Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জুলাই ২০১৬

তথ্যবিবরণী 28 July 2016

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৩৮৩

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১৩ই শ্রাবণ (২৮শে জুলাই):
দশম জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২২তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম-এর সভাপতিত্বে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আতিউর রহমান আতিক, মো. আবু জাহির, এম. আবদুল লতিফ, আ ফ ম বাহাউদ্দিন (নাছিম) এবং এ বি এম রুহুল আমিন হাওলাদার বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে পায়রা বন্দরকে অধিক কার্যকর করার লক্ষ্যে ১৮ কিলোমিটার ক্যাপিটাল ড্রেজিং করে সক্ষমতা বৃদ্ধির সুপারিশ করা হয়।
কমিটি দেশে উৎপাদিত এলপিজি গ্যাস ও আমদানিকৃত এলপিজি গ্যাসের মূল্য এক এবং সঠিক মাপ ও মান নিশ্চিত করার সুপারিশ করে। এছাড়া বেসরকারি গ্যাস কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতা করে সরকারি প্রতিষ্ঠানকে সক্ষমতা বৃদ্ধির সুপারিশ করে।   
বৈঠকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা অব্যাহত রাখা এবং যেখানে যে কোম্পানির গ্যাস সংযোগ আছে সেখানে অবৈধ গ্যাস সংযোগের জন্য সে কোম্পানিকে দায়ী করে শাস্তি প্রদানের সুপারিশ করা হয়।
কমিটি বর্তমানে বিভিন্ন জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে বিদ্যুৎ কেন্দ্র ও গ্যাস ক্ষেত্রগুলোতে নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ নিরাপত্তা বাহিনী গঠন ও সিসিটিভি দ্বারা সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের সুপারিশ করে।  
বৈঠকে জ্বালানি বিভাগের ভারপ্রাপ্ত সচিব নাজিমউদ্দিন চৌধুরী, বিপিসি এর চেয়ারম্যান মাহমুদ রেজা খান, পেট্রোবাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহমেদসহ মন্ত্রণালয়ের এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#

হালিম/মাহমুদ/নবী/মোশারফ/জয়নুল/২০১৬/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৩৮২

পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১৩ই শ্রাবণ (২৮শে জুলাই):
    দশম জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠক আজ কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে  সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী  নেওয়াজ, মোহা. গোলাম রাব্বানী, মো. ইয়াহইয়া চৌধুরী, টিপু সুলতান, মো. ইয়াসিন আলী এবং মেরিনা রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে বুড়িগঙ্গা ও কর্ণফুলী নদীর দূষণ সংক্রান্ত এবং গাজীপুরে অবৈধভাবে বন বিভাগের জমি দখলকারীদের পূর্ণাঙ্গ তালিকা দাখিল ও এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
    কর্ণফুলী নদীর দূষণ রোধকল্পে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক একটি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
    কর্ণফুলী নদীর দূষণ রোধকল্পে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক একটি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করার বিষয়ে পূর্ত মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
    সমগ্র বাংলাদেশে বন বিভাগের বেদখলকৃত ভূমি অবৈধ দখলদারদের নিকট থেকে উদ্ধারের জন্য একটি সময়োপযোগী সমন্বিত পরিকল্পনা প্রণয়নের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
    পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
এমাদুল/মাহমুদ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৩৮১

জন্মবার্ষিকীর আলোচনা সভায় পর্যটন মন্ত্রী
ড. শহীদুলস্নাহ ছিলেন খাঁটি বাঙালি ও ধর্মপ্রাণ মুসলমান

ঢাকা, ১৩ই শ্রাবণ (২৮শে জুলাই):

    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ভাষা বিজ্ঞানী ড. মুহম্মদ শহীদুলস্নাহ ছিলেন একজন খাঁটি বাঙালি ও ধর্মপ্রাণ মুসলমান। তাই তিনি বলতে পেরেছেন আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। পাকিসত্মান প্রতিষ্ঠার পরই দেশের রাষ্ট্রভাষা নিয়ে বিতর্ক সৃষ্টি হলে বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে যে কজন মানুষ জোরালো বক্তব্য উপস'াপন করেছেন তাদের মধ্যে ড. মুহাম্মদ শহীদুলস্নাহ অন্যতম। তার এই ভূমিকার ফলে রাষ্ট্রভাষা আন্দোলনের পথ অনেক প্রশসত্ম হয়।

    মন্ত্রী আজ রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ড. শহীদুলস্নাহ জ্ঞানপীঠ আয়োজিত 
ড. মুহম্মদ শহীদুলস্নাহ’র ১৩১তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

    তিনি বলেন, আজকে আমাদের সমাজ যখন চরমভাবে সাম্প্রদায়িক হয়ে উঠছে ও সমাজের একশ্রেণির মানুষ ধর্মীয় উন্মাদনায় মানবতাবোধ হারিয়ে ফেলছে তখন জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুলস্নাহর প্রয়োজনীয়তা আমরা ভীষণভাবে অনুভব করছি। এ বিষয়ে এখনো তিনি সমসাময়িক ও প্রাসঙ্গিক। আমরা তাঁর লেখা পাঠ করে মনুষ্যত্ব, মানবতা আর অসাম্প্রদায়িক চেতনার আলোয় নিজেকে সমৃদ্ধ করব। এর মধ্যদিয়ে এ মনীষীর জন্মবার্ষিকীর পালনের সার্থকতা  প্রতিষ্ঠিত হবে। 
    
    বিশিষ্ট শিড়্গাবিদ ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশিষ্ট শিড়্গাবিদ এমিরেটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, কবি আসাদ চৌধুরী এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি ড. আবদুল খালেক বক্তৃতা করেন।

#

মাহবুবুর/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮৩০ ঘন্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৩৮০

পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ মোতায়েন আছে
                                                               -- পর্যটন মন্ত্রী
ঢাকা, ১৩ই শ্রাবণ (২৮শে জুলাই):
    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সাম্প্রতিক সংঘটিত ঘটনাবলির প্রেক্ষিতে পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশ মোতায়েন আছে এবং এ বাহিনীর পরিধি বাড়ানো হচ্ছে। কতিপয় দেশের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে ‘ট্রাভেল এডভাইজারি’ জারি প্রসঙ্গে তিনি বলেন, ট্যুরিস্টরা বাংলাদেশের অতিথি। আবহমানকাল ধরেই এ দেশের মানুষ অতিথিদের গ্রহণ করেছে সর্বোচ্চ আন্তরিকতায়। তিনি পর্যটকদের নিরাপত্তা ও জঙ্গিবাদী তৎপরতা নস্যাৎ করে দিতে জেলা প্রশাসকদের সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান।
    এসব তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক সম্মেলন-২০১৬ এ জেলা প্রশাকদের উদ্দেশে কথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলমের সভাপতিত্বে বিকেলের অধিবেশনে আরো বক্তৃতা করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক, বস্ত্র ও পাট সচিব এম এ কাদের সরকার।
    মন্ত্রী বলেন, পর্যটন শিল্পের প্রসার, প্রচার ও বিপণনের লক্ষ্যে প্রত্যেক জেলায় নিজস্ব জেলা ব্র্যান্ডিং এর জন্য শ্লোগানসহ লোগো নির্বাচন করা হচ্ছে। এর মাধ্যমে প্রতিটি জেলায় পর্যটন সম্ভাবনা সৃষ্টি হবে। তৃণমূল পর্যায়ে পর্যটন কার্যক্রম আরো গতিশীল করতে প্রত্যেক জেলায় পর্যটন কর্মকর্তা নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
    রাশেদ খান মেনন বলেন, পর্যটনের ক্ষেত্রে বাংলাদেশের প্রয়াসের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘের পর্যটন বিষয়ক সম্মেলন এবং ওআইসির পর্যটন বিষয়ক সম্মেলন আগামী বছর ঢাকায় অনুষ্ঠিত হবে। এছাড়া এ বছর পাটার (প্যাসিফিক এশিয়ান ট্রাভেলার্স এসোসিয়েশন) এডভেঞ্চার ট্যুরিজম সম্মেলনও ঢাকায় অনুষ্ঠিত হবে।
    তিনি আরো বলেন, সরকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ কাজ শুরু করেছে। এ বিমানবন্দর নির্মিত হলে প্রাচ্য ও পাশ্চাত্যের এভিয়েশন যোগাযোগের ক্ষেত্রে বাংলদেশ অন্যতম হাব এ পরিণত হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণের কাজও অচিরেই শুরু হবে। ২০১৯ সালে থার্ড টার্মিনাল নির্মাণের কাজ শেষ হলে বছরে এ বিমানবন্দর দিয়ে ২৪ মিলিয়ন যাত্রী আসা-যাওয়া করতে পারবেন।
#

মাহবুবুর/মাহমুদ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৩৭৯

টেকসই উন্নয়নে সকলের অংশগ্রহণ অপরিহার্য
                              -- পরিকল্পনা মন্ত্রী
ঢাকা, ১৩ই শ্রাবণ (২৮শে জুলাই):
    পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এসডিজি বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা অপরিহার্য। উন্নয়ন কর্মযজ্ঞে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা ছাড়া টেকসই অগ্রগতি অর্জন সম্ভব নয়।
    মন্ত্রী আজ ঢাকায় ব্র্যাক ইন সেন্টারে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশ প্রেক্ষিতে টেকস্ই উন্নয়ন অভীষ্ট ১৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
    পরিকল্পনা মন্ত্রী বলেন, এমডিজির  ৮টি লক্ষ্যের সফল বাস্তবায়নের জন্য বাংলাদেশ ৮টি পুরস্কার পেয়েছে। অনুরূপভাবে বাংলাদেশ এসডিজি ‘র ১৭টি লক্ষ্য  বাস্তবায়নের জন্য ১৭টি পুরস্কার পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।
    মন্ত্রী অধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কারিগরি শিক্ষা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, গত ৭ বছর আগেও দেশে কারিগরি শিক্ষার হার ছিল শতকরা একভাগ। বর্তমানে তা ১১ ভাগে উন্নীত হয়েছে এবং ২০২১ সালের মধ্যে তা ২০ ভাগে উন্নীত হবে। তিনি বলেন, দেশে বর্তমানে ১০০টি ইজিজেড তৈরি হচ্ছে পাশাপাশি বর্ধিত বিদ্যুৎ চাহিদা মেটাতে মাতারবাড়ী, রামপাল, পায়রা এবং রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পসহ অনেকগুলো বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি বলেন  নির্মাণাধীন বিশেষ অর্থনৈতিক  অঞ্চলসমূহ চালু হওয়ার পর দেশে শিল্পায়ন বাড়বে, ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পৃথিবীতে প্রত্যেক জাতির এগিয়ে যাওয়ার সুযোগ আসে। আমাদের এগিয়ে যাওয়াার সুযোগ এসেছে। সকলের সম্মিলিত উদ্যোগে আমরা এগিয়ে যাবই।
    সিপিডি গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থান করেন। ড. দেবপ্রিয় ভট্টাচার্যের ্উপস্থাপনায় এবং বিশিষ্ট শিক্ষাবিদ ড. আনিসুজ্জামানের  সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা  ড. হোসেন জিল্লুর রহমান, সৈয়দ মঞ্জুর এলাহী, পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম এবং নারীনেত্রী খুশী কবির বক্তৃতা করেন।
#

শেফায়েত/মাহমুদ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/১৯২৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৩৭৮

জঙ্গিখাতিরের কারণেই ঐক্য থেকে বিএনপি’র নাম কাটা 
                                              -- তথ্যমন্ত্রী 

ঢাকা, ১৩ই শ্রাবণ (২৮শে জুলাই):

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি-জামায়াত-যুদ্ধাপরাধীদের সাথে খালেদা-বিএনপি’র খাতিরের কারণেই জাতীয় ঐক্যের খাতা থেকে তাদের নাম কাটা গেছে। তিনি বলেন, জঙ্গি ও তাদের দোসর বাদে সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিদমনের যুদ্ধে এক কাতারে শামিল।

    মন্ত্রী আজ ঢাকায় ডিপেস্নামা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনা বাসত্মবায়ন মঞ্চ আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

    নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস'ান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু এবং সংসদ সদস্য ডা. মো. এনামুর রহমান বক্তব্য রাখেন।

    তথ্যমন্ত্রী বলেন, গুলশান ও শোলাকিয়ার হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একাত্তর, পঁচাত্তর, একুশে আগস্ট, হেফাজত তা-ব ও আগুন যুদ্ধের সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্কযুক্ত। খালেদা-বিএনপি এদের রাজনৈতিক মিত্র। জঙ্গিরা নিরপরাধ মানুষ হত্যা করে আর খালেদা-বিএনপি চক্র বিভ্রানিত্মর ফানুস উড়িয়ে পরিসি'তি ঘোলাটে করার চেষ্টা করে। সে কারণে এই জঙ্গিদমন যুদ্ধ সম্পূর্ণভাবে সফল করতে হলে জঙ্গি ও জঙ্গি দোসরদের ধ্বংস করার বিকল্প নেই। 

    ইসলামের সাথে জঙ্গিবাদ যায় না উলেস্নখ করে এসময় ইনু বলেন, জঙ্গিরা ইসলামের তকমা ব্যবহার করে, কিন' আসলে তারা জঘন্য খুনিচক্র এবং সামপ্রদায়িকতার বিষের শিশি। এরা হত্যা-খুন-চক্রানেত্মর মাধ্যমে শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে চায়। এরা ধর্মের শত্রম্ন, মানবতার শত্রম্ন, দেশের শত্রম্ন।’

    নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেন, জঙ্গিদমনে জঙ্গি ও তাদের প্রশ্রয়দাতারা ছাড়া পুরো জাতি ঐক্যবদ্ধ রয়েছে, প্রয়োজন সকলের আনত্মরিক সহযোগিতা। 

    শ্রম ও কর্মসংস'ান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক (চুন্নু) বলেন, একাত্তরের মতই সকলে মিলে জঙ্গিবাদীদের হানাদার-রাজাকারদের মতো পরাজিত করা হবে। 

    আয়োজক সংস'ার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়ার সঞ্চালনায় বিভিন্ন পেশাজীবী মানুষের এ সম্মিলনে অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা কবীর খান, ইসমত কাদির গামা বক্তব্য রাখেন। 
#

আকরাম/মাহমুদ/নবী/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮৩০ ঘন্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৩৭৭

সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে হবে
                            -- পাট প্রতিমন্ত্রী

ঢাকা, ১৩ই শ্রাবণ (২৮শে জুলাই):

    বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বাংলাদেশকে আবারও সোনালী আঁশের দেশ হিসেবে রূপানত্মর করে পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। এজন্য  পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন - ২০১০ সুষ্ঠুভাবে  বাসত্মবায়ন করা  হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করেছেন।

    প্রতিমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকড়্গে জেলা প্রশাসক সম্মেলন-২০১৬ এ আলোচনা সভায় একথা বলেন। 

    প্রতিমন্ত্রী বলেন,  পাটশিল্পে সরকারের সুদড়্গ নেতৃত্বে ও পরিচালনায় নতুন প্রাণের সঞ্চার করেছে। পাট শিল্পের এ অগ্রযাত্রাকে ধরে রাখতে শেখ হাসিনার সরকার দেশের অভ্যনত্মরে ৬টি পণ্য যথা ধান, গম, চাল, ভুট্টা, চিনি এবং সার মোড়কীকরণের ড়্গেত্রে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করেছে। খুব তাড়াতাড়ি আরো ১৩টি পণ্য মোড়কীকরণের ড়্গেত্রে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে । কাঁচা পাট ও পাটজাত পণ্যের উৎপাদন রপ্তানি বৃদ্ধি, দেশের অভ্যনত্মরে পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি, পাটের ন্যায্যমূল্য নির্ধারণ ও পরিবেশ রড়্গায় পণ্যের মোড়কীকরণে পাটের বাধ্যতামূলক ব্যবহার আইন প্রণয়ন করা হয়েছে।

    তিনি আরো বলেন, বর্তমান সরকারের গৃহীত নীতিমালা ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করার ড়্গেত্রে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সফল হবে।

    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ  বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণ সভায় উপসি'ত ছিলেন।

#

সৈকত/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮২০ ঘন্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৩৭৬

মাঠ পর্যায়ের সমস্যা সমাধানের আশ্বাস জনপ্রশাসন মন্ত্রীর

ঢাকা, ১৩ই শ্রাবণ (২৮শে জুলাই):

    জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মাঠ পর্যায়ের কার্যক্রমে গতিশীলতা আনতে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে জেলা প্রশাসকদেরকে আশ্বাস দিয়েছেন।

    মন্ত্রী আজ মন্ত্রিপরিষদ সভাকড়্গে জেলা প্রশাসক সম্মেলন উপলড়্গে আয়োজিত মতবিনিময় সভায়  জেলা প্রশাসকদের চাহিদার  প্রেড়্গিতে এ আশ্বাস প্রদান করেন।

    মতবিনিময় সভায় জেলা প্রশাসকগণ নতুন সার্কিট হাউজ নির্মাণ,  লোকবল নিয়োগ, পাহাড়ি ও প্রত্যনত্ম এলাকায় পদায়নকৃত কর্মকর্তাদের বিশেষ প্রণোদনা প্রদান, গাড়ি সংকটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে মন্ত্রী এসব সমস্যার সমাধানে আশ্বাস  দেন।     শত প্রতিকূলতা সত্ত্বেও  জেলা প্রশাসকগণ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন বলে মন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানান। 

    জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল চৌধুরী এসময় উপসি'ত ছিলেন।

    মতবিনিময় সভাশেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স'ানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নির্বাচিত জনপ্রতিনিধি সমন্বয়ে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করার জন্য জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে।

#

মমিনুল/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮০০ ঘন্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ২৩৭৫

ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহারে দেশ খাদ্য সংকটে পড়বে
                                     -- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ঢাকা, ১৩ই শ্রাবণ (২৮শে জুলাই):
    ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার করলে দেশ ভবিষ্যতে খাদ্য সংকটে পড়বে। কৃষিজমির উপরিভাগের মাটি ইটভাটায় ব্যবহার করায় জমির উর্বরতা নষ্ট হয়। দীর্ঘদিন এ জমিতে কোন ফসল উৎপন্ন হয় না। বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ অবস্থা বজায় রাখতে ইট তৈরিতে কৃষিজমির মাটি ব্যবহার বন্ধ করতে হবে।
    আজ ঢাকা রিজেন্সি হোটেলে অনুষ্ঠিত প্রোমোটিং সাসটেইনেবল বিল্ডিং ইন বাংলাদেশ প্রকল্পের ন্যাশনাল ইনসেপশন কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথা বলেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই), অক্সফাম বাংলাদেশ, বেলা, জাগরণী চক্র ফাউন্ডেশন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
    গণপূর্ত মন্ত্রী বলেন, ইট তৈরিতে বিকল্প প্রযুক্তির উদ্ভাবন হয়েছে। নদীর তলদেশ খনন করে বালি মিশ্রিত যে মাটি পাওয়া যায়, তা দিয়ে নতুন প্রযুক্তিতে ইট তৈরি করা যায়। দেশে অকৃষি জমির পরিমাণ মাত্র ২৭ ভাগ। দেশের বিপুল জনসংখ্যার আবাসন চাহিদা পূরণের জন্য সুউচ্চ ভবন নির্মাণের হার বেড়ে গেছে। সেখানে প্রচুর ইট ব্যবহার হচ্ছে। এর বিকল্প হিসেবে এইচবিআরআই ফেরোসিমেন্ট উদ্ভাবন করেছে। এ ফেরোসিমেন্ট দিয়ে দোতলা ভবন সহজেই নির্মাণ করা যায়। গ্রামে ইটের দেয়াল দিয়ে টিনসেডের যেসব বাড়ি নির্মাণ হচ্ছে, সেখানে ফেরোসিমেন্ট ব্যবহার করলে ব্যয় কমবে।
    তিনি বলেন, উত্তরা ১৮ নম্বর সেক্টরে মালয়েশিয়ার সহযোগিতায় যে ১০০টি এপার্টমেন্ট ভবন নির্মাণ করা হবে, সেখানে ইট ব্যবহার করা হবে না। ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং টেকনোলজি ব্যবহার করা হবে। সরকারের আশ্রায়ন প্রকল্পেও ফেরোসিমেন্ট ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইটের বিকল্প হিসেবে ফেরোসিমেন্ট ব্যবহারকে সরকার সহযোগিতা প্রদান করছে।
    এইচবিআরআই-এর পরিচালক আবু সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশনের হেড অভ্ ইউনিট মারিও রনকোনি (গধৎরড় জড়হপড়হর), বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান, জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক প্রোগ্রাম হাসান আরিফ ও অক্সফাম বাংলাদেশের কান্ট্রিডিরেক্টর ¯েœহাল ভি সোনেজি (ঝহবযধষ ঠ. ঝড়হবলর)।
    কর্মশালায় জানানো হয়, দেশে প্রতি বছর ইটের চাহিদা প্রায় ১৫শ’ কোটি পিস। এজন্য ১২৭ কোটি টন মাটির প্রয়োজন হয়। নগরায়ন বৃদ্ধি পাওয়ায় দেশে প্রতিবছর দুই থেকে তিনভাগ হারে ইটের চাহিদা বাড়ছে।
    দিনব্যাপী এ কর্মশালায় সরকারি বিভিন্ন সংস্থার প্রকৌশলীগণ অংশগ্রহণ করছেন।
#


কিবরিয়া/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৩৭৪

ইন্টারনেটের ফ্রি এসএমএস সফটওয়্যার
ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ

ঢাকা, ১৩ই শ্রাবণ (২৮শে জুলাই):
    দেশে সম্প্রতি সংঘটিত সন্ত্রাসী হামলাকে পুঁজি করে দেশবিরোধী সন্ত্রাসী ও অসাধু ব্যক্তিবর্গ ইন্টারনেটে প্রাপ্ত ঋৎবব ঝগঝ ঙঢ়বহ ঝড়ঁৎপব ঝড়ভঃধিৎব ব্যবহার করে সন্ত্রাসী হামলার গুজব ছড়াচ্ছে। এতে জনমনে অহেতুক ভীতির সৃষ্টি হচ্ছে।
    সরকার জনগণকে এসব সফটওয়্যারে এসএমএস ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
#

আখতারুজ্জামান/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৩৭৩

অর্থনৈতিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা হবে
                                         -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ১৩ই শ্রাবণ (২৮শে জুলাই):
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দ্রুত অর্থনৈতিক অগ্রগতির জন্য সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা হবে। নিরাপত্তা ইস্যুতে সতর্ক হলেও শঙ্কিত নই। বৈশ্বিক এই সমস্যা ঐক্যবদ্ধভাবেই মোকাবিলা করতে হবে।  
    প্রতিমন্ত্রী আজ ঢাকা ওয়েস্টিন হোটেলে ঋড়ৎবরমহ ওহাবংঃড়ৎং’ ঈযধসনবৎ ড়ভ ঈড়সসবৎপব ্ ওহফঁংঃৎু (ঋওঈঈও)-এর বিনিয়োগ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ২০৩০ সালের মধ্যে আরো ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন। দেশে ও বিদেশে কার্ব মার্কেটে বন্ড বা শেয়ার ইস্যু করে অর্থ সংগ্রহের উদ্যোগ নেয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগকে আমরা সর্বোচ্চ প্রণোদনা দিচ্ছি। বিতরণ ও সঞ্চালন ব্যবস্থাপনায় বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা হচ্ছে। গ্যাসের মজুদ ক্রমহ্রাসমান হলেও এলএনজি দিয়ে গ্যাসের চাহিদা পূরণ করা হবে। ২০১৮ সালের মধ্যে ৫০০ এমএমসিএফডি এলএনজি আসবে। আরো ৩৫০০ এমএমসিএফ এলএনজি আনার উদ্যোগ নেয়া হচ্ছে।   
    সভায় অন্যান্যের মাঝে এফআইসিসিআই-এর সভাপতি রুপালী চৌধুরী, নির্বাহী পরিচালক জামিল ওসমান ও আমেরিকার রাষ্ট্রদূত গধৎপরধ ইবৎহরপধঃ উপস্থিত ছিলেন।
#

আসলাম/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৭৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৩৭২

জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে তৃণমূল সমবায়ীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে
                                                                   -- প্রতিমন্ত্রী রাঙ্গা                                                                     

ঢাকা, ১৩ই শ্রাবণ (২৮শে জুলাই):
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃহত্তর ঐক্যের ডাকে সাড়া দিয়ে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে তৃণমূল সমবায়ীদের প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আজ মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে বাংলাদেশ সমবায় ব্যাংক লি. এর ৩৯তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল মালেক, আব্দুল আউয়াল, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব সরদার আবুল কালাম আজাদ ও ভাইস চেয়ারম্যান চৌধুরী মো. আফজাল হোসেন।
প্রতিমন্ত্রী বলেন, গত মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমবায়বান্ধব সরকার কৃষকের মুনাফা ও দ- মুনাফা বাবদ সমবায় ব্যাংকের অনুকূলে প্রায় ১শ’ কোটি টাকা বরাদ্দ দেয়। এতে করে দেশের কয়েক লাখ দরিদ্র সমবায়ী কৃষক ও সমবায় সমিতি উপকৃত  হয়। ফলে সার্বিক কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়েছে।
রাঙ্গা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে সমবায় আন্দোলনের শুভ সূচনা করেন। বর্তমান সরকারের ভিশন ও উন্নয়ন ভাবনা বাস্তবায়নে সমবায় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গ্রামীণ কৃষি ও অকৃষি খাতে জামানতবিহীন সহজ শর্ত ও নামমাত্র মুনাফায় দেশব্যাপী ১শ’টি সমবায় সমিতিকে প্রায় ১৩ কোটি টাকা ঋণ দেয়া হয়েছে। এ প্রতিষ্ঠানটি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব্য বন্ধে কৃষক ও ভোক্তার অধিকার সুরক্ষায় সমবায় বিপণন পদ্ধতি চালু করেছে। তিনি সমবায় আইনের কিছু ধারা শিথিল করে সমবায়ীদের সরকারের ঘূর্ণায়মান তহবিল পেতে ও পুরনো কৃষিঋণ মওকুফে সহায়তার আশ্বাস দেন। তিনি সমবায় ব্যাংকের বিরাজমান সমস্যাবলি সমাধানে সাত সদস্যের কমিটি গঠনেরও ঘোষণা দেন।
#
আহসান/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/কামাল/২০১৬/১৬১৬ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৩৭১
বন্যা কবলিত ১৫ জেলায় ৪ হাজার ৩শ’ মে. টন খাদ্যশস্য প্রেরণ                                                                            
ঢাকা, ১৩ই শ্রাবণ (২৮শে জুলাই):         
    বন্যা কবলিত ১৫টি জেলায় এখন পর্যন্ত ৪ হাজার ৩শ’ ৫০ মেট্রিক টন জিআর খাদ্যশস্য পাঠানো হয়েছে। বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে ৬ হাজার মেট্রিক টন চাল ও নগদ ৫ দশমিক ৫০ কোটি টাকা ছাড় করা হয়েছে। বিভিন্ন ত্রাণসামগ্রীর ৫ হাজার ৬শ’ ৬৭ প্যাকেট পাঠানো হয়েছে। জরুরিভিত্তিতে বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাঠানো হচ্ছে।
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম আজ সচিবালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। সভায় ত্রাণ কার্যক্রম সংক্রান্ত এসব তথ্য উপস্থাপন করা হয়। ত্রাণসচিব মো. শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ এসময় উপস্থিত ছিলেন।   
    সভায় মন্ত্রী বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনার সকল কাজে বিশেষত চলমান বন্যায় ত্রাণ তৎপরতা ও উদ্ধার কাজে মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের সতর্কতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। বন্যায় আক্রান্ত সকল উপজেলার সাথে নিবিড় যোগাযোগ রাখতে হবে যাতে কোনো মানুষ খাদ্য, পানীয়, ঔষধসহ কোনো কিছুতে অভাব বোধ না করে।
    সভায় ইতোমধ্যে ত্রাণ তৎপরতা মনিটরিং করার জন্য কর্মকর্তাদের দুর্গত এলাকায় পাঠানো হয়েছে বলে সচিব মন্ত্রীকে অবহিত করেন। প্রতিদিনের ত্রাণকার্য সংবাদকর্মীদের অবহিত করার ওপর মন্ত্রী গুরুত্বারোপ করেন। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা ও সেখানে যাতে মানুষ নিরাপদে থাকতে পারে, খাদ্য ও পানীয়ের কোনো সমস্যা না থাকে সেদিকে খেয়াল রাখার জন্য মন্ত্রী কর্মকর্তাদের নির্দেশ দেন।
    এ বছরের প্রকল্প পরিকল্পনা ও দরপত্র আহ্বান শীঘ্রই শেষ করার জন্য মন্ত্রী কর্মকর্তাদের নির্দেশ দেন। দ্রুত সিদ্ধান্তের অভাবে যাতে প্রকল্প বাস্তবায়নে সমস্যা না হয় সেজন্য কেন্দ্রের সাথে প্রান্তের যোগাযোগ নিবিড় করতেও নির্দেশ দেন। সময়ের সাথে তাল মিলিয়ে দুর্যোগ ব্যবস্থাপনার নতুন নতুন প্রকল্প গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
#
ফারুক/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/কামাল/২০১৬/১৬১৫ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                  

Todays handout (9).doc