তথ্যবিবরণী নম্বর : ২৮৬৯
অসাম্প্রদায়িক অপশক্তি কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না
--- স¦াস্থ্যমন্ত্রী
ঢাকা, ২ কার্তিক (১৭ অক্টোবর) :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে অসাম্প্রদায়িক অপশক্তি আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ এই অশুভ শক্তির বিরুদ্ধে যে লড়াই চালিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণ এই লড়াইয়ে জয়ী হবেই।
মন্ত্রী আজ সন্ধ্যায় চৌদ্দ দলীয় নেতৃবৃন্দসহ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশন প্রাঙ্গণে সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত শারদীয় দুর্গোৎসবের পূজাম-প পরিদর্শনকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব দরবারে বর্তমানে বাংলাদেশকে অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ দেশ হিসেবে যে বিশেষ মর্যাদায় অভিষিক্ত করা হয়েছে সেই মর্যাদা আওয়ামী লীগ কখনো ভূলুণ্ঠিত হতে দেবে না। অশুভ শক্তির দলগুলো যত চক্রান্তই করুক না কেন তাদের অপচেষ্টা দেশে সফল হবে না। এদেশের অসাম্প্রদায়িক মনোভাবের জনগণের কাছে সেই শক্তি পরাজিত হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। আমাদের প্রতিজ্ঞা, সকল ধর্ম-বর্ণের মানুষকে সাথে নিয়ে যেন তাঁর স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে পারি।
সনাতন সমাজ সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন, সংঘের সাধারণ সম্পাদক স্বপন মজুমদারসহ চৌদ্দ দলীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
পরে মন্ত্রী ঢাকা রামকৃষ্ণ মিশনের মঠ ও পূজাম-প পরিদশর্ন করেন। মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ এবং মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ এসময় উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/সেলিম/পারভেজ/জয়নুল/২০১৮/২১৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৬৮
সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণœ রাখতে হবে
--- জনপ্রশাসন প্রতিমন্ত্রী
কেশবপুর (যশোর), ২ কার্তিক (১৭ অক্টোবর) :
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন। এদেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে বিভিন্ন পূজাম-প পরিদর্শনকালে এসব কথা বলেন। এসময় কেশবপুরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণœ রাখতে হবে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ বজায় রাখতে হবে। যারা সমাজে শান্তি বিঘিœত করতে চায় তাদের ব্যাপারে সর্বদা সচেতন থাকার জন্য প্রতিমন্ত্রী এসময় সকলকে আহ্বান জানান।
#
মাসুম/সেলিম/পারভেজ/জয়নুল/২০১৮/২০২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৬৭
‘একটি ফুলকে বাঁচাবো বলে’ প্রতিপাদ্য
১৩ ডিসেম্বর স্কুল-কলেজে ‘বিজয় ফুল’ তৈরি
ঢাকা, ২ কার্তিক (১৭ অক্টোবর ) :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে ‘একটি ফুলকে বাঁচাবো বলে’ প্রতিপাদ্যকে উপজীব্য করে আগামী ১৩ ডিসেম্বর জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো দ্বাদশ শ্রেণি পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ‘বিজয় ফুল’ তৈরি, গল্প রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কণ, একক অভিনয় ও চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংস্কৃতি সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে গত ১০ অক্টোবর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল মান্নান ইলিয়াসকে আহ্বায়ক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক ও চারুশিল্পী মোঃ মনিরুজ্জামানকে সদস্য-সচিব করে সাত সদস্যের ভেন্যুর সাজসজ্জা, লাইট ও সাউন্ড সিস্টেম, আমন্ত্রণপত্র, স্যুভেনির মুদ্রণ, পোস্টার, সিডিউল, ব্যানার, প্রকাশনা ও সাজসজ্জা সংক্রান্ত উপকমিটি গঠন করা হয়। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে আহ্বায়ক এবং সচিব মোঃ বদরুল আনম ভূঁইয়াকে সদস্য-সচিব করে সাত সদস্যের আবাসন, অভ্যর্থনা, রেজিস্ট্রেশন ও তথ্য কেন্দ্র সংক্রান্ত উপকমিটি গঠন করা হয়।
জাতীয় পর্যায়ে ‘বিজয় ফুল’ তৈরি, গল্প রচনা, কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কণ, একক অভিনয় ও চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টার অথবা গণভবনে অনুষ্ঠিত হতে পারে।
#
নাসির/মাহমুদ/নাইচ/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/১৭০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৬৬
২০৩০ সালের মধ্যেই টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জিত হবে
--- সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা, ২ কার্তিক (১৭ অক্টোবর) :
সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সরকারের সঠিক পরিকল্পনায় এখন বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় অনেক বৃদ্ধি পেয়েছে, বেড়েছে জিডিপিতে প্রবৃদ্ধির হারও। বাংলাদেশ নিজস্ব অর্থায়নে এখন পদ্মাসেতু করছে। দেশ এভাবে এগিয়ে যেতে থাকলে ২০৩০ সালের মধ্যেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।
মন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ কেমিস্ট্রি সোসাইটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ আয়োজিত ১৭-১৯ অক্টোবর পর্যন্ত ৩ দিনব্যাপী ‘বাংলাদেশ কেমিকেল কংগ্রেস ২০১৮’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ঝুঁকিতে থাকা প্রসঙ্গে মেনন বলেন, ‘আমরা আমাদের কারণে প্রাকৃতিক বিপর্যয়ে পড়ি না। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের মতো নিম্নাঞ্চলের দেশগুলোতে বন্যা, খরা, ঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে যে পরিমাণ ক্ষতি হয় তার জন্য আমেরিকাসহ পশ্চিমা উন্নত দেশগুলো দায়ী। তাদের নিজেদের উন্নয়ন প্রতিযোগিতার কারণে আমাদের মতো নিচু দেশগুলোর ক্ষতির বিষয়টি তারা নিজেরাও অবগত আছে। কিন্তু এ বিষয়ে তারা কোনো উদ্যোগ না নিয়ে নিশ্চুপ বসে আছে। কাজেই আমেরিকাসহ অন্যান্য উন্নত বিশ্বের অতিদ্রুত পারমাণবিক অস্ত্র বিলুপ্ত করার পাশাপাশি বাতাসে কার্বন ডাই অক্সাইড, মিথেন ও ক্লোরোফ্লোরো গ্যাসের ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পদক্ষেপ নেয়া উচিত।’
পরে মন্ত্রী কর্মশালার মূল বিষয়বস্তু কেমিস্ট্রি ফর গ্রিন লিভিংয়ের তাৎপর্য তুলে ধরেন এবং কেমিস্ট্রির মাধ্যমে চিকিৎসাসহ সকল ক্ষেত্রে সকলকে এগিয়ে এসে নতুন কিছু আবিষ্কারে মনোনিবেশ করার আহ্বান জানান।
বাংলাদেশ কেমিকেল সোসাইটির সভাপতি মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কর্মশালার পৃষ্ঠপোষক প্রফেসর ড. নাসরিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আজিজুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল আজিজ প্রমুখ।
#
মাইদুল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৬৫
দুর্গাপূজার অন্তর্নিহিত বাণী সমাজে শান্তি প্রতিষ্ঠা করা
---বিমান ও পর্যটন মন্ত্রী
লক্ষ্মীপুর, ২ কার্তিক (১৭ অক্টোবর) :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, দুর্গাপূজার অন্তর্নিহিত বাণী হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরূপী অসুরকে বিনাশ করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, যেখানে ন্যায় ও সুবিচার নিশ্চিত হবে। বিভেদ, হিংসা বিদ্বেষ, রক্তারক্তি পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া মানুষ হিসেবে আমাদের কর্তব্য।
দুর্গাপূজা উপলক্ষে মন্ত্রী আজ তাঁর নির্বাচনি এলাকা লক্ষ্মীপুরের দত্ত পাড়া, মান্দারী, চন্দ্রগঞ্জ, উত্তর জয়পুরসহ বিভিন্ন পূজাম-প পরিদর্শনকালে এসব কথা বলেন।
এ সময় তার সাথে জেলা আওয়ামী লীগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি পূজাম-পে অনুদানের চেক বিতরণ করেন।
#
তুহিন/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৬৪
মোঃ আজিজুর রহমান ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিযুক্ত
ঢাকা, ২ কার্তিক (১৭ অক্টোবর) :
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমানকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের এক আদেশে গত ১৬ অক্টোবর তাঁকে এ পদে নিযুক্ত করা হয়।
আজ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মোঃ আজিজুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান তথ্যসচিব আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সেন্সর বোর্ডের সদস্য প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মোহাম্মদ আজহারুল হক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমির হোসেন, বাংলাদেশ বেতারের প্রাক্তন উপ-পরিচালক কবি জাহিদুল হক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র প্রযোজক নাসিরউদ্দিন দিলু এবং চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক ও প্রদর্শক মোঃ ইফতেখার উদ্দিন (নওশাদ) উপস্থিত ছিলেন।
বিসিএস (তথ্য) ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা মোঃ আজিজুর রহমান তথ্য অধিদফতর, গণযোগাযোগ অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, জাতীয় সংসদ সচিবালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
#
মোহাম্মদ আলী/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৬৩
সরকার সেফটি র্যাপিড স্ট্রাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান ২০১৫-২০৩৫ বাস্তবায়ন করছে
-প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
রংপুর, ২ কার্তিক (১৭ অক্টোবর ) :
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, বর্তমান সরকার পরিকল্পিত ও সমন্বিত আধুনিক গণপরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে সেফটি র্যাপিড স্ট্রাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান ২০১৫-২০৩৫ বাস্তবায়ন করছে। এ পরিকল্পনার আওতায় সড়কনিরাপত্তা বৃদ্ধি কার্যক্রম হিসেবে ১ লাখ গাড়ি চালক তৈরির কার্যক্রম শুরু হয়েছে। প্রতিজেলায় চালক প্রশিক্ষণ ও গাড়ি পরীক্ষাকরণ কেন্দ্র স্থাপনের কাজ চলছে।
মসিউর রহমান রাঙ্গাঁ আজ রংপুর মহানগরীতে রংপুর বাস টার্মিনালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত ও দুর্ঘটনাহ্রাসে সারাদেশের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হবে। এ ব্যাপারে সড়ক পরিবহণ মালিক সমিতি সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। এর ফলে সড়ক দুর্ঘটনারোধ, কারণ নির্ণয় ও অপরাধীকে আইনের আওতায় আনা সহজ হবে। দেশের সড়ক পরিবহণ ব্যবস্থা ঢেলে সাজাতে ও গাড়ি চালকদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতে বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। তিনি সড়ক দুর্ঘটনাপ্রতিকারে সরকারের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরো সমন্বিত কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন।
পরে প্রতিমন্ত্রী গংগাচড়া উপজেলায় পাকুড়িয়া শরীফ সরদারপাড়া জামে মসজিদের ছাদঢালাই কাজের উদ্বোধন ও উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
#
আহসান/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৪৩৩ ঘণ্টা