গফুটের দু’কক্ষের অফিস ঘর, রেকর্ড রুম এবং দোতলা ফাউন্ডেশনের একতলা ভবন নির্মাণ করবে। প্রতিটি ভবন নির্মাণে ৩৯ লাখ টাকার ব্যয় প্রাক্কলন করা হয়েছে। এ হিসেব ধরে সারাদেশে তিন হাজার ভূমি অফিস নির্মাণে ব্যয় হবে দু’হাজার ২১৩ কোটি টাকা। প্রথম পর্যায়ে এক হাজার ৪২টি ভূমি অফিস নির্মাণের প্রস্তাবনা প্রকল্পে রয়েছে।
প্রস্তাবিত ডিপিপি অনুমোদিত হলে যৌথ সমন্বয়ের মাধ্যমে দ্রুততার সাথে জায়গা নির্বাচন করে টেকসই ও মানসম্মত ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন ভূমিমন্ত্রী। চার বছরের মধ্যে প্রকল্প বাস্তবায়নকাল রাখার জন্য মন্ত্রী অভিমত ব্যক্ত করেন।
সভায় অন্যান্যের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আকরাম হোসেন, অতিরিক্ত সচিব পুন্যব্রত চৌধুরী ও আতাউর রহমান, যুগ্মসচিব শামস্ আল মুজাদ্দেদ ও আবুয়াল হোসেন এবং স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পি কে চৌধুরী উপস্থিত ছিলেন।
#
রেজুয়ান/আফরাজ/জসীম/সেলিম/২০১৫/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৩৫৭
কারিগরি শিড়্গাবোর্ডের আগামীকালের পরীড়্গা ২৫ নভেম্বর
ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :
কারিগরি শিড়্গা বোর্ডের অধীন ৯ম শ্রেণির (ভোকেশনাল) সমাপনী পরীড়্গা-২০১৫ এর ১৯ নভেম্বর তারিখের পরীড়্গা অনিবার্য কারণে স'গিত করা হয়েছে। পরীড়্গাটি ২৫ নভেম্বর বুধবার সংশিস্নষ্ট কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
ব্যবহারিক পরীড়্গা ২৬ নভেম্বর আরম্ভ হয়ে ৩০ নভেম্বর শেষ হবে।
পরীড়্গা সংক্রানত্ম অপরাপর কর্মসূচি অপরিবর্তিত থাকবে।
#
আফরাজ/জসীম/সেলিম/২০১৫/২২০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৩৫৬
প্যারিসে শিক্ষামন্ত্রী
সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ অন্যসব দেশের সাথে কাজ করতে প্রস্তুত
ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশ সরকার সব ধরণের সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবিলায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
শিক্ষামন্ত্রী ও ইউনেস্কো’র ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম নাহিদ গতরাতে প্যারিসে ইউনেস্কো সদরদপ্তরে আয়োজিত ইউনেস্কো লিডার্স ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে বক্তৃতায় একথা বলেন।
জাতিসংঘ সংস্থাটির ৭০ বছর পূর্তিতে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ এর ভাষণের পরপরই বাংলাদেশের শিক্ষামন্ত্রী বক্তব্য রাখেন।
শিক্ষামন্ত্রী তাঁর বক্তৃতায় প্যারিসে গত সপ্তাহে ঘৃণ্য হামলায় বহু নিরপরাধ ব্যক্তি নিহত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফরাসি সরকার ও জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বলেন, আমরা এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি বলেন, সন্ত্রাসীদের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করতে হবে। সন্ত্রাসীদের কোন ধর্ম, বর্ণ ও গোত্র নেই। সন্ত্রাসী ও জঙ্গিরা কোনো দেশের সীমারেখায় সীমাবদ্ধ থাকে না উল্লেখ করে নাহিদ বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ সকল দেশের সাথে একযোগে কাজ করতে প্রস্তুত। শিক্ষামন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় ইউনেস্কোর ভূমিকা বিশেষভাবে উল্লেখ করে বলেন, উগ্রজঙ্গিদের সঙ্গ থেকে দূরে রাখতে যুবসমাজকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।
#
সাইফুল্লাহ/আফরাজ/মিজান/জসীম/জয়নুল/২০১৫/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৩৫৫
সংস্কৃতি রক্ষার ঢাল চলচ্চিত্র
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি-দানবের দাপাদাপির ভেতরে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশীয় সংস্কৃতি রক্ষার ঢাল হিসেবে কাজ করবে চলচ্চিত্র।
মন্ত্রী আজ ঢাকার উত্তরায় বাংলাদেশ ফিল্ম ও টেলিভিশন অ্যাকাডেমি (বিএফটিএ) এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সরকারিভাবে গত বছর চালু হওয়া বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর কথা উল্লেখ করে তিনি চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ে বেসরকারি উদ্যোগের সাফল্য কামনা করেন।
তথ্যমন্ত্রী এ সময় স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের বিভিন্ন পর্যায় স্মরণ করে বলেন, ‘বঙ্গবন্ধুই সেই মহান নেতা যিনি সাম্প্রদায়িকতার আলখাল্ল¬া ঝেড়ে ফেলে এদেশের সকলকে বাঙালিত্বের পরিচয় খুঁজে দিয়েছেন। আর সেই পরিচয় আমাদের সংস্কৃতির মধ্যেই প্রকাশিত।’
হাসানুল হক ইনু চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানকে ডিজিটাল প্রযুক্তির সাথে সমন্বয়ের আবশ্যকতার কথা উল্লে¬খ করে বলেন, অশ্লিল¬তা রোধ এখন চলচ্চিত্রের সামনে একটি বড় চ্যালেঞ্জ। একইসাথে তিনি রাজনীতির সাথে সংস্কৃতির সংশ্লে¬ষের ওপর গুরুত্বারোপ করেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু িি.িনভঃধ.পড়স.নফ ওয়েবসাইট উন্মোচনের মাধ্যমে বাংলাদেশ ফিল্ম ও টেলিভিশন অ্যাকাডেমির উদ্বোধন ঘোষণা করেন।
বিএফটিএ’র অন্যতম উপদেশক অভিনেতা ও নাট্যনির্দেশক আলী যাকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন খ্যাতিমান অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা ও গুণী নির্মাতা অভিনেতা আফজাল হোসেন।
বিএফটিএ’র উপদেশকবৃন্দ অধ্যাপক ও লেখক সৈয়দ মনজুরুল ইসলাম, চলচ্চিত্রব্যক্তিত্ব এম এ আলমগীর, ডিজাইনার চন্দ্রশেখর সাহা ও বিজ্ঞাপননির্মাতা পিপলু আর খানসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াহিদা মল্লি¬ক জলি, সাবেরী আলম, বন্যা মির্জা, আফরোজা বানু, মৌটুসী বিশ্বাস, ফ্লোরা সরকার, বদরুল আনাম সৌদ, হ্যারল্ড রশীদ চৌধুরী, হাসান শাহরিয়ার, রহমতুল¬াহ তুহিন, এ এইচ এম জুলফিকার রহমান ও কলকাতার মঞ্চ অভিনেতা পার্থ সারথী দেব।
#
আকরাম/আফরাজ/জসীম/জয়নুল/২০১৫/১৮৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৩৫৪
পিএসসি’র নবনিযুক্ত সদস্য শেখ আলতাফ আলীর শপথ গ্রহণ
ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আজ ঢাকায় সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর নবনিযুক্ত সদস্য শেখ আলতাফ আলীকে শপথ বাক্য পাঠ করান।
অবসর উত্তর ছুটি (পিআরএল) ভোগরত সরকারের সিনিয়র সচিব শেখ আলতাফ আলীকে সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
#
মাহবুবুর/আফরাজ/জসীম/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৩৫৩
মুজাহিদ ও সাকা চৌধুরীর রিভিউ আবেদন খারিজ হওয়ায় বিমানমন্ত্রীর সন্তোষ
ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :
মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদন খারিজ হয়ে আদালত কর্তৃক ফাঁসির রায় বহাল থাকায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সন্তোষ প্রকাশ করেছেন।
আজ এক বিবৃতিতে মন্ত্রী বলেন, এই রায়ে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। এর মধ্য দিয়ে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের আত্মা পরম শান্তি লাভ করবে। যুদ্ধাপরাধীদেরকেও আইনের প্রতিটি প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার মধ্য দিয়ে আইনের শাসন ও ন্যায়বিচারের ক্ষেত্রে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি অরো বলেন, জাতি এখন অধীর আগ্রহে এ রায় দ্রুত কার্যকরের অপেক্ষায় আছে, যার মধ্য দিয়ে যুদ্ধাপরাধ মুক্ত বাংলাদেশ বিশ্ব মানচিত্রে মর্যাদার আসনে অভিষিক্ত হবে।
#
মাহবুবুর/আফরাজ/জসীম/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৩৫২
প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী
৯৫টি অভিযুক্ত ওমরাহ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে
ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, ২০১৪ সালে ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরব থেকে ফেরত না আসায় ১০৪টি এজেন্সির মধ্যে ৬৯ টি অভিযুক্ত ওমরাহ এজেন্সির লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত এবং সর্বোচ্চ ২ কোটি থেকে সর্বনি¤œ ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। এছাড়া ২৬টি এজেন্সিকে আর্থিক দন্ড প্রদান করা হয়েছে। আর ৯টি এজেন্সির বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ ইমিগ্রেশন রিপোর্টের সাথে পরীক্ষা করে দেখে পুনঃতদন্ত করা হবে।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
মন্ত্রী জানান, সৌদি আরবের ওমরাহ ব্যবস্থাপনা ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের তথ্য অনুসারে ২০১৪ সালে ওমরাহ পালন করতে গিয়ে ১১ হাজার ৪৮৫ জন ওমরাহযাত্রী দেশে ফেরত আসেনি। বিষয়টি ছিল বাংলাদেশের জন্য বিব্রতকর ও অনাকাক্সিক্ষত। এ কারণে ২০১৫ সালে বাংলাদেশের ওমরাহযাত্রীদের অনুকূলে সৌদি কর্তৃপক্ষ ওমরাহ ভিসা ইস্যু করেনি।
তিনি আরো বলেন, দায়ী ওমরাহ এজেন্সিসমূহের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে তাঁর প্রতিশ্রুতির আলোকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সুপারিশের আলোকে এসব শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করায় এ বছর ওমরাহ ভিসা চালু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রেস ব্রিফিংয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুজ্জামান, উপসচিব মো. নাসির উদ্দিন ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
#
আনোয়ার/আফরাজ/মিজান/জসীম/জয়নুল/২০১৫/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৩৫১
মানববর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত
ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :
দেশের গ্রাম ও শহরাঞ্চলে ল্যাট্রিনে মানববর্জ্য পূর্ণ হলে তা উন্মুক্ত স্থান বা জলাশয়ে ফেলা হচ্ছে। এতে করে সুপেয় পানির উৎসসমূহ দূষিত হচ্ছে। পানি দূষণে বছরে পাঁচ বছরের কম বয়সী লক্ষাধিক শিশু ডায়রিয়া রোগে মারা যাচ্ছে।
আজ ঢাকায় বুয়েট মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট ইউনিট (পিএসইউ) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আয়োজিত মানববর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় পরামর্শ সভায় এসব তথ্য তুলে ধরা হয়।
পিএসইউ প্রকল্প পরিচালক কাজী আব্দুল নূরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বুয়েটের উপাচার্য অধ্যাপক খালেদা একরাম, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, বুয়েটের অধ্যাপক মো. মুজিবুর রহমান এবং ড. মো. আশরাফ আলী আলোচনায় অংশ নেন।
সভায় বক্তাগণ বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, ওয়াসা ও নগর উন্নয়ন কর্তৃপক্ষগুলোতে মানববর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আইনি কাঠামোর মাধ্যমে কোন সেবাকর্ম অন্তর্ভুক্ত নেই। এসব প্রতিষ্ঠানের দায়দায়িত্ব সুনির্দিষ্ট করা ও সক্ষমতা অর্জনে সকল পর্যায়ের মানুষের মতামত নেয়া হচ্ছে। এতে করে বিদ্যমান সমস্যাবলি সমাধানের পথ তৈরি হবে।
বক্তাগণ বলেন, বাংলাদেশে একটি স্বাস্থ্যসম্মত, পরিবেশ বান্ধব, টেকসই স্যানিটেশন ব্যবস্থা সুনিশ্চিত করতে পরামর্শ সভায় আগত দেশি-বিদেশি বিশেষজ্ঞগণের মূল্যবান দিক নির্দেশনা সহায়ক শক্তি হতে পারে।
সভার সভাপতি বলেন, মানববর্জ্য ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপদানে চলতি বছর রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে। ইতোমধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ১৩টি জেলার পৌর এলাকায় মানববর্জ্য ব্যবস্থাপনা চালু করেছে।
দিনব্যাপী আয়োজিত পরামর্শ সভায় সরকারি-বেসরকারি সংস্থা, দাতাগোষ্ঠী ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধি ও পানি-স্যানিটেশন বিশেষজ্ঞগণ অংশ নেন। তারা অনুষ্ঠানে সুচিন্তিত মতামত তুলে ধরেন।
#
আহসান/আফরাজ/জসীম/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৩৫০
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :
জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত’র সভাপতিত্বে কমিটির সদস্য মো. তাজুল ইসলাম চৌধুরী, মো. আব্দুল মজিদ খান ও সফুরা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল, ২০০৫ এবং রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা বিল, ২০১৫ এর উপর আলোচনা হয়।
কমিটি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল, ২০১৫ সংসদে পেশের জন্য রিপোর্ট চূড়ান্ত করে।
বৈঠকে রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা বিল, ২০১৫ আরো পরীক্ষানিরীক্ষার জন্য সুপারিশ করা হয়।
আইন কমিশনের চেয়ারম্যান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
হালিম/আফরাজ/জসীম/জয়নুল/২০১৫/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৩৪৯
স্পিকারের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ জাতীয় সংসদে তাঁর কার্যালয়ে বাংলাদেশে রিপাবলিক অভ্ কোরিয়ার রাষ্ট্রদূত এএইচএন সিওং-ডু (অঐঘ ঝবড়হম-ফড়ড়) সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তাঁরা বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। এছাড়া তাঁরা দু’দেশের সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
স্পিকার কোরিয়ার রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, কোরিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং উন্নয়ন অংশীদার। এ সম্পর্ককে আরো বৃদ্ধি করে দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি আরো বলেন, উভয় দেশের সংসদ পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একে অপরের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে।
রাষ্ট্রদূত রপ্তানি বাণিজ্যসহ সকল প্রকার বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সহযোগিতা ও বন্ধুত্ব ভবিষ্যতে আরো বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন, চিকিৎসা, রেল যোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
#
শিবলী/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৩৪৮
শিল্পখাতে অর্থায়নসহ অন্যান্য সমস্যার সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে
- শিল্পমন্ত্রী
ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :
দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের টেকসই বিকাশের লক্ষ্যে শিল্পখাতের উদ্যোক্তাদের শতকরা ৯ ভাগ হারে ঋণসুবিধা দেয়ার দাবি জানিয়েছেন এসএমই শিল্প উদ্যোক্তারা। তারা এসএমইখাতে বিরাজমান বিশাল সম্ভাবনা কাজে লাগাতে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা সহজীকরণের পাশাপাশি এখাতে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর তাগিদ দেন।
ফেডারেশন অভ্ বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর উদ্যোগে আয়োজিত ‘এসএমইখাতের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ দাবি জানান। রাজধানীর মতিঝিলে অবস্থিত ফেডারেশন ভবনে আজ এ সভার আয়োজন করা হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এতে প্রধান অতিথি ছিলেন।
বক্তারা গবেষণার তথ্য উল্লেখ করে বলেন, এসএমইখাতে উদ্যোক্তারা শতভাগ ঋণ পরিশোধ করে থাকেন। এ বিবেচনায় এসএমইখাতে সিঙ্গেল ডিজিট সুদে ঋণ দিতে সংশয়ের কোনো কারণ নেই। তারা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক হতে দ্রুত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নির্দেশনা জারির দাবি জানান।
শিল্প উদ্যোক্তারা অভিযোগ করে বলেন, সারাদেশের বিসিক শিল্পনগরিগুলোতে এখনও অনেক প্লট খালি পড়ে রয়েছে বা প্লটবরাদ্দ নিয়ে দীর্ঘদিন ধরে শিল্প স্থাপন করা হচ্ছে না। তারা প্রকৃত শিল্প উদ্যোক্তাদের মাঝে প্লটবরাদ্দ প্রদান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিটিতে জেলাপর্যায়ের চেম্বার ও ট্রেডবডির নেতাদের অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। একই সাথে তারা বিসিক শিল্পনগরির প্লটের দাম ও সার্ভিস চার্জ সহনীয়পর্যায়ে রাখা জরুরি বলে অভিমত দেন।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, গ্রামভিত্তিক অর্থনীতি জোরদারের লক্ষ্যে বর্তমান সরকার তৃণমূলপর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পায়নের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে এসএমই শিল্পায়ন কার্যক্রম বেগবান হয়েছে। এসএমই শিল্পখাত বিকাশের ফলে বর্তমানে শহরের তুলনায় গ্রামের শ্রমজীবী মানুষ অধিক সচ্ছল। শিল্পখাতে অর্থায়নসহ অন্যান্য সমস্যার সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে তিনি জানান।
আমির হোসেন আমু বলেন, বিসিক শিল্পনগরিগুলোর খালিপ্লট দ্রুত বরাদ্দ দিতে ইতোমধ্যে উদ্যোগ নেয়া হয়েছে। এর পাশাপাশি যেসব উদ্যোক্তা দীর্ঘদিন ধরে শিল্প স্থাপন করেনি, তাদের প্লটও বাতিল করা হচ্ছে। এ বিষয়ে যেকোনো অভিযোগ শিল্পমন্ত্রণালয় গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে তিনি উদ্যোক্তাদের আশ্বস্ত করেন।
এফবিসিসিআই’র এসএমই সংক্রান্ত স্থায়ী কমিটির পরিচালক আলহাজ মো. বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম হাবিব উল্লাহ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সীতাংশু কুমার সুর চৌধুরী, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ, প্রথম সহসভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, নাসিব প্রেসিডেন্ট মির্জা নূরুল গণি শোভনসহ বিভিন্ন চেম্বার ও ট্রেডবডির কেন্দ্রীয় ও জেলার পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
#
জলিল/আলম/শুকলা/আসমা/২০১৫/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৩৪৭
নেদারল্যান্ডের রাণীর সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :
বাংলাদেশে সফররত নেদারল্যান্ডের রাণী ও জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত গধীরসধ তড়ৎৎবমঁরবঃধ ঈবৎৎঁঃর আজ রাজধানীর একটি হোটেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি’র সাথে সাক্ষাৎ করেন।
এসময় রাণী বলেন, বাংলাদেশের গ্রামীণ জনপদে নারীরা বেশ সাবলম্বী হয়ে উঠছে। পাশাপাশি বাংলাদেশে টেলিযোগাযোগ ও ইন্টারনেটের ব্যাপক প্রসার ঘটেছে। ফলে তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থানে গ্রামীণ নারীর ব্যাপক আকারে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার অপূর্ব ক্ষেত্র তৈরি হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ নারীদের অর্থনৈতিক সম্পৃক্তি আরো জোরদার করা যায়।
প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ নারীদের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ইতোমধ্যেই লার্নিং এন্ড আর্নিং, বাড়ি বসে বড়লোক ইত্যাদি প্রকল্পের মাধ্যমে কাজ করে চলেছে। পাশাপাশি যে সমস্ত এলাকায় প্রযুক্তিসুবিধা অপ্রতুল সেসব জায়গায় নেদারল্যান্ডের ফ্লোটিং সিটিঅ্যাপস এবং আইসিটি ডিভিশন, রবি ও হুয়াওয়ে কর্তৃক চালু হতে যাওয়া ডিজিটাল বাসের সহায়তায় প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে প্রান্তিকপর্যায়ে প্রযুক্তিসেবা পৌঁছে দেয়া হবে।
রাণী গ্রামীণ এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেয়ার মাধ্যমে গ্রামীণ জনপদে অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম আরো জোরদার করতে এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব (টংবৎ-ঋৎরবহফষু) ও কমখরচের মোবাইল ফোন উৎপাদন করতে প্রতিমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী রাণীকে অবহিত করেন যে, ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুসন-এ গ্রামীণ জনগোষ্ঠীকে এজেন্টদের ওপর নির্ভরতা কমাতে ও তাদের আর্থিক লেনদেন সুরক্ষিত রাখতে সরকার কাজ করছে। প্রতিমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়িত নানাধরনের কর্মকা- সম্পর্কে রাণীকে অবহিত করেন। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে নেদারল্যান্ডস ট্রাস্ট ফান্ড (এনটিএফ)-এর মাধ্যমে বাংলাদেশকে সহযোগিতার জন্য বাংলাদেশের পক্ষ থেকে নেদারল্যান্ড সরকারকে ধন্যবাদ জানান।
এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের এমডি হোসনে আরা বেগম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলামসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নেন।
#
নাছের/আলম/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৩৪৬
বাল্যবিবাহরোধে জনসচেতনতা সৃষ্টিতে জনপ্রতিনিধিদের কাজ করার আহ্বান স্পিকারের
ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, শুধুমাত্র আইনি কাঠামোর মাধ্যমে বাল্যবিবাহ রোধ করা সম্ভব নয়। এর পাশাপাশি আমাদেরকে তৃণমূলপর্যায়ে জনসচেতনতা সৃষ্টির জন্য জনপ্রতিনিধিদের সাথে নিয়ে কাজ করতে হবে। তাহলেই এক্ষেত্রে সফলতা অর্জন করা সম্ভব হবে।
তিনি আজ জাতীয় সংসদের শপথকক্ষে জাতীয় সংসদ এবং ওহঃবৎ–চধৎষরধসবহঃধৎু টহরড়হ (আইপিইউ) এর যৌথ উদ্যোগে ঈধঢ়ধপরঃু ইঁরষফরহম ভড়ৎ অফফৎবংংরহম ঈযরষফ গধৎৎধরমব ধহফ ইরৎঃয ্ গধৎৎধরমব জবমরংঃৎধঃরড়হ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
স্পিকার বলেন, মানবউন্নয়ন সূচক, অর্থনৈতিক উন্নয়নসূচক, দারিদ্র্যমোচন, মাতৃ ও শিশুমৃত্যুহার হ্রাসের মাধ্যমে সহ¯্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাং