তথ্যবিবরণী নম্বর : ৩৭১৩
আনত্মর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ১৮ অগ্রহায়ণ (২ ডিসেম্বর):
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনত্মর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ৩ ডিসেম্বর ২৫তম আনত্মর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ১৮তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটি উপলক্ষে আমি দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তি ও পরিবার এবং তাদের নিয়ে কর্মরত সংস'া ও সংগঠনসমূহকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘টেকসই ভবিষ্যৎ গড়ি, ১৭ লড়্গ্য অর্জন করি’ অত্যনত্ম সময়োপযোগী বলে আমি মনে করি।
এই ভিন্ন মানববৈচিত্র্যের অধিকারী জনগোষ্ঠীকে বাদ দিয়ে উন্নয়ন লড়্গ্যমাত্রার সার্বিক সাফল্য অর্জন করা সম্ভব নয়। তারাও যে রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ তা নিশ্চিত করা হবে। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়। তাদের দেশের সম্পদে পরিণত করতে তাদের শিড়্গা, স্বাস'্য, কর্মসংস'ান ইত্যাদি উন্নয়নে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি, যেকোন অর্থপূর্ণ কার্যক্রমে তাদের সর্বোচ্চ সামর্থ্যকে সম্পৃক্ত করার এই প্রক্রিয়া আমাদের উন্নয়নের অগ্রযাত্রায় অত্যনত্ম কার্যকর ভূমিকা রাখতে সড়্গম হবে।
প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার সুরড়্গায় শিড়্গা, স্বাস'্য, তথ্য ও যোগাযোগ, প্রশিড়্গণ ও কর্মসংস'ান, সামাজিক সেবাসমূহ এবং অন্যান্য সকল ড়্গেত্রে অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে একদিকে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের লড়্গ্যমাত্রাসমূহ পূরণ যেমন সম্ভব তেমনি বাংলাদেশের উন্নয়নের ধারা আরও গতিময় হবে।
প্রতিবন্ধী ব্যক্তিদের পিছনে ফেলে নয়, তাদের সাথে নিয়েই আমরা উন্নয়নের পথে এগিয়ে যাব। এড়্গেত্রে আমি সমাজের সচেতন মানুষ, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সরকারি সংস'া ও বেসরকারি সংগঠনসমূহকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। আর এভাবেই আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ড়্গুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলবো- এ আমার প্রত্যাশা।
আমি ২৫তম আনত্মর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ১৮তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আশরাফুল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৭০১ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৭১১
বাংলাদেশ থেকে আরো শান্তিরক্ষী নিচ্ছে জাতিসংঘ
নিউইয়র্ক, ২ ডিসেম্বর :
সম্প্রতি পদাতিক বাহিনীর ৮৫০ সদস্যের একটি সমন্বিত শান্তিরক্ষী দল পাঠানোর জন্য অনুরোধ জানিয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশনকে পত্র দিয়েছে জাতিসংঘ সদরদপ্তরের ডিপার্টমেন্ট অভ্ পিস কিপিং অপারেশন। দক্ষিণ সুদানের উয়াও অঞ্চলে অনতিবিলম্বে শান্তিরক্ষী মোতায়েনের জন্য দেওয়া এই প্রস্তাব গ্রহণ করেছে বাংলাদেশ। দ্রুত ও সফলভাবে নতুন এই পদাতিক ব্যাটালিয়নটি মোতায়েনের লক্ষ্যে ইতোমধ্যেই প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, গত অক্টোবর মাসেও বাংলাদেশ ২৬০ সদস্যের একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি সাউথ সুদানে প্রেরণের জন্য জাতিসংঘ থেকে আরেকটি প্রস্তাব পেয়েছে। সাউথ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পদাতিক ব্যাটালিয়ন ও ইঞ্জিনিয়ারিং কোম্পানি দ্রুত সময়ের মধ্যে মোতায়েন করা হবে বলে আশা করা হচ্ছে।
#
মীনা/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৬/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৭১২
প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ঢাকা, ১৮ অগ্রহায়ণ (২ ডিসেম্বর) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে আজ বাদ জুমা বায়তুল মুকাররম জাতীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন উক্ত মিলাদ মাহফিলে সার্বিক সহযোগিতা প্রদান করে।
মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও নিরাপত্তা কামনা করা হয়। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
মিলাদ মাহফিলে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, আবদুস সাত্তার, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাম, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, ধর্ম সচিব মোঃ আব্দুল জলিল ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মুসুল্লীগণ উপস্থিত ছিলেন।
দেশের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত অনুরূপ মিলাদ ও দোয়া মাহফিলে ইসলামিক ফাউন্ডেশন সার্বিক সহযোগিতা প্রদান করে।
#
নিজাম/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৬/১৮১৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৭১০
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ১৮ অগ্রহায়ণ (২ ডিসেম্বর) :
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
‘‘বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদার সাথে “২৫তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ১৮তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০১৬” পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ দিবস উদযাপন উপলক্ষে আমি দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তি, তাঁদের পরিবার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত সকল ব্যক্তি ও সংগঠনসমূহকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
প্রতিবন্ধী জনগোষ্ঠী সমাজের অবিচ্ছেদ্য অংশ, আমাদের আপনজন। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নসহ তাদের মূল¯্রােতধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে এ বছর জাতিসংঘ প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে “টেকসই ভবিষ্যৎ গড়ি, ১৭ লক্ষ্য অর্জন করি” (Achieving 17 Goals for the Future We Want) যা খুবই যুগোপযোগী বলে আমি মনে করি। বিশ্বকে সকলের জন্য বাসযোগ্য করতে টেকসই উন্নয়নের বিকল্প নেই। জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়ে সদস্য রাষ্ট্রসমূহকে এই লক্ষ্য অর্জনের আহ্বান জানিয়েছে, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা আছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৭ লক্ষ্য অর্জনের মধ্য দিয়ে উন্নয়নের মূলস্রোতধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত হবে বলে আমার বিশ্বাস। বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে অত্যন্ত আন্তরিক। প্রতিবন্ধীদের কল্যাণে সরকার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, অটিজম রিসোর্স সেন্টার, অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণসহ প্রতিবন্ধী ও অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করছে।
সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসহ সমাজের বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিবর্গ প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সস্পৃক্ত হলে তাদের কল্যাণ ত্বরান্বিত হবে। প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় আমরা নিজ নিজ অবস্থান থেকে কাজ করি-এটাই হোক এবারের প্রতিবন্ধী দিবসের অঙ্গীকার।
আমি ২৫তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ১৮তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০১৬ এর সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’’
#
আজাদ/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৬/১৭৫৮ ঘণ্টা