Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ August ২০১৫

তথ্যবিবরণী ১৮/৮/২০১৫

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৩১৮

সাফ অনূর্ধ্ব ১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা লাভ করায় 
বাংলাদেশ দলকে মন্ত্রীবর্গের অভিনন্দন 

ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট) : 
সমাজকল্যাণ মন্ত্রীর অভিনন্দন

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী সাফ অনূর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। 
ক্রীড়া প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর অভিনন্দন
আজ সিলেটে অনুষ্ঠিত “সাফ অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপ-২০১৫” এর চূড়ান্ত খেলায় শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় অনূর্ধ্ব ১৬ ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার ও উপমন্ত্রী আরিফ খান জয়। 

    এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৬ ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, এই জয় শুধু বাংলাদেশ ফুটবল দলের নয়, এই জয় ফুটবলপ্রেমী বাংলাদেশের মানুষের জয়। তারা বাংলাদেশের  ফুটবলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

#

মাইদুল/শফিকুল/আফরাজ/মিজান/নবী/রফিকুল/রেজাউল/২০১৫/২১৩৩ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৩১৭

বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ ফুটবল দলকে স্পিকারের অভিনন্দন

ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট) : 
সাফ অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপ ২০১৫ এর ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন।

আজ এক অভিনন্দনবার্তায় স্পিকার বলেন, বাংলাদেশ ফুটবল দলের এ বিজয় সমগ্র বাংলাদেশের বিজয়। এ বিজয় বাংলাদেশের ফুটবল তথা সমগ্র বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশ দলের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

ডেপুটি স্পিকারের অভিনন্দন

সাফ অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপ ২০১৫ এর ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দনবার্তায় তিনি বলেন, বাংলাদেশ দল জয়ী হয়ে সমগ্র জাতিকে অত্যন্ত গৌরবান্বিত করেছে। এ অর্জন ফুটবল জগতে বাংলাদেশের অবস্থানকে আরো সুদৃঢ় করবে। তিনি ভবিষ্যতেও বাংলাদেশ দলের ধারাবাহিক সাফল্য কামনা করেন। 

চিফ হুইপের অভিনন্দন

সাফ অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপ ২০১৫ এর ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দনবার্তায় তিনি বলেন, বাংলাদেশ ফুটবল দল জয়ী হয়ে আমাদের জন্য যে আনন্দ ও সম্মান বয়ে এনেছে তা সত্যিই অনন্য। তিনি আশা করেন, ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে। 

#

শিবলী/আফরাজ/নবী/সঞ্জীব/রেজাউল/২০১৫/২১০২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২৩১৬

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট) :
জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৭ম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ডাঃ দীপু মনি বৈঠকে সভাপতিত্ব করেন। 
কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মুহাম্মদ ফারুক খান, গোলাম ফারুক খন্দকার  প্রিন্স, কাজী নাবিল আহমেদ, রাজী মোহাম্মদ ফখরুল এবং মাহজাবিন খালেদ বৈঠকে অংশগ্রহণ করেন।
সভায় ৬ষ্ঠ বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটিতে বিশেষ শুনানির ব্যবস্থা সম্পর্কে আলোচনা হয় এবং দেশভিত্তিক অথবা বিষয়ভিত্তিক বিষয় নিয়ে শুনানির ব্যবস্থা করতে কমিটির সকল সদস্য ঐকমত্য পোষণ করেন। 
আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশন তথা ৭০তম অধিবেশন সম্পর্কে বৈঠকে আলোচনা হয় এবং পররাষ্ট্র সচিব এবিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। বৈঠকে জানানো হয়, এ অধিবেশনের সাধারণ বিতর্ক 
২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ২০১৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবারের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বোচ্চ পর্যায়ে অংশগ্রহণের মধ্য দিয়ে জাতিসংঘে সহস্্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের সফলতার বিষয়গুলো তুলে ধরা হবে।  
বৈঠকে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনাবলি ও মানব পাচার নিয়ে আলোচনা হয়। বৈঠকে মানব পাচাররোধে সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থায় কমিটি সন্তোষ প্রকাশ করে এবং যে সকল ব্যক্তি কিংবা চক্র মানব পাচারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।      
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদুল হকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।    
#
হুদা/আফরাজ/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/২০৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৩১৫

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর 
স্ত্রী শুভ্রা মুখার্জীর আকস্মিক প্রয়াণে শিল্পমন্ত্রীর শোক 

ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট) :
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রী শুভ্রা মুখার্জীর আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মালদ্বীপ সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। 
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর কাছে প্রেরিত আজ এক শোকবার্তায় শিল্পমন্ত্রী বলেন, “শ্রীমতি শুভ্রা মুখার্জীর আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত ও শোকাহত। আমি তাঁকে ১৯৭১ সাল থেকে জানি। তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, মমতাময়ী ও দায়িত্বশীল গৃহিণী। তাঁর সাথে যখনই আমার সাক্ষাৎ হয়েছে, তখনই তিনি আমি ও আমার পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন এবং শুভ কামনা করেছেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত স্বামী প্রণব মুখার্জীর ভালবাসা ও পরিচর্যা পেয়ে তিনি ভাগ্যবতী হয়েছেন।” 
শোকবাণীতে শিল্পমন্ত্রী আরো বলেন, “শুভ্রা মুখার্জী সবসময় রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবেন। তাঁর প্রেরণার ভিত্তিতে রাষ্ট্রপতি বাকী জীবনে স্বীয় পুত্র অভিজিৎ, ইন্দ্রজিৎ ও কন্যা সর্মিষ্ঠাসহ ভারতীয় জনগণের প্রতি দায়িত্বপালন করে যাবেন”।   
আমির হোসেন আমু শুভ্রা মুখার্জীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 
অপর এক শোকবার্তায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সহধর্মিণী শুভ্রা মুখোপাধ্যায়ের মৃত্যুতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গভীর শোক প্রকাশ করেছেন। 
এক বিবৃতিতে মন্ত্রী বলেন, বাংলাদেশের মাটির সন্তান এই মহিয়সী নারীর মৃত্যুতে বাংলাদেশ এক মহান শুভাকাক্সক্ষীকে হারালো। 
তিনি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং তাঁর পরিবার ও স্বজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে মহান সৃষ্টিকর্তার কাছে বিদেহী আত্মার শান্তি কামনা করেন। 
    এছাড়া, ভারতের রাষ্ট্রপতির স্ত্রীর মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী পৃথকভাবে গভীর শোক প্রকাশ করেছেন।
#
জলিল/পরীক্ষিৎ/মাইদুল/রেজুয়ান/শফিক/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০০০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২৩১৪

বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তাকে হত্যা করা হয়েছে
                                                     -- ডেপুটি স্পিকার

ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট) :
    ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু সাধারণ কোনো নাম বা উপাধি নয়-একটি ইতিহাস, একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন জাতিসত্তা। তাঁকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে সমগ্র বাঙালিসত্তাকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে বিশ্ব শান্তি ও মানবতার পুরোধা পুরুষকে। 
    আজ রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) ও স্টার বাংলা নিউজ ডট নেটের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
    এজাহিকাফ’র মহাসচিব রোটারিয়ান সালাম মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূলপ্রবন্ধ পাঠ করেন সার্ক সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, বরেণ্য সংগীত শিল্পী আব্দুল জব্বার, স্টার বাংলা নিউজ ডট নেটের প্রধান সম্পাদক এস.এম আলী হোসেন রানা। 
    ডেপুটি স্পিকার বলেন, ধর্মীয় চেতনায় বঙ্গবন্ধু ছিলেন একজন খাঁটি ঈমানদার, সামাজিক দৃষ্টিভঙ্গিতে ছিলেন নিরলস সমাজসেবী,মানবিক দিক থেকে ছিলেন একজন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বিবেকবান, জনদরদি ও সাদা মনের মানুষ। রাজনৈতিক অঙ্গনে ছিলেন আদর্শবান সংগ্রামী জননেতা। জাতির পিতার ‘অসমাপ্ত আত্মজীবনী’ নতুন প্রজন্মকে আত্মমর্যাদার সাথে জীবন গড়তে এবং একজন উন্নত চরিত্রের আদর্শ মানুষ হয়ে গড়ে উঠতে সাহায্য করবে। এ গ্রন্থটি পাঠ করলে নতুন প্রজন্মের মধ্যে দেশাত্ববোধ ও মানুষের প্রতি মমত্ববোধ সৃষ্টি হবে। দেশ ও জাতি গঠনে এ বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশের শিক্ষা কারিকুলামে বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” বাধ্যতামূলক কোর্সভুক্তকরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি তিনি আহ্বান জানান।  
    ডেপুটি স্পিকার বলেন, নিষ্ঠুর ঘাতক দল বাঙালি হয়েও বাঙালির এই অকৃত্রিম বন্ধুকে নির্বিচারে হত্যা করল। এসময় তিনি ১৫ আগস্ট, ১৯৭৫ সালের কালরাতে ঘাতকের হাতে নিহত সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি অবিলম্বে বঙ্গবন্ধুর অবশিষ্ট খুনিদের দেশে ফিরিয়ে এনে বাংলার মাটিতে তাদের রায় কার্যকর করার আহ্বান জানান। তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে তাঁর মহান আদর্শে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার তাগিদ দেন।
#
সাব্বিার/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৯০০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২৩১৩

তারুণ্যের শক্তিকে কার্যকর শক্তিতে রূপান্তর করতে
বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহকে এগিয়ে আসতে হবে
                                  -- রাশেদ খান মেনন
ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট) :
    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, তরুণরাই দেশের শক্তি। তারুণ্যের এ শক্তিকে উপযুক্তভাবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি অতিরিক্ত সহশিক্ষা বিষয়ক পাঠ্যক্রমের গুরুত্ব অপরিসীম। তিনি তারুণ্যের শক্তিকে কার্যকর শক্তিতে রূপান্তর করার জন্য উচ্চশিক্ষায় সহশিক্ষা পাঠ্যক্রম চালু করতে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহকে এগিয়ে আসার আহ্বান জানান। 
    মন্ত্রী আজ ঢাকায় ইস্টার্ন ইউনিভার্সিটি (ইউ) মিলনায়তনে ইউ আয়োজিত ক্লাব কার্নিভাল ২০১৫ এর উদ্বোধন শেষে উচ্চশিক্ষায় অতিরিক্ত সহপাঠক্রমের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
    বিশ্ববিদ্যালয়ের ১৬টি ক্লাব এই কার্নিভালে অংশগ্রহণ করে। অনুষ্ঠানটির মূল লক্ষ্য ছাত্রছাত্রীদেরসহ পাঠ্যক্রমে উদ্বুদ্ধ করা। যাতে তারা তাদের বৈচিত্র্যময় উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার জন্য তাদের মধ্যে সৃজনশীল চিন্তার বহিপ্রকাশ ঘটাতে পারে। 
    রাশেদ খান মেনন অতিরিক্ত সহপাঠক্রমের প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরে বলেন, সহপাঠ্যক্রম শিক্ষার সাথে সম্পৃক্ত। তিনি বলেন, এ ব্যবস্থা মানসিক বিকাশ ও জ্ঞানের বিকাশের জন্য অপরিহার্য। আমাদের তরুণরা মেধাবী তাদের কাছে সবকিছুই রয়েছে। এ সুযোগগুলো কাজে লাগাতে হবে। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের উদ্দেশ্যে বলেন, ক্যাম্পাস বাদ দিয়ে বিশ্ববিদ্যালয় হতে পারে না। তিনি বিশ্ববিদ্যালয়সমূহকে নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরের প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। দেশের শিক্ষার উন্নয়নে সরকার সবধরনের সহযোগিতা প্রদানে বদ্ধপরিকর। 
    অনুষ্ঠানে ইউ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী, ইউ’র ভিসি প্রফেসর ড. আবদুর রব এবং উপউপাচার্য ড. আবদুল হান্নান বক্তৃতা করেন। 
    পরে মন্ত্রী কার্নিভালে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
#

শেফায়েত/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৩০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২৩১২

পররাষ্ট্র মন্ত্রীর সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট) :
আজ পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনার চ্যান হ্যাং উইং (ঈযধহ ঐবহম ডরহম) সাক্ষাৎ করেন।
    সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্কসহ  আঞ্চলিক, উপআঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎখাতে সিঙ্গাপুরের বিনিয়োগের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে এসব খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং অন্যান্য খাতে বিনিয়োগের জন্য সে দেশের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। তিনি সিঙ্গাপুরে আরো অধিক হারে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য হাইকমিশনার চ্যানের মাধ্যমে সে দেশের সরকারের প্রতি অনুরোধ জানান। এসময় হাইকমিশনার চ্যান এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
#

খালেদা/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৭৪৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২৩১১
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট) : 
জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র এক বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম হীরার সভাপতিত্বে কমিটির সদস্য ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সামছুল আলম দুদু, এ কে এম মাঈদুল ইসলাম এবং গাজী ম ম আমজাদ হোসেন মিলন বৈঠকে অংশগ্রহণ করেন। 

কমিটি ভাওয়াল এবং নবাব এস্টেটের যে সমস্ত জমি সরকারের নিয়ন্ত্রণে আছে তা অনতিবিলম্বে ১নং খাস খতিয়ানভুক্তকরণ এবং যে সমস্ত জমি দখলে নেই তা দখলে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। 

বৈঠকে স্থানভেদে নামজারি ও জমা খারিজ সংক্রান্ত ফি পুনঃনির্ধারণ করার সুপারিশ করা হয়। 

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 

#

আফরাজ/রফিকুল/রেজাউল/২০১৫/১৬৪৬ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ২৩১০

ইউএনএফপিএ’র বাস্তবায়নাধীন ঝচঈচউ 
প্রকল্পের সংসদীয় সাবকমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট) :
ইউএনএফপিএ’র সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন ঝঃৎবহমঃযবহরহম চধৎষরধসবহঃ’ং ঈধঢ়ধপরঃু রহ ওহঃবমৎধঃরহম ওংংঁবং রহঃড় উবাবষড়ঢ়সবহঃ (ঝচঈচউ) শীর্ষক প্রকল্পের ‘যুব উন্নয়ন সাব-কমিটির’ প্রথম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক সানজিদা খানম এমপি বৈঠকে সভাপতিত্ব এবং কমিটির সদস্য ফরহাদ হোসেন এমপি অংশগ্রহণ করেন। 
বৈঠকে ২০০৩ সালে প্রণীত যুবনীতির হালনাগাদ অবস্থা, যুবসমাজকে মানবসম্পদে পরিণত করতে কার্যক্রম গ্রহণ, মনিটরিং কার্যক্রম জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং  যুবসমাজকে মানবসম্পদে উন্নয়নের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হয়। এছাড়াও সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পরিকল্পনামন্ত্রণালয়, অর্থমন্ত্রণালয়, শিক্ষামন্ত্রণালয়, স্বাস্থ্যমন্ত্রণালয়, তথ্যমন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে বৈঠক অনুষ্ঠানের বিষয় নিয়ে আলোচনা হয়। 
যুবসমাজের প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় প্রজনন স্বাস্থ্যসেবাপ্রাপ্তি ও প্রজনন অধিকার প্রতিষ্ঠার সহায়ক পরিবেশ গঠনের উদ্যোগ নিয়েও আলোচনা হয়। এছাড়া গৃহীত প্রকল্পের কার্যক্রমে গতিশীলতা আনয়নের জন্য সংসদ সদস্যদের নিয়ে সেমিনার আয়োজন ও ঢাকায় যুবসম্মেলন আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়। 
    বৈঠকে জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল, এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক আ ই ম গোলাম কিবরিয়াসহ ইউএনএফপিএ এবং জাতীয় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।    
#
নূরুল/শাহআলম/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৬১৫ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ২৩০৯

দেশ ও জাতি গঠনে জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
                                                                     - ডেপুটি স্পিকার

ঢাকা, ০৩ ভাদ্র (১৮ আগস্ট) :
    জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু সাধারণ কোন নাম বা উপাধি নয়-একটি ইতিহাস, একটি স্বাধীন বাংলাদেশ, একটি স্বাধীন জাতিসত্ত্বা। তাঁকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে সমগ্র বাঙালিসত্ত্বাকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে বিশ্বশান্তি ও মানবতার পুরোধা পুরুষকে। 
    রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) ও স্টার বাংলা নিউজ ডট নেট এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ একথা বলেন।
    এজাহিকাফ এর মহাসচিব রোটারিয়ান সালাম মাহামুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সার্ক সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, বরেণ্য সংগীত শিল্পী আব্দুল জব্বার, স্টার বাংলা নিউজ ডট নেট এর প্রধান সম্পাদক এস এম আলী হোসেন রানা প্রমুখ। 
    ডেপুটি স্পিকার বলেন, ধর্মীয় চেতনায় বঙ্গবন্ধু ছিলেন একজন ইমানদার খাঁটি মুসলমান, সামাজিক দৃষ্টিভঙ্গিতে ছিলেন নিরলস সমাজসেবী, মানবিক দিক থেকে ছিলেন একজন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বিবেকবান, জনদরদি ও সাদা মনের মানুষ। রাজনৈতিক অঙ্গনে ছিলেন আদর্শবান সংগ্রামী জননেতা। জাতির পিতার ‘অসমাপ্ত আত্মজীবনী’ নতুন প্রজন্মকে আত্মমর্যাদার সাথে জীবন গড়তে এবং একজন উন্নত চরিত্রের আদর্শ মানুষ হয়ে গড়ে উঠতে সাহায্য করবে। এই গ্রন্থটি পাঠ করলে নতুন প্রজন্মের মধ্যে দেশাত্ববোধ ও মানুষের প্রতি মমত্ববোধ সৃষ্টি হবে । দেশ ও জাতি গঠনে এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের শিক্ষা কারিকুলামে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বাধ্যতামূলক কোর্সভুক্তকরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান ডেপুটি স্পিকার।  
    তিনি বলেন, যে বঙ্গবন্ধু পাকিস্তানের শত্রু ছিলেন তারাও বঙ্গবন্ধুকে হত্যা করার দুঃসাহস দেখায়নি  অথচ কি নিষ্ঠুর সেই ঘাতকের দল যারা বাঙালি হয়ে বাঙালির এই অকৃত্রিম বন্ধুকে নির্বিচারে হত্যা করল। এসময় তিনি ১৫ আগস্ট ১৯৭৫ সালের কালরাতে ঘাতকদের হাতে নিহত শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি অবিলম্বে বঙ্গবন্ধুর অবশিষ্ট খুনিদের দেশে ফিরিয়ে এনে বাংলার মাটিতে তাদের রায় কার্যকর করার আহ্বান জানান। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে তার মহান আদর্শে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান ডেপুটি স্পিকার।
#
সাব্বির/শাহআলম/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৬০০ ঘণ্টা 

 
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ২৩০৮

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী 
শুভ্রা মুখার্জির মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকারের শোক

ঢাকা, ০৩ ভাদ্র (১৮ আগস্ট) :
    ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার 
ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোকপ্রকাশ করেছেন।
    স্পিকার প্রয়াত শুভ্রা মুখার্জির আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের শোক
    ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া গভীর শোকপ্রকাশ করেছেন।

জাতীয় সংসদের চিফ হুইপের শোক
    ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোকপ্রকাশ করেছেন।
    চিফ হুইপ প্রয়াত শুভ্রা মুখার্জির আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
#
শিবলী/শাহআলম/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৫৪৫ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৩০৭
এক সময়ের মূল্যহীন শিল্পবর্জ্য বর্তমানে মূল্যবান সম্পদ
                                                  - শিল্পমন্ত্রী

ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট) :
শিল্পবর্জ্যকে এক সময় মূল্যহীন ভাবা হলেও আধুনিক প্রযুক্তির প্রসারের ফলে বর্তমানে এটি মূল্যবান সম্পদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, আধুনিক বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের মাধ্যমে শিল্পবর্জ্যরে পরিশোধন ও এর পুনর্ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। ফলে শিল্পখাতে উৎপাদনশীলতা বাড়ছে। বাংলাদেশ ইতোমধ্যে শিল্পবর্জ্য হ্রাস (জবফঁপব), বর্জ্য পরিশোধন (জবপুপষব) ও পরিশোধিত বর্জ্য শিল্প উৎপাদনে পুনর্ব্যবহারের (জবঁংব) লক্ষ্যে জাতীয় থ্রিআর কৌশল (ঘধঃরড়হধষ ৩জ ঝঃৎধঃবমু) গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন। 
মালদ্বীপ সফররত শিল্পমন্ত্রী শিল্পবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ৬ষ্ঠ আঞ্চলিক সম্মেলন (৬ঃয জবমরড়হধষ ৩জ ঋড়ৎঁস রহ অংরধ ধহফ ঃযব চধপরভরপ) উপলক্ষে আয়োজিত গোলটেবিল সংলাপে সভাপতিত্বকালে এ মন্তব্য করেন। মালদ্বীপের রাজধানী মালের ধারুবার্গ (উযধৎঁনধধৎঁমব) আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ এ সংলাপ অনুষ্ঠিত হয়। 
সংলাপে অন্যান্যের মধ্যে মালদ্বীপের শিক্ষামন্ত্রী ড. ইস্হাত শিহাম (উৎ. অরংযধঃয ঝযরযধস), রাষ্ট্রপতির কার্যালয়ের মন্ত্রী মোহামেদ হুসাইন সারিফ (গড়যধসবফ ঐঁংংধরহ ঝযধৎববভ), অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত মন্ত্রী মোহামেদ সাঈদ (গড়যধসবফ ঝধববফ) ও পররাষ্ট্রমন্ত্রী ধুনিয়া মাওমুন (উযঁহুধ গধঁসড়ড়হ) বক্তব্য রাখেন। এসময় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের প্রতিনিধিরা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সাম্প্রতিক অগ্রগতি ও নতুন উদ্ভাবিত প্রযুক্তি সম্পর্কে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। 
শিল্পমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের জন্য অংশগ্রহণমূলক বর্জ্য ব্যবস্থাপনা জরুরি। এ লক্ষ্যে পৌরসভাকেন্দ্রিক সনাতন বর্জ্য ব্যবস্থাপনার ধারণা থেকে বেরিয়ে এসে নগরবাসী, শিল্প উদ্যোক্তা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ সরকার গৃহিত জাতীয় থ্রিআর কৌশল (ঘধঃরড়হধষ ৩জ ঝঃৎধঃবমু) অনুসরণে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার অন্যান্য দেশে সরকারি-বেসরকারি-কমিউনিটি অংশীদারিত্বে (চঁনষরপ-চৎরাধঃব-ঈড়সসঁহরঃু চধৎঃহবৎংযরঢ়) উদ্যোগ গ্রহণের সুপারিশ করেন।    
বৈঠকে বক্তারা বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে দ্রুত নগরায়নের ফলে শিল্পবর্জ্যের পরিমাণ অপ্রত্যাশিত হারে বাড়ছে। এ বর্জ্য দেশগুলোর প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যকে ক্রমেই হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তারা শিল্পবর্জ্যরে ফলে সৃষ্ট পরিবেশ দূষণ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগে দীর্ঘমেয়াদি পরিকল্পনার (গধংঃবৎ চষধহ) আওতায় একটি মেগা প্রকল্প (গবমধ চৎড়লবপঃ) বাস্তবায়নের বিষয়ে একমত হন। তারা প্রাকৃতিক ও প্রতিবেশগত ঝ্ুঁকি মোকাবিলায় এ অঞ্চলের দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহায়তা বিনিময়ের পাশাপাশি নতুন উদ্ভাবিত সবুজ প্রযুক্তি হস্তান্তরের ওপর গুরুত্ব দেন।
উল্লেখ্য, জাতিসংঘের আঞ্চলিক উন্নয়ন কেন্দ্র (টহরঃবফ ঘধঃরড়হং ঈবহঃৎব ভড়ৎ জবমরড়হধষ উবাবষড়ঢ়সবহঃ/টঘঈজউ) ও জাপান সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের যৌথ সহায়তায় মালদ্বীপ সরকার তিন দিনব্যাপী এ সম্মেলন আয়োজন করেছে। আগামী ১৯ আগস্ট এটি শেষ হবে। 
শিল্পমন্ত্রীর ২০ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে। 
#
জলিল/শাহআলম/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৪৪০ ঘণ্ট

Todays handout (6).doc