Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জানুয়ারি ২০১৬

তথ্যবিবরণী -3/1/16

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২০

মুক্তিযোদ্ধা কাজী জাকির হাসান 
চন্দনের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও তথ্যসচিবের শোক 

ঢাকা, ২০ পৌষ (৩ জানুয়ারি) :
    মুক্তিযোদ্ধা, নাট্যকার এবং বাংলাদেশ বেতারের পান্ডুলিপি লেখক কাজী জাকির হাসান চন্দনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্যসচিব মরতুজা আহমদ।
     তথ্যমন্ত্রী এবং তথ্যসচিব আজ পৃথক শোকবার্তায় মুক্তিযুদ্ধে কাজী জাকির হাসান চন্দনের অসীম সাহসিকতা ও সাহিত্য অঙ্গনে নিবেদিতপ্রাণ কাজের কথা স্মরণ করেন। তাঁরা মরহুমের আত্মার শান্তিকামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 
    উল্লেখ্য, কাজী জাকির হাসান চন্দন আজ জাতীয় হƒদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রামে।
    আজ বাদ জোহর রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার পর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে কাজী জাকির হাসান চন্দনের মরদেহ সমাহিত করা হয়। বাংলাদেশ বেতারের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাহিত্যিক ও শুভানুধ্যায়ীরা জানাজায় অংশগ্রহণ করেন।
#

আকরাম/আফরাজ/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৫/১৯৪৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৯

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

ঢাকা, ২০ পৌষ (৩ জানুয়ারি) :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪’-এর ৬১টি জেলার চূড়ান্ত ফল আজ প্রকাশ করা হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর সংখ্যা ১৩ হাজার ৯৭৪ জন। 
নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরের তালিকা ইতোমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করা হয়েছে। এসব প্রার্থীর জেলাওয়ারী রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট িি.িফঢ়ব.মড়া.নফ -এ নির্বাচিত প্রার্থীদের জেলাওয়ারী রোল নম্বর পাওয়া যাবে।
#

রবীন্দ্রনাথ/আফরাজ/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৯২০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৮

শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজে 
নবাগত ছাত্রছাত্রীদের পরিচিতিমূলক ক্লাস ৯ জানুয়ারি

ঢাকা, ২০ পৌষ (৩ জানুয়ারি) : 
শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তিকৃত নবাগত ছাত্রছাত্রীদের পরিচিতিমূলক ক্লাস ৯ জানুয়ারি শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে এবং বিডিএস কোর্সের ছাত্রছাত্রীদের পরিচিতিমূলক ক্লাস বেলা ১২টায় কলেজ অডিটরিয়াম হলে অনুষ্ঠিত হবে। নবাগত সকল ছাত্রছাত্রীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
১০ জানুয়ারি থেকে তাদের নিয়মিত ক্লাস শুরু হবে।
দিনাজপুর মেডিকেল কলেজ ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে 
নবাগত ছাত্রছাত্রীদের পরিচিতিমূলক ক্লাস ১০ জানুয়ারি

দিনাজপুর মেডিকেল কলেজ ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ এমবিবিএস কোর্সে ভর্তিকৃত নবাগত ছাত্রছাত্রীদের পরিচিতিমূলক অনুষ্ঠান ও উদ্বোধনী ক্লাস ১০ জানুয়ারি রোববার যথাক্রমে সকাল ১০টায় এবং ১০টা ৩০ মিনিটে কলেজের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হবে। 
নবাগত সকল ছাত্রছাত্রীকে তাদের অভিভাবকসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
ঢাকা ডেন্টাল কলেজে 
নবাগত ছাত্রছাত্রীদের পরিচিতিমূলক ক্লাস ১০ জানুয়ারি

ঢাকা ডেন্টাল কলেজে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ বিডিএস কোর্সে ভর্তিকৃত নবাগত ছাত্রছাত্রীদের পরিচিতিমূলক ক্লাস ১০ জানুয়ারি রোববার সকাল ১০টায় কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। 
নবাগত সকল ছাত্রছাত্রীকে তাদের অভিভাবকসহ যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। 
১১ জানুয়ারি থেকে তাদের নিয়মিত ক্লাস শুরু হবে।

#

আফরাজ/মোশাররফ/জসীম/জয়নুল/২০১৫/১৮৪৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৭

দুর্নীতি দমন কমিশনে ভিডিও কনফারেন্স সিস্টেম উদ্বোধন

ঢাকা, ২০ পৌষ (৩ জানুয়ারি) : 

    আজ ঢাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অডিটরিয়ামে কমিশনের  ভিডিও কনফারেন্স সিস্টেম উদ্বোধন করা হয়েছে। কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ দুদকের প্রধান কার্যালয় থেকে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত স্থানীয় সরকারি কর্মকর্তা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মতবিনিময়ের মধ্য দিয়ে সিস্টেমের উদ্বোধন করেন।

    এসময় ড. নাসিরউদ্দীন আহমেদ বলেন, দুর্নীতি দমন কমিশন দুর্নীতি প্রতিরোধে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে সচেষ্ট রয়েছে।    তিনি বলেন, সংবিধান অনুযায়ী সকল সময় জনগণের সেবা করার চেষ্টাই প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজ। সিটিজেন চার্টার অনুযায়ী মানুষ কতটুকু সরকারি সেবা পাচ্ছে তা গণশুনানির মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে  গণশুনানি কার্যক্রম আরো গতিশীল করা হবে।

    তিনি আরো বলেন, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য, শিক্ষা, ভূমি, বিদ্যুৎসহ অন্যান্য সেবা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের গণশুনানির মাধ্যমে জনগণের মুখোমুখি করা হবে।

    মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. সৈয়দা উম্মে আফসারী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানসহ  দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যগণ ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন। 

    ভিডিও কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) ড. মো. শামসুল আরেফিন, মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত) জিয়া উদ্দিন আহমেদ ও সিস্টেম এনালিস্ট মো. রাজিব হাসান।

#

প্রনব/আফরাজ/রফিকুল/রেজাউল/২০১৬/১৮০০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৬

সবার মতামতের ভিত্তিতে অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন প্রণীত হবে 
                                                              -- শিক্ষামন্ত্রী

ঢাকা, ২০ পৌষ (৩ জানুয়ারি) : 

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্মের জন্য মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, এ আইন কার্যকর হলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হবে। সবাই নিজেদের অবস্থান আরো উন্নত করতে সচেষ্ট হবে।

    শিক্ষামন্ত্রী আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইনের ওপর আয়োজিত সেমিনারে বক্তৃতায় একথা বলেন।

    শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ যাতে নিয়মনীতির মধ্যে থেকে সুশৃঙ্খলভাবে মানসম্মত উচ্চশিক্ষা প্রদানে ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, সরকার পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো ধরনের ব্যবধান সৃষ্টি করতে চায় না। পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই আমাদের সন্তান, আমরা চাই তারা বিশ্বমানের জ্ঞানে আলোকিত হোক।

    সবার মতামতের ভিত্তিতে অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন প্রণীত হবে বলে শিক্ষামন্ত্রী তাঁর বক্তৃতায় উল্লেখ করেন।
    
    বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন। সেমিনারে প্রস্তাবিত অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইনের ওপর মতামত প্রদান করেন প্রফেসর জামিলুর রেজা চৌধুরী, প্রফেসর এমাজউদ্দীন আহমদ, ড. ফরাসউদ্দীনসহ দেশবরেণ্য শিক্ষাবিদগণ। সেমিনারে বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, পেশাজীবী সমিতির প্রতিনিধি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা প্রতিনিধিবৃন্দও মতামত প্রদান করেন। 

#

সাইফুল্লাহ/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/১৭৪৮ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৫

চট্টগ্রাম বন্দরের ২০ লাখ কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড 

ঢাকা, ২০ পৌষ (৩ জানুয়ারি) :  
১৯৭৭ সালে কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম শুরুর ৪১ বছর পর নির্ধারিত সময়ের এক বছর আগেই ২ মিলিয়ন (২০ লাখ) কনটেইনার হ্যান্ডলিংয়ের লক্ষ্যমাত্রা ছুঁয়েছে চট্টগ্রাম বন্দর। গত ২০ বছরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের গড় প্রবৃদ্ধি ছিল ১১শতাংশ। ২০১২ থেকে ২০১৫ সালের তিন বছরে গড় প্রবৃদ্ধি ছিল ১৬ শতাংশ এবং ৭ লাখ টুয়েন্টি ইক্যুইভেলেন্ট ইউনিটস (টিইইউএস) কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে।
পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিবেদন অনুযায়ী ২০১৬ সালে চট্টগ্রাম বন্দরে ১৯.৫৬ লাখ টিইইউএস কন্টেইনার এবং ৪২.৪৭ লাখ মেট্রিক টন জেনারেল কার্গো হ্যান্ডলিং করতে হবে মর্মে উল্লেখ করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের এক বছর আগেই অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ২০.২৫ লাখ টিইইউএস কন্টেইনার এবং ৫১.৩৮ লাখ মেট্রিক টন জেনারেল কার্গো হ্যান্ডেলিং করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 
আজ ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং ২০ লাখ টিইইউ’স অতিক্রমের সাফল্য বিষয়ক সনদ হস্তান্তর উপলক্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দীন আহমেদ। 
সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ধারণ ক্ষমতা ৩০ হাজার টিইইউএস থেকে প্রায় ৪০ হাজার টিইইউএস এ উন্নতি করা হয়েছে। আগামী ২০৪৩ সালের মধ্যে বাংলাদেশের কন্টেইনার হ্যান্ডলিং ডিমান্ড হবে ১০.৬ মিলিয়ন টিইইউএস।
সংবাদ সম্মেলনে নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে বন্দর অগ্রণী ভূমিকা পালন করে। ১৯৭১-এর ২৪ মার্চ ‘এম ভি সোয়াত জাহাজ বিদ্রোহ’ এবং মুক্তিযুদ্ধকালে ‘অপারেশন জ্যাকপট’ বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ে বিশ্বের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয় এবং চট্টগ্রাম বন্দরকে বিশ্বের কাছে পরিচিত করে তুলে। মন্ত্রী বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজ শুরু হলে বন্দরের সকল কর্মকর্তা-কর্মচারি, শ্রমিক নেমে পরে আরেক যুদ্ধে। এগিয়ে চলা শুরু হয় দেশের স্বার্থে চট্টগ্রাম বন্দরের। চট্টগ্রাম বন্দর সেই হতে নিজ আয়ে পরিচালিত হতে সক্ষম হয়।  
শাজাহান খান বলেন, দেশ এখন নি¤œ আয়ের দেশ হতে মধ্যম আয়ের দেশ। চট্টগ্রাম বন্দর যে সফল্য দেখিয়েছে তা দেশের সামনের দিকে এগিয়ে যাবারই সুপষ্ট ইতিবাচক দৃষ্টান্ত। 
পরে মন্ত্রী সফল কাজের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের নিকট সাফল্য সনদ প্রদান করেন। তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাসিক মুখপত্র ‘বন্দর বার্তা’ এর মোড়ক উন্মোচন করেন।  
এসময় অন্যান্যের মধ্যে নৌ-পরিবহণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ লতিফ, নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় ও চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম বক্তব্য রাখেন। 
#
জাহাঙ্গীর/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৬/১৬২০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৪

১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ এশিয়া কাপ (টি-২০) ২০১৬ বাংলাদেশে অনুষ্ঠিত হবে
 

ঢাকা, ২০ পৌষ (৩ জানুয়ারি) : 

    আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ ২০১৬ তারিখ পর্যন্ত এশিয়া কাপ (টি-২০) ২০১৬-এর কোয়ালিফাইং লেগ ও মূলপর্ব বাংলাদেশের ফতুল্লা, নারায়ণগঞ্জ এবং ঢাকায় অনুষ্ঠিত হবে। উক্ত টুর্ণামেন্টের কোয়ালিফাইং লেগ এর খেলাসমূহ আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং জাতীয় ক্রিকেটদলের অংশগ্রহণে নারায়ণগঞ্জের ফতুল্লাস্থ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এবং মূলপর্বের খেলাসমূহ ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ এবং কোয়ালিফাইং লেগের বিজয়ি দলের অংশগ্রহণে ঢাকার মিরপুরস্থ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
    দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এই ক্রিকেট টুর্ণামেন্টের সফল আয়োজনের লক্ষ্যে এক আন্তমন্ত্রণালয় সভা আজ যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। 
    ক্রিকেট টুর্ণামেন্টটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/সংস্থা/ বিভাগ/দপ্তরসমুহের সহযোগিতা কামনা করা হয়। সভায় খেলা চলাকালীন সময়ে দেশি বিদেশি খেলোয়াড় ও কর্মকর্তাদের সার্বিক নিরাপত্তা ও খেলার মাঠে আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
    সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন  কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#


শফিকুল/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৬/   ঘণ্টা

 

 

 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৩


বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট-এ ক্যালকুলেটরসহ সকল ইলেক্ট্রনিকযন্ত্র ব্যবহার নিষিদ্ধ    

ঢাকা, ২০ পৌষ (৩ জানুয়ারি) :
 
    ৮ জানুয়ারি ২০১৬ তারিখে অনুষ্ঠিতব্য ৩৬তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট এর প্রার্থীদের বিজ্ঞাপনের শর্তানুযায়ী ফোন, সকল ধরনের ইলেক্ট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক এবং ব্যাগসহ পরীক্ষা হলে প্রবেশ করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
    প্রিলিমিনারি টেস্ট-এ ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ। প্রবেশপত্রের ৪নং অনুচ্ছেদে ক্যালকুলেটর ব্যবহারের বিষয়টি লিখিত পরীক্ষার জন্য প্রযোজ্য। 
    বিসিএস পরীক্ষার সময় হাতঘড়ি বা পকেটঘড়ি বা ইলেক্ট্রনিক ঘড়ি ব্যবহার কমিশন কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা হলে সময় জানার জন্য পরীক্ষা কক্ষে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ি প্রদান করা হবে। 
    পরীক্ষা হলে কোনো পরীক্ষার্থীর নিকট মোবাইল ফোন, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেক্ট্রনিক ঘড়ি, ইলেক্ট্রনিক যোগাযোগযন্ত্র, বই-পুস্তক, ব্যাগ এবং ক্যালকুলেটর পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বিসিএস পরীক্ষা বিধিমালার বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কমিশন কর্তৃক গৃহীতব্য সকল নিয়োগ পরিক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে।  
    পরীক্ষার দিন মোবাইল ফোন, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেক্ট্রনিক ঘড়ি, ক্যালকুলেটর, ইলেক্ট্রনিক যোগাযোগযন্ত্র, বই-পুস্তক এবং ব্যাগ না আনার জন্য সকল প্রার্থীকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
#


নেছার/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৬/১৫৪৫ ঘণ্টা


 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১২


পবিত্র রবিউল আউয়াল ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে 
বায়তুল মুকাররমে চলছে ইসলামি বইমেলা  

ঢাকা, ২০ পৌষ (৩ জানুয়ারি) :  

পবিত্র রবিউল আউয়াল মাস ও ঈদে মিলাদুন্নবী-১৪৩৭ (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে চলছে মাসব্যাপী ইসলামি বইমেলা। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া বইমেলা রবিউল আউয়াল মাসজুড়ে চলবে এবং শেষ হবে আগামী ১২ জানুয়ারি। প্রতিদিন সকাল ১০টা রাত ৮টা পর্যন্ত মেলা জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। এবারের মেলায় ৫৯টি স্টল বসেছে। 
মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ স্থান পেয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের স্টলে আকর্ষণীয় কমিশনে পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিস বিক্রি হচ্ছে।
#


নিজাম/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৬/১৫৩০ ঘণ্টা


                                        
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১১


পররাষ্ট্রমন্ত্রীর সাথে মালদ্বীপের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ 

ঢাকা, ২০ পৌষ (৩ জানুয়ারি) :  

     বাংলাদেশে মালদ্বীপের নবনিযুক্ত হাই-কমিশনার ড. মোহাম্মদ আসীম (উৎ. গড়যধসসবফ অংরস) আজ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
    সাক্ষাৎকালে হাই-কমিশনার আসীম মালদ্বীপে আরও অধিক সংখ্যক বাংলাদেশি চিকিৎসক নিয়োগের ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেন এবং উচ্চতর শিক্ষা ও বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যাপারে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।
    ঢাকায় মালদ্বীপের হাই-কমিশন পূর্ণাঙ্গরূপে পুনরায় চালু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, মালদ্বীপ সরকারের এ উদ্যোগ দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার সম্পর্ক আরও সম্প্রসারিত করবে। গভীর সমুদ্রে মৎস্য আহরণের ক্ষেত্রে মালদ্বীপের ব্যাপক অভিজ্ঞতার উল্লেখ করে মাহমুদ আলী এ ক্ষেত্রে মালদ্বীপের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।
    পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 
#


খালেদা/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৬/১৪৪৫ ঘণ্টা

Todays Handout (1).doc