তথ্যবিবরণী নম্বর : ৪৫৭
২০ শিড়্গক-কর্মচারীর এমপিও স'গিত
ঢাকা, ২ ফাল্গুন (১৪ ফেব্রম্নয়ারি) :
চলমান এসএসসি ও সমমান পরীড়্গায় দায়িত্ব পালনে অবহেলা, অসদুপায় অবলম্বন এবং সরকারি নির্দেশনা অমান্য করায় ২০ জন শিড়্গক-কর্মচারীর এমপিও স'গিত করা হয়েছে।
ঢাকা ও যশোর শিড়্গা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিড়্গা বোর্ডের অধীনে তারা দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন।
আজ শিড়্গা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারী করা হয়।
#
আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৫৫
গণমাধ্যমকে পবিত্র ও গণতন্ত্রকে জঙ্গিমুক্ত রাখুন
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ২ ফাল্গুন (১৪ ফেব্রম্নয়ারি) :
গণমাধ্যমকে বস'নিষ্ঠ, পবিত্র ও বিশ্বসত্ম রাখতে মিথ্যাচার, খ-িত তথ্য ও গুজবের ঝাপটা থেকে রক্ষা করতে হবে। একইসাথে গণতন্ত্রের ফুলের বাগানে জঙ্গি ও আগুন-সন্ত্রাসের বন্য হামলা প্রতিহত করতেও ঐক্যবদ্ধ হতে হবে।
আজ রাজধানীর তোপখানা রোডে প্রথমবারের মতো ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস’ উদ্যাপন উপলক্ষে প্রেস কাউন্সিলের আয়োজনে তাদের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর ও প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান সভায় যোগ দেন।
দিবসটি উপলক্ষে সকল গণমাধ্যমকর্মীকে শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭৪ সালের এই দিনে (১৪ ফেব্রম্নয়ারি) প্রেস কাউন্সিল আইন গেজেট আকারে প্রকাশিত হয় এবং সেই ঐতিহাসিক দিনটিকে বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস হিসেবে পালন দেশের গণমাধ্যমে একটি গুরম্নত্বপূর্ণ অধ্যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণমাধ্যমের অভূতপূর্ব বিকাশ ঘটেছে উলেস্ন্লখ করে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম এখন সক্রিয় ও জীবনত্ম।
হাসানুল হক ইনু বলেন, গণতন্ত্র শুধু সমালোচনার যন্ত্র নয়, যাপিত জীবনের আয়না। গণমাধ্যম স্বপ্ন দেখায়, শাসন করে, আদর করে। তাই একে পবিত্র, বস'নিষ্ঠ ও জনগণের বিশ্বসত্ম হতে হবে। গৃহের খোলা জানালা দিয়ে রোদ-হাওয়ার সাথে যেমন পোকা-মাকড় আসে, তেমনি গণতন্ত্রের জানালা দিয়ে শানিত্মর সাথে জঙ্গি-অশানিত্মও এসে ঢুকতে পারে। কিন' মানুষ ও গণতন্ত্রের মিলিত শক্তি জঙ্গি প্রতিহত করবেই।
প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধু গবেষণা পরিষদসহ বিভিন্ন গণসংগঠন দিবসটি উপলক্ষে প্রেস কাউন্সিলকে অভিনন্দন জানিয়ে পুষ্পাঞ্জলি প্রদান করে।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৫৪
একনেকে ১১ প্রকল্প অনুমোদন
ঢাকা, ২ ফাল্গুন (১৪ ফেব্রম্নয়ারি) :
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) -এর সভায় ৩ হাজার ৬৮৪ কোটি ৫০ লাখ টাকার প্রাক্কলিত ব্যয় সংবলিত ১১টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে । এর মধ্যে জিওবি ২ হাজার ৬৪১ কোটি ৯৯ লাখ টাকা। সংস'ার নিজস্ব তহবিল ৮৮ কোটি ৪৩ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৯৫৪ কোটি ৮ লাখ টাকা।
আজ ঢাকায় শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। একনেক সদস্যবৃন্দ, সংশিস্ন্লষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, সিনিয়র সচিব ও সচিববৃন্দ বৈঠকে উপসি'ত ছিলেন।
সভার শুরম্নতে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুসত্মফা কামাল জানান, আজকের একনেক সভাটি বর্তমান সরকারের চলতি মেয়াদে শততম সভা। একশ’টি সভায় মোট ৭৩৩টি প্রকল্প অনুমোদিত হয়েছে । অনুমোদিত প্রকল্পগুলোর জন্য প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৩শ’ নয় কোটি ৭৫ লাখ টাকা।
তিনি জানান, প্রধানমন্ত্রী প্রকল্প প্রণয়ন ও বাসত্মবায়নের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন । তিনি বলেন, প্রধানমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে জানান, চলমান অগ্রগতির অগ্রযাত্রা অব্যাহত থাকলে ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
একনেক সভায় অনুমোদিত প্রকল্পসমূহ হচ্ছে ৯৭৯ দশমিক ৯৮কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্প; ৩৭৪ দশমিক শূন্য ১ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘আলীকদম-জালানীপাড়া-করম্নকপাতা-পোয়ামুহুরী সড়ক নির্মাণ’ প্রকল্প; ১৬৫ দশমিক ১৯ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘গোপালগঞ্জ এবং বাগেরহাট পৌরসভায় পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন ব্যবস'ার উন্নতিকরণ’ প্রকল্প; ১০৬ দশমিক ৫৮কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘কোর্ট হতে রাজশাহী বাইপাস সড়ক পর্যনত্ম সড়ক প্রশসত্মকরণ’ প্রকল্প; ৫৯২ দশমিক ৬৯ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘বৃহত্তর নোয়াখালী (নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা) পলস্ন্লী অবকাঠামো উন্নয়ন-২’ প্রকল্প; ৩৪০ দশমিক ১৩ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্প; ২৫০ দশমিক ৫৬ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ, প্রকল্প; ১৮৩ দশমিক ৬৫ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন’ প্রকল্প; ৮৬ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘ঢাকা কারিগরি শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট স'াপন” প্রকল্প; ১৬৩ দশমিক ৫৭ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘সাভার সেনানিবাসে মিলিটারি পুলিশ সেন্টার ও স্কুল নির্মাণ’ প্রকল্প এবং ৪৪২ দশমিক ১৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় এলইডি সড়কবাতি, সিসিটিভি, ক্যামেরা ও সিসিটিভি কন্ট্রোল সেন্টার সরবরাহ ও স'াপন’ প্রকল্প।
#
শেফায়েত/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৫৩
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :
জাতীয় সংসদের ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৬তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি টিপু মুন্শির সভাপতিত্বে কমিটির সদস্য স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মো. শামসুল হক টুকু, মো. ফরিদুল হক খান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং ফখরুল ইমাম বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে ব্যাটালিয়ান আনসার (সংশোধন) বিল, ২০১৭ নিয়ে আলোচনা হয়। কমিটি ব্যাটালিয়ান আনসার (সংশোধন) বিল, ২০১৭ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষানিরীক্ষা করে এবং প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনসহ সংসদে উপস্থাপনের সুপারিশ করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের ভারপ্রাপ্ত আইজিপিসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
হালিম/অনসূয়া/জসীম/রফিকুল/আসমা/২০১৭/১৫৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৫০
জাতিসংঘে দু’দিনব্যাপী আইপিইউ’র পার্লামেন্টারি হিয়ারিং শুরু
নিউইয়র্ক, ১৪ ফেব্রুয়ারি :
‘নীল পৃথিবী : এজেন্ডা ২০৩০ এর প্রেক্ষিতে মানব কল্যাণ নিশ্চিত করতে সমুদ্র সংরক্ষণ ও ধরিত্রী সুরক্ষা (অ ডড়ৎষফ ড়ভ ইষঁব: চৎবংবৎারহম ঃযব ঙপবধহং, ঝধভবমঁধৎফরহম ঃযব চষধহবঃ, ঊহংঁৎরহম ঐঁসধহ ডবষষ-নবরহম রহ ঃযব ঈড়হঃবীঃ ড়ভ ঃযব ২০৩০ অমবহফধ)’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ ফেব্রুয়ারি জাতিসংঘ সদর দপ্তরে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে শুরু হয়েছে দু’দিন ব্যাপী আইপিইউ পার্লামেন্টারি হিয়ারিং।
এবার আইপিইউ’র বার্ষিক এই হিয়ারিং-এ প্রাধান্য দেওয়া হয়েছে সাগর, মহাসাগর ও সমুদ্র সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহারের বিষয়গুলোকে। পাশাপাশি এ লক্ষ্য অর্জনে জাতীয় ও আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ব্যাপক পদক্ষেপ নেওয়ার উপরও এই হিয়ারিং বিশেষভাবে প্রাধান্য দিয়েছে। উল্লেখ্য, এই হিয়ারিং এ বছর জুন মাসে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের সম্মেলনকে ফলপ্রসূ করতে ভূমিকা রাখবে।
বিশ্বের ৫৫টি দেশের ১৭৯ জন সংসদ সদস্যসহ ১০টি আন্তর্জাতিক সংস্থা এবং ১৯টি এনজিও’র প্রতিনিধিগণ এই পার্লামেন্টারি হিয়ারিং এ যোগ দিয়েছেন। উদ্বোধন অনুষ্ঠানে আইপিইউ’র প্রেসিডেন্ট বাংলাদেশের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পিটার থমসন এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ডঁ ঐড়হমনড় বক্তৃতা করেন।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বাংলাদেশের তিন সদস্যের একটি প্রতিনিধিদল এই হিয়ারিং এ যোগ দেন। বাংলাদেশ ডেলিগেশনের অন্য দু’জন সদস্য হলেন-কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল ও কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
বাংলাদেশ ডেলিগেশনের প্রধান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘এজেন্ডা ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্রের সকল সম্ভাবনাকে উন্মোচন করতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের সম্মিলিত প্রয়াস তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে’।
আইপিইউ’র প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী, তার বক্তব্যে সমুদ্রের দূষণ, মানুষ ও পরিবেশের সাথে সমুদ্রের আন্তঃসম্পর্ক, সমুদ্রসম্পদ এবং সমুদ্রের সাথে সম্পর্কিত সকল অর্থনৈতিক কর্মকা-ের তাৎপর্য তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ নি¤œ অববাহিকার দেশ, যেখানে জলবায়ু পরিবর্তনজনিত কারণে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পেলে সমগ্র অঞ্চল পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে’। সমুদ্রের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো অনুধাবন, অনুশীলন ও সম্মিলিতভাবে সমাধান করতে এই পার্লামেন্টারি হিয়ারিং সংসদ সদস্যদের জন্য একটি ভালো সুযোগ এনে দিয়েছে বলে আইপিইউ’র প্রেসিডেন্ট তার বক্তব্যে উল্লেখ করেন।
#
অনসূয়া/শহিদ/জসীম/রফিকুল/আসমা/২০১৭/১১৩০ ঘণ্টা