Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ ফেব্রুয়ারি ২০১৮

তথ্যবিবরণী ১১ ফেব্রুয়ারি ২০১৮

তথ্যবিবরণী                                                                                নম্বর : ৪৫৩
 
বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম বাস্তবায়ন করতে প্রয়োজন দক্ষ যোগাযোগ কৌশল
                   -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি) : 
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম বাস্তবায়ন করতে প্রয়োজন দক্ষ যোগাযোগ কৌশল। নির্দিষ্ট গ্রুপের জন্য নির্ধারিত যোগাযোগ পদ্ধতি রপ্ত করা দরকার। বিদ্যুৎ সাশ্রয় বাস্তবায়ন অভিযান ও প্রচারণা একটি সময়োপযোগী পদক্ষেপ। এর সফল বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। 
প্রতিমন্ত্রী আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে ‘জবংঢ়ড়হংরনষব টংব ড়ভ ঊষবপঃৎরপরঃু’ শীর্ষক প্রচরণা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনকারী ও বিতরণকারী উভয় কোম্পানির সাশ্রয় সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। বিল্ডিং কোড অনুসরণ করে বিদ্যুৎ বিতরণ করলে সাশ্রয় এমনিতেই হবে। তিনি এসময় সাংবাদিকদের এ বিষয়ে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। 
স্রেডার চেয়ারম্যান ড. মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ও জ্বালানি বিটের সাংবাদিক সংগঠন এফইআরবির প্রেসিডেন্ট অরুণ কর্মকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের পরিচালাক ড. সাইফুল হক, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈনউদ্দিন ও পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ বক্তব্য রাখেন।
 
#
 
আসলাম/ফারহানা/সঞ্জীব/রেজাউল/২০১৮/১৭২৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                নম্বর : ৪৫১
 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি) : 
 
জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪২তম বৈঠক কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী মেহের আফরোজ, মোঃ মোজাম্মেল হোসেন, আমিনা আহমেদ, মনোয়ারা বেগম এবং বেগম রিফাত আমিন বৈঠকে অংশগ্রহণ করেন।
 
কমিটি আর্ন্তজাতিক নারী দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের পথপ্রদর্শক এবং তাঁর সকল অবদানের জন্য সম্মাননা প্রদান করার সুপারিশ করে। বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও অধীনস্থ অফিসসমূহে ডিজিটাল সেবা ব্যবস্থাপনার বর্তমান অবস্থা সম্পর্কে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবহিত করা হয়। 
 
কমিটি ‘শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ’ বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির জন্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির খসড়া প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপন করার সুপারিশ করে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক মহিলা ও শিশুদের জন্য নীতিমালা অনুযায়ী চিকিৎসাসেবা প্রদান করার জন্য কমিটি সুপারিশ করে।
 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালকসহ  মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
 
#
 
নুরুল/ফারহানা/সঞ্জীব/রফিকুল/রেজাউল/২০১৮/১৭৩২ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                নম্বর : ৪৫০
 
গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতির মৃত্যুতে 
মহিলা বিষয়ক প্রতিমন্ত্রীর শোক
 
ঢাকা, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি) : 
 
গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির  সাবেক  সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা  ও বিশিষ্ট  আইনজীবী এডভোকেট হুমায়ুন কবির আজ রাজধানীর  একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে মহিলা ও শিশু  বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 
 
আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, এডভোকেট হুমায়ুন কবিরের মৃত্যুতে গাজীপুরবাসী একজন নিবেদিত আওয়ামী লীগ নেতা ও সমাজসেবককে হারালো। 
 
মরহুমের গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাদারতীতে। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ জটিল রোগে ভুগছিলেন।  
 
#
 
খায়ের/ফারহানা/সঞ্জীব/রেজাউল/২০১৮/১৭১৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৪৪৯ 
 
বিজনেস সেমিনারে যোগ দিতে বাণিজ্যমন্ত্রীর ঢাকা ত্যাগ 
 
 
ঢাকা, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি) : 
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিজনেস সেমিনার ‘টু প্রমোট ট্রেড এন্ড কমার্স বিটুইন বাংলাদেশ এন্ড সিঙ্গাপুর’-এ যোগ দিতে বাংলাদেশ বিজনেস চেম্বার, সিঙ্গাপুরের আমন্ত্রণে আজ সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আগামীকাল ১২ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে এ বিজনেস সেমিনার অনুষ্ঠিত হবে। 
 
সেমিনারের উদ্দেশ্য হলো সিঙ্গাপুরের ব্যাবসায়ীদের মধ্যে বাংলাদেশের ব্যাবসা ও বিনিয়োগের বিরাজমান অনুকূল পরিবেশ সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টি করা। সেমিনারে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের চলমান বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ, সুযোগ সুবিধা ও সম্ভাবনা তুলে ধরবেন।
 
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের সামাজিক, রাজনৈতিক ও ব্যাবসায়িক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ যে সকল দেশ থেকে পণ্য ও সেবা আমদানি করে সিঙ্গাপুর তারমধ্যে অন্যতম। বিগত ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ সিঙ্গাপুর থেকে ২৫৫১ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে, একই সময়ে বাংলাদেশ রপ্তানি করেছে ৩৩৫ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। 
 
আগামী ১৩ ফেব্রুয়ারি বাণিজ্যমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
 
#
 
লতিফ/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৮/১৭২৭ ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৪৪৮ 
 
আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর প্রতিষ্ঠাবর্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী
 
ঢাকা, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি) : 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :  
“বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় সমাবেশ উপলক্ষে এই বাহিনীর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 
১৯৪৮ সালে প্রতিষ্ঠিত আনসারবাহিনীর রয়েছে গৌরবময় ইতিহাস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে এ বাহিনী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 
আনসার সদস্যগণ মুক্তিযুদ্ধের শুরুতে অস্ত্রাগারের চল্লিশ হাজার রাইফেল মুক্তিযোদ্ধাদের বিতরণ করে। ’৭১ এর ১৭ এপ্রিল মেহেরপুরের আ¤্রকাননে বাংলাদেশের  প্রথম সরকারের শপথ অনুষ্ঠানে সরকার প্রধানকে ১২ জন সদস্য গার্ড অভ্ অনার প্রদান করে। ৬৭০ জন আনসার সদস্য মহান মুক্তিযুদ্ধে শহিদ হন। তাঁদের আমি গভীর শ্রদ্ধার সাথ স্মরণ করছি। স্মরণ করছি ভাষা শহিদ আনসার কমান্ডার আব্দুল জব্বারকে।
বাংলাদেশ আজ ধারাবাহিক উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার আর্থসামাজিক, আইনশৃঙ্খলা, অবকাঠামো, যোগাযোগ, স্থানীয় সরকার ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানিসহ প্রভৃতি  ক্ষেত্রে ব্যাপক উন্নতিসাধন করেছে। সরকারের এ সকল উন্নয়ন ও সাফল্যের অন্যতম অংশীদার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী। প্রতিষ্ঠার পর থেকে আনসারবাহিনী দেশের জনগণ এবং সম্পদের নিরাপত্তা বিধানে কাজ করে যাচ্ছে। বৃহৎ ও সুশৃঙ্খল বাহিনীর সদস্যদের দেশপ্রেম ও দায়িত্বশীলতা অত্যন্ত প্রশংসনীয়। দায়িত্বপালনকালে বাহিনীর হতাহত সদস্য এবং  তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি আমার আন্তরিক সমবেদনা।  
আমি আশা করি, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের  সোনার বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী  আরও অগ্রণী ভূমিকা পালন করবে।  
আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় সমাবেশ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/অনসূয়া/শহিদ/আসমা/২০১৮/১১০০ ঘণ্টা
 
তথ্যববিরণী                          নম্বর : ৪৪৭
আনসার ও গ্রাম প্রতরিক্ষাবাহনিীর প্রতষ্ঠিার্বাষকিীতে রাষ্ট্রপতরি বাণী 
 
ঢাকা, ২৯ মাঘ (১১ ফব্রেুয়ারি ) :    
 
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামদি আনসার ও গ্রাম প্রতরিক্ষাবাহনিীর প্রতষ্ঠিার্বাষকিী উপলক্ষে নম্নিোক্ত বাণী প্রদান করছেনে :  
"বাংলাদশে আনসার ও গ্রাম প্রতরিক্ষাবাহনিীর প্রতষ্ঠিার্বাষকিী ও ৩৮তম জাতীয় সমাবশে উপলক্ষে আমি বাহনিীর সকল সদস্যকে জানাই আমার আন্তরকি শুভচ্ছো ও অভনিন্দন।
প্রতষ্ঠিালগ্ন থকেইে বাংলাদশে আনসার ও গ্রাম প্রতরিক্ষাবাহনিী বাংলাদশেরে ইতহিাস, উত্তরণ ও সফলতা সবকছিুর সাথে ওতপ্রোতভাবে জড়য়িে আছ।ে এ বাহনিীর র্কমদক্ষতা এবং সবো আমাদরে ইতহিাসকে করছেে সমৃদ্ধ। মহান মুক্তযিুদ্ধে এ বাহনিীর ৬৭০ জন সদস্য জীবন উৎর্সগ করনে। স্বাধীনতার র্সূযসন্তান বীর আনসার সদস্যদরে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছ।ি 
প্রায় ৬১ লক্ষ সদস্যরে বাংলাদশে আনসার ও গ্রাম প্রতরিক্ষাবাহনিী সারাদশেে শান্তশিৃঙ্খলা রক্ষা এবং র্আথসামাজকি উন্নয়নে কাজ করে চলছে।ে র্অথনীতরি চালকিাশক্তি সচল রাখতে কলকারখানাসহ দশেরে বভিন্নি সরকার-িবসেরকারি গুরুত্বর্পূণ প্রতষ্ঠিানে নষ্ঠিার সাথে এ বাহনিীর সদস্যরা নরিাপত্তা রক্ষার দায়ত্বিপালন করছ।ে মানবসম্পদ উন্নয়নওে এই বাহনিীর রয়ছেে গুরুত্বর্পূণ ভূমকিা। বশিষে করে যুব ও নারী সমাজকে বভিন্নি পশোয় বনিামূল্যে প্রশক্ষিণ প্রদান করে বশিাল জনগোষ্ঠীর র্কমসংস্থানরে সুযোগ তরৈি করছ।ে আমি আশা কর,ি 'শান্ত,ি শৃঙ্খলা, উন্নয়ন, নরিাপত্তায় র্সবত্র আমরা' এ মূলমন্ত্রে দীক্ষতি বাংলাদশে আনসার ও গ্রাম প্রতরিক্ষাবাহনিীর প্রতটিি সদস্য মহান মুক্তযিুদ্ধরে চতেনা ও সবোর মহান আর্দশে উজ্জীবতি হয়ে দশে ও জনগণরে কল্যাণে আত্মনয়িােগ করব।ে 
আমি বাংলাদশে আনসার ও গ্রাম প্রতরিক্ষাবাহনিীর সকল র্কাযক্রমরে সফলতা এবং বাহনিীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা কর।ি
খোদা হাফজে, বাংলাদশে চরিজীবী হোক" 
#
আজাদ/অনসূয়া/শহদি/রজ্জোকুল/আসমা/২০১৮/১১০০ ঘণ্টা 
 
Todays handout (13).docx