Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ ডিসেম্বর ২০১৫

তথ্যবিবরণী -30/12/15

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩৮৬৮

ভুটান পার্লামেন্ট প্রতিনিধিদলের 
মুক্তিযুদ্ধ জাদুঘর ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন

ঢাকা ১৬ পৌষ (৩০ ডিসেম্বর) :
    ভুটান ন্যাশনাল কাউন্সিলের চেয়ারপার্সন (স্পিকার) ড. সোনাম কিঙ্গা (উৎ. ঝড়হধস করহমধ) এর নেতৃত্বে ভুটান পার্লামেন্টের ১২ সদস্যের প্রতিনিধিদল আজ রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর এবং মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন করেন। 
    মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনকালে প্রতিনিধিদের ভাষা আন্দোলন থেকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ওপর ৩০ মিনিটের একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য আক্কু চৌধুরী প্রতিনিধিদলকে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখান এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা তুলে ধরেন। তিনি প্রতিনিধিদলকে মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভিন্ন বিষয় অবহিত করেন। 
    পরিদর্শনকালে ভুটানের স্পিকার বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বাঙালির বীরত্বের ইতিহাস।  বাংলাদেশিদের আতিথেয়তায় তিনি মুগ্ধ বলে জানান। পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। 
    দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শনকালে ভুটানের প্রতিনিধিদলকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে ধারণা দেন। প্রতিনিধিদল ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় দু’দেশ একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
#

ইনামুল/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৯৩০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩৮৬৭

ধর্মীয় মূল্যবোধ অক্ষুন্ন রেখে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন করা হচ্ছে
                                                            -- শিক্ষামন্ত্রী

ঢাকা ১৬ পৌষ (৩০ ডিসেম্বর) :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ধর্মীয় মূল্যবোধ অক্ষুন্ন রেখে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
    মন্ত্রী আজ রাজধানীর কাকরাইলে জাতীয় স্কাউট ভবনে নবসৃষ্ট মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে মতবিনিময় সভায় একথা বলেন। 
    মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম সায়েফউল্যা এবং বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিনের মহাসচিব সাব্বির আহমদ মোমতাজী অনুষ্ঠানে বক্তৃতা করেন।
    শিক্ষামন্ত্রী বলেন, দীনি শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে সরকার মাদ্রাসা শিক্ষাকে এমন এক পর্যায়ে উন্নীত করতে চায়, যাতে মাদ্রাসার শিক্ষার্থীরাও প্রশাসনসহ সর্বত্র সমান যোগ্যতায় ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষায় সিলেবাসের ব্যাপক সংস্কারের ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা এখন মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্সসহ বিভিন্ন আধুনিক বিষয়ে ভর্তির সুযোগ পাচ্ছে।
    জনাব নাহিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ইতোমধ্যে সারাদেশে ১১৩০টি মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ করেছে এবং আরো ১৮’শ মাদ্রাসায় নতুন ভবন নির্মাণে প্রকল্প গ্রহণ করেছে। 
    তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার মাদ্রাসায় অনার্স কোর্স চালু করেছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে। মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের দেশসমূহে কর্মসংস্থানে সরকার গৃহীত পদক্ষেপের কথাও তিনি উল্লেখ করেন।
    অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট িি.িফসব.মড়া.নফ এর উদ্বোধন করেন।
#

সাইফুল্লাহ/আফরাজ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৯১০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৮৬৬
টেকসই উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ কর্মপরিকল্পনা করুন
                                                   --তথ্যমন্ত্রী

ঢাকা ১৬ পৌষ (৩০ ডিসেম্বর) :
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নারী ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে তথ্য মন্ত্রণালয়ের সকল সংস্থাকে একযোগে কাজ করার আহ্বান জানান। সংস্থাগুলোর কর্মপরিকল্পনা যেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, সে বিষয়ে তিনি সর্বাধিক গুরুত্বারোপ করেন। 
    মন্ত্রী আজ ঢাকায় পিআইবি মিলনায়তনে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নারী ও শিশু উন্নয়নে যোগাযোগ কার্যক্রম প্রকল্পের ২০১৬ সালের পরিকল্পনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
    ইউনিসেফ সহায়তাপুষ্ট প্রকল্পটির এ কর্মশালার সভাপতি তথ্য সচিব মরতুজা আহমদ বলেন, নারী ও শিশু উন্নয়নে প্রয়োজনীয় তথ্যাদি জনগণের কাছে পৌঁছাতে তথ্য মন্ত্রণালয়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নারী ও শিশু উন্নয়নের কোনো বিকল্প নেই উল্লেøখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে মন্ত্রণালয়ের সকলকে এ কাজে ব্রতী হতে হবে। 
    প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরী, পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর, নারী ও শিশু উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের জাতীয় প্রকল্প পরিচালক তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এস এম হারুন-অর-রশীদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মো. লিয়াকত আলী খান, ইউনিসেফের যোগাযোগ কর্মকর্তা ইফতেখার চৌধুরীসহ তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
    পরে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

#

আকরাম/আফরাজ/মিজান/জয়নুল/২০১৫/১৮৪৫ঘণ্টা
  
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৮৬৫
প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

ঢাকা ১৬ পৌষ (৩০ ডিসেম্বর) :
    প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আগামীকাল ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার প্রকাশিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট সকাল ১০টায় গণভবনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান পরীক্ষার ফলাফলের কপি হস্তান্তর করবেন।   
এ উপলক্ষে আগামীকাল দুপুর ১২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান পরীক্ষার ফলাফল বিস্তারিতভাবে সাংবাদিক সম্মেলনে তুলে ধরবেন।
১ জানুয়ারি বই উৎসব দিবস পালন করা হবে

আগামী ১ জানুয়ারি ২০১৬ সকাল ১০টায় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রাজধানীর মিরপুর-২, ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণের এই উৎসব উদ্বোধন করা হবে। 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রাথমিক ও ইবতেদায়ির কোমলমতি শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করবেন। 
অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন এবং সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, আ খ ম জাহাঙ্গীর হোসেন, মো. নজরুল ইসলাম বাবু, আলী আজম ও বেগম উম্মে রাজিয়া কাজল। এছাড়া সংসদ সদস্য মো. আসলামুল হক ও কামাল আহম্মেদ মজুমদারও উপস্থিত থাকবেন।
সারাদেশে মোট ২ কোটি ২৩ লাখ ২২ হাজার ৪২৮ জন শিক্ষার্থীর মাঝে ১০ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৯৯৭ টি বই বিতরণ করা হবে। এছাড়া ৩২ লাখ প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের হাতে ৩ কোটি ২৮ লাখ ৮ হাজার ৫৩টি বই ও অনুশীলন খাতা বিতরণ করা হবে। 
#

রবীন্দ্রনাথ/আফরাজ/জসীম/জয়নুল/২০১৫/১৮১০ঘণ্টা

Todays handout (1).doc