তথ্যবিবরণী নম্বর: ২৪০৬
জলবদ্ধতা নিরসনে চট্টগ্রাম মহানগরীর খালগুলোকে তার স্বাভাবিক গতিপথে রাখতে হবে
- পানি সম্পদ উপদেষ্টা
চট্টগ্রাম, ৫ মাঘ (১৯ জানুয়ারি):
পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে নগরীর খালগুলোকে তার স্বাভাবিক গতিপথে রাখতে হবে। খাল দখলকারীদের আইনের আওতায় এনে এদের কঠিন জবাবদিহির মুখোমুখি করতে হবে।
আজ চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
আইনি বাধার কথা উল্লেখ করে পানি সম্পদ উপদেষ্টা বলেন, খাল ব্যক্তির নামে রেকর্ড করার কথা না। খাল ব্যক্তির নামে রেকর্ড করেছে, ব্যক্তি বাড়ি বানিয়েছে। এখন এই বাড়ি উচ্ছেদের জন্য সরকার টাকা দেবে। আবার ওই লোককে ক্ষতিপূরণ দেবে। সবটাই জনগণের টাকা যাচ্ছে। তিনি সংশ্লিষ্টদের খালগুলোকে এবার সীমানা চিহ্নিত করার নির্দেশ দেন। তিনি বলেন, বাংলাদেশে খালের সীমানা চিহ্নিতকরণ একটা খুবই ব্যয়বহুল বিষয়।
উপদেষ্টা আরো বলেন, এখান থেকে অল্প একটু দূরে এই চট্টগ্রাম নগরীর পাশেই পটিয়াতে দেখবেন যে সেখানে ৫ গ্রামে পানিই নাই। খালগুলো আপনারা ব্যক্তি নামে দিয়ে দিচ্ছেন আবার আমরা উচ্ছেদ করে দিচ্ছি, আবার ওদেরকে ক্ষতিপূরণ দিচ্ছি। এসকল ক্ষেত্রে কিন্তু ভূমি প্রশাসনকে জবাবদিহিতার মুখোমুখি করা উচিত। তিনি বলেন, খালের প্রশস্ততা থেকে রেগুলেটর যেন কোনোভাবেই সরু না হয়; এ বিষয়ে অনুশাসন জারির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন পানি সম্পদ উপদেষ্টা।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বিশেষ অতিথির বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন সভাপতিত্ব করেন এবং আগামী চার মাসের মধ্যে চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা নিরসনে কর্ম প্রক্রিয়া উপস্থাপন করেন নদী বিশেষজ্ঞ ফাইয়েজ আহমেদ তাইয়েব।
#
মামুন/রানা/মোশারফ/শামীম/২০২৫/২২২৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৪০৪
ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান, জরিমানা আদায়
ঢাকা, ৫ মাঘ (১৯ জানুয়ারি):
আজ নারায়ণগঞ্জের ফতুল্লায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে পাঁচটি ভিন্ন স্পটে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকারী দল ফতুল্লার মডার্ন হাউজিং এলাকায় ৪০টি সংযোগ বিচ্ছিন্ন করে, যার মধ্যে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে ০৬টি সংযোগ কিলিং করা হয়। এ সময় প্রায় ৪০০টি আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উক্ত হাউজিং থেকে ৩/৪ ইঞ্চি ব্যাসের প্রায় ৩০০ ফুট বিতরণ পাইপ উচ্ছেদ করে তা জব্দ করা হয়।
এছাড়া মডার্ন হাউজিংয়ের পাশে একজন গ্রাহকের অনুমোদিত ০৮টি ডাবল চুলার স্থলে অবৈধভাবে লাইন টেনে ২৮টি ডাবল চুলা ব্যবহার করায় তাৎক্ষণিক সংযোগটি বিচ্ছিন্ন করে মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত গ্রাহককে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ মোতাবেক ৯০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ইতিপূর্বে অনুমোদন অতিরিক্ত স্থাপনা ব্যবহারের কারণে বিচ্ছিন্নকৃত গ্রাহক মেসার্স নিউট টপ টেক্সটাইল বিডি লিমিটেডের গ্যাস সংযোগটি কন্ট্রোল ভাল্ব থেকে কর্তন করে কিল করা হয়।
পিলকুনি, নন্দলালপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ এলাকায় একটি মশার কয়েল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও আলকোবা ওয়াশিং কারখানায় প্রাথমিক অনুসন্ধানে গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়নি। তবে আলকোবা ওয়াশিং কারখানার কার্যক্রম অনুসারে গ্যাস সংযোগের সম্ভাবনা থাকায় প্রতিষ্ঠানটিকে মনিটরিংয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
#
শফি/মেহেদী/রানা/মোশারফ/শামীম/২০২৫/২১২৫/ঘণ্টা
Handout Number: 2403
Anti-pollution drives collect fines of BDT 6.52 lakh, demolish
2 factories, and seize 13,000 kg of banned polythene
Dhaka, 19 January:
Today under a special initiative by the Ministry of Environment, Forest and Climate Change, the Department of Environment conducted anti-pollution drives across several regions. These operations resulted in fines totaling BDT 6.52 lakh, the demolition of 2 factories, and the seizure of thirteen thousand 343 kg of banned polythene.
Mobile courts in Kurigram and Netrokona targeted illegal brick kilns, imposing fines of BDT 2.6 lakh through two cases and ordering the closure of one kiln's operations.
In Savar, a mobile court fined BDT 1.5 lakh through three cases for air pollution caused by tire pyrolysis activities.
Another operation in Muktarpur, Munshiganj, fined a cement factory BDT One lakh for air pollution.
In Ramna, mobile courts imposed fines of BDT three thousand across three cases for vehicles emitting excessive black smoke and issued warnings to 15 drivers.
Under the Air Pollution Control Rules 2022, operations were carried out in Sirajganj and various areas of Dhaka, including Paltan, Malibagh, Shantinagar, Rampura, Mirpur, and Chawkbazar. These efforts led to fines of BDT 49 thousand across eight cases and warnings to several establishments for air pollution caused by construction materials.
In Savar, actions against charcoal factories resulted in two cases, with two factories demolished and their operations ceased. In Comilla, Gazipur, Naogaon, and Savar, five mobile courts targeted the production, sale, and distribution of banned polythene. Eight cases led to fines totaling BDT 95 thousand and the seizure of thirteen thousand 343 kg of polythene. Several establishments were issued warnings. In Naogaon, a noise pollution drive resulted in fines of BDT 400 against two vehicle drivers and the seizure of four hydraulic horns. Several drivers were also warned.
The Department of Environment will continue its anti-pollution drives.
#
Dipankar/Mehedi/Rana/Mosharaf/Shamim/2025/2025 hour
তথ্যবিবরণী নম্বর: ২৪০২
পরিবেশ দূষণবিরোধী অভিযানে ৬ লাখ ৫২ হাজার টাকা জরিমানা
২টি কারখানা উচ্ছেদ এবং ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
ঢাকা, ৫ মাঘ (১৯ জানুয়ারি):
আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের পরিবেশ দূষণবিরোধী অভিযানে মোট ৬ লাখ ৫২ হাজার টাকা জরিমানা, ২টি কারখানা উচ্ছেদ এবং ১৩ হাজার ৩৪৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে আজ কুড়িগ্রাম ও নেত্রকোণা জেলায় দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে দুটি মামলার মাধ্যমে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় এবং একটি ইটভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
ঢাকার সাভারে টায়ার পাইরোলাইসিসের মাধ্যমে বায়ুদূষণের দায়ে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তিনটি মামলার মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মুন্সীগঞ্জের মুক্তারপুরে একটি সিমেন্ট কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক মামলায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ঢাকার রমনায় যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় এবং ১৫ জন চালককে সতর্ক করা হয়।
বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী, নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে সিরাজগঞ্জ ও ঢাকার পল্টন, মালিবাগ, শান্তিনগর, রামপুরা, মিরপুর ও চকবাজার এলাকায় চারটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এতে আটটি মামলার মাধ্যমে ৪৯ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
সাভারে চারকোল কারখানার বিরুদ্ধে অভিযানে দুটি মামলা করা হয়। দুটি কারখানা উচ্ছেদ করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
কুমিল্লা, গাজীপুর, নওগাঁ ও সাভারে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও সরবরাহের দায়ে পাঁচটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আটটি মামলার মাধ্যমে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ১৩ হাজার ৩৪৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।
নওগাঁয় শব্দদূষণের বিরুদ্ধে অভিযানে দুটি যানবাহনের চালককে ৪০০ টাকা জরিমানা এবং চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া কয়েকজন চালককে সতর্ক করা হয়।
পরিবেশ অধিদপ্তরের দূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
#
দীপংকর/মেহেদী/সঞ্জীব/মোশারফ/শামীম/২০২৫/২০১০ঘণ্টা
Handout Number: 2401
Electricity and water connections of illegal settlers on hills will be disconnected
....Syeda Rizwana Hasan
Chattogram, 19 January:
Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, stated that electricity and water connections for illegal settlers on hills will be disconnected. She questioned, "How do illegal occupants obtain such connections?" She also emphasized that even hill owners will face legal action if they are involved in hill cutting.
The advisor made these remarks today while visiting the Akbar Shah area in Chattogram to address the issue of illegal hill cutting. She engaged with local residents and the administration, stressing the importance of long-term plans to conserve hills.
The Adviser stated, "Unplanned hill cutting and mismanagement have placed the environment and biodiversity under severe threat. Such activities must be stopped immediately." She added, "Hill conservation is not solely the government’s responsibility; it is a collective duty. Restoration of the environment in hilly regions is possible through joint efforts by local communities, the administration, and environmental activists."
During the visit, the Mayor of Chattogram City Corporation, Dr. Shahadat Hossain, along with senior officials from local administration, relevant government and non-government organizations, and representatives of environmental organizations, were present. They highlighted the issues of the hilly regions and sought the advisor's assistance in resolving them.
The advisor instructed the local administration to take prompt and effective measures to conserve hills. She remarked, "Protecting hills and biodiversity is essential for ensuring a habitable planet for future generations. Eco-friendly policies must be formulated and implemented."
#
Dipankar/Mehedi/Sanjib/Abbas/2025/1804 Hours
তথ্যবিবরণী নম্বর: ২৪০০
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা, ৫ মাঘ (১৯ জানুয়ারি):
গত ১৭ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসনের বিপরীতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল'র শর্ত অনুযায়ী ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থীকে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। পার্বত্য অঞ্চল ছাড়া দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোটার (কোড নং ৭৭) শিক্ষার্থীদের তালিকা কোটার স্বপক্ষে সনদ/প্রমাণকসমূহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর যাচাই করে পরবর্তীতে প্রকাশ করবে।
ভর্তি পরীক্ষার পাস নম্বর ৪০। অংশগ্রহণকারী ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ২২ হাজার ১৫৯ জন যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬ দশমিক ৮৭ শতাংশ। উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থী সংখ্যা: ৩৭ হাজার ৯৩৬জন, যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩ দশমিক ১৩ শতাংশ । ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০ দশমিক ৭৫ ।
এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে মোট ১ লাখ ৩৫ হাজার ৬৬৫টি আবেদন জমা পড়ে। তার মধ্যে ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৷
সরকারি মেডিকেল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ০২ ফেব্রুয়ারি থেকে ০৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত । বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী
২৩ জানুয়ারি ২০২৫ প্রকাশিত হবে।
#
শাহাদাত/মেহেদী/রানা/মোশারফ/আব্বাস/২০২৫/২০৫২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৩৯৯
অবৈধভাবে পাহাড়ে বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে
--- পরিবেশ উপদেষ্টা
চট্টগ্রাম, ৫ মাঘ (১৯ জানুয়ারি):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অবৈধভাবে পাহাড়ে বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে। তিনি প্রশ্ন করেন, ‘অবৈধ দখলকারীরা কীভাবে এসব সংযোগ পায়?’ পাহাড়ের মালিক হলেও পাহাড় কাটলে তাদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।
আজ চট্টগ্রামের আকবরশাহ্ এলাকায় অবৈধ পাহাড় কাটা রোধে গৃহীত কার্যক্রম পরিদর্শনকালে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি স্থানীয় জনগণ ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন এবং পাহাড় সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর জোর দেন।
উপদেষ্টা বলেন, ‘অপরিকল্পিত পাহাড় কাটা এবং অব্যবস্থাপনার কারণে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে। এ ধরনের কার্যক্রম দ্রুত বন্ধ করতে হবে।’ তিনি আরো বলেন, ‘পাহাড় সংরক্ষণ শুধু সরকারের দায়িত্ব নয়; এটি সবার দায়িত্ব। স্থানীয় জনগণ, প্রশাসন ও পরিবেশবাদীদের সম্মিলিত উদ্যোগে পাহাড়ি অঞ্চলের পরিবেশ পুনরুদ্ধার সম্ভব।’
পরিদর্শনের সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্থানীয় প্রশাসন, সরকারি-বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পরিবেশ সংরক্ষণে কাজ করা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা পাহাড়ি অঞ্চলের সমস্যা তুলে ধরেন এবং এর সমাধানে সহযোগিতা চান।
উপদেষ্টা স্থানীয় প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে পাহাড় ও জীববৈচিত্র্য রক্ষা করা অত্যাবশ্যক। পরিবেশবান্ধব নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।’
#
দীপংকর/মেহেদী/সঞ্জীব/জয়নুল/২০২৫/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৩৯৮
জনবান্ধব ও জবাবদিহিমূলক সিভিল সার্ভিস গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর
--- স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ৫ মাঘ (১৯ জানুয়ারি):
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, জনবান্ধব ও জবাবদিহিমূলক সিভিল সার্ভিস গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সিভিল সার্ভিস দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে ÔAgent of changeÕ এর ভূমিকা পালন করে থাকে। অন্যদিকে, জবাবদিহিবিহীন সিভিল সার্ভিস ক্রমেই ফ্যাসিস্ট শাসনামল সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। ফলে সিভিল সার্ভেন্টদের আনুগত্য ও বিশ্বস্ততার মানদণ্ড রাষ্ট্র ও জনগণের পরিবর্তে রাজনৈতিক আদর্শ ও ব্যক্তিত্বের নিকট আত্মসমর্পণ করে। পরিণামে ব্যক্তিগত সুবিধা, রাজনৈতিক মেরুকরণ এবং দুর্নীতির প্রকোপ বৃদ্ধি পায়।
উপদেষ্টা আজ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার কক্ষে বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাগণের অংশগ্রহণে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর আয়োজিত ‘১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স, ২০২৪-২৫’ এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আধুনিক বিশ্বে সঠিক ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির বহুবিধ ব্যবহার নিশ্চিত করা সম্ভব। একটি দেশের উন্নয়নে ভূমির মালিকানা, সরকারি নীতির মাধ্যমে ভূমির সঠিক ব্যবহার, ল্যান্ড ইউজ প্ল্যানিং, ল্যান্ড জোনিং, আরবান প্ল্যানিং, স্পেশাল প্ল্যানিং বিরাট ভূমিকা রাখে। তিনি বলেন, ভূমির মালিকানা নিয়ে দেওয়ানি আদালতে যুগ যুগ ধরে চলমান হাজার-হাজার মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তি করতে হবে। ভূমি সেবা আরো সহজীকরণ করতে হবে। রেজিস্ট্রেশন ও মিউটেশন প্রক্রিয়া আরো জনবান্ধব করতে হবে। তিনি আরো বলেন, সুশাসন নিশ্চিতে ভূমি ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের গণকর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী এবং সিভিল মামলার দায়িত্বে নিয়োজিত বিচারকবৃন্দকে দেশের ভূমি ব্যবস্থা ও ভূমি প্রশাসন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন।
উপদেষ্টা এসময় প্রশিক্ষণলব্ধ জ্ঞান দ্বারা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে ভূমি সেবা সহজীকরণে একটি করে ÔLand service techniqueÕ প্রতিষ্ঠা করবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সম্প্রতি সংঘটিত ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, চাঁপাইনবাবগঞ্জের ঘটনাটি ধান ও গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে হয়েছে। এতে দু’পক্ষের লোকজনই আহত হয়েছে। আলোচনার মাধ্যমে এর সমাধান হয়েছে। তিনি বলেন, জনগণ সরকারকে সাহায্য করছে। সীমান্তে বিজিবি এলার্ট রয়েছে। আমরা আমাদের অধিকারের ব্যাপারে সোচ্চার রয়েছি। সীমান্ত সুরক্ষার ব্যাপারে কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলেও তিনি এসময় মন্তব্য করেন।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি সংস্থার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরী ও ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম।
উল্লেখ্য, ৪৯ দিন মেয়াদি ‘১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স, ২০২৪-২৫’-এ বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এর ৫৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
#
ফয়সল/মেহেদী/সঞ্জীব/জয়নুল/২০২৫/১৯৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৩৯৭
খাদ্য উপদেষ্টার সাথে রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ৫ মাঘ (১৯ জানুয়ারি):
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে ঢাকায় মন্ত্রণালয়ের অফিস কক্ষে রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত Alexander G Khozin সাক্ষাৎ করেছেন । খাদ্য উপদেষ্টা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে তাঁর সফলতা কামনা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি রাশিয়া থেকে গম আমদানির বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসান, কাউন্সিলর Vladimir Mochalov, রাশিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির প্রেসিডেন্ট মীয়া সাত্তার-সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
ইমদাদ/মেহেদী/সঞ্জীব/আব্বাস/২০২৫/১৯১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৩৯৬
জনসাধারণ যেন ইলিশ মাছ খেতে পারে তার জন্য চেষ্টা করে যাচ্ছে সরকার
--- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ঢাকা, ৫ মাঘ (১৯ জানুয়ারি):
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জনসাধারণ যেন ইলিশ মাছ খেতে পারে, সেটা যেন তাদের ক্রয়সীমার মধ্যে রাখা যায় তার জন্য চেষ্টা করে যাচ্ছে সরকার। এটা খুবই ক্ষুদ্র উদ্যোগ, জানি আপনারা সবাই সন্তুষ্ট হতে পারবেন না। আমরা এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকব, আরো বেশি কি করে দিতে পারি সেই চেষ্টা করে যাব।
উপদেষ্টা আজ রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ভবনের সামনে ‘ইলিশ মাছের সরবরাহ ও মূল্য শৃঙ্খলে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য হ্রাসকৃত মূল্যে ইলিশ মাছ বিক্রয়’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব। তিনি আরো বলেন, বাজারে যে ব্যবস্থা আছে, তাতে ইলিশ-সহ অন্যান্য মাছের দাম কমানো কঠিন। তবে আমরা প্রমাণ রাখতে চাই মাছ ধরার উৎস থেকে সরাসরি বিক্রয়ের জায়গায় আনতে পারি, তাহলে এটার দাম কমানো সম্ভব। আমরা বাজারের মধ্যস্বত্বভোগী কমানোর প্রক্রিয়া শুরু করতে চাই।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেরিন ফিশারিজ এসোসিয়েশনের প্রেসিডেন্ট এনাম চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, বিএফডিসির পরিচালক (অর্থ) অদ্বৈত চন্দ্র দাস, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক উম্মে হাবিবা, বাংলাদেশ মেরিন ফিশারিজ এসোসিয়েশনের পরিচালক তাইসির খান, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আবিদ হোসেন, ফিস ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন (ফোয়াব) সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন প্রমুখ। পরে উপদেষ্টা বিএফডিসির কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ইলিশ মাছ বিপণন কর্মসূচি বাস্তবায়নে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এবং বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন। এই কার্যক্রমের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘স্বাদে গন্ধে অতুলনীয়-ইলিশ কিনে হোন ধন্য’। স্বল্পমূল্যের ইলিশ বিক্রির কর্মসূচিতে ৪৫০ গ্রাম থেকে ৮৫০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি করা হচ্ছে কেজিপ্রতি ৬০০ টাকায়। ক্রেতারা জানান, বাজারে অনেক বেশি দাম হওয়ায় সবশেষ কবে ইলিশ কিনেছেন তাদের মনে নেই। তবে এখন কম দামে ইলিশ কিনতে পেরে তারা খুশি।
#
মামুন/মেহেদী/সঞ্জীব/জয়নুল/২০২৫/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৩৯৫
কৃষিবিদ ইনস্টিটিউশন এবং বিজয় রাকিন সিটিতে
ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিদর্শনে উপদেষ্টা শারমীন এস মুরশিদ
ঢাকা, ৫ মাঘ (১৯ জানুয়ারি):
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ কৃষিবিদ ইনস্টিটিউশনে গিয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সাথে সাম্প্রতিক ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে অবহিত হন। সেখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের তিনি বলেন, স্বনামধন্য এ প্রতিষ্ঠানে কোনো প্রকার বিশৃঙ্খলা কাম্য নয়। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় স্থানীয় পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেন।
সম্প্রতি মিরপুর বিজয় রাকিন সিটিতে বিভিন্ন গ্রুপের অন্তর্কোন্দলে আবাসিক এলাকার শান্তি বিঘ্নিত হচ্ছিল মর্মে উপদেষ্টার কাছে অভিযোগ আসে। তারই পরিপ্রেক্ষিতে খবর পেয়ে উপদেষ্টা সরজমিনে গিয়ে অভিযোগকারীদের কথা শোনেন। তিনি তাদেরকে অভিযোগ নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে তদন্তসাপেক্ষে সহায়তার নির্দেশ প্রদান করেন।
#
রফিকুল/মেহেদী/সঞ্জীব/আব্বাস/২০২৫/১৮২২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৩৯৩
সন্তানদের সুস্থ ভবিষ্যতের জন্য পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে
- পরিবেশ উপদেষ্টা
চট্টগ্রাম, ৫ মাঘ (১৯ জানুয়ারি):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আইনে নিষিদ্ধ বলেই শুধু নয়, সন্তানদের সুস্থ ভবিষ্যতের জন্য পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে। পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে এবার কঠোর হবে সরকার। সরকার ব্যর্থ হলে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অকল্পনীয় ক্ষতি বয়ে আনবে।
উপদেষ্টা আজ চট্টগ্রামে থিয়েটার ইনস্টিটিউটে পলিথিন বিরোধী এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, পলিথিনের বিকল্প আমাদের সবার কাছেই আছে। ঢাকা শহরের সুপার শপিংমলগুলো
হতে ৯০ শতাংশ পলিথিন দূর করা হয়েছে। এখন সেখানে কাপড়, কাগজ ও পাটের ব্যাগ ব্যবহার করা হচ্ছে। পলিথিন বন্ধে যুবকদের সংশ্লিষ্ট করা হচ্ছে। মার্কেট মনিটরিংয়ের জন্য কমিটি গঠন করা হয়েছে। সারাদেশ থেকেই পর্যায়ক্রমে পলিথিন দূর করা হবে। তিনি এসময় পাহাড় কাটা, শব্দদূষণ রোধেও সকলের সহযোগিতার আহ্বান জানান।
উপদেষ্টা আরো বলেন, পলিথিনের ক্ষতিকর প্রভাব আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য ও স্বাস্থ্যকে হুমকির মুখে ফেলেছে। নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার বন্ধ করতে সরকার, ব্যবসায়ী, ভোক্তা এবং স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। আমরা যদি এখনই কার্যকর পদক্ষেপ না নিতে পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম একটি বিপর্যস্ত পরিবেশে বাস করবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি আহসান হাবিব পলাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শেখ মোঃ তৌহিদুল ইসলাম প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব (দূষণ নিয়ন্ত্রণ) সিদ্ধার্থ শংকর কুন্ডু।
সভা শেষে উপদেষ্টা চট্টগ্রামের কাজির দেউড়ি কাঁচাবাজার পরিদর্শন করেন। এসময় তিনি দোকানদার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধির জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
#
দীপংকর/শাহিদা/রবি/সাঈদা/আলী/মাসুম/২০২৫/১৬১৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৩৯২
বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
ঢাকা, ৫ মাঘ (১৯ জানুয়ারি):
মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি আজ বঙ্গভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে সাক্ষাৎকালে এ আহ্বান জানান।
নবনির্বাচিত কমিটির সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এসময় তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যক্রম তুলে ধরেন এবং সাংবাদিকদের কল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন।