তথ্যবিবরণী নম্বর : ২২৩২
বিশ্ব যুব দড়্গতা দিবস পালিত
ঢাকা, ৩১ আষাঢ় (১৫ জুলাই) :
জাতিসংঘের অন্যান্য সদস্য দেশগুলোর মতো এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে আজ বিশ্ব যুব দড়্গতা দিবস-২০১৬ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলড়্গে রাজধানীতে জাতীয় দড়্গতা উন্নয়ন কাউন্সিল (এনএসডিসি) সচিবালয়ের সম্মেলনকড়্গে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শ্রম ও কর্মসংস'ান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, দড়্গতা উন্নয়নের সাথে সংশিস্নষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর, বিভিন্ন বেসরকারি এবং দাতা সংস'াগুলো সমন্বিতভাবে কাজ করলে দড়্গতা উন্নয়ন সহজতর হবে। তিনি বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে ২০১৯ সালের মধ্যে দড়্গ জনশক্তির দেশ হিসেবে গড়ে তোলার বিষয়ে আশাবাদী।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, পরামর্শক ফি বাবদ প্রতিবছর সাড়ে চার বিলিয়ন ডলার বিদেশে চলে যায়। ভবিষ্যতে তৈরিপোশাক শিল্পসহ অন্যান্য খাতে যেন বিদেশি পরামর্শক আনতে না হয় সেজন্য প্রতিমন্ত্রী দড়্গতা উন্নয়নের সাথে সংশিস্নষ্টদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
এনএসডিসি’র প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) এবিএম খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, শিড়্গা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এ এস মাহমুদ, বিভিন্ন মন্ত্রণালয়, বিশ্বব্যাংক, ইউনেসকো, আইএলও, ব্র্যাকসহ বিভিন্ন বেসরকারি ও দাতা সংস'ার প্রতিনিধিগণ বক্তৃতা করেন।
#
আকতার/মাহমুদ/নবী/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/২১৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৩১
প্রধানমন্ত্রী ড়্গুদ্র নৃগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিত করেছেন
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ৩১ আষাঢ় (১৫ জুলাই) :
দেশের ড়্গুদ্র নৃগোষ্ঠীসহ সকলের নাগরিক অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠাকে শেখ হাসিনার ঐকানিত্মক প্রচেষ্টারই ফসল বলে বর্ণনা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলড়্গে আজ ঢাকায় ধানমন্ডির দৃক গ্যালারিতে আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাঙালি ও ড়্গুদ্র নৃগোষ্ঠীর সৌহার্দ্যকে দেশের উন্নয়নের মহামন্ত্র বলে উলেস্নখ করে তিনি বলেন, শেখ হাসিনা সংবিধানের স্বীকৃতি ও শানিত্ম চুক্তির মাধ্যমে ড়্গুদ্র নৃগোষ্ঠীদের ন্যায্য অধিকার, নাগরিক ড়্গমতা ও মর্যাদা নিশ্চিত করেছেন।
দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগের ড়্গমতাপ্রাপ্ত উলেস্নখ তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বাঙালি ও ড়্গুদ্র নৃগোষ্ঠী সমান অধিকারের অধিকারী। কেউ কাউকে ছোট-বড় চোখে দেখার সুযোগ নেই।
ড়্গুদ্র নৃগোষ্ঠীদের জন্য একটি স্বতন্ত্র কমিশন প্রতিষ্ঠার ওপর গুরম্নত্বারোপ করে এসময় তথ্যমন্ত্রী বলেন, ড়্গুদ্র নৃগোষ্ঠীদের জন্য একটি স্বাধীন কমিশন প্রতিষ্ঠা হলে তা এ বিষয়ে সরকারের আনত্মরিক প্রচেষ্টা বাসত্মবায়নে সহায়ক হবে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং তার মন্ত্রণালয়ের কাজে সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান।
#
আকরাম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৩০
সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজুর মৃত্যুতে
স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপের শোক
ঢাকা, ৩১ আষাঢ় (১৫ জুলাই) :
স্পিকারের শোক
সপ্তম জাতীয় সংসদে নির্বাচিত যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজু আজ ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিলস্নাহে--------------রাজিউন)। তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক জানিয়েছেন।
স্পিকার আজ এক শোকবার্তায় বলেন, আলী রেজা রাজুর মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারালো। তিনি একজন জনমানুষের নেতা ছিলেন। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ড়্গতি। স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসনত্মপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ডেপুটি স্পিকারের শোক
সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজুর মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া গভীর শোক জানিয়েছেন।
আজ এক শোকবার্তায় ডেপুটি স্পিকার বলেন, আলী রেজা রাজুর মৃত্যুতে দেশ একজন দড়্গ রাজনীতিবিদকে হারালো। তিনি একজন মাটি ও মানুষের নেতা ছিলেন।
ডেপুটি স্পিকার মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসনত্মপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
চিফ হুইপের শোক
সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজুর মৃত্যুতে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোক জানিয়েছেন।
এক শোকবার্তায় চিফ হুইপ বলেন, আলী রেজা রাজুর মৃত্যুতে দেশ একজন উদার রাজনীতিবিদকে হারালো। চিফ হুইপ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসনত্মপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল ১৬ জুলাই, শনিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দড়্গিণ পস্নাজায় অনুষ্ঠিত হবে।
#
স্বপন/মাহমুদ/নবী/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২২৯
সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজুর মৃত্যুতে স্বাস'্যমন্ত্রীর শোক
ঢাকা, ৩১ আষাঢ় (১৫ জুলাই) :
স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসনত্মপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
#
পরীড়্গিৎ/মাহমুদ/সেলিম/সেলিমুজ্জামান/২০১৬/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২২৮
পাকিসত্মানের প্রেসিডেন্টের নিকট বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ
ইসলামাবাদ (পাকিসত্মান), ১৫ জুলাই:
পাকিসত্মানে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার তারিক আহসান গতকাল (১৪ জুলাই) পাকিসত্মানের প্রেসিডেন্ট মামুনুন হোসেনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন।
বাংলাদেশের হাইকমিশনার ইসলামাবাদে প্রেসিডেন্ট কার্যালয় পৌঁছালে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের সদস্যরা তাঁকে গার্ড অভ্ অনার প্রদান করে।
পরে হাইকমিশনার প্রেসিডেন্টের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। হাইকমিশনার পাকিসত্মানের প্রেসিডেন্টকে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি অর্জন সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন। হাইকমিশনার বাংলাদেশ ও পাকিসত্মানের মধ্যেকার সম্পর্ক আরো সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং এ লক্ষ্যে তিনি প্রেসিডেন্টের সহায়তা কামনা করেন।
হাইকমিশনারকে স্বাগত জানিয়ে পাকিসত্মানের প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর মেয়াদকালে দু’দেশের সম্পর্ক আরো উন্নত হবে। তিনি যে কোনো মতভিন্নতা দূরীকরণে দু’দেশের মধ্যে বেশি করে আলাপ-আলোচনার ওপর গুরম্নত্বারোপ করেন এবং বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা প্রসারের লক্ষ্যে আরো বেশি প্রচেষ্টা গ্রহণের ওপরও গুরম্নত্ব দেন। তিনি দু’দেশের মধ্যে বাণিজ্য ও সাংস্কৃতিক প্রতিনিধিদল বিনিময় এবং বাণিজ্য মেলায় অংশগ্রহণের পরামর্শ দেন। পাকিসত্মানের প্রেসিডেন্ট বাংলাদেশের হাইকমিশনারকে পাকিসত্মানে তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মির্জা এজাজুর রহমান ও কাউন্সিলর মো. নাজমুল হুদা এবং প্রেসিডেন্টের কার্যালয়ের সংশিস্নষ্ট সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপসি'ত ছিলেন।
#
ইকবাল/মাহমুদ/নবী/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২২৭
সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজুর মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শোক
ঢাকা, ৩১ আষাঢ় (১৫ জুলাই) :
সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজুর মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গভীর শোক প্রকাশ করেছেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, আলী রেজা রাজু ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত এবং মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের চেতনায় সমুজ্জল। খ্যাতিমান ও অভিজ্ঞ এই রাজনীতিবিদ ছিলেন মুক্তিকামী মানুষের চেতনায় অবিচল ও আপোষহীন। তিনি সারা জীবন শোষণ, বঞ্চনা ও বৈষম্য অবসানের স্বপ্ন দেখেছেন। তাঁর মৃত্যু জাতির জন্য অপূরণীয় ড়্গতি।
প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসনত্মপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
#
তৌহিদুল/মাহমুদ/সেলিম/সেলিমুজ্জামান/২০১৬/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২২৬
এশিয়ান কনফ্লুয়েন্স রিভার ফেস্টিভেলে পর্যটনমন্ত্রী
শিলং (ভারত), ১৫ জুলাই:
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটন হিমালয় অববাহিকার দেশসমূহের মাঝে বাণিজ্য ও অর্থনৈতিক সম্ভাবনা ত্বরান্বিত করবে। এ জন্য এসব দেশকে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন ও বাসত্মবায়ন করতে হবে। হিমালয়ের অববাহিকায় উৎপন্ন নদীসমূহ ঘিরে এ পদড়্গেপের সূচনা হতে পারে। কারণ এসব নদী এ অঞ্চলের মানুষের জীবন, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে একসূত্রে গেঁথে রেখেছে। নদীবিধৌত এ সভ্যতাকে পর্যটন সম্ভাবনায় রূপ দিতে হবে।
মন্ত্রী আজ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের রাজধানী শিলংয়ের কনভেনশন সেন্টারে দু’দিনব্যাপী এশিয়ান কনফ্লুয়েন্স রিভার ফেস্টিভেলের উদ্বোধন অধিবেশনে কি-নোট পেপার উপস'াপনকালে এসব কথা বলেন।
পর্যটনমন্ত্রী বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং এর সীমানত্মবর্তী বাংলাদেশ, ভুটান, নেপাল ও মিয়ানমারের মাঝে আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়নের ড়্গেত্র সম্প্রসারিত করতে নদী, রেল, সড়ক, বিমান ও ব্যক্তির সাথে ব্যাক্তির যোগাযোগ অত্যনত্ম গুরুত্বপূর্ণ। এ যোগাযোগের ভিত্তি হতে পারে সংস্কৃতি, শিড়্গা, স্বাস'্য ও পর্যটন।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, মিজোরামের মুখ্যমন্ত্রী লালথানওয়ালা, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এবং ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী।
দু’দিনব্যাপী এ সম্মেলনে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান ও মিয়ানমারের তিনশত জনপ্রতিনিধি অংশ নিচ্ছে।
#
মাহবুবুর/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৭০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২২৫
জঙ্গিবাদ নির্মূলে সকলকে এগিয়ে আসতে হবে
-- চিফ হুইপ
ঢাকা, ৩১ আষাঢ় (১৫ জুলাই) :
জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, সমাজ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে সকলকে এগিয়ে আসতে হবে।
চিফ হুইপ গতকাল পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে জঙ্গিবিরোধী গণপ্রতিরোধ কমিটি গঠন ও আইনশৃঙ্খলা রড়্গা, জঙ্গিবাদ ও সন্ত্রাস এবং নাশকতা নিরোধ সংক্রানত্ম সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন ।
চিফ হুইপ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে জঙ্গিবাদের কোনো স'ান নেই, বর্তমান সরকার জঙ্গি নির্মূলে ব্যাপক অভিযান শুরম্ন করেছে। প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসায় শিড়্গার্থীদের উপসি'তি শতভাগ নিশ্চিত করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় তাদেরকে উদ্বুদ্ধ করে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একই সাথে তিনি সুশীল সমাজ, এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মসজিদের ইমামকে জঙ্গিবাদ নির্মূলে স্ব স্ব অবস'ান থেকে কার্যকর ভূমিকা রাখতে আহ্বান জানান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বিভিন্ন শিড়্গা প্রতিষ্ঠানের প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, সরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্্রনিক মিডিয়ার সংবাদিকগণ উপসি'ত ছিলেন।
#
এমাদুল/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৭১৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২২৪
শিল্পমন্ত্রী কেনিয়ায় ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামে যোগ দিচ্ছেন
ঢাকা, ৩১ আষাঢ় (১৫ জুলাই) :
ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম বা বিশ্ব বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে কেনিয়া যাচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ লক্ষ্যে ১৭ জুলাই তিনি নাইরোবির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ১৮ থেকে ২১ জুলাই নাইরোবির কেনিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস'া (টঘঈঞঅউ) এ সম্মেলনের আয়োজন করেছে। এতে বিভিন্ন দেশের মন্ত্রী, বিনিয়োগকারী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী এবং আনত্মর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
এবারের বিনিয়োগ সম্মেলনে টেকসই উন্নয়নের লক্ষ্যে গৃহীত এজেন্ডা-২০৩০ (২০৩০ অমবহফধ ভড়ৎ ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ) এর বাসত্মবায়ন নিয়ে আলোচনা হবে। এতে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের সিদ্ধানত্মকে বাসত্মবে রূপায়নের জন্য জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, অর্থায়ন ও প্রযুক্তি স'ানানত্মরের বিষয়ে কার্যকর সিদ্ধানত্ম নেয়া হবে।
উলেস্নখ্য, বিশ্বব্যাপী বিনিয়োগ ও উন্নয়ন সম্পর্কিত ইস্যু নিয়ে আলোচনা ও এ বিষয়ে নীতিমালা প্রণয়নের একটি উচ্চ পর্যায়ের বৈশ্বিক ফোরাম হচ্ছে বিশ্ব বিনিয়োগ সম্মেলন। এতে অংশগ্রহণের মাধ্যমে শিল্পমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশের নীতি নির্ধারক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিনিয়োগকারী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহীদের সাথে মতবিনিময়ের সুযোগ পাবেন। এছাড়া তিনি এ ফোরামে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত সুবিধাদি তুলে ধরবেন।
পাশাপাশি তিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সাসটেইনেবল ডেভলপমেন্ট (ওওঝউ) আয়োজিত ‘ডেভলপমেন্ট অভ্ সাউথ-সাউথ প্রিন্সিপালস্ অন ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ফর সাসটেইনেবল ডেভলপমেন্ট’ এবং ‘বিনিয়োগ এবং উদ্যোক্তা উন্নয়ন (ওহাবংঃসবহঃ ধহফ ঊহঃৎবঢ়ৎরংব উবাবষড়ঢ়সবহঃ)’ শীর্ষক উচ্চ পর্যায়ের দু’টি গোলটেবিল আলোচনায় অংশ নেবেন।
শিল্পমন্ত্রীর ২২ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।
#
জলিল/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৬/১৭২৩ ঘণ্টা